Question and answer on fish culture ।Part 167। মাছ চাষের প্রশ্নোত্তর। পর্ব ১৬৭।

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • Question and answer on fish culture
    Different types of questions and answers of different fish farmers are discussed here;
    Which includes various hazards, crisis of different feed ingredients, its shelf life with feeding of fish,
    it includes the physico-chemical parameters to be faced by the farmers and problems in fish culture.
    Reduction of feeding of fish; suddenly discovered, feeding and management and treatment.
    It also includes pond preparation, dyke preparing, leveling and turfing, the stocking of fish fries or fingerlings, zooplankton enhancing fermented liquid, other steps, Ammonia toxicity, Oxygen deficiency etc.
    #Abeed Lateef

Комментарии • 77

  • @azimuddin945
    @azimuddin945 4 года назад +2

    আবেদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ.... কারন আপনার ভিডিও গুলো দেখে অনেক কিছু শিখতেছি।আশাকরি আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছ থেকে শিখতে পারবো।

  • @billalprodhan5480
    @billalprodhan5480 4 года назад +3

    ধন্যবাদ আপনাকে অনেকগুলি পর্বে অনেক কিছু শিখেছি। সামনে আরও কিছু শিখতে পারি আপনার কাছ থেকে।

  • @jishanahammod5773
    @jishanahammod5773 3 года назад +1

    ধন্যবাদ স্যার, আমি আগে সুধু রাসায়নিক সার ব্যবহার করতাম তখন দেখতাম উপরিভাগ সবুজ হত, কোন কাজ হত না।এখন আপনার পরামর্শ অনুশ্মরন করি ভালো ফলাফল পাই।

  • @bapifishiryvlogs2927
    @bapifishiryvlogs2927 4 года назад +1

    Very good support for Fish farming

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад

      অনেক ধন্যবাদ ভাই।

  • @mohdshahab826
    @mohdshahab826 4 года назад +4

    """লা ইলাহা ইল্লাল্লাহ""" আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই ইলাহা নাই !

  • @abdulhoq851
    @abdulhoq851 4 года назад +1

    জাজাকাল্লাহ খাইরান ধন্যবাদ

  • @chinmoysamajdar9778
    @chinmoysamajdar9778 3 года назад

    Dada ami ভারত থেকে চিন্ময় বলছি আপনার কথা আমার খুব ভালো লাগে.

  • @MdJuwel-ju9yw
    @MdJuwel-ju9yw 2 года назад

    অসংখ্য ধন‍্যবাদ স‍্যার

  • @nazmussakibsojib3549
    @nazmussakibsojib3549 4 года назад +1

    Thanks sir

  • @mamunsk6834
    @mamunsk6834 4 года назад +1

    আপনার কথা খুব ভালো লাগে।

  • @arshadulkarim1840
    @arshadulkarim1840 4 года назад

    ধন্যবাদ আপনাকে

  • @rajivbiswas1452
    @rajivbiswas1452 4 года назад

    Good jobs sir your advise. Is always correct I see your all vidio

  • @SaidulIslam-kc4gu
    @SaidulIslam-kc4gu 4 года назад

    ধন্যবাদ ছ্যার

  • @sirajulislam2312
    @sirajulislam2312 4 года назад +2

    sir চিতল মাছ কি একক ভাবে চাষ করা যাবে????????

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад

      রাক্ষসের স্বভাবের মাছ একক চাষ করতে গেলে অনেক সমস্যা।
      লাইফ ফিড দিতে হয়।

  • @NandjccNandj
    @NandjccNandj 4 года назад +1

    আপনার কথা ঠিক আছে ভাই আপনে বলে থাকোন দিয়ে করে ভাই

  • @ferdausgazi4938
    @ferdausgazi4938 4 года назад

    দারুণ স্যার

  • @shajedaakter7974
    @shajedaakter7974 4 года назад +1

    Assala muyalaikum sir pls apni apnar poroborti qa porbe amr citol mas cas somporke bolle onk upokrito hotam pls sir

  • @Skylark7722
    @Skylark7722 4 года назад

    স্যার সালাম নিবেন। আপনার সাথে পরিচিত হওয়ার আগে আমি একজন অজ্ঞান মূর্খ ছিলাম। এখন মনে হয় কিছুটা জানি। স্যার আপনার সাথে সুর মিলিয়ে বলতে চাই, নিরাপদ খাদ্য উৎপাদন ছড়িয়ে পরুক দেশজুড়ে।
    (Easy farming, We way to organic path)

  • @asadrashid4566
    @asadrashid4566 3 года назад

    ❤️স্যার❤️

  • @samitbarua6944
    @samitbarua6944 4 года назад +2

    যদি সঠীক ভাাবে পানি ব্যাবস্থাপনা করা হয় কোন রোগ হবে বা।

  • @abunaseralaminpapon449
    @abunaseralaminpapon449 4 года назад +1

    স্যার আমার ৯০ সতক পুকুরে গত ২ দিন যাবত সকালে সব মাছ ভেষে ঊঠে, এখানে তেলাপিয়া মাছ আছে২০০০০,কই-১৫০০০,সাথে আরো অনেক বাংলা মাছ আছে, পানির গভীরতা ৭ ফিট। চুন লবন নিয়মিত দেই। আমি এখন কি করবো স্যার??

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад

      এরেটর লাগান।

    • @abunaseralaminpapon449
      @abunaseralaminpapon449 4 года назад +1

      স্যার, এখন এরেটর লাগানোর টাকা এখন নাই, আমি কি অনযপুকুরে মাছ সারাবো??

  • @inserAli-lw4cx
    @inserAli-lw4cx 4 года назад +1

    Super s.k Assam amin

  • @hassandilwale2808
    @hassandilwale2808 4 года назад

    উইরিয়া সার কি পানিতে গুলিয়ে দিতে হবে???

  • @aquariumfish4394
    @aquariumfish4394 4 года назад

    স্যার,,শিং মাছ ৩৫ পিচে কেজি শতাংশে মজুত ২০০০ পিছ।এখন প্রশ্ন হল পানির কালারের জন্য গোবর ও সার কি পরিমাণ দিব??? দয়াকরে জানাবেন স্যার।।।

  • @atindraachari2653
    @atindraachari2653 4 года назад +1

    Dear Sir, চিতল মাছ কি একক ভাবে চাষ করা যাবে?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад +1

      রাক্ষসের স্বভাবের মাছ একক চাষ করতে গেলে অনেক সমস্যা।
      লাইফ ফিড দিতে হয়।

  • @swapandas8879
    @swapandas8879 4 года назад

    স্যার কার্প জাতীয় মাছ যদি আমি এয়ারেশনের ব্যাবস্থা করে চাষ করি তাহলে প্রতি বিঘায় কত পিস্ মাছ ছাড়তে পারব ৩ টায় কেজি ওজনের মাছ। আমার পুকুর ১৫ বিঘার জমির উপর ।

  • @kanikasarkar293
    @kanikasarkar293 4 года назад +1

    আজকের পর সরিষা খৈল নিয়ে কারো মনে কোন প্রশ্ন থাকা উচিত নয় ৷

  • @assortedbd9951
    @assortedbd9951 4 года назад

    আসসালামুয়ালাইকুম সার আমার পুকুরের শুকনো মৌসুমে পাঁচ ফুটের মতো থাকে পানি , আর বর্ষা মৌসুমে এটা 10-12 ফুট হয়ে যায় এমত অবস্থায় আমি কোন ধরনের মাছ চাষ করে সফলতা পেতে পারি ? আপনার পরামর্শ কামনা করি ।

  • @imtizauddin1208
    @imtizauddin1208 4 года назад

    স‍্যার আমি একটি 4 বিঘা পুকুর কাটছি কতটা মাছ দিব

  • @girija1102
    @girija1102 4 года назад

    পুকুরে জল থাকা অবস্থায় আমাছা নষ্ট করার জন্য মহুয়া খোল কিভাবে ব্যবহার হয়?

  • @lostvcom8918
    @lostvcom8918 4 года назад +1

    Assalamualaikum

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад

      ওয়ালাইকুম সালাম।

  • @rajatkantishyamal5799
    @rajatkantishyamal5799 4 года назад +1

    পুকুরে জল ঘোলা হলে কিকরতে হবে

    • @SahedMia-bd
      @SahedMia-bd 4 года назад +3

      ভাই..
      স্যারের পুরনো ভিডিও গুলো দেখতে পারেন।দেওয়া হয়েছিল।

  • @mdmohormdmohor5924
    @mdmohormdmohor5924 4 года назад

    আংকেল বায়োফ্লোক নিয়ে মাছ চাশ নিয়ে কিছু বলেন

    • @SahedMia-bd
      @SahedMia-bd 4 года назад +1

      ভাই স্যারের ভিডিও গুলো ভালো করে দেখুন। কয়েকদিন আগে একটা ভিডিও দেওয়া হয়েছে।

    • @mdmohormdmohor5924
      @mdmohormdmohor5924 4 года назад +2

      @@SahedMia-bd thanx

  • @ronyrony3202
    @ronyrony3202 4 года назад

    আমার নাম আয়াজ। আমার দুই বিঘা ঘের বা পুকুর আছে। আমি ধানি থেকে ফিঙ্গার সাইজ চালাই করতে চাই। কতদিন সময় লাগবে বা খাদ্য কি কি দিবো। রুই মাছ ৫ হাজারের পিচে ৮ কেজি।মৃগেল ৫ হাজারের পিচে ১ কেজি। কাতলা ৫০০ পিচে এক কেজি। টেবলেি ২০০ পিচে ২ কেজি ছাড়বো। আর গোবর ২০ কেজি সাথে খৈল ৫ কেজি আর সার দিয়ে ৪০ লিটার পানি দিয়ে ভিজিয়ে এই খাদ্যটা কত দিন খাবাবো আমাকে একটু বলবেন?

  • @omarsunny5447
    @omarsunny5447 4 года назад

    স্যার খড় কি ছোট ছোট করে কেটে দিবো ?
    নাকি আঁটি বেধে দিবো ???
    স্যার জানালে খুব উপকার হতো ।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад

      😟😟😟😟

    • @omarsunny5447
      @omarsunny5447 4 года назад

      @@abeedlateef8059 আগের আলোচনা গুলো না শুনে প্রশ্ন করার জন্যে দুঃখিত স্যার

  • @beshalhossain2042
    @beshalhossain2042 4 года назад

    স্যার আসসালামু আলাইকুম আসা করি ভাল আছেন আমার পুকুরে শিং মাগুর মাছ চাষ করতে চাই পুকুর পুরো সুকিয়ে ফেলেছি এখন পুকুরে যেই পানি দিব সেই পানিতে আয়রন আছে এতে কি মাছের কোন সমস্যা হবে। সহজে বল্লে সেলো কলের পানি।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад

      বেশি করে উঠিয়ে নিন।

  • @smmonir05
    @smmonir05 4 года назад

    আসসালামু আলাইকুম স্যার আপনার এখন প্রশ্ন উত্তর ভিডিও গুলো অনেক ছোট ছোট করেন কেন একটু বড় করলে ভালো হতো????
    আর আপনার ভিডিওগুলো শুরুতে কাটা থাকে ও শেষ হয়ে কাটা থাকে ???

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад

      জী।
      আপন বড় করলে দেখতে চায়না মানুষ।

  • @mostafizurrahman3427
    @mostafizurrahman3427 4 года назад

    পানির গভীরতা ৬ ফিটের বেশি হলে ভেন্চুরি এয়ারেটর নাকি খুব একটা কাজে আসেনা। দয়া করে এই বিষয়ে কিছু বলবেন?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад

      যিনি এই কথা বলেছেন; সঠিক বলেননি।

  • @samirahmed2019
    @samirahmed2019 4 года назад

    স্যার প্যারেট পোকার লার্ভা দেশি মাছ কে খাওয়ানো যাবে

  • @assortedbd9951
    @assortedbd9951 4 года назад

    আসসালামুয়ালাইকুম , সার মাছকে সুষম খাদ্য ও ঘনত্ব ঠিক রাখলে তার দেহের ওজনের শতকরা কত ভাগ বৃদ্ধি পায় প্রতিদিন জানালে উপকৃত হব

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад

      কার্প জাতীয় মাছ গড়ে দিনে সঠিক পরিচর্যায় 2- 5 পার্সেন্ট পর্যন্ত বাড়ে।

    • @assortedbd9951
      @assortedbd9951 4 года назад

      Abeed Lateef thanks sir 💚💚

  • @mdsohidislam2240
    @mdsohidislam2240 4 года назад

    স্যার আসসালামুআলাইকুম,,কেমন আছেন।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад +1

      ওয়ালাইকুম সালাম। ভালো আছি।

  • @taherali8368
    @taherali8368 4 года назад

    স্যার জৈব সার মানে গোবর বেবহাৰ করলে হবে কি

    • @samirahmed2019
      @samirahmed2019 4 года назад

      Gobor k joibo shar bole na gorbo teke ready korte hoi 1mash 2mash halka halka beja jaigai rakun kecho eta kabe..joibo shar hobe

  • @চলোবদলেযাই-ঠ৮ঘ

    স্যার বাজার এর ফিড এর মত সমান উপকারি খাদ্য কম মূল্যের মধ্যে কিভাবে দিতে পারি কি কি দিতে পারি।🙏🙏🙏

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад

      'প্রকৃতি নির্ভর মাছ চাষ' গ্রুপে গিয়ে
      'হাতে বানানো মাছের খাবার'
      'স্বল্পমূল্যে মাছের খাবার' এগুলো পড়ুন।

    • @চলোবদলেযাই-ঠ৮ঘ
      @চলোবদলেযাই-ঠ৮ঘ 4 года назад

      @@abeedlateef8059 ধন্যবাদ স্যার

  • @mddelwar234
    @mddelwar234 4 года назад

    আসসালামু আলাইকুম

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад

      ওয়ালাইকুম সালাম।

  • @imtizauddin1208
    @imtizauddin1208 4 года назад

    স‍্যার আপনার নাম্বার দিবেন

  • @চলোবদলেযাই-ঠ৮ঘ

    স্যার রোদ পড়ে না এমন পুকুর আর রোদ পড়ে এমন পুকুর এর মাছ এর growth এর কোনো পাথক্য আছে?