আমার সব জুড়ে স্রষ্টা,,,সৃষ্টির প্রেমে পড়ে স্রষ্টার বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে পারবনা,,,কারন এই মায়া মমতা,প্রেম ভালোবাসা,এতো রুপের বাহার যিনি দিয়েছেন মানুষের মাঝে,সেই আল্লাহই আমার জন্য যথেষ্ট।।
@@westlondon-ch9ub এই মহম্মদ নাকি প্রাইভেট প্লেন মেরাজে না বোরাকে চড়ে আল্লার সাথে মিটিংয়ে যেতো।মহম্মদ নাকি আল্লার সাহায্যে আঙুল দিয়ে চাঁদ কে দুটুকরো করেছে। অথচ সেই আল্লা এতোই দুর্বল যে মহম্মদকে যখন বিষ খাওয়ান হলো তখন মুহম্মদকে সাবধান করতে পারলনা, বিষের কারনে মাল্টি অর্গান ফেলিওর হয়ে দীর্ঘ দিন ধরে ভুগে যন্ত্রণাদায়ক মৃত্যুর থেকে রক্ষা করতে পারলনা। মহম্মদের মরার পর তিনদিন ধরে মহম্মদের মৃতদেহ পরেরইল ও পচে গন্ধ বার হলো।তারপর আবুবকর মহম্মদের যাযগা দখল করে ও মহম্মদের মেয়েকে হত্যার জন্য লোক পাঠায়। আল্লা তখন কি করছিল? আমারা যেমন বাচ্চাদের যুযুর ভয় দেখাই কিন্তু আসলে যুযুর কোনো অস্তিত্বই নেই ঠিক সেইরকম মহম্মদ ও মানুষকে আল্লার কথা বলতো যাতে মানুষ তার কথা শোনে, আসলে আল্লার কোনও অস্তিত্বই নেই, পুরোটাই মহম্মদের ভাঁওতা।
@LunaticGirl Volgz কমেন্ট মনোযোগ দিয়ে পড়ে বুঝেই রিপ্লাই করুন। আমার প্রশ্ন ছিলো, ইসলামে নারীকে মানুষ হিসেবেই গণ্য করা হয়নি, কোরআন-হাদিসে এমন কথা লেখা আছে , তা কি জানেন? সূরা আল-মুল্কের কোন্ আয়াতে নারী বিষয়ক কথা লেখা আছে? কোরআনে প্রচুর পরস্পরবিরোধী আয়াত ও ভুলভাল্ তথ্যের আয়াত আছে, তার কোনটাতে আপনি বিশ্বাস করবেন, আর কোনটাতে অবিশ্বাস করবেন? কোরানের ৬৭ঃ০৫ আয়াত অনুযায়ী সাত আসমানের উপর আল্লাহর আরশ ভূপৃষ্ঠ থেকে মাত্র ৮৪০ কিলোমিটার উপরে অবস্থিত। অথচ বঙ্গবন্ধু-১ স্যাটালাইট আল্লাহর আরশের প্রায় ৩৫ হাজার কিলোমিটার তথা ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৬ হাজার কিলোমিটার উপরে আছে৷ ৬৭. সুরা আল-মুল্ক ০৫. আমি সর্বনিম্ন আকাশকে প্রদীপমালা দ্বারা সুসজ্জিত করেছি; সেগুলোকে শয়তানদের জন্যে ক্ষেপণাস্ত্রবৎ করেছি এবং প্রস্তুত করে রেখেছি তাদের জন্যে জলন্ত অগ্নির শাস্তি। উপরে উল্লেখিত কোরআনের আয়াতটি নীচের লিঙ্কের কোরআন থেকে নেওয়া হয়েছে। কোরআনুল করীম অনুবাদ ও সম্পাদনা : মাওলানা মুহিউদ্দীন খান। onushilon.org/corpus/trans/koran/koranind.htm
@@user-ly3br6zt1p এই মহম্মদ নাকি প্রাইভেট প্লেন মেরাজে না বোরাকে চড়ে আল্লার সাথে মিটিংয়ে যেতো।মহম্মদ নাকি আল্লার সাহায্যে আঙুল দিয়ে চাঁদ কে দুটুকরো করেছে। অথচ সেই আল্লা এতোই দুর্বল যে মহম্মদকে যখন বিষ খাওয়ান হলো তখন মুহম্মদকে সাবধান করতে পারলনা, বিষের কারনে মাল্টি অর্গান ফেলিওর হয়ে দীর্ঘ দিন ধরে ভুগে যন্ত্রণাদায়ক মৃত্যুর থেকে রক্ষা করতে পারলনা। মহম্মদের মরার পর তিনদিন ধরে মহম্মদের মৃতদেহ পরেরইল ও পচে গন্ধ বার হলো।তারপর আবুবকর মহম্মদের যাযগা দখল করে ও মহম্মদের মেয়েকে হত্যার জন্য লোক পাঠায়। আল্লা তখন কি করছিল? আমারা যেমন বাচ্চাদের যুযুর ভয় দেখাই কিন্তু আসলে যুযুর কোনো অস্তিত্বই নেই ঠিক সেইরকম মহম্মদ ও মানুষকে আল্লার কথা বলতো যাতে মানুষ তার কথা শোনে, আসলে আল্লার কোনও অস্তিত্বই নেই, পুরোটাই মহম্মদের ভাঁওতা।
আসাদুজ্জামান নূর সাহেব নয় আমার কাছে, ওনাকে চিনি বাকের ভাই নামে ম্যাচো যুবক হিসেবে। গত শতাব্দীর যথাসম্ভব নয়ের দশকে ওনার নাটক দেখি বি টিভি তে। বাকের ভাই নামক রাফ এন্ড টাফ চরিত্রে। তখন আমি সদ্য তরুণ। ওনার উপস্থাপনায় বর্তমানে যে অতীতের বিভিন্ন স্বনামধন্য নমস্য ব্যক্তিদর সাক্ষাৎকার দেখে নিজেকে জ্ঞান সমৃদ্ধ করে গড়ে তোলার চেষ্টা করি। ওনার কাছে নিবেদন ওনার শত ব্যস্ততার মাঝে উনি যেনো বাংলাদেশের এই প্রজম্মের বিশিষ্ট নাট্যজগতের রত্ন ত্রয় বৃন্দাবন দাশ, শাহনাজ খুশি এবং চঞ্চল চৌধুরী কে নিয়ে একটি অনুষ্ঠান করেন। বাকের স্যার প্র ণাম নেবেন।
আমি প্রথমেই মা বলে সম্বোধন করলাম আপনাকে। প্রনাম নিবেদন করলাম আপনাকে। আপনার পুরো কথা শুনে মনে হলো, উনি একজন দার্শনিক ও পন্ডিত এবং ভীষণ ভাবে আধ্যাত্মিক মানুষ ছিলেন। আমি কোলকাতা থেকে সন্দীপ চ্যাটার্জী এই লেখাটি আপনাকে পোস্ট করলাম। মা, আপনি আমাকে ও আমার পরিবারকে আশীর্বাদ করেন। ভগবানের কাছে প্রার্থনা করি আপনি আপনার পরিবার নিয়ে খুব খুব ভালো থাকুন।
@@AbdulMalek-s4k এই মহম্মদ নাকি প্রাইভেট প্লেন মেরাজে না বোরাকে চড়ে আল্লার সাথে মিটিংয়ে যেতো।মহম্মদ নাকি আল্লার সাহায্যে আঙুল দিয়ে চাঁদ কে দুটুকরো করেছে। অথচ সেই আল্লা এতোই দুর্বল যে মহম্মদকে যখন বিষ খাওয়ান হলো তখন মুহম্মদকে সাবধান করতে পারলনা, বিষের কারনে মাল্টি অর্গান ফেলিওর হয়ে দীর্ঘ দিন ধরে ভুগে যন্ত্রণাদায়ক মৃত্যুর থেকে রক্ষা করতে পারলনা। মহম্মদের মরার পর তিনদিন ধরে মহম্মদের মৃতদেহ পরেরইল ও পচে গন্ধ বার হলো।তারপর আবুবকর মহম্মদের যাযগা দখল করে ও মহম্মদের মেয়েকে হত্যার জন্য লোক পাঠায়। আল্লা তখন কি করছিল? আমারা যেমন বাচ্চাদের যুযুর ভয় দেখাই কিন্তু আসলে যুযুর কোনো অস্তিত্বই নেই ঠিক সেইরকম মহম্মদ ও মানুষকে আল্লার কথা বলতো যাতে মানুষ তার কথা শোনে, আসলে আল্লার কোনও অস্তিত্বই নেই, পুরোটাই মহম্মদের ভাঁওতা।
ভাল মনের মানুষগুলো এভাবেই সুন্দর জীবন যাপন করুক আর খারাপ মনের মানুষগুলো এসব দেখে হিংসা হিংসি না করে ভাল মনের মানুষ হওয়ার অনুপ্রেরনা খুঁজুক। এভাবেই প্রকৃতি ও মানুষ্যজাতি মিলেমিশে ভাল থাকুক।
ফিরদৌসী দিদি, খুবই ভালো লাগলো। আপনার বাবা সত্যিই মহান হৃদয়ের মানুষ। দিদি, মনুষ্য জাতির প্রতি, মনুষ্য সৃষ্ট ধর্ম ও সমাজের প্রতি আমার ঘৃণা হয়। কারন, আমরা মানুষেরা এত কিছু অসাধ্য সাধন করতে পারি, কিন্তু সামান্য সামাজিক ও ধর্মীয় বেড়াজাল টা কে কেন সহজেই ভেঙে দিতে পারিনা। আমরা তো সবাই জীবশ্রেষ্ঠ মানুষ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার দীর্ঘায়ু কামনা করি। ভালো থাকুন সুস্থ থাকুন।
ধর্ম পরিবর্তন করার এখনো সময় আছে, যদি শ্রধ্যেয় রামেন্দু মজুমদার চান।কারণ উনি একজন শিক্ষিত বুদ্ধি জীবি। আল্লাহ তাঁকে এলেম দিয়েছেন। সব কিছু নিয়ে চিন্তা ভাবনা, পড়াশোনা করার মত এখনো তাঁর সময় আছে যেহেতু, উনি আললাহর দূনিয়ায় আললাহ কি আদেশ করেছেন, তা, ভাবুন আর তার উপর আমল করুন। তার ২ দুনিয়াই পরিপূর্ণ তা পাবে, ইন শা আললাহ। অনেক সম্মান তাদের জন্য। এই জন্য ই মনের কথাটা জানালাম।
@@fatemaferdous6292 দেখুন অভ্যাস পরিবর্তন করা খুব কঠিন, সাধারণ মানুষ বিধ্বস্ত হয়ে যায়। বাবা-মা সন্তানের জন্য অনেক ত্যাগ স্বীকার করেন সন্তানের কল্যাণে। সন্তান যদি সুশিক্ষিত ও বুদ্ধিমান হয় , পিতা মাতা ইচ্ছার বিরুদ্ধে মেনে নেন, শান্তির প্রত্যাশায়। মানুষ হৃদয়ের কথা শোনে, বুদ্ধি বা মস্তকের নয় ।
@@fatemaferdous6292 উনারা আল্লাহ তালার সঠিক নির্দেশ ঠিক মতোই পালন করেছেন ও করছেন। আপনিই নিজের মগজ টাকে পরিষ্কার করুন ও চোখটাকে ভাল করে ধুয়ে ফেলুন। মনের কষ্ট দূর হবে।
চন্ডীদাস ছিল ব্রাহ্মণের ছেলে❤, আর রজকিনী ছিল, একজন ধোপার মেয়ে❤। তারা উভয়ে ভালবেসেছিল একে অপরকে❤, কোনো বাধাই তাদেরকে রুখতে পারেনি❤? কারণ, তাদের ভালোবাসা ছিল অত্যন্ত শক্তিশালী❤!
আগে মইরা লন। বুঝতে পারবেন দুনিয়ার জীবনের রং তামাশার কি মজা! ইয়া আল্লাহ, তুমি আমাদের সবাইকে দ্বীনের সঠিক জ্ঞান দান কর এবং হেদায়েত দান কর এবং হেফাজত কর।আমিন।
Master piece of humanity. ওনার মহান পিতার আদর্শ ধর্ম কেন সন্তানের সুখে বাঁধা হবে। সকলের জন্য শুভকামনা রইল। এবং অমলিন সুন্দর হাসি অটুট থাকুক এই প্রার্থনা ৷
@@soharabhossain3926 ঠিকই তো, মহম্মদ যেমন তার বাবার মৃত্যুর চার বছর পর জন্মায় আর সেই লজ্জায় ওর মা ওকে ফেলেদিযেছিল জন্মের পর থেকেই, অবৈধ সন্তান প্রসবের লজ্জায়।
@@soharabhossain3926 আল্লাহর নির্দেশ ছাড়া পাতা নড়ে না, দুই নির্দোষ শিশুর জন্মকে অবৈধ বলে দাগীয়ে দেওয়া মূর্খামি। তারা যেখানে ই থাক , শিক্ষিত ,দেশ ও দশের সম্পদ , আগাছা নয়।
আসল অপরাধী আপনার বাবা,, জীবন চোখের পলকেই পার হয়ে যাবে কিন্তু পরকাল অনন্ত কাল,, এখনো সময় আছে তওবা পড়েন,, মুসলমান হয়ে যান,, বেলা অনেক গড়িয়েছে,, ভুল পথ ছেড়ে ইসলামের পথে আসুন, নিজের বাবা মার জন্য দোয়া করুন, তওবা করুন।
Ai comments er jonnei hoito apni jahanname jaben,biai to korce reap to koreni,khun o na. Taile prblm ki vai, tader karone apnar kon khoti ta hoice aktu bolben? ??
@@nipapoddar8897 আপনার নাম শুনে মনে হচেছ আপনি সনাতনি,, জাহান্নামি হওয়ার কি কি কারন সেটা আপনার জানার কথা না,, আপনি আপনার ধর্ম নিয়েই থাকুন, আপনার ধর্ম আপনি পালন করুন,,, আমি যাকে নিয়ে লিখেছি সে একজন মুসলমান ছিল, আমি তাকে অবশ্যই ভাল কথা বলতে ও ভাল পথে ফিরে আসার কথা বলতে পারি,, আপনার নাকটা আপনি অন্য কোথাও গলান, খামোখা তর্ক করতে আসেন কেন?
@@sarkersusanta6857 আমি কি করব সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না,,কথা টা আপনাকে বলিনি, আপনার এত পুড়ছে কেন😅😅😅😅 প্রয়োজনে আমার চেম্বারে কম্পাউন্ড এর কাজ যখন করবেন তখন উপদেশ দিয়েন,খুশি হব।
When a Muslim marries a non-Muslim, in most cases, non-Muslim must convert to Islam. Exception is there, but they are exceptions only. When a Christian marries a Hindu or vice versa, there is no conversion from either side. Both religions are followed , respected and celebrated.
@@asishkumarnandagoswami8711ইই ইমানদার সবাই জান্নাতে যাবে,,কর্মফল ভোগ করার পর,,কিন্তু যারা আল্লাহ কে বাদ দিয়ে শিরকিতে লিপ্ত,বহু ইশ্বর বানিয়ে তাদের সামনে মাথা নত করে তারা আজিবন আমৃত্যু জাহান্নামে জ্বলতে থাকবে, সেখান থেকে রেহাই নেই,
চন্ডি রজকিনির কাহিনি এখানে খাঁটে না তারা দুজনই চিল একই কমিউনিটির, কিন্তু ফেরদৌসী তখন মুসলিম আর রামেন্দু হিন্দু,, সেটা ইসলাম সমর্থন করে না,তাই তো পারমিশন দেবার সাথে সাথে তার জবান আল্লাহ বন্ধ করে দিয়েছেন, সেটা তো ফেরদৌসী নিজেই বল্ল,,
@@bidhankrishna1292 মূলত মৃত্যুর পরবর্তী জীবনকে কবর বলে।মৃত্যুর পরে দুজন ফেরেস্তা এসে জিজ্ঞেস করবে ৩ টা প্রশ্নের উত্তর। এই প্রশ্নগুলো সবার জন্যই পৃথিবীর সব মানুষের জন্যই এক।আপনার কি জানা আছে কি প্রশ্ন করা হবে??
@@shaikhnazmul255 এই মহম্মদ নাকি প্রাইভেট প্লেন মেরাজে না বোরাকে চড়ে আল্লার সাথে মিটিংয়ে যেতো।মহম্মদ নাকি আল্লার সাহায্যে আঙুল দিয়ে চাঁদ কে দুটুকরো করেছে। অথচ সেই আল্লা এতোই দুর্বল যে মহম্মদকে যখন বিষ খাওয়ান হলো তখন মুহম্মদকে সাবধান করতে পারলনা, বিষের কারনে মাল্টি অর্গান ফেলিওর হয়ে দীর্ঘ দিন ধরে ভুগে যন্ত্রণাদায়ক মৃত্যুর থেকে রক্ষা করতে পারলনা। মহম্মদের মরার পর তিনদিন ধরে মহম্মদের মৃতদেহ পরেরইল ও পচে গন্ধ বার হলো।তারপর আবুবকর মহম্মদের যাযগা দখল করে ও মহম্মদের মেয়েকে হত্যার জন্য লোক পাঠায়। আল্লা তখন কি করছিল? আমারা যেমন বাচ্চাদের যুযুর ভয় দেখাই কিন্তু আসলে যুযুর কোনো অস্তিত্বই নেই ঠিক সেইরকম মহম্মদ ও মানুষকে আল্লার কথা বলতো যাতে মানুষ তার কথা শোনে, আসলে আল্লার কোনও অস্তিত্বই নেই, পুরোটাই মহম্মদের ভাঁওতা।
যে বাবার প্রিয় সাগরেদদের হাতে তার প্রিয়তম কন্যা ফাতিমা খুন হয়, নাতি হাসান হুসেন খুন হয়, স্ত্রী আয়েশা খুন হয়, এক সাগরেদের অন্য সাগরেদ হাতে খুন হয়, যার মতাদর্শ সারাবিশ্বে সন্ত্রাসবাদ নামে পরিচিত, সেই মোহাম্মদের জন্য কী কী লানত আছে?
@@ohyeahohyeah7119 কমেন্টসংশ্লিষ্ট রিপ্লাই দেবার মতো যোগ্যতা যাদের নাই মূর্খতাপূর্ণ সন্ত্রাসবাদী ইসলামী ইতরামী করে ব্যক্তি আক্রমণ করে সুন্নত আদায় করা ও নেকী কামাই করাই তাদের বৈশিষ্ট্য।
এ সব মিথ্য কথা কেন বলছো ভাই তুমি সারা জিবন দূনিয়াতে থাকতে পারবা না যে তোমাকে দুনিয়াতে নিয়া আসছে সেই সময় হলে নিয়ে যাবে ভালো থাকো সত্যি টা খুযে বের কর পর কালকে বিশাস কর তুমি নিষচই জিগগাসিত হবে মনে রেখো . আগূন কে ভয় পাও .
দুজন মানুষ সুখে কাটাতে পারাটাই বড় কথা। প্রচুর মানুষ অন্য ভাষা, দেশ বা ধর্মের মানুষকে বিয়ে করেও সুখে এবং শান্তিতে জীবন কাটিয়ে যেতে পারেন। আবার প্রচুর মানুষ জাত ধর্ম সব মিলিয়ে বিয়ে করেও ট্রেনের সহযাত্রীর মতো জীবন কাটিয়ে যায়। পরষ্পরকে বুঝতে ও শ্রদ্ধা করতে পারাই বৈবাহিক সম্পর্কে সবচাইতে বড় ব্যাপার....
@@litonbarua3562 তুমি হালার পো বার্মা চলে যাও। হালার গেডুয়ার গোষ্ঠী। বডুয়া মিয়া এতো ভাল বলো যে মুসলমান হিন্দু কে গ্রহন করে কোনদিন কোন হিন্দু বৌদ্ধ কে নামাজ পড়তে দেখছো। শালা ভন্ডর দল। কিলার বৌদ্ধ রা আবার অহিংস ভাব মারে।
দু জনেই শিক্ষিত ও গুনি জন , এটা একটা উদাহরণ। ধর্ম নিয়ে পৃথিবীতে এতো ভাগাভাগি না থেকে যদি মানুষ নামের মনুষ্যত্ব এক রাস্তায়এসে দাঁড়াতো, আমার মনে হয় সৃষ্টির আদি মূল থেকে পরম পরা খুশি হতো।
যত যাই করুক না কেন,ফলাফল মাটির নিছে সারে তিন হাত কবর,,মানলাম ধর্মের গৌরব বাদ দিয়ে মানব কর্ম করলাম,মৃত্যুর পর যদি হিসাবের কাঠগড়ায় না দাঁড়াতে হয় তাহলে তো ভালো, আর যদি দাঁড়াতেই হয়,তখন তোমাদের মত উদার মনারা আটকে যাবে,আর ধর্মভীরু রা পার পেয়ে যাবে,,ইনশাআল্লাহ 👌👌👌
উনার বাবার জবান বন্ধ হয়েছিলো কী কারণে, সেই কারণাটা কি আপনি সঠিকভাবে জানেন? উনার বাবা অসুস্থ সত্ত্বেও উনাদের বিয়েতে উপস্থিত ছিলেন, তা কি আপনি শুনেননি? উনার বাবার শিক্ষাগত যোগ্যতা ও পেশা সম্বন্ধে কি ছিলো তা কি জানেন? উনার ভাইদের সম্বন্ধে কি কিছু জানেন?
@@kayki8421 ইসলামী মিথ্যাচার করছেন কেন? ফেরদৌসী মজুমদার কি বলেছেন তাদের অবৈধ বিয়ের সম্মতি দেবার পরে তার বাবা বাকরুদ্ধ হন, নাকি বিয়ের সম্মতি দেবার পরে বাকরুদ্ধ হন? নিশ্চয়ই আপনি অবৈধ শব্দটি মূর্খতাপূর্ণ ইসলামী কুমতলবে যোগ করেছেন। উনার বাবা উনাদের বিয়েতে উপস্থিত থেকে উনাদের দুই জনকে দুই ঊরুতে বসিয়ে আশীর্বাদ করেছেন তা কি আপনি শুনেননি? মোহাম্মদ তার কোন্ পাপে প্রচণ্ড যন্ত্রণায় ভুগে হাঁটাচলার শক্তি হারিয়ে মাত্র ৬৩ বছর বয়সে করুণভাবে মারা গেলো?
আপনি তখনকার দিনে এমন উদার পিতার সন্তান হতে পেরেছেন, সত্যিই আপনি ভাগ্যবতী। আপনাদের দুজনের নাটক ই আমি দেখেছি । আগামী দিনে আন্তঃধর্মীয বিবাহ হতেই থাকবে।সবার উপর মানুষ সত্য। এই বাণীই রূপাযিত হবে।
অসাধারণ একটা কাহিনী শুনলাম। সবার কাছেই শিক্ষণীয়। ওই যে চন্ডীদাসের সেই কবে বলে গেছেন, "সবার উপর মানুষ সত্য"। কিন্তু তারপর কি আমরা কি সামনের দিকে এগিয়েছি না ক্রমশঃ পশ্চাদপদ?
Because the man is a non-Muslim and he did not convert. If he did, you would have no problem. This obsession for religion makes you such backward in the world.
বাবা মা ঠিকই সন্তানের কল্যাণ চেয়েছিলেন, কিন্তু হেদায়েত কপালে না থাকলে যা হয়। বাবা কৌশলে এরাবিক পড়তে দিয়েছিলেন, হয়তো চেয়েছিলেন ধর্মের প্রতি যদি মনটা টানে। কিন্তু টানেনি।
A man or a woman marries to a woman or man but not to a religions. There are more than 4000 religions in the world. Now, PL guess who will marry whom. Before a particular religion evolved in the world who married whom and how. Can anybody give an answer? Why people mix or brings religion in all affairs? Religion is nothing but a default like our body shape, skin colour, family identity. It is not the choice of an individual. In our region a Hindu and a Muslim like water and salt. One is created from other but still one can not accept other. It is like no other people is there except only Hindu and Muslim. Heaven or hell are only for themothers have no right there. What a crazy we are for a fictitious religion? Items is no way logical as an educated. Think about a Hindu but brought up in a Jews family. What will be identity?
শারিরীক অসুস্থতাকে কখনো 'অনুমতি' কারণ ভাবা ঠিক নয়। তাহলে যত দূর্ঘটনা ঘটে তার পিছনের কারণ খুঁজতে গেলে আল্লাহ একজন মিথ্যাবাদী ভাঁওতাবাজ ভুয়া সৃষ্টিকর্তা প্রমাণিত হবে। আল্লাহর উদ্দেশ্যে নামাজরত মুসুল্লিদের গুলি, বোমা ও আগুনের থেকে যে আল্লাহ রক্ষা করতে পারেনা সেই আল্লাহ তার উদ্দেশ্যে এবাদত কবুল করতে পারার ক্ষমতা রাখে তা একমাত্র অশিক্ষিত কুশিক্ষিত মূর্খ বেকুবরাই বিশ্বাস করতে পারে।
আমাদের দেশের মানুষ এটাই ভুলে যায় যে বিয়ে করতে গেলে ভালোবাসাটা প্রয়োজন, শ্রদ্ধাবোধ আর ভালোবাসা না থাকলে সেই বিয়ের মানে নেই! ওনাদের সুখী দাম্পত্য জীবন দেখে ভালো লাগছে ।
@@anindyadasgupta3537 ধর্মপরায়ণ হওয়া থেকে যখন তোরা বেশ্যা হওয়া পছন্দ করিস। তবে তোরা তাই হ। মুসলমানের ঘরে হয়ে হিন্দু কে বিয়ে করা বেশ্যা বৃত্তির সমান। শুনতে ভাল না লাগলেও এটাই সত্য।
@@anindyadasgupta3537 তখন সে যদি সত্যি মন থেকে এক আল্লাহ্ k বিশ্বাস করে r নিজেদের হাতে বানানো মূর্তি পূজার বিপরীতে এক আল্লাহর ইবাদতে মগ্ন হয় তাহলে সেটা তার মৃত্যু পরবর্তী জীবনের জন্য কল্যাণ কর
@@anindyadasgupta3537 amar kothar proman obosshoi ache Quran ebong Haids e er shob proman ache Kintu apni sheta porenni Ty janennna Jodi specific religious aspect chinta na kore what is the purpose of life sheta study korte Chan Taholei study unbiased vabe korole apnio sheta bujhte parben
@@mdmarzan2651its okay, if and only if the girl is not forced to be muslim by leaving Hinduism, and also not forced to follow conservative islamic customs.
@@hamidbakaul5038 🎇🎇 ইসলামে নারীকে মানুষ ও মুসলমান বলেই স্বীকার করা হয়নি। 🍎🍎 কোরানের ০২ঃ২৫ আয়াতে "সেখানে তাদের জন্য শুদ্ধচারিনী রমণীকূল থাকবে", অর্থাৎ ঈমান আনা লোকগুলি শুধুমাত্র পুরুষ বলেই তাদের জন্য জান্নাতে "শুদ্ধচারিনী রমণীকূল" রাখার ব্যবস্থা করা হয়েছে। ইসলামে নারীকে ঈমানদারদের মধ্যে গণ্য করা হয়নি। অর্থাৎ ইসলাম শুধুমাত্র পুরুষদেরই জন্য৷ ০২. সূরা আল-বাক্বারাহ ২৫. আর হে নবী (সাঃ), যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে, আপনি তাদেরকে এমন বেহেশতের সুসংবাদ দিন, যার পাদদেশে নহরসমূহ প্রবাহমান থাকবে। যখনই তারা খাবার হিসেবে কোন ফল প্রাপ্ত হবে, তখনই তারা বলবে, এতো অবিকল সে ফলই যা আমরা ইতিপূর্বেও লাভ করেছিলাম। বস্তুতঃ তাদেরকে একই প্রকৃতির ফল প্রদান করা হবে। এবং সেখানে তাদের জন্য শুদ্ধচারিনী রমণীকূল থাকবে। আর সেখানে তারা অনন্তকাল অবস্থান করবে। 🍎🍎 ইসলামে নারীকে মানুষের মধ্যেই গণ্য করা হয়নি, ইসলামে নারী মর্যাদা রাশিকৃত স্বর্ণ-রৌপ্য, চিহ্নিত অশ্ব, গবাদি পশুরাজি এবং ক্ষেত-খামারের মত আকর্ষণীয় বস্তুসামগ্রীর মতো মাত্র। ০৩. সূরা আল-ইমরান ১৪. মানবকূলকে মোহগ্রস্ত করেছে নারী, সন্তান-সন্ততি, রাশিকৃত স্বর্ণ-রৌপ্য, চিহ্নিত অশ্ব, গবাদি পশুরাজি এবং ক্ষেত-খামারের মত আকর্ষণীয় বস্তুসামগ্রী। এ সবই হচ্ছে পার্থিব জীবনের ভোগ্য বস্তু। আল্লাহ্র নিকটই হলো উত্তম আশ্রয়। পরহেজগারদের জন্য আল্লাহ জান্নাতে রেখেছে 'পরিচ্ছন্ন সঙ্গিনী', অর্থাৎ পরহেজগার হিসেবে কোনো নারীর স্থান নাই, শুধুমাত্র পুরুষই পরহেজগার হবে তাই তাদের জন্য সঙ্গিনী থাকবে। ০৩. সূরা আল-ইমরান ১৫. বলুন, আমি কি তোমাদেরকে এসবের চাইতেও উত্তম বিষয়ের সন্ধান বলবো?-যারা পরহেযগার, আল্লাহ্র নিকট তাদের জন্যে রয়েছে বেহেশ্ত, যার তলদেশে প্রস্রবণ প্রবাহিত-তারা সেখানে থাকবে অনন্তকাল। আর রয়েছে পরিচ্ছন্ন সঙ্গিনিগণ এবং আল্লাহ্র সন্তুষ্টি। আর আল্লাহ্ তাঁর বান্দাদের প্রতি সুদৃষ্টি রাখেন। ৩৫৩৫. ‘আবদুল্লাহ ইবনু ‘আমর (রাযিঃ)-এর সূত্র থেকে বর্ণিতঃ রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ দুনিয়ার উপভোগের উপকরণ (ভোগ্যপণ্য) এবং দুনিয়ার উত্তম উপভোগ্য উপকরণ পুণ্যবতী নারী। (ই.ফা. ৩৫০৬, ই.সে. ৩৫০৭) হাদিসের মানঃ সহিহ হাদিস ihadis.com/books/muslim/hadis/3535 ৪৭. ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “ছোঁয়াচে ও অশুভ বলে কিছু নেই। অশুভ বলতে যদি কিছু থাকে, তাহলে তা ঘর, স্ত্রী ও ঘোড়ার মধ্যে আছে।” (বুখারী ৫০৯৪নং) হাদিসের মানঃ সহিহ হাদিস ihadis.com/books/hadis-somvar/chapter/1 উপরে উল্লেখিত কোরআনের আয়াতগুলি নীচের লিঙ্কের কোরআন থেকে নেওয়া হয়েছে। কোরআনুল করীম অনুবাদ ও সম্পাদনা : মাওলানা মুহিউদ্দীন খান। onushilon.org/corpus/trans/koran/koranind.htm
একটা দারুণ অভিজ্ঞতার মুখোমুখি দাঁড় করিয়ে দিলো এই সাক্ষাতকার। শ্রদ্ধেয়া ফিরদৌসী মজুমদারের বাবার এমন একটা মানবিক দিক উন্মোচন হল যে, কোনও তুলনাই খুঁজে পাচ্ছি না। জয় হোক মানবতার, জয় হোক মনুষ্যত্ব্রের।
জনাব নূর স্যার আপনাকে সালাম জানাই ! স্যার আমি ছোট বেলা থেকে আপনার ভক্ত এবং আজ পর্যন্ত কাওকে পেলাম না যাকে আপনার মত সন্মান করা যায় ! আমি আপনার দেশী মানুষ !
ধর্ম অবশ্যই একটা বিষয় যদি পরকালে বিশ্বাস থাকে, বিশ্বাস না থাকলে এটা ওনার ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে বাড়াবাড়ি করার কিছু নেই। সৃষ্টিকর্তা মানুষকে স্বাধীনতা দিয়েছেন আমরা বলার কে? সুতরাং এটা নিয়ে বাড়াবড়ি করার কিছু নেই কারণ হিন্দু ভাইরা এতে কষ্ট পান।
"সৃষ্টিকর্তা মানুষকে স্বাধীনতা দিয়েছেন... আমরা বলার কে?!" মুসলমানরা গরু খাবে, হিন্দুরা গো মুত্র পান করবে আমরা বলার কে?! ব্যক্তি স্বাধীনতা, freedom of speech হিন্দু-মুসলিম, খ্রিস্টান সকলের ক্ষেত্রে এক রকম হওয়া উচিত! কিন্তু দেখা যায় মুসলমানরা গরু খেলে, হিজাব পড়লে ভারতের হিন্দুদের জ্বলে! বাংলাদেশের ক্রিকেটার তার ফেসবুকে নিজ ধর্মীয় মত প্রকাশ করলে "প্রগতিশীল/সেক্যুলারদের" জ্বলে! মুক্তমনাদের কেন এই ডাবল স্ট্যান্ডার্ড?!!
সূরা আল ইমরান:19 - নিঃসন্দেহে আল্লাহর নিকট গ্রহণযোগ্য দ্বীন একমাত্র ইসলাম। এবং যাদের প্রতি কিতাব দেয়া হয়েছে তাদের নিকট প্রকৃত জ্ঞান আসার পরও ওরা মতবিরোধে লিপ্ত হয়েছে, শুধুমাত্র পরস্পর বিদ্বেষবশতঃ, যারা আল্লাহর নিদর্শনসমূহের প্রতি কুফরী করে তাদের জানা উচিত যে, নিশ্চিতরূপে আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত দ্রুত। সূরা আল ইমরান:85 - যে লোক ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম তালাশ করে, কস্মিণকালেও ( কেয়ামতের দিন ) তা গ্রহণ করা হবে না এবং আখেরাতে সে ক্ষতি গ্রস্ত। সূরা আল ইমরান:90 - যারা ঈমান আনার পর অস্বীকার করেছে এবং অস্বীকৃতিতে বৃদ্ধি ঘটেছে, কস্মিণকালেও তাদের তওবা কবুল করা হবে না। আর তারা হলো পথভ্রষ্ট। সূরা আল ইমরান:91 - যদি সারা পৃথিবী পরিমাণ স্বর্ণও তার ( অর্থাৎ দ্বীন ইসলামের ) পরিবর্তে দেয়া হয়, তবুও যারা কাফের হয়েছে এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদের তওবা কবুল করা হবে না। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব! পক্ষান্তরে তাদের কোনই সাহায্যকারী নেই। সূরা আল মায়েদাহ:3 - আজ কাফেররা তোমাদের দ্বীন থেকে নিরাশ হয়ে গেছে। অতএব তাদেরকে ভয় করো না বরং আমাকে ভয় কর। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দ্বীনকে পূর্নাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার অবদান সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্যে দ্বীন হিসেবে পছন্দ করলাম। অতএব যে ব্যাক্তি তীব্র ক্ষুধায় কাতর হয়ে পড়ে; কিন্তু কোন গোনাহর প্রতি প্রবণতা না থাকে, তবে নিশ্চয়ই আল্লাহ তা™আলা ক্ষমাশীল। উপরের লেখাগুলো আপনার জন্য কষ্ট করে হলেও একটু করে নিবেন এবং বিবেককে প্রশ্ন করবেন বুঝার চেষ্টা করবেন। ধর্মনিরপেক্ষতা অবলম্বন করা মানে একটি কুফুরী মতবাদ কে অবলম্বন করা কোন মুসলমান দ্বীন ইসলামের বিধি-বিধান এর অনুসরণের বাইরে থাকতেই পারবে না ।
যারা পরকালের ব্যাপারে বেশী উদ্বিগ্ন তাদের কাছে অনুরোধ তারা ইহকালে ভীড় না বাড়িয়ে সরাসরি পরকালেই যেন ঠাঁই নেয়। তাতে তারাও ভালো থাকবে ইহকালের মানুষরাও শান্তিতে থাকতে পারবে।
@@em.salehuntime9721 যাক বানান টা ঠিক করেছেন, এবার নিজেকে ঠিক করুন। কারন মানুষের মতো দেখতে হলেই মানুষ হওয়া যায় না। ধর্মান্ধতা থেকে বার হয়ে প্রকৃত মানুষ হতে চেষ্টা করুন।
আমার সব জুড়ে স্রষ্টা,,,সৃষ্টির প্রেমে পড়ে স্রষ্টার বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে পারবনা,,,কারন এই মায়া মমতা,প্রেম ভালোবাসা,এতো রুপের বাহার যিনি দিয়েছেন মানুষের মাঝে,সেই আল্লাহই আমার জন্য যথেষ্ট।।
@@westlondon-ch9ub এই মহম্মদ নাকি প্রাইভেট প্লেন মেরাজে না বোরাকে চড়ে আল্লার সাথে মিটিংয়ে যেতো।মহম্মদ নাকি আল্লার সাহায্যে আঙুল দিয়ে চাঁদ কে দুটুকরো করেছে। অথচ সেই আল্লা এতোই দুর্বল যে মহম্মদকে যখন বিষ খাওয়ান হলো তখন মুহম্মদকে সাবধান করতে পারলনা, বিষের কারনে মাল্টি অর্গান ফেলিওর হয়ে দীর্ঘ দিন ধরে ভুগে যন্ত্রণাদায়ক মৃত্যুর থেকে রক্ষা করতে পারলনা। মহম্মদের মরার পর তিনদিন ধরে মহম্মদের মৃতদেহ পরেরইল ও পচে গন্ধ বার হলো।তারপর আবুবকর মহম্মদের যাযগা দখল করে ও মহম্মদের মেয়েকে হত্যার জন্য লোক পাঠায়। আল্লা তখন কি করছিল? আমারা যেমন বাচ্চাদের যুযুর ভয় দেখাই কিন্তু আসলে যুযুর কোনো অস্তিত্বই নেই ঠিক সেইরকম মহম্মদ ও মানুষকে আল্লার কথা বলতো যাতে মানুষ তার কথা শোনে, আসলে আল্লার কোনও অস্তিত্বই নেই, পুরোটাই মহম্মদের ভাঁওতা।
পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ মানুষ যেদিন আপনাদের মত হবে সেদিন পৃথিবীটা অনেক সুন্দর হবে।
"তারা পার্থিব জীবনের বাহ্যিক দিক জানে এবং পরকাল সম্পর্কে তারা বেখবর।" সুরাহ মুলক।
মুহাম্মাদ সবাইকে মুর্খ ভাবছিলো।
তোরে বলছে..?
পরকাল নিয়ে চিন্তা না করলেও চলবে,
কারন উনারা যাবেন স্বর্গে।
@Lipi Amin
পরকাল সম্বন্ধে আপনি কতটুকু কী জানেন? ইসলামে নারী মানুষ হিসেবেই গণ্য করা হয়নি, কোরআন-হাদিসে এমন কথা লেখা আছে , তা কি জানেন?
@LunaticGirl Volgz
কমেন্ট মনোযোগ দিয়ে পড়ে বুঝেই রিপ্লাই করুন।
আমার প্রশ্ন ছিলো,
ইসলামে নারীকে মানুষ হিসেবেই গণ্য করা হয়নি, কোরআন-হাদিসে এমন কথা লেখা আছে , তা কি জানেন?
সূরা আল-মুল্কের কোন্ আয়াতে নারী বিষয়ক কথা লেখা আছে?
কোরআনে প্রচুর পরস্পরবিরোধী আয়াত ও ভুলভাল্ তথ্যের আয়াত আছে, তার কোনটাতে আপনি বিশ্বাস করবেন, আর কোনটাতে অবিশ্বাস করবেন?
কোরানের ৬৭ঃ০৫ আয়াত অনুযায়ী সাত আসমানের উপর আল্লাহর আরশ ভূপৃষ্ঠ থেকে মাত্র ৮৪০ কিলোমিটার উপরে অবস্থিত। অথচ বঙ্গবন্ধু-১ স্যাটালাইট আল্লাহর আরশের প্রায় ৩৫ হাজার কিলোমিটার তথা ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৬ হাজার কিলোমিটার উপরে আছে৷
৬৭. সুরা আল-মুল্ক
০৫. আমি সর্বনিম্ন আকাশকে প্রদীপমালা দ্বারা সুসজ্জিত করেছি; সেগুলোকে শয়তানদের জন্যে ক্ষেপণাস্ত্রবৎ করেছি এবং প্রস্তুত করে রেখেছি তাদের জন্যে জলন্ত অগ্নির শাস্তি।
উপরে উল্লেখিত কোরআনের আয়াতটি নীচের লিঙ্কের কোরআন থেকে নেওয়া হয়েছে।
কোরআনুল করীম
অনুবাদ ও সম্পাদনা : মাওলানা মুহিউদ্দীন খান।
onushilon.org/corpus/trans/koran/koranind.htm
তারাও শিক্ষিত।এ জন্য এমন শিক্ষিতকে ইসলামে আলেম বলে না।তারা মানুষ।কিন্তু মুমেন নয়।মুমেন না হয়ে মৃত্যবরন কর না।--এটা আল্লাহর বাণী।
রাইট,,
হেদায়েত অন্য একটা জিনিস এটা কেবল আল্লাহ্র হাতে থাকেযাকে ইচ্ছা কেবল তাকে দেয়।
@@user-ly3br6zt1p এই মহম্মদ নাকি প্রাইভেট প্লেন মেরাজে না বোরাকে চড়ে আল্লার সাথে মিটিংয়ে যেতো।মহম্মদ নাকি আল্লার সাহায্যে আঙুল দিয়ে চাঁদ কে দুটুকরো করেছে। অথচ সেই আল্লা এতোই দুর্বল যে মহম্মদকে যখন বিষ খাওয়ান হলো তখন মুহম্মদকে সাবধান করতে পারলনা, বিষের কারনে মাল্টি অর্গান ফেলিওর হয়ে দীর্ঘ দিন ধরে ভুগে যন্ত্রণাদায়ক মৃত্যুর থেকে রক্ষা করতে পারলনা। মহম্মদের মরার পর তিনদিন ধরে মহম্মদের মৃতদেহ পরেরইল ও পচে গন্ধ বার হলো।তারপর আবুবকর মহম্মদের যাযগা দখল করে ও মহম্মদের মেয়েকে হত্যার জন্য লোক পাঠায়। আল্লা তখন কি করছিল? আমারা যেমন বাচ্চাদের যুযুর ভয় দেখাই কিন্তু আসলে যুযুর কোনো অস্তিত্বই নেই ঠিক সেইরকম মহম্মদ ও মানুষকে আল্লার কথা বলতো যাতে মানুষ তার কথা শোনে, আসলে আল্লার কোনও অস্তিত্বই নেই, পুরোটাই মহম্মদের ভাঁওতা।
অনেকেই আজ বড্ড হিন্দু।
অনেকে বড্ড মুসলমান।
মন দিয়ে মন পেয়ে টের পাই ,
আসলে আমরা সব সমান।
❤
❤
❤
❤
কাফের মুমিন কখনো সমান হতে পারে না,,,,,
মুশরিকদের বিবাহ করা সম্পূর্ণরূপে হারাম
ঈশ্বরের কাছে আপনার জন্য অনেক প্রর্থনা করি।
৷
প্রেমের জন্য জন্য
এই প্রার্থনা লাভ হবে না দাদা,,,,,,।
সবার মামুষ সত্য তাহার উপরে নাই,মানব ধর্মই পরম ধর্ম ❤❤
সবার উপরে ইমান সত্য তাহার উপরে নাই
অসাধারণ সুন্দর একটি বাস্তব প্রেমকাহিনী ❤
আসাদুজ্জামান নূর সাহেব নয় আমার কাছে, ওনাকে চিনি বাকের ভাই নামে ম্যাচো যুবক হিসেবে। গত শতাব্দীর যথাসম্ভব নয়ের দশকে ওনার নাটক দেখি বি টিভি তে। বাকের ভাই নামক রাফ এন্ড টাফ চরিত্রে। তখন আমি সদ্য তরুণ। ওনার উপস্থাপনায় বর্তমানে যে অতীতের বিভিন্ন স্বনামধন্য নমস্য ব্যক্তিদর সাক্ষাৎকার দেখে নিজেকে জ্ঞান সমৃদ্ধ করে গড়ে তোলার চেষ্টা করি। ওনার কাছে নিবেদন ওনার শত ব্যস্ততার মাঝে উনি যেনো বাংলাদেশের এই প্রজম্মের বিশিষ্ট নাট্যজগতের রত্ন ত্রয় বৃন্দাবন দাশ, শাহনাজ খুশি এবং চঞ্চল চৌধুরী কে নিয়ে একটি অনুষ্ঠান করেন। বাকের স্যার প্র ণাম নেবেন।
এই গল্পটা আমাদের দেশের নতুন প্রজন্মের জন্য একটি বড় অভিশাপ স্বরুপ
ইসলাম ও মানবিকতার সহাবস্থান অসম্ভব।
আপনি এক জন প্রকৃত মানুষ হবেন, নাকি প্রকৃত মুসলমান হবেন সেটা নির্ভর করছে আপনারই উপর। তবে দুটো এক সাথে হওয়া যাবেনা।
হিন্দুরা কেমন মানবিক আমাদের দেখা আছে খালি নিজের পকেট ভরতেই ব্যস্ত মুসলমানদের মত দান সদকা করে দেখা
@@mithubhattacharya6156
আল্লাহর বিধান অনুযায়ী না চলে পরকালে মুক্তি নেই
@@mithubhattacharya6156 আপনার বিচারে ইসলামকে দেখতে হবে এমনটা ভাবার কোনো কারণ নেই।ইসলাম সবচেয়ে সুন্দর আর সেটা যারা বুঝতে পেরেছে তাদের জন্যেই।
আমি প্রথমেই মা বলে সম্বোধন করলাম আপনাকে। প্রনাম নিবেদন করলাম আপনাকে। আপনার পুরো কথা শুনে মনে হলো, উনি একজন দার্শনিক ও পন্ডিত এবং ভীষণ ভাবে আধ্যাত্মিক মানুষ ছিলেন। আমি কোলকাতা থেকে সন্দীপ চ্যাটার্জী এই লেখাটি আপনাকে পোস্ট করলাম। মা, আপনি আমাকে ও আমার পরিবারকে আশীর্বাদ করেন। ভগবানের কাছে প্রার্থনা করি আপনি আপনার পরিবার নিয়ে খুব খুব ভালো থাকুন।
রোহিঙ্গা
রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিক্ষা দিয়েছেন সে মতে জীবন গড়ি।
ধর্মব্যবসা করিস না
রাসুল সময় কাল ভিন্ন চিলো। শিরক কে করে ওটা আপনাকে প্রথমে জানতে হবে
উনার শিক্ষা নামের অশিক্ষাই ১৫০কোটি মানুষের মগজ নষ্ট করে দিয়েছে।
চারদিকে শুধু কামনা -বাসনা।
😂😂😂
@@anirbansarkar357যেমন কিস্নো
@@anirbansarkar357তোরা করিস না মন্দির বানায়া
জানতে হবে মানতে হবে, তবেই সফলকাম হতে পারবে। ২৪ নং সুরা নুর আয়াত নং ৫১।
আর ব্রেইনলেস হয়ে শুধু বিশ্বাস করে যেতে হবে।
😂😂😂
যেমন মালাঊণ ধর্ম 😂@@soldierman221
@@soldierman221যেমন লেন্দুরা
@@AbdulMalek-s4k এই মহম্মদ নাকি প্রাইভেট প্লেন মেরাজে না বোরাকে চড়ে আল্লার সাথে মিটিংয়ে যেতো।মহম্মদ নাকি আল্লার সাহায্যে আঙুল দিয়ে চাঁদ কে দুটুকরো করেছে। অথচ সেই আল্লা এতোই দুর্বল যে মহম্মদকে যখন বিষ খাওয়ান হলো তখন মুহম্মদকে সাবধান করতে পারলনা, বিষের কারনে মাল্টি অর্গান ফেলিওর হয়ে দীর্ঘ দিন ধরে ভুগে যন্ত্রণাদায়ক মৃত্যুর থেকে রক্ষা করতে পারলনা। মহম্মদের মরার পর তিনদিন ধরে মহম্মদের মৃতদেহ পরেরইল ও পচে গন্ধ বার হলো।তারপর আবুবকর মহম্মদের যাযগা দখল করে ও মহম্মদের মেয়েকে হত্যার জন্য লোক পাঠায়। আল্লা তখন কি করছিল? আমারা যেমন বাচ্চাদের যুযুর ভয় দেখাই কিন্তু আসলে যুযুর কোনো অস্তিত্বই নেই ঠিক সেইরকম মহম্মদ ও মানুষকে আল্লার কথা বলতো যাতে মানুষ তার কথা শোনে, আসলে আল্লার কোনও অস্তিত্বই নেই, পুরোটাই মহম্মদের ভাঁওতা।
@@soldierman221গোবর খাওয়ার থেকে
বিশ্বাস করা অনেক ভালো
বদমাশ মহিলার ভাগ্যে হেদায়েত নাই। খুবই দূ্র্ভাগ্যবান ।
Acca
SHONGJOTO HON SHOMMAN KORTE SHIKHUN ETO NONGRA NICHU MANER COMMENT NA KORAI UCHIT
Eita jihadi manosikota.
Jara onno dhormer manuske somman kore na tader monushotto nai.
সুন্দর অসাম্প্রদায়িক বিয়ে। প্রেমের কোন জাত নেই, ভালবাসা সবার।
আপনার বাড়ি কোথায়
right
@@watchtime3459 এরা সেকুলার
নাস্তিকরাই এমন বলতে পারে
@@yeacinhossain103 apnar mone onek ghrina
ভাল মনের মানুষগুলো এভাবেই সুন্দর জীবন যাপন করুক আর খারাপ মনের মানুষগুলো এসব দেখে হিংসা হিংসি না করে ভাল মনের মানুষ হওয়ার অনুপ্রেরনা খুঁজুক। এভাবেই প্রকৃতি ও মানুষ্যজাতি মিলেমিশে ভাল থাকুক।
হে মাবুদ , আমাদের হেদায়েত প্রাপ্তদের কাতারে কবুল করিও |
আমিন
চুদায়েত ।
@@ridoysarkar5096
চুদামিন ।
😂😂😂
যখন আল্লাহ শব্দটাই অন্য ধর্ম থেকে চুরি করা, তখন দোযকে মগজ ছাড়া মানুষ রূপি পশু ছাড়া আর কেউ যাবে না।
😂😂😂😂😂
তোরা তো হাজী তোরা এখানে কি করিস??
খূব ভালো লাগলো। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক
আল্লাহর লানত তোমাদের জন্য।
GOD IS GREAT ALLAH MOHAN ABONG KHOMASHIL ETO CHOTO MON MANOSHIKOTA NIYE SHRUSHTIKORTA SHOMPORKE COMMENT KORA UCHIT NOI
.. .... আপা অনেক অনেক শ্রদ্ধা ও সালাম।
ফিরদৌসী দিদি, খুবই ভালো লাগলো। আপনার বাবা সত্যিই মহান হৃদয়ের মানুষ। দিদি, মনুষ্য জাতির প্রতি, মনুষ্য সৃষ্ট ধর্ম ও সমাজের প্রতি আমার ঘৃণা হয়। কারন, আমরা মানুষেরা এত কিছু অসাধ্য সাধন করতে পারি, কিন্তু সামান্য সামাজিক ও ধর্মীয় বেড়াজাল টা কে কেন সহজেই ভেঙে দিতে পারিনা।
আমরা তো সবাই জীবশ্রেষ্ঠ মানুষ।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার দীর্ঘায়ু কামনা করি। ভালো থাকুন সুস্থ থাকুন।
Really Great
বাহ্ কি দারুণ একটা প্রেম কাহিনী ❤❤❤
দুনিয়ার সুখ শান্তি কিছুই না, আমাদের সবাইকে একদিন মরতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন।
মোমেন ভাই তোদের জন্য দুনিয়ার সুখ শান্তি কিছু নেই।তা হলে তোরা ছুরি করে কাফেরের দেশে কেন যাও।তোদের লজ্জা বলে কিছু নেই
আমিন
ধর্ম পরিবর্তন করার এখনো সময় আছে, যদি শ্রধ্যেয় রামেন্দু মজুমদার চান।কারণ উনি একজন শিক্ষিত বুদ্ধি জীবি। আল্লাহ তাঁকে এলেম দিয়েছেন। সব কিছু নিয়ে চিন্তা ভাবনা, পড়াশোনা করার মত এখনো তাঁর সময় আছে যেহেতু, উনি আললাহর দূনিয়ায় আললাহ কি আদেশ করেছেন, তা, ভাবুন আর তার উপর আমল করুন। তার ২ দুনিয়াই পরিপূর্ণ তা পাবে, ইন শা আললাহ। অনেক সম্মান তাদের জন্য। এই জন্য ই মনের কথাটা জানালাম।
@@fatemaferdous6292 দেখুন অভ্যাস পরিবর্তন করা খুব কঠিন, সাধারণ মানুষ বিধ্বস্ত হয়ে যায়। বাবা-মা সন্তানের জন্য অনেক ত্যাগ স্বীকার করেন সন্তানের কল্যাণে। সন্তান যদি সুশিক্ষিত ও বুদ্ধিমান হয় , পিতা মাতা ইচ্ছার বিরুদ্ধে মেনে নেন, শান্তির প্রত্যাশায়। মানুষ হৃদয়ের কথা শোনে, বুদ্ধি বা মস্তকের নয় ।
@@fatemaferdous6292 উনারা আল্লাহ তালার সঠিক নির্দেশ ঠিক মতোই পালন করেছেন ও করছেন। আপনিই নিজের মগজ টাকে পরিষ্কার করুন ও চোখটাকে ভাল করে ধুয়ে ফেলুন। মনের কষ্ট দূর হবে।
চন্ডীদাস ছিল ব্রাহ্মণের ছেলে❤, আর রজকিনী ছিল, একজন ধোপার মেয়ে❤। তারা উভয়ে ভালবেসেছিল একে অপরকে❤, কোনো বাধাই তাদেরকে রুখতে পারেনি❤? কারণ, তাদের ভালোবাসা ছিল অত্যন্ত শক্তিশালী❤!
কিন্তু তারা হিন্দু ছিল,,
@mdshabuddin-bj7lw Hindu society had no less restrictions re marriage between castes especially scheduled castes
@@rakhimukerji7937সেজন্যই কোন মুসলিম ছেলে প্রেম করে কোন মালঊণীকে বিয়ে করলে তা হয়ে যায় লাভ জিহাদ😂
আগে মইরা লন। বুঝতে পারবেন দুনিয়ার জীবনের রং তামাশার কি মজা! ইয়া আল্লাহ, তুমি আমাদের সবাইকে দ্বীনের সঠিক জ্ঞান দান কর এবং হেদায়েত দান কর এবং হেফাজত কর।আমিন।
আপনি বুঝি আগে একবার মইরা লইছিলেন ? দেখছেন কি হয় ?
তুই কখন আসলি খবর থেকে?
Apni already moira gechhen.
মরার পরে ঠিকই বুঝবে।
জানেন আমি এক বার মর ছিলাম । মইরা দেখি এত সুন্দর, পাখির কূজন, প্রজাপতির রামধনু, আলো আর আলো ।আরো কত কি।আমি ঠিক ভাষা খুঁজে পাচ্ছি না কি ভাবে বর্ণনা করবো।
আল্লা হ কিছু মানুষ সৃষ্টি করেন জাহান্নমে র জন্যে আর কিছু মানুষ সৃষ্টি করেন জান্নাতের জন্যে
Bal
@@litonmondal5682 তুই কেরে কুকুরের ৭ নং বাচ্চা,,আকাডা ডান্ডি😡😡😡
100% 👍
আল্লাহ যদি সৃষ্টি কর্তা হন, তাহলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল প্রকার সৃষ্টি ওনার দ্ধারা সৃষ্ট।
আপনারে সৃষ্টি করেছেন দোজখের জন্য আর আমারে সৃষ্টি কইরাছেন বেহেশতের জন্য।
উনি জীবন সঙ্গী হিসেবে একজন মানুষ চেয়েছিলেন, মুসলমান নয়।
Master piece of humanity. ওনার মহান পিতার আদর্শ ধর্ম কেন সন্তানের সুখে বাঁধা হবে। সকলের জন্য শুভকামনা রইল। এবং অমলিন সুন্দর হাসি অটুট থাকুক এই প্রার্থনা ৷
সন্তান সব অবৈধ
@@soharabhossain3926 ঠিকই তো, মহম্মদ যেমন তার বাবার মৃত্যুর চার বছর পর জন্মায় আর সেই লজ্জায় ওর মা ওকে ফেলেদিযেছিল জন্মের পর থেকেই, অবৈধ সন্তান প্রসবের লজ্জায়।
@@soharabhossain3926 আল্লাহর নির্দেশ ছাড়া পাতা নড়ে না, দুই নির্দোষ শিশুর জন্মকে অবৈধ বলে দাগীয়ে দেওয়া মূর্খামি। তারা যেখানে ই থাক , শিক্ষিত ,দেশ ও দশের সম্পদ , আগাছা নয়।
Excellent.
ভাগ্যে যদি হেদায়েত না থাকে এরুপই হয়ে থাকে। আল তাকদিরু লা ইয়া রুদ্দু।
আসল অপরাধী আপনার বাবা,, জীবন চোখের পলকেই পার হয়ে যাবে কিন্তু পরকাল অনন্ত কাল,, এখনো সময় আছে তওবা পড়েন,, মুসলমান হয়ে যান,, বেলা অনেক গড়িয়েছে,, ভুল পথ ছেড়ে ইসলামের পথে আসুন, নিজের বাবা মার জন্য দোয়া করুন, তওবা করুন।
Apni apnar porokal niya thaken.
Ai comments er jonnei hoito apni jahanname jaben,biai to korce reap to koreni,khun o na. Taile prblm ki vai, tader karone apnar kon khoti ta hoice aktu bolben? ??
@@nipapoddar8897 আপনার নাম শুনে মনে হচেছ আপনি সনাতনি,, জাহান্নামি হওয়ার কি কি কারন সেটা আপনার জানার কথা না,, আপনি আপনার ধর্ম নিয়েই থাকুন, আপনার ধর্ম আপনি পালন করুন,,, আমি যাকে নিয়ে লিখেছি সে একজন মুসলমান ছিল, আমি তাকে অবশ্যই ভাল কথা বলতে ও ভাল পথে ফিরে আসার কথা বলতে পারি,, আপনার নাকটা আপনি অন্য কোথাও গলান, খামোখা তর্ক করতে আসেন কেন?
@@sarkersusanta6857 আমি কি করব সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না,,কথা টা আপনাকে বলিনি, আপনার এত পুড়ছে কেন😅😅😅😅 প্রয়োজনে আমার চেম্বারে কম্পাউন্ড এর কাজ যখন করবেন তখন উপদেশ দিয়েন,খুশি হব।
@@aftabzilani2833 apni karo babar personal bisoy niye kotha bolte parben , ar ami sudu bolesi apnar chinta niye apni thakun. Sobai je apnar moto porokal niye thakbe seta vaben keno ?Etai ki amar oprad. Jaihok , bai amar ekta job dorker compounder hole koti nei , tobe beton koto????? Ei ovaber somoy chakrir offer disen tai apnar proti balobasa.
দূর্ভাগ্য আর কাকে বলে ।
অর্থহীন জীবন
When a Muslim marries a non-Muslim, in most cases, non-Muslim must convert to Islam. Exception is there, but they are exceptions only.
When a Christian marries a Hindu or vice versa, there is no conversion from either side. Both religions are followed , respected and celebrated.
Humanity does not work in Islam... These two are
contradictory
No compromise between the wrong and the right. Also there is compromise between the wrong and the wrong..
নাম মুসলিম হলে সবাই মুসলিম হয় না। সকল মুসলিম মানুষ জান্নাতে যাবে না। এরকম বহু মানুষ আছে। ধন্যবাদ
তুমি কি জান্নতে যাবেই ।
@@asishkumarnandagoswami8711সেটা আপনার জানকে হবেনা নিজের চিন্তা করুন
Yes
@@asishkumarnandagoswami8711ইই
ইমানদার সবাই জান্নাতে যাবে,,কর্মফল ভোগ করার পর,,কিন্তু যারা আল্লাহ কে বাদ দিয়ে শিরকিতে লিপ্ত,বহু ইশ্বর বানিয়ে তাদের সামনে মাথা নত করে তারা আজিবন আমৃত্যু জাহান্নামে জ্বলতে থাকবে, সেখান থেকে রেহাই নেই,
জান্নাত হলো কল্পিত এক ঠাঁই।
জান্নাতের তো অস্তিত্বই নেই।
আল্লাহ তুমি সমস্ত জাহান্নামিদেরকে হেদায়েত দান করুন।
তুই নিজের চরকায় তেল দে।
@@sabitamajumder4508 😀😀😀😀😀😀😀😀😀😀😀🤣😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
হুম, বড়োলোকস দের দেয় , ইজরায়েল কে দেয়।গরিবস দের দেয় না প্যালেস্টাইন বাসীদের দেয় না।🐪🐫
Didi Bhai Nissandehe Appnar Baba Dharmio Sankrirnotar Chere Samprtir Akkta Adorso Dristanto Mulok Kaj Korechin , Tar Jonno Ame Salute Janai 💐🖖👏👍🤗🙏
চন্ডীদাস ও রজকিনীর ভালোবাসা ছিল প্রচন্ড শক্তিশালী❤! কোনো বাধাই তাদেরকে রুখতে বা আলাদা করতে পারেনি। ঠিক ফেরদৌসী ও রামেন্দু মজুমদারের ভালোবাসা❤।
চন্ডি রজকিনির কাহিনি এখানে খাঁটে না তারা দুজনই চিল একই কমিউনিটির, কিন্তু ফেরদৌসী তখন মুসলিম আর রামেন্দু হিন্দু,, সেটা ইসলাম সমর্থন করে না,তাই তো পারমিশন দেবার সাথে সাথে তার জবান আল্লাহ বন্ধ করে দিয়েছেন, সেটা তো ফেরদৌসী নিজেই বল্ল,,
ইসলামের বিরুদ্ধে দাঁড়ালেই প্রগতিমনা। জীবন ছোট রেডি হন আপা। কবর বড় কঠিন জায়গা।
তুই মনে হয় কয়েকবার ঘুরে আসছিস কবর থেকে!!!!
@@bidhankrishna1292 tumi nijeo to kobor e jao nai kemne bujhla,je jar bujh niye thakuk kintu amar kotha holo manush jate sottoke bujhe nijer prokrito srosthake chine, onner jonno bache onner mukhe hashi futay
Kintu ae progotishil ra ki ta kore??
@@bidhankrishna1292
কৃষ্ন তো মামাী কে লাগায় তোমার ধর্মে। কবরে কি হয় তুমি কি বুজবা!? কবরের জন্য অপেক্ষা কর।
@@bidhankrishna1292 মূলত মৃত্যুর পরবর্তী জীবনকে কবর বলে।মৃত্যুর পরে দুজন ফেরেস্তা এসে জিজ্ঞেস করবে ৩ টা প্রশ্নের উত্তর। এই প্রশ্নগুলো সবার জন্যই পৃথিবীর সব মানুষের জন্যই এক।আপনার কি জানা আছে কি প্রশ্ন করা হবে??
@@kayki8421 কৃষ্ণ খালি তার মামীকে না, তোর মাকেও লাগাইছিল! 😂😂😂😂
ওনার বাবা সব কিছুর উর্ধ্বে উঠে প্রকৃত মানুষের পরিচয় দিয়েছেন।
বালের পরিচয় দিছে
তার বাবাকে মোবাইলে কল করো। এবং শুনে নেও এই কাজের বিনিময়ে সে কতটা জাহান্নামের শাস্তি ভোগ করছে।
@@shaikhnazmul255 জাহান্নামের ফোন নাম্বার টা যদি দিতেন...
@@shaikhnazmul255 এই মহম্মদ নাকি প্রাইভেট প্লেন মেরাজে না বোরাকে চড়ে আল্লার সাথে মিটিংয়ে যেতো।মহম্মদ নাকি আল্লার সাহায্যে আঙুল দিয়ে চাঁদ কে দুটুকরো করেছে। অথচ সেই আল্লা এতোই দুর্বল যে মহম্মদকে যখন বিষ খাওয়ান হলো তখন মুহম্মদকে সাবধান করতে পারলনা, বিষের কারনে মাল্টি অর্গান ফেলিওর হয়ে দীর্ঘ দিন ধরে ভুগে যন্ত্রণাদায়ক মৃত্যুর থেকে রক্ষা করতে পারলনা। মহম্মদের মরার পর তিনদিন ধরে মহম্মদের মৃতদেহ পরেরইল ও পচে গন্ধ বার হলো।তারপর আবুবকর মহম্মদের যাযগা দখল করে ও মহম্মদের মেয়েকে হত্যার জন্য লোক পাঠায়। আল্লা তখন কি করছিল? আমারা যেমন বাচ্চাদের যুযুর ভয় দেখাই কিন্তু আসলে যুযুর কোনো অস্তিত্বই নেই ঠিক সেইরকম মহম্মদ ও মানুষকে আল্লার কথা বলতো যাতে মানুষ তার কথা শোনে, আসলে আল্লার কোনও অস্তিত্বই নেই, পুরোটাই মহম্মদের ভাঁওতা।
@@shaikhnazmul255 আপনি আল্লাকে মোবাইল করে জেনেনিন।
এ রকম বাবার কপালে আল্লাহ্ লানত যে একটা সন্তানও নিজের মগফিরাতের জন্য কাজে আসলো না
যে বাবার প্রিয় সাগরেদদের হাতে তার প্রিয়তম কন্যা ফাতিমা খুন হয়, নাতি হাসান হুসেন খুন হয়, স্ত্রী আয়েশা খুন হয়, এক সাগরেদের অন্য সাগরেদ হাতে খুন হয়, যার মতাদর্শ সারাবিশ্বে সন্ত্রাসবাদ নামে পরিচিত, সেই মোহাম্মদের জন্য কী কী লানত আছে?
Tik bolsen r sagoler tin number bachar kotar answer na dewar Jonno onek donnobad. Jege taka gumonto kaw k gum theke utano jay na.
@@ohyeahohyeah7119
কমেন্টসংশ্লিষ্ট রিপ্লাই দেবার মতো যোগ্যতা যাদের নাই মূর্খতাপূর্ণ সন্ত্রাসবাদী ইসলামী ইতরামী করে ব্যক্তি আক্রমণ করে সুন্নত আদায় করা ও নেকী কামাই করাই তাদের বৈশিষ্ট্য।
@@bonggojbihonggo991 😃😃😃sagol
এ সব মিথ্য কথা কেন বলছো ভাই তুমি সারা জিবন দূনিয়াতে থাকতে পারবা না যে তোমাকে দুনিয়াতে নিয়া আসছে সেই সময় হলে নিয়ে যাবে ভালো থাকো সত্যি টা খুযে বের কর পর কালকে বিশাস কর তুমি নিষচই জিগগাসিত হবে মনে রেখো . আগূন কে ভয় পাও .
অসাধারণ জুটি। অসাম্প্রদায়িকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত আপনারা দুজন। আপনাদের মত সুখী দম্পতি বিরল। দীর্ঘজীবি হউন এই কামনা করি।
শিপ্রা-- হিন্দু নাম
ইসলাম--- মুসলমান নাম।
তোমার যা জুটি। অসভ্য বেটি।
দুজন মানুষ সুখে কাটাতে পারাটাই বড় কথা। প্রচুর মানুষ অন্য ভাষা, দেশ বা ধর্মের মানুষকে বিয়ে করেও সুখে এবং শান্তিতে জীবন কাটিয়ে যেতে পারেন। আবার প্রচুর মানুষ জাত ধর্ম সব মিলিয়ে বিয়ে করেও ট্রেনের সহযাত্রীর মতো জীবন কাটিয়ে যায়। পরষ্পরকে বুঝতে ও শ্রদ্ধা করতে পারাই বৈবাহিক সম্পর্কে সবচাইতে বড় ব্যাপার....
@@kayki8421 ata vabley afgan jan
@@litonbarua3562
তুমি হালার পো বার্মা চলে যাও। হালার গেডুয়ার গোষ্ঠী। বডুয়া মিয়া এতো ভাল বলো যে মুসলমান হিন্দু কে গ্রহন করে কোনদিন কোন হিন্দু বৌদ্ধ কে নামাজ পড়তে দেখছো। শালা ভন্ডর দল। কিলার বৌদ্ধ রা আবার অহিংস ভাব মারে।
@@rajibgr9104
সুখ যে কি পায় এসব দম্পতি ভিতরে ঢুকলে বুঝা যায় তুষের আগুন কাকে বলে। ফেরদৌসী - রামেন্দু- মামুন সে এক অদ্ভুত লীলা।
সুন্দর দুটো মানুষ। প্রণাম রইল।
স্ব-স্বন্মানে বাকিটা বাচুন।
একমাত্র শিরককারীদেরকে আল্লাহ সুবাহানাহু ওয়া তা'আলা মাফ করবেন না। জাহান্নাম-ই তাদের একমাত্র গন্তব্য।
যখন আল্লাহ শব্দটাই অন্য ধর্ম থেকে চুরি করা, তখন দোযকে মগজ ছাড়া মানুষ রূপি পশু ছাড়া আর কেউ যাবে না।
😂😂😂😂😂
ফেরদৌসি মজুমদার বাংলার
নাটক জগতে এক অসাধারণ
ব্যক্তিত্বের ধারক,অভিনয়ের
সম্রাজ্ঞী!এবং ভেঙ্গেছেন দূর
সাহসী ভ্রমণের পথে জাতি
প্রথা!ছালাম মা তোমার চরণে।
Salut Brave Girl of B.D.
কতগুলো বাজে কমেন্টের মাঝে আপনার মানসিকতা দেখে খুশি হলাম।
ফেরদৌসী মজুমদারের চেহারা❤ হাসি কথা পশ্চিমবঙ্গেও ভীষণ কমন।
দু জনেই শিক্ষিত ও গুনি জন , এটা একটা উদাহরণ। ধর্ম নিয়ে পৃথিবীতে এতো ভাগাভাগি না থেকে যদি মানুষ নামের মনুষ্যত্ব এক রাস্তায়এসে দাঁড়াতো, আমার মনে হয় সৃষ্টির আদি মূল থেকে পরম পরা খুশি হতো।
দুনিয়ার সবচেয়ে মুল্যবান সম্পদ হচ্ছে ধর্ম । মে সৃষ্টি কর্তাকে অমান্য করে সে কখনও সুস্থ সবল মানুষ হতে পারে না । উনার বাবা
এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে মনুষত্ব ধর্ম মানুষ তৈরি করেছে
he vai kuvwy anndit halam 100 right
@@munnitania9096 APNi. Dharmer
SANGA. Janen. Ki. ?
Allah is not for Muslim not for Hindu. He is for every one in this world.
😂
রাসুলুল্লাহ সাঃ এর জীবনের চর্চার অভাবে আজ সমাজকে ঘুনে ধরেছে। এই সুখ সুখ নয়।
মানব ধর্মই প্রকৃত ধর্ম। প্রতিষ্ঠা পেল।
সুধু তোমাদের কাছে, molla দের কাছে না
ইসলামই হলো আল্লাহর মনোনীত একমাত্র ধর্ম
ছেরে দেখো ধর্মের গৌরব থাকবে না আর কোনো দন্ধ আমার মন তুমিকরে যাও কর্ম৷ √ আপনার ভালবাসাকে শ্রদা জানাই
যত যাই করুক না কেন,ফলাফল মাটির নিছে সারে তিন হাত কবর,,মানলাম ধর্মের গৌরব বাদ দিয়ে মানব কর্ম করলাম,মৃত্যুর পর যদি হিসাবের কাঠগড়ায় না দাঁড়াতে হয় তাহলে তো ভালো, আর যদি দাঁড়াতেই হয়,তখন তোমাদের মত উদার মনারা আটকে যাবে,আর ধর্মভীরু রা পার পেয়ে যাবে,,ইনশাআল্লাহ 👌👌👌
Wonderful human race very beautiful human being no difference if he is real human being.
বাবার জবান বন্দ হয়েছিল তাতেও মেয়ের কোনও প্রতিক্রিয়া নেই, প্রেম পিরিতি খুবই সার্থপর, এমন অবাধ্য সন্তানদের প্রতি মা বাবাকে খুবই সতর্ক থাকা প্রয়োজন।😭😭😭
উনার বাবার জবান বন্ধ হয়েছিলো কী কারণে, সেই কারণাটা কি আপনি সঠিকভাবে জানেন?
উনার বাবা অসুস্থ সত্ত্বেও উনাদের বিয়েতে উপস্থিত ছিলেন, তা কি আপনি শুনেননি?
উনার বাবার শিক্ষাগত যোগ্যতা ও পেশা সম্বন্ধে কি ছিলো তা কি জানেন? উনার ভাইদের সম্বন্ধে কি কিছু জানেন?
দুজনকে কোলে বসিয়ে আদর করলেন যে!!ভাই আপনি ভালো মানুষ হলে আমার বোনকেও আপনার সাথে বিয়ে দেব।
@@bonggojbihonggo991
ফের মজুমদার নিজেই বলেছেন তার বাবা এই অবৈধ বিয়ের সম্মতি দেবার পরই তব্দা লেগে যান।
@@kayki8421
ইসলামী মিথ্যাচার করছেন কেন? ফেরদৌসী মজুমদার কি বলেছেন তাদের অবৈধ বিয়ের সম্মতি দেবার পরে তার বাবা বাকরুদ্ধ হন, নাকি বিয়ের সম্মতি দেবার পরে বাকরুদ্ধ হন? নিশ্চয়ই আপনি অবৈধ শব্দটি মূর্খতাপূর্ণ ইসলামী কুমতলবে যোগ করেছেন। উনার বাবা উনাদের বিয়েতে উপস্থিত থেকে উনাদের দুই জনকে দুই ঊরুতে বসিয়ে আশীর্বাদ করেছেন তা কি আপনি শুনেননি?
মোহাম্মদ তার কোন্ পাপে প্রচণ্ড যন্ত্রণায় ভুগে হাঁটাচলার শক্তি হারিয়ে মাত্র ৬৩ বছর বয়সে করুণভাবে মারা গেলো?
Vai kotha sotti jemon ami onek
আপনি তখনকার দিনে এমন উদার পিতার সন্তান হতে পেরেছেন, সত্যিই আপনি ভাগ্যবতী। আপনাদের দুজনের নাটক ই আমি দেখেছি । আগামী দিনে আন্তঃধর্মীয বিবাহ হতেই থাকবে।সবার উপর মানুষ সত্য। এই বাণীই রূপাযিত হবে।
Koto smart chilen unara,oi tm e o.oshadharon personality.
Listening to you Madam has been so profound that I am speechless. The very emblem of what education should be. My regards ❤
অসাধারণ একটা কাহিনী শুনলাম। সবার কাছেই শিক্ষণীয়। ওই যে চন্ডীদাসের সেই কবে বলে গেছেন, "সবার উপর মানুষ সত্য"। কিন্তু তারপর কি আমরা কি সামনের দিকে এগিয়েছি না ক্রমশঃ পশ্চাদপদ?
অনুমতি দিয়েই জবান বন্ধ বাহ, কিছু বিচার সাথে সাথেই হয় ।
Hmm.
আল্লাহর গজব,সন্তানকে সঠিক পথে না এনে ভুল পথে পাঠিয়েছে,এরা কি সত্যিই মুসলমান ?
@t. কথাটা বোঝার মতন কিঞ্চিৎ ঘিলু থাকলে আর কমেন্টস করতেন না, নিঃশ্বাস কিভাবে নিবো আপনাদের মতন বিষাক্ত জিনিস সব কিছু দূষিত করে দিচ্ছে ।
এরা নাকি সমাজে সুনাম করা মহিলা
ফেরদৌসিকে জুতা মারার দরকার
Ota allahr gojob silo
আহা! কি দারুন কাহিনী ! কেনো যে শেষ হয়ে গেল। সংগে যদি আপনার মনের মানুষটিকে দেখতে পেতাম তাহলে আরো ভালো লাগতো।👌👌❤❤
এইটা কোন বিয়ে নয়, একসাথে থাকা বলা যায়, আল্লাহ আমাদের কে যেনা থেকে হেফাজত করুন, আমিন।
রোজ কিয়ামতে কি হবে সেটা ভাবে নাই।
তিন সতীন থেকে বেঁচেছে ।
Because the man is a non-Muslim and he did not convert. If he did, you would have no problem. This obsession for religion makes you such backward in the world.
আপনি ভাগ্যবান ভালো লাগলো ধন্যবাদ
Very interesting loving story !!
বাবা মা ঠিকই সন্তানের কল্যাণ চেয়েছিলেন, কিন্তু হেদায়েত কপালে না থাকলে যা হয়। বাবা কৌশলে এরাবিক পড়তে দিয়েছিলেন, হয়তো চেয়েছিলেন ধর্মের প্রতি যদি মনটা টানে। কিন্তু টানেনি।
আল্লাহ মোহর মাইরা দিছে, তাই হেদায়েত নসিব হয়নি।
@@mdshahiduullah2756
তাহলে দোষটা নিশ্চয়ই আল্লাহর?
তাহলে আরব থেকে বাংলাদেশের মেয়েদের পেট ফুলিয়ে বাড়ি পাঠিয়ে দেয় কেন?
পৃথিবীতে মানুষের তিন দিনের জীবন একদিনের যৌবন। মানুষ প্রত্যেকেই নিজেই নিজেকে ঠেলে দিয়ে যাচ্ছে হয় দোজখের দিকে নয়তো বেহেশতের দিকে। আল্লাহ আলীমু।
ভূল সংশোধন = উপরে ঠেলে দিয়ে নয় ঠেলে নিয়ে হবে। দুঃখিত।
May God bless him
@saeed Hasan
আপনি কি তকদীরে অবিশ্বাসী মুসলমান?
নরক,দোজখ, জাহান্নাম তো শুধু মনগড়া কল্পনা।
ভয় দেখাতেই ভণ্ডেরা করে এ সব বিষয়ে প্রতারণা।
স্বর্গ, বেহেস্ত, জান্নাত হলো শুধু মনগড়া কল্পনা।
লোভ দেখাতেই ভণ্ডেরা করে এ সব বিষয়ে প্রতারণা।
Allah rabbul Alameen apna k hedayet korun Islamer pothe cholar toufik dan korun Ameen
GOOD LUCK SUPER 👌 THANK YOU
আল্লাহ তায়া’লার লানত তোমাদের জন্যে,,,,
ধর্ম মানুষে মানুষে ভালোবাসায় বাঁধা হতে পারে না। শ্রদ্ধা রইলো।
Good people have Good hearts and Good hearts are the greatest flowers 💐 in the gardens of Almighty.
প্রথম প্রশ্ন আপনি কি মুসলিম? সারওয়ারুল রিজভী।
সব মুসলমানই আর জান্নাতে যাবে না। এরকম হলে এই নাম্বারে মুসলমান আছে যা দিয়ে মুসলমান বলা যায়না। ধন্যবাদ
A man or a woman marries to a woman or man but not to a religions. There are more than 4000 religions in the world. Now, PL guess who will marry whom. Before a particular religion evolved in the world who married whom and how. Can anybody give an answer? Why people mix or brings religion in all affairs? Religion is nothing but a default like our body shape, skin colour, family identity. It is not the choice of an individual. In our region a Hindu and a Muslim like water and salt. One is created from other but still one can not accept other. It is like no other people is there except only Hindu and Muslim. Heaven or hell are only for themothers have no right there. What a crazy we are for a fictitious religion? Items is no way logical as an educated. Think about a Hindu but brought up in a Jews family. What will be identity?
Some spelling mistakes are there in my post because of in built spelling system and of course a part of my failure.
যারা উনাকে সাপোর্ট করছেন তারা যদি মুসলমান হোন তবে ধর্ম সম্পর্কে জানুন এবং ধার্মিক হোন।
এরা জাহান্নামী কোন সন্দেহ নেই,জানি যদিও তারা মানবে না এসব ধর্মীয় কথা
ধর্মীয় জ্ঞানে জ্ঞান না থাকলে যা হয় 😢😢
সে নাকি এ্যারাবিকে এম এ পাশ, এম এ পাশ না,করেছে চাই পাশ😡😡
আল্লাহ আপনার নেক ঈমান দান করুন আমিন।
বাবা অনুমতি দেওয়ার পর জবান বন্ধ হয়ে যাওয়া থেকে শিক্ষা নেওয়া উচিৎ ছিলো।
মেয়ের জেদ বাবাকে জাহান্নামি না করেন!
শারিরীক অসুস্থতাকে কখনো 'অনুমতি' কারণ ভাবা ঠিক নয়। তাহলে যত দূর্ঘটনা ঘটে তার পিছনের কারণ খুঁজতে গেলে আল্লাহ একজন মিথ্যাবাদী ভাঁওতাবাজ ভুয়া সৃষ্টিকর্তা প্রমাণিত হবে।
আল্লাহর উদ্দেশ্যে নামাজরত মুসুল্লিদের গুলি, বোমা ও আগুনের থেকে যে আল্লাহ রক্ষা করতে পারেনা সেই আল্লাহ তার উদ্দেশ্যে এবাদত কবুল করতে পারার ক্ষমতা রাখে তা একমাত্র অশিক্ষিত কুশিক্ষিত মূর্খ বেকুবরাই বিশ্বাস করতে পারে।
আমাদের দেশের মানুষ এটাই ভুলে যায় যে বিয়ে করতে গেলে ভালোবাসাটা প্রয়োজন, শ্রদ্ধাবোধ আর ভালোবাসা না থাকলে সেই বিয়ের মানে নেই!
ওনাদের সুখী দাম্পত্য জীবন দেখে ভালো লাগছে ।
কেমন সুখ পেয়েছে। তার প্রমান পাবেন শ্রীমতি ফেরদৌসীর এক লেখায় আব্দুল্লা আল মামুনের সংগে
তার সম্পর্কের কথা ।
@@kayki8421 এই রকম বেশ্যা দের চরিত্র সেইরকমই হবে ।
@@samsuuddin1569 dhormandho jontu hoyar theke besya hoya bhalo
🙏🙏
@@anindyadasgupta3537
ধর্মপরায়ণ হওয়া থেকে যখন তোরা বেশ্যা হওয়া পছন্দ করিস। তবে তোরা তাই হ। মুসলমানের ঘরে হয়ে হিন্দু কে বিয়ে করা বেশ্যা বৃত্তির সমান। শুনতে ভাল না লাগলেও এটাই সত্য।
কপালে আগুন লেগেছিল তাই মুসলিম ছেলে খুজে পাননাই।
তুমিতো জান্নাত
Jokhon Hindu meyera Muslim chhele biye kore tokhono eki kotha bolben to ?
@@anindyadasgupta3537 তখন সে যদি সত্যি মন থেকে এক আল্লাহ্ k বিশ্বাস করে r নিজেদের হাতে বানানো মূর্তি পূজার বিপরীতে এক আল্লাহর ইবাদতে মগ্ন হয় তাহলে সেটা তার মৃত্যু পরবর্তী জীবনের জন্য কল্যাণ কর
@@ShiusKitchen Apnar kothar kono proman nei , tai mante parlam na.
@@anindyadasgupta3537 amar kothar proman obosshoi ache Quran ebong Haids e er shob proman ache
Kintu apni sheta porenni Ty janennna
Jodi specific religious aspect chinta na kore what is the purpose of life sheta study korte Chan Taholei study unbiased vabe korole apnio sheta bujhte parben
অসাধারণ একজন বাবা। সব কিছুর উর্ধ্বে কজন বাবা উঠতে পেরেছেন। just hats off.
দাদা
তার বাবা তো
তব্দা লেগে মারা গেছে। সাক্ষাত্কার শুনেন নাই।
Baba bie die jahannam kineche.
@@ayeshakhanom788hmm tate kono kichui to atkalo na
Great story !!
Congratulations for inter religious marriage. This is an actual symbol of secularism. From Àgartala
What about your opinion about Indian's allegation about Love Jihad when a Hindu girl marries a Muslim boy ?
@@mdmarzan2651its okay, if and only if the girl is not forced to be muslim by leaving Hinduism, and also not forced to follow conservative islamic customs.
আশ্চর্য লাগে, আপনার মা সঠিক বুঝেছিলেন কিন্তু আপনি কি করেছেন তা বুঝতে পারলেন না। দূঃখ লাগে।
কি বূঝলেন আপনি
মুসলমান মেয়ে হিন্দুর সাথে মালা বদল
ভন্ডামী
আল্লাহ আপনার হেদায়েত করুন এই দোয়া করি।
বাংলাদেশের বাজারে এখন দেখি আকাটা ধোনের ভিশাল চাহিদা বেরে গেছেরে ভাই
Apner hedayet korese to ?! Ki koresen life e ?
দুর্ভাগ্য আর কাকে বলে, আরবিতে মাস্টার্স করেও জীবনে কোনো পরিবর্তন আসলো না। মর্ম না বুঝে শুধু পরীক্ষা পাশের পড়ায় কোনো কাজ হয় না।
আপনি কি মর্ম বুঝেছেন?
ইসলামের নারীদেরকে মুসলমানতো থাক দূরের কথা, মানুষ বলেই স্বীকৃতি দেওয়া হয়নি, এমন আয়াত কোরআনেই আছে, তা কি জানেন?
কুরানে মানুষ বলে শিরিতি দেইনি সেই আয়াতটা একটু জানানতো।
@@hamidbakaul5038
🎇🎇 ইসলামে নারীকে মানুষ ও মুসলমান বলেই স্বীকার করা হয়নি।
🍎🍎 কোরানের ০২ঃ২৫ আয়াতে "সেখানে তাদের জন্য শুদ্ধচারিনী রমণীকূল থাকবে", অর্থাৎ ঈমান আনা লোকগুলি শুধুমাত্র পুরুষ বলেই তাদের জন্য জান্নাতে "শুদ্ধচারিনী রমণীকূল" রাখার ব্যবস্থা করা হয়েছে। ইসলামে নারীকে ঈমানদারদের মধ্যে গণ্য করা হয়নি। অর্থাৎ ইসলাম শুধুমাত্র পুরুষদেরই জন্য৷
০২. সূরা আল-বাক্বারাহ
২৫. আর হে নবী (সাঃ), যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে, আপনি তাদেরকে এমন বেহেশতের সুসংবাদ দিন, যার পাদদেশে নহরসমূহ প্রবাহমান থাকবে। যখনই তারা খাবার হিসেবে কোন ফল প্রাপ্ত হবে, তখনই তারা বলবে, এতো অবিকল সে ফলই যা আমরা ইতিপূর্বেও লাভ করেছিলাম। বস্তুতঃ তাদেরকে একই প্রকৃতির ফল প্রদান করা হবে। এবং সেখানে তাদের জন্য শুদ্ধচারিনী রমণীকূল থাকবে। আর সেখানে তারা অনন্তকাল অবস্থান করবে।
🍎🍎 ইসলামে নারীকে মানুষের মধ্যেই গণ্য করা হয়নি, ইসলামে নারী মর্যাদা রাশিকৃত স্বর্ণ-রৌপ্য, চিহ্নিত অশ্ব, গবাদি পশুরাজি এবং ক্ষেত-খামারের মত আকর্ষণীয় বস্তুসামগ্রীর মতো মাত্র।
০৩. সূরা আল-ইমরান
১৪. মানবকূলকে মোহগ্রস্ত করেছে নারী, সন্তান-সন্ততি, রাশিকৃত স্বর্ণ-রৌপ্য, চিহ্নিত অশ্ব, গবাদি পশুরাজি এবং ক্ষেত-খামারের মত আকর্ষণীয় বস্তুসামগ্রী। এ সবই হচ্ছে পার্থিব জীবনের ভোগ্য বস্তু। আল্লাহ্র নিকটই হলো উত্তম আশ্রয়।
পরহেজগারদের জন্য আল্লাহ জান্নাতে রেখেছে 'পরিচ্ছন্ন সঙ্গিনী', অর্থাৎ পরহেজগার হিসেবে কোনো নারীর স্থান নাই, শুধুমাত্র পুরুষই পরহেজগার হবে তাই তাদের জন্য সঙ্গিনী থাকবে।
০৩. সূরা আল-ইমরান
১৫. বলুন, আমি কি তোমাদেরকে এসবের চাইতেও উত্তম বিষয়ের সন্ধান বলবো?-যারা পরহেযগার, আল্লাহ্র নিকট তাদের জন্যে রয়েছে বেহেশ্ত, যার তলদেশে প্রস্রবণ প্রবাহিত-তারা সেখানে থাকবে অনন্তকাল। আর রয়েছে পরিচ্ছন্ন সঙ্গিনিগণ এবং আল্লাহ্র সন্তুষ্টি। আর আল্লাহ্ তাঁর বান্দাদের প্রতি সুদৃষ্টি রাখেন।
৩৫৩৫.
‘আবদুল্লাহ ইবনু ‘আমর (রাযিঃ)-এর সূত্র থেকে বর্ণিতঃ
রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ দুনিয়ার উপভোগের উপকরণ (ভোগ্যপণ্য) এবং দুনিয়ার উত্তম উপভোগ্য উপকরণ পুণ্যবতী নারী।
(ই.ফা. ৩৫০৬, ই.সে. ৩৫০৭)
হাদিসের মানঃ সহিহ হাদিস
ihadis.com/books/muslim/hadis/3535
৪৭.
ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “ছোঁয়াচে ও অশুভ বলে কিছু নেই। অশুভ বলতে যদি কিছু থাকে, তাহলে তা ঘর, স্ত্রী ও ঘোড়ার মধ্যে আছে।”
(বুখারী ৫০৯৪নং)
হাদিসের মানঃ সহিহ হাদিস
ihadis.com/books/hadis-somvar/chapter/1
উপরে উল্লেখিত কোরআনের আয়াতগুলি নীচের লিঙ্কের কোরআন থেকে নেওয়া হয়েছে।
কোরআনুল করীম
অনুবাদ ও সম্পাদনা : মাওলানা মুহিউদ্দীন খান।
onushilon.org/corpus/trans/koran/koranind.htm
@@bonggojbihonggo991 ei koran somajer meyeder jonno khotir karon..bises kore Muslim meye der
Apni quran hadis hote quote korchen without context. Apnader hindu religion e nari somporke ki bola ache ektu jene niye tarpore kotha bolben.
একটা দারুণ অভিজ্ঞতার মুখোমুখি দাঁড় করিয়ে দিলো এই সাক্ষাতকার। শ্রদ্ধেয়া ফিরদৌসী মজুমদারের বাবার এমন একটা মানবিক দিক উন্মোচন হল যে, কোনও
তুলনাই খুঁজে পাচ্ছি না।
জয় হোক মানবতার, জয় হোক মনুষ্যত্ব্রের।
অনেক অনেক ধন্যবাদ
জনাব নূর স্যার আপনাকে সালাম জানাই ! স্যার আমি ছোট বেলা থেকে আপনার ভক্ত এবং আজ পর্যন্ত কাওকে পেলাম না যাকে আপনার মত সন্মান করা যায় ! আমি আপনার দেশী মানুষ !
দারুন মজার আর খুব উপভোগ করলাম
।।
আল্লাহ সবাই কে হেদায়েত করুন
Vogoban ki bose bose angul chusbe,sob jodi Allah kore.
নাউজুবিল্লাহ মিন জালেক।
আল্লাহ সবাইকে সঠিকটা বুঝার তৌফিক দিন।
আপনি কি সঠিকটা বুঝেছেন?
ছাগল
@@bonggojbihonggo991 👍👍
আপু আপনার কথা গুলো ভালো লাগলো। From noakhali
ধর্ম অবশ্যই একটা বিষয় যদি পরকালে বিশ্বাস থাকে, বিশ্বাস না থাকলে এটা ওনার ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে বাড়াবাড়ি করার কিছু নেই। সৃষ্টিকর্তা মানুষকে স্বাধীনতা দিয়েছেন আমরা বলার কে? সুতরাং এটা নিয়ে বাড়াবড়ি করার কিছু নেই কারণ হিন্দু ভাইরা এতে কষ্ট পান।
SATHIK. KATHA
"সৃষ্টিকর্তা মানুষকে স্বাধীনতা দিয়েছেন... আমরা বলার কে?!" মুসলমানরা গরু খাবে, হিন্দুরা গো মুত্র পান করবে আমরা বলার কে?! ব্যক্তি স্বাধীনতা, freedom of speech হিন্দু-মুসলিম, খ্রিস্টান সকলের ক্ষেত্রে এক রকম হওয়া উচিত! কিন্তু দেখা যায় মুসলমানরা গরু খেলে, হিজাব পড়লে ভারতের হিন্দুদের জ্বলে! বাংলাদেশের ক্রিকেটার তার ফেসবুকে নিজ ধর্মীয় মত প্রকাশ করলে "প্রগতিশীল/সেক্যুলারদের" জ্বলে! মুক্তমনাদের কেন এই ডাবল স্ট্যান্ডার্ড?!!
সূরা আল ইমরান:19 - নিঃসন্দেহে আল্লাহর নিকট গ্রহণযোগ্য দ্বীন একমাত্র ইসলাম। এবং যাদের প্রতি কিতাব দেয়া হয়েছে তাদের নিকট প্রকৃত জ্ঞান আসার পরও ওরা মতবিরোধে লিপ্ত হয়েছে, শুধুমাত্র পরস্পর বিদ্বেষবশতঃ, যারা আল্লাহর নিদর্শনসমূহের প্রতি কুফরী করে তাদের জানা উচিত যে, নিশ্চিতরূপে আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত দ্রুত।
সূরা আল ইমরান:85 - যে লোক ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম তালাশ করে, কস্মিণকালেও ( কেয়ামতের দিন ) তা গ্রহণ করা হবে না এবং আখেরাতে সে ক্ষতি গ্রস্ত।
সূরা আল ইমরান:90 - যারা ঈমান আনার পর অস্বীকার করেছে এবং অস্বীকৃতিতে বৃদ্ধি ঘটেছে, কস্মিণকালেও তাদের তওবা কবুল করা হবে না। আর তারা হলো পথভ্রষ্ট।
সূরা আল ইমরান:91 - যদি সারা পৃথিবী পরিমাণ স্বর্ণও তার ( অর্থাৎ দ্বীন ইসলামের ) পরিবর্তে দেয়া হয়, তবুও যারা কাফের হয়েছে এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদের তওবা কবুল করা হবে না। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব! পক্ষান্তরে তাদের কোনই সাহায্যকারী নেই।
সূরা আল মায়েদাহ:3 -
আজ কাফেররা তোমাদের দ্বীন থেকে নিরাশ হয়ে গেছে। অতএব তাদেরকে ভয় করো না বরং আমাকে ভয় কর। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দ্বীনকে পূর্নাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার অবদান সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্যে দ্বীন হিসেবে পছন্দ করলাম। অতএব যে ব্যাক্তি তীব্র ক্ষুধায় কাতর হয়ে পড়ে; কিন্তু কোন গোনাহর প্রতি প্রবণতা না থাকে, তবে নিশ্চয়ই আল্লাহ তা™আলা ক্ষমাশীল।
উপরের লেখাগুলো আপনার জন্য কষ্ট করে হলেও একটু করে নিবেন এবং বিবেককে প্রশ্ন করবেন বুঝার চেষ্টা করবেন।
ধর্মনিরপেক্ষতা অবলম্বন করা মানে একটি কুফুরী মতবাদ কে অবলম্বন করা কোন মুসলমান দ্বীন ইসলামের বিধি-বিধান এর অনুসরণের বাইরে থাকতেই পারবে না ।
I met ferdausi APA in 1982 at wills little flowers school & she is a pleasing personality and social lady
Thanks
এদেশে মুসলমানদের দুর্ভাগ্যের জন্য যারা দায়ি তাদের মধ্যে দুই জনকে আজ একসংগে পেলাম।'
দারুন মজার এক বেহায়াপনার গল্প 😄😄😄
@Vagabond ভবঘুরে না সোনা পাখি জ্বলছে না আমার,, জ্বলছে তো তোমার আমার সত্য কমেন্ট করার জন্য। 😌😌😌
Arabic e MA kore akjon hindu ke biye korese😡 eder ke ki bolbo kuje passina 😡😡
Apnader bibaho hayob mane swargo ar behesto ek haye jayoa mane squre swargo ba behesto .salam and pronam .
তিনিই সবচেয়ে ভালো জানেন।
Such a beautiful story. No one should judge you. Your dad is a legend. May God bless 🙏🏽 you and your family with good health and happiness 💐
Thanks lottt
না জায়েজ বিবাহে অনুমতি দেয়ার ফল হিসেবে জবান/কথা বলার ক্ষমতা বন্ধ হলো কি, না? আল্লাহ্ই ভালো জানেন😥😥😥
Yes
সেটাই তো হবার কথা কারন,তিনি বাবা হয়ে, সর্বোপরি মুসলিম হয়ে কিভাবে এমন শরিয়ত গর্হিত কাজ করেন,,তিনি তো এটাকে সাপোর্ট করেছেন,আল্লাহ তার বিচার করবেন,,
যতো হাসি দুনিয়াতে আছে হেসে নেও
তারপর
@@মানুষ-ছ১ঠ তুই মনেহচ্ছে কথাটাকে নিয়ে প্রহসন করলি
@@mdtazidulislam8472 তোর বুদ্ধি হইছে না?
তোরা কবে মানুষ হবি?
Hasi kmn
দারুণ তো।
আল্লাহর মাইর দুনিয়ার বাইর।।
আল্লাহ্ ই সর্বউত্তম ফায়সালাকারি এবং ন্যায় বিচারক।
দুনিয়াতে যে মানুষ আছে, তাঁর নিদর্শন। লাখ লাখ প্রণাম জানাই।
Right
তিনি তো এখন আপনাদের ভগবান হয়ে গেছেন,
যারা পরকালের ব্যাপারে বেশী উদ্বিগ্ন তাদের কাছে অনুরোধ তারা ইহকালে ভীড় না বাড়িয়ে সরাসরি পরকালেই যেন ঠাঁই নেয়। তাতে তারাও ভালো থাকবে ইহকালের মানুষরাও শান্তিতে থাকতে পারবে।
আপনি অনুরোধ করার কে
নাকামি বাদ দিয়ে নিজের জ্ঞেয়ান নিজের কাছে রাখেন
@@em.salehuntime9721 আপনি কে ওনাদের বিরুদ্ধে বলার? আপনার বানান দেখলেই আপনার জ্ঞানের গভীরতা বোঝা যায়।
নিজেকে বেশি জ্ঞানী ভাবতে যাবেন না
অতিরিক্ত জ্ঞানী ভাব দেখাইতে দেখাইতে অজ্ঞান হয়ে যাবেন
@@em.salehuntime9721 যাক বানান টা ঠিক করেছেন, এবার নিজেকে ঠিক করুন। কারন মানুষের মতো দেখতে হলেই মানুষ হওয়া যায় না। ধর্মান্ধতা থেকে বার হয়ে প্রকৃত মানুষ হতে চেষ্টা করুন।
Excellent answer Mam. Ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ............
মানবতার ওপরে কোন ধর্ম নেই,,,,❤❤
তুমি যত পৃথিবীর সুখভোগ করনা কেন আল্লাহর কাছে একদিন ফিরে যেতেই হবে বুঝতে পারবে তখন।
তুমি আগে বুঝতে পারবে !
তুমি নিজের চরকায় তেল দাও।
@@sabitamajumder4508 এই বড় বড় কথা গুলো মৃত্যুর পর টের পাবেন।
@@rokeyaparvin8678 মৃত্যুর পর আর কিছুই থাকে না। কবর দাও বা চিতায় পোড়াও মরলে সবই মাটি।
@Younous ali Sardar
আপনি কীভাবে এতো নিশ্চিত হলেন?
আপনি এ যাবৎ কতবার মরে আল্লাহর সাথে সাক্ষাৎ করে এসেছেন?