Question and answer on fish culture:Part-131।।মাছ চাষের প্রশ্নোত্তরঃপর্ব-১৩১। Abeed Lateef

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • Question and answer on fish culture
    Different types of questions and answeres of different fish farmers are discussed here;
    Which includes various hazards, crisis of different feed ingredients, its shelf life with feeding of fish,
    it includes the physico-chemical parameters to be faced by the farmers.
    Reduction of feeding of fish; suddenly discovered.
    It also includes pond preparation, dyke preparing, leveling and turfing, the stocking of fish fries or fingerlings, zooplankton enhancing fermented liquid, other steps, Ammonia toxicity, Oxygen deficiency. #Abeed Lateef

Комментарии • 61

  • @mrinalkantighosh4357
    @mrinalkantighosh4357 4 года назад +1

    ধন্যবাদ স্যার

  • @monirhossain766
    @monirhossain766 4 года назад +2

    Thanks.

  • @bayezidbostami6494
    @bayezidbostami6494 Год назад

    স্যার সালাম নিবেন।
    আমি শিং মাছের পুকুর এ প্রতি সপ্তাহে ৫০ গ্রাম চিটা আর ছাই দেই।

  • @litonmiah1450
    @litonmiah1450 3 года назад +1

    অবশ‍্যই আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করিব ইনশাআল্লাহ।

  • @rezaulgazi2250
    @rezaulgazi2250 4 года назад +1

    আসসালামু আলায়কুম আপনাকে অনেক দিন বাচিয়েরাখুক

  • @SahedMia-bd
    @SahedMia-bd 4 года назад +1

    আস্সালামুআলাইকুম।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад +1

      ওয়ালায়কুম সালাম, ভাই!

  • @aktharhussain1846
    @aktharhussain1846 4 года назад +3

    আসসালামু আলাইকুম স্যার আমার বাডি কুমিল্লা বরুড়া আমি সৌদি আরব থাকি দেশে আমার ৮০ সতক করে ২ টা জমির পার বাদা হয়েছে আমি এলাইনে একেবারে নতুন আমার পুকুর দুটুতে একক তেলাপিয়ার চাষ করতে চাই আপনার পোগরাম গুলো সব সময় দেখি দেশে এসে আপনার সাতে দেখা করতে চাই৷ আর আমি জেই প্রঃ৷ করতে চাই তার জবাব কোনা কোন বাবে আপনি আগেই দিয়ে দেন আপনার জন্য দোয়া করি আল্লাহ তাআলা জেন আপনার সুস্থতা দান করেন আমিন

  • @kousikpramanik8199
    @kousikpramanik8199 2 года назад

    Sir amie pukura gobor khole 5din pochiya diyache sir khore ta koto din pora dita parbo

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 года назад

      কালার মিলিয়ে যাওয়ার আগেই দিবেন।

  • @mhdulal5437
    @mhdulal5437 11 месяцев назад

    স্যার, আপনার ছাত্র দেশপ্রেম এ্যাগো এর রজাউল সাহেবে নিকট থেকে কি সঠিক মাছের খাদ্য ফিস মিল, ডিওআরবি কেনা যাবে?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  11 месяцев назад

      জী, কিনতে পারেন।

  • @b.m.enterprise4869
    @b.m.enterprise4869 4 года назад +1

    নিশ্চয়ই সের আমরা আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করবো। ধন্যবাদ।

  • @hadikhan7619
    @hadikhan7619 4 года назад +3

    Sir, খৈল ৫-৬ দিন ভিজিয়ে রাখার পর একধরনের কেঁচোর মত দেখা যায়।
    ঐটা সহ খৈল পুকুরে ছিটালে কি কোনো ক্ষতি হবে?

  • @souravsamui5555
    @souravsamui5555 3 года назад

    Sir ami west Bengal taka bolchi j sir every month ki chun daya jay?

  • @mdshahin6993
    @mdshahin6993 4 года назад +1

    আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়াবারকাতুহু, প্রশ্ন: স্যার আমার ৬ বিঘা জমিতে পুকুর, ৪ বিঘা জলকর, গত ৪ মাস আগে উক্ত পুকুরে ৬০০টি ছিলবারকাপ ৬০০টি রুই ও ট্যাংড়া মাছের ছোট পোনা ৫০ হাজার দেওয়া হয়েছে। বর্তমানে ট্যাংড়া মাছ প্রায় ৩ ইন্চি হয়েছে কিন্তু গত ১০ দিন থেকে প্রতিদিন ৪/৫টি ট্যাংড়া মাছ গায়ে ঘাঁ জনিত কারণে মারা যাচ্ছে।কি ধরনের চিকিৎসা দিলে মাছ মরবে না দয়া করে জানালে উপকৃত হবো।

  • @mdsohidulislam8329
    @mdsohidulislam8329 4 года назад +1

    স্যার আমার ছালাম নিবেন আশা রাখি আপনার শরির ভাল আছে। স্যার আমার প্রস্ন হলো আমি একজন নতুন মাছ চাষি পরামর্শের অভাবে আমি এখন পর্যন্ত কোন বেনিফিট করতে পারি নাই, কিছুদিন আগে ভাবছিলা মাছের চাষ বাদ দিয়ে দেবো, কিন্তু ইদানিং আগে ইউটিউবে পেলাম আপনাকে, আপনার কাছ থেকে পেলাম হাজারো সমস্যার সমাধান,, স্যার আমার মাছের প্রজেক্ট হলো ১৬০ সতাংস পানির হাইট হলো ৩ থেকে চার ফিট, এক কর্নারে পুকুর আছে ৬ ফিট, স্যার আপনার কাছে আমি অনুরোধ করবো আমাকে ভাল কিছু পরামর্শ দেবেন,

  • @chandandas784
    @chandandas784 4 года назад +1

    স্যার চিনি গোটা দেবো না জলে গুলিয়ে দিবো ।

  • @Tadgadgets
    @Tadgadgets 4 года назад +1

    ১। আসসালামু আলাইকুম স্যার, কাভ’ মিশৃ চাষে ভুট্টার হাইড্রোফনিক ঘাস (দানা ও মুল সহ) মাছ খুব মজা করে খায় । বিশেষ করে গাসকাভ’ ও পুঁটিমাছ। এই আস্তা ভুটার দানা মাছের কোন সমস্যা হবে কিনা বুঝতে পারছি না। এই হাইডুফনিক ঘাস মাছের কি কি উপকার বা ক্ষতি হতে পারে?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад

      খুবই ভাল হবে।
      মাছের খাবারের খরচ কমবে।

  • @iliassk3594
    @iliassk3594 4 года назад +1

    স্যার আমি একটা এরেটর কিনতে চাই তবে এতে আপনার পরামর্শ চাই, আমি জানতে চাই এরেটর বেশি ভালো না কি অক্সিজেন মেশিন টেটা বাযু মন্ডল থেকে সরাসরি অক্সিজেন জলের ভিতর ছাড়ে, যেগুলি বাযোফলকে ব্যবহার হয়, কোনটা বেশি ভালো পুকুরের জন্য স্যার পিলিজ একটু বলবেন??

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад

      পুকুরের জন্য এরেটরই ভাল হবে।

  • @ShohelRana-wd5ww
    @ShohelRana-wd5ww Год назад

    স্যার আমাকে একটু বোঝাবেন স্যার বি আরবি বা কিসের তৈরি

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Год назад

      DORB - Deoiled Rice Bran
      তেল নিকষিত ধানের কুঁড়া!
      বুঝা গেল!

  • @mdshahjahansheikh1158
    @mdshahjahansheikh1158 4 года назад +1

    স্যার দয়া করে বলবেন ইটের হাউজের পানি সবুজ করার পদ্ধতি কি ? প্রতিটি হাউজে পানি আছে ৩০০০-৪০০০ লিটার, রঙিন মাছ ১২৫ পিচ মাছের সাইজ ৩-৪ ইঞ্চি.

  • @md.ismailhossain3582
    @md.ismailhossain3582 2 года назад

    আসসালামু আলাইকুম।স্যার,খড় প্রয়োগের সঠিক পদ্ধতি কোনটি ? ৫/১০ কেজি বোঝা করে পুকুরে দেওয়া,নাকি ছড়িয়ে দেওয়া,বা অন্য কোন পন্থা? আপনার ভিডিও দেখে দেখে মাছ চাষ শুরু করেছি,এবং বাস্তবে অনেক উপকৃত হচ্ছি।

  • @nazmussakibsojib3549
    @nazmussakibsojib3549 4 года назад +1

    সার কাঠাল ব্যবহার করলে কেমন হয়? জানালে খুব খুশি হবো।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад

      আগেও বলেছিতো!
      "সুপার বাম্পার"! মধ্যের গজাটা বের করে নিবেন।
      আর খাওয়া শেষ হলে কাঠালের উচ্ছিষ্ট চাপিটা যদি থাকে তুলে ফেলুন।

  • @md.sadequrrahman6659
    @md.sadequrrahman6659 4 года назад +1

    সার পুকুরে পাতা পরিলে কি হয়?

  • @ratnaandsubaldasdas5906
    @ratnaandsubaldasdas5906 4 года назад +1

    চার আপনার পরামর্শ মতে মাছ চাষ করছি চার আমি আপনার ভিডিও নিয়মিত দেখি চার আমার এলাকায় জলাশয়ে কালা কাল চিকন চিকন ঘাস দিলে ঘাস খেয়ে ফেলে এই ঘাস কি উপকৃত হবে চার জানাবেন চার ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ চার আমি India Tripura থেকে সুবল দাস

  • @mdsohidislam2240
    @mdsohidislam2240 4 года назад +1

    স্যার আসসালামুআলাইকুম

  • @bhowmikmithu7224
    @bhowmikmithu7224 4 года назад +1

    এিপুরা থেকে বলছি।পাংগাস মাছের রেণু আানার সময় বলে দেয় মই টানার জন্য যদি মই না দিয়ে পানি ঘোলা করে রাখি তাহলে কেমন হবে। আর কত দিন পয্ন্ত ঘোলা রাখতে হবে।ধণ্যবাদ।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад

      খাবার বাড়িয়ে দিলে পানি ঘোলা করার দরকার নাই।

  • @biplabbiswas6112
    @biplabbiswas6112 4 года назад +1

    Sir. pukure jol debar age sukno matite ki debo? Khol naki cun??

  • @ssssssshhh7816
    @ssssssshhh7816 4 года назад +1

    স্যার মুরগির বৃষ্ঠা যদি ৩ দিন পচিয়ে পুকুরে দিলে মাছের প্রোটিন চাহিদা পূরণ হবে???
    পুকুরে রুই কাতলার চাষ করেছি।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад

      কোথায় পান এসব কথা!

    • @ssssssshhh7816
      @ssssssshhh7816 4 года назад

      স্যার এর কি কোন উপকারিতা আছে??
      দয়া করে বলবেন কি?

  • @mohdshahab826
    @mohdshahab826 4 года назад +1

    আচ্ছালামু আলাইকুম আপনি কেমন আছেন

  • @nimaidas8519
    @nimaidas8519 4 года назад +1

    শার চিটা,ইসট,আটা একসাথে দেওয়া জল করে দেওয়া য়াবে

  • @rajkumardas7310
    @rajkumardas7310 4 года назад +1

    ছাই বলতে কিসের ছাই বলবেন দয়াকরে

  • @jyotisaha7322
    @jyotisaha7322 4 года назад +1

    স্যার, শুভেচছা নিবেন। জ্যোতি সাহা, সাহা মৎস্য চাষ প্রকল্প, বাগেরহাট থেকে বলছি - স্যার পুকুর সেচের পর তেলাপিয়ার ডিম, আমাছা এবং পোকা মাকড় নিধনের জন্য রোটেশন বা অন্য কোন প্রক্রিয়া প্রয়োগ কারা যাবে কি? যদি যায় তবে শতাংশে কি পরিমান এবং কি ভাবে প্রয়োগ করতে হবে,স্যার দয়া করে জানাবেন এই অনুরোধ রইল।।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад

      সেচের পর চুন ছিটালেই সব পরিষ্কার কিন্তু তেলাপিয়ার ডিমের জন্য পানি উঠিয়ে ডিম ফোটার পর গ্যাস ট্যাবলেট ছাড়া আর উপায় নাই।

    • @jyotisaha7322
      @jyotisaha7322 4 года назад

      @@abeedlateef8059 ধন্যবাদ স্যার।

  • @robiulislam603
    @robiulislam603 4 года назад +1

    স্যার ছালাম নিবেন আশা করি আপনি ভাল আছেন,স্যার আমি জানতে চায়, ছায় মোলাছেচ কি মিশিয়ে সঙ্গে সঙ্গে দিতে হবে নাকি ফারমেন্টেশন করে দিত হবে প্লিজ জানাবেন, ধন্যবাদ

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад

      দুই কারনে দুই ভাবে দিতে হয়।
      এ্যামোনিয়ার জন্য সরাসরি আর প্রাকৃতিক খাবার তৈরি করতে চাইলে ফার্মেন্টেশন করে দিতে হয়।

    • @robiulislam603
      @robiulislam603 4 года назад

      @@abeedlateef8059 স্যার অনেক ধন্যবাদ আপনাকে

    • @faisalhossain3616
      @faisalhossain3616 2 года назад

      @@abeedlateef8059 farmentetion mane butesina sir kivabe farmentetion kortehoy

    • @faisalhossain3616
      @faisalhossain3616 2 года назад

      @@abeedlateef8059 farmentetion mane butesina sir kivabe farmentetion kortehoy

  • @mdsajidshahariya2887
    @mdsajidshahariya2887 4 года назад +1

    মোঃ ফারুক হাসান খটেশর রাণী নগর নওগাঁ (১)ইউগুলিনা পুকুরে কেন হয় (২)

  • @jyotisaha7322
    @jyotisaha7322 4 года назад +1

    স্যার,
    শুভেচ্ছা নিবেন, জ্যোতি সাহা,বাগেরহাট থেকে
    স্যার পাবদা মাছের প্রতি কেজি রেনুর (৩৫০০/৪০০০ পিস) জন্য কি পরিমান খাদ্য (পাউডার /দানাদার) প্রতিদিন দিতে হবে। যদি পাউডার দিতে হয় তবে কত দিন দিলে মাছের বৃদ্ধি ঠিক থাকবে। স্যর দয়া করে জানাবেন এই অনুরোধ রইল।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад

      প্রতি কেজির জন্য এখন আধা কেজি এবং সপ্তাহে ২৫% করে বাড়িয়ে খাবার দিবেন।

    • @jyotisaha7322
      @jyotisaha7322 4 года назад

      স্যার,
      অনেক অনেক শুভেচ্ছা রইল।
      স্যার আমার ধারণা যদি সঠিক হয় তবে নিশ্চয়ই পাউডার খাবার দিতে হবে এবং সেটা দেওয়ার কত দিন পর দানদার খাবার শুরু করব একটু জানাবেন প্লিজ।
      স্যার বারবার পোস্ট দিয়ে আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য আমি আন্তরিক ভাবে আপানার নিকট ক্ষমা চাচ্ছি।

  • @nasirnasir601
    @nasirnasir601 4 года назад +1

    স্যার সালাম নিবেন পাকা কলা কি মাছ কে দেওয়া যাবে? কলার চোকলা খিচুড়ি তে দিচ্চি!