Question and answer on fish culture ।Part 168। ইউটিউব এর দর্শকদের প্রশ্ন। পর্ব ১৬৮। Abeed Lateef

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 окт 2024

Комментарии • 73

  • @atindraachari2653
    @atindraachari2653 4 года назад +3

    Thank You Sir,
    You are great...

  • @monirsossain2757
    @monirsossain2757 4 года назад

    আসসালামু আলাইকুম স্যার আপনার ভিডিও যত দেখি ততই আগ্রহ সাহস পাই আল্লাহ তাআলা আপনাকে যেন ভালো রাখে দোয়া করি

  • @subaldas9639
    @subaldas9639 4 года назад

    চার আপনাকে অনেক ধন্যবাদ চার আপনার মতন এমন ভালো মানুষ পেয়ে আমাদের অনেক উপকার হচ্ছে চার আশীর্বাদ করবেন চার ধন্যবাদ চার

  • @MotiurRahman-kk1np
    @MotiurRahman-kk1np 3 года назад +1

    গ্রাসকারপ মাছের খাদ্য ঘাস তাই এই মাছকে শূধু ঘাস খাওয়ালে এক কেজি মাছ করতে কত কেজি ঘাস লাগবে। জানালে উপকৃত হব।

  • @bulbulsarkarbulbul1635
    @bulbulsarkarbulbul1635 4 года назад

    স্যার ধন্যবাদ ।

  • @monjurulhaqu4666
    @monjurulhaqu4666 4 года назад

    Sir WIsh for you im very enjoy your every Question & Answer thank you Madinah k,s,a.

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад +1

      আল্লাহ আপনাকে রহম করুন।

  • @samitbarua6944
    @samitbarua6944 4 года назад

    স্যার যে Range এর তথ্য, মাঠ পর্যায়ের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেছেন ইতিমধ্যেই, চাষ এগুলো প্রয়োগ করতে আমাদের যে কারোরই পূরু দুইটা কালচার করতে পারব আমরা, আমরা পূর্ব আলোচনা গুলো skip বা overlooked হয়ে যায় এটা খেয়াল করছি না, এ কারণে যে কতটা losser হয়ে যাচ্ছি , এবং সাথে স্যার আপনাকেও slow করে দিচ্ছি। এটা নিতান্তই আমার ব্যক্তিগত অনুভূতি । আর একটা Malpractice আমাদের।আজ থেকে ৬ মাস আগে যা পরিমাণ বলেছেন তা তো তথনকার পরিবেশ এর উপর ভিত্তি করে। Season wise এগুলো কিছুটা বাড়ে বা কমে। একটু আমাদের বোঝা দরকার এ ব্যপারে। তাইলে আর দ্বিধা থাকে না। কোন মাসে কি পরিমান কেন দেয়া হল নোট রাখলে অনেক নিজের হেল্প ও সাপোর্ট হবে এবং হচ্ছে আমার তাতে কোন সন্দেহ বা দ্বিধা নেই। স্যার ভালো থাকবেন এই দোয়া করে লেখা শেষ করলাম।

  • @munshitouhidmunshi3541
    @munshitouhidmunshi3541 4 года назад

    বৃহত্তর খুলনা অঞ্চলে চিংড়ি ঘেরে সাধারণত তিন থেকে সাড়ে চার ফুট পানি হয়। এমতাবস্থায় সার, চুন, লবনের ব্যবহার কতটুকু পরিমানে দিতে হবে?

  • @mdabdullahilbaki5442
    @mdabdullahilbaki5442 4 года назад +1

    স্যার আচসামুআলাইকুম, ফারমেন্টেশন খাবার কি পূরু পুকুরে দিতে হবে নাকি কোন এক অংশে দিলে হবে।

  • @admdhumyunkabiruzzal776
    @admdhumyunkabiruzzal776 4 года назад

    বাইজান,মাছ চাষে পটাস সারের ব্যাবহার,দয়া করে বল্লে খুব উপকার হয় Abeed Lateef

  • @rajivbiswas1452
    @rajivbiswas1452 4 года назад

    Sir prosno Uttar chara.mach paloner kichu kichu knowledge vidio. Bhitore bhitore baneben

  • @SahedMia-bd
    @SahedMia-bd 4 года назад

    আসসালামু আলাইকুম স্যার।
    আমি সিলেটি ফুয়া।

  • @sisaddamkharim3517
    @sisaddamkharim3517 4 года назад +1

    স্যার কেমন আছেন,আসা করি ভালো আছেন, স্যার আমার পুকুরে তেলাপিয়ার মাছের সাদা সাদা দাগ, ওষুধ দেওয়া পর'অ' জায়তেছেনা এখন আমি কি করব, দয়া করে বলবেন ...?

  • @MdEmran-qk8wv
    @MdEmran-qk8wv 4 года назад

    রেনু লালন-পালন পুকুরে, ডি এ পি,এমওপি, ইউরিয়া,, চিটানের, কয়দিন পরে, মাছের পোনা চারা যাইব, দয়া করে জানাবেন স্যার

  • @mdmahafuz9774
    @mdmahafuz9774 4 года назад +1

    স্যার,আসসালামু আলাইকুম। আপনার কাছে শিখেছি, পুকুরে এক মাসে চুন অন্য মাসে লবণ ব্যবহার করতে,আমি ব্যবহার করি, রেজাল্ট ভালো পেয়েছি,কিন্তু এক আলোচনায় উপজেলা মৎস্য অফিসার, আমার কথা শুনে, বলছেযে চুন আর লবণ এক দিনে না দিলে, কোন কাজ হবে না,এতদিন যা দিয়েছো,টাকাটা জলে ফেলেছো,বলছে লবণ একা কোন কাজ করে না, চুনের সঙ্গে ছাড়া, বলতে পারলামনা কোথা থেকে শিখেছি,বিষটা জানাবেন,,,,,ধন্যবাদ,,,স্যার

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад +3

      ওয়ালাইকুম সালাম।
      আমি কিন্তু এক মাসের জন্য চুন অন্য মাসে লবণের কথা বলিনি।
      কে বলেছেন সেটা এই জায়গায় বললাম না।
      যে কর্মকর্তা বলছেন যে চুন এবং লবন একসাথে ছাড়া কাজ হয় না তিনিও জিনিসটা বোধহয় ঠিক মতন বুঝেন না।
      আপনি আমার পোস্ট একটু মনোযোগের সাথে খেয়াল করে দুর্বলতা টা বুঝতে পারবেন।
      ধন্যবাদ ভাই।

  • @mdmahbub2533
    @mdmahbub2533 4 года назад +1

    ৭০ শতক পুকুরে মিশ্র জাতিয় মাছের পোনা কতটি ছারবো আর দৈনিক কি পরিচয় খাবার দিব

  • @washimfakir3647
    @washimfakir3647 4 года назад

    স্যার, শিং মাছের খাবারের সাথে কি শুধু মোলাসিস ব্যবহার করতে পারব?

  • @tamalmukherjee6780
    @tamalmukherjee6780 4 года назад +1

    দাদা আশা করি ভালো আছেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।মাছের খাবার বানাতে কোম্পানী গুলো কি এমন জিনিস ব্যবহার করে যে খাবার গুলো সুন্দর একটা গন্ধ পাওয়া যায় এবং মাছকে খাবারে আকৃষ্ট করে।পশ্চিমবঙ্গ থেকে তমাল মুখার্জি ।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад +3

      ধনী লোকের খাবারের রুচি বাড়াতে অনেক কিছু দরকার।
      গরিব মানুষের এত কিছু দরকার হয় না;
      পেটের খিদাই বেস্ট সসের কাজ করে।

    • @tamalmukherjee6780
      @tamalmukherjee6780 4 года назад

      @@abeedlateef8059 একদমই সঠিক, তবুও জানার একটা ইচ্ছা ছিল ।

    • @MdBabu-pu9it
      @MdBabu-pu9it 3 года назад

      আমি বাবু, শৈলকুপা ঝিনাইদহ থেকে, আমার পুকুর ১৫ শতাংশ ১ কেজি বাটা মাছের রেণু দিয়েছি ৪ দিন হচ্ছে, এখন কি আমি পুকুরে খড় দিতে পারব?

  • @subratabasu5747
    @subratabasu5747 4 года назад

    🙏স্যার,
    আমি একটু জানতে চাই তেলাপিয়া মাছের একক চাষের জন্য কোন মাসের তেলাপিয়া মাছের ধানি সবচেয়ে ভালো, সতেজ এবং চনমনে হয়। আমি এপ্রিল মাসের প্রথম সপ্তাহে একক চাষের জন্য ধানি ছাড়লে কেমন হবে ?
    জানালে উপকৃত হব। 🙏🤝🌹💝

  • @rjrashed6592
    @rjrashed6592 4 года назад

    স্যার আমি বগুড়া সদর থেকে,,,,প্যারট পোকার লার্ভির প্রোটিন মান নিয়ে যদি একটা ভিডিও দিতেন,,,,আর ডাইরেক্টলি লাইভ লার্ভি খাওয়ালে গ্রোথ কেমন হবে

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад +2

      ওই গুলি গবেষণাগারের কাজ !!চাষি পর্যায়ে হয়না।

    • @rjrashed6592
      @rjrashed6592 4 года назад

      @@abeedlateef8059 thanks sir, তবে আমি চেষ্টা করবো এটা নিয়ে গবেষণা করার,,, দোয়া করবেন স্যার

  • @mdabdullahilbaki5442
    @mdabdullahilbaki5442 4 года назад

    স্যার আচসামুআলাইকুম আমি চাঁদপুর থেকে। বাজারে বিভিন্ন কম্পানির খাবার পাওয়া যাচ্ছে খাবারের পুষ্টি গুণাগুণ আলাদা আলাদা পার্সেন্ট কম্পানি ভেদে মূল্যের ও ভিন্নতা আছে। আমরা সাধারন
    চাষিদের কিসের উপর ভিত্তি করে খাবার কেনা উচিত।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад +3

      উপজেলা মৎস্য অফিসে মাছের খাদ্যের গুনাগুন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে নিশ্চিত হয়ে তারপরে কিনবেন।

  • @anantasharma5928
    @anantasharma5928 4 года назад

    স্যার যে কোন কিছু ফারমেনটেশন করার জন্য সাধারণ জলের পরিবর্তে চুন ভেজানো জল দিলে কি আরো বেশি ভালো ফল পাওয়া যেতে পারে?

  • @admdhumyunkabiruzzal776
    @admdhumyunkabiruzzal776 4 года назад

    Abeed Lateef ভাই ইস্ট,ব্রান ও মোলাসেসের কাজ যদি বুঝিয়ে বলতেন

    • @SahedMia-bd
      @SahedMia-bd 4 года назад

      ভাই।
      প্রকৃতি নির্ভর মাছ চাষ. নামে স্যারের একটা গ্রুপ আছে ফেইসবুকে মাছ চাষিদের কে নিয়ে। সেই গ্রুপের মাঝেই আপনার প্রশ্নের উত্তর স্যারের পক্ক থেকে দেয়া হয়েছে অনেক আগেই। দয়া করে একটু দেখে নিবেন।

  • @manojmondal9411
    @manojmondal9411 4 года назад

    স্যার প্রণাম নেবেন, ভারত, পশ্চিমবঙ্গ, দক্ষিণ 24 পরগনা জেলা থেকে মনোজ মণ্ডল বলছি, স্যার আমার একটি 70 শতাংশ এবং গভীরতা 6 থেকে 7 ফুট পুকুরে আমি কারপ জাতীয় মিশ্র চাষ করি, শতকে 22 থেকে 25 টি মাছ আছে, হাতে বানানো খাবার দিই, প্রতি মাসে চুন এবং লবণ দিই, গত দুইদিন যাবত আকাশ মেঘলা থাকায় সকালে মাছ ভেসে ছিল কিন্তু বেলা বাড়ার সাথে আবার নরমাল হয়ে যায় ,আকাশ পরিষ্কার হওয়ার পর পুকুরের জল একটু কালো হয়ে গেছে, মাছ খাবার কম খাচ্ছে , এমতাবস্থায় আমার করনীয় কি? একটু আলোচনা করলে উপকৃত হতাম.... ক্ষমা করবেন স্যার মেসেজটা একটু বড় হয়ে যাওয়ার জন্য!!

  • @MahedeHasan-b2c
    @MahedeHasan-b2c 4 года назад

    আসসালামু আলাইকুম আমি সানি পার্বতীপুর থেকে বলছিলাম স্যার আপনি বিভিন্ন এপিসোড এ মাছের খাবার কোন পাত্রে বা ট্রেতে খেতে দিতে বলেছেন এতে মাছের খাবার কম বা বেশি চাহিদাটা আমরা বুঝতে পারবো স্যার আমি এখনো সেটা কিভাবে দেবো এটাই বুঝিনি স্যার ঐটা একটু যদি আপনি বিশ্লেষণ করে বুঝিয়ে দিতেন অথবা প্র্যাকটিক্যালি দিতেন আমার খুবই ভালো হতো আপনার রিপ্লে এর অপেক্ষায় থাকলাম স্যার আসসালামু আলাইকুম

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад +1

      খাবার না থাকলে বুঝবেন যে প্রয়োজন মিটে গেছে অথবা ঘাটতি আছে।
      আর খাবার থাকলে বুঝবেন যে বাড়তি হয়ে যাচ্ছে সেটাতে আপনি লস এর শিকার হবেন।
      এজন্যেই কোন পাত্রে, ট্রেতে বা ঝুড়িতে খাবার দিতে বলি।

  • @Parvezkabir
    @Parvezkabir 4 года назад

    স্যার কেমন আছেন। আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি। আমার পুকুরে কিছু অসভ্য বাচ্চা গোসল করে ও আমার অনেক খতি করে পার ভেঙে ও পানি ঘোলা করে। এখন ওদের গোসল করা বন্ধ করব কি ভাবে। আমি বাসের পালা দিয়েছি কাজ হচ্ছে না

  • @ganeshghosh5721
    @ganeshghosh5721 4 года назад +2

    স্যার আপনি বলেন শুকনো পুকুরে জল ভরে এক দিন পর রেনু দিতে !
    তাহলে স্যার চুন কিভাবে দেব ঐ পুকুরে? গনেশ ঘোষ ভারত

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад +3

      সব পুকুরে তুই একই বিধান নয় ভাই!
      যে পুকুরের যে অবস্থা সেই পুকুরটা সেইরকম বিধান।

  • @rockysiddiq3209
    @rockysiddiq3209 4 года назад

    আপনার অনলাইন কোন প্রশিক্ষন এর মাধ্যম আছে? থাকলে জানাবেন কি ভাবে জয়েন করতে পারব।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад +1

      ফেসবুক পেজে কাজী আবেদ লতীফ অনলাইন মৎস্য একাডেমিতে খোঁজ নিতে পারেন। কয়েকদিনের মধ্যেই এই গ্রুপের রেজিস্ট্রেশন শেষ হবে।

  • @goutambiswas6041
    @goutambiswas6041 4 года назад

    Sir hand making fish feed ki biofloc a use Kara jabe?

  • @billalprodhan5480
    @billalprodhan5480 4 года назад

    আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন? ধন্যবাদ প্রশ্ন করতে হয় না উত্তর পেয়ে যাই।

    • @SahedMia-bd
      @SahedMia-bd 4 года назад

      ভাই আপনি তো দেখছি আমার মতো। ধন্যবাদ।

    • @billalprodhan5480
      @billalprodhan5480 4 года назад

      ধন্যবাদ।

  • @labendramondal6852
    @labendramondal6852 2 года назад

    গলদা চিংড়ি র পুকুরে ব্লাক কার্প ছাড়া যাবে কি ?
    বারাসত, উত্তর চব্বিশ পরগনা, ভারত

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 года назад

      মনে হয় না দেওয়াই ভাল।

  • @sukhendusardar6535
    @sukhendusardar6535 4 года назад

    স্যার প্রনাম নেবেন, আমি ভারতের উত্তর ২৪ পরগনা থেকে সুখেন্দু সরদার।
    চলতি বছর এ মনোপিয়ায় ভরে গেছে পরবর্তী বছর এ পুকুর ছেচ দিয়া কিভাবে প্রস্তুতি করলে সমস্যা সমাধান হবে?আমি কার্প ফাটেনিং করি ৮ বিঘা।
    ভালো থাকবেন,প্লিজ উত্তর দেবেন।

    • @subratabasu5747
      @subratabasu5747 4 года назад

      🙏আপনি মনোপিয়া যে টা বলছেন সেটার নাম আসলে মনোসেক্স তেলাপিয়া কিন্তু কিছু অশিক্ষিত মাছের আরতদার এটাকে মোনোপিয়, মোনোপিয়া বলে চিতকার করে বিক্রয় করে। আমি এদের বলেছি, তার উত্তরে আমায় বলে যে ঐসব উচ্চারণ আমাদের হবে না, আপনার মাছ বিক্র হয়া নিয়ে কথা, সেটা হচ্ছে কিনা দেখুন। 🤔😱🤗

    • @sukhendusardar6535
      @sukhendusardar6535 4 года назад

      @@subratabasu5747 আমি জানি ওটা মনোসেক্স ,আমাদের সচরাচর নাম মনপিয়া,ডাকনাম ও বলতে পারেন,

    • @subratabasu5747
      @subratabasu5747 4 года назад

      @@sukhendusardar6535 🙏 আপনি যদি এটার ডাক নাম বলেন সেটা ঠিক আছে👌
      কিন্তু স্যারের কাছে আপনার সমস্যা কথা বলছেন কি না। স্যারের প্রক্ষে তো সম্ভব নয় কোন অঞ্চলে কোন মাছের কি কি ডাক নামে পরিচিত। তাই বলাম আর কি। আর আপনি যখন জানেন এটা মনোসেক্স তেলাপিয়া, তখন এই বির্ভান্তিকর প্রশ্ন করা কেন, ভাই। 🙏🌹💝

    • @sukhendusardar6535
      @sukhendusardar6535 4 года назад

      @@subratabasu5747 ধ্যনবাদ দাদা আমি মাথায় রাখব।

  • @mdsohidislam2240
    @mdsohidislam2240 4 года назад

    স্যার আসসালামুআলাইকুম, কেমন আছেন স্যার।

  • @villagelife3360
    @villagelife3360 4 года назад

    স্যার শামুক শুটকিতে কত শতাংশ আমিষ থাকে বা থাকতে পারে।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад +1

      ৪৫-৫০% এর মত হতে পারে।

    • @villagelife3360
      @villagelife3360 4 года назад

      ধন্যবাদ স্যার

  • @mdshahadathussinbhuyanshak4041
    @mdshahadathussinbhuyanshak4041 4 года назад

    আমার ২ টা একুরিয়ামে আমি এক বেলা ভাত খাওয়ায় আর এক বেলা শুটকি মাছ গুড়ো করে খাওয়ায়,দয়া করে অসুবিধা গুলি জানাবেন,প্লিজ স্যার,,,

    • @sunildas2701
      @sunildas2701 4 года назад +1

      Sar magur narsing karbo kaman kara india wb

    • @h.r.tv.2471
      @h.r.tv.2471 4 года назад

      স্যার,নোনাযুক্ত পানিতে কি মাছ হবে?

  • @mddelwar234
    @mddelwar234 4 года назад

    আসসালামু আলাইকুম

  • @sunildas2701
    @sunildas2701 4 года назад

    Ma

  • @hareesharees1328
    @hareesharees1328 3 года назад

    মোঃ হারিছ মিয়া নরসিংদী সার আমার ৩৩ শতাংশ জলাশয় পুকুর আমি শিতে থাই শরপুটি রাকতে চাই পানির গবিরোতা ৫ ফুট আমাকে কি কি করতে হবে দয়া করে বলবেন কি

    • @hareesharees1328
      @hareesharees1328 3 года назад

      সাথে সাদা মাছ আছে

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 года назад +1

      মাছকে তাদের চাহিদা মতন খাবার খেতে দিন।

  • @kharulislam7087
    @kharulislam7087 4 года назад

    sir salam neban ami ans... paisey apnakey onk danobad.sir mas cass er kono book asey na key apnar hater laka jodi takey janban plz plz and ami kotey pabo janaban plz.ami cettagong asi

  • @habibullahanchari2159
    @habibullahanchari2159 4 года назад

    dada ami india from assam...ami reno pona dite sai ...3 kata matir pokor ...

  • @prodipkumarsarker1752
    @prodipkumarsarker1752 4 года назад

    Sir, kono problem na thakle Apnar mobile number ta Pete chai