মন আকুল হয়ে বলছে এক্ষুনি পাখী হয়ে উড়ে যাই ঐ পাহাড় ঝর্ণার শান্তির রাজত্বে।দু দণ্ড বসে কথা কই নির্জন প্রকৃতির সাথে অনেক ভালোবেসে। আপনার এই বেড়ানোর চ্যানেলটি সব কিছু নিয়ে সত্যি দুর্দান্ত। আপনি সুস্থ থাকুন আর আনন্দে থাকুন সবসময় এই কামনা করি।
না: আর সবুর না করে মনে হচ্ছে আপনার ডুয়ার্স ট্যুর এর সঙ্গী হয়ে যাই---অসাধারন উপস্থাপনা আর নিশ্চুপ প্রকৃতির কোলে কিছু মুহুর্ত কাটিয়ে আসি। অপেক্ষায় রইলাম পরের ভিডিওর জন্য।
অসাধারণ উপস্থাপনা। আমি ডুয়ার্সের ছেলে, কর্মসূত্রে যদিও কলকাতাবাসী। এই জায়গাগুলো বহুবার গিয়েছি ,সব কিছুই নখদর্পণে আমার।তবুও আপনার উপস্থাপনার মধ্য দিয়ে মনে হয় নতুন করে দেখছি জায়গা গুলোকে।
দাদা আপনার এই অজানা প্রোকৃতির কোলে চীর সবুজ জায়গাটা দেখে সত্যি নিজের মন যেন ধরে রাখা যাচ্ছে না। মনে হচ্ছে যেন এখুনি ছুটে চলেযাই প্রোকৃতির কোলে। সত্যি অনবধ্য লাগলো।
অপূর্ব ! অনবদ্য ! ডুয়ার্স কে Explorer Shivaji বাবুর চোখে আবিষ্কার করলাম। ডুয়ার্সের যে এত সৌন্দর্য কোনো দিন কল্পনাও করতে পারিনি। অসংখ্য ধন্যবাদ শিবাজী স্যার, পৃথ্বীজিৎ বাবু ও বাবলু বাবুকে।
চাকরি সূত্রে 2009 থেকে2012 পর্যন্ত তিন বছর ডুয়ার্সের নাগরাকাটায় কাটিয়েছি। অপূর্ব যায়গা। তোমার presentation এর তো তুলনা হয়না। তোমার দেখানো বেশ কিছু যায়গা আমার দেখা আবার অনেক অদেখা যায়গা তোমার দৌলতে দেখা হচ্ছে। অনেক পুরোনো স্মৃতি ভীড় করে আসছে।খুব ভালো লাগলো।
দাদা,আমি যখন সামসিং বাগানে কর্মরত ছিলাম, তখন শ্রীরামপুর কলেজের ফিজিওলজির প্রফেসর শ্রী সন্দীপ মুখোপাধ্যায় স্যার আমার কাছে কিছুদিন আতিথ্য গ্রহণ করেছিলেন। প্যারেন ও আশপাশ ঘুরে এসে বলেছিলেন "নেক্সট টু সুইজারল্যান্ড"। ধন্যবাদ।
1948-এর চার্চ দেখে মনটা আরো ভালো হয়ে গেল। এতক্ষণ যেন একটা ঘোরের মধ্যে চলে গেছলাম,যেন ঘন সবুজের মাঝে আমি কত দিন ধরে বিদেশ ভ্রমন করছিলাম। আবারো ধন্যবাদ ভাই।
দাদা, তোমার ভিডিও দেখে এই রুটে ঘুরে এলাম। শুধু তাংতা যেতে পারিনি একটু দেরী হয়ে যাবার কারণে। তোদে নিকোলাস চার্চ অসাধারণ, হেঁটে যাবার রাস্তাতো ভোলার মত নয়। শুধু চার্চ বেল না বুঝে বাজানোর কারণে ফাদারকে কৈফিয়ৎ দিতে হয়েছে। তবে তিনি ভালো ভাবে বুঝিয়ে বলেছেন দুবার ঐ বেল বাজানোর অর্থ। সব মিলিয়ে অভুতপূর্ব অভিজ্ঞতা। আমাদের গাড়ির ড্রাইভার বলছিলেন যে তার এই ১১ বছরের অভিজ্ঞতায় কখনো কোন টুরিস্টকে এখানে নিয়ে আসেন নি। রাস্তাঘাটে সত্যিই কোন টুরিস্ট দেখিনি। অসংখ্য ধন্যবাদ শিবাজীদা, তুমিই সঠিকভাবে আমাদের এই মিষ্টি ভাষায় এত সুন্দর ট্রাভেল ব্লগ করছ। তবে আমি আরেকটি জায়গায় গিয়েছিলাম এই রুটেই, রঙ্গো রিভার ভ্যালি নামে একটি পয়েন্টে, সেটাও অসাধারণ ছিল।
Eyes and mind get totally refreshed seeing this beautiful nature through the eyes of Shibaji da. Very few people are lucky enough to cherish their passion and Shibaji da is one of them. Definitely it requires lot of guts...not a easy task. Hats off to Shibaji da.
বাবলূদার উৎসাহে আর শিবাজীদার সম্পাদনায় ডুয়ার্স এর চতুর্থ পর্ব অসাধারণ লাগলো আমাদের মতো কলকাতাবাসীর জন্য। এই পর্বে পারেন, দাওয়াইখোলা, সীমানাখোলা আর টাংটা মনাস্ট্রী অসাধারণ। এই রকম শান্ত, স্নিগ্ধ আর সবুজ প্রকৃতির ঠিকানা কেউ দেবে না। সত্যি কথা বলতে কি পরিবার নিয়ে এতটা পরিশ্রম করে এই রকম অফবিট জায়গা গুলোতে পৌছানোও এক দুষ্কর ব্যাপার। তাই আপনার চোখ দিয়ে বার বার উপভোগ করি। আগামী পর্বের জন্য আপেক্ষয়ায় থাকলাম। বাবলুদার জন্য স্পেসাল ধন্যবাদ। আপনাদের জন্য ভালবাসা রইল। 🙏🙏🌹🌹
শিবাজী বাবু এই এপিসোড টা আমার মতে বেস্ট । আপনাদের জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয় । কি পরিশ্রম করেছেন আমরা পারবো না। আরো ভালো কিছু দেখার অপেক্ষায় রইলাম ।
Ki apurbo jinis dekhlam...Dawaikhola...darun laglo...kotobar Dooars gechi kintu ei jaiga tar naam e suni ni...darun laglo Shibaji da...khub valo kore ghurechen sob
Ki অপূর্ব প্রাকৃতিক দৃশ্য শিবাজী দা ।। সত্যি এত্ত কষ্ট করে যে ভিডিও বানান সেটা সার্থক ।। আপনার জন্য এমন সব সুন্দর সুন্দর জায়গা না গিয়েও দেখা হয়ে যায়।।। এর জন্য অসংখ্য ধন্যবাদ ।।।🙏
অপূর্ব প্রকৃতি। ভিডিও টা দেখতে দেখতে আমি হাড়িয়ে গেছি। বৃষ্টির আওয়াজ, পাখির কলতান, পাহাড়ি ঝোরার আওয়াজ সব মিলিয়ে যে আবেশ আমাকে মোহিত করে রেখেছিল। পরের পর্বের জন্য অপেক্ষায় রইলাম।
Aaj ker part ta THE Best. @Dada eto sundor spot gulo explore na korle amra jantei partam na je after jhalong eto sundor spot gulo ache. Ek kathai " osadharon". Thank you @Dada.
Eita ek kothae Master class... Puro series ta bose bose dekhchilam.. Dooars er emon kichu jaega pelam jegulo ami age jaini... November ba December e odike jete pari tokhon sure cover korbo ei jaegagulo... Sob sese boli ei vlog ta masterclass...
আবার ও বলি খুব সুন্দর উপস্থাপনা, একটি সুন্দর প্রয়াস, প্রায় অচেনা জায়গা গুলি চেনানোর। উত্তর বঙ্গের ডুয়ার্সের অনেক অজানা তথ্য আপনার vlog থেকে জানতে পারি। মুগ্ধ হয়ে গেলাম আপনার বোঝানোর style দেখে। মনে হয় আপনার ভ্রমণের vlog গুলো গো গ্রাসে গিলি। অনেক ধন্যবাদ। বাড়তি পাওনা বাবলুদা। ভালো থাকবেন।
অপূর্ব, অনবদ্য। আমাদের রাজ্যেই এতো সুন্দর এই জায়গাগুলো আছে এটা হয়তো অনেকেই জানেন না। সত্যি কথা বলতে আমি নিজেও জানতাম না। ধন্যবাদ আপনাকে স্থানগুলো এতো সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। শুভেচ্ছা রইল, ভালো থাকবেন। 🙏
কি সুন্দর প্রকৃতি!! আমি ভাবছি শুধু আমার বাড়ি কলকাতায় না হয়ে এরকম জায়গায় হলে খুবই ভালো হতো। কি শান্ত, মনোরম পরিবেশ!! ❤️❤️❤️
ruclips.net/video/SWbMPdpBB9U/видео.html
Ekdom thik 👍
Omon mone hoye ... aage giye ek mas theke aasun then aapni subidha asubidha gulo bujhben ...
@@arindamghosh5118 মন্দ বলেননি আপনি। আসলে আমি প্রকৃতির প্রেমে মুগ্ধ হয়ে গেছি।
আমাদের ওখানে না গিয়ে কলকাতাকে আবার আগের মতো করে তোলা দরকার।
দারুন সুন্দর দাদাা ।বলে বুঝাতো পারবো না কি যে ভালো লোাগলো...একবার শুধু শেবক পর্যন্ত গিয়েছিলাম শিলিগুড়ি থেকে (ঐ বাংলাদেশী হিসাবে )পর্যন্তই আমার দৌড়...
ডুয়ার্সে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে সত্যি জানতাম না। শিবাজী দা আপনি গ্রেট। 🙏🙏
যদি কোথাও স্বর্গ থাকে, তার বোধহয় এখানে। তাগদা মনাস্টারীর কাছের দৃশ্য অনবদ্য। অনেক ধন্যবাদ এত কষ্ট করে এই দৃশ্য দেখানোর জন্য।🙏🙏
খুব ভালো লাগলো, আমি গিয়েছিলাম কিন্তু আপনার চোখ দিয়ে যেতা দেখলাম সেটা অনবদ্য। খুব খুব ভালো লাগলো, আপনাকে অনেক ধন্যবাদ।
আ হা কি দেখলাম প্রান ভরে গেল, প্রকৃতির কি অপূর্ব অসাধারণ উপহার।
কি সুন্দর ভিডিও আর তেমনই সুন্দর সবুজে আচ্ছাদিত প্রকৃতি। এত সুন্দর ভিডিওর জন্য অনেক অনেক ধন্যবাদ। 👌👌👍👍👍
আপনি মানেই প্রান খুলে মন দিয়ে নতূন নতূন জায়গার
প্রকৃতিকে উপভোগ করা । নমস্কার নেবেন, সুপ্রভাত। ❤👌🙏
মন আকুল হয়ে বলছে এক্ষুনি পাখী হয়ে উড়ে যাই ঐ পাহাড় ঝর্ণার শান্তির রাজত্বে।দু দণ্ড বসে কথা কই নির্জন প্রকৃতির সাথে অনেক ভালোবেসে। আপনার এই বেড়ানোর চ্যানেলটি সব কিছু নিয়ে সত্যি দুর্দান্ত। আপনি সুস্থ থাকুন আর আনন্দে থাকুন সবসময় এই কামনা করি।
Simply tabartor.. puro makhon... absolute serenity..... Njoyed.
না: আর সবুর না করে মনে হচ্ছে আপনার ডুয়ার্স ট্যুর এর সঙ্গী হয়ে যাই---অসাধারন উপস্থাপনা আর নিশ্চুপ প্রকৃতির কোলে কিছু মুহুর্ত কাটিয়ে আসি।
অপেক্ষায় রইলাম পরের ভিডিওর জন্য।
শিবাজী বাবু কোন কথা হবে না।ঘরে বসে ভুয়ার্স দারুণ লাগল। বাবলুদা কে নিয়ে আপনাদের সাথে ডুয়ার্সের মনোমুগধকর দৃশ্য মন ছুঁয়ে গেল। 👌👌👌👌👌
সত্যিই অপূর্ব সুন্দর । নয়ন মনোহর প্রাকৃতিক সৌন্দর্য । বিন্দু সামসিং ঝালং গেছি , এসব offbeat জায়গার সনধান পাইনি । দুর্দান্ত ।
অনন্য সাধারণ ডুয়ার্স।অসাধারণ উপস্থাপনা।
ruclips.net/video/SWbMPdpBB9U/видео.html
অপূর্ব অপূর্ব। আর কোনো ভাষা খুঁজে পেলাম না ❤️❤️🙏🙏
আপনার ভিডিও টা দেখলাম, প্রকৃতি সম্পর্কে আপনি এত সুন্দর করে বললেন এবং দেখালেন বলার কিছু ভাষা খুঁজে পাওয়া যাচ্ছে না।
অসাধারণ বললে কম বলা হবে। দুরন্ত উপস্থাপনা, প্রকৃতির এই রূপ ও রঙে মুগ্ধ। ভালো থাকবেন সবাই।
অসাধারণ উপস্থাপনা। আমি ডুয়ার্সের ছেলে, কর্মসূত্রে যদিও কলকাতাবাসী। এই জায়গাগুলো বহুবার গিয়েছি ,সব কিছুই নখদর্পণে আমার।তবুও আপনার উপস্থাপনার মধ্য দিয়ে মনে হয় নতুন করে দেখছি জায়গা গুলোকে।
দাদা বাড়ি তে বসে আপনার সাথে বেড়ানোর অভিজ্ঞতা অনবদ্য।
আপনার পুরো টিম কে ধন্যবাদ।
Awesome place..ei sob jaiga ache jantami na...koto valo tourist spot hote pare...Shibaji da..you are the true brand ambassador of our tourism...
অসাধারণ একটা episode, শিবাজীদা তুমি আর বাবলুদা না থাকলে এরকম একটা অসাধারণ জায়গা লোকচক্ষুর আড়ালেই থেকে যেত।
দারুন উপভোগ্য ভিডিও।কি সুন্দর প্রকিতিক দৃশ্য,মোহিত হয়ে গেলাম।সুন্দর উপস্থাপনার সাথে ভিডিওটি খুব ভালো লাগল।
আহা , সত্যি দাদা dooars কে এক অন্য ভাবে
দেখেছি.
কখনও dooars কে এত ভাল করে দেখা হয়নি.
Thanks
আজ দেখলাম প্রকৃতির রুপ, কি অসাধারণ জায়গা আপনি না দেখালে হয়ত কোনদিনই দেখতে পেতাম না, ধন্যবাদ আপনাকে এত কষ্ট করে আমাদেরকে এত সুন্দর সুন্দর জায়গা দেখানোর জন্য, ভালো থাকবেন সাবধানে থাকবেন ❤❤❤❤👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏
Tomar Doors ER pratita episode I Durdanto Video hoyeche....ekkothay bolte gele.....just wow.....Satti Pratita Jaigai Apurbo Sundar & Visan Shanto jaiga.......Amar o jaoyar ichcha ache.......
দাদা আপনার এই অজানা প্রোকৃতির কোলে চীর সবুজ জায়গাটা দেখে সত্যি নিজের মন যেন ধরে রাখা যাচ্ছে না। মনে হচ্ছে যেন এখুনি ছুটে চলেযাই প্রোকৃতির কোলে। সত্যি অনবধ্য লাগলো।
Undiscovered Bengal , really wow
মনোমুগ্ধকর।
চোখের আরাম , মনের শান্তি।
Truely adventurous 👌
খুবই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য ভিডিও দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
অপূর্ব ! অনবদ্য ! ডুয়ার্স কে Explorer Shivaji বাবুর চোখে আবিষ্কার করলাম। ডুয়ার্সের যে এত সৌন্দর্য কোনো দিন কল্পনাও করতে পারিনি। অসংখ্য ধন্যবাদ শিবাজী স্যার, পৃথ্বীজিৎ বাবু ও বাবলু বাবুকে।
Thik
ঈশ্বর যদি কোথায় থাকেন তবে এই প্রকৃতি
তেই তাঁর বাস।আপনাদের অনেক অনেক
ভালবাসা।
চাকরি সূত্রে 2009 থেকে2012 পর্যন্ত তিন বছর ডুয়ার্সের নাগরাকাটায় কাটিয়েছি। অপূর্ব যায়গা। তোমার presentation এর তো তুলনা হয়না। তোমার দেখানো বেশ কিছু যায়গা আমার দেখা আবার অনেক অদেখা যায়গা তোমার দৌলতে দেখা হচ্ছে। অনেক পুরোনো স্মৃতি ভীড় করে আসছে।খুব ভালো লাগলো।
দাদা,আমি যখন সামসিং বাগানে কর্মরত ছিলাম, তখন শ্রীরামপুর কলেজের ফিজিওলজির প্রফেসর শ্রী সন্দীপ মুখোপাধ্যায় স্যার আমার কাছে কিছুদিন আতিথ্য গ্রহণ করেছিলেন। প্যারেন ও আশপাশ ঘুরে এসে বলেছিলেন "নেক্সট টু সুইজারল্যান্ড"। ধন্যবাদ।
1948-এর চার্চ দেখে মনটা আরো ভালো হয়ে গেল। এতক্ষণ যেন একটা ঘোরের মধ্যে চলে গেছলাম,যেন ঘন সবুজের মাঝে আমি কত দিন ধরে বিদেশ ভ্রমন করছিলাম। আবারো ধন্যবাদ ভাই।
ডুয়ার্সের চারটে ভিডিওর মধ্যে এখন পর্যন্ত এটা সবথেকে ভালো লাগল । সব মিলিয়ে দুর্দান্ত ।
দাদা, তোমার ভিডিও দেখে এই রুটে ঘুরে এলাম। শুধু তাংতা যেতে পারিনি একটু দেরী হয়ে যাবার কারণে। তোদে নিকোলাস চার্চ অসাধারণ, হেঁটে যাবার রাস্তাতো ভোলার মত নয়। শুধু চার্চ বেল না বুঝে বাজানোর কারণে ফাদারকে কৈফিয়ৎ দিতে হয়েছে। তবে তিনি ভালো ভাবে বুঝিয়ে বলেছেন দুবার ঐ বেল বাজানোর অর্থ। সব মিলিয়ে অভুতপূর্ব অভিজ্ঞতা। আমাদের গাড়ির ড্রাইভার বলছিলেন যে তার এই ১১ বছরের অভিজ্ঞতায় কখনো কোন টুরিস্টকে এখানে নিয়ে আসেন নি। রাস্তাঘাটে সত্যিই কোন টুরিস্ট দেখিনি। অসংখ্য ধন্যবাদ শিবাজীদা, তুমিই সঠিকভাবে আমাদের এই মিষ্টি ভাষায় এত সুন্দর ট্রাভেল ব্লগ করছ। তবে আমি আরেকটি জায়গায় গিয়েছিলাম এই রুটেই, রঙ্গো রিভার ভ্যালি নামে একটি পয়েন্টে, সেটাও অসাধারণ ছিল।
Osadharon jayga... Mon chute chole jete chaiche.. 🙏🏻🙏🏻
Eyes and mind get totally refreshed seeing this beautiful nature through the eyes of Shibaji da. Very few people are lucky enough to cherish their passion and Shibaji da is one of them. Definitely it requires lot of guts...not a easy task. Hats off to Shibaji da.
এত সুন্দর ভাবে অসাধারণ এই প্রকৃতির মাঝে নিয়ে যাবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
ভালো থাকুন ।
চোখে নেশা লেগে গেল।প্রকৃতির কি অপূর্ব রূপ।এখানে একবার যেতেই হবে।
কোনো কথা হবে না। এক কথায় অসাধারণ। ধন্যবাদ আপনাকে। সত্য অনেক কষ্ট হয় আপনার।
ওহঃ কি ভাবে বলব... সত্যি বলছি বলার ভাষা হারিয়ে ফেলেছি... অনবদ্য দুরন্ত 💓
Khub sundor ek kothay just asadharan. Dekhe mone hocche okhane chole jai.
বাবলূদার উৎসাহে আর শিবাজীদার সম্পাদনায় ডুয়ার্স এর চতুর্থ পর্ব অসাধারণ লাগলো আমাদের মতো কলকাতাবাসীর জন্য। এই পর্বে পারেন, দাওয়াইখোলা, সীমানাখোলা আর টাংটা মনাস্ট্রী অসাধারণ। এই রকম শান্ত, স্নিগ্ধ আর সবুজ প্রকৃতির ঠিকানা কেউ দেবে না। সত্যি কথা বলতে কি পরিবার নিয়ে এতটা পরিশ্রম করে এই রকম অফবিট জায়গা গুলোতে পৌছানোও এক দুষ্কর ব্যাপার। তাই আপনার চোখ দিয়ে বার বার উপভোগ করি। আগামী পর্বের জন্য আপেক্ষয়ায় থাকলাম। বাবলুদার জন্য স্পেসাল ধন্যবাদ। আপনাদের জন্য ভালবাসা রইল। 🙏🙏🌹🌹
পুরো ভিডিও টা গোগ্রাসে গিললাম, মুগ্ধ হয়ে গেলাম। এবার ডেস্টিনেশন dooars
এককথায় জাস্ট ওয়াও... ❤️ যাব নিশ্চয়ই একদিন।
শিবাজী বাবু এই এপিসোড টা আমার মতে বেস্ট । আপনাদের জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয় । কি পরিশ্রম করেছেন আমরা পারবো না। আরো ভালো কিছু দেখার অপেক্ষায় রইলাম ।
যত দেখছি অবাক হয়ে যাচ্ছি। এতসুন্দর presentation যে doors কে আরও সুন্দর করে তুলেছে। ❤❤
Dada amader tarof theke Babluda ke asesh dhannobad erokom aparup sundor jayga gulor sathey parichoi karie debar janno,......
Excellent nature views seen, thanks shivaji babu.
Ki apurbo jinis dekhlam...Dawaikhola...darun laglo...kotobar Dooars gechi kintu ei jaiga tar naam e suni ni...darun laglo Shibaji da...khub valo kore ghurechen sob
Ki অপূর্ব প্রাকৃতিক দৃশ্য শিবাজী দা ।। সত্যি এত্ত কষ্ট করে যে ভিডিও বানান সেটা সার্থক ।। আপনার জন্য এমন সব সুন্দর সুন্দর জায়গা না গিয়েও দেখা হয়ে যায়।।। এর জন্য অসংখ্য ধন্যবাদ ।।।🙏
কী দেখলাম
প্রাণ ভরে গেল 🙏❤️👍
কি অপরুপ প্রকৃতির শোভা.....👌
আর আপনার ভিডিওর কোনো তুলনাই নেই.....
অসংখ্য ধন্যবাদ....🙏🙏
ruclips.net/video/SWbMPdpBB9U/видео.html
@@HilllehVlogs please dont promote your channel to others....it doesnt look good at all
ওকে।।
আহা , অসাধারণ শিবাজীদা , খুবই ভালো লাগলো এই ভিডিওটি। এইভাবেই চালিয়ে যান।☺️☺️
Hiro sibaji da,,, asadharon tomar video,,, এ জীবনের ঘুরে বেড়ানোর পরমপ্রাপ্তি,,,
শিবাজী দা আমাদের বেড়ানোর সুপ্ত ভালবাসা টাকে আবার আপনি জাগিয়ে তুলছেন। আপনার ভিডিওর গুলির মাধ্যমে ধন্যবাদ।
Mon vore jae dekhe ki sundor Apurbo akhane bonvojon durdanto hobe Darun Darun
অসাধারণ, প্রকৃতির রূপ সত্যি অনন্য, নির্বাক করে দেয়। এই দৃশ্য দেখানোর জন্য ধন্যবাদ
Darun sundor, sudhu Nirob hoye dekhe e gelam sobuj...Ei dhone patar gach amader bagan eo hoy...
এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য তৃণভূমি জঙ্গল পাহাড় নদী অতুলনীয় আমাদের পশ্চিমবাংলায় বর্তমান অকল্পনীয়
Waaaaoooo just awesome SHIBAJI DA 👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏😊🙏কি দুর্দান্ত ভিডিওটা হয়েছে মায়েরি....💓💖💓
Dada eto sundar sundar jaiga dekhe to bari te r mon bos6e na mone hoy66e jano eaikhuni barie pori. ufff daroon beauty. ek kothate awsome...
অসাধারণ ,খুব খুব ভাল লাগল,, আপনার কষ্ট করে ছবি তোলার জন্য অভিনন্দন জানালাম
দারুন জায়গা।মন জুড়িয়ে যায়।
আজ ব্লগ এ যা দেখলে এটা এখনো পর্যন্ত সেরা সিনিক বিউটি। জাস্ট ফাটাফাটি ব্লগ ছিল আজকের।
অপূর্ব প্রকৃতি। ভিডিও টা দেখতে দেখতে আমি হাড়িয়ে গেছি। বৃষ্টির আওয়াজ, পাখির কলতান, পাহাড়ি ঝোরার আওয়াজ সব মিলিয়ে যে আবেশ আমাকে মোহিত করে রেখেছিল। পরের পর্বের জন্য অপেক্ষায় রইলাম।
ডুয়ার্স সিরিজ জমে ক্ষীর! অনবদ্য একটা মানস ভ্রমণ করলাম। একজন পাহাড় প্রেমি হিসেবে আপনাকে অনেক ধন্যবাদ জানালাম। পরের পর্বের অপেক্ষায় রইলাম💚👌🏼👌🏼
Darun Sundor jaiga.... Ar Aapnar eto sundor bhave uposthoponate aro bhalo laagche
This is undoubtedly the best video on Dooars I've ever seen.
Khub bhalo laglo .lok e bides jai ghurte amader ekhanei kato sundor jaiga ache
বিশ্ব পর্যটন দিবসে জানাই আমার তরফ থেকে আপনাদের হাজারও সেলাম। 🙏🌹⚘🌹🙏
Darun darun aswome khub valo laglo sir ai jayga gulo darun
বরাবরের মতো খুবই সুন্দর এবং উপভোগ্য ❤️❤️
আপনাকে অনেক ধন্যবাদ একটি অসাধারণ মনোমুগ্ধকর ভিডিও উপহার দেওয়ার জন্য
Ki apurbo jaigaaa 😍 Amio jokhn dooars gechilam takhono etotai sundor chilo. Mone pore gelo sei dingulo😃😄
Too good to see, unbelievable the nature belong to our bengal!
আপনার এই ভিডিও টা আমি 12 বার দেখলাম, অসাধারনের মধ্যে অসাধারণ
Apner porishrom Sarthak.khub sunder upabhog Korlam.onobaddha.
Osadharon prakritik soundorjyo...mugdho hoye gelam..
Aaj ker part ta THE Best. @Dada eto sundor spot gulo explore na korle amra jantei partam na je after jhalong eto sundor spot gulo ache. Ek kathai " osadharon". Thank you @Dada.
Eita ek kothae Master class... Puro series ta bose bose dekhchilam.. Dooars er emon kichu jaega pelam jegulo ami age jaini... November ba December e odike jete pari tokhon sure cover korbo ei jaegagulo... Sob sese boli ei vlog ta masterclass...
দাদা মুশৌরি পাহাড়ের রানী হলে ডুয়ার্স প্রকৃতির রানী, just অসাধারণ vlog 💖💖💖💖👍
ভীষণ সুন্দর ভিডিও।পাহাড়ি ঝর্ণা,নদী,পাহাড় অসাধারণ লাগলো।
Ek kothai ashadharon..paren village.. awasome...good to know so many places.. thanks once again... shobaike 🙏🙏
অসাধারণ একটা দারুন জায়গায় দেখতে পেলাম শিবাজিবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Ami Ekhane Jaboi jabo.......What a location....jst darunn.....
অপূর্ব সুন্দর অপূর্ব ❤️ মনের মধ্যে ছুঁয়ে গেল ❤️ আপনি 🙏🏻❤️
😍অসাধারণ প্রকৃতির রূপ 😍
অনবদ্য presentation
দিল খুশ করে দিলেন, কি জায়গা দুর্ধর্ষ। love Shibaji da love
আবার ও বলি খুব সুন্দর উপস্থাপনা, একটি সুন্দর প্রয়াস, প্রায় অচেনা জায়গা গুলি চেনানোর। উত্তর বঙ্গের ডুয়ার্সের অনেক অজানা তথ্য আপনার vlog থেকে জানতে পারি। মুগ্ধ হয়ে গেলাম আপনার বোঝানোর style দেখে। মনে হয় আপনার ভ্রমণের vlog গুলো গো গ্রাসে গিলি। অনেক ধন্যবাদ। বাড়তি পাওনা বাবলুদা। ভালো থাকবেন।
দুর্দান্ত এপিসোড। খুব শীঘ্রই দাওয়াইখোলা যাচ্ছিইই..
ভীষণ সুন্দর জায়গা ❤❤❤
Ki sundor view, ki sundor prokiti, protita part darun lagcha, wait kore thakchi next er jonno, darundarun
মনো রম পরিবেশ 👍👍👍
দাদা এবার ড্রোন লাগবে🙏🙏🙏
অসাধারন। মুগ্ধ হয়ে গেলাম। অনেক ধন্যবাদ আপনাকে।
Apnar sob video ami dakhi khub valo lage aro notun kono jayga dakher ashea roylam
তাংটা তো স্বর্গরাজ্য 😭😭❤️❤️ এই সিরিজের বেস্ট এপিসোড , এবার সত্যি যেতে হবে একদিন ❤️
Thank you apnar chokhei Amra duars dekhe nochhi ❤️🙏🌹
অপূর্ব, অনবদ্য। আমাদের রাজ্যেই এতো সুন্দর এই জায়গাগুলো আছে এটা হয়তো অনেকেই জানেন না। সত্যি কথা বলতে আমি নিজেও জানতাম না। ধন্যবাদ আপনাকে স্থানগুলো এতো সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। শুভেচ্ছা রইল, ভালো থাকবেন। 🙏
দাওয়াই খোলা দৃশ্য ভালো, বাঁশের সাঁকো ভালো, পুরো দৃশ্য খুব ভালো