রুই জাতীয় মাছের মিশ্রচাষে লাভ হবে নিশ্চিত, অধিক উৎপাদন পাওয়ার সহজ পদ্ধতি (Easy Way Carp Poly-Culture

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024
  • মিশ্রচাষে কম খরচে অধিক উৎপাদন পাওয়ার সহজ পদ্ধতি
    (Easy Way for Better Production in Poly-Culture)
    #প্রাকৃতিকখাদ্য #modernfishculture #লাভজনকমাছচাষপদ্ধতি
    ইউটিউবে হাজারো ভূল তথ্য প্রচারণার মধ্যে সঠিক তথ্য প্রচারে অঙ্গিকারা বদ্ধ
    যে কাজগুলো করলে খাদ্য সাশ্রয় হবে এবং কম খরচে বেশি উৎপাদন নিশ্চিত হবে এবং অধিক লাভ অর্জন করতে পারবেন তার মধ্যে প্রধান কার্যক্রমসমূহ নিম্নে দেয়া হল
    1. সকল প্রজাতির মাছ কিছু না কিছু ছাড়তে হবে
    2. ১০০ গ্রামের চেয়ে বড় আকারের পোনা মজুদ করতে হবে
    3. প্রাকৃতিক খাবার তৈরি করতে হবে
    4. অর্ধ পঁচা জৈব পদার্থ দিতে হবে
    5. পুকুরের অতিরিক্ত শামুক ভেংগে পুকুরের এক কর্নারে দিতে হবে
    6. মাছের খাদ্য হিসেবে প্রদত্ত খাদ্য যাতে কোনভাবে অপচয় না ঘটে সেবিষয়ে যত্নবান হতে হবে
    7. কার্প মিশ্র চাষে থাই সরপুটি ও তেলাপিয়া মজুদ করা যাবে না
    8. পুকুরে ক্ষদি পানা দিতে হবে
    9. কমল ঘাস এবং কলাপাতা দিতে হবে
    10. ক্ষুদ সিদ্ধ করে দিতে হব
    ★★★ সু-প্রিয় দর্শক ভিডিওটি আপানার ভাল লাগলে অনুগ্রহ করে লাইক দিবেন ★★★ কমেন্টে জানাবেন আপনার মূল্যবান মতামত যা আমাদেরকে নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহিত করবে। ★★★ নিয়মিত মাছচাষ বিষয়ক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকোনটিকে ক্লিক করুন যাতে আমাদের আপলোডকৃত ভিডিওর বিষয়ে নোঠিশ পেতে পারেন। ★★★ চ্যানেলের সাথে যারা যুক্ত হয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ★★★ উপস্থাপিত তথ্য আপনার মাছচাষে কিঞ্চিত ইতি বাচক ভূমিকা রাখলে আমাদের প্রচেষ্টা সার্থক হবে।
    My FB Page : / tofazahamed64
    এচ্যানেলে 2২0 টির অধিক মাছচাষের বিভিন্ন প্রযুক্তির ওপর ভিডিও আছে প্লে-লিস্টে গিয়ে পছন্দমত ভিডিও দেখতে পারেন।
    চ্যানেলের যে কোন ভিডিও দেখতে এ লিং এ ক্লিক করুন / aabd64 .
    মোঃ তোফঅজউদ্দীন আহমেদ, চ্যানেল এডসিন, একাডেমিক শিক্ষা { (বিএসসি ফিসারিজ) সম্মান এবং এমএসসি (ফিসারিজ বায়োলজী এন্ড লিম্নোলজী ) মৎস্য অধিদপ্তরের ৩০ বছরের কর্ম অভিজ্ঞতা, সারা বাংলাদেশের শতশত মাছচাষিদের চাষ বিষয়ে সরেজমিন অর্জিত বাস্তব অভিজ্ঞতা এবং হাতে কলমের কাজথেকে অর্জিত জ্ঞান থেকে তৈরি ভিডিও এ চ্যানেলে আপলোড করা হয়। আপনি মাছচাষি হলে চাষি ভাই এ চ্যানেলটি কেবল আপনারই জন্য নিবেদিত। এ চ্যানেলের ভিডিওগুলো দেখলে আপনি কোনা না কোনভাবে উপকৃত হবেনই এটা নিশ্চিন্তে বলা যায়। এচ্যানেলের ভিডিওগুলো ভালভাবে বুজতে হলে ভিডিও টেনে টেনে নয় শেষ পর্যন্ত ধর্যসহকারে দেখতে হবে। এ চ্যানেলে প্রধানত মাছচাষের বিভন্ন আধুনিক পদ্ধতি নিয়ে দর্শকদের জন্য ভিডিও তৈরি করে থাকে।
    মাছচাষ পদ্ধতিতে প্রতি নিয়ত পরিবর্তন ঘটছে। পরিবর্তনের এ ধারা বা নতুন বিষয়গুলোকেই অগ্রাধিকার দিয়ে এ চ্যানেলে প্রচার করা হয়ে থাকে। আমরা সফল চাষির সফলতা নয় তাঁর চাষ পদ্ধতি আপানদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এ চ্যানেলে বিক্রয়ের জন্য মাছের রেণ, পোনা বা মাছচাষের উপরণের প্রচাণা করা হয় না। মাছচাষে জড়িত ব্যাক্তিবর্গ থেকে প্রতিদিনিই মাছচাষ বিষয়ে নানা ধরনের প্রশ্ন কমেন্ট বক্সে করছেন আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে, শিক্ষা, দীর্ঘ দিনের কর্মক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতা, সফল মাছচাষির মাছচাষের অিনুসরণীয় পদ্ধতি, যথাযথ তথ্য উপাত্ত সহকারে সে সব প্রশ্নের উত্তর দেয়ার চেস্টা করে থাকি। কারো মাছচাষের সফলতার থেকে মাছচাষের খুটি নাটি বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে ভিডিও তৈরি করা হয় খুবই সহজ বোদ্ধ করে। একজন নতুন মাছচাষি কিভাবে মাছচাষে যুক্ত হয়ে সফলতা লাভ করবে তার সুস্পষ্ট দিক নির্দেশনা প্রদান করা হয়ে থাকে। কোন প্রকার মাছচাষের উপকরণ বা পোনা বিক্রয় এর বিজ্ঞাপন প্রচারে এ চ্যানেল কাজ করে না। দর্শকের সকল প্রশ্ন সবসময় অগ্রাধীকার দিয়ে উত্তর প্রদান করা হয়ে থাকে।
    বাংদেশের বিভিন্ন এলাকায় কাজ করার কারণে দেশের প্রায় সব অঞ্চলের মাছচাষের ওপর এচ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে এবং এলঅকা ভিত্তিক সফল মাচাষের পদ্ধতি দর্শকদের মাঝে তুলে ধরা হয়েছ্ সেহেতু আমরা চাষি ভায়ের মতামতকে বেশি গুরুত্ব দেয় এবং আমাদের সকল প্রয়াস কেবল চাষিকে উপকার করা এ জন্য আমাদের ভিডিওগুলো তাদের উযোগী করে তৈরি করা হয়েছে।
    এচ্যানেলে চাষি ভাইদের প্রশ্ন থেকে জনগুরুত্বপূর্ণ প্রশ্ন গুলো বাছাই করে প্রশ্ন উত্তর বপর্ব বলে একটি নতুন উদ্বোগ নেয়া হয়েছে এবং আমাদের এ উত্তর গুলো চাষি ভায়েদের মাঝে বেশ সাড়া ফেলেছে বলে আমাদের মনে হয়েছে।
    e-mail ID tofaz2010@gmail.com
    My Facebook page Link / tofazahamed64

Комментарии • 94

  • @beautyofbd2023
    @beautyofbd2023 19 дней назад +2

    দারুন বলেছেন। অনেক ধন্যবাদ

  • @NishatAfrin-ub1bv
    @NishatAfrin-ub1bv 17 дней назад +1

    Apnake notun rupe dekhlam, alhumdulillah khub sundor lagche.

    • @AABD64
      @AABD64  17 дней назад

      যাজাক আল্লাহু খাইরান

  • @roseyesmin9330
    @roseyesmin9330 17 дней назад +1

    Excellent information thanks

  • @foodsavour1025
    @foodsavour1025 19 дней назад +1

    অনেক ধন্যবাদ স্যার

  • @EarningLifetimeshyerBazer666
    @EarningLifetimeshyerBazer666 19 дней назад +3

    মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দেখে থাকে অতএব আপনার সাউন্ড সিস্টেম আরো জোরালো স্পষ্ট করা উচিত দরকার

    • @AABD64
      @AABD64  19 дней назад

      @@EarningLifetimeshyerBazer666 অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকেন

  • @raseltalukderhimel8965
    @raseltalukderhimel8965 19 дней назад +1

    ধন্যবাদ স্যার আপনাকে।

  • @RidoyKhan-ze4wk
    @RidoyKhan-ze4wk 19 дней назад +1

    ধন্যবাদ স্যার ❤

  • @arefilmallick8228
    @arefilmallick8228 11 дней назад +1

    বাটা মাছ সম্বন্ধে কিছু ভিডিও দিন. R বাটা মাছ ki গোবর দেওয়া যাবে একটু জানবেন

    • @AABD64
      @AABD64  11 дней назад

      দয়া করে লিং এর ভিডিওটি দেখেনিন
      ruclips.net/video/S4HWQTNQqs8/видео.htmlsi=1rzquFSGXspoyE6J

  • @abdullahalreal8303
    @abdullahalreal8303 18 дней назад +1

    Thanks Sir 💌💌💌

  • @spnicon
    @spnicon 12 дней назад

    Sir ami India theke bolchi pukurer jol lal hoye jache ki korbo abong jol sobuj korbar upay ki

  • @user-lf6lu2ui1u
    @user-lf6lu2ui1u 19 дней назад +3

    ছার আমাদের এলাকায় নদী ভাংগার পানি আসছে পানি গুল এবং মাছ বাসছে করনিয় কি

    • @AABD64
      @AABD64  19 дней назад

      যে সব পুকুরে বণ্যার পানি প্রবেশ করেছে সে সব পুকুরে শতকে ১০০ গ্রাম হারে ব্লিচিং প্রয়োগ করতে হবে। ৭-৮ দিন পরে শতকে ৩০০ গ্রাম হারে চুন প্রয়োগ করতে হবে। দুপুরে হররা টানতে হবে। ধন্যবাদ আপনাকে

  • @rubayethasan2511
    @rubayethasan2511 19 дней назад +1

    Thanks

  • @user-sp5dl1yy8g
    @user-sp5dl1yy8g 17 дней назад

    Thanks sir

  • @subratadebnath8584
    @subratadebnath8584 14 дней назад +1

    স্যার কেমন আছেন? ফিড ভিত্তিক ভেটকি মাছের চাষের জন্যে পোনা পাওয়া যাবে কিভাবে?

    • @AABD64
      @AABD64  14 дней назад

      কক্সবাজার গ্রিনহাউজ মেরিকালচার হ্যাচারিতে আছে। কিন্তু খাবার কোথায় পাবেন?????

  • @MDShahed-d2k
    @MDShahed-d2k 10 дней назад

    বৃলকেট মাছ দেখা যায় না পুকরে খাবার খেতে আসে কি সম্যসা একুটু যানাবেন

  • @afjalhossain4917
    @afjalhossain4917 15 дней назад

    আমার পুকুরটি ২০ শতকের --
    পাংগাস আছে ১৪০০-১৫০০ পিস
    অন্যন্য ৪০০-৫০০
    আমি নারিশ/ মেগা ফিড ব্যবহার করি।
    পানির কালার ও আলহামদুলিল্লাহ ভালো
    আমার প্রশ্ন হলো --
    এই ২০ শতকের পুকুরে ফিড এর পাশাপাশি প্রতিদিন খৈল + গমের চিকন ভুষি মিশিয়ে কি পরিমাণ দিবো--??
    এখন প্রতিদিন ৯-১০ কেজি খাবার দেই ---
    পাংগাস ২৫০-৩০০গ্রামের
    অন্যান্য ৩০০-৫০০ গ্রাম

  • @user-sp5dl1yy8g
    @user-sp5dl1yy8g 17 дней назад +1

    Sir ami notun mach chashi amar 33 shotangse 1 bigha mot 5 bigha pukur .akhon ami Rui mach 250 garam .katol mach 1 kg. Mrigel 200 gram. Silvar mach 500 gram .glash mach 1 kg kore pukure charbo mone korchi akhon kon mach ki poriman char plese janaben .

    • @AABD64
      @AABD64  17 дней назад

      এ ভিডিওটি দেখে নিন দয়া করে
      ruclips.net/video/rVvcB99dLNk/видео.htmlsi=ANcz5dIQcEWJkx-q

  • @JakirKhan-hc6ei
    @JakirKhan-hc6ei День назад +1

    আসসালামু আলাইকুম আমি ১২ একর জমিতে মাছের প্রজেক্ট করতেছি এখন কি দরনের মাছ ছাড়লে লাভজনক হবে অভিজ্ঞদের পরামর্শ চায়তেছি

    • @AABD64
      @AABD64  День назад +1

      কোন এলাকায় করছেন??? গড় গভীরতা কত হবে ???? এ সব জানালে পরামর্শ দিতে সুবিধা হবে। ধন্যবাদ আপনাকে

    • @JakirKhan-hc6ei
      @JakirKhan-hc6ei День назад +1

      @@AABD64 গভিরতা ৮/১০ ফিটের এইটা স্যার ময়মনসিংহ

    • @AABD64
      @AABD64  День назад

      @@JakirKhan-hc6eiএটি কি একটি পুকুর না কয়েকটি পুকুরের সমন্বয়ে। যদি ১০-১২ বিঘার পুকুরের আকার হয় তবে আমি বলব আপনি দয়া করে এ লিস্টো ভিডিওগুলো একটু মনোযোগ দিয়ে দেখে নিন
      ruclips.net/p/PL0fnAiLMvXKUsWYmyDbj-8j_LUuJSfv89

    • @JakirKhan-hc6ei
      @JakirKhan-hc6ei День назад +1

      স্যার এইটা একটা বিল / হাওর এর মত

    • @AABD64
      @AABD64  День назад +1

      @@JakirKhan-hc6ei গুড বড় আকারের পোনা ছাড়ুন অথবা পাংগাস কার্প মিশ্রচাষ করুন। আপনার সিদ্ধান্ত আপনাকেয় নিতে হবে। ধন্যবাদ ভাল থাকেন

  • @nazmulhasan8561
    @nazmulhasan8561 12 дней назад +1

    স্যার আমার এলাকায় একটি পুকুর লিজ নিয়েছি ৯০ শতক হবে পানি ৮/১০ফোট হবে অনেক পরাতন পুকুর ১৬১০০০টাকা বছরে পরেছে এখন কি সাইজের ছারলে ভালো হবে।

    • @AABD64
      @AABD64  12 дней назад +1

      আপনি দেশের কোন এলাকা থেকে বলছেন??? রুই জাতীয় মাছের মিশ্রচাষ করুন যত বড় আকারের পোনা ছাড়বেন ততত বেশি ফায়দা নিতে পারবেন। ভাল থাকেন ধন্যবাদ

    • @nazmulhasan8561
      @nazmulhasan8561 12 дней назад +1

      @@AABD64স্যার ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থেকে।

    • @AABD64
      @AABD64  12 дней назад

      @@nazmulhasan8561 ধন্যবাদ আপনাকে

  • @ebdeamin4135
    @ebdeamin4135 19 дней назад +1

    Sir assalamualaikum,, ami pukore, নুরা, ফেকা, ব্রিকেট, দিছি, আমি কি এখন আটা ইউরিয়া এক সাথে দিতে পারবো, আর কত টুক দিতে হবে ৫০ শতকে

    • @AABD64
      @AABD64  19 дней назад +1

      আমি মাছচাষে আটার ব্যবহার পছন্দ করি না। আপসি মাছের নাম যা খিখেছেন সেখান থেকে আমি ঠক বুঝতে পারলাম না আপনি কি মাছের কথা বলছেন। তবে পুকুরে প্রাকৃতিক খাবার উৎপাদনের জন্য লিং কের ভিডিওগুলো দেখতে পারেন।
      ruclips.net/p/PL0fnAiLMvXKXqmJ5wyPKHJs9Vy9EUfHYu

  • @shihabshovon3411
    @shihabshovon3411 9 дней назад

    ঝিনুক কিভাবে কমাবো।পুকুরে প্রচুর ঝিনুক

  • @mohammadamin7112
    @mohammadamin7112 19 дней назад +1

    পুকুরে পানি ধরে রাখার উপায় (বিশেষ করে চৈত্র বৈশাখ মাসে) নিয়ে একটা ভিডিও দিবেন প্লীজ।

    • @AABD64
      @AABD64  19 дней назад

      @@mohammadamin7112 চে

    • @mohammadamin7112
      @mohammadamin7112 19 дней назад +1

      স্যার,
      সালাম নিবেন। আমি একজন প্রবাসী ২৭ বছর যাবত। আমার ৯৬ শতাংশের একটা নিজস্ব পুকুর আছে টাঙ্গাইল জেলা, ঘাটাইল উপজেলায়। স্যার, কিন্তু চৈত্র বৈশাখ মাসে একদম শুকিয়ে যায়। এমতাবস্থায় বর্তমানে কি কি উপায় অবলম্বন করিলে উক্ত পুকুরে পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা যাবে, এই বিষয়ে বিস্তারিত একটা ভিডিও দিবেন অনুগ্রহ পূর্বক।

    • @AABD64
      @AABD64  19 дней назад

      @@mohammadamin7112 চেস্টা করব, ধন্যবাদ আপনাকে ভালো থাকেন

    • @mohammadamin7112
      @mohammadamin7112 19 дней назад +1

      Thanks

  • @rxutp4817
    @rxutp4817 18 дней назад +1

    মাছ চাষে কী গমের ভূসি খাবার হিসেবে ব্যবহার করা যাবে

    • @AABD64
      @AABD64  18 дней назад

      অবশ্যয় যাবে তবে চিকন ভূষি টা । ধন্যবাদ আপনাকে

  • @hmmusaddik7442
    @hmmusaddik7442 19 дней назад +1

    স্যার আপনাদের অফিস +কর্মস্তল ট্রেনিং সেন্টার কোথায় একটু জানাবেন

    • @AABD64
      @AABD64  19 дней назад

      @@hmmusaddik7442 ট্রেনিং সেন্টার নাই আপনিি যুব উন্নয়ন অফিসে গেলে সমাধান পেতে পারেন, ধন্যবাদ আপনাকে ভালো থাকেন

  • @sunandanhazra7258
    @sunandanhazra7258 7 дней назад

    স্যার আমি এখন আমি রুই মাছকে খৈল এবং মুরগির ম্যাচ দিচ্ছি

  • @Rabbikhan-gw7mx
    @Rabbikhan-gw7mx 19 дней назад +1

    স্যার আমার পুকুরে শতাংসে ১৫০- ২০০ gm টি স পি ইউরিয়া দিছি কালার হয় না D A P সার দিলে হবে

    • @AABD64
      @AABD64  19 дней назад

      @@Rabbikhan-gw7mx শতাংশে ২০০-২৫০ হারে দিয়ে দেখতে পারলেন কালার কি হয় না হলে বিকল্প পথে যেতে হবে

  • @Rabbikhan-gw7mx
    @Rabbikhan-gw7mx 19 дней назад +1

    স্যার আমােদর এখানে অটো কুরা
    ডিজেল মেসিনে ভাঙ্গানো হয়
    একটো বরো ছাইজ জুপ্লাংটন
    তৈরি তে হবে

    • @AABD64
      @AABD64  19 дней назад

      @@Rabbikhan-gw7mx ভাই ঠিক মত বিঝলাম না আপনি কি বলতে চাচ্ছেন?? ক্ষমা করতে হবে, ভালো থাকেন

  • @rxutp4817
    @rxutp4817 18 дней назад +1

    স্যার ৫০০গ্রাম সাইজের রুই মাছ কতো পিচ দিব ১২৫শতাশ জলা ৫হাত পানি থাকে সাথে কী কী মাছ কতো পিচ দিব

    • @AABD64
      @AABD64  18 дней назад

      লিং এর ভিডিওগুলো একটু দেখলে স্বচ্ছ ধারণা নিতে পারবেন। ধন্যবাদ আপনাকে
      ruclips.net/p/PL0fnAiLMvXKXACxeULKS0IuajQRBmfW_U

  • @shamimkhan8888
    @shamimkhan8888 19 дней назад +1

    মিনার কার্প মাছ এর একক চাস ুর বিষয় এ ভীডিয়ো দেন

    • @AABD64
      @AABD64  19 дней назад

      অনেক ধন্যবাদ প্রতম কমেন্টস করার জন্য। চেস্টা করব আপনার মতামত বাস্তবায়নের জন্য

  • @MdMx-q1h
    @MdMx-q1h 19 дней назад +1

    স্যার,, আমার তেলাপিয়ার পুকুরে সঠিক ঘনত্বে মাছ চাষ করছি,,,এখন তেলাপিয়া সকালে ভাসে,, অ্যামোনিয়ার ডোজ করছি তাও কাজ হচ্ছে না ,,, করনীয় কি প্লিজ জানাবেন ?

    • @AABD64
      @AABD64  19 дней назад

      @@MdMx-q1h ভোরে পানি ফোয়ারা দিন, দুপুরে হররা টানুন, ধন্যবাদ আপনাকে ভালো থাকেন

  • @MD.RiazulIslam-m4e
    @MD.RiazulIslam-m4e 11 дней назад +1

    স্যার রুই মাছ কি কি কারণে মারা যায়
    আমার পুকুরে রুই মাছ চুন লবন দেওয়ার পর ও দুই একটা করে মারা যাচ্ছে 4 5 টা কেজিতে

    • @AABD64
      @AABD64  11 дней назад

      মাছের রোগ হলে তার প্রকৃত কোন চিকিৎসা নাই । পুকুরে দুপুরে হররা টানুন, খাবারের সাথে ভিটামিন মিশিযে খাওয়ান। ধন্যবাদ আপনাকে

    • @MD.RiazulIslam-m4e
      @MD.RiazulIslam-m4e 11 дней назад +1

      @@AABD64
      Thanks

  • @avikovi7201
    @avikovi7201 19 дней назад +1

    ভাই আপনাদের ভিডিও দেখে মাছ চাষ শুরু
    কিন্তু বন্যায় সব শেষ

    • @AABD64
      @AABD64  19 дней назад

      @@avikovi7201 খুবই দুঃখ জনক,

  • @AbuTaher-dp1pz
    @AbuTaher-dp1pz 19 дней назад +1

    স্যার রুই কি একক চাষ করা যাবে, ৩০ শতকে কত পিস রুই দিব

    • @AABD64
      @AABD64  19 дней назад +1

      িএ ধরনের মাছ একক চাষ কেন করবেন আপনি রুই বেশ িকরে দিন অন্যান্য মাছ কম হলেও কিছু দিতে হবে। এ চ্যানেলের ভিডিও গুলেঅ বিশেষ করে রিং এর ভিডিওগুলো দয়া করে দেখতে পারেন।
      ruclips.net/p/PL0fnAiLMvXKXACxeULKS0IuajQRBmfW_U

  • @mdlabib8051
    @mdlabib8051 19 дней назад +1

    কোন জাতের রুই মাছ বেশি লাভজনক ❤❤যদি একটু বলতেন,,, প্লিজ??

    • @AABD64
      @AABD64  19 дней назад +1

      @@mdlabib8051 জি ৩ রুই, সনচেয়ে বেশি বাড়ে, ধন্যবাদ আপনাকে ভালো থাকেন

  • @rubelrayhan528
    @rubelrayhan528 18 дней назад +1

    ধানের খড় দেওয়া যাবে

    • @AABD64
      @AABD64  18 дней назад

      লিং এর ভিডিওটি দেখে নিন দয়া করে। যাজাক আল্লাহু খাইরান
      ruclips.net/video/ehCZL36vcsg/видео.htmlsi=Agbm7lceCN8I025W

  • @Rabbikhan-gw7mx
    @Rabbikhan-gw7mx 19 дней назад +1

    ১০০ কেজি মাছে কতোটুকু খাবার দিবো স্যার ১ কেজি ছাইজের

    • @AABD64
      @AABD64  19 дней назад

      @@Rabbikhan-gw7mx ১০০ কেজি মাছ কি মাছ??? রুইজাতীয় হলে ৩-৪ কেজি খাবার দিতে হবে, ধন্যবাদ আপনাকে ভালো থাকেন

    • @Rabbikhan-gw7mx
      @Rabbikhan-gw7mx 19 дней назад +1

      জি স্যার রুই মাছ ধন্যবাদ আপনাকে

  • @AABD64
    @AABD64  19 дней назад +6

    ★★★ সু-প্রিয় দর্শক ভিডিওটি আপানার ভাল লাগলে অনুগ্রহ করে ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্টে জানাবেন আপনার মূল্যবান মতামত যা আমাদেরকে নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহিত করবে। ★★★ নিয়মিত মাছচাষ বিষয়ক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকোনটিকে ক্লিক করুন যাতে আমাদের আপলোডকৃত ভিডিওর বিষয়ে নোঠিশ পেতে পারেন। ★★★ চ্যানেলের সাথে যারা যুক্ত হয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ★★★ উপস্থাপিত তথ্য আপনার মাছচাষে কিঞ্চিত ইতি বাচক ভূমিকা রাখলে আমাদের প্রচেষ্টা সার্থক হবে।
    এ চ্যানেলে ২৮৫ টির অধিক মাছচাষের বিভিন্ন প্রযুক্তির উপর ভিডিও আছে প্লেলিস্টে গিয়ে পছন্দমত ভিডিও গুলো দেখতে পারেন।
    এ লিং এ ক্লিক করুন ruclips.net/user/AABD64playlists

  • @AccAcc-k5p
    @AccAcc-k5p 19 дней назад +1

    স্যার আপনার মোবাঈল নাম্বার টা দয়াকরে দিবেন

    • @AABD64
      @AABD64  19 дней назад

      এফবিপেইজে গেলে পেয়ে যাবেন। ধন্যবাদ ভাল থাকেন

  • @msmahabuburrahman9460
    @msmahabuburrahman9460 19 дней назад +1

    স্যার ইস্ট মুলাসেস এবং রাইস ব্র্যান্ড কত ফুট গভীরতা কি পরিমান দিতে হবে

    • @AABD64
      @AABD64  19 дней назад +2

      পরিমাণ নয়ে িএত প্রেসান হওয়ার কিছু নাই এটি কোন মেডিসিন না যে কম বেশি হলে ক্ষতি হবে???? সাধারণত শতকে ২০০ গ্রাম করে মোলাসেস ও মিহিকুড়ার সাথে ৫ গ্রাম ইস্ট মিশাতে হবে। ২৪ ঘন্টা ভিজিয়ে রেখে পুকুরে দিতে হবে। যাজাক আল্লাহু খাইরান

  • @sajiburrahman5659
    @sajiburrahman5659 19 дней назад +4

    কিছু দিন আগে আপনাকে জানাইছিলাম সব প্রকার মাছ দিছিলাম,, কিন্তু ১০ দিন যাবত খালি রুই মাছ মরতেছে,, পানি পরিখা করছি,, মাছে কোন স্পট নাই,, চুন দিছি, লবন দিছি,, ইউকা দিছি,, পটাশ দিছি,, তার পরেও মাছ মরতেছে

    • @AABD64
      @AABD64  19 дней назад +1

      @@sajiburrahman5659 মাছ ভালো করে দেখেন গায়ে কোন ূদাগ বা পোকা বা কানকার ভিতরে কিছু দেখা যায় কিনা, ভোরা মাছ ভাসে কি না????

    • @sajiburrahman5659
      @sajiburrahman5659 19 дней назад +1

      @@AABD64 অল্প ভাসে,,মোটর পানি দিলে নিচে চলে যায়

    • @sajiburrahman5659
      @sajiburrahman5659 19 дней назад +1

      গায়ে কোন দাগ নেই,, তবে এক দু দিন ধরে দেখি পেটের নিচের আইশ থাকে না

    • @AABD64
      @AABD64  19 дней назад

      @@sajiburrahman5659 মাছের পরিমাণ বেশী হয়ে গেছে বলে মনে হচ্ছে, বড় আকারের মাছ বিক্রয় করে দিতে হবে

    • @sajiburrahman5659
      @sajiburrahman5659 19 дней назад +1

      @@AABD64 স্যার মাছ সব ছোট,,

  • @user-qx9gi6dj3t
    @user-qx9gi6dj3t 19 дней назад +1

    ধন্যবাদ স্যার।