এ শহরে আমার কোনো বন্ধু নেই! অবশ্য এ নিয়ে আমার কোনো আক্ষেপ, অনুযোগ, উৎকণ্ঠা নেই। বন্ধুহীন শহরের রাস্তায় আমি যে দীর্ঘশ্বাস নিয়ে হাঁটি, তা বন্ধুহীনতার নয়, নয় একাকীত্বের। কেবল একরাশ ক্লান্তির! এ শহরে ক্লান্তি মুছবার মত আমার কোনো গামছা নেই। আমি ফুটপাতে দাঁড়িয়ে নতুন গামছা দেখি। এ শহরে আমরা প্রত্যেকেই তো একেকটা দীর্ঘশ্বাস বয়ে বেড়াই। এ শহরে প্রত্যেকের মন একেকটা সাদা থান পরে আছে। বিধবা মন নিয়ে সাংসারিক দম্পতি যাপন করছে দিনরাত। এর চেয়ে নৃশংস নয় আমার বন্ধুহীনতা। আমি আমার অবসাদ ফেরি করি না কারো দুয়ারে। যে শহরে সকালের রোদেরা অভিশপ্ত, হাড়ের সন্ধিতে জমাট ব্যথার মত অসহ্য জীপন যাপন, সেখানে আমার দুঃখের কথা বলে আমি কার বুক ভারী করব? শীঘ্রই ছেড়ে যাব এ শহর। দূরে, অন্য কোনো শহরে গড়ব বসতি, তবে অত তাড়া নেই। ঠিক ট্রেনের অপেক্ষায় যদি কেটে যায় একটা জন্ম, তবু ভুল ট্রেনে চড়ব না।
@@SleepyClipperButterfly-hc3gl I am not judging them, I am bearing the pains they have given me. I have made mistaken choosing friends in my life. You wouldn't understand that if you weren't in my place
অসাধারণ কবিতা,,, প্রতিটা লাইন মন ছুয়ে গেলো আমার,,কি অসাধারণ আবৃত্তি,, ৭বার শুনলাম,ডাইরিতে ও লিখে নিলাম,,,, তবে কেন যেন আপনার সুরের সাথে সুর মিলিয়ে বলতে ইচ্ছে করছে "এ শহরে আমার কোনো বন্ধু নেই "
একবার নয় দুবার নয় ৫ বার শুনলাম..... অসাধারণ লাগলো, কবিতার প্রত্যেকটা কথা মন ছুয়ে গেল। ঠিক ট্রেনের অপেক্ষায় যদি কেটে যায় একটা জন্ম, তবু ভুল ট্রেনে চড়ব না। এই লাইনটা যেন কিছু শিখিয়ে গেল, বলে গেল।❤❤❤
আপনার মতো গুণাগ্রাহী পাঠক পাওয়া সত্যিকারী গর্বের বিষয় যে,যথার্থ কাব্য-প্রেমিক। বাংলা ছন্দের কবিতার ভিডিও রয়েছে। চ্যানেলের নাম #মনোফোকাস অথবা #manofocus. প্রতিবাদী লেখা, ভিডিওগুলো কেমন, মূল্যবান পরামর্শে সমৃদ্ধ হতে চাই।
এটি সত্যিই একটি আবেগময় এবং প্রভাবশালী উপস্থাপন! 😢🌟 আসাদুজ্জামান মানিকের কণ্ঠস্বর আমাদের হৃদয়ে resonates করে, এবং তার কবিতার গভীরতা অনুভব করা যায়। 💖👏 অসাধারণ কাজ!
নিশ্চয়ই শুক্রবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন! আল্লাহ এই জুম্মার দিনের উছিলায় আমাদের সবাইকে ক্ষমা করে দিন। __আমিনরাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, আমার ওপর জুমার দিন বেশি বেশি দরুদ পাঠ কর। কারণ আমার উম্মতের দরুন জুমার দিন আমার কাছে পৌঁছানো হয়। যে ব্যক্তি আমার ওপর সবচেয়ে বেশি দরুদ পাঠাবে সে ব্যক্তি কেয়ামতের দিন সবচেয়ে আমার নিকটতম হবে। __(সহি আত-তারগিব ১৬৭৩)
কবিতা আমার কাছে আবেগ, অনেকেই কবিতা বুঝতে পারে না কেন বুঝতে পারে না আমি বুঝি না, মনের কথা গুলো খুব অবলীলায় কবিতায় বলা যায়,,,, আমার কাছে যারা কবিতার ভাষা বুঝতে পারেন তারা সুন্দর মনের মানুষ হন,,,, ঠিক কবিতার মতো
এই শহরে আমার কোন বন্ধু নেই! অবশ্য এই নিয়ে আমার কোন আক্ষেপ,অনুযোগ,উৎকন্ঠা নেই। বন্ধুহীন শহরের রাস্তায় আমি যে দীর্ঘশ্বাস নিয়ে হাটি, তা বন্ধুহীনতার নয়, নয় একাকীত্বের। তা কেবল একরাশ ক্লান্তির!😅🥺
অসাধাধারণ উপস্থাপনা করেছেন।কবিতাটি যেন আমারই প্রতিচ্ছবি,তাইতো মনে ছন্দ খেলে উঠলো এ যেন আর কেউ নয় আমারই মধ্যে ছিল মধ্য তলে স্ব-প্রতিচ্ছবির নিদারুন এক ছলে-
সুন্দর ❤ এই শহরে সবাই সবার আপন মনে ছুটছে থামছে না কেউ সময় নেই হাতে যেটুকু আছে তা কখনো কখনো নীল সাদার জগতেই কেটে যায়! আর একটু যদি থাকে তা নিজের মিছে অহমিকার জ্বালায় বোকার মতো জ্বালিয়ে দিচ্ছে তাতে করে নিজে ক্ষতিগ্রস্ত আর সম্পর্কগুলোও আর্থকোয়েক পরবর্তী ফাটলের মতোই বেদনাদায়ক 😢
অদৃশ্য,, শূন্য তা, কথা বলে, তা, শুনতে পায় না কেউ, বাহির বলে,,যাবো কোথায়,,,,, বিতর বলে যাবো কোথায়,,,,, ঐ দুই দিক নিশান, হারিয়ে,,,,, শূন্যতাই মিশে যায়,,,,,
ভুলেও যদি জানতাম আমি,একদিন তুই এমন করে হয়ে যাবি চির জন্মের পর !! তবে কি আর এত মায়ার ঘর বানাইতা আমার এই বুকেরও ভেতর । প্রিয় শান্তা ~~~ তোমাকে ভেবে ভেবে আমি যে পরিমাণ কষ্ট পায়, একমাত্র আমি আর আল্লাহ ছাড়া কেউ বুঝে না, শান্তা তুমিও মানুষ আমিও মানুষ, অথচ আমার কত কষ্ট তোমার জন্য, আর তুমি সুন্দর করে, তোমার মতো তুমি আছ, তুমি সুখে থাক চিরকাল, দোয়া করি, হে আল্লাহ তুমি তাঁকে আমার কাছে পাঠিয়ে ছিলে, আবার তুমিই তাঁকে এমন পাষাণ করেছ, যে সে আমাকে ভুলেও মনে করে না, সে আমার দিকে তাকালেও আমাকে দেখে না,, জীবনে কখনও ভাবিনি তুমি এমন হবে শান্তা 💔 আমি হলাম এমনি একজন হতভাগা যাকে ছেড়ে গিয়ে শান্তা রামিম কে ভালোবাসে, তুমি যদি আমাকে নাই ভালোবাসবে, আমাকে এতদূরে না নিলেই পারতা, কেন আমার সাথে এমন করলে, আমি ত তোমার কোনো ক্ষতি করি নাই, হে সৃষ্টিকর্তা মহান আল্লাহতালা দুনিয়াতে যা হয় সবকিছু তোমার হুকুমে,, আমার জীবনের সব কিছু তোমার দিকে তাকিয়ে মেনেছি। কষ্টটা বুকের ভিতর চাপা দিয়ে রাখতে পারি না , নিজের অজান্তেই চোখ দিয়ে পানি চলে আসে, আজকের পরে আর নতুন কিছু লিখব না, হে আল্লাহ আমি আর পারছি না, সব কিছুর উর্ধে তোমার কাছে আমি একটু মানসিক শান্তির কামনা প্রার্থনা করছি আমি জানি না আমার এ কমেন্ট তোমার চোখে পড়বে কি না, হে আল্লাহ তুমি তাঁর চোখে আমার এই কমেন্ট টা পৌছিয়ে দেও, কমেন্ট টা পড়ে শান্তা আমাকে কল দিবে তাঁর অপেক্ষায় আছি, তুমি যত দিন পর্যন্ত তুমি আমার কমেন্ট পড়বে না, কমেন্ট পড়ে আমাকে কল বা মেসেজ দিবা না ততই দিন পর্যন্ত আমি, কমেন্ট করেই যাব। তোমার নামে, ফেইসবুকে, স্টোরিতে, ইমুতে, ইনস্টাগ্রামে, তোমার - আমার ছোট- বড় ভাইয়ের জন্য, চলে গেছ তাতে কোন কষ্ট নেই, কিন্তু চলে যাওয়ার সময় আমাকে তুমি একটু শান্তনা দিয়ে যাও নি, কি ভাবে তোমাকে ছাড়া থাকব সারাটাজীবন, আমরা ছেলে মানুষ তোমরা যখন আমাদের একা করে চলে যাও, তখন আমরা কি চাই জানো, চায় তোমাদের মুখের একটু শান্তনা, তোমরা সেটাও দিতে পার না 😭😭 ভালো থেকেও তুমি, বাই শান্তা ~~~ আমার জীবনের থেকেও বেশি তোমাকে ভালোবাসি ❤️ জলসা ঘর,, নাটকের কাহিনিটা আমার জীবনের সাথে সম্পূর্ণ মিল, কারণ শান্তা আর আমিও ছিলাম মামাতো ভাই বোন, একটা সময় সে আমাকে ছেড়ে চলে যায়, হায়রে মেয়ে মানুষ, আমি আমার জীবনে অনেক কষ্ট পেয়েছি, কিন্তু আমি আমার জীবনে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি, যখন তুমি বলেছ আমাকে আর ভালোবাস না, আমাকে ছেড়ে চলে গেছ, আমাকে ভুলে গেছ, আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছ, প্রতিনিয়ত চলছেই আমার কষ্ট, মৃত্যুর আগেও আমার এই কষ্ট কমবে না, ভালো থেকেও তুমি, 😭😭😭😭💔💔💔💔😭😭😊
যে শহরে সকালের রোদেরা অভিশপ্ত। হাড়ের সন্ধিতে জমাট বাধার মতো অসহ্য জীবনযাপন, সেখানে আমার দুঃখের কথা বলে আমি কার বুক ভারি করবো। শীঘ্রই ছেড়ে যাবো এই শহর।দূরে অন্য কোন শহরে গড়বো বসতি।তবে অত তাড়া নেই। ঠিক ট্রেনের অপেক্ষায় যদি কেটে যায় একটা জন্ম, তবুও আর ভুল ট্রেনে চড়ব না।
অসাধারণ উক্তি....😊এই শহরে আমার কোন বন্ধু নেই! অবশ্য এ নিয়ে আমার কোন আক্ষেপ, অনুযোগ,উৎকন্ঠা নেই...........।
হুম সত্যিই💝
যেন মনে হচ্ছে প্রতিটি কথা আমাকে নিয়ে লেখা কেন এতদিন মিস করলাম এত সুন্দর কবিতাটা ❤❤😢
আমাদের সাথে থাকুন আপনাদের এ কথাগুলোই আমাদের অনুপ্রেরণা।
এ শহরে আমার কোনো বন্ধু নেই!
অবশ্য এ নিয়ে আমার কোনো আক্ষেপ, অনুযোগ, উৎকণ্ঠা নেই।
বন্ধুহীন শহরের রাস্তায় আমি যে দীর্ঘশ্বাস নিয়ে হাঁটি, তা বন্ধুহীনতার নয়, নয় একাকীত্বের।
কেবল একরাশ ক্লান্তির!
এ শহরে ক্লান্তি মুছবার মত আমার কোনো গামছা
নেই।
আমি ফুটপাতে দাঁড়িয়ে নতুন গামছা দেখি।
এ শহরে আমরা প্রত্যেকেই তো একেকটা দীর্ঘশ্বাস বয়ে বেড়াই।
এ শহরে প্রত্যেকের মন একেকটা সাদা থান পরে আছে।
বিধবা মন নিয়ে সাংসারিক দম্পতি যাপন করছে দিনরাত। এর চেয়ে নৃশংস নয় আমার বন্ধুহীনতা। আমি আমার অবসাদ ফেরি করি না কারো দুয়ারে। যে শহরে সকালের রোদেরা অভিশপ্ত, হাড়ের সন্ধিতে জমাট ব্যথার মত অসহ্য জীপন যাপন,
সেখানে আমার দুঃখের কথা বলে আমি কার বুক ভারী করব?
শীঘ্রই ছেড়ে যাব এ শহর।
দূরে, অন্য কোনো শহরে গড়ব বসতি, তবে অত তাড়া নেই।
ঠিক ট্রেনের অপেক্ষায় যদি কেটে যায় একটা জন্ম, তবু ভুল ট্রেনে চড়ব না।
বন্ধুত্ব কখনও হারায় না..
হারিয়ে যায় সেই মানুষটি
যে বন্ধুত্বের মূল্য দিতে পারেনা😢
Rights
Be careful to judge your friends
@@SleepyClipperButterfly-hc3gl I am not judging them, I am bearing the pains they have given me. I have made mistaken choosing friends in my life. You wouldn't understand that if you weren't in my place
Us🤙@@NusratJahan-wu5oy
🌹🌹🌹❤❤❤👍👍👍🙏🙏🙏
যতটা লাইক দিবেন ততবার কবিতাটা শুনে যাব
Now 10k,aab suno😊
Aso aktu sune jaw 😊
@@ashadulalam7199😊😊😊😅😊😅😊😊😅😊😅😊😅😊😊😅😊😅😊😊😅😊😅😊😊😊😅😊😅😊😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😊😊😊😊😅😊😊😊😅😊😊😊😊😅😊😅😅😊😊😊😊😊😊😊😊😊😅😊😊😊😊😊😊😊😅😊😅😊😅😊😅😊😊😅😊😊😅😊😊😊😊😊😊😊😅😊😊😅😊😅😊😊😊😅😊😊😅😊😊😊😊😊😊😊😊😊😊😅😊😊😊😊😅😊😊😊😊😊😅😊😅😊😊😊😅😊😅😊😅😊😊😅😊😅😊😊😅😊😅😊😅😊😊😊
Aso
amra bissas korbo ki kore tumi abar jodi comment koro taile tikace
অসাধারণ কবিতা,,, প্রতিটা লাইন মন ছুয়ে গেলো আমার,,কি অসাধারণ আবৃত্তি,, ৭বার শুনলাম,ডাইরিতে ও লিখে নিলাম,,,, তবে কেন যেন আপনার সুরের সাথে সুর মিলিয়ে বলতে ইচ্ছে করছে "এ শহরে আমার কোনো বন্ধু নেই "
যত বার লাইক করবে তত বার শুনতে আসবো
একবার নয় দুবার নয় ৫ বার শুনলাম..... অসাধারণ লাগলো, কবিতার প্রত্যেকটা কথা মন ছুয়ে গেল।
ঠিক ট্রেনের অপেক্ষায় যদি কেটে যায় একটা জন্ম,
তবু ভুল ট্রেনে চড়ব না।
এই লাইনটা যেন কিছু শিখিয়ে গেল, বলে গেল।❤❤❤
❤❤
same ami o amar kuno bondu nei একাকিত্ব থাকাই ভালো। because I'm not alon because may Allah always with me❤ হাসবুন আল্লাহ ওয়া'লিমান ওয়াকিল❤❤
ঠিক ট্রেনের অপেক্ষায় যদি কেটে যায় একটা জন্ম তবুও ভুল ট্রেনে চরবো না
আহা কি লাইন
যেমন কবিতার লিরিক্স তেমনি অসাধারন আবৃত্তি ।আর ব্যাকগ্রাউন্ড মিউজিক টা দূর্দান্ত আনমনে হওয়ার মতো
এ শহরে আমার বন্ধু নেই, সত্যিই ভীষণ আক্ষেপ! বন্ধু খুব ভালো লাগলো।
কবিতা নয় জীবনের প্রত্যেকটা মুহূর্তে এভাবেই চলে আমাদের জীবন যুদ্ধ। 😢😢
আলহামদুলিল্লাহ
শীঘ্রই ছেড়ে যাব এই শহর এবং শহরের এসে পরিচিত হওয়া মানুষগুলোকে। আবার কোথাও গিয়ে নতুনভাবে কিছু মানুষের সাথে পরিচিত হব.....
কবিতা গুলো শুনতে থাকি তবুও ইচ্ছে করে সারা দিন এবং প্রতিদিন শুনতে থাকি আমার কোনো বন্ধু নেই কবিতা গুলো শুনতে কি যে ভালো লাগে
আপনার মতো গুণাগ্রাহী পাঠক পাওয়া সত্যিকারী গর্বের বিষয় যে,যথার্থ কাব্য-প্রেমিক।
বাংলা ছন্দের কবিতার ভিডিও রয়েছে। চ্যানেলের নাম #মনোফোকাস অথবা #manofocus. প্রতিবাদী লেখা, ভিডিওগুলো কেমন, মূল্যবান পরামর্শে সমৃদ্ধ হতে চাই।
Dada amar channel o emon demands kore .. apni jehetu regular sonen amar ta sune bolen na.. kemon hocche
আমারও কোনো বন্ধু নেই।আমি বর্ষীয়ান (৭০) এক মানব। একাকিত্বের
ব্যাথা নিয়ে বেঁচে আছি আজ ও।
চলে যাওয়া মানে প্রস্থান নয় | (কবিতা আবৃত্তি) | রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ |
ruclips.net/video/2EWSst9aWEM/видео.htmlsi=5DZ4EmpegHgQdaFg
@@durjoyde1521আসসালামু আলাইকুম, ভালো আছেন?
এটি সত্যিই একটি আবেগময় এবং প্রভাবশালী উপস্থাপন! 😢🌟 আসাদুজ্জামান মানিকের কণ্ঠস্বর আমাদের হৃদয়ে resonates করে, এবং তার কবিতার গভীরতা অনুভব করা যায়। 💖👏 অসাধারণ কাজ!
এই শহরে সত্যিই আমার কোনো বন্ধু নেই কবিতাটা পুরো আমার জীবনের সাথে ম্যাচ করে গেলো খুব ভালো লাগলো ❤❤
নিশ্চয়ই শুক্রবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন! আল্লাহ এই জুম্মার দিনের উছিলায় আমাদের সবাইকে ক্ষমা করে দিন। __আমিনরাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, আমার ওপর জুমার দিন বেশি বেশি দরুদ পাঠ কর। কারণ আমার উম্মতের দরুন জুমার দিন আমার কাছে পৌঁছানো হয়। যে ব্যক্তি আমার ওপর সবচেয়ে বেশি দরুদ পাঠাবে সে ব্যক্তি কেয়ামতের দিন সবচেয়ে আমার নিকটতম হবে। __(সহি আত-তারগিব ১৬৭৩)
হাদিসটি শেয়ার করার জন্য ধন্যবাদ।
ভাই তুই কি পাগলা আছিস?? কোথায় কি বলতে হয় এখনো শিখলিনা
Chagu khothakar
কলিজায় ধাক্কা দেয় প্রতিটি শব্দ।
আবার শুনতে চলে আসলাম। আহা..! কী অসাধারণ শব্দ-চয়ন🥰
এত সহজে মনে জন্ম নেওয়া হাজার কথার পাহাড় ভাঙ্গলেন যেন... ❤
কবিতা সুন্দর
সুন্দর আবৃত্তি
প্রকাশ করতে থাকেন, আমরা শুনে যাই..! 🖤🎧
❤️❤️
Dada amar channel o emon demands kore .. apni jehetu regular sonen amar ta sune bolen na.. kemon hocche
অসাধারণ সুন্দর মিষ্টি মধুর কন্ঠে আবৃত্তি শুনলাম। প্রায় আসবো আবার এরকম মিষ্টি মধুর কবিতা আবৃত্তি শুনতে 🌹🌹🌹👍👍👍🙏🙏🙏
অবশ্যই, আপনাদের জন্যই আমাদের এই চেষ্টা।
কবিতা আমার কাছে আবেগ, অনেকেই কবিতা বুঝতে পারে না কেন বুঝতে পারে না আমি বুঝি না, মনের কথা গুলো খুব অবলীলায় কবিতায় বলা যায়,,,, আমার কাছে যারা কবিতার ভাষা বুঝতে পারেন তারা সুন্দর মনের মানুষ হন,,,, ঠিক কবিতার মতো
ভালোবাসা জানবেন।
আহা....মন ছুইয়ে গেল❤❤❤❤
চোখ জল চলে এলো, অসাধারণ কবিতা ও আবৃত্তি 😢
ভগবান একদিন সবার মনের কষ্ট দুর করবে। ভগবানের উপর বিশ্বাস রাখ । ❤❤❤
ভগবানের উপর বিশ্বাস রাখো বুঝলাম না রে ভাই. আপনারা তো ভগবান নিজের হাতে বানান. আবার নিজের হাতেই ভেঙে ফেলেন. . আর কি বলবো লজ্জা ময় বিষয়.
এত সুন্দর ভাবে কবিতা আবৃতি শুনতে বড়োই দারুণ লাগে।
১৭-০৯-২৪ এ স্মৃতি রেখে গেলাম।
বন্ধু নাই এগুলো কি,, হাজার জুলুম করার পরেও আবারও ,, জোগ দিচ্ছে,,,,
কয়েকটা কথা দিয়ে চরম বাস্তবতা কে তুলে ধরলেন 😊❤
অসাধারণ আবৃত্তি,, মন ছুঁয়ে যাওয়া প্রতিটি লাইন
।
Right
❤️❤️
বন্ধু নাই এগুলো কি হাজার জুলুম করার পরেও আবারও জোগ দিচ্ছে,,,
মন ছুঁয়ে গেল
বাহ খুব সুন্দর হয়েছে
উফ্, মনটা ছুঁয়ে গেলো, আপনার বাচনভঙ্গি, গুরু। বন্ধু বলবোনা, শিষ্য হলাম।❤❤❤
বার বার আসবেন আবৃত্তির এই শহরে।
এই যন্ত্রণা বয়েই গুটি গুটি পায়ে এগিয়ে চলছি, মৃত্যুর দুয়ারে🥲🥲🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤
এই শহরে আমার কোন বন্ধু নেই!
অবশ্য এই নিয়ে আমার কোন আক্ষেপ,অনুযোগ,উৎকন্ঠা নেই।
বন্ধুহীন শহরের রাস্তায় আমি যে দীর্ঘশ্বাস নিয়ে হাটি,
তা বন্ধুহীনতার নয়, নয় একাকীত্বের।
তা কেবল একরাশ ক্লান্তির!😅🥺
বাংলা কবিতা অনেক সুন্দর। এটা সর্বত্র শোনা উচিত
সেই একটা লাইনগুলা। আমি বর্তমানে শহরেই থাকি এবং একটা ফার্মেসীতে চাকরি করি
অস্তিত্ব হারিয়ে ফেললাম শুনে
অসাধাধারণ উপস্থাপনা করেছেন।কবিতাটি যেন আমারই প্রতিচ্ছবি,তাইতো মনে ছন্দ খেলে উঠলো
এ যেন আর কেউ নয় আমারই মধ্যে
ছিল মধ্য তলে
স্ব-প্রতিচ্ছবির নিদারুন এক ছলে-
এজন্য আমি বলি আমার আমিই সেরা☺️
মাশাআল্লাহ 🥰 সুন্দর হয়েছে ❤
🤍
আমার ও বন্ধু ছিল আমিই শুধু বন্ধু ভাবতাম সে ভাবতো না, তার প্রয়োজন শেষে সে আমাকে আর মনে করে না😢
এ রকম কবিতা শুনতে আমার অত্যন্ত ভাল লাগে ❤
Ma sha Allah... যেমন কথা, তেমন কণ্ঠ 🔥
ভালোবাসা নিবেন।
চিৎকার করে কাঁদতে মন চাইছে এখন সেই অধিকারটুকু ও নেই।
সত্যি অসাধারণ ❤❤❤
💙
খুবই ভাল লেগেছে ভাইয়া।অসাধারন আবৃত্তি
ভালোবাসা নেবেন💙💙
কথাগুলো শুনে মনে হয়,,আমার কথাগুলোই কবির মাধ্যমে প্রকাশ পেয়েছে,,,
🤍
ভালো লাগলো জাজাকাল্লাহ খাইরান ❤❤
শুকরান 😊
কবিতা নয়, যেন বাস্তবতার চিত্র ভেসে উঠেছে। ❤
শুনেই যাচ্ছি, তবুও বার বার শুনতে ইচ্ছে হয়। অসাধারণ আবৃ্তিশিল্পী
ভালোবাসা নেবেন💙
ভীষণ ভালো লাগলো আপনার আবেগঘন আবৃত্তি। ❤❤❤
ভালোবাসা নেবেন 🤍💙
আমার ভালোলাগা অনুভুতি র, অসাধারণ কন্ঠে সুন্দর প্রকাশ
সুন্দর ❤
এই শহরে সবাই
সবার আপন মনে ছুটছে
থামছে না কেউ সময় নেই হাতে
যেটুকু আছে তা কখনো কখনো
নীল সাদার জগতেই কেটে যায়!
আর একটু যদি থাকে
তা নিজের মিছে অহমিকার জ্বালায়
বোকার মতো জ্বালিয়ে দিচ্ছে
তাতে করে নিজে ক্ষতিগ্রস্ত
আর সম্পর্কগুলোও আর্থকোয়েক পরবর্তী ফাটলের মতোই বেদনাদায়ক 😢
Khub sundor ❤❤❤❤
হৃদয় ছুঁয়ে গেলো🥰
শেষের লাইন তিনটে মন ছুঁয়ে গেল❤ শেষ ট্রেনে চড়ব.... ভুল ট্রেনে চড়বো না
Sotti e proti ta manush khub eka,khub klanto,bharakranto.
আমার সত্যি কোন বন্ধু নেই।😢😢😢খুবই ভাল লেগেছে কবিতা টা। মুখস্থ করব
Kobita ti sune amar mon chuye gese❤
বার বার আসবেন আবৃত্তির এই শহরে।
অনেক ধন্যবাদ এত সুন্দর কবিতা আবৃত্তির জন্য
কত সুন্দর হয়েছে তা কি করে বোঝাই ❤❤❤
অনেক সুন্দর লাগছে ❤❤
অপূর্ব 💔
অদৃশ্য,, শূন্য তা, কথা বলে,
তা, শুনতে পায় না কেউ, বাহির বলে,,যাবো কোথায়,,,,,
বিতর বলে যাবো কোথায়,,,,,
ঐ দুই দিক নিশান, হারিয়ে,,,,,
শূন্যতাই মিশে যায়,,,,,
শূণ্যতার সগরে সবাই ভাসছে।
অপূর্ব।মন ছুঁয়ে গেলো💖💖👌
বন্ধু মানে সবসময় মনে মনে ভালো লাগার আবেশ দেয়।
যে বন্ধুরা সব সময় মনের গভিরেই থাকে।
অপূর্ব সুন্দর ♥️♥️
শুনলেই শুনতে আরো মন চাই❤🎉
অসাধারণ কবিতা। অসাধারণ আবৃত্তি। খুব ভালো লাগলো। আরও শোনার অপেক্ষায় রইলাম।❤🎉
আবেগময় উচ্চারণ বেশ লাগলো ❤
🤍🤍
চমৎকার এবং সত্যি কথা।
যতবার শুনি হৃদয় ছুঁয়ে যাই।❤
কবিতার প্রত্যেকটা লাইন যেন আমার জীবন 😢।
খুব সুন্দর❤
অসাধারণ বলার আবেগ 🎉🎉🎉🎉
মাশাআল্লাহ
Onek shundor apnar voice❤❤❤❤
আমার জীবনের সেরা একটি কবিতা শুনলাম।
ভালোবাসা নেবেন💙
অসাধারণ ❤
আহ্! ❣️
Sundor❤
I am just amazed by your every words and lines. And your voice is just outstanding 🥺. I am melted broo.
Thanks for the compliment. We just try to recite with emotions and your loves.
মারসাআল্লাহ। অসাধারণ হয়েছে।❤❤❤
আরো চাই এরকম।
❤
জ্বী অবশ্যই।
আহারে বন্ধু। আহা,ইশ, আল্লাহ
ভুলেও যদি জানতাম আমি,একদিন তুই
এমন করে হয়ে যাবি চির জন্মের পর !!
তবে কি আর এত মায়ার ঘর বানাইতা
আমার এই বুকেরও ভেতর ।
প্রিয় শান্তা ~~~
তোমাকে ভেবে ভেবে আমি যে পরিমাণ কষ্ট পায়, একমাত্র আমি আর আল্লাহ ছাড়া কেউ বুঝে না,
শান্তা তুমিও মানুষ আমিও মানুষ, অথচ আমার কত কষ্ট তোমার জন্য,
আর তুমি সুন্দর করে, তোমার মতো তুমি আছ,
তুমি সুখে থাক চিরকাল, দোয়া করি,
হে আল্লাহ তুমি তাঁকে আমার কাছে পাঠিয়ে ছিলে, আবার তুমিই তাঁকে এমন পাষাণ করেছ,
যে সে আমাকে ভুলেও মনে করে না, সে আমার দিকে তাকালেও আমাকে দেখে না,,
জীবনে কখনও ভাবিনি তুমি এমন হবে শান্তা 💔
আমি হলাম এমনি একজন হতভাগা যাকে ছেড়ে গিয়ে শান্তা রামিম কে ভালোবাসে,
তুমি যদি আমাকে নাই ভালোবাসবে, আমাকে এতদূরে না নিলেই পারতা,
কেন আমার সাথে এমন করলে,
আমি ত তোমার কোনো ক্ষতি করি নাই,
হে সৃষ্টিকর্তা মহান আল্লাহতালা দুনিয়াতে যা হয় সবকিছু তোমার হুকুমে,,
আমার জীবনের সব কিছু তোমার দিকে তাকিয়ে মেনেছি।
কষ্টটা বুকের ভিতর চাপা দিয়ে রাখতে পারি না , নিজের অজান্তেই চোখ দিয়ে পানি চলে আসে,
আজকের পরে আর নতুন কিছু লিখব না,
হে আল্লাহ আমি আর পারছি না, সব কিছুর উর্ধে তোমার কাছে আমি একটু মানসিক শান্তির কামনা প্রার্থনা করছি
আমি জানি না আমার এ কমেন্ট তোমার চোখে পড়বে কি না,
হে আল্লাহ তুমি তাঁর চোখে আমার এই কমেন্ট টা পৌছিয়ে দেও,
কমেন্ট টা পড়ে শান্তা আমাকে কল দিবে তাঁর অপেক্ষায় আছি,
তুমি যত দিন পর্যন্ত তুমি আমার কমেন্ট পড়বে না,
কমেন্ট পড়ে আমাকে কল বা মেসেজ দিবা না ততই দিন পর্যন্ত আমি, কমেন্ট করেই যাব।
তোমার নামে, ফেইসবুকে, স্টোরিতে, ইমুতে, ইনস্টাগ্রামে,
তোমার - আমার ছোট- বড় ভাইয়ের জন্য,
চলে গেছ তাতে কোন কষ্ট নেই, কিন্তু চলে যাওয়ার সময় আমাকে তুমি একটু শান্তনা দিয়ে যাও নি, কি ভাবে তোমাকে ছাড়া থাকব সারাটাজীবন,
আমরা ছেলে মানুষ তোমরা যখন আমাদের একা করে চলে যাও,
তখন আমরা কি চাই জানো,
চায় তোমাদের মুখের একটু শান্তনা,
তোমরা সেটাও দিতে পার না 😭😭
ভালো থেকেও তুমি,
বাই
শান্তা ~~~ আমার জীবনের থেকেও বেশি তোমাকে ভালোবাসি ❤️
জলসা ঘর,,
নাটকের কাহিনিটা আমার জীবনের সাথে সম্পূর্ণ মিল,
কারণ শান্তা আর আমিও ছিলাম মামাতো ভাই বোন,
একটা সময় সে আমাকে ছেড়ে চলে যায়,
হায়রে মেয়ে মানুষ,
আমি আমার জীবনে অনেক কষ্ট পেয়েছি,
কিন্তু আমি আমার জীবনে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি, যখন তুমি বলেছ আমাকে আর ভালোবাস না, আমাকে ছেড়ে চলে গেছ, আমাকে ভুলে গেছ, আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছ,
প্রতিনিয়ত চলছেই আমার কষ্ট, মৃত্যুর আগেও আমার এই কষ্ট কমবে না, ভালো থেকেও তুমি,
😭😭😭😭💔💔💔💔😭😭😊
আজ আমিিও একা বন্ধু....
অতি সুন্দর হৃদয় স্পর্শ করে
এক কথায় অসাধারণ
❤️❤️❤️
প্রয়োজনের
প্রিয়জনে ভরা এ শহর।
❤️❤️❤️
যে শহরে সকালের রোদেরা অভিশপ্ত।
হাড়ের সন্ধিতে জমাট বাধার মতো অসহ্য জীবনযাপন,
সেখানে আমার দুঃখের কথা বলে আমি কার বুক ভারি করবো।
শীঘ্রই ছেড়ে যাবো এই শহর।দূরে অন্য কোন শহরে গড়বো বসতি।তবে অত তাড়া নেই।
ঠিক ট্রেনের অপেক্ষায় যদি কেটে যায় একটা জন্ম, তবুও আর ভুল ট্রেনে চড়ব না।
Kotha gulo khub sotti !! মন ছোঁয়ার মত
সত্যিই এশহরে কারো কোনো বন্ধু থাকে না।
Bgm name please
Osadaron ❤❤❤
অনেক সুন্দর আবৃতি...
ঠিক ট্রেনের অপেক্ষায় যদি কেটে যায়
একটা জন্ম,,
তবু ভুল ট্রেনে চড়ব না,,🙂🙂
আপনার ঠিক ট্রেনের অপেক্ষায় আমরাও রইলাম।শুভকামনা আপনার জন্য।
দারুণ❤️
অত্যন্ত চমৎকার কবিতা ও আবৃত্তি❤ ধন্যবাদ
অনেক সুন্দর হয়েছে।
ভুল ট্রেনে চরবো নাহ কথা টা ভালো ছিলো..!🙂🙂
জীবনের সাথে বাস্তবতার কতো মিল
বাস্তবতার মিল অমিলেও বন্ধুত্বের অভাব বোধ হয়।