AMMONIA TOXICITY IN POND AND DO'S। এ্যামোনিয়া টক্সিসিটি ও করনীয়। মাছের মড়ক! Abeed Lateef

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • In addition to the various types of problems in the pond, one more problem often occurs.
    That is, if the ammonia from different sources in the pond accumulates in moderation, it becomes toxic as the temperature rises.
    Sources from which ammonia can come are urea fertilizers applied to ponds, including ammonia from fish bodies, excrement, semi-digested food and ammonia from various animal bodies.
    If this toxicity increases, the fish may die due to damage to the gills with various abnormal behaviors of the fish.
    To control this toxicity we can apply TSP, salt and can use molasses.
    Cursed ammonia may be a blessing in disguise for easy use of carbon source.
    Thanks a lot.
    #Ammonia_toxicity,
    #এমোনিয়া_টক্সিসিটি, #মাছের_মড়ক,
    #AbeedLateef
    পুকুরে বিভিন্ন ধরনের সমস্যার পাশাপাশি অন্যতম আরও একটি সমস্যা প্রায়ই দেখা দেয়।
    সেটি হচ্ছে পুকুরে বিভিন্ন ধরনের উৎস থেকে প্রাপ্ত এমোনিয়া যদি মোটামুটি মাত্রায় জমা হয় তাহলে সেই এমোনিয়া তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বিষাক্ত হয়ে যায়।
    যে উৎসগুলি হতেই এমোনিয়া আসতে পারে তা হচ্ছে মাছের দেহ, মলমূত্র, অর্ধভূক্ত খাদ্য এবং বিভিন্ন প্রাণীর দেহ থেকে নির্গত অ্যামোনিয়া সহ পুকুরে প্রয়োগকৃত ইউরিয়া সার কারণ হতে পারে।
    এই টক্সিসিটি বৃদ্ধি পেলে মাছের বিভিন্ন ধরনের অস্বাভাবিক আচরণ সহ ফুলকা নষ্ট হয়ে মাছ মারা যেতে পারে।
    এই টক্সিসিটি কে নিয়ন্ত্রণ করার জন্য আমরা টিএসপি লবণ চাই এবং মোলাসেস ব্যবহার করতে পারি।
    কার্বন সহজ ব্যবহার করলেই অভিশপ্ত এমোনিয়া মাছের খাদ্য তৈরি হয়ে আশীর্বাদ হিসেবে আসতে পারে।
    #Abeed Lateef
    ফেসবুক আইডি / kazi.a.lateef
  • НаукаНаука

Комментарии • 315

  • @azmaulsaikh2740
    @azmaulsaikh2740 4 года назад +5

    ধন্যবাদ স্যার,, সবাইকে ভালো পরামর্শ দেওয়ার জন্য,,,আপনি আমাদের সব মাছ চাষী ভাইদের প্রেরনা,বর্তমানে সব মাছ চাষী ভাই, আপনার শিক্ষায় শিক্ষিত হয়ে, সুপরামর্শ পেয়ে ও আপনার জ্ঞানের ভান্ডার থেকে অল্প কিছু জ্ঞান পেয়ে, আজকের সব মাছ চাষী ভাই সফলতা অৰ্জন করতে পেরেছে,, সব মাছ চাষী ভাইদের তরফ থেকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা, দোয়া করি ভালো থাকেন এবং সুস্থ থাকেন,, আমিন |

  • @JahidulIslam-fh9wq
    @JahidulIslam-fh9wq 4 года назад +5

    ধন্যবাদ স্যার!
    আপনার প্রত্যেকটা পোস্টে আমি ফলো করি, অনেক কিছু শিখতে পেরেছি! আল্লাহতালার কাছে আপনার দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ তাআলা আপনাকে ভাল রাখুক😍

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад +1

      আল্লাহ আপনাদেরকে কামিয়াব করূন এবং জ্ঞানী বানান।

  • @robinakram3216
    @robinakram3216 4 года назад +1

    আমি গত 1 মাস ধরে প্রতিদিন আপনার অনেক আর্টিকেল দেখেছি.. যা আমাকে খুবেই অনুপ্রাণিত করেছে

  • @mdkajol8764
    @mdkajol8764 3 года назад +2

    আপনার চ্যানেল এ এসে অনেক কিছু জানতে পারলাম, ধন্যবাদ স্যার🥰🥰🥰🥰

  • @khairulislam3747
    @khairulislam3747 4 года назад +4

    স্যার আপনি অনেক তরুণ যুবকের অনুপ্রেরণা হয়ে থাকবে আজীবন।

  • @ImranHossain-zq7ep
    @ImranHossain-zq7ep 3 месяца назад

    আসসালামু আলাইকুম স্যার আমি আপনার সকল ভিডিও দেখি ও আপনার জন্য দোয়া করি আল্লাহ আপনাকে সুস্থ রাখে

  • @satyagopaldas5141
    @satyagopaldas5141 4 года назад +5

    স্যার আপনার মূল্যবান মতামত আমাদের মতো ক্ষুদ্র প্রান্তিক মাছ চাষীদের কাছে সফলয়বান হওয়ার আশীর্বাদ।

  • @mdhaque8434
    @mdhaque8434 4 года назад +1

    মাসা আল্লাহ অনেক সুন্দর আলোচনা করেছেন। জাজাকাল্লাহ খাইরান

  • @arshadulkarim1840
    @arshadulkarim1840 4 года назад +3

    আল্লাহ পাক আপনার মঙ্গল করুক

  • @rabiullahkhan1938
    @rabiullahkhan1938 4 года назад

    অনেক অনেক ধন্যবাদ স্যার এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য।

  • @arabulislam9520
    @arabulislam9520 4 года назад

    খুবই প্রয়োজনীয় তথ্য ! স্যার আমার একটি প্রশ্ন ছিলো ... সেটা হল রেপসিড খৈল ও সরিষার খৈল এর চেনার উপায় কি ?? বিশেষ করে রেপসিড খৈল চেনার উপায় কি ?

  • @pranobaditya378
    @pranobaditya378 4 года назад

    Sir অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটা ভিডিও দেয়ার জন্য

  • @hafizsk5132
    @hafizsk5132 4 года назад

    ধন্যবাদ স্যার.....
    খুব গুরত্বপূর্ণ একটা ভিডিও🙏👍

  • @mrbilchalan
    @mrbilchalan 4 года назад

    স্যার, আপনার আরো অনেক ক্লাস নেওয়া উচিত। ফ্যান্টাসটিক।

  • @arrahman8152
    @arrahman8152 4 месяца назад

    স্যার গলদা চিংড়ি চাষের ব্যাপারে একটা ভিডিও দেন প্লিজ

  • @nityanandabarman791
    @nityanandabarman791 4 года назад +1

    খুব ভালো লাগলো স্যার ধন্যবাদ স্যার। I love you.

  • @geasuddin3474
    @geasuddin3474 4 года назад +1

    আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন স্যার আমি কোন মাছ চাষ করি না তবুও আপনার ভিডিওগুলো সব দেখি

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад +1

      ওয়ালাইকুম সালাম।

  • @tanvirhuda1478
    @tanvirhuda1478 4 года назад +1

    আল্লাহ আপনাকে উত্তম hayat দান করুন

  • @robinakram3216
    @robinakram3216 4 года назад +2

    স্যার, আমার বাড়ি চাঁদপুর, ঢাকায় থাকি। স্যার, আমি সাংবাদিকতা ছেড়ে গ্রামে যাচ্ছি মাছ চাষ করতে... কিছু একটা করে দেখাবো। আপনার সাথে যোগাযোগ করার খুবই প্রয়োজন স্যার।

  • @sifulislam7734
    @sifulislam7734 4 года назад

    অনেক ধন্যবাদ স্যার সুন্দর একটি ভিডিও উপহার দেওয়ার জন্য

  • @jewelmalitha6478
    @jewelmalitha6478 3 года назад

    আসালামু়ালাইকুম স্যার,
    আপনার প্রতিটা ভিডিও দেখে মনে হয় শুধু দেখতেই থাকি।

  • @yeakubsarkar3365
    @yeakubsarkar3365 4 года назад

    খুব সুন্দর লাগলো আজকের পরিবেশনটা।

  • @samitbarua6944
    @samitbarua6944 4 года назад

    অপূর্ব একটা পোষণ স্যার। দারুণ দারুণ।

  • @amenaagrofarm2751
    @amenaagrofarm2751 Год назад

    স্যার আমি নতুন খুলনা থেকে,
    আপনার ভিডিও দেখি আপনার কথাগুলো আমার সাহস বাড়াই,
    125 শতক পুকুর এ রুই কাতলা এবং পুরাতন চিংড়ি আছে, কিন্তু সমস্যা হল চিংড়ি খোলস দিচ্ছে না, কি করতে পারি জানালে উপকৃত হব!

  • @shamimhossain6766
    @shamimhossain6766 4 года назад +1

    স্যার আমি তো বায়োফ্লাকে মাছ চাষ করি আমার পানির পরিমান কম সেই ক্ষেএে কি করবো

  • @easymakejust1min283
    @easymakejust1min283 4 года назад

    ধন্যবাদ স্যার। আমার এক পুকুরে সার খৈল ব্যবহার করেও পানি সবুজ হচ্ছিল না। আপনার পরমর্শ ক্রমে চুন প্রয়োগ করে এখন পানি সবুজ হচ্ছে।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад

      নিয়মিত পরিচর্যা করে পানির কালার ধরে রাখুন।
      অভাবনীয় মাছের উৎপাদন পাবেন।

    • @skpintoo9994
      @skpintoo9994 4 года назад

      ok

  • @mubinhasan3175
    @mubinhasan3175 Год назад

    jajhakallohu khoyir 🥰

  • @nayemputki1945
    @nayemputki1945 2 года назад

    sir আপনাকে অনেক ধন্যবাদ।

  • @beautyakter4419
    @beautyakter4419 Год назад

    স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ

  • @ChanchalPatra-f5w
    @ChanchalPatra-f5w Год назад

    Sir pukure amoniya gas ar karone mach mara jache ki korbo jodi bolen

  • @umasankarmaitiumasankarmai1972
    @umasankarmaitiumasankarmai1972 4 года назад +1

    Sir , Thanks a lot to you

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад

      আপনাকেও অনেক ধন্যবাদ।

  • @bokapakhi95
    @bokapakhi95 Год назад

    ছাই কিভাবে কখন প্রয়োগ করব যদি একটু বলতেন স্যার😊

  • @uttambansode6498
    @uttambansode6498 3 года назад

    please make vedio in Hindi or English it will benified to most of culturist

  • @santoshchakraborty3682
    @santoshchakraborty3682 3 года назад

    স্যার আশা করি ভালো আছেন।আপনার শরনাপন্ন হলাম একটা কারণে।আমাদের এখানে গত কয়েকদিন যাবৎ নিম্নচাপের কারণে বৃষ্টি চলছে।আজ একটু বেলার দিকে পুকুরে লক্ষ্য করলাম তিন -চার ইঞ্চি সাইজের কাতলা মাছ কিছু মারা গেছে।গতকালও ভাসা খাবার প্রয়োগ করেছি।কোনো সমস্যা ছিলনা।কিন্তু,আজকেই এই ঘটনা ঘটে।তৎক্ষনাৎ আপনার পরামর্শ মতন আমার কমবেশী আঠারো শতাংশ পুকুরে,জলের গভীরতা বেশী।সেই কারণে প্রায় সাতশত পঞ্চাশ গ্রাম চিটাগুড় জলে গুলে প্রয়োগ করে দিয়েছি।কাতলা মাছের গায়ে বা ফুলকাতেও কোনোরকম পোকা নেই।একটা সদ্য মড়া মাছে তা দেখলাম।কাতলা ছাড়া অন্য কোনো মাছও মারা যায়নি।এক্ষেত্রে আর কি কি করণীয় যদি একটু পরামর্শ দেন তবে টেনশন দূর হবে।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 года назад +1

      অক্সিজেনের ঘাটতি কিংবা পানিতে অম্লের পরিমাণ বেশি হলে মারা যেতে পারে।

    • @santoshchakraborty3682
      @santoshchakraborty3682 3 года назад

      @@abeedlateef8059 তবে,এখন করণীয় কি?রাত্রি বেলায় পুকুরে গিয়ে দেখলাম সমস্ত মাছ ভাসছে।কাতলা মাছ একধারে আসার পর মাছের গায়ে জল ছিটিয়ে দেওয়ার পর দ্রুত গতিতে পালিয়ে গেল।অন্য কোনো মাছ নয়।স্যার এরপরে কি লবণ প্রয়োগ করা যাবে?যদি করা যায় তবে আপনার দেওয়া হিসেবে দেব?কয়েকদিন পূর্বে লবণ দিয়েছিলাম।

  • @motiurroman9846
    @motiurroman9846 3 года назад

    ভাই ডাঃ সাহেব আপনার পরামর্শ গুলি আন্তরিক ভাবে শুনে থাকি ৷আপনাকে অনেক ধন্যবাদ ৷ ভাই কয়লা দিয়ে ইট পোড়ানো হয় ঐ ছাই ব্যাবহার করা যাবে কি না বলার জন্য অনুরোধ রইল ৷

  • @successtips8202
    @successtips8202 Год назад

    স্যার সালাম নিবেন।আশা করি,ভালো আছেন।স্যার আমার পুকুরে খানিকটা পচনশীল জৈব পর্দাথ থাকার কারনে পুকুরের জল তামাটে বর্ণ হয়ে গেছে।পানিতে তেমন দুগন্ধ নাই,চুন প্রয়োগ করেছিলাম শতকে ৫০০ গ্রাম হারে,মাছ দিয়েছি কাপ মাছ ১০০০ লাইনের।অনেকে বলে,তামাটে বনের হয়েছে এর মানে অ্যামোনিয়া হয়েছে।এখন কি স্যার চিনি আর ছাই প্রয়োগ করবো? স্যার করনীয় কি জানালে বেশি উপকৃত হবো।পুকুর টি ৬০ শতক,গভীরতা ৪-৫ ফুট

  • @syeedmahbub7838
    @syeedmahbub7838 Год назад

    Sir.aponaky onek thanks aponar staff fa mahbub ex, kalkini

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Год назад

      আসসালামু আলায়কুম।
      আশা করি আপনারা সবাই ভাল আছেন।
      আপনাদের সহৃদয়তার কাছে আমি অনেক অনেক ঋণী।
      আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করি ভাই যেন তিনি আপনাদেরকে সহি সালামতে রাখেন।

  • @atiurrahmanhera
    @atiurrahmanhera Год назад

    স্যার ধন্যবাদ আপনাকে

  • @jewelmalitha6478
    @jewelmalitha6478 3 года назад

    আপনাকে অনেক ধন্যবাদ।

  • @blueriver3324
    @blueriver3324 4 года назад

    Thank You sir for your kind information

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад +1

      আপনাকেও ধন্যবাদ ভাই।

  • @Rezaulamin44
    @Rezaulamin44 Год назад

    স্যার আমি গত ৯তারিখে চুল এবং লবণ দিয়েছি পুকুরে তিন থেকে চার দিন ধরে আমার পুকুরের সমস্ত মাছ ভাসতেছে এবং ভাষাটা ও অস্বাভাবিক লাগছে এখন আমি কি করবো আর আমার পুকুরে পানির পরিমাণ তিন থেকে চার ফিট পানি আছে। দ্রুত যদি জানাইতেন তাহলে আমি ব্যবস্থা নিতে পারতাম

  • @nirobsarker
    @nirobsarker 3 года назад +1

    মোলাসেস ও চিনি ব্যবহার করে পাবদা ও গলশা মাছের পুকুরে কি সুফল পাওয়া যাবে স্যার???

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 года назад +1

      অবশ্যই পাওয়া যাবে ভাই।

    • @nirobsarker
      @nirobsarker 3 года назад

      স্যার মোলাসেস আর চিনি এক সাথে প্রয়োগ করলে কি আরও ভালো ফল পাওয়া যাবে??
      না যে কোন একটা দিলেই হবে???

  • @anisurrahman8282
    @anisurrahman8282 Год назад

    আসসালামু আলাইকুম স্যার এমোনিয়া টক্সিসিটি না হওয়ার আগে কি পুকুরে টি এস পি দেওয়া যাবে যদি বলতেন ধন্যবাদ।

  • @khprobal8844
    @khprobal8844 4 года назад

    আশাকরি ভালো আছেন স্যার। উপকৃত হলাম। একটি প্রশ্ন আমার, পাঙ্গাস মাছের পুকুরে নিয়মিত হররা টানা যাবে কি? উত্তরটি পেলে বেশ উপকৃত হতাম। আপনার দীর্ঘায়ূ কামনা করি,শুভকামনা রইলো, ভালো থাকবেন।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад

      দরকার নাই।

    • @khprobal8844
      @khprobal8844 4 года назад

      @@abeedlateef8059 অনেক ধন্যবাদ স্যার। সুস্থ থাকুন, ভালো থাকুন।

  • @torikulahammed7355
    @torikulahammed7355 4 года назад

    আপনাকে অনেক ধন্যবাদ

  • @BiswajitMondal-er8ng
    @BiswajitMondal-er8ng 3 года назад +1

    আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি স্যার. স্যার চিনি বাড়িতে যেটা খাওয়া হয় সেটা কি দেয়া হবে??

  • @ShohelRana-wd5ww
    @ShohelRana-wd5ww Год назад

    ধন্যবাদ স্যার

  • @monirsossain2757
    @monirsossain2757 4 года назад

    মাশাল্লাহ অসাধারণ সুন্দর লাগে আপনার কথা

  • @bulbulsarkarbulbul1635
    @bulbulsarkarbulbul1635 4 года назад

    ধন্যবাদ স্যার ।

  • @sheikhliza7135bxx
    @sheikhliza7135bxx 2 года назад

    জাযাকাল্লাহ স্যার

  • @samiranmaity6486
    @samiranmaity6486 Год назад

    Please discuss how to prepare pond for singhi fish

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Год назад

      There are no special step of tips for preparation a pond for singi fish culture.

  • @Allahisthecreatorofeverything
    @Allahisthecreatorofeverything Год назад

    আসসালামু আলাইকুম স্যার ।
    আমি জানতে চাই ছাই শতকে কতটুকু দেয়া উচিত।

  • @shahanawazmallick1277
    @shahanawazmallick1277 4 года назад

    Sir amr ekta 15sotangso pukure 10hajar v.koi chara ache ..to jate pukure amoniya toxic ee porinoto hote na pre to tar jonno ki poti mase gur ba chini use krte pri???plz janaben sir🙏🏽🙏🏽🙏🏽❤❤❤❤

  • @samitbarua6944
    @samitbarua6944 4 года назад

    স্যার একটা ছোট্ট প্রশ্ন, ধানের অব্যবহিত জীবিত জালা/ছোট ধান গাছ অল্প মাটি সহ, আমার তেলাপিয়া একক চাষের পুকুরে দিতে চাইছি, এতে কি কোন ক্ষতি হতে পারে? ভাল থাকবেন স্যার।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад +1

      নির্দ্বিধায় নিঃসংকোচে দিয়ে দিন।

  • @manirmd6631
    @manirmd6631 4 года назад

    শুভকামনা নিরন্তর,,,,,স্যার

  • @shahedali.2414
    @shahedali.2414 4 года назад

    স্যার পুকুরে ছাই দিলে পানি অনেক কালো হয়ে জায় এইটা কি ক্ষতি মাছের জুন্য ?

  • @shikeshikabo
    @shikeshikabo 3 года назад

    ধন্যবাদ স্যর

  • @ashrafulalam3312
    @ashrafulalam3312 4 года назад

    স্যার, আমি আপনার একজন খুব ভক্ত এবং আপনার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে ১১ বিঘা জমিতে কার্প মাছের চাষ শুরু করেছি। আমার ১২০ শতকের একটি পুকুরে পানির গভীরতা ৬ ফুট। এতে ১৫০-৫০০ গ্রাম ওজনের কার্প মাছ আছে ৬০০০ এর মতো। গত ৫/৭ দিনে ১০-১২ টি রুই মাছ মারা গিয়েছে। মাছের ফুলকা যেন কাদা লেগে গেলে যেমন দেখায় তেমন কালো হয়ে গেছে। এই অবস্থায় কি করতে পারি?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад +1

      এরকমের কিছু মরে।
      ব্যাপকহারে না হলে দুশ্চিন্তার কিছু নাই।
      অবশ্য এটা মহামারী আকারে আসবে না ইনশাআল্লাহ;
      যদি মাসিক পরিচর্যা গুলি ঠিক থাকে।

    • @ashrafulalam3312
      @ashrafulalam3312 4 года назад +2

      @@abeedlateef8059 আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আমি আপনার অনলাইন স্কুলে ভর্তি হতে চাই। কিন্তু কোনভাবেই যোগাযোগ করতে পারছিনা। আপনার মোবাইল নম্বর সঙ্গত কারণে চেয়ে বিব্রত করতে চাইনা। কিন্তু একাডেমির কেউ যদি আমার সাথে ০১৯১২১৫৩০৭৮ নম্বরে কল করতেন তাহলে ভর্তির ব্যাপারে সবকিছু জেনে নিতে পারতাম। আপনাকে অনেক ধন্যবাদ স্যার।

  • @naeemislam6965
    @naeemislam6965 Год назад +1

    স্যার তেলাপিয়া ভাসে সকাল বিকাল রাতে,,,হররা টানছি তারপরও, মাটিতে পা দিলে বুদ বুদ ওঠে,,,এখন উপায়,,,

  • @josimuddin381
    @josimuddin381 4 года назад

    Sir amar pukure mach mara jacce. Pakna cotraker motho sada sada. Panir rong sobuj. Ki kori sir chun bijiye cilam. Dei na boye ki jani hoy

  • @robbaniahmmed2953
    @robbaniahmmed2953 4 года назад

    sir ami 70 shatak pukure misro chas korchi. uria and tsp deoyar 1 weak por theke silvercarp mas daily 6-7 kore mortiche.macher fulkay kada lege thake. local farmechite gele amake micronil and vitamin c use korte bole.ami o gula use korlew kono folafol pachchina

  • @shahnewaz8365
    @shahnewaz8365 4 месяца назад

    আকাশে নিম্ন চাপ হলে মাছ ভাসে এবং মাছ মারা যায় বিশেষ করে সিলবার বাটকি কারফু প্লাসকাপ এই অবস্থায় কি করতে পারি।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 месяца назад

      তলার গ্যাস বের করে দিন।

  • @md.pervezbinahsan4186
    @md.pervezbinahsan4186 4 года назад

    ১মাস/২মাস বয়সের ধানী পোনা(বাটা,রুই,মৃগেল,লালন) মজুত পুকুরে TSPসার দেওয়া যাবে??

  • @md.ayenulhaque4753
    @md.ayenulhaque4753 4 года назад

    Sir,Assalamualaikum,
    আপনার কথাগুলি অনেক মধুর লাগে,
    যতই শুনি ততই শুনতে ইচ্ছা করে,
    আমি প্রশ্ন করার আগেই অনেক উত্তর পেয়ে গেছি,,

  • @Howto-bz5uq
    @Howto-bz5uq 2 года назад

    Thank you .

  • @jaganathmondal5689
    @jaganathmondal5689 4 года назад

    স্যার DORB ও সয়াবিন খৈল কতদিন পযর্ন্ত সংরক্ষণ করা যায়?

  • @palasdas2698
    @palasdas2698 5 месяцев назад

    স্যার আমার পুকুরে জল তোলার মাছ ছাড়ার পরে ও দেকছি মাটিতে
    কস উঠছে কি করলে মাটিতে কস হবে না বলেল ভীষণ উপকার হয়

    • @abeedlateef8059
      @abeedlateef8059  5 месяцев назад

      আগে কচুরিপানা ব্যবহার করুন।

  • @MdAzad-qh1jn
    @MdAzad-qh1jn 4 года назад

    Thank you sir

  • @bikashpoddar3602
    @bikashpoddar3602 4 года назад

    Sir , পশ্চিমবঙ্গ থেকে আপনার অনুগত দর্শক আমি ,
    আমার খালে ( গভীরতা 2.5 ফিট ) 16 শতক আয়তন , 4000 পিস তেলাপিযা আছে , বয়স 4 মাসের একটু বেশি , ওজন গড়ে 100 grm . হাতে বানান খাবার দিচ্ছি 3% হারে । তবুও দৈনিক 4 / 5 টা করে মারা যায় , সকালে ভাসতে দেখি , দেহে কোন ক্ষত চিহ্ন নেই ।
    দয়া করে কিছু বলুন , অপেক্ষায় রইলাম

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад

      আপনার খাবারে হয় আমিস কম যাচ্ছে আর না হয় পরিমাণ কম যাচ্ছে।
      তাই মাছের গ্রোথ কম।
      সেইসাথে অক্সিজেনের ঘাটতি হচ্ছে হেতু মাছ মারা যায়।
      পানির কালার আনার জন্য সার প্রয়োগ করুন।

  • @mostafamiah3101
    @mostafamiah3101 4 года назад

    আসসালামু আলাইকুম স্যার
    আমার পুকুরে গুলশা ও শিং মাছ আছে
    ২ দিন আগে বাংলা মাছ দিয়ে ছিলাম অনেক মাছ মাড়া গিয়েছে এখনো মড়িতেছে আমার পুকুরে পানি গোলা গোলার কারনে কি মাছ মড়িতেছে আমি এখন কি করিতে পারি

  • @kamolchowdhury4123
    @kamolchowdhury4123 6 месяцев назад

    মিউরিয়েট অব পটাস প্রয়োগের উপর আপনার কোন টিউটোরিয়াল আছে কি, স্যার?

  • @RASELKHAN-ey6mk
    @RASELKHAN-ey6mk 11 месяцев назад

    Sir amoniya hole ki sob mach more jawar sombabona ache?karon amar pukure dui akta mach mara jacche. Jal tan dewar por teke

    • @abeedlateef8059
      @abeedlateef8059  11 месяцев назад +1

      যে গুলি ক্ষতিগ্রস্ত হবে সেগুলি মারা যাবে।

    • @RASELKHAN-ey6mk
      @RASELKHAN-ey6mk 11 месяцев назад

      @@abeedlateef8059 dhonnobad sir

  • @sumanpalit6534
    @sumanpalit6534 4 года назад

    Sir chitall niya kichu bolben

  • @mdmaidulislam9274
    @mdmaidulislam9274 4 года назад

    স্যার প্রোবায়াটিক কি এবিষয়ে একটু পরামর্শ দেন

  • @ChanchalPatra-f5w
    @ChanchalPatra-f5w Год назад

    Sir patphochani pukure chun deyar 30 bin por silbarcup mach cherechi kintu mach charar por mach vaschilo ar pukure akta sada stor vasche ar jonno ki koroniyo

    • @ChanchalPatra-f5w
      @ChanchalPatra-f5w Год назад

      Kichu bolun sir

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Год назад +1

      পানিতে অক্সিজেন ঘাটতি হতে পারে সেজন্য তলার কাদা মেরে দেওয়ার ব্যবস্থা করেন এবং সাথে অক্সিজেন ট্যাবলেট এর ব্যবস্থা রাখবেন।

    • @ChanchalPatra-f5w
      @ChanchalPatra-f5w Год назад

      Tsp sar ke ki west bengole dap bole

    • @ChanchalPatra-f5w
      @ChanchalPatra-f5w Год назад

      Sir jal tanar por mach ar vasche na thank you sir

  • @AshikAshik-wx1xo
    @AshikAshik-wx1xo 4 года назад

    স্যার ২২-২৩ শতকে মিশ্র মাছ চাষে পানি ৫-৬ ফিট কাতল কতটা আর সিলভার কতটা দিতে পারব.যদি কার্ফফ্যাটোনিং মাছ চাষ করি তাহলে।

  • @rafiksk1989
    @rafiksk1989 4 года назад

    Very very nice 👍 👌👍

  • @mdhaque56
    @mdhaque56 2 года назад

    আসসালামু আলাইকুম স্যার! পুকুরে মোলাসেস ও চিনি কি একসাথে গুলিয়ে পুকুরে ছিটিয়ে দিবো নাকি অন্য পদ্ধতি??

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 года назад +1

      হয় মোলাসেস নয়ত চিনি।

  • @selimazam2771
    @selimazam2771 3 года назад

    স্যার Carbon কি?

  • @mdamdad6288
    @mdamdad6288 2 года назад

    ছালাম স্যার, পাবদা মাছের পুকুরেও কি ছাই দেয়া যাবে কি না জানাবেন, ভাল থাকুন।

  • @BangoTube90
    @BangoTube90 2 года назад

    স্যার আন্ডার গ্রাউনড ওয়াটার অ্যামোনিয়া দেখাচ্ছে ৮ কি করনীয় ! আজকে পানি তুলেছি পানিতে কোন গন্ধ নাই । কিন্তু এমোনিয়া এইট

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 года назад

      আপনার Chemical Reagent এর সমস্যা আছে।

    • @BangoTube90
      @BangoTube90 2 года назад

      @@abeedlateef8059 প্রথমে আমিও সেটাই ভেবেছিলাম কিন্তু পরে যখন বোতলের পানি পরীক্ষা করে দেখলাম সেখানে অ্যামোনিয়া মুক্ত দেখাচ্ছে কিন্তু আমার ভূগর্ভস্থ পানি কোন গন্ধ নেই এবং খেতেও কোন সমস্যা হচ্ছে না যদি আপনার কোন হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে দয়া করে আমাকে দিলে আমি আপনাকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দিব
      দেখে যদি কোনো পরামর্শ দিতেন তাহলে আমার খুব উপকার হতো ধন্যবাদ স্যার ভালো থাকবেন

  • @manikhossain8956
    @manikhossain8956 3 года назад

    thanks

  • @silvergrain.4732
    @silvergrain.4732 3 года назад

    স্যার আমি ভারতের বলছি। এমোনিয়ার পরিমাণ বেসি হলে মাছ ভেসে উঠে নাকি ? আমার একটা পুকুর আছে আজ তিন চার দিন যাবত রাত ৮ টা কি ৯ টার পর থেকে মাছ ভেসে উঠে, এই অবস্থায় মাছ সকাল ৯ টা কি ১০ পর্যন্ত থাকে। মন কারার মত কথাটা হল পুকুরের পানি কালচে রঙ হয়ে গেছে। এখন করণীয় কি অনুগ্রহ করে রিপ্লাই দিবেন।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 года назад

      তলার গ্যাস বের করে দিতে হবে।
      সপ্তাহে শতকে ২০০ গ্রাম করে চুন প্রয়োগ করে যান কালার স্বাভাবিক না হওয়া পর্যন্ত।

  • @thfzaziz282
    @thfzaziz282 4 года назад

    আসসালামুয়ালাইকুম স্যার।আসা করি আপনি ভালো আছেন।অটো ব্যান আর সয়াবিন কী কীনে এনে পাউডার করে দিতে হবে।নাকি এমনে দিলে হবে

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад

      মাছ ছোট হলে সয়াবিন গুড়া করবেন আর মাছ ২০০-২৫০ গ্রাম হয়ে গেলে গুড়া করার দরকার নেই।

  • @shahenmiah3943
    @shahenmiah3943 Год назад

    মাছ ভাসমান খাবার খাচ্ছে না। সমাধান কি?

  • @parvezalom8806
    @parvezalom8806 3 года назад

    Sir,,,amar pokore ammonia ache chai dele kombe..
    R ki poriman dib proti decimale..

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 года назад

      প্রতি শতকে ১ কেজি অন্তত মাসে এক বার।

  • @adv.ismail7353
    @adv.ismail7353 4 года назад

    স্যার,আমার একটি ৫০শতক পুকুরে ৫০ কেজি চুন প্রয়োগ করে তার ২ ঘন্টা পরে শতক ও পুট হিসাবে . ৮ মিলি করে সাইপারমেথ্রন দিয়েছিলাম।পর দিন সব মাছ মারা গেছে, এটা কেন হয়েছিল, বললে উপকৃত হতাম।

    • @parvezalom8806
      @parvezalom8806 3 года назад

      Vai..conta doi dine bebhar korarar dorkar chilo...500gm er upore ekdine na deya valo

  • @arijitmanna149
    @arijitmanna149 3 года назад

    Sir amar pond e mach vasche weither khub kharap ekhane ami ki sugar dite pari er ki kono side effects hobe jodi besi pore jai..ba jodi Nacl die

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 года назад

      পুকুরে লোক নামিয়ে গ্যাস বের করে দিন।
      পরিস্থিতি স্বাভাবিক হলে দিবেন।

  • @faijulkarimafridi7477
    @faijulkarimafridi7477 4 года назад

    ছাই এ সাথে কি চিনি লবণ ও দিতে পারবো???

  • @ShahidulIslam-cb4kv
    @ShahidulIslam-cb4kv 4 года назад

    Amin 100 begha jomite grass kap chach korte cai apnar poramorso chai

  • @bayezidbostami6494
    @bayezidbostami6494 2 года назад

    স্যার শিং মাছের পুকুর এ কি চিনি দেওয়া যাবে। ধন্যবাদ স্যার
    ভালোবাসা আবিরাম

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 года назад

      ক্যাট ফিসে এর প্রয়োগ টা বেশি জরুরি।

    • @bayezidbostami6494
      @bayezidbostami6494 2 года назад

      @@abeedlateef8059 আল্লাহ আপনার নেক হায়াত বৃদ্ধি করে দিক।
      আমিন ❤️❤️

  • @সবুজবাংলা-র৮ভ

    আপনার কাছে আমার একটা প্রশ্ন হলো স্যার আমি ময়মনসিংহ মাছ চাষ করি আমার মাছ চাষ করার ধরন হলো আমি পোনা মাছ চাষ করি এতে জে সমস্যা দেখা দিচ্ছে তা হলো আমি যখন পাবদা মাছের পোনা পুকুরে দেওয়ার ৫/৬ দিন পরে দেখা যায় যে মাছের মাথা ফুলা মাছ সাদা যেমন রক্ত শুন্য হয়ে গেছে তারপর মাছ পুকুর থেকে ২/ ১ দিনের মধ্যে হারিয়ে যায়

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 года назад

      পুকুর প্রস্তুতি ঠিক মত করলে অন্তত এরকম হবে না।

  • @pareshdebsharma3988
    @pareshdebsharma3988 3 года назад

    Good

  • @melionpk1725
    @melionpk1725 Год назад

    স্যার এই তাপমাত্রায় এ্যামনিয়ার জন্য tsp দেওয়া যাবে জানাবেন প্লিজ।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Год назад +1

      সকাল বেলা।

    • @melionpk1725
      @melionpk1725 Год назад

      @@abeedlateef8059 স্যার আল্লাহ আপনাকে ভালো রাখুন।

  • @mdafzal9256
    @mdafzal9256 4 года назад

    স্যার আমার পুকুরে রাতের বেলা সব মাছ ভেসে পুকুরের কিনারায় চলে আসে,প্রতিদিন ৪/৫ টা মাছ মারা যাচ্ছে এবং পুকুরের পানি অতিরিক্ত সবুজ হয়ে আছে সে ক্ষেত্রে আমি কি করতে পারি একটু বলবেন। আমাকে একটু বলবেন প্লিজ।

    • @mdafzal9256
      @mdafzal9256 4 года назад

      গতকাল অক্সিএ গ্যাসনিল ব্যবহার করছি তাতে কি সমস্যা টা সমাধান হবে একটু যানাবেন প্লিজ স্যার

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад

      খাবার কমিয়ে দিন।
      লোক পুকুরে নামিয়ে গ্যাস বের করে দিন।
      মাছের ঘনত্ব বেশি থাকলে কমিয়ে দিন।

  • @indrajitgardening
    @indrajitgardening 4 года назад

    Sir,
    Pukure Jodi purano kagoj(newspaper or other unused paper) ke feel dewa jai tahale ki carbon poriman barte pare???

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад +1

      নিউ আইডিয়া!!!

    • @indrajitgardening
      @indrajitgardening 4 года назад

      @@abeedlateef8059 Ami vabchilam eta Karan paper e carbon ache

  • @sreesonjoykumer3833
    @sreesonjoykumer3833 3 года назад

    Sir gorur porsab ke masar kgoti kora? Korla pls bolan

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 года назад

      এক একর পুকুরে চারটা গরুর পেশাব মোটামুটি চলনসই।
      ১৫ দিন অন্তর অন্তর ৫০ গ্রাম করে মোলাসিস দিয়ে দিলে অনেক ফায়দা হবে।

  • @birajbikashsarma2920
    @birajbikashsarma2920 3 года назад

    Sir, 1 Sotok means how much square metre... Please

  • @suvankardas1138
    @suvankardas1138 4 года назад

    Amar pukura fish Khabar kacha na sobsomoy vascha ke korbo

  • @A_R_Abir
    @A_R_Abir 3 года назад

    Dear Sir is there have way to communicate with you to know something about fish culture ?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 года назад

      প্রকৃতি নির্ভর মাছ চাষ গ্রুপে কিংবা
      Kazi Abeed Lateef নামে ফেসবুক/ মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন।