Question and answer on fish culture ।Part 170। মাছ চাষের প্রশ্নোত্তর। পর্ব১৭০। Abeed Lateef

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024

Комментарии • 86

  • @shohelmd.jillurrahmanrigan4847
    @shohelmd.jillurrahmanrigan4847 4 года назад +2

    Really wonderful sir. Please carry on.

  • @anantasharma5928
    @anantasharma5928 4 года назад +4

    স্যার আপনি আপনার পুকুরে কি ভাবে মাছকে খাবার দেন, তা কতটা শক্ত বা নরম রাখেন, সেটাকে কিভাবে ঝুলিয়ে দেন না ছড়িয়ে দেন,
    এই ব্যাপারে একটা প্যাকটিকেল ভিডিও বানালে আমারা সবাই উপকৃত হব ।

  • @mddelwar234
    @mddelwar234 4 года назад

    আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ স্যার আপনার ভিডিও প্রত্যেকটি মালাইশিয়া থেকে দেখি আপনার প্রতি ভালোবাসা ও দোয়া রয়ইলো।

  • @MDMASUDRANA-qy3le
    @MDMASUDRANA-qy3le 4 года назад

    আসসালামু আলাইকুম স্যার
    আমি অপেক্ষায় থাকি আপনার ভিডিওর জন্য
    ধন্যবাদ আপনাকে

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад

      ওয়ালাইকুম সালাম ভাই।

  • @MDMASUDRANA-qy3le
    @MDMASUDRANA-qy3le 4 года назад

    অনেক অনেক ধন্যবাদ স্যার দোয়া ও ভালবাসা রইল! !,মালায়শিয়া থেকে,
    মাসুদ রানা

  • @jyotsnamondal1248
    @jyotsnamondal1248 4 года назад +1

    আমার 50 শতাংশ একটি পুকুর আছে, ৬ ফুট গভীরতা । আমি শিং, মাগুর,ও কৈ মাছ দিতে চাই। কোন মাছ কটা দেব? পুকুর তৈরি ও খাবার সম্পর্কে বলবেন। জীবনে এই প্রথম মাছচাষে এলাম, আপনার আশীর্বাদ কামনা করি। ভারত ,কলকাতা ,রঞ্জন বিশ্বাস ,নমস্কারঃ

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад

      পোস্ট গুলি দেখুন।

  • @mohdshahab826
    @mohdshahab826 4 года назад

    আপনাকে ধন্যবাদ ❤🇧🇩❤

  • @চলোবদলেযাই-ঠ৮ঘ

    Many many thanx sir....।আপনার বই এর অপেক্ষায় আছি স্যার।

  • @rahulgobindo1237
    @rahulgobindo1237 4 года назад

    Apnake onek donnobad sir

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад

      আপনাকেও অনেক ধন্যবাদ ভাই।

  • @khairulislam9063
    @khairulislam9063 4 года назад

    আপনি একজন অসাধারণ, অতুলনীয়, ও মানুষের উপকার করার ব্যক্তি ।।
    আপনি অনেক প্রশাঅংসার ব্যক্তি ।
    এটা আপনার মহান গুনের জন্য ।।
    মানুষ অনেক ভিডিও বানাই কিন্তু আপনার ভিডিও দেখে মানুষ তো উপকার হচ্ছে, আল্লাহ্ খুশি হচ্ছে ।। কারণ আপনি নিজের জন্য না, আল্লাহ্ র কাজ করছেন ।।
    যারা আল্লাহ্ কাজ করেন, আল্লাহ্ তার জন্য সহজ ও সরল হয়ে যায় ।।
    আমি আপনার সমস্ত পর্ব দেখেছি । মাছ চাষ সম্পর্কে কিছুই জানতাম না, অনেক কিছু জানতে পেরেছি ।। অনেক সময় অনেক প্রশ্ন থাকে কিন্তু আপনার ভিডিও দেখে পেএ যায় । এজন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ ।।
    দাদা প্লিজ হেল্প মি আমি একটা বিষয় বুঝতে পারছি না, সেটা হলো শতকে তিরিশ কেজি মাছ চাষ । মানে শতক প্রতি কত কেজি পোনা মজুদ করব ও কতদিন করব।
    দাদা আমি পশ্চিম বঙ্গ থেকে মুর্শিদাবাদ জেলা থেকে বলছি ।আমাদের একটা পঞ্চাশ শতক পুকুর আছে, একটু বলে বোঝাবেন ।। আল্লাহ্ আপনাকে ইহকাল ও পরকালে সুন্দর জীবন দান করুন ।।ধন্যবাদ ।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад

      শতকে 30 কেজি মানে হচ্ছে যে যখন এটার উৎপাদন 30kg দেখবেন তখন এটা ধারণ ক্ষমতার সর্বোচ্চ সীমায় পৌঁছে গেল বলে ধরে নিতে হবে।

  • @hadikhan7619
    @hadikhan7619 4 года назад

    Carry on Sir.💜

  • @annohan73
    @annohan73 4 года назад +1

    আসসালামু অলাইকুম স্যার, আমি আব্দুল হান্নান, আমি বাংলাদেশ নৌ বাহিনীতে চাকুরী করি, আমি আপনার লেকচার নিয়মিত দেখি। আপনার উপদেশে আমি অনেক উপক্রিত হয়েছি।আমার ৫.৫ একরের একটি পুকুর আছে গভীরতা ৭-৮ ফিট। আমি এই পুকুরে ২০ হাজার কেজি কার্প জাতীয় মাছ উৎপন্ন করতে চাই (ইন্নশাল্লাহ)। আমি পুকুরে ২০০ গ্রাম থেকে ৪০০ গ্রামের ৮০০০ মাছ ছাড়ব বলে ভাবছি (৬০ থেকে ৮০ টা কাতল ওজন প্রায় দেড় কেজি) এই বেপারে আপনার মতামত জানতে চাই। স্যার আমার ২য় প্রশ্ন হলো পুকুরে যদি বাজার থেকে মাছের রেডিমিট ফিড খাবার কিনে খাওয়াই তাহলে কি চুন, লবন, রাসায়নিক সার ব্যাবহার করা লাগবে কিনা এবং আমার লক্ষে পৌঁছাতে আমি কোন পদ্ধতিতে মাছ চাষ করব ও লাভ জনক হবে।আপনার সুচিন্তিত মতামত আশা করছি।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад +1

      সেরকম পরিচর্যার সাথে করলে করতে পারবেন।
      যে খাদ্যই ব্যবহার করুন না কেন পুকুরের পরিচর্যা করতে হবে।

    • @annohan73
      @annohan73 4 года назад

      স্যার ধন্যবাদ, বিস্তারিত বললে খুব খুশি হতাম

  • @bahumukhikrishipam2530
    @bahumukhikrishipam2530 4 года назад

    আচ্ছালামু আলাইকুম,
    ছার আমি আসাম থেকে শ্বরাফ উদ্দিন আহমেদ।
    ছার ভিয়েটনামী কৈ মাছের স্ত্রী এবং পুরুষ চিনাক্ত করণের উপায়সমূহ/পদ্ধতিসমূহ সম্পর্কে যদি একটু আলোচনা করতেন উপকার হৈত।

  • @subaldas9639
    @subaldas9639 4 года назад +1

    চার 28% খাবার দিলে মাছ কতটুকু বারে আর 20% খাবার দিলে মাছ কতটুকু বারে চার আমি INDIA TRIPURA থেকে সুবল দাস চার ধন্যবাদ আপনি ভালো থাকেন চার

  • @helpfisherycentre2614
    @helpfisherycentre2614 4 года назад

    Thanks sir...

  • @borderofinsidetravlwithmahabub
    @borderofinsidetravlwithmahabub 4 года назад

    স্যার আমি প্রথম মাছ চাষ করা শুরু করছি ৮ মাস আমার পুকুরে মাছের পোনা ছেরেছি গত দের মাস আগে পুকুরে জাল টেনে মাছ ওজন করেছিলাম আবার আজকে ওজন করলাম একই ওজনে আছে খাদ্য ও খাওয়াইলাম এমন অবস্থায় কি করনিয় আমার?

  • @mahbubislam6070
    @mahbubislam6070 4 года назад

    স্যার ছালাম নিবেন আসলামু আলায়কুম সবিনয়ে আপনার কাছে জানতে চায় গত সিজনে কি কি মাছ কি ওজনের ছেরেছিলেন এবার কতটুকু গড়ে ওজনে বেচলেন দয়া করে জানাবেন। আমি নতুন চাষি হয়তো একটু সাহস পাবো।

  • @dolonhashan69
    @dolonhashan69 4 года назад +1

    আমার পুকুরএ কার্প জাতীয় মাছ আছে আমি অ্যাংকর এর গুর ৩০ কেজি সরিসা খৈল ৩০ কেজি ব্রান ৪০ কেজি এবং লবন ২ কেজি দেই এটা কি ঠিক আছে? আমার এখানে অ্যাংকর ৩৫ টাকা কেজি ঠিক না থাকলে একটু জানাবেন কোনটা কত টুকু দেব। দয়াকরে একটুজানাবেন।

  • @alfazmondal5883
    @alfazmondal5883 4 года назад

    ছার পাবদা মাছ একক চাষ করতে চাই কি ভাবে করলে ভালো পাবো। জানালে ধন্য হব।কোচবিহার পশ্চিমবঙ ভারত থেকে।

  • @omarsunny5447
    @omarsunny5447 4 года назад

    স্যার আসসালামু আলাইকুম.....
    স্যার দুইটা প্রশ্ন ।।
    (১)স্যার আপনার পরামর্শ অনুযায়ী
    প্রাকৃতিক খাদ্য উৎপাদনের ১০-১২ দিনের ডোস...... প্রতি বিঘায়(৫ কেজি সরিষার খৈল+২০ কেজি গোবর +৪০ লিটার পানি ) পাঁচ দিন পচিয়ে ৫ কেজি DAP সহযোগে পুকুরে প্রয়োগ +প্রতি শতকে ১ কেজি খর প্রয়োগ করার পরেও কি
    প্রতি সপ্তাহে রাসায়নিক সারের ডোস (প্রতি শতকে ইউরিয়া ৫০ গ্রাম, DAP/TSP ৫০ গ্রাম, মিউরেট অফ পটাশ ১২ গ্রাম ) দিতে হবে ??
    (২)প্রাকৃতিক খাদ্য দিয়ে ৪০-৪৫% পূরণ করার পরেও কি মোট ওজনের ১.৫-২.৫% সম্পূরক খাদ্য দিতে হবে ??
    প্লিজ স্যার জানালে খুবই উপকার হতো ।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад

      একদম সঠিক ধারণা করেছেন।

    • @omarsunny5447
      @omarsunny5447 4 года назад

      @@abeedlateef8059 ধন্যবাদ স্যার😍

  • @চলোবদলেযাই-ঠ৮ঘ

    স্যার খাদ্য বানানোর জন্য পকৃতি নির্ভর মাছ চাষ এর যে video দেখতে বলেছেন ওই টা তো পাচ্ছিনা।সম্বব হলে দয়া করে যদি link টা দিতেন খুবই ভালো হোতো।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад +1

      'স্বল্প মূল্যে মাছের খাবার' কিংবা 'হাতে বানানো খাবার' প্রকৃতি নির্ভর মাছ চাষ গ্রুপে গিয়ে এই নামে সার্চ দিন তাহলে পোস্ট পাবেন।

  • @bahumukhikrishipam2530
    @bahumukhikrishipam2530 4 года назад

    আচ্ছালামু আলাইকুম,
    আমি আসাম থেকে শ্বরাফ উদ্দিন আহমেদ।
    ছার, (১)মলাছিছ আর মিষ্টির গাদের কার্যকারিতা কি সমপর্যায়ের হবে নাকি পরিমাণ কম বেশি করতে হবে?
    (২) মলাছিছ কিম্বা মিষ্টির গাদে আটা অথবা ব্রান না দিয়ে শুধু ইষ্ট দিয়ে গাজন করে জলে ছরিয়ে দিলে কাজে আসবে কি ছার? (কিছুটা আর্থিক সাশ্রয়ী হৈত)

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад

      ১/ মিষ্টির গাদ হলে তিনগুণ দেবেন।
      ২/ গমের আটা কিংবা ধানের আটা দিতে পারেন।

  • @easymakejust1min283
    @easymakejust1min283 4 года назад +1

    স্যার আমার পুকুরে পর্যাপ্ত সার, খৈল,গোবর ব্যবহার করেও পানিতে ফাইটোপ্লাক্টন হচ্ছে না। পুকুরের উত্তর পাশে বাঁশের বাগান থাকায় কী এধরণের সমস্যা হচ্ছে? যদিও পুকুরে পর্যাপ্ত রোদ পায়। সুতরাং কী উপায়েে ফাইটোপ্লাক্টন উৎপন্ন করা বলবেন।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад +3

      আপনার চুন প্রয়োগ ঘাটতি হয়ে গেছে।

    • @easymakejust1min283
      @easymakejust1min283 4 года назад +1

      @@abeedlateef8059 ধন্যবাদ স্যার। তাহলে পুকুরে মাছ থাকাকালীন কী চুন প্রয়োগ করা যাবে? আর যদি যায় তাহলে পরিমাণ কত!!

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад +1

      শতকে 100 থেকে দেড়শো গ্রাম
      গভীরতার উপর নির্ভর করে।

  • @sibgatullahasahab1723
    @sibgatullahasahab1723 4 года назад

    দুবাই থেকে

  • @fayekzaman6940
    @fayekzaman6940 4 года назад

    Dear sir , Hope you are well with the help of almighty Allah. have you any video about golda prawn cultivation? if yes , number please of that episode.

  • @abdullahrihanabdullahrihan6799
    @abdullahrihanabdullahrihan6799 4 года назад

    স্যার আমিও বাংগালি হয়ে গর্বিত

  • @SalimKhan-tg7cq
    @SalimKhan-tg7cq 4 года назад +1

    সার আমার কারফু পুনা মরে কেন আমাকে পরামর্শ দেন

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад

      অতিরিক্ত খাবারে।

  • @wasimaktar9330
    @wasimaktar9330 4 года назад

    স্যার আপনার বই কি India te পাওয়া যাবে

  • @monjumia7449
    @monjumia7449 4 года назад

    ছ্যার ছালাম নিবেন, আমি মনজু মিয়া গাইবান্দা।। ১ প্রোশ্ন। পাংগাসের পুকুরে চিটা গুর দেয়া যাবে ,। দেওয়া গেলে কি পরিমান ও কি ভাবে।। এরেটর নাই

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад +1

      15 থেকে 20 দিন অন্তর অন্তর থেকে 50 গ্রাম গুলিয়ে দিবেন।

  • @tazulislamsujon6666
    @tazulislamsujon6666 4 года назад

    স্যার,আসসালামু আলাইকুম।
    বাজারে "ক্যালসিয়াম কার্বোনেট" নামে এক প্রকার প্যাকেটজাত পাউডার চুন পাওয়া যায়। এই পাউডার চুনের কার্যকারিতা সম্পর্কে একটু বলবেন।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад

      মাছ চাষে ওটার কোন দরকার নেই।

  • @washimfakir3647
    @washimfakir3647 4 года назад

    আসসালামুআলাইকুম স্যার, আশা করি ভালই আছেন। স্যার মাঝে মাঝে হঠাৎ করে একটা কি দুইটা মাছ পুকুরে মরা পাওয়া যায়। এতে কোন সমস্যা হবে কিনা?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад

      এরকম হয়।

    • @washimfakir3647
      @washimfakir3647 4 года назад

      @@abeedlateef8059 স্যার আপনার কি কোন শোল মাছ চাষের প্রতিবেদন আছে। যদি না থাকে তবে একটি প্রতিবেদন করলে উপকৃত হব।

  • @subratabasu5747
    @subratabasu5747 4 года назад

    🙏স্যার,
    পুকুরে মেরি পোকা হলে কি মাছের এটা প্রিয় খাবার ? আমার একটি পুকুরে খুব মেরি পোকা হয়েছে। এর ভালো ও খারাপ দিকে আলোচনা করলে উপকৃত হব। 🙏 নমস্কার, 🌹🤝💝👍

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад

      মেরি পোকা বুঝিনি ভাই; বুঝাতে হবে।

    • @subratabasu5747
      @subratabasu5747 4 года назад

      @@abeedlateef8059 🙏স্যার,
      সুজির মোতন খুব খুদ্রখুদ্র সচ্ছ রঙের দেখতে, স্থানীয় লোকজন কাপড়ের ছেকে নিয়ে যায় হাঁসের বাচ্ছাদের খায়বার জন্য, এই অঞ্চলে জলের মেড়ি নামেই পরিচিত।
      🙏💝🤝🌹

  • @haranchandrabain9198
    @haranchandrabain9198 4 года назад

    স্যার কার্প জাতীয় মাছের ঘাড়ে ও লেজের কাছে লাল হয়ে মাছ মারা যাচ্ছে ,,,
    কী করনীয় একটু বলবেন দয়া করে,,,
    পাসের পুকুরে কোনো সমস্যা হচ্ছে না,,

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад

      Observe please "Fish disease and control 1".

  • @user-zr8xi3dz1z
    @user-zr8xi3dz1z 4 года назад

    আসসালামুয়ালিকুম স্যার আপনার ভিডিও কখন আসবে স্যার ওয়েট করতেছি

  • @mdRifa623
    @mdRifa623 4 года назад

    স্যার পুকুরের পানিতে আয়রন পানি দেওয়া কতটুকু নিরাপদ ?
    নতুন নলকূপ করেছি এখন এতে আয়রন হয় এই পানি দেওয়া ছাড়া আর কোন ব্যবস্থা নেই

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад

      সেরকম বেশি আয়রন হলে দেবেন না; বোরিং পরিবর্তন করেন।
      আর না হয় অন্য পুকুরে পানি ফেলে তারপরে আপনার পুকুরে পানি ঢোকাবেন।

  • @azmaulsaikh2740
    @azmaulsaikh2740 4 года назад

    আস্সালামুআলাইকুম, দাদাজান-কেমন আছেন? আজকে আমি কোনো প্রশ্ন করছিনা, শুধু সালাম দিলাম, আশা করছি আপনি আমার সালামের উত্তর দিবেন !(আমি ভারতীয়)

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад

      ওয়ালাইকুম সালাম ভাই।

  • @mdsohidulislam8329
    @mdsohidulislam8329 4 года назад

    স্যার আপনার আলোচনা শুধু শুনতেই মন চায়, কিন্তু দুঃখ হয় আপনি এত আলোচনা করেন আপনি কুলায়া উঠেন কি ভাবে।

  • @habibullahanchari2159
    @habibullahanchari2159 4 года назад +1

    Dada salam niban ...ami india from assam ..thake boltesi ...amr maser rog hoiese ...poti ar taki maser ...gah hoie pose giese ...maser pise...

  • @lostvcom8918
    @lostvcom8918 4 года назад

    Assalamualaikum sir

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад

      ওয়ালাইকুম সালাম ভাই।

  • @saifulalam7440
    @saifulalam7440 4 года назад

    আসসালামু আলাইকুম স্যার আমি ভারতের হুগলি থেকে। আমার ৩৩শতক পুকুর।৪ফুট কাদা যুক্ত।২৫ই Feb তারিখে ১kg tablet দিয়ে মাছ মারা হয়েছে।৩ই March১০০kgচুন দিয়ে ২বার হররা টানা হয়েছে। এতে gift ও অ্যমিরিকান রুই ছারতে আগ্রহী। পানি সবুজ রাখবো এবং ৭দিন পর পর ২০ভাগ পানি পরিবর্তন করব ২৬% প্রোটিন সমৃদ্ধ খাবার দেব।কত দিন পর মাছ ছারবো।আর কতটা ছারবো।

    • @sukhendusardar6535
      @sukhendusardar6535 4 года назад

      আপনার ফোন নম্বর তা দিলে আমি একটু উপকৃত হতাম,দেওয়া যাবে দাদা আমি ভারত থেকে,

    • @saifulalam7440
      @saifulalam7440 4 года назад

      @@sukhendusardar6535 9836231323

    • @sukhendusardar6535
      @sukhendusardar6535 4 года назад

      @@saifulalam7440 ধন্যবাদ

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад

      পানি ঘোলা হয়ে যাবে।

  • @ShohelRana-wd5ww
    @ShohelRana-wd5ww 6 месяцев назад

    Assalam walekum Aaj Maharaja se Sar Fukre 5 foot Pani Se share market Sahara talent mass Morse Na Do Din operated mass maharaja

  • @shovrosorkar8221
    @shovrosorkar8221 4 года назад

    আমার প্রনাম নেবেন স্যার,
    আমার নাম শুভ্র
    আপনার কাছে প্রাকটিক্যাল ক্লাস নিতে চাই, আমি ভারতীয়, জুন মাসে আমি ভিসা নেব, আমাকে কি করতে হবে একটু জানাবেন

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад

      আপনি কাজী আবেদ লতিফ অনলাইন একাডেমী সঙ্গে যোগাযোগ করতে পারেন।

    • @shovrosorkar8221
      @shovrosorkar8221 4 года назад

      ধন্যবাদ স্যার

  • @borderofinsidetravlwithmahabub
    @borderofinsidetravlwithmahabub 4 года назад

    আপনার মোবাইল নম্বার টা পেতেপারি

  • @souravsamui1728
    @souravsamui1728 4 года назад

    নমস্কার স্যার ভারত থেকে বলছি কাতলা মাছের মত দেখতে তাকে কাতলা বলছেন না বলছে বীরবল এর সম্বন্ধে কিছু বলুন দেখতে কাতলামাছের মত দাম আড়াইশো থেকে 300 টাকা প্রতি কেজি এটা কি পুকুরে চাষ করলে উপকৃত হব দয়া করে একটু জানান

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад

      এটা রুই-কাতলার ক্রস।
      দেখতে অনেকটা কাতলার মতন কিন্তু লম্বাটে চেহারা।