১ কেজি ব্রুড মাছ থেকে ৪-৫ কেজি মাছ করা সম্ভব কিনা! Larger fish from smaller brood!

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • অনেক চাষী ভাই মনে করেন যে ব্রুড মাছ ছোট হলে তার থেকে নেওয়া রেনু থেকে নেয়া পোনা বড় হবে কিনা।
    এই ধারণাটা সঠিক নয়।
    কারণ যে কোন প্রাণীর একটা বয়স চলে আসলে প্রজনন ক্ষমতা তৈরি হয়।
    সে ক্ষেত্রে এক জোড়া ব্রুড যদি এক কেজি ওজনের হয় তাহলে সেখান থেকে নেওয়া রেনু থেকে ধানি বা পোনা ঠিকমতন পরিচর্যা করলে অবশ্যই বড় হয়।
    সবাইকে ধন্যবাদ।
    #ছোট_ব্রুডের_থেকে_বড়_মাছ,
    #larger_fish_from_smaller_brood,
    #Abeed_Lateef,
    Many farmers think that if the brood fish is small, the fry taken from the hatchlings will not be bigger.
    This idea is not correct.
    Because when any animal reaches a certain age, reproductive capacity is developed.
    Thank you very much.
    In that case, if a pair of brood weighs one kg, then the fries from the hatchlings taken from it will definitely grow bigger if properly cared for.

Комментарии • 119

  • @abuhena161
    @abuhena161 Год назад +1

    অশেষ ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ন একটা দিক, জেনে সবাই খুব উপকৃত হলাম।

  • @up-datelife8426
    @up-datelife8426 Год назад +3

    স্যার আপনি আমাদের মাছ চাষীদের অভিভাবক

  • @gopalnath7451
    @gopalnath7451 Год назад +6

    আপনাকে দেখেই মন টা ভাল হয়ে গেল। নিয়মিত ভিডিও পেলে অনেক উৎসাহিত হই। সর্ব শক্তিমান আপনা কে সুস্থ ও চনমনে রাখুন 🙏

    • @user-wt5ml2cl6v
      @user-wt5ml2cl6v Год назад

      কদিন আগে উনার সঙ্গে আমার দেখা হয়েছে। উনার অনেক মূল্যবান সময় আমি নষ্ট করেছি সেদিন। আরও কথা বলতে মন চাচ্ছিল। শেখার জন্য কতকিছুই না আছে। উনার জন্য দোয়া রইলো, আল্লাহ উনার মনের বাসনা যেন পূর্ণ করেন।

  • @rejanulraju9054
    @rejanulraju9054 Год назад +1

    স্যার, ব্রুড খাদ্য ব্যাবস্থাপনা নিয়ে একটি ভিডিও দিলে খুব উপকৃত হতাম। ধন্যবাদ।

  • @bokul220
    @bokul220 Год назад

    উপকৃত হলাম ধন্যবাদ স্যার

  • @md.delwarhossain8561
    @md.delwarhossain8561 Год назад

    সালামুন আলাইকুম তিবতুম মুবারাকাতান তৈয়্য়্যাবাহ কিশোরগঞ্জ থেকে।

  • @SubankarDas-ty2rp
    @SubankarDas-ty2rp Месяц назад

    Pukure chai proyog and kotodin por por

  • @rajibmahamud5328
    @rajibmahamud5328 Год назад

    ওস্তাদজী আসসালামু আলাইকুম।

  • @shirinsultana675
    @shirinsultana675 11 месяцев назад

    আসসালামু আলাইকুম।
    স্যার আমি সোহাগ, ফরিদপুর থেকে বলছিলাম,
    আশা করি আমাদের সবার প্রিয় মানুষটা
    আল্লাহর রহমতে অনেক সুন্দর ও ভালো আছে।
    স্যার একটা বিষয়ে জানার খুব আগ্রহ ছিল সেটা হলো
    পুকুরে যদি শামুক থাকে, মানে আমি বলতে চাচ্ছিলাম শামুকের জন্য কি মাছের আবাদ খারাপ হবে বা শামুক পুকুরে কি পরিমাণ থাকলে মাছের জন্য কোন ক্ষতি হবে না?
    এই বিষয়টা যদি একটু বুঝিয়ে বলতেন স্যার।
    এই বিষয়টা যদি আপনার কাছে গ্রহণযোগ্য ও গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে এই বিষয়ের উপর একটা ভিডিও প্রকাশ কইরেন, আশা করি এতে অনেক চাষী ভাই উপকৃত হবে।
    সর্বোপরি আপনার মঙ্গল ও সুস্থতা কামনা করছি,
    খোদা হাফেজ!!!

    • @abeedlateef8059
      @abeedlateef8059  11 месяцев назад

      শামুক প্রাকৃতিক খাবার, সরবরাহ করা খাবার এবং অক্সিজেনে ভাগ বসিয়ে মাছের উৎপাদন কে সাংঘাতিক ভাবে পিছিয়ে দেয়।
      জাল টেনে শামুক তুলে ফেলুন।

  • @TouhidNoman
    @TouhidNoman Год назад +1

    স্যার রাইস ব্রানের পরিবর্তে দেশি কুড়া টা ব্যাবহার করতে পারবো?

  • @mukul13244
    @mukul13244 11 месяцев назад +1

    In the last live progragmme , you have mentioned that singi fish has no cannibalism . but what about the deshi Magur fish . if you mention it in your future telecast .. we will be very happy .

    • @abeedlateef8059
      @abeedlateef8059  6 месяцев назад

      Male Magur is very much cannibal on its own offspring.
      But fries or fingerlings are not cannibal.

  • @Bashirbd
    @Bashirbd Год назад

    How are you sir?I had been waiting for you eagerly.

  • @মোঃইসমাঈলহোসেন-গ৮প

    আসসালামু আলাইকুম স্যার, আমি আপনার টিপস্ ফলো করি, কিন্তু আমার মিশ্র চাষের পুকুরের পানি শেমলাকালার কমতেছেনা, খাবার বন্ধ ১০ দিন, এখন কি করতে পারি স্যার জানাবেন???

  • @a.mondal4423
    @a.mondal4423 Год назад

    কালবোস মাছের চাষের ভিডিও দেখতে চাই এবং কালবোস মাছের সঙ্গে অন্য পোনা মাছের বৃদ্ধির পার্থক্য জানতে চাই

  • @anowerhossen7646
    @anowerhossen7646 Год назад

    টাংগাইলে বা যেকোন মিঠা পানিতে গলদা চিংড়ি চাষ হবে কি না

  • @fahimahmed-mq2bl
    @fahimahmed-mq2bl Год назад

    ফাইটোপ্লাংটন এর ব্লোম হলে কি রিপকড্ ব্যবহার করা যাবে কি,কি পরিমান ব্যবহার করবো।

  • @AbuJahidBiplob
    @AbuJahidBiplob Год назад +1

    স্যার আপনার ভিডিও গুলো অনেক ইনফরমেটিভ, কিন্তু sir আপনি দৃঘদিন যাবত নিয়মিত ভিডিও দিচ্ছেন না, আমরা আশা করি আপনার কাছ থেকে আমরা সামনে নিয়মিত ভিডিও পাবো । আপনার জন্য দোয়া ও শুভ কামনা রইলো।

  • @mdnazmulhossain9257
    @mdnazmulhossain9257 Год назад

    ধন্যবাদ স্যার

  • @mdmurad7530
    @mdmurad7530 Год назад

    স্যার আসসালামু আলাইকুম আমি নতুন মাছ চাষী আমার পুকুরের আয়তন 40%শতাং গভীরতা ১০ থেকে ১২ফুট পুকুর কিন্তু পুকুর প্রস্তুতি কিভাবে করতে হবে পুরাতন মাছ আছে কিছু এগুলো আমি কি করব জানাবেন স্যার

  • @sohel.SR7
    @sohel.SR7 10 месяцев назад

    আসলামুআলাইকুম স্যার এখন কি আমি হাংরি রেনু বা ডিম দিতে পারি পুকুরে বা হাংরি রেনু দেওয়ার সঠিক সময় কোনটা অনুগ্রহ করে বলবেন

  • @basantanandi8613
    @basantanandi8613 Год назад +1

    ধন্যবাদ🙏। বাঙালিবাবু। অনেক দিন পর ভিডিও পেলাম। আমাদের এখানে ৫০০ গ্রাম এর কম ওজনের মাছের ও ডিম নিয়ে রেনু করা হয়। এই রেনুর ফলাফল কেমন হবে একটু জানাবেন। ধন্যবাদ🙏। বাঙালিবাবু।

  • @UDOY999
    @UDOY999 Год назад

    Thank you Sir

  • @sheikhshakir4716
    @sheikhshakir4716 Год назад

    Thanks sir ❤

  • @anowerhossen7646
    @anowerhossen7646 Год назад +2

    স্যার আপনাকে দেখে আমার মনটা ভালো হয়ে গেল

  • @babusarkar428
    @babusarkar428 Год назад +1

    স্যার ম্যাগনেসিয়াম সালফেট ও ফ্লোরা দিয়ে কি প্লাংটন তৈরি করা যায়? এজজন স্যার এমন টা বলেছেন।

  • @robiulislam603
    @robiulislam603 Год назад +1

    স্যার অনেক দীন পরে আপনাকে দেখে খুব ভালো লাগলো,আপনার জন্য দোয়া ও শুভকামনা রইলো।

  • @goutamkahar460
    @goutamkahar460 10 месяцев назад

    Shar nomoshkar,Babu westbengol,pukhore chito/vtke/koral orginalan shad hoi na kano?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  9 месяцев назад

      প্রচুর পরিমাণে ছোট মাছ দিন; স্বাদ পাবেন।

  • @lemonkhan7527
    @lemonkhan7527 Год назад +1

    এই ব্যাপারটা আপনার কাছ থেকে জানার অপেক্ষায় ছিলাম ধন্যবাদ স্যার। আরেকটা বিষয় বর্তমান দেখছি রুই ও মিরর কার্প এবং কাতলা ও মিরর কার্প মাছকে ক্রস করানো হচ্ছে যেটা দেখতেও অদ্ভুত লাগে এ সম্পর্কে আপনার মতামত কি জানাবেন।

  • @creatvie04
    @creatvie04 Год назад +1

    কোন পুকুরে ১০০ কেজি মাছ আছে।
    মাছের ওজনের ৫% খাবার দিলে খাবার লাগবে ৫ কেজি
    প্রয়োজনীয় ৫ কেজি খাবার শুকনা অবস্থায় ওজনকে বিবেচনা করতে হবে?
    নাকি পানি মিশিয়ে খাবার তৈরি করে ভিজা অবস্থায় ওজন ৫ কেজি হবে?

    • @FISHFISHERIES
      @FISHFISHERIES 10 месяцев назад

      শুকনা অবস্থায়

  • @Moktadir1000
    @Moktadir1000 Год назад

    ধন্যবাদ

  • @mdsagarsheikh9994
    @mdsagarsheikh9994 Год назад

    Sir valo asan?

  • @MdKhokon-kq4jm
    @MdKhokon-kq4jm Год назад

    স্যার এখন ক্লাস নেই কিনা কারো জানা থাকলে জানাবেন। আর স্যারের ফেসবুক গুরুপ কি বাদ দিছে?

  • @ShohelRana-wd5ww
    @ShohelRana-wd5ww Год назад +1

    স্যার আপনাকে অনেকদিন খুব খুশি হয়েছি ধন্যবাদ

  • @USAstreetView
    @USAstreetView Год назад +1

    ধন্যবাদ স্যার

  • @mutasimbillahakhandsayem5926
    @mutasimbillahakhandsayem5926 Год назад +1

    জাযাকাল্লাহ স্যার। গুরুত্বপূর্ণ তথ্য দেয়ার জন্য

  • @mridulnag
    @mridulnag Год назад +1

    As it is, you are great sir, wish your good health & happiness.

  • @up-datelife8426
    @up-datelife8426 Год назад +1

    স্যার অনেকদিন পর আসার জন্য খুব ধন্যবাদ

  • @jakirbiplop523
    @jakirbiplop523 Год назад +1

    অনেক দিন পরে যে স্যার নিয়মিত ভিডিও চাই আমরা

  • @sheikhmohammadrana6395
    @sheikhmohammadrana6395 10 месяцев назад

    আসসালামু আলাইকুম।
    স্যার কেমন আছেন?
    স্যার পুকুরে প্রোবায়োটিক ব্যবহার করবো না কি চুন-লবন-চিটাগুড়.......?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  9 месяцев назад

      ওয়ালাইকুম সালাম।
      আমি ওই সমস্ত বাণিজ্যিক পণ্যের পরামর্শ দেই না ভাই।

  • @shadhinshadhin1275
    @shadhinshadhin1275 Год назад

    আসসালামু আলাইকুম স্যার

  • @MdAhad-f9t
    @MdAhad-f9t Год назад +1

    অনেক দিন পর আপনাকে দেকে অনেক ভালো লাগলো

  • @MdNazmul-ne7js
    @MdNazmul-ne7js 9 месяцев назад

    আসসালামু আলাইকুম স্যার
    অগভির নলকূপ থেকে পুকুরে পানি দিলে মাছের কি ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে ?,,,, বলতে চেয়েছি আমাদের এলাকাতে এটাকে বোরিং বলে এই পানিটা আয়রন যুক্ত পানি ৪০-৫০ ফিট নিচ থেকে উঠে পুকুরে পড়লে হয়তো একদিন পরে লাল হওয়ার সম্ভাবনা আছে এটাতে কি কোন ক্ষতি করবে?,,,, প্লিজ জানাবেন স্যার

    • @abeedlateef8059
      @abeedlateef8059  9 месяцев назад

      পোনাপুকুর না হলে বোরিং এর পানিতে বিশেষ সমস্যা হয় না।

  • @abchuadanga8335
    @abchuadanga8335 Год назад

    সরিষার খৈল ২ কেজি
    রাইচ ব্রান ৩ কেজি
    গমের ভুষি ১ কেজি
    ভুট্টার গুড়া ১ কেজি
    মোট= ৭ কেজি।
    এই খাবারে কতো পার্সেন্ট প্রোটিন আছে?
    কার্প জাতীয় মাছের জন্য।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  11 месяцев назад

      আপনার কত পারসেন্ট দরকার?

  • @prabirparua3884
    @prabirparua3884 11 месяцев назад

    স্যার আমি আপনার ভিডিও গুলো খুব ভালো করে দেখি । আমি পশ্চিমবঙ্গ কাকদীপ থেকে। আপনার সঙ্গে কথা বলতে চাই দয়াকরে ফোন নম্বর বা যোগাযোগ লিঙ্ক টা দিলে খুব ভালো হয় ।ভাল থাকবেন নমস্কার নেবেন ।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  5 месяцев назад

      প্রকৃতি নির্ভর মাছ চাষ গ্রুপ By Kazi Abeed Lateef এর সাথে যুক্ত থাকলে যোগাযোগ হতে পারে।

  • @coresk4525
    @coresk4525 10 месяцев назад

    Sir, কোনো প্রকার বাড়তি খাবার বা কেনা খাবার দেওয়া ছাড়া সম্পুর্ন প্রাকৃতিক ভাবে শতকে কত কেজি তেলাপিয়া মাছ culture করা যাবে?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  10 месяцев назад

      কত দিনে কত আর হবে। ১০ -১৫ কেজি হতে পারে।

  • @AshrafAli-bc6kh
    @AshrafAli-bc6kh Год назад

    আসসালামুআলাইকুম।কেমন আছেন?

  • @Rubel-gi7iw
    @Rubel-gi7iw Год назад

    আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন অনেকদিন আপনার ভিডিও দেখি নাই মনটা খুব খারাপ ছিল আজ আপনাকে দেখে অনেক ভালো লেগেছে আই লাভ ইউ স্যার আল্লাহ আপনার দীর্ঘ আয়ু দান করুক

  • @mdmahabu8733
    @mdmahabu8733 10 месяцев назад

    স্যার আমি যদি ১০০ গ্রাম চাই রুই মাছের সঠিকভাবে পরিচর্যা করলে এক বছরে তার ওজন কতটুকু হবে

  • @shazal1976
    @shazal1976 10 месяцев назад

    স্যার, পুকুরে পাতা পড়ে পানি কালচে হয়ে গেছে এমন পুকুরে কি সোডিয়াম ফসফেট ব্যবহার হয়?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  6 месяцев назад

      চুন ব্যবহার করেন।

  • @rezahanif604
    @rezahanif604 Год назад +1

    আসসালামু আলাইকুম... সার আমার একটা প্রশ্ন ,বাংলা মাছ কে খাবার এক বেলা ভরপুর দিবো নাকি অর্ধেক করে দুই বেলা দিবো.?

    • @FISHFISHERIES
      @FISHFISHERIES 10 месяцев назад

      ২ বেলা দিলে উপকার বেশি পাবেন,,সকালে ৪০%,বিকেলে ৬০% হিসেবে দিবেন

  • @lavluds7603
    @lavluds7603 Год назад

    সালামুনআলাইকুম স্যার আমি একজন নতুন উদ্যোক্তা আপনার ভিডিও প্রায় দেখি
    তবে আপনার লেখা কোন বই আছে কি????
    থাকলে নাম প্রকাশে উপকৃত হবো

  • @rezahanif604
    @rezahanif604 Год назад

    সার আমার পুকুর বিলের পাশে 50 শতক সাদা মাছের সাথে কিছু শিং মাগুর আছে ,আমি ফিডের পাশাপাশি বিল থেকে ঘাস দেই সেই ঘাসে অনেক শেওলা মাছ সব খেয়ে ফেলে এতে কি সমস্া হবে?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Год назад +1

      চালিয়ে যান, খুবই ভালো রেজাল্ট পাবেন।

  • @Simplelife-c9r
    @Simplelife-c9r Год назад

    Sir...deshi magur renu boyos 45 din...kintu kono vabei magur kisu dar hye thaka dur krte parsi na....sob treatment ses kre felsi...akn ki krbo...?

  • @anikviaktagorubanaidakanko1103

    Kamon acen sir.2 year aga apnar thai sorputir video daklam. Khub vlo laglo. Akon new akta sorputir video den pls ar winter a cas kora jaba ki na pls bolen🙏🙏

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Год назад

      পুটি মাছ শীতকালে ভালো হয় না।

  • @raifcomputers
    @raifcomputers Год назад

    আসসালামু আলাইকুম স্যার, জয়গুরু আপনার প্রতি দোয়া ও ভালবাসা রইল❤❤❤

  • @mohammadhasan1017
    @mohammadhasan1017 Год назад

    জাগ্রত ট্রেডার্স এর পক্ষ থেকে আন্তরিক। আপনার ভিডিও গুলো অনেক গুরুত্বপূর্ণ

  • @mdjahidul7678
    @mdjahidul7678 Год назад

    আসসালামুয়ালাইকুম ছার অনেক দিন পরে আপনাকে দেখে খুব ভালো লাগছে ছার পাঙ্গাশ এবং হাইব্রিড তেলাপিয়া কতো কেজি ফিডে কতো কেজি হয় একটি তথ্য দিবেন ছার অনেক মানুষ অনেক কিছু বলে হয়রানি করে আমার বাড়ি বগুড়ার কাহালু উপজেলা ❤

  • @zahidul732
    @zahidul732 Год назад

    আপনি কি হজ করতে গিয়েছিলেন ইন্ডিয়া আসাম থেকে বলছি

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Год назад

      জী, ভাই। আল্লাহর রহমতে এবারের যাত্রী ছিলাম।

  • @fahimislam9859
    @fahimislam9859 Год назад +1

    ধন্যবাদ

  • @rajibdebnath2590
    @rajibdebnath2590 Год назад

    স্যার, দশ কেজি আটার সাথে এক কেজি ইউরিয়া দিয়েছি আজকে।কোন প্রবলেম হবে না তো?

  • @jananigoatfram
    @jananigoatfram Год назад

    স্যার ভাই ভাই হ্যাচারি রংপুর ওনার নাম্বার আছে কি আপনার। 🙏

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Год назад +1

      01716692181, সেলিম সাহেব।

  • @md.delwarhossain8561
    @md.delwarhossain8561 Год назад

    স্যার আপনার ফোন নাম্বারটা দিলে মাঝেমধ্যে পরামর্শের জন্য কথা বলা

  • @darussalamtv1884
    @darussalamtv1884 11 месяцев назад

    Alhamdulillah. Onek din pre apnake dekhe khuboi vlo laglo caca.

  • @RakibulIslam-im6uh
    @RakibulIslam-im6uh Год назад

    স্যার আপনার লেখা কোন বই আসে মাছ চাস ও পরিচরচা খাদ্য নানা বিষয় নিয়ে। জানাবেন প্লিজ

  • @SoumenOjha-j7i
    @SoumenOjha-j7i Год назад

    আমরা সবাই আপনার জন্য অপেক্ষা করি। একটু ঘন ঘন আসেন

  • @anowerhossen7646
    @anowerhossen7646 Год назад

    স্যার আমি টাংগাইল থেকে বলছি পুকুরে তারা বাইম মাছ চাষ যাবে কি না

  • @RSSAD1
    @RSSAD1 11 месяцев назад

    জিকরিয়া সেখ ভারতিয় পুকুরে খর পছা দেয়া য়াবে কি

  • @mdshahalam2414
    @mdshahalam2414 Год назад

    Assalamualaikum sir Dan ar Sathe mas cas vedio chai

  • @belayethossain3446
    @belayethossain3446 Год назад

    স্যার আমি মাছ চাষ কইরা লসে আছি আমার একটা ভালো বুদ্ধি দেন কি করলে কি করা যায় থ্যাঙ্ক ইউ

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Год назад

      আপনি প্রশিক্ষণ সাপেক্ষে মাছ চাষ করুন। অবশ্যই লাভবান হবেন ইনশাআল্লাহ।

  • @devilyoutubechallenge7978
    @devilyoutubechallenge7978 Год назад

    দাদা মাছ তাড়াতাড়ি বড় করা যায় কিভাবে

  • @arifulhaque8356
    @arifulhaque8356 Год назад

    Sir bhai bhai nursery address please bolben.

  • @SalmanFarsi-u5q
    @SalmanFarsi-u5q Год назад

    সার আপনার নাম্বার পাবো কি ভাবে

  • @mdalahe8427
    @mdalahe8427 Год назад

    ধন্যবাদ স্যার

  • @Md.BiplobKhonbokar
    @Md.BiplobKhonbokar Год назад

    ধন্যবাদ স্যার

  • @harekrishnabiswas1745
    @harekrishnabiswas1745 Год назад

    Sir valo achen ❤

  • @Sajid2019
    @Sajid2019 Год назад

    স্যার আমি এবং আমার পরিবার দীর্ঘ দিন থেকে ফ্রেঞ্চ থাকি আমার maximum আত্মীয়-স্বজন USA থাকে।
    আমাদের বাচ্চাগুলো ফ্রান্স এবং ইউএসএ জন্মানোর পর ও ( খাদ্য থেকে শুরু করে অন্য সব সুযোগ সুবিধা গুলো) এখানকার বাচ্চাদের ( কালো এবং ফ্রান্স, এবং ইউএসএ) বাচ্চাদের মত শারিরীক গ্রোথ আসে না ।
    তাহলে এইটা কেন হয় !!!
    আমার মনে হয় অবশ্যই জিনগত বৈশিষ্ট্যের কারণে।
    মাছের ক্ষেত্রেও কি তাই নয় ?
    আশা করি উত্তর দিবেন ধন্যবাদ ।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Год назад

      ভাই, প্রসঙ্গটা ছিল ধরুন ১ কেজি ওজনের মাছের বাবা মা থেকে নেয়া বাচ্চা গুলি ৫-১০ কেজি হতে পারবে কিনা।
      আর মানুষের ক্ষেত্রেও আবহাওয়া, খাদ্য, লাইফ স্টাইল এর কারনে Developed generation তৈরি হবে।
      আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

  • @RASELKHAN-ey6mk
    @RASELKHAN-ey6mk Год назад

    Sir amar 150 sotok pukure karp misro macher sate 6 teke 7 inchi 80 pis chitol diyechi.pukure prochur chuto mach ache.3 mase ai chitol koto tuku ojon hote pare

    • @Humawazuthayenge
      @Humawazuthayenge 2 месяца назад

      300 gram theke maximum 500 gram ar besi hobena, amar 1 bosore 1.5 theke 2 kg size asese kintu bai tumar ta besi hoiya gese mome hoi stocking ta 20 ta theke 30 tar modde thakle valo hoto , karan chittal kom se kom 4/5 kg na korle bazaar paitona to 2 bosor minimum lagbe bazaarjat korte

  • @sanjibsanjib3306
    @sanjibsanjib3306 Год назад

    Thank you sir

  • @mdshaonshaikh1159
    @mdshaonshaikh1159 Год назад

    ধন্যবাদ sir

  • @md.belayethossaintoha7863
    @md.belayethossaintoha7863 Год назад

    অভিনন্দন।

  • @MdMasud-cw3yg
    @MdMasud-cw3yg Год назад

    Matir hacarir fon nambar ta karo kace thakle diben plz ami agami bocor sekhan theke renu nite cai

  • @shirinsultana675
    @shirinsultana675 11 месяцев назад +1

    স্যার
    আসসালামু আলাইকুম।
    আমার একটা প্রশ্ন ছিল প্রশ্নটি হলো এমন....
    দেশী মাগুর মাছকে খিচুড়ি খাওয়ানো যাবে কি?
    যদি খাওয়ানো যায় তাহলে এর দেহ বৃদ্ধি কেমন হবে?
    আপনার উত্তরের অপেক্ষায় রইলাম।
    আল্লাহ তাআলা আপনাকে সুস্থ ও সুন্দর রাখুক,
    আল্লাহ হাফেজ!!!

    • @abeedlateef8059
      @abeedlateef8059  11 месяцев назад

      খাওয়ানো যাবে কিন্তু আমিষের মান ঠিক রাখতে হবে।

  • @gamingwithjobayer6480
    @gamingwithjobayer6480 Год назад

    মামা আমি রেশমা। জব্বার চৌধুরীর মেয়ে বলছি নাম্বারটা। আপনার নাম্বারটা দিন তো মামা?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Год назад

      এইখানে নাম্বার দিয়ে খাওয়া দাওয়া ঘুম হারাম করার বুদ্ধি! 🤣🤣🤣🤣🤣🤣🤣
      লেলিনের কাছে নাম্বার আছে মা।

  • @JamalKhan-bq4dg
    @JamalKhan-bq4dg Год назад

    স্যার আপনার মোবাইল নাম্বার টা দেয়া যাবে

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Год назад

      m.facebook.com/groups/2143121362500536/?ref=share&mibextid=NSMWBT
      এই গ্রুপের সঙ্গে যুক্ত থাকলে যোগাযোগ করা যেতে পারে।

  • @shirinsultana675
    @shirinsultana675 11 месяцев назад

    আসসালামু আলাইকুম।
    স্যার আমি আপনার একজন ভক্ত।
    আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনি অনেক ভালো আছেন।
    একটা বিষয়ে আমার জানার ছিল তা হলো
    ডিম পোনা/রেনু পোনাকে কোন খাবার দিলে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যাবে।
    আপনার উত্তরের অপেক্ষায় রইলাম।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  11 месяцев назад

      ওয়ালাইকুম সালাম।
      ডিম পোনা বা রেনু পোনাকে অবশ্য অবশ্যই ভালো কোন কোম্পানির তৈরি পাউডার খাবার যেটা পাওয়া যায় সেটা দিয়ে শুরু করতে পারলে সবচাইতে ভালো রেজাল্ট পাওয়া যায়।

  • @skgolammortoza1105
    @skgolammortoza1105 11 месяцев назад

    Sir আপনার whatsapp নম্বর পাওয়া যাবে ৷

    • @abeedlateef8059
      @abeedlateef8059  5 месяцев назад

      এখানে দেয়া ঠিক হবে কি?
      আপনি প্রকৃতি নির্ভর মাছ চাষ গ্রুপের by Kazi Abeed Lateef এর সাথে যুক্ত থাকলে যোগাযোগ হতে পারে।