সুপার কার্প ফ্যাটেনিং।১৪kg কাতলা,৬ kg রুই ,১৮ kg বিগহেড। হাতে বানানো খাবার। আবেদিয়ান পরিচর্যা

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • আমরা যারা কাপ ফ্যাটেনিং করতে চাই তারা মাছের পোনার সাইজ ও সংখ্যা সঠিকভাবে না দিতে পারার কারণে মাছ সেরকমের বড় হতে পারে না।
    পোনার সাইজ দেড় কেজি এবং শতকে সর্বোচ্চ আটটা মাছ ছেড়ে সাত-আট মাস পরে আংশিক আহরণ করে পরে পাঁচ ছয়টা রেখে দিয়ে মোটামুটি দীর্ঘ সময় যদি চাষ করা যায় তাহলে মাছের যে সাইজটা হবে সেই সাইজের যে বাজার মূল্যটা পাওয়া যাবে সেটাই হবে চাষীর সবচাইতে বুদ্ধিমানের কাজ।
    সেই সাথে অনেক বেশি হিসাব করে অথচ প্রয়োজনীয় পরিমাণ খাবার এবং সঠিক পরিচর্যা যদি না করা যায় তাহলে মাছের আকাঙ্ক্ষিত সাইজে আসাটা অনেক দুঃসাধ্য হয়ে পড়ে।
    #সুপার_কার্প_ফ্যাটেনিং,
    একই সাথে পরিচর্যা বলতে চুন, সার, লবণ, মোলাসেস ও ছাই এগুলো ব্যবহারের মাধ্যমে মাছকে নিরাপদে রাখা আমাদের জন্য অত্যন্ত জরুরি

Комментарии • 415

  • @rejanulraju9054
    @rejanulraju9054 Год назад +6

    স্যার, আমি সাতক্ষীরা থেকে বলছি। ভিডিও টি দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। স্যার, দীর্ঘদিন ধরে যে স্বপ্ন আপনি দেখে আসছেন যে বাংলার মত্স্য চাষীরা যেন আর মত্স্য চাষে ক্ষতিগস্ত না হয়, স্যার আমার মনে হচ্ছে খুব অচিরেই আপনার এই স্বপ্ন ও প্রচেষ্টা বাস্তবে রুপ নিবে"ইনশাআল্লাহ"।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Год назад +1

      আল্লাহ্ আমাদের সবাইকে সেই সুদিন দেখাবেন সেই প্রত্যাশায় রইলাম ভাই!
      💖💖💖💖💖💖💖💖💖💖

  • @probalkhandker3202
    @probalkhandker3202 Год назад +7

    ধন্যবাদ স্যার। খুব সাধারণ ভিডিও কিন্তু অসাধারণ অনুপ্রেরণা যোগাবে মাছ চাষীদের মাঝে!

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Год назад +2

      অনেক ধন্যবাদ ভাই।

  • @basantanandi8613
    @basantanandi8613 Год назад +4

    ধন্যবাদ🙏। ছাত্র যখন শিক্ষক এর স্বপ্ন পূরণ করতে পারে তখন শিক্ষক এর কত আনন্দ অনুভব হয় । ধন্যবাদ🙏। বাঙালি বাবু🙏।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Год назад +2

      হাই স্কুলের ছাত্র পিএইচডি করলে ওই স্কুলের মাস্টারের যে অবস্থা হয় আমারও ঠিক একই অবস্থা।
      আপনাকেও অনেক অনেক ধন্যবাদ!
      💖💖💖💖💖🌺🌺🌺🌺🐟🐟🐟🐟🐟💕💕💕♥️♥️♥️♥️

    • @mspayraent2685
      @mspayraent2685 Год назад

      @@abeedlateef8059।। ন্ৃ।
      ন।

      নৃ
      ।ট্
      ম।।গ।
      গ।।ম

      ।।ৃ।।ৃ্।ন।।
      ।গ।ম
      ্।।।।ৃ্ম।।নম।

      ।।ন

      ।গ

      ন।।ম

    • @mspayraent2685
      @mspayraent2685 Год назад

      @@abeedlateef8059।। ন্ৃ।
      ন।

      নৃ
      ।ট্
      ম।।গ।
      গ।।ম

      ।।ৃ।।ৃ্।ন।।
      ।গ।মগ
      ্।।।।ৃ্ম।।নম।

      ।।ন

      ।গ

      ন।।ম

    • @mspayraent2685
      @mspayraent2685 Год назад

      @@abeedlateef8059


      ।।।্
      হন।ন।।।।

  • @hoquecrew164
    @hoquecrew164 Месяц назад

    হালদা নদীর পোনা দিয়ে কার্ফ ফ্যাটেনিং করলে ফলাফল ভালো আসবে?

  • @greenmakerstechnology1844
    @greenmakerstechnology1844 Год назад

    এই রকম একটি ভিডিও দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ,

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Год назад

      💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

  • @harekrishnabiswas1745
    @harekrishnabiswas1745 Год назад

    Thanks sir apnake thanks Mustafer Rhoman sir ke ar suvo depaboli er suvecha ar pronam

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Год назад +1

      💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

  • @anismolla1844
    @anismolla1844 6 месяцев назад +1

    Maasallah

  • @mdshihab9744
    @mdshihab9744 Год назад

    সুন্দর আলহামদুলিল্লাহ তবে আঙ্কেল আপনি মাছ ধরার ভিডিওটা দিলে ভালো হয় সুন্দর দেখার মত একটা দৃশ্য হবে

  • @rashadkhan2004
    @rashadkhan2004 Год назад

    মাশাল্লাহ অনেক সুন্দর স্যার।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Год назад

      💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

  • @shop1694
    @shop1694 Год назад

    মা শ্বা আল্লাহ। আবিদ ভাই দারুন।

  • @mdhimel8120
    @mdhimel8120 Год назад

    স্যার আমি আপনার ভিডিও গুলো দেখি আমার কাছে অনেক ভালো লাগে আমার বাড়ি কিশোরগঞ্জ

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Год назад

      কিশোরগঞ্জ কি উপজেলা নাকি জেলা!

    • @mdhimel8120
      @mdhimel8120 Год назад

      @@abeedlateef8059
      স্যার আমার বাড়ি কিশোরগঞ্জ জেলা পাকুনদিয়া তানা
      জাংগালিয়া ইউনিয়ন
      বিশ্বানাথ পুর গাম

  • @gobindopramanick4970
    @gobindopramanick4970 Год назад

    কাকা খুব খুবদারুন

  • @skfisheryprivatelimited
    @skfisheryprivatelimited Год назад +5

    🙏 আসসালামু আলাইকুম,,
    স্যার আমি শেখ সাব্বির গোপালগঞ্জ জেলা থেকে।
    আপনার প্রশিক্ষণ ক্লাসের ২০ তম ব্যাচের ছাত্র।
    আজকের এই ভিডিও দেখে এবং এই চাষী ভাইয়ের কথা শুনে নিজের আত্মবিশ্বাস অনেক বেড়ে গিয়েছে আল্লাহ পাক আপনাকে দীর্ঘ আয়ু দান করুক পাশাপাশি আপনার দেওয়া প্রশিক্ষণ অনুযায়ী আল্লাহপাক আমাদের কার্যক্রম করার তৌফিক দান করুক আমিন

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Год назад +4

      আমীন।
      আল্লাহ্ আমাদের সবাইকে মাছ চাষে সফল করুন।
      আমরা যেন দেশে গৌরবের সাথে বাচতে পারি এবং দেশের মুখ উজ্জ্বল করতে পারি।
      💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

    • @mdsadmansadik8131
      @mdsadmansadik8131 Год назад

      আমি কিভাবে প্রশিক্ষণ নিতে পারি?

  • @abdulquddusrfh9295
    @abdulquddusrfh9295 Год назад +15

    আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ স্যার। স্যার , অনুগ্রহ করে জানাবেন, উনার মোট খরচ কত হয়েছিল এবং মোট বিক্রি কত হয়েছে? বা হতে পারে?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Год назад +10

      খরচ প্রায় কুড়ি লাখ টাকা বিক্রি ৫০ এর উপরে হতে পারে তবে এখনো চূড়ান্ত আহরণ সমাপ্ত হয় নাই।

  • @merajshaekh4998
    @merajshaekh4998 6 месяцев назад

    আমি ইন্ডিয়া থেকে বলছি পুকুরের পানিতে কি ফটকিরি ব্যবহার করা যাবে গেলে কখন প্রকৃতি ব্যবহার করা সঠিক সময় আর কি পরিমাণ ফটকিরি কতটা পুকুরে ব্যবহার করা যাবে

    • @abeedlateef8059
      @abeedlateef8059  6 месяцев назад

      আমি ফিটকিরি ব্যবহার এর পরামর্শ দেই না।

  • @kanikasarkar293
    @kanikasarkar293 Год назад +3

    নমষ্কার স্যার ৷ আপানার আর্শীরবাদে আমার ৫০শতক পুকুরে হাতে বানানো খাবার ব্যবহার করে, ৩০০-৩৫০গ্রামের কাতলা ১০মাসে ২কেজি ৯০০ গ্রাম করে গড় হয়েছে ৷আমার মনে হয় হাতে বানানো খাবার জলে গুলে ভাসিয়ে দিলে কাতলা মাছ বাড়ে বেশী ৷
    kaushik sarkar. From Barasat

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Год назад +2

      আল্লাহ আপনাকে মাছ চাষে সফল করুন।
      কাতলার খাবার প্রয়োগ পদ্ধতিটি সঠিক বলেছেন।

  • @shamsulislam4212
    @shamsulislam4212 Год назад

    স্যার, আমি India র আসাম থেকে। আপনার ভিডিঅ আমি রেগুলার দেখি.. আর তা থেকে আমি খুব উপকৃত হয়েছি, স্যার এই দুমাস আমি পুকুরে খৈল গুবর আর DAP র মিশ্রন প্রয়োগ করতে পারব কি..?

  • @KolyankumarRoyRoy
    @KolyankumarRoyRoy 4 месяца назад +1

    পুকুরের জলে নামলে জল কামড় বা পানি কামড় এবং চুলকানি হয় কি করলে পরে পুকুরের জল ভালো হবে চুলকাবে না

  • @mdjahidurrahaman6691
    @mdjahidurrahaman6691 Год назад

    অনেক দিন পর আপনার ভিডিও দেখলাম। আমার পুকুরে মাছ বৃদ্ধি ও ওজন কম হচ্ছে বিশেষ করে সিলভার কার্প মাছ। কি খাবার দিলে মাছের ওজন বারবে।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Год назад

      খাবার বাড়ান। অতিরিক্ত মজুদ কমান।

  • @ABc-mo1yl
    @ABc-mo1yl Год назад

    জাযাকাল্লাহ স্যার

  • @mdjabed8007
    @mdjabed8007 Год назад

    আসসালামুয়ালাইকুম স্যার এই মাসের প্রজেক্টটা কতদিনের বিশেষ করে এই চাষী ভাইয়ের প্রজেক্টে কত সময় ছিল এবং এর আগে কত মাসের বাচ্চা এখানে নিয়ে এসেছিল

  • @MoteurRahman
    @MoteurRahman 5 месяцев назад

    আমি পাবদা মাছ চাষী পাবদা মাছের মধ্যেও রুই কাতলা মৃগেল ব্রিগেড শতকে কয় পিস করে ছাড়বে একটু বলবেন

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 месяца назад

      তাহলে আর একক চাষ হলো কেমন করে!

  • @obaidurrahmanranju9524
    @obaidurrahmanranju9524 Год назад +2

    খুব কষ্ট লাগলো ২ জন উচ্চ শিক্ষিত মানুষের সামনে জেলেরা সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় মাছ ধরছে। সবারই পরিবার আছে। কেবল আ.লতিফ স্যারই পারেন আওয়াজ তুলতে!

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Год назад +1

      জেলেদেরকে কিভাবে সুরক্ষা দেওয়া যেত সেইটা যদি বলতেন।
      আপনারা মন্তব্য করেন ভালোই কিন্তু স্থান, কাল, অবস্থা, পাত্র, বাস্তবতা এবং সর্বোপরি শব্দ চয়নে বড্ড গরীব।
      এ ধরনের মন্তব্য অর্থহীন এবং আপনাদের সামাজিক মান কমিয়ে দেয়; বাড়ায় না।
      প্রতি উত্তরের জন্য দুঃখিত!🤔🤔🤔🤔

    • @obaidurrahmanranju9524
      @obaidurrahmanranju9524 Год назад +2

      @@abeedlateef8059 দুঃক্ষিত, আপনি কষ্ট পেয়েছেন বা আপনাকে কষ্ট দিয়েছি। আপনি নিজে হেলমেট পড়েন এছাড়া চেস্ট গার্ড পাওয়া যায় অথবা লাইফ জ্যাকেট পড়লেও চেস্ট& ব্যাক রক্ষা করা সম্ভব। আপনার অনেক ভিডিওতে মন্তব্য করেছি। ভিডিও অনুযায়ী মন্তব্য করেছি। পাত্র তো আপনি, তাই মন্তব্য করেছি। আপনি একাধিকবার লাইফ রিস্ক শব্দটি বলেছেন। সাথে যদি প্রটেক্টিব এর কথা যদি বলতেন ভালো লাগতো। প্রটেক্টিব এর জন্য আবেদিয়ান টেকনিক প্রত্যাশা করি( নতুন ভিডিও মানে আওয়াজ তুলবেন)। সবাই তো আপনার প্রশংসা করে আমি না হয় একটু সমালোচনা করলাম। এই নিন্দুক কে না হয় কবির মত একটু ভালোবেসেন। Long live Abeed Sir.

  • @kitsgandu8874
    @kitsgandu8874 Год назад

    মাছ কত দিনে এই সাইজ হয়েছে?

  • @habiburrahaman1718
    @habiburrahaman1718 Год назад

    ঐ ভদ্র লোকের সাথে আমার কথা হয়েছে!! অনেক ভাল লোক!! মাছ দেখে মন জুড়াই যায়!!

  • @Fatwa-AgroFisheries
    @Fatwa-AgroFisheries Год назад +1

    আসসালামু আলাইকুম স্যার
    আমি শাওন নওগাঁ সদর। স্যার আমার ১ একর পুকউরে এভারেজ ৭৪০ গ্রাম রুই মাছ ছেড়েছিলাম ৬০০ পিচ কাতলা ১কেজি দিয়েছিলাম ১০০ পিচ বাবদা দিয়েছিলাম ১২০০ লাইনের ৩৫০০০ পিচ। আমি প্রতি মাসে ২০ কেজি চুন ২০ কেজি লবন ও প্রবায়টিক করি
    আমার সব ঠিক ছিলো বাট ৫ মাস পরে কিছু রুই ধরার সিন্ধান্ত নেই পুকুরে জাল দেওয়ার সময় জালের ফাস ছোট হওয়ার করনে পবা জালে আটকে জাচ্ছিলো তাই জাল উলটে দেই ৭ দিন পরে আবার জাল দিয়ে ৩০০ রুই ও ২৫ পিচ কাতলা মোট ৫০০ কেজি মাছে সেল করি
    এখন জাল দেওয়া প্রায় ২০ দিন হয়ে গেলো আমার পুকুরের মাছ খাচ্ছে না পবা আগে ২০ কেজি খাচ্ছল এখন সকাল সন্ধ্যা মিলায়ে মাত্র ৭ কেজি খাচ্ছে আমি যখন জান লেই তখন আমার পবা ছিলো ৩০ টাই কেজি বাট এই ২০ দিনে কোন ইনপ্রুভ হয় নি বত্যমানে আমার পুকুরের ph 8.4 ও এমনিয়া ০.২৫ একটু হেল্প করবেন স্যার প্লিজ রুই মাছ ও খাচ্ছে না

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Год назад +1

      প্রাকৃতিক খাবার যথেষ্ঠ থাকায় খাচ্ছে না।
      ঠিক হয়ে যাবে।

  • @merajshaekh4998
    @merajshaekh4998 6 месяцев назад

    আপনার সঙ্গে অনলাইন যোগাযোগ করতে গেলে কোন কোন সময় ক্লাস হয়

    • @abeedlateef8059
      @abeedlateef8059  6 месяцев назад

      প্রকৃতি নির্ভর মাছ চাষ গ্রুপের সাথে যুক্ত থাকলে নোটিশ পাবেন।

  • @bharatchandraroy3726
    @bharatchandraroy3726 Год назад

    Thanks sir

  • @babusarkar428
    @babusarkar428 8 месяцев назад

    স্যার খাদ্য নির্ভর কার্প ফ্যাটেনিং এ পানির কালার সবুজ। এর মানে কি পুকুরে ফাইটোপ্লাংটন ও জুপ্লাংকটন এর উপস্থিত বুঝবো? জানাবেন প্লিজ

  • @successtips8202
    @successtips8202 Год назад

    স্যার সালাম নিবেন।আশা করি,ভাল আছেন।স্যার,কাতাল এর সাথে কি বিগ্রেড দিলে কাতালের গ্রোথ কম হয়?পুকুর ৪০ শতক+,গভীরতা ৮ ফুট।খাবার দেওয়া হয় হাতে বানানো আর সার হিসেবে খড়,ইউরিয়া আর টিএস্পি/ডিএপি দেওয়া হয়।

  • @sirajulsardar3286
    @sirajulsardar3286 Год назад +1

    স্যার কচুরিপানার কি fermentation (গাঁজন) করা যায়??

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Год назад +1

      কচুরিপানার পচন হয় গাজন হয় না।

  • @TarakMalik-h4o
    @TarakMalik-h4o 2 месяца назад

    ছিপেমাছনাখাওআরজনোকিমেডিসিনপায়াজায়সাদামাছ একটুবলেনভালোহয়

  • @owalidhasan5297
    @owalidhasan5297 Год назад +3

    আপনার উপদেশ বা পরামর্স মানুষ-কে মৎস চাসের দিকে উদ্ভত করে...!
    আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Год назад

      আমাকে এই উৎসাহ দেওয়ার জন্য আল্লাহ আপনাকে যথাযথ মর্যাদা দান করুন।

  • @rahadulislam9465
    @rahadulislam9465 Год назад

    সালামুআলাইকুম রাহমাতুল্লাহ স্যার মাছগুলোকে হারভেস্ট করা হয়েছে . আর লাস্ট ফলাফল কি দাড়াইছে

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Год назад

      হিসাব ১০০% পাওয়া গেছে।
      প্রায় ৬২ লাখ বিক্রি।

    • @rahadulislam9465
      @rahadulislam9465 Год назад

      খরছ ও মাচের ছাউচ কয় মাসে কত কেজি P..

  • @palashmanna6411
    @palashmanna6411 Год назад

    প্রনাম গুরুজি।শুভ দিপাবলি 💖💖💖💖💖।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Год назад

      💖💖💖🌺🌺🌺🌺😍😍😍😍😍♥️♥️♥️🐟🐟🐟🐟🐟🐟🌼🌼🌼🌼🌼💕💕💕💕💕

  • @delowarhossain1772
    @delowarhossain1772 Год назад

    Sir bladkap mach choto mach khay ki na plz bolben

  • @shohelmd.jillurrahmanrigan3046
    @shohelmd.jillurrahmanrigan3046 Год назад +2

    স্যার, অসাধারণ। আপনার এক ছাত্র আপনার শেখানো কলা কৌশল ফলো করে বিস্ময়কর উৎপাদন করেছে। অতএব, আপনিও সফল।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Год назад +2

      হ্যাঁ, ভাইয়া। আমরা সবাই মিলে এগিয়ে যাব ইনশাআল্লাহ।

  • @mdjabed8007
    @mdjabed8007 Год назад +1

    আসসালামুয়ালাইকুম স্যার এই মাসের প্রজেক্টটা কতদিনের বিশেষ করে এই চাষী ভাইয়ের প্রজেক্টে কত সময় ছিল এবং এর আগে কত মাসের বাচ্চা এখানে নিয়ে এসেছিল

  • @asifsk399
    @asifsk399 Год назад

    Asslamo walaikum . Sir ami india theke bolchi. 50kg sorsar khol ,40kg ghomer bhusi, r 10kg kherarir dal r 2kg lobon diye jodi 100kg khabar toiri kori thahole koto% amis asbe sir aktu bolle onek opokar hoto sir.

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Год назад

      ঠিক ২৪% এর কাছাকা ছি।

  • @ashrafulislam9646
    @ashrafulislam9646 Год назад

    Sir uni bollen 24 peace mach e 150k te sell kresen oi hisabe unar pukure boro choto miliye prai 2k matcha ase oi hisebe hiseb krle mne hosse 80 -90lakh tk mach bikri krte pArben inshallah

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Год назад

      সিলভার কার্প, বিগহেড এবং ব্লাক কার্পের দাম তো অত রেট পাবেন না।
      উনি সব মিলিয়ে হিসাব করেছেন যে মোট ৫৮ থেকে ৬০ লাখ টাকার মত পেতে পারেন।

  • @tirthadas858
    @tirthadas858 Год назад

    Thank you sir ❤❤❤

  • @matheasysolutionwithsezan5319
    @matheasysolutionwithsezan5319 Год назад

    সরাসরি ধান ভাানানোর পরে যে কুড়া পাওয়া যায় সেটি মাছের খাবার হিসাবে ব্যবহার করলে মাছ শক্ত হয়ে যায়/ মাছের বৃদ্ধি কমে যায!!! এটি কতটুকু সত্য/ যুক্তিযুক্ত???
    জানালে খুবই উপকৃত হব....

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Год назад

      এইভাবে আমজনতার কথা কুড়ায়া আমার কাছে প্রশ্ন করার কি কোন যৌক্তিকতা আছে!!!!🤔🤔🤔🤔🤔🤔🤔

    • @AshrafAli-bj9jb
      @AshrafAli-bj9jb Год назад

      @@abeedlateef8059
      sir,
      কুড়া কি খইলের সাথে মিলিয়ে খাওয়ানে যাবে?

  • @MdNurul-hh1yc
    @MdNurul-hh1yc 4 месяца назад +1

    আসসালামু আলাইকুম স্যার আপনি ভিডিওগুলো অনেক ভালো লেগেছে

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 месяца назад

      আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

  • @durbapramanik
    @durbapramanik Год назад

    পশ্চিমবঙ্গে এসব স্বপ্ন। সুদিনের আশায় আছি

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Год назад

      ঠিকভাবে করতে পারলেই হবে।

  • @tasnimmim134
    @tasnimmim134 7 месяцев назад

    প্রতি শতাংশে কোন জাতের কতোটা মাছ ছেড়েছেন, মাছ ছাড়ার সময় কোন কোন জাতের ওজন কেমন ছিল, প্রথম কতো দিন পর মাছ উঠাবো কতোটা উঠাবো, সম সংখ্যায় পূণরায় ছাড়বো কিনা শেষ পযন্ত কতোদিন পর সব মাছ সংগ্রহ করবো, প্রশ্নটা একটু দীর্ঘ হয়েছে সেজন্য দুঃখিত (জানাটা জরুরী হয়েছে আমার জন্য পুকুরের জমা, লেবার, খাবার মূল্য, পরিবহন, জাল, পোনা ইত্যাদিতে পেরে উঠছি না, শেষ চেষ্টাটা করতে চাই )

    • @abeedlateef8059
      @abeedlateef8059  7 месяцев назад

      ভিডিওটা ভালো করে শুনেন বুঝতে পারবেন।

  • @litonsarkar1315
    @litonsarkar1315 Год назад

    Sir, rapshit, bran, dorb, fish mill kivabe babohar korbo ? Jodi doya kore bolten !

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Год назад

      সবগুলো মাখিয়ে রাখবেন এবং প্রয়োজন অনুযায়ী প্রয়োগ করবেন।

  • @joybiswas428
    @joybiswas428 Год назад

    এখানে বডি ওয়েটের কত পার্সেন্ট খাবার সম্পুরোক খাবার ব্যবহার করা হতো? প্রথম অবস্থায় এবং শেষ অবস্থায়?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Год назад +2

      এখানে প্রথমে ২.৫% দেহের ওজনের হিসেবে দেওয়া হত পরে ১.৫% খাবার দেওয়া হতো।

  • @mukterhossain5746
    @mukterhossain5746 Год назад

    Nice 💚💚💚👍👍👍👍👍💚💚🇧🇩🇧🇩

  • @mypair77
    @mypair77 Год назад

    কাতলা মাছগুলো কত দিন ফ্যাটানিং করা হয়েছে?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Год назад

      ছাড়ার পরে ১৮ মাস।

    • @mypair77
      @mypair77 Год назад

      @@abeedlateef8059 অসংখ্য ধন্যবাদ

  • @abunayeem9479
    @abunayeem9479 Год назад +1

    আপনি বলেছেন শতকে ৩০ কেজি সর্বোচ্চ উৎপাদন করাটা ভাল। কিন্তু এখানেতো উৎপাদন অনেক বেশি।এটা কিভাবে হলো একটু বুঝিয়ে বলেন যদি দয়া করে।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Год назад +1

      এটা হচ্ছে বড় পুকুরের সুবিধা।
      এইটা এত ভাবে বুঝাইয়া বলা আমার পক্ষে এখানে সম্ভব না।

  • @ThefriendsAsfatalif
    @ThefriendsAsfatalif 3 месяца назад +1

    কত মাস বয়সী মাছ ছেড়ে ছিলেন এবং কত মাস বয়সে বিক্রি করলেন ?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 месяца назад

      ১ কেজি সাইজের এবং ১৮ মাস পালন করার পরে বিক্রি করেছিলেন।

    • @ThefriendsAsfatalif
      @ThefriendsAsfatalif 2 месяца назад

      ​@@abeedlateef8059
      এই আঠারো মাস পর্যন্ত একটি কাতল মাছের প্রতি কত টাকা খরচ হয় সাধারণত ?

  • @deshimusic7446
    @deshimusic7446 Год назад +1

    স্যার,আসসালামু ওয়ালাইকুম।
    আমার ৪২০ শতকের পুকুরে কার্প ফ্যাটেনিং চাষ করতে চাই, স্যার কতদিনে ঐ সাইজ হয়েছে এবং পানির গভীরতা কত ছিল এটা জানা গেলে ভাল হত । দয়া করে যদি এই তথ্য গুলো দিতেন তাহলে উপকৃত হতাম ।এখানে বডি ওয়েটের কত পার্সেন্ট খাবার সম্পুরোক খাবার ব্যবহার করা হতো? প্রথম অবস্থায় এবং শেষ অবস্থায়?
    আপনার সুস্থ দীর্ঘ জীবন কামনা করি

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Год назад +2

      ছাড়ার পরে ১৮ মাস পালন,
      পানির গভীরতা সাড়ে ছয় ফুট ছিল, খাবার দেহের ওজনের দেড় থেকে ২% দেওয়া হয়েছে।

  • @mvtv8975
    @mvtv8975 Год назад

    স্যার
    মুলাসেস কি ছাই এর দিলে ভাল না শুধু মোলাসেস দিলে ভাল।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Год назад

      দুইটার দুই রকমের কাজ।

    • @mvtv8975
      @mvtv8975 Год назад

      @@abeedlateef8059 স্যার ভাল কোনটা

  • @mdhumayunkabirrubelmdhumay6351

    স্যার পুকুরের গভীরতা যদি ৪ ফিট সাড়ে তিন ফিট হয় সেক্ষেত্রে কি এই ধরনের মাছ করা সম্ভব চার বিঘাতে আর করলে তার গোরোদ কি আসবে ঠিকমতো খাবার পরিচর্যা করলে

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Год назад +1

      আপনি তেলাপিয়া মাছ চাষ করেন।

  • @babysdayout
    @babysdayout Год назад

    স্যার একটা জিনিশ আমাকে বলেন য মাছের যদি পেটে ডিম থাকে ১.৫কেজি মাছের তাহলে কি কোনো problem হবে

    • @babysdayout
      @babysdayout Год назад

      স্যার আমি Sweden theke bolsi

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Год назад +1

      না, কোন সমস্যা হবে না। মৌসুম পাড় হয়ে গেল আবার Absorbed হয়ে যাবে।

  • @nurmuhammad44
    @nurmuhammad44 Год назад +1

    মাছগুলো দেখে মনে মনে অনেক খুশি হলাম😮❤ ماشاءالله

  • @download4256
    @download4256 Год назад +1

    আসসালমু আলাইকুম স্যার, উনি কোন কোন মাছ কই পিস ছেড়েছেন। অমরা যদি সব পরিচর্যা ঠিক করে করতে পারি তবে, এক কেজি সাইজ এর রুই, মৃগেল ও বিগ্যাহেড এবং দের কেজি সাইজ এর কাতলা 206 শতক পুকুরে অভারেজ 6 ফিট গোভীর, আট মাস কার্প ফারটেনিং করে সর্বা ধিক কত সাইজ পেতে পারি। অনুগ্রহ করে জানাবেন।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Год назад +2

      রুই ৪, কাতলা ১'১, মৃগেল ২, সিলভার কার্প/বিগহেড/ব্লাক কার্প ১ ।

    • @download4256
      @download4256 Год назад

      @@abeedlateef8059 thanks

  • @TalukdarPalash
    @TalukdarPalash Год назад

    চিংড়ি মাছের খাবার কিভাবে বানাতে হবে,,,??? প্লিজ

  • @mdsajib-zg8rs
    @mdsajib-zg8rs 17 дней назад

    আমি কিভাবে প্রশিক্ষণ নিতে পারি?

  • @Dr.Mahfuz-v2m
    @Dr.Mahfuz-v2m 2 месяца назад

    100 sotok pokure e carpfatining korte casci.
    1 kg pic line e 950 pic dite casci( Roi 450, Katol 155, silver 15, Bighed 15, Glasscarp 6,Bloodcarp 3,Mrigel 300, citol 6 )
    4 mas por 350 pice othai nite casci(Roi 150, katol50, Mrigel 150,
    Eta ki experiment korbo apnar healp chasci.
    Ami Dr.Mahfuz.
    Naogaon distric.

  • @tanvirhuda4214
    @tanvirhuda4214 Год назад +2

    ❤️ ❤️ ❤️ Alhamdulillah, আল্লাহ আমার স্যার সহ সব মাছ চাষী কে আরো সফল করুন

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Год назад

      আমিন। 💖💖💖💖💖💖💖💖

  • @madanpramanik1565
    @madanpramanik1565 3 месяца назад

    মাছের বয়স ও সাইজ অবশ্যই জানাবেন।
    স্যার।

  • @md.anisuzzaman7215
    @md.anisuzzaman7215 Год назад +4

    স্যার, আসসালামু আলাইকুম,
    ৫০ শতক পুকুরে কি কার্ফ ফ্যাটেনিং সুম্ভব? যদি হয়, সেক্ষেত্রে কি সাইজের মাছের পোনা দিলে সর্বোচ্চ কত কেজি পর্যন্ত হতে পারে?
    মজুত ঘনত্ব কেমন হবে?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Год назад +7

      এই সাইজের পুকুরে মিনি কার্প ফ্যাটেনিঙ হতে পারে।
      আধা কেজি ওজনের মাছ ছেড়ে সাত আট মাসের মাথায় দুই আড়াই কেজি করে দিলেন।
      শতকে দশটার মত।

  • @sumonhasan294
    @sumonhasan294 Год назад +1

    স্যার হাতে বানানো খাবারটা কিভাবে প্রয়োগ করতে হয় বুঝতে পারতেছিনা।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Год назад

      শুধু ছড়িয়ে দেবেন।

  • @mdabdullahakandakabir5761
    @mdabdullahakandakabir5761 Год назад +2

    স্যার,অসংখ্য ধন্যবাদ। অনেক কিছু জানার সুযোগ হলো।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Год назад

      আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

  • @MDAshikurRahman-hk5id
    @MDAshikurRahman-hk5id 5 месяцев назад

    স্যার আসসালামুআলাইকুম; কার্প মিশ্র চাষে সিলভার শতকে কতটি ও কাতলা কতটি দেওয়া যাবে ৫-৬ মেয়াদে দেওয়া যাবে।

  • @alaminmolla9575
    @alaminmolla9575 Месяц назад

    মাশাআল্লাহ খুব সুন্দর আবেদিয়ানের পরামর্শ মানে nice 👍👍 iiiiiii I'm Indian

  • @salimal-mamun497
    @salimal-mamun497 18 дней назад

    স্যার পুকুরের আয়তন কত?

  • @indrajithaldar9577
    @indrajithaldar9577 Год назад +2

    assalamu alaikum sir ❤️❤️❤️❤️❤️
    Mashallah ❤️❤️❤️❤️❤️
    allah May you stay healthy and stay healthy. This is what we all want. What can I say sir? I am so happy. I am at a loss for words.

  • @babusarkar428
    @babusarkar428 5 месяцев назад

    স্যার প্রাকৃতিক খাদ্য ও পিলেট খাদ্য অথবা শুধু পিলেট খাদ্য নির্ভর কোন পদ্ধতিতে ৪ মাস মেয়াদি কার্প ফ্যাটেনিং করা ঠিক হবে?

  • @raihanmiah9052
    @raihanmiah9052 4 месяца назад

    আসসালামু আলাইকুম স্যার,আমার একটা পুকুর আছে নদীর পাশে প্রায় ২৫০ শতক। পানি শুস্ক মৌসুমে ১০ থেকে ১৫ফিট বর্ষা মৌসুমে ২০/২৫ ফুট পানি হয়। এই পুকুরে আমি কি মাছ চাষ করলে ভালো হবে। আমাকে সঠিক পরামর্শ চাচ্ছি।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 месяца назад

      এটাতো আর পুকুর বলা যায় না।
      পানি কমিয়ে নিয়ে কাজ করতে পারেন।

  • @mohamedrashed6821
    @mohamedrashed6821 Год назад

    স্যার আমার 300 শতক জমির উপর পুকুর খনন করে কার্পপ্যটেনিং করা পর্যন্ত প্রথম বছর কত টাকা খরচ হতে পারে। অনুগ্রহ পূর্বক জানালে উপকৃত হতাম। ধন্যবাদ স্যার ।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Год назад +1

      ১০ লাখ থেকে ১৪ লাখ পর্যন্ত।

    • @mohamedrashed6821
      @mohamedrashed6821 Год назад

      আপনার মূল্যবান সময় টুকু নষ্ট করে আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার ।

  • @ShishirHasan-p6i
    @ShishirHasan-p6i 8 месяцев назад

    স্যার আমি ৩৫ শতাংশ ২৫০ টা মাছ দিয়েছি ৫০০/১০০০ গ্রাম এগুলো কি ১০ কেজি+ হবে?

  • @madmind778
    @madmind778 Год назад

    মাছের গায়ে অনেক লাল লাল দাগ দেখা জাচ্ছে এখন কি কোরবো sir....

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Год назад

      আপনি মাছের খাদ্য নির্ধারণ করেন এবং প্রয়োজনে এন্টিবায়োটিক কোর্স করান।
      এন্টিবায়োটিক খাওয়ানোর উপায় এই নামে সার্চ দেন ভিডিও পাবেন।

  • @mstanjumanarakhatun
    @mstanjumanarakhatun Год назад

    Sir amar 80 sotok pukure ami maser dim theke pona kore bikri kori.... Abar ami dim fotanor pasapasi 80 sotok pukure 50ta katla, silver carp 30ta, big head 30ta, rui 120ta, mrigel 70ta dici average 1kg ojon mas gulo avabe ki chas hobe

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Год назад

      আঙ্গুলে সাইজের পোনার পুকুরে হবে।

    • @mstanjumanarakhatun
      @mstanjumanarakhatun Год назад

      Ji sir angul er sayej r kicu mrigel r rui hater tala

  • @MDAshikurRahman-hk5id
    @MDAshikurRahman-hk5id 5 месяцев назад

    স্যার আসসালামুআলাইকুম; কার্প মিশ্র চাষে সিলভার শতকে কতটি ও কাতলা কতটি দেওয়া যাবে ৫-৬ মেয়াদে দেওয়া যাবে।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  5 месяцев назад

      ওয়ালাইকুম সালাম ভাই।
      শতকে একটা করে সিলভার কার্প এবং একটা করে কাতলা দিয়ে পরীক্ষা করুন।

  • @Rubel-gi7iw
    @Rubel-gi7iw Год назад

    স্যার আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ আপনাকে অনেক ভালো রেখেছে স্যার অনেকদিন হয়ে গেল ইউটিউবে আপনার নতুন কোন ভিডিও পাইনা আপনি এক কাপ ফ্যাটেনিং সম্পর্কে আরো কিছু বলতে চাইছিলেন ভিডিও দিতে চেয়েছিলাম কিন্তু আর কোন ভিডিও আপনার পেলাম না নতুন

  • @mohammedsiam8258
    @mohammedsiam8258 Год назад

    স্যার ১০০ গ্রামের রুই মাছের পোনা ১ বছরে কতটুকো বড় হবে?

  • @mpmilu
    @mpmilu Год назад +1

    প্রতি কেজি খাবারে উনার কত খরচ হয়েছে? ধন্যবাদ

  • @MdNurul-hh1yc
    @MdNurul-hh1yc 4 месяца назад

    আসসালামু আলাইকুম স্যার স্যার আমি কোরবানির পরআমি বাড়িতে আসতেছি বাড়িতে এসে মাছ চাষ করব স্যার আমাকে একটু সাহায্য করিবেন দোয়া করি স্যার ভাল থাকেন

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 месяца назад +1

      প্রকৃতি নির্ভর মাছ চাষ গ্রুপের সাথে যোগাযোগ রাখলে যোগাযোগ হতে পারে ।

    • @MdNurul-hh1yc
      @MdNurul-hh1yc 4 месяца назад

      @@abeedlateef8059 আসসালামালাইকুম স্যার তাদের সাথে কিভাবে যোগাযোগ করবো

  • @GoodGood-sl8lk
    @GoodGood-sl8lk 10 месяцев назад

    আসসালামু আলাইকুম স্যার রাশির ফোন নাম্বারটা কি পাওয়া যাবে

  • @Sajid2019
    @Sajid2019 Год назад +1

    Assaalamulaikum sir , how are you?
    Thanks a lot for your nice & great work for root look level farmers.
    I want to know Where he collected his small fish..? The average weight of Mother fish was how much?
    Secondly..
    The deepts was how many feet ?
    Is it average 5 feet deep or more?
    Thanks.
    Secondly

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Год назад +1

      Walay kum Salam, Bhai.
      He collected hatchlings from local hatchery.
      Many of the people search the brood fish and want to liable the hatchery.
      Originally most of the responsibilities of the Farmer himself.
      The depth of the ponds average 6'5 ft.
      Thanks.

  • @akborhossain7888
    @akborhossain7888 Год назад +1

    আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো, এ ভিডিও দেখে মাছ চাষে অনেক মনোবল বাড়লো

  • @nashiruddin1263
    @nashiruddin1263 Год назад

    রাজশাহীর কোথায় এই মৎসচাষী স্যারের বাসা কেউ জানলে জানাবেন প্লীজ।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Год назад

      ওনাকে চিনবেন। সুজাউদ্দৌলা কলেজের অধ্যক্ষ।

  • @ShohelRana-wd5ww
    @ShohelRana-wd5ww Год назад

    কতদিন বএস স্যার

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Год назад +1

      ছাড়ার পরে ১৮ মাস।

  • @missafsana9897
    @missafsana9897 Год назад +1

    খামারের মালিকে কি বড় মাছ বিক্রি করে তাহলে নামবার টা কোস্ট করে দিবেন

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Год назад

      উনি সমস্ত মাছ বিক্রয় করে দিয়েছেন।

  • @Siddique966
    @Siddique966 Год назад +1

    আসসালামু আলাইকুম স্যার,
    শতক প্রতি উৎপাদন কত কেজি হল জানাবেন। ধন্যবাদ

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Год назад

      এখনো চূড়ান্ত আহরণ সমাপ্ত হয় নাই।

  • @zakariaislam2853
    @zakariaislam2853 Год назад

    স্যার আমি বগুড়া শেরপুর থেকে বলছি আমি মাছ চাষ করতে চাচ্ছি আপনার ফোন নাম্বার টা যদি দয়ায়া করে দিতেন

  • @enggmmasudrana
    @enggmmasudrana Год назад +1

    স্যার শতকে কি কি মাছ কত পিস দিয়েছে?
    (রুই,কাতল,বৃকেট,মৃগেল কত পিছ দিয়েছিল)

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Год назад +3

      রুই ৪, কাতলা ১'১, মৃগেল ২, সিলভার কার্প/বিগহেড/ব্লাক কার্প ১ ।

    • @marofazaman3099
      @marofazaman3099 Год назад

      @@abeedlateef8059 স্যার এখানে কাতলামাছ কি ১ টা,,,,? এবং এই পরিমান মাছের জন্য প্রতিদিন কি কি খাবার দিতে হবে ও পরিমান কতটুকু

  • @niamulhasan9000
    @niamulhasan9000 Год назад

    আসসালামু আলাইকুম স্যার,সিলভার কার্প কি ঘেরের লবন পানিতে চাষ করা সম্ভব,এবং কাতলা রুই মাছের পোনা কতো গ্রামের আমি ছাড়তে পারবো।

  • @dibbostoy281
    @dibbostoy281 9 месяцев назад

    অনুপ্রেরণা পেলাম বিস্তারিত শুনে শ্রদ্ধাভাজনদ্বয়ের নিকট। শুভকামনা স্যারদের জন্য ❤❤❤❤।

  • @pkdhkgk
    @pkdhkgk Год назад

    Sir ,,recently triple tank e without floc Mac chas kortece..ETA koto toko profitable ekto dharona diven.thank you

  • @AbuHanif-cp9rs
    @AbuHanif-cp9rs Год назад +1

    আমাদের গুরু স্যার আপনি অসাধারণ আল্লাহ আপনাকে হায়াত দান করে ভাল রাখুক আমিন

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Год назад

      আল্লাহ্ আমাদের সবার মঙ্গল ও নেক হায়াত দান করুন।
      💖💖💖💖💖💖💖💖💕💕💕💕♥️♥️

  • @JahangirAlam-nf7lo
    @JahangirAlam-nf7lo Год назад

    স্যার, আমি একজন মাছ চাষি । আমার বাড়ি লালমনিরহাট সদর। আমি কেমন করে আপনার সাথে কথা বলতে পারব।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Год назад

      অনেকেই এভাবে উৎসাহ দেখান যে, আমার সাথে কথা বলতে খুবই ইচ্ছুক।
      কিন্তু দুঃখের বিষয় যে, কল দিলে পাওয়া যায় না কিংবা পরিচয় দিলে বলেন যে, কোন অমুক??? ও ও ও , হ্যাঁ।
      আপনি নাম্বার দিলে চেষ্টা করা যেত কিংবা প্রকৃতি নির্ভর মাছ চাষ গ্রুপে যুক্ত হলেও যোগাযোগ হতে পারে।

  • @aktermuid1790
    @aktermuid1790 Год назад

    রেজাউল ফিশমিলটা কি?? দাম কেমন এই ফিশমিলের?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Год назад

      আমাদের গ্রুপের এবং ট্রেনিং প্রাপ্ত স্টুডেন্ট।

  • @emdadulhaque4793
    @emdadulhaque4793 11 месяцев назад

    উনার বাড়ি, আমার বাড়ির থেকে ৩ কি.মি. দূরে।আমি আপনারকে ফলো করার চেষ্টা করছি।

  • @abdussattar5252
    @abdussattar5252 Год назад +1

    মাসিক পরিচর্যা ঠিক আছে দিনের বেলা পানি সবুজ থাকে রাতে সময় ঘোলা হয়ে যায়।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Год назад +1

      খাবার কম হচ্ছে; খাবার বাড়ান।

    • @abdussattar5252
      @abdussattar5252 Год назад

      @@abeedlateef8059 ধন্যবাদ আপনাকে কিন্তু খাবার বেশি দিলে মাছ মরে

    • @abdussattar5252
      @abdussattar5252 Год назад

      @@abeedlateef8059 খাবার একটু বেশি পরিমাণে দিলেই নিয়মিত দুই চারটি করে মাছ মারা যায়

  • @litonkabir5248
    @litonkabir5248 8 месяцев назад

    এনার প্রজেক্ট কোথায়
    কেউ জানবেন প্লিজ

  • @meembhuiyan7465
    @meembhuiyan7465 Год назад

    শতকে ৮ পিসে কোনটা মাছ কতো পিছ মজুদ করবো ফ্যাটেনিং এর জন্য?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Год назад +1

      রুই ৪, কাতলা ১'১, মৃগেল ২, সিলভার কার্প/বিগহেড/ব্লাক কার্প ১ ।

    • @meembhuiyan7465
      @meembhuiyan7465 Год назад

      স্যার কালিবাউশ কি রুই হিসেব করে দেয়া যাবে?

  • @JenniferGCooper
    @JenniferGCooper Год назад +1

    কতদিনে হয়েছে?