মিজানুর রহমান আজহারী হুজুরের পর আপনি যুবকদের পছন্দের বক্তা প্রায় এক ঘন্টা খুব মনোযোগ দিয়েই শুনেছি আপনার বক্তব্য এত সুন্দর এত জ্ঞানী এত ব্যাখ্যা দিয়ে যেভাবে ওয়াজ করেন শুধু শুনে যেতে মন চায় মাশাআল্লাহ।
132- «اللَّهُمَّ اكْفِنِيهِمْ بِمَا شِئْتَ». (আল্লা-হুম্মাকফিনীহিম বিমা শি’তা)। ১৩২- “হে আল্লাহ! আপনি যা ইচ্ছে তা দ্বারাই এদের মোকাবিলায় আমার জন্য যথেষ্ট হোন।”[1]
আমার হাতে যদি বিশ্ব শাসনের ক্ষমতা থাকত তাহলে আমি আবু তহা আদনানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতাম ও আহমদুল্লাহ, মিজানুর রহমান আজহারী,কাজী ইব্রাহীম,এনায়েদউল্লাহ সহ আরো বিভিন্ন আলেমদেরকে উচ্চ উচ্চ অবস্থানে রাখতাম।
আল্লাহ্ তায়ালা আছেন আসমানে মহান আরশের উরধে সমুন্নত, সবকিছু তাঁরই ক্ষমতা, জ্ঞান, দৃষ্টি ও নিয়ন্ত্রণে কোথাও কিছু নেই আল্লাহ্র মতো। আমাদের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা। আল্লাহ ছাড়া কোনো 'সত্য মাবুদ ' / 'সত্য ইলাহ' নেই। আল্লাহ তায়ালা আসমানে 'আরশের ঊর্ধ্বে সমুন্নত। কোরআন আল্লাহর বাণী। আল্লাহ এক ও অদ্বিতীয় একমাত্র উপাস্য। আল্লাহ ব্যতীত ইবাদত পাবার যোগ্য কেউ নেই । মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল । .♥♥♥ অ- অস্বীকার করি সকল তাগুত, আ - আল্লাহ একমাত্র সত্য মাবুদ ই- ইবাদত একমাত্র আল্লাহরই জন্য ঈ- ঈমান বিশুদ্ধ করে হবো ধন্য উ - উপকারী জ্ঞান চর্চা করে সত্যিকারের জ্ঞানী উ - ঊর্ধ্বলোকে আল্লাহ তায়ালা আছেন-তা জানি। ঋ - ঋজুতা রাখব আকীদায়-ঈমানে, ঋষিত্বের স্থান নেই ইসলামে। এ - এবাদত করি শুধু এক আল্লাহর, ঐ - ঐক্য গড়ে তুলি এসো মুসলিম উম্মাহর । ও - ওজন হবে পাপ-পুণ্যের শেষ বিচারের দিন, ঔ - ঔদ্ধত্য ধুলায় মেশাবেন আল্লাহ রব্বুল আলামীন। কোরআন আল্লাহর বাণী। মুমিনদের উপর কুরআনের অধিকার • বিশ্বাস করার মতো বিশ্বাস করা • যেভাবে পড়ার দাবি কোরআন রাখে, সেভাবে পড়া • যেভাবে বোঝা উচিত, সেভাবে বোঝা • এর উপর আমল করা • অপরকে শেখানো, এবং এর প্রচার ও প্রসার করা...////////////////////
আল্লাহুম্মাকফিনি হিম বিমাসি তা অর্থ: হে আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট হয়ে যান, ওদের বিরুদ্ধে আমার জন্য যথেষ্ট হয়ে যান, আপনি যা কিছু দিয়ে আমায় হেফাজত করেন
অভিশপ্ত হয়েছিল(১) কুণ্ডের অধিপতিরা-(২) (১) এখানে আল্লাহ্ তা'আলা চারটি বস্তুর শপথ করার পর মূল কথা বর্ণনা করেছেন। (এক) বুরুজবিশিষ্ট আকাশের; (দুই) কেয়ামত দিবসের; (তিন) আরাফার দিনের এবং (চার) শুক্রবারের। এসব শপথের সম্পর্ক এই যে, এগুলো আল্লাহ্ তা'আলার পরিপূর্ণ শক্তি, কেয়ামতের হিসাব-নিকাশ এবং শাস্তি ও প্রতিদানের দলীল। শুক্রবার ও আরাফার দিন মুসলিমদের জন্যে আখেরাতের পুঁজি সংগ্রহের পবিত্ৰ দিন। (২) যারা বড় বড় গর্তের মধ্যে আগুন জ্বলিয়ে ঈমানদারদেরকে তার মধ্যে ফেলে দিয়েছিল এবং তাদের জ্বলে পুড়ে মরার বীভৎস দৃশ্য নিজেদের চোখে দেখেছিল তাদেরকে এখানে গর্তওয়ালা বলা হয়েছে। বলা হয়েছে, তাদের ওপর আল্লাহর লা'নত পড়েছিল এবং তারা আল্লাহর আযাবের অধিকারী হয়েছিল। [ইবন কাসীর; ফাতহুল কাদীর] এর আরেক অর্থ ধ্বংস হয়েছিল। [সা'দী] গর্তে আগুন জ্বলিয়ে ঈমানদারদেরকে তার মধ্যে নিক্ষেপ করার ঘটনা সহীহ হাদীসে বর্ণিত হয়েছে। সুহাইব রুমী রাদিয়াল্লাহু ‘আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন। এক বাদশার কাছে একজন যাদুকর ছিল। বৃদ্ধ বয়সে সে বাদশাহকে বললো, একটি ছেলেকে আমার কাছে নিযুক্ত করো, সে আমার কাছ থেকে এ জাদু শিখে নেবে। বাদশাহ জাদু শেখার জন্য জাদুকরের কাছে একটি ছেলেকে নিযুক্ত করলো। কিন্তু সেই ছেলেটি জাদুকরের কাছে আসা যাওয়ার পথে একজন রাহেবের (যিনি সম্ভবত ঈসা আলাইহিস সালামের দ্বীনের অনুসারী একজন সাধক ছিলেন) সাক্ষাত গুণে সে অলৌকিক শক্তির অধিকারীও হয়ে গেলো। সে অন্ধদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে এবং কুষ্ঠরোগ নিরাময় করতে লাগলো। ছেলেটি তাওহীদের প্রতি ঈমান এনেছে, একথা জানতে পেরে বাদশাহ প্ৰথমে রাহেবকে হত্যা করলো তারপর ছেলেটিকে হত্যা করতে চাইলো। কিন্তু কোন অস্ত্ৰ দিয়েই এবং কোনভাবেই তাকে হত্যা করতে পারলো না। শেষে ছেলেটি বললো, যদি তুমি আমাকে হত্যা করতে চাও তাহলে প্রকাশ্য জনসমাবেশে “বিসমি রাব্বিল গুলাম” (অর্থাৎ এই ছেলেটির রবের নামে) বাক্য উচ্চারণ করে আমাকে তীর মারো, তাতেই আমি মারা যাবো। বাদশাহ তাই করলো। ফলে ছেলেটি মারা গেলো। এ ঘটনা প্রত্যক্ষ করে লোকেরা চিৎকার করে উঠলো, আমরা এই ছেলেটির রবের প্রতি ঈমান আনলাম। বাদশাহর সভাসদরা তাকে বললো, এখন তো তাই হয়ে গেলো যা থেকে আপনি বাঁচতে চাচ্ছিলেন। লোকেরা আপনার ধর্ম ত্যাগ করে এ ছেলেটির ধর্মগ্রহণ করেছে। এ অবস্থা দেখে বাদশাহ অত্যন্ত ক্রুদ্ধ হলো। সে রাস্তার পাশে গর্ত খনন করালো। তাতে আগুন জ্বালালো। যারা ঈমান ত্যাগ করতে রাজী হলো না তাদের সবাইকে তার মধ্যে নিক্ষেপ করলো। [মুসলিম: ৩০০৫ তিরমিযী: ৩৩৪০]
আমি একজন নব মুসলিম। মুসলিম ধর্ম গ্রহণ করার পরে বুঝতে পারি যে ফেতনা সময় বিভিন্ন দল গোষ্ঠী মুসলিম সমাজে আছে। আমি বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে আছি কি করবো কিছুই বুঝতে পারছিনা। তবে এতটুকু বুঝতে পারছি একজন তাকওয়া ভুক্ত মানুষ যে দাওয়াতি কাজ করে যে ইসলাম সম্পর্কে সমস্ত প্রকার জ্ঞান রাখে এবং বর্তমান বিশ্বের ফেতনা সম্পর্কে জ্ঞান রাখে তার সান্নিধ্য থাকতে চাই তার কাছ থেকে জ্ঞান নিতে চাই ফেতনা থেকে দুরে থাকতে চাই। প্লিজ আমাকে কেউ আবু তহা আদনান ভাইয়ের সাথে যোগাযোগ করার মাধ্যম কেও বলতে পারবে।
আমি হয়তো একদিন থাকবো না কিন্তু আমার কমেন্ট গুলো থাকবে আর আমার পরের প্রজন্ম আমার কমেন্ট গুলো পড়বে তাই আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই হযরত মুহাম্মাদ সাঃ আল্লাহর বান্দা ও রাসূল,,,❤️,,,
আল্লাহুম্মাকফিনীহিম বিমা শি-তা। অর্থঃ হে আল্লাহ আমাকে তাদের থেকে রক্ষা করুন যেভাবে আপনি চান। ا شِئْتَ». (আল্লা-হুম্মাকফিনীহিম বিমা শি’তা)। ১৩২- “হে আল্লাহ! আপনি যা ইচ্ছে তা দ্বারাই এদের মোকাবিলায় আমার জন্য যথেষ্ট হোন।”[1]
[আল্লা-হুম্মাকফিনীহিম বিমা শি'তা]। “হে আল্লাহ! আপনি যা ইচ্ছে তা দ্বারাই এদের মোকাবিলায় আমার জন্য যথেষ্ট হোন।মুসলিম-4/2300, নং-3005। প্রেক্ষাপট- সুরা বুরুজ!
সালাম আমি সপ্নে দেখলাম ইসা আঃ দুনিয়াতে এসে গেছে। তখন আমি দাজ্জাল কোথায় আছে খুজতে লাগলাম। এ ব্যাপারে শায়েখ কিছু জানাবেন? অপেক্ষায় রইলাম আল্লাহ্ আমাদেরকে হেদায়াত দান করুন। আমিন
জেলা পর্যায়ে কেমিস্ট্রিতে, biology, server hacking _ অনার্স করতে পারছে না বাচ্চারা এজন্য দেশের বাইরে চলে যাচ্ছে টাকাও পাচার হয়ে যাচ্ছে per head ৩০ লাখ টাকা (মজার ব্যাপার হলো _ কম্পিউটারের ইঞ্জিনিয়ারিং করে কিন্তু প্রোগ্রামিং জানে না তাহলে তারা চাকরি করবে কি করে !!)
এই লেকচারটি সরাসরি শুনেছি আলহামদুলিল্লাহ।
কেন জায়গাতে হজুর আসচিলো
কেন জায়গাতে হজুর আসচিলো
চতরা, পীরগঞ্জ, রংপুর
আল্লাহতায়ালা, আবু সাইদ, মুগ্ধ এবং অন্যান্য সকল শহীদের দ্বারা এই যুগে আমাদের দেশকে সৈরাচার মুক্ত করলেন। আলহামদুলিল্লাহ।
কালেমার দাওয়াত দিয়ে গেলাম।
-লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসুলুল্লাহ (সাঃ)😘
লাইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ❤
মিজানুর রহমান আজহারী হুজুরের পর আপনি যুবকদের পছন্দের বক্তা
প্রায় এক ঘন্টা খুব মনোযোগ দিয়েই শুনেছি আপনার বক্তব্য
এত সুন্দর এত জ্ঞানী এত ব্যাখ্যা দিয়ে যেভাবে ওয়াজ করেন শুধু শুনে যেতে মন চায় মাশাআল্লাহ।
হুজুরকে যদি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতো আমি বিশ্বাস করি বাংলাদেশের শিক্ষাঙ্গন পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান হত
আল্লাহুম্মাগফিনি হিম বিমা সিইতা।
হে আল্লাহ আমার প্রতিপক্ষ যারা আছে তাদের বিরুদ্ধে আপনি যা দিয়ে ইচ্ছে আমাকে সাহায্য করেন, আমিন।
Sjasgj
Thanks
Allah hu Akbar ❤️
Apnake Dhonnobad
আল্লাহর জন্য হুজুরকে ভালবাসি❤
প্রিয় শায়েখ ❤❤❤
বাস্তবতা আর করণীয় নিয়ে আপনার বক্তব্য গুলো ভালো লাগে।।
আল্লাহ উত্তম বিনিময় দিন আপনাকে, আমাদের সবাইকে দয়াময় আল্লাহ ক্ষমা করে দিন।।
আজ আপনাকে প্রথম সামনে থেকে দেখলাম আর হাত মোসাফা করলাম
আলহামদুলিল্লাহ ❤
লাইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ❤
ইয়া আললাহ হুজুর কে তুমি নেক হায়াত দিও যাতে আরো বেশি বেশি কইরা হুজুর এই কোরআনের তাফসীর বুজাইয়া কইতে পারে আমিন আমিন সুমমা আমিন
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ।
মন দিয়ে শুনেছি আলহামদুলিল্লাহ। খুব ভালো লাগলো। আল্লাহ আমার আদনান ভাইকে ইসলামের জন্য কবুল করুক। দীর্ঘ হায়াত দান করুক। আমিন
কালেমার দাওয়াত দিয়ে গেলাম
লাইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ। সাল্লাহু আইলাই ওস্সল্লাম❤
লাইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আলহামদুলিল্লাহ এই সূরাটি আমার পুরাই মুখস্ত ❤
Masa Allah ❤️
Alhamdulillah
সুরা টির নাম কি,, বাই একটু বলবেন
@@gdfh3309 সূরা বুরুজ
@@gdfh3309 সুরাতুল-বুরুজ
Surah buruj ,
আলহামদুলিল্লাহ হুজুর অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনার উপর আল্লাহ পাকের রহমত বর্ষিত হোক 🇲🇾🇧🇩
সুবহানাল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর লেকচার আবু তোহা আদনান হুজুরের লেকচার শুনি খুবই ভালো খুবই সুন্দর অনেক কিছু শেখার আছে
সুবহানাল্লাহ মাশাল্লাহ জাযাকাল্লাহ ধন্যবাদ চালিয়ে যান
132- «اللَّهُمَّ اكْفِنِيهِمْ بِمَا شِئْتَ».
(আল্লা-হুম্মাকফিনীহিম বিমা শি’তা)।
১৩২- “হে আল্লাহ! আপনি যা ইচ্ছে তা দ্বারাই এদের মোকাবিলায় আমার জন্য যথেষ্ট হোন।”[1]
কোন সূরা এবং আয়াত নং কত
Zazakallah khairan😊
আমার প্রিয় সায়েখ❤❤❤
আমার হাতে যদি বিশ্ব শাসনের ক্ষমতা থাকত তাহলে আমি আবু তহা আদনানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতাম ও আহমদুল্লাহ, মিজানুর রহমান আজহারী,কাজী ইব্রাহীম,এনায়েদউল্লাহ সহ আরো বিভিন্ন আলেমদেরকে উচ্চ উচ্চ অবস্থানে রাখতাম।
আমিন আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনার ও আমাদের দোয়া কবুল করুক আমিন ❤।
আল্লাহ আপনি হুজুর রে নেক হায়াত দান করেন ❤
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ ❤❤❤
মাশাল্লাহ চমৎকার উপস্থাপন
আল্লাহ সবাইকে হেদায়েত দান ❤❤❤❤❤
আসুন ইসলামী ছাত্র আন্দোলন এর ছায়া তলে 🖤
আল্লাহ্ তায়ালা আছেন আসমানে
মহান আরশের উরধে সমুন্নত,
সবকিছু তাঁরই ক্ষমতা, জ্ঞান, দৃষ্টি ও নিয়ন্ত্রণে
কোথাও কিছু নেই আল্লাহ্র মতো।
আমাদের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা। আল্লাহ ছাড়া কোনো 'সত্য মাবুদ ' / 'সত্য ইলাহ' নেই। আল্লাহ তায়ালা আসমানে 'আরশের ঊর্ধ্বে সমুন্নত। কোরআন আল্লাহর বাণী। আল্লাহ এক ও অদ্বিতীয় একমাত্র উপাস্য। আল্লাহ ব্যতীত ইবাদত পাবার যোগ্য কেউ নেই । মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল । .♥♥♥
অ- অস্বীকার করি সকল তাগুত,
আ - আল্লাহ একমাত্র সত্য মাবুদ
ই- ইবাদত একমাত্র আল্লাহরই জন্য
ঈ- ঈমান বিশুদ্ধ করে হবো ধন্য
উ - উপকারী জ্ঞান চর্চা করে সত্যিকারের জ্ঞানী
উ - ঊর্ধ্বলোকে আল্লাহ তায়ালা আছেন-তা জানি।
ঋ - ঋজুতা রাখব আকীদায়-ঈমানে,
ঋষিত্বের স্থান নেই ইসলামে।
এ - এবাদত করি শুধু এক আল্লাহর,
ঐ - ঐক্য গড়ে তুলি এসো মুসলিম উম্মাহর ।
ও - ওজন হবে পাপ-পুণ্যের শেষ বিচারের দিন,
ঔ - ঔদ্ধত্য ধুলায় মেশাবেন আল্লাহ রব্বুল আলামীন।
কোরআন আল্লাহর বাণী। মুমিনদের উপর কুরআনের অধিকার • বিশ্বাস করার মতো বিশ্বাস করা • যেভাবে পড়ার দাবি কোরআন রাখে, সেভাবে পড়া • যেভাবে বোঝা উচিত, সেভাবে বোঝা • এর উপর আমল করা • অপরকে শেখানো, এবং এর প্রচার ও প্রসার করা...////////////////////
সুবাহানাল্লাহ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Hujur Islamic knowledge ar madhome joktik kotha bole ,, Allah take nek hayat dan koruk amin
আস্তাগফিরুল্লাহ ওয়াতুবু ইলাইহি🤲🥹
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম) 🌺🤍
সুবাহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ☝️
আল্লাহুম্মাগ ফিনিহিম বিমা সিক
- আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট হয়ে যান।
আমাদের রংপুরে গর্ব আবু ত্বুহা মুহাম্মদ আদনান ভাই।
মাশাআল্লাহ অনেক সুন্দর বয়ান
আলহামদুলিল্লাহ
ما شاءالله ❤❤❤❤❤❤
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
SUBHAAALLAH JAJAK ALLAH KHAIRAN SHAIKH ,ABU TA HA ADNAN HUJER ER NEK HAYATT DIN AMEEN IN'SHAALLAH MAY ALLAH BLESS YOU AND YOUR FAMILY 💝 ❣️ 💯 👌 👍
আপনাদের কাটাকাটির জন্য। বয়ান এর আগা মাতা হারাই গেছে
আল্লাহুম্মাকফিনীহিম বিমা শি(ই)তা🤲❤️❤️
আল্লাহুম্মাকফিনীহিম বিমাা শি(ই)তা
MASHA ALLAH PRIYO HUZUR ❤
আল্লাহুম্মাকফিনি হিম বিমাসি তা
অর্থ: হে আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট হয়ে যান, ওদের বিরুদ্ধে আমার জন্য যথেষ্ট হয়ে যান, আপনি যা কিছু দিয়ে আমায় হেফাজত করেন
😊allham dulillah he is my inspire 😊
#আলেম_ওলামাদের_ঐক্য_চাই
#ইসলামী_ঐক্য_সময়ের_দাবি
#ইসলামী_দলগুলোর_ঐক্য_চাই
#ইসলামী_ঐক্যের_বিকল্প_নাই
🇧🇩
#ওয়ারাসাতুল_আম্বীয়া_বাংলাদেশ
অভিশপ্ত হয়েছিল(১) কুণ্ডের অধিপতিরা-(২)
(১) এখানে আল্লাহ্ তা'আলা চারটি বস্তুর শপথ করার পর মূল কথা বর্ণনা করেছেন। (এক) বুরুজবিশিষ্ট আকাশের; (দুই) কেয়ামত দিবসের; (তিন) আরাফার দিনের এবং (চার) শুক্রবারের। এসব শপথের সম্পর্ক এই যে, এগুলো আল্লাহ্ তা'আলার পরিপূর্ণ শক্তি, কেয়ামতের হিসাব-নিকাশ এবং শাস্তি ও প্রতিদানের দলীল। শুক্রবার ও আরাফার দিন মুসলিমদের জন্যে আখেরাতের পুঁজি সংগ্রহের পবিত্ৰ দিন।
(২) যারা বড় বড় গর্তের মধ্যে আগুন জ্বলিয়ে ঈমানদারদেরকে তার মধ্যে ফেলে দিয়েছিল এবং তাদের জ্বলে পুড়ে মরার বীভৎস দৃশ্য নিজেদের চোখে দেখেছিল তাদেরকে এখানে গর্তওয়ালা বলা হয়েছে। বলা হয়েছে, তাদের ওপর আল্লাহর লা'নত পড়েছিল এবং তারা আল্লাহর আযাবের অধিকারী হয়েছিল। [ইবন কাসীর; ফাতহুল কাদীর] এর আরেক অর্থ ধ্বংস হয়েছিল। [সা'দী]
গর্তে আগুন জ্বলিয়ে ঈমানদারদেরকে তার মধ্যে নিক্ষেপ করার ঘটনা সহীহ হাদীসে বর্ণিত হয়েছে। সুহাইব রুমী রাদিয়াল্লাহু ‘আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন। এক বাদশার কাছে একজন যাদুকর ছিল। বৃদ্ধ বয়সে সে বাদশাহকে বললো, একটি ছেলেকে আমার কাছে নিযুক্ত করো, সে আমার কাছ থেকে এ জাদু শিখে নেবে। বাদশাহ জাদু শেখার জন্য জাদুকরের কাছে একটি ছেলেকে নিযুক্ত করলো। কিন্তু সেই ছেলেটি জাদুকরের কাছে আসা যাওয়ার পথে একজন রাহেবের (যিনি সম্ভবত ঈসা আলাইহিস সালামের দ্বীনের অনুসারী একজন সাধক ছিলেন) সাক্ষাত গুণে সে অলৌকিক শক্তির অধিকারীও হয়ে গেলো। সে অন্ধদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে এবং কুষ্ঠরোগ নিরাময় করতে লাগলো। ছেলেটি তাওহীদের প্রতি ঈমান এনেছে, একথা জানতে পেরে বাদশাহ প্ৰথমে রাহেবকে হত্যা করলো তারপর ছেলেটিকে হত্যা করতে চাইলো।
কিন্তু কোন অস্ত্ৰ দিয়েই এবং কোনভাবেই তাকে হত্যা করতে পারলো না। শেষে ছেলেটি বললো, যদি তুমি আমাকে হত্যা করতে চাও তাহলে প্রকাশ্য জনসমাবেশে “বিসমি রাব্বিল গুলাম” (অর্থাৎ এই ছেলেটির রবের নামে) বাক্য উচ্চারণ করে আমাকে তীর মারো, তাতেই আমি মারা যাবো। বাদশাহ তাই করলো। ফলে ছেলেটি মারা গেলো। এ ঘটনা প্রত্যক্ষ করে লোকেরা চিৎকার করে উঠলো, আমরা এই ছেলেটির রবের প্রতি ঈমান আনলাম। বাদশাহর সভাসদরা তাকে বললো, এখন তো তাই হয়ে গেলো যা থেকে আপনি বাঁচতে চাচ্ছিলেন। লোকেরা আপনার ধর্ম ত্যাগ করে এ ছেলেটির ধর্মগ্রহণ করেছে। এ অবস্থা দেখে বাদশাহ অত্যন্ত ক্রুদ্ধ হলো। সে রাস্তার পাশে গর্ত খনন করালো। তাতে আগুন জ্বালালো। যারা ঈমান ত্যাগ করতে রাজী হলো না তাদের সবাইকে তার মধ্যে নিক্ষেপ করলো। [মুসলিম: ৩০০৫ তিরমিযী: ৩৩৪০]
ভাল্লাগছে ভাই ভাল্লাগছে সুবহানাল্লাহ মাশাল্লাহ জাযাকাল্লাহ ধন্যবাদ চালিয়ে যান
সুবহানাল্লাহ মাশাল্লাহ জাযাকাল্লাহ
🇧🇩 আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
🇸🇦 السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته
🇰🇼 Assalamu Alaikum Wa Rahmatullah
Masha Allah
আবু তোহা আদনান কে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেয়া হোক 👍👍👍👍
আমি একজন নব মুসলিম।
মুসলিম ধর্ম গ্রহণ করার পরে বুঝতে পারি যে ফেতনা সময় বিভিন্ন দল গোষ্ঠী মুসলিম সমাজে আছে।
আমি বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে আছি কি করবো কিছুই বুঝতে পারছিনা।
তবে এতটুকু বুঝতে পারছি একজন তাকওয়া ভুক্ত মানুষ যে দাওয়াতি কাজ করে যে ইসলাম সম্পর্কে সমস্ত প্রকার জ্ঞান রাখে এবং বর্তমান বিশ্বের ফেতনা সম্পর্কে জ্ঞান রাখে তার সান্নিধ্য থাকতে চাই তার কাছ থেকে জ্ঞান নিতে চাই ফেতনা থেকে দুরে থাকতে চাই।
প্লিজ আমাকে কেউ আবু তহা আদনান ভাইয়ের সাথে যোগাযোগ করার মাধ্যম কেও বলতে পারবে।
Allah amak hedayet dn koro😢😢
মাশা-আল্লাহ
(আল্লা-হুম্মাকফিনীহিম বিমা শি-তা)
১৩২-" হে আল্লাহ! আপনি যা ইচ্ছে তা দ্বারাই এদের মোকাবিলায় আমার জন্য যথেষ্ট হোন।
13:25 alhamdulillah ❤️
আমি হয়তো একদিন থাকবো না কিন্তু আমার কমেন্ট গুলো থাকবে আর আমার পরের প্রজন্ম আমার কমেন্ট গুলো পড়বে তাই আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই হযরত মুহাম্মাদ সাঃ আল্লাহর বান্দা ও রাসূল,,,❤️,,,
আল্লাহুম্মাকফিনীহিম বিমা শি-তা। অর্থঃ হে আল্লাহ আমাকে তাদের থেকে রক্ষা করুন যেভাবে আপনি চান। ا شِئْتَ».
(আল্লা-হুম্মাকফিনীহিম বিমা শি’তা)।
১৩২- “হে আল্লাহ! আপনি যা ইচ্ছে তা দ্বারাই এদের মোকাবিলায় আমার জন্য যথেষ্ট হোন।”[1]
আজকের সাথে খুব রিলেটেড হাজার বছর পুরনো ঘটনা, আছে বহু শিক্ষা, যদি নিতে পারি।
সুবহানআল্লাহ
আল্লাহ মহান ক্ষমাশীল ও পরম দয়ালু
First shunecilam hafijur rahman siddik er bayan e
[আল্লা-হুম্মাকফিনীহিম বিমা শি'তা]। “হে আল্লাহ! আপনি যা ইচ্ছে তা দ্বারাই এদের মোকাবিলায় আমার জন্য যথেষ্ট হোন।মুসলিম-4/2300, নং-3005। প্রেক্ষাপট- সুরা বুরুজ!
ধীরে ধীরে পড়ুন।
আস্তাগফিরুল্লাহ,
আস্তাগফিরুল্লাহ
আস্তাগফিরুল্লাহ
আস্তাগফিরুল্লাহ
আস্তাগফিরুল্লাহ
আল্লাহুম্মাগফিরলি
আল্লাহুম্মাগফিরলি
আল্লাহুম্মাগফিরলি
আল্লাহুম্মাগফিরলি
আল্লাহুম্মাগফিরলি
রাব্বিগফিরলি!
রাব্বিগফিরলি
রাব্বিগফিরলি
রাব্বিগফিরলি
রাব্বিগফিরলি!
‘‘তারপর পড়ুন আল্লাহ তা'লার প্রিয় চারটি বাক্য..
সুবহানআল্লাহ
আলহামদুলিল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু
আল্লাহ আকবার
সুবহানআল্লাহ
আলহামদুলিল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু
আল্লাহ আকবার
সুবহানআল্লাহ
আলহামদুলিল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু
আল্লাহ আকবার
সুবহানআল্লাহ
আলহামদুলিল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু
আল্লাহ আকবার
সুবহানআল্লাহ
আলহামদুলিল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু
আল্লাহ আকবার
‘এবার পড়া যাক আমাদের প্রিয় রাসূুল (সাঃ) উপর দূরদ..
"আল্লাহ হুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাব্যিয়িনা মুহাম্মদ'
"আল্লাহ হুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাব্যিয়িনা মুহাম্মদ'
"আল্লাহ হুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ'
আল্লাহ হুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ'
আল্লাহ হুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ'
_"ফাঁকে পড়ে ফেলুন "
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ (সাঃ)
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ (সাঃ)
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ (সাঃ)
"তারপর পড়ুন"...
সুবহানআল্লাহি ওয়াবিহামদিহী
সুবহানআল্লাহি ওয়াবিহামদিহী
সুবহানআল্লাহি ওয়াবিহামদিহী সুবহানাল্লাহিল আজীম"
"বেশি বেশি পাঠ করুন"...
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাহ বিল্লাহ’
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাহ বিল্লাহ’
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাহ বিল্লাহ’!
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাহ বিল্লাহ’!
‘বিপদ আপদ থেকে বাঁচার জন্যে পড়ে ফেলুন..
'লা ইলাহা ইল্লা আনতা সুবাহানাকা ইন্নি কুনতু মিনাজ যোয়ালিমিন'!
'লা ইলাহা ইল্লা আনতা সুবাহানাকা ইন্নি কুনতু মিনাজ যোয়ালিমিন'!
'লা ইলাহা ইল্লা আনতা সুবাহানাকা ইন্নি কুনতু মিনাজ যোয়ালিমিন'!
- পড়া শেষ হলে °আলহামদুলিল্লাহ°
জাজাক আল্লাহ
subhanAllah
এই জায়গা টি সৌদি আরবের নাজরান শহরে। এই জায়গার মাটি থেকে এখনো পোড়া গন্ধ বাহির হয়। যা মহান আল্লাহ আমাকে দেখার সুযোগ করে দিয়েছেন।
জাজাকাল্লাহ
Subhan Allah
আল্লাহুম্মাকফিনি হিম বিমা সিক্তা
আমার কাছে মনে হল, "আল্লাহুম্মাগ্ ফিনি হিম বিমা সিক্তা"
"আল্লাহুম্মাকফিনীহিম বিমা শি-তা" 7:59
❤❤❤
allahum-magfinihim bima shikta.
আল্লাহুম্মাগ ফিনিহিম বিমা সিতা
গল্প মিথ্যা বা সত্ত সুনতেভাল লাগে
এতদিন পর এই বিষয়টি শিখলাম!!!
মাশাআল্লাহ
আল্লাহুম্মাগ ফিনিহিম বিমা শিকতা
হে আল্লাহ আমার ছেলেকে আমি মাদ্রাসায় দিয়েছি তুমি আব্বু তোহা হুজুরের মত হেদায়েত দান কর আমিন।
❤❤❤আল্লাহ এই মায়ের দোয়া তুমি কবুল করে নাও আমিন।
amin
Amin
ভাইয়া এই ভুল করবেন না। ওখানে পাঠাবেন না। সবাই বলে মাদ্রাসা ভালো কিন্তু কোনো ধনী লোক নিজের ছেলেকে পাঠায় না কেন? আপনার সন্তান মনুষত্ব হারিয়ে ফেলবে
Ppp
আল্লাহুকবার।
আললাহু আকবার
اللہم اکفنیم بما شئت
আমরা বিশ্বাস করি।
আদনান ভাইপার
Alhamdulillah ❤❤❤
মাশাআল্লাহ কোরআনে এত সুন্দর সুন্দর তাফসীর রেখে তাহেরি দের মত কিছু মাওলানা বাবুল ফাউল দিয়ে তাফসীর শুরু করে ওদেরকে আল্লাহ হেদায়েত দান করুক
Fast comments ❤❤❤❤❤
এবং সাউন্ডটা কিভাবে রেকর্ড করে আল্লাহর ওয়াস্তে বলেন
সৌদি আরবের নাজরানে এই এলাকাটি সংরক্ষিত করে রেখেছে দেশের সরকার।
Thik bolcen
আল্লাহুম্মাক ফিহিম বিমা শিঈতা
কুরআনের অর্থ বুঝে পরতে পারলে মজা আছে❤
ঈসা আঃ জামানায়
এই আল উখদুদ নামেক জায়গা টা সরাসরি দেখেছি😢
👍🏼👍🏻👍🏽👍🏾👍🏿👍🏿👍🏾👍🏽👍🏼👍🏻
সালাম
আমি সপ্নে দেখলাম
ইসা আঃ দুনিয়াতে এসে গেছে।
তখন আমি দাজ্জাল কোথায় আছে খুজতে লাগলাম।
এ ব্যাপারে শায়েখ কিছু জানাবেন?
অপেক্ষায় রইলাম
আল্লাহ্ আমাদেরকে হেদায়াত দান করুন।
আমিন
আমি তো অনেক পাপ করেছি আমি কি আমার পাপের ক্ষমা পাবো আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন।
আসসালামু আলাইকুম ভাইজান খাস দিলে আল্লাহর কাছে সিজদায় কান্না করে তওবা করে ক্ষমা চাইলে অবশ্যই আল্লাহ ক্ষমা করবেন ইনশাল্লাহ তায়ালা
আমি এই যায়গাটা দেখেছি।
এখনো এখানে চামড়া পোড়া গন্ধ পাওয়া যায়
জেলা পর্যায়ে কেমিস্ট্রিতে, biology, server hacking _ অনার্স করতে পারছে না বাচ্চারা এজন্য দেশের বাইরে চলে যাচ্ছে টাকাও পাচার হয়ে যাচ্ছে per head ৩০ লাখ টাকা (মজার ব্যাপার হলো _ কম্পিউটারের ইঞ্জিনিয়ারিং করে কিন্তু প্রোগ্রামিং জানে না তাহলে তারা চাকরি করবে কি করে !!)
বহু দিন আগের কথা। কত বছর আমরা জানি না??😂😂😂
খুব সম্ভবত নারজানের ঘটনা।
ভাই আপনি কিসের মাধ্যমে ভিডিও রেকর্ড করেন ক্যামেরা বা ফোন হলে সেই মডেল নম্বরটি বলেন