IT-র একঘেয়েমি ছেড়ে Sports Journalism এ এলাম | Subhankar Das | Josh Talks Bangla

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 ноя 2023
  • Subhankar Das is professionally associated with the media industry. But during his studies he had nothing to do with the media. He studied engineering and was working in an IT company. But he had a love for football since childhood. Leaving the monotonous job of IT, he decided to join the media industry and become a sports journalist. First he started working through RUclips and Facebook pages and joined various portals. His work is mainly about Bangla Football. He was working as a freelancer by Interviewing and working with experienced footballers, football managers, sports journalists etc. Then he felt he should study this more deeply. So he is now studying media. After leaving job from the IT company, as he joined as a media student and is learning sports journalism, many people around him mocked him, but by ignoring them, Subhankar is doing his own job.
    শুভঙ্কর দাস মিডিয়া ইন্ডাস্ট্রির সাথে পেশাগতভাবে যুক্ত। কিন্তু পড়াশোনা চলাকালীন দূরদূরান্তে মিডিয়ার সাথে তার কোনো সম্পর্কই ছিল না। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে IT কোম্পানি চাকরি করছিলেন তিনি। কিন্তু ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি ভালোবাসা ছিল তার। IT-র একঘেয়ে কাজ ছেড়ে তাই তিনি সিদ্ধান্ত নেন মিডিয়া ইন্ডাস্ট্রিতে যুক্ত হয়ে ক্রীড়া সাংবাদিক হবেন। যেমন ভাবা তেমন কাজ। প্রথম তিনি RUclips ও Facebook পেজ এর মাধ্যমে কাজ শুরু করেন ও বিভিন্ন পোর্টালের সাথে যুক্ত হন। মূলত বাংলার ফুটবলকে নিয়ে তার কাজ। অভিজ্ঞ ফুটবলার, ফুটবল কর্তা ,সাংবাদিকদের ইন্টারভিউ ও তাদের সাথে কাজ করেন ফ্রীলান্সার হিসেবে। তারপরে তার মনে হয় এই নিয়ে আরো গভীরে গিয়ে পড়াশোনা করা উচিত। তাই তিনি এখন মিডিয়া বিষয়টি নিয়ে পড়াশোনা করছেন। তার এই IT থেকে মিডিয়ায় ঝাঁপিয়ে আসায় বহু লোকের অনেক কথা তাকে শুনতে হয়েছে, তবে সেসব উপেক্ষা করে শুভঙ্কর নিজের কাজ করে যাচ্ছেন।
    অনুপ্রেরণা, অজানাকে জানা, উন্নতি
    | ৭০০+ মিলিয়িন ভিউ | ১০ টি ভাষা | ৫,০০,০০০+ ডাউনলোড
  • РазвлеченияРазвлечения

Комментарии • 17