Aah .....ki oshadharon ei Murti river mon bholano jaake bole. Ei rokom jol er colour aamra Rishikesh e dekhte pai except monsoon . Onek rokom green & blue er shade dekhte pelam👍👍👍
এ গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায় এ গানে রামধনু তার সাতটি রঙের দল ঝরায় ///// প্রজাপতি এ মন মেলুক পাখনা দূরে যত দূরে যায় যদি যাক না সোনালী রোদ আঁকে আল্পনা স্বপ্ন ভেসে ভেসে যায় যাক না।/////// aaro du teen te gaan dite paari....bishoy ta dekhe ami khb chintitio........video ta darun
কোন মন্তব্য না করাই কখনো সখনো 'সেরা মন্তব্য' হয়।এটা সেই রকম মুহূর্ত।আপনার কাছ গুলো যেন খোলা টেক্সট বুক।ছাত্রদের অবশ্য দ্রষ্টব্য। দেখে মুগ্ধ হতে হয়; অজানা বাংলা, অদেখা ভারত #banerjee4u
আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি কারণ, আমি শিবাজী দার ফ্যামিলি মেম্বার। আপনার ভিডিওর অপেক্ষায় আমার সময় অতিবাহিত হয়ে যায়, ভালো থাকবেন আর আপনার পরিবারের সকলকে এই ভাবে আনন্দ দিয়ে যাবেন।
পরশু গেছিলাম এই রাস্তা দিয়ে রঙ্গ আর দলগও। সত্যি অসাধারণ জায়গা। বিশেষ করে রঙ্গ রিভার ভ্যালি। চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো জায়গা। পারলে পরের বার ঘুরে এসো ওখান থেকে। না দেখলে মিস করবে শিবাজী দা।
Ek kothay osadharon.Amader West Bengal e je eto sundor jaiga ache je view gulo dekhar jonno bairer state jai seta sobi ekhane ache rubber plantation jaiga ta dekhe amar Kerala er muunar er kotha mone pore gelo. Osadhraon uposthapon apnar dada ar amader kache eisob unexplored jaigulo tole dhorar jonno onek dhonyobad apnake.❤️❤️
আবারও বলি, খুব সুন্দর উপস্থাপনা, একটি সুন্দর প্রয়াস প্রায় অচেনা জায়গাগুলি চেনানোর। তবে একটি বিষয় একটু বলার ছিল, দার্জিলিং এর উচ্চতা প্রায় ৬,৭০০ ফুট।
Thank you so much Shibaji da atoh sundor kore Dooars k explore korar jonno. Aro anek anek besi north bengal r Dooars k dekhte chai apnar chokh e. Bcz ami mone kori north Bengal er motoh r Dooars er motoh soundorjo prithibir r kothao nei. Anek suvho kamona roilo.
এই পর্বে পুরো video জুড়ে শুধু সবুজে সবুজ দেখে মনটা আবার চলে গেলো রবার ফ্যাক্টরী, coffee plant tea garden এ। খুব ভালো লাগলো। পরের পর্বের অপেক্ষায় রইলাম। আর হ্যাঁ প্রজাপতিটা বুঝেছে যে ওর ছবি উঠছে, ঐ জন্য আপনাকে ছাড়ছিলো না।😄ভালো থাকবেন। 🌹👍🙏
দুর্দান্ত! Very very special! এত সুন্দরভাবে নতুন নতুন বেশ কিছু বিষয়ে জানতে পারলাম। খুব খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ। North bengal এর, এ যেন নতুন এক রূপ দেখালেন।
ওটা প্রজাপতি নয়,মথ। প্রজাপতি হলে ডানা মেলে বসত। এর আগের ভিডিওগুলো দেখেছিলাম, অসাধারণ ভিডিও। আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো আপনার ভাগ্য সত্যিই ভালো কেননা বাবলু দা এবং রসিদুল দাকে আবিষ্কার করেছেন বলে।
আমরা যারা ডুয়ার্সে থাকি তারা সত্যি lucky । আপনাদের চোখ দিয়ে আবার নতুন করে দেখলাম । মুগ্ধতার মশগুল আবার ❤️
Aah .....ki oshadharon ei Murti river mon bholano jaake bole. Ei rokom jol er colour aamra Rishikesh e dekhte pai except monsoon . Onek rokom green & blue er shade dekhte pelam👍👍👍
ডুয়ার্স সত্যিই প্রকৃতির লীলাভূমি ।অসাধারণ বর্ণনা ।প্রজাপতির প্রেমে শিবাজী দা।উপভোগ করলাম ।
প্রকৃতি প্রজাপতির রূপ ধরে স্বয়ং এসে আপনাকে স্বাগত জানিয়ে গেল।
খুব ভালো লাগলো তোমার উপস্থাপনা । বাবলু দা কে ভালো লাগলো । পৃথিজীত দার গান হলে জমে ক্ষীর হয়ে যেত ।। ভালো লাগলো । এগিয়ে চলো
Ashadharon..!!! Montro mughdho hoye gechi..🌹🌹🌹😀😀😀🌹🌹🌹😀😀😀👌👌👌👌👌👌👌👌
Dooars er ei offbeat spot gulo really beautiful. Apnar vdo r madhyome bhison bhalo lagche spot gulo dekhte. Bhalo thakben.
অনবদ্য ভিডিওগ্রাফি 👌👌👌👍👍👍🙏😊🙏প্রাকৃতিক সৌন্দর্য একটা আলাদাই মাত্ৰা....
একটা অন্যধরণের বেড়ানো, সাধারণের মধ্যে থেকে অসাধারণকে খুঁজে নেয়ার এই প্রয়াস এক অন্য মাত্রা যোগ করেছে।
khub bhalo laglo puro video ta, projapoti abong sob prakritik soundorjo, rubber plantation, gram gulo sob kichu
Apnar ei video gulo dekhle mon ta valo hoye jay. Khub sundor.
Offbeat যায়গাগুলো মানস ভ্রমণ হয়ে গেল। ধন্যবাদ।
সত্যি আপনি কি মূল্যবান এবং অপূর্ব প্রকৃতির সান্নিধ্যে থেকে এসেছেন.. অপূর্ব অপূর্ব 💓
এ গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়
এ গানে রামধনু তার সাতটি রঙের দল ঝরায় /////
প্রজাপতি এ মন মেলুক পাখনা
দূরে যত দূরে যায় যদি যাক না
সোনালী রোদ আঁকে আল্পনা
স্বপ্ন ভেসে ভেসে যায় যাক না।///////
aaro du teen te gaan dite paari....bishoy ta dekhe ami khb chintitio........video ta darun
হা হা!! 😊😊😊
পুরোটাই মনে হল art gallarey, চিত্র প্রদর্শনী চলছে, আর আপনারা সবাই এক একজন ঋজুদা. Superb and splendid 👌👌👌
কোন মন্তব্য না করাই কখনো সখনো 'সেরা মন্তব্য' হয়।এটা সেই রকম মুহূর্ত।আপনার কাছ গুলো যেন খোলা টেক্সট বুক।ছাত্রদের অবশ্য দ্রষ্টব্য। দেখে মুগ্ধ হতে হয়; অজানা বাংলা, অদেখা ভারত #banerjee4u
মুগ্ধ হয়ে গেলাম , তার পর আবার আপনার গলার স্বর জীবন ধন্য হয়ে গেলো
Apnar Dooars er vedio dekhe amar parichito ekjan ke Bablu da er resort pahiyechi ,tara khub khusi Bablu dar babyosyhapanay
কি ভালো যে লাগে আপনার ভিডিও দেখতে। মুগ্ধতার শেষ নেই
শিবাজীদা আপনাকে দেখে হিংসে হয়। আমার তো আর যাওয়া হবে না আপনার চোখ দিয়ে ডুয়ার্স দেখলাম খুব খুব খুব ভালো লাগলো।
আপনার গলার শ্বর আশাধারণ। মণে হয় থিয়েটাৰ দেখছি
একরাশ তথ্যসমৃদ্ধ ভ্রমণ অভিজ্ঞতা। শিবাজী, তুমি কামাল করে দিয়েছো, ভাই। তোমায় জানাই আন্তরিক শুভেচ্ছা। বাবলুদাকে বড় প্রয়োজন হবে অদূর ভবিষ্যতে।❤️🙏
ডুয়ার্সের মুর্তি নদী, জীতি উপত্যকা, টী এস্টেটের দৃশ্য বেশ মনমুগ্ধকর দাদা।গিরিবাসের রাবার প্লানটেশান,সিঙ্কোনা প্লানটেশান দেখে ভালো লাগলো।রঙ্গো এবং দলগাওর প্রাকৃতিক সৌন্দর্য খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।
মন চাঙ্গা করার জন্য উত্তরবঙ্গ হলে মন ভালো করার জন্য একমাত্র " Explorer shibaji"।🤗🤗🤗🤗
Asadharan Green Dooars...... Thanks for nice narration on location.
জিতি চাবাগানের চা দারুণ। এক কাপ চা খেয়ে দেখবেন। স্বাদে গন্ধে রঙে অসাধারণ
Awesome,mone hochche amrao apnader sathe hete ghurchi Dooars k,darun darun,next part er jonyo wt korbo,o,kaku k pathabo akhoni,uni kal saradin apnar purono vlg gulo khub njoy korechen,thanks dada,onakeo anondo deoar jonyo,bhalo thakben sakole
আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি কারণ, আমি শিবাজী দার ফ্যামিলি মেম্বার। আপনার ভিডিওর অপেক্ষায় আমার সময় অতিবাহিত হয়ে যায়, ভালো থাকবেন আর আপনার পরিবারের সকলকে এই ভাবে আনন্দ দিয়ে যাবেন।
আপনারা সঙ্গে আছেন তাই ভরসা। 😊😊😊❤️❤️❤️
asadharon dolgao view point, apurbo rango
দাদা জীবন টা আপনি উপভোগ করছেন আমরা তো সংসারে আবদ্ধ হয়ে আছি যাই হোক আপনার মাধ্যমে আমরা উপভোগ করছি অসাধারণ উপস্থাপনা 👍👍❤❤
ধন্যবাদ শিবাজী এতো সুন্দর একটা প্রামাণ্য চিত্র উপহার দেওয়ার জন্য। এতো সময় যেন স্বপ্ন রাজ্যে বিচরণ করে এলাম।
As usual..khub bhalo laglo..rubber plantation..murti nodi.. amazing 👍..🙏..
Apni khub sundor guchiye kotha bolen, darun lage apnar vdo gulo dekhte.
Dooars er upor video hoyto hazar ache , kintu dooars er upor tomader ei series onobodyo... 👌👌👌👌👌
আপনার ভিডিও র প্রশংসা না করে থাকা যায় না। এতটা প্রাণবন্ত ভ্রমণের ভিডিও তেমন কোনও চ্যানেলে আমি দেখিনা এই youtube এ।
অসম্ভব সুন্দর শিবাজী ড ❤️
as usual..khubi valo laglo dada
Aaponar. Balar ba. Aawaj. Ta vari. Sundor 👍🙏👍
osadharon shibaji da... mone hochee nijeii duarss ghurchiiiii ... wow
I like that CHOP CHOP sound sir ❤️ pure original ❤️
Khub sundor vlog ❤️
এভাবে ডুয়ার্স আগে কখনও দেখিনি, অনেক অনেক শুভেচ্ছা ভাই।
চমৎকার সবুজের সমারোহ আর প্রজাপতির নতুন কিছু বার্তা।
আর ভিডিও দেখে কি মন্তব্য করবো নতুন করে? অপূর্ব, অসাধারণ। ❤️❤️❤️❤️
❤️❤️❤️😊😊
ধন্যবাদ অভিক!!😊😊😊
মুগ্ধ হয়ে দেখছিলাম, খুব ভাল লাগল, পরেরটা দেখার অপেক্ষায় থাকলাম
Apnar video gulo dakhe amon sundor onubhuti hoe mone hoe jano apnader sathei berachi😊
Gairibus er Butterfly 🦋 ta kintu darun tabe sotti apnader trip ta darun enjoy korlam
Mon vore gelo. Mone holo ami apnader sathei ghurchilam.
Jomjomat dooars tour, hoccha. Osadharan ❤
ভুটান সীমান্তে যেl landscape দেখালেন, দুর্দান্ত। আর গাছের খোঁজ যেরকম পাচ্ছি, পাখির খোঁজ ও যদি দিতে পারেন।।।
অসাধারণ।অপূর্ব সুন্দর ভিডিও
Aapnar o Chhoto Projapotir sokhyota khub bhalo laglo
Apnar dooars blog khub valo legeche.
সত্যি দাদা এতো সুন্দর Blogging ডুয়ার্স নিয়ে আমার মনে হয় না কেউ আজ পর্যন্ত করেছেন অপূর্ব অপুর্ব
😇😇😇
আমিতো সকালবেলা চেষ্টা করে দেখলাম ভিডিওটা প্রাইভেট, কিছু বুঝতেই পারছিলাম না মনটা খারাপ হয়ে গেছিল।
খুব সুন্দর। আপনার মত যদি ভাগ্য বান হতাম, প্রকৃতিকে এত কাছ থেকে দেখার সুযোগ হত
Amrao December e dooarse gleam amra ei rubber factory ta dekhechi o gachi khub bhalo laglo
দারুন লাগলো রঙ্গ রাবার কফি সিঙ্কোনা চাষ দেখলাম
dooars darun, tabay bashi valo laglo apnar hathay butterfly 🦋 ,ok want to explore more dooars through your camera, ok keep it up👍
Awesome awesome awesome kono kotha hobena
Next video tar jonno wait kore thaklam 👍👍👍👍👍👍👍
খুব সুন্দর লাগলো দাদা। ভারতবর্ষ সত্যি খুব সুন্দর। দাদা আপনাকে অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইল বাংলাদেশ থেকে।
Ami Bangladesh jaini ..sunechi Bangladesh o khub sundar
অসাধারণ 👍👌👌 যেমন মনমুগ্ধকর দৃশ্য তেমন অনবদ্য পরিবেশনা।
এক কথায় অসাধারণ, অনেক অজানা/অচেনা জায়গা সম্বন্ধে জানতে পারলাম👍
Khub sunder murty er soundorjo vison sundor Amar Khub valo lage
এই উপলব্ধির ভাষা আমার ও জানা নেই ।।।।।।।।🙏
পরশু গেছিলাম এই রাস্তা দিয়ে রঙ্গ আর দলগও। সত্যি অসাধারণ জায়গা। বিশেষ করে রঙ্গ রিভার ভ্যালি। চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো জায়গা। পারলে পরের বার ঘুরে এসো ওখান থেকে। না দেখলে মিস করবে শিবাজী দা।
Bhalo laglo. Tobe projapoti ta daruun.
আপনি এক কথায় Awesome ...
খুব ভালো লাগলো, সমরেশ মজুমদারের অনেক গল্পে এই সব জায়গার বর্ণনা পড়েছিলাম, এইবার চাক্ষুষ দেখলাম
মন ভালো হওয়া একটা ভিডিও, ধন্যবাদ দাদা !!
কালকে কিছুক্ষণের জন্য ভুলবশত publish হয়ে গেছিল। কালকেই পুরোটা দেখে নিয়েছিলাম। খুব ভালো লাগলো ❤ Rubber plantation, প্রজাপতি , Cinchona plantation, মুর্তি নদীর অসাধারণ সৌন্দর্য ❤
@@apsgamer0539 amio naa😭😭😭
কাল ভাবলাম কি হলো ব্যাপারটা
হ্যাঁ, কালকে একটা ছোট্ট ভুল ছিল, তাই নামিয়ে নিয়েছিলাম।😊😊😊
Amra kal dekhte paini 😞
@@explorershibaji seta to bolben.ami koto search korechi ei video ta kal 2 3min dekhechilam
এক কথায় আবার বলবো অপূর্ব।
👌👌👌
মুগ্ধ হয়ে গেলাম । অসাধারণ উপস্থাপনা ।
Babu dar cha ar golpo ta bes mojar chilo 😅😊❤️🇧🇩
খুব ভাল লাগল। একটা suggestion দিলাম। কিছু মনে করবেন না। Bridge কে breeze বলবেন না please.
apnr video 2 hours er holeo ami dekha felbo ak nagare..... ❤️❤️❤️ darun hyecha
এক কথায় অপূর্ব সুন্দর ..সঙ্গে বাবলু দার মতো মানুষের সঙ্গ...!!
Ek kothay osadharon.Amader West Bengal e je eto sundor jaiga ache je view gulo dekhar jonno bairer state jai seta sobi ekhane ache rubber plantation jaiga ta dekhe amar Kerala er muunar er kotha mone pore gelo. Osadhraon uposthapon apnar dada ar amader kache eisob unexplored jaigulo tole dhorar jonno onek dhonyobad apnake.❤️❤️
আবারও বলি, খুব সুন্দর উপস্থাপনা, একটি সুন্দর প্রয়াস প্রায় অচেনা জায়গাগুলি চেনানোর। তবে একটি বিষয় একটু বলার ছিল, দার্জিলিং এর উচ্চতা প্রায় ৬,৭০০ ফুট।
Ajker vedio te sudhu shanto somahito Duars....ato sundor view apnar photography te jibonto hoye utheche
Bhalo laglo chotto projapoti ta r apner angul r attachment...wait korchi porer vedio r jonno.
Bhalo thakben.
Awesome view of north Bengal forest in monsoon, thanks to you.
Bhai,e jogot e orthoban hoito onekei hoi.kintu apner moto bhagyoban koiekjon achen.prarthona kori apner sushtho jiboner ebong oboshshoi egiye cholargolper.
যখন আপনি ডুয়ার্সের গরুমারায়, তখন আমিও বেলাকবায় ছিলাম।
Dooars এর তুলনা নেই।
আর এই তিন পর্ব যেন স্বপ্ন দিয়ে আঁকা।
Thank you so much Shibaji da atoh sundor kore Dooars k explore korar jonno. Aro anek anek besi north bengal r Dooars k dekhte chai apnar chokh e. Bcz ami mone kori north Bengal er motoh r Dooars er motoh soundorjo prithibir r kothao nei. Anek suvho kamona roilo.
এই পর্বে পুরো video জুড়ে শুধু সবুজে সবুজ দেখে মনটা আবার চলে গেলো রবার ফ্যাক্টরী, coffee plant tea garden এ। খুব ভালো লাগলো। পরের পর্বের অপেক্ষায় রইলাম। আর হ্যাঁ প্রজাপতিটা বুঝেছে যে ওর ছবি উঠছে, ঐ জন্য আপনাকে ছাড়ছিলো না।😄ভালো থাকবেন। 🌹👍🙏
দুর্দান্ত! Very very special! এত সুন্দরভাবে নতুন নতুন বেশ কিছু বিষয়ে জানতে পারলাম। খুব খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ। North bengal এর, এ যেন নতুন এক রূপ দেখালেন।
আপনার Voice টা দারুন। 💐💐💐💐
মৈত্রেয়ী ........🦋🦋🦋🦋🦋.
দারুন লাগলো 👌👌👌
😁😁😁
Bangladesh Theke Deklam Dada🥰🥰 Darun Hoise😍😍
darun jayga akebare unexplored
অসাধারণ উপস্থাপনা।
Darun laglo Dada onek din eai korchilam ei part tar
22 ta hornbill !! Wow ❤️
darun laglo shibaji, sudhu apnar khaoyar somoy mukher awaj ta chara.
আপনাকে জানাই শুভ দীপাবলীর অানতরিক শুভ কামনা
জাইগা গুলো দারুন উপভোগ করলাম, মুর্তি নদী, রবার প্লান্টেশন,কফি গাছ , এক কথাই অনোবদ্য,পরের ভিডিও টার অপেক্ষা এ রইলাম শিবাজি দা 👍😃
তৃতীয় part এইমাত্র দেখলাম, খুব খুব ভালো। মনে হয় রঙ্গো তে home stay করে প্রচার করলে ভালো চলবে। আসলে এর আগেতো এসব জায়গার কথা জানতামই না।
এক কথায় অসাধারন
অসম্ভব সুন্দর জায়গাটা ।খুব ভালো লাগলো ভিডিওটা ।👍👍👍
অসাধারণ, যতই দেখছি মুগ্ধ হয়ে যাচ্ছি
খুব সুন্দর লাগল দাদা।
ওটা প্রজাপতি নয়,মথ। প্রজাপতি হলে ডানা মেলে বসত।
এর আগের ভিডিওগুলো দেখেছিলাম, অসাধারণ ভিডিও। আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো আপনার ভাগ্য সত্যিই ভালো কেননা বাবলু দা এবং রসিদুল দাকে আবিষ্কার করেছেন বলে।