দলীয় কোঠায় মুক্তিযোদ্ধা, বর্তমানে মুক্তিযোদ্ধা পরিচয় দেওয়ার চেয়ে রাষ্ট্রদূত হিসেবে পরিচয় দেওয়া টা অনেক সন্মানের অনেক গর্বের অনেক গৌরবের বলেই আমি মনে করি
নজরুল ইসলাম খান ১৯৭০-এর দশকে শ্রমিক আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন। ১৯৭০ সালে তিনি তৎকালীন পাকিস্তান মেশিন টুলস কারখানার (বর্তমান বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরী) শ্রমিক ইউনিয়নের সভাপতি ছিলেন।[৩] বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রাক্কালে ১৯৭১ সালের মার্চে গাজীপুরের জয়দেবপুরে সর্বদলীয় মুক্তিসংগ্রাম পরিষদ গঠিত হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক আহ্বায়ক ও তিনি কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। তথ্য সূত্র উইকিপিডিয়া।
My dear Nazrul Islam Khan Vai Assalamu Alkum oya Rahmatullah oya Barkathuhu. I am your younger brother,s from B. M.T. F. Your younger Migan Was my Closed friends. I pray to Allah for your Longlifes and more Peace. Thanks to Allah.
উনি আমাদের স্কুলে শিক্ষক ছিলেন। উনাকে মিথ্যা প্রেমের উপবাদ দিয়ে তাড়ানো হয়েছিল বলে আমি শুনেছি। উনাকে তোমাকে খুব জোর করে এলাকা থেকে বিতাড়িত করা হয়েছিল। উনি ভালো বাঁশি বাজাতে পারেন। উনার বাঁশির সুর নাকি আমাদের এলাকার মিয়া বাড়ির একজন মেয়ে তার প্রেমে পড়েছিল।সে অপবাদে তাকে গ্রামছাড়া করা হয়েছিল, বলে আমি শুনেছি
একজন ভালো মানুষ শ্রদ্ধে নজরুল ইসলাম খান আল্লাহ তাআ'লা ওনাকে সুস্থ রাখুক দোয়াকরি।
একজন বীর মুক্তিযোদ্ধা খান সাহেবকে লাল গোলাপের শুভেচ্ছা বিএনপি থেকে 💥🌹🌹🌹🌹🌹🌾🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
উনি দেখতে আমার শশুরের মতো।
ওনাকে ভালো লাগে, মাশাআল্লাহ ❤
বিএনপির উচ্চ পর্যায়ে নেতাদের মধ্যে আমার জানামতে জনাব নজরুল ইসলাম খান অন্যতম প্রধান সৎ মানুষ।
সৎ মানুষ। খুবই মার্জিত একজন মানুষ। দোয়া করি সবসময় উনি ভালো থাকুক সুস্থ থাকুক।
এত মার্জিত রুচির মানুষ উনি❤️❤️
একজন বরেণ্য ব্যাক্তিত্ব। অতিবো ভদ্রলোক, আমার খুব পছন্দের ব্যক্তি। মহান আল্লাহ নেক দীর্ঘায়ু দান করুন। Amin🤲
জামালপুর জেলার ইসলাম পুর থানার কুলকান্দি ইউনিয়ন এর সন্তান। তিনি জেলার গৌরব।
Excellent. Time right bd
অসাধারণ সন্তান দেখে কেউ বুজবে না তার মুখের কথা না শুনলে।
Onek valo manus ,
অভিনন্দন খান সাহেব কে,
যেহেতু বাসায় গিয়ে রাজনৈতিক গন্যমান্য ব্যক্তিদের পরিচয় নেয়া হয়, এক্ষেত্রে পরিবারের সকলকে দেখানো হলে অনুষ্ঠানটি আরো আকর্ষণী হতো।
আমাদের সমাজব্যবস্থায় গৃহকর্ত্রীরা ক্যামেরার সামনে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করে না।
Amader alakar unake niye amra gorbito🎉🎉
ভালো মনের মানুষ
দলীয় কোঠায় মুক্তিযোদ্ধা, বর্তমানে মুক্তিযোদ্ধা পরিচয় দেওয়ার চেয়ে রাষ্ট্রদূত হিসেবে পরিচয় দেওয়া টা অনেক সন্মানের অনেক গর্বের অনেক গৌরবের বলেই আমি মনে করি
আপনার পরিচয় ও ঠিকানা জানালে খুশী হতাম ভাই। ইউ টিউবে বা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েব সাইটে খুঁজতাম আপনার পরিবারে কেউ মুক্তিযোদ্ধা ছিলেন কিনা? থাকলে তাদের শ্রদ্ধা জানাতাম।
নজরুল ইসলাম খান ১৯৭০-এর দশকে শ্রমিক আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন। ১৯৭০ সালে তিনি তৎকালীন পাকিস্তান মেশিন টুলস কারখানার (বর্তমান বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরী) শ্রমিক ইউনিয়নের সভাপতি ছিলেন।[৩] বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রাক্কালে ১৯৭১ সালের মার্চে গাজীপুরের জয়দেবপুরে সর্বদলীয় মুক্তিসংগ্রাম পরিষদ গঠিত হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক আহ্বায়ক ও তিনি কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। তথ্য সূত্র উইকিপিডিয়া।
আওয়ামী লীগ হাইব্রিড মুক্তিযোদ্ধার দল।বিএনপি তে সব রনাঙ্গনের মুক্তিযোদ্ধা
My dear Nazrul Islam Khan Vai Assalamu Alkum oya Rahmatullah oya Barkathuhu. I am your younger brother,s from B. M.T. F. Your younger Migan Was my Closed friends. I pray to Allah for your Longlifes and more Peace. Thanks to Allah.
Beautiful man I found when he was the Embesador of Bangladesh in Kuwait, the supplimant page I shared with him
শুভ কামনা
Thanks n I khan sir sotto bolar jonno thanks your son
Valo manush
উপস্থাপিকা এতো কথা বলেন ও দ্রুত প্রসঙ্গ বদল করে যে কোন বিষয় সম্পূর্ণ ভাবে জানা যায় না !
কতো অহংকার শ্রমিক হিসেবে আর এটাই সততার পুরস্কার।
কি অবলীলায় বললেন শ্রমিক হয়ে বিয়ে করেছেন শ্রমিকের বোন কে !
❤️❤️❤️
Thanks to mr nazrul Islam khan ,veteran sramic leader ,now member of BNP standing committee for her honesty .
❤
এই মানুষটার সাথে বিএনপির রাজনীতি মেলে না।
আপনার মতে কি আওয়ামী লীগের সাথে উনার রাজনীতি যায়।।।
বিএনপির সিনিয়র নেতারা অনেক ভিদ্র😊 0:39 0:40 0:40 0:40 0:40
It would have been better if a more mature person could take the interview of this politically important person.
খুবই সুশিক্ষিত মার্জিত একজন নেতা
উনি আমাদের স্কুলে শিক্ষক ছিলেন। উনাকে মিথ্যা প্রেমের উপবাদ দিয়ে তাড়ানো হয়েছিল বলে আমি শুনেছি। উনাকে তোমাকে খুব জোর করে এলাকা থেকে বিতাড়িত করা হয়েছিল। উনি ভালো বাঁশি বাজাতে পারেন। উনার বাঁশির সুর নাকি আমাদের এলাকার মিয়া বাড়ির একজন মেয়ে তার প্রেমে পড়েছিল।সে অপবাদে তাকে গ্রামছাড়া করা হয়েছিল, বলে আমি শুনেছি
উনার বাড়ি কোথায় । কোন স্কুলের শিক্ষক ছিলেন
@@sharfulislam1526 কুলকান্দি শামসুন্নাহার উচ্চ বিদ্যালয় এর শিক্ষক ছিলেন।
হুমায়ুন সাহেব সমাজের ভালো মানুষ গুলো কে অপবাদ দিয়ে থাকে।
অনেক অনেক ধন্যবাদ স্যার কে
Nazrul Islam Khan Itihaas Taluk kara Hawk online
Valobasa roilo sir
খুব ভালোমনের মানুষ