It’s a beautiful journey over the Hudson River.

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024
  • হাডসন হাডসন নদী মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের একটি প্রধান নদী। এটি নিউইয়র্ক রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং নিউইয়র্ক হারবরে প্রবেশ করে আটলান্টিক মহাসাগরে পড়ে। হাডসন নদীর দৈর্ঘ্য প্রায় 507 কিলোমিটার।
    হাডসন নদীর উৎপত্তি হয়েছে আডিরোন্ড্যাক পর্বতমালায়। এটি প্রথমে উত্তরে প্রবাহিত হয় এবং তারপর পূর্ব ও দক্ষিণ-পূর্বে প্রবাহিত হয়। নদীটি নিউইয়র্ক সিটির মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং শহরের জলবায়ু ও পরিবেশকে প্রভাবিত করে।
    হাডসন নদীর তীরে অনেক ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থান রয়েছে। এখানে রয়েছে নিউইয়র্ক সিটির প্রসিদ্ধ স্ট্যাটু অফ লিবার্টি, এলিস আইল্যান্ড ইত্যাদি।
    হাডসন নদী মাছ ধরা, নৌকা চলাচল ইত্যাদি বিভিন্ন কার্যক্রমের জন্য জনপ্রিয়। এটি নিউইয়র্ক রাজ্যের অর্থনীতি ও পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Комментарии • 1