বিনা পয়সায় পোকা তাড়ান টম্যাটো, লঙ্কা, বেগুন গাছে এই পদ্ধতির সাহায্যে||free of cost pest control

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024

Комментарии • 370

  • @babulchakraborty2262
    @babulchakraborty2262 Год назад +36

    স্যার নমস্কার। কুলপিতে গিয়েছিলাম কিছুদিন আগে। ইটের রাস্তার ধারে গ্রামের লোকেরা ঘরোয়া ভাবে আপনার এই পদ্ধতিতে বেগুন ও লংকা চাষ করেছে দেখলাম। তবে অল্প জায়গায়। কিন্তু পদ্ধতি এক। এটা পোকামাকড় থেকে গাছপালাকে বাঁচানোর অব্যর্থ উপায়। আপনার কথা গ্রাম বাংলার চাষিরা শোনে ও মানে। এমনকি প্রতিবেশী দেশ, বাংলাদেশের চাষিরাও আপনার কাছ থেকে উপদেশ ও পরামর্শ প্রত্যাশা করে। আপনি এইভাবেই উপদেশ ও পরামর্শ দিতে থাকুন। আপনার দীর্ঘ আয়ু প্রার্থনা করি।

    • @debasisbiswas4913
      @debasisbiswas4913 Год назад

      Bangla vasa r jonno sara bharat bujte pare na jedin onar vasa bujte parbe, onar dekhano path anusaran korbe

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      অসংখ্য ধন্যবাদ জানাই।
      সেই সঙ্গে আসুন সকলে এগিয়ে চলি।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад +1

      খুব ই সত্য কথা বলেছেন।
      আসলে আমার একটা সমস্যা আছে,
      আমি হিন্দিতে ভালো কথা বলতে পারি না ।
      হিন্দি তে ভিডিও করলে এতদিন কম করে 12 থেকে 15 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যেত।

    • @debasisbiswas4913
      @debasisbiswas4913 Год назад

      Thik tai
      100m follower hoto

    • @sanjoydas6543
      @sanjoydas6543 Год назад

      ​@@farmingadviseranathhalder7579sir , আপনি যেটা বলবেন সেটার একটা হিন্দী script বাংলাতে লিখে মুখস্থ করে নিয়ে তার পর video তৈরী কররন । তা হলেই তো হয় ।

  • @monirzaman3268
    @monirzaman3268 Год назад +1

    দাদা, হেব্বি আইডিয়া। ধন্যবাদ।

  • @jayadrotasingha1323
    @jayadrotasingha1323 9 месяцев назад +1

    Halo সের ভালো আছেন আমি আপনার সব ভিডিও দেকি আপনার থেকে কিছু জানার ছিল মশারির ভেতরে কি ঝিঙে করোলা এসব চাষ করা যায় এর মধ্যে কি কোন ধরনের পোকা মাকড় কোন কিছু আসবে না জানালে খুশি হতাম

  • @technicalkisanbodhu9095
    @technicalkisanbodhu9095 Год назад +6

    ভবিষ্যতের চাষের এক মাত্র উপায় ❤❤❤

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      সত্যিই এ ছাড়া কোনো ভালো ব্যবস্থা নেই। এভাবেই চাষ করে এগিয়ে যেতে হবে।

  • @RohulAmin-s3v
    @RohulAmin-s3v Год назад +2

    অবিরাম ভালো বাসা ও দোয়া রইল আমিন জেদ্দা থেকে দেখছি অনেক কিছু জানতে পেরে ধন্যবাদ

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      সুদূরের অতিথি কে অসংখ্য ধন্যবাদ জানাই,
      সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল ।

  • @subodhnandi9742
    @subodhnandi9742 Год назад +1

    পধ্যতিটা জেনে খুব ভালো লাগলো।আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই রকম নতুন ধরনের তথ্ দিয়ে আমাদের সমিরধ্য করুন।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      ধন্যবাদ জানাই সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।

  • @apurbamitra6884
    @apurbamitra6884 Год назад +2

    দারুণ পরামর্শ। নমস্কার জানাই🙏🙏🙏

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад +1

      ধন্যবাদ জানাই,
      সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।

  • @tarunkumarghosh3232
    @tarunkumarghosh3232 Год назад

    ভগবানের কৃপায় সুস্থ থাকুন এই কামনা করি। আপনি একটি জিনিয়াস। আপনার অধিকাংশ ভিডিও ফলো করি।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      ধন্যবাদ জানাই,
      সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।

  • @moktarhossain2912
    @moktarhossain2912 Год назад +1

    নমস্কার কাকু খুব ভালো লাগলো অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন শুভ সন্ধ্যা

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      ধন্যবাদ জানাই,
      সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।

  • @chhayasakar5570
    @chhayasakar5570 Год назад +1

    দারূন লাগলো দাদাভাই 🙏❤

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      সত্যিই দিদি ঐ ভাবেই বিষমুক্ত সবজি চাষ করতে পারবেন।
      এটাই বিজ্ঞানের শেষ কথা। কোনো বিষ প্রয়োগ করতে হবে না।

  • @mandirasarkar8893
    @mandirasarkar8893 Год назад

    খুব প্রয়োজনীয় তথ্য, ভালো থাকুন

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      ধন্যবাদ জানাই,
      সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।

  • @masudalam433
    @masudalam433 Год назад

    Darun podhoti sir.thank you

  • @FoodForest19
    @FoodForest19 Год назад +1

    খুব ভালো লাগলো স্যার।

  • @tridibkumarmahal2095
    @tridibkumarmahal2095 Год назад

    Khub Sundor Video

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      আমি একটা গান শুনতে বলবো
      শেষ পর্যন্ত মন দিয়ে শুনবি ।।
      তুষার দত্ত -- ঝরা গোলাপে ফিরিয়া যদি সে আসে। নজরুল গীতি।।তবলার দিকে খেয়াল রাখবি।।
      জীবনের একটা নুতন গানের দিকে মন চলে যাবে।
      আরো উন্নত হয়ে এগিয়ে যেতে পারবি।

  • @soumenbiswas5305
    @soumenbiswas5305 Год назад

    এই পরামর্শ টা আমি আপনার কাছে এক বছর আগে শুনেছিলাম আজ আপনি নিজে ভিডিও করে দেখালেন খুব ভালো লাগলো আমি এক বিঘা জমিতে বেগুন চাষ করাবার প্রস্তুতি নিচ্ছ ❤❤

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад +1

      ধন্যবাদ জানাই,
      সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।

  • @harekrishnarang2287
    @harekrishnarang2287 Год назад +2

    Dr Krishan chandra এর OWDC এবং gara gomutra নিয়ে একটা ভিডিও বানানোর জন্য অনুরোধ করছি, gara gomutra কি কি রোগে ব্যবহার করা যায় বিস্তারিত জানানোর জন্য অনুরোধ করছি। খুব শীঘ্র ভিডিও করার জন্য অনুরোধ করছি।

  • @arijitdey7752
    @arijitdey7752 Год назад +1

    আপনি গুরুদেব,❤

  • @nikhilchatterjee8936
    @nikhilchatterjee8936 Год назад +1

    চমৎকার 🙏🙏🙏

  • @dilipmondal5341
    @dilipmondal5341 Год назад +3

    👍👍👍👍👍👍👍
    স্যার,
    বর্ষাকাল ও ঝড়ের সময় একটু অসুবিধা হবে হয়তো, কিন্তু এটাই হচ্ছে গাছকে বাঁচানোর সেরা উপায়।
    ধন্যবাদ
    ভালো থাকবেন
    সুস্থ থাকবেন।
    🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад +1

      ধন্যবাদ জানাই,
      সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।

    • @hazihamid8686
      @hazihamid8686 Год назад +1

      প্রিয় মহদয়
      আপনার বক্তব্যের সঙ্গে আমি একমত।
      দয়াকরে আরো ভিডিও বানান।
      বাংলাদেশের চিতলমারী,( বাগেরহাট জেলা) থেকে।
      ধন্যবাদ। শুভ কামনা

  • @sayanihalder3907
    @sayanihalder3907 Год назад +1

    Darun 👍👍👍👍

  • @bprafiqbd
    @bprafiqbd Год назад

    স্যার আন্তরিক ছালাম ও শুভেচ্ছা নিবেন। বাংলাদেশ থেকে রফিক বলছি।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      সোনার বাংলার মানুষকে অসংখ্য ধন্যবাদ জানাই।
      সপরিবারে ভালো থাকুন আর এগিয়ে চলুন এই কামনা করবো।

  • @goutammandal9319
    @goutammandal9319 Год назад

    দারুনলাগছে sir

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      ধন্যবাদ জানাই সেই সঙ্গে এগিয়েউলো চলার শুভেচ্ছা রইল।
      আসলে আমরা ভুল হয়ে গেল
      মনিপুরের ছবিগুলো দেখাতে পারলে খুব খুব ভালো হতো।

  • @sadanandasarkar5073
    @sadanandasarkar5073 Год назад +1

    Sir very nice process. Thank you.

  • @mdsaonislam9172
    @mdsaonislam9172 Год назад

    💯💯💯💯%❤️❤️❤️❤️ দাদু
    আমার তো এগ্রিকালচারের স্বপ্নটাই পুরা পলি হাউস আর গ্রীন হাউজ নিয়ে দাদু | শুধু একটা জায়গায় পারিনা ফাইনাল শিয়ালের অভাব | ছোটো আকারে শুরু করতে যাচ্ছি দাদু | আপনাকে তো আমার লাগবেই লাগবে | দোয়া রাখবেন দাদু | আপনার প্রতি ভালোবাসা অবিরাম | ভালো থাকবেন সুস্থ থাকবে দাদু |

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад +1

      এগিয়ে চলো দাদুভাই।
      অবশ্যই অবশ্যই পরামর্শ দেবো।
      শুধু যেসব ফসলের পুরুষ ফুল
      ও স্ত্রী ফুল আলাদা আলাদা হয়
      সে সব ক্ষেত্রে খুব সকালে হাত দিয়ে পরাগ মিলন করতে হবে।
      তাহলেই সব সম্ভব হবে।
      বিনা বিষে চাষে বিপ্লব আনার
      শুভেচ্ছা রইল।
      শুভ সন্ধ্যা।।

  • @skneksad420
    @skneksad420 Год назад +2

    Sir আপনি যে ভাবে চাষ করতে বলেন আমি বা আমাদের গ্রামের সবাই সেইরকম ভাবে চাষ করি
    এতে আমাদের ফলন অনেক ভাল হয়
    এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      ধন্যবাদ জানাই,
      সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
      সপরিবারে ভালো থাকুন এই কামনা করবো।

  • @anirbanghosh1794
    @anirbanghosh1794 Год назад

    Darun sir

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      ধন্যবাদ জানাই সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।

  • @mithubarman7735
    @mithubarman7735 Год назад +1

    স্যার আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      ধন্যবাদ জানাই,
      সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।

  • @anirbanghosh1794
    @anirbanghosh1794 Год назад

    Khub sundor

  • @arnabmaitra1986
    @arnabmaitra1986 Год назад

    Khub valo video

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      ধন্যবাদ জানাই,
      সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।

  • @mtgold7924
    @mtgold7924 Год назад

    খুব সুন্দর

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      ধন্যবাদ জানাই,
      সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।

  • @biplabnaskar6795
    @biplabnaskar6795 Год назад +1

    বাড়ির সবাই ভালো আছে,সবার আরোগ্য ও সুস্থতা কামনা করি ❤

  • @diliphalder369
    @diliphalder369 10 дней назад

    Aapnar video gulo ami niometo dekhi. Apnar avignata theke dui ekta boier naam , publisher saho , balun jar theke ami shakher chhad bagan e sabji , phool gachh korte pari. R jodi sambhab hoy apni boi kiney courier phatie ditey paren. Am I online e boier daam ebong courier kharach die debo. Sathik samay chara ropon ebon jatana dutoi korte parbo.

  • @sabyasachipramanik8336
    @sabyasachipramanik8336 Год назад +1

    Sir, সমস্ত চাষের ঔষধ প্রয়োগের সাথে সার প্রয়োগ নিয়ে আলোচনা করলে উপকৃত হতাম।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      অনেক অনেক সময় লাগবে।
      এক একটা ফসল নিয়ে আলোচনা করার চেষ্টা করবো।

  • @rakeshghosh5646
    @rakeshghosh5646 Год назад +1

    Sir লেবু গাছ সম্বন্ধে কিছু বলুন ।

  • @portaphaldar5591
    @portaphaldar5591 Год назад

    স্যার আমি 8 ফুট হাইটেক করে ফিল্টার নেট ঘিরে আমি শসা উচ্ছে বরবটি করেছিলাম তাতে রেজাল্ট খুব ভালো পেয়েছিলাম

  • @tuntoon770
    @tuntoon770 Год назад

    দাদু নাজিয়া বাংলাদেশ থেকে। আপনার ভক্ত

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      অনেক অনেক দিন পর কথা হচ্ছে। তোমরা কেমন আছো দাদুভাই ?
      আল্লাহর কাছে প্রার্থনা করি সপরিবারে ভালো ও সুস্থ থেকে এগিয়ে চলতে।

  • @chittaranjanmondal9507
    @chittaranjanmondal9507 Год назад

    Sundar post, Thanks.

  • @chaplinchowdhury2240
    @chaplinchowdhury2240 Год назад

    Sir ami tob e phul gach korte chai. Tai gardening or gacher porichorja nie ekta bengali book er nam jodi bolen tahole valo hoi.

  • @suvendumaji2175
    @suvendumaji2175 Год назад

    Dada uucha gacha pata holud hoya jacha dada aktu bolun ki use korbo

  • @fruitsflowers1165
    @fruitsflowers1165 Год назад

    Sir, সত্যিই অসাধারণ শিক্ষা পেলাম video থেকে. 🙏
    Sir, লেবু গাছ Dieback রোগে মারা যাচ্ছে... দয়া করে বাঁচান 🙏🙏 কিছু ওষুধ বলুন 🙏

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      রোগে আক্রান্ত ডালপালা ছাঁটাই করে দিন।
      তারপর কনিকা পাউডার প্রতি লিটার জলে দুই গ্রাম মিশিয়ে স্প্রে করবেন তিন দিন ছাড়া ছাড়া তিন বার।

  • @PampaBhattacharya-y2n
    @PampaBhattacharya-y2n 11 месяцев назад

    Sir , amar chhad e tobe gachh lagachhi . Kintu kathbiralir khub upodrob . Chara kheye nichhe . Ki korbo ektu bolben plz.

  • @harekrishnarang2287
    @harekrishnarang2287 Год назад +1

    স্যার টমেটো, লঙ্কা, বেগুন ছাড়া আর কি কি চাষ Musharir ভিতর করা যাবে, জানালে খুবই উপকৃত হব।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      এই তিনটি চাষ করলে পরাগ মিলন করতে হবে না।
      অন্য ফসল করলে নিজে গিয়ে খুব সকালে পরাগ মিলন করতে হবে।

  • @differentsome1372
    @differentsome1372 Год назад +2

    স্যার এর একটা সমস্যা আমি লক্ষ করেছি যে গরমের সময় তাপমাত্রা তো বেশি থাকে তার উপরে ভিতরে তাপমাত্রা ৩-৪ ডিগ্রী বেশি হয়ে যায়। তখন গরমের সময় এই নেট হাউজের ভিতরে কি করতে পারি। তাপমাত্রা নিয়ে আমি সমস্যায় আছি। মরিচ টমেটোর পাতা তখন কুকড়ে যায় তাবে সাদা মাছি ও মাকড় থাকে না। কি করতে পারি একটু বলেন স্যার। ফেব্রুয়ারুতে আবার মরিচ লাগাবো। বাংলাদেশ থেকে বলছি

  • @LoknathSardar-z3m
    @LoknathSardar-z3m 3 месяца назад

    Sir kivaba porag milon korbo please bolben sir

  • @amitmandal9074
    @amitmandal9074 Год назад

    স্যার, বোরো ধান চাষের একটা ভিডিও বানান। মানে কোন ধরনের মাটিতে কোন ধরনের বীজ বপন করলে ভালো হয়। আর বোরো ধানের কি কি প্রকারভেদ আছে, পরবর্তীকালে ধান ওঠার সময় ঝড়, বৃষ্টি হলে কোন কোন ধানের বেশি ক্ষতি হতে পারে,, এই সব নিয়ে একটা ভিডিও বানান দয়া করে

  • @spsp199
    @spsp199 Год назад

    Sir boro dhar bij dhan niye video korun....ki dhan chas korbo...Ekta video korle valo hoy

  • @MDMusabbihanIslam-xk9mq
    @MDMusabbihanIslam-xk9mq Год назад +1

    স্যার আপনাকে ধন্যবাদ , স্যার বাসায় খাওয়ার জন্য ৭০/৮০ টা মরিচ গাছ লাগাইছি সর্বদা সুস্থ রাখতে একটু পরামর্শ দিন স্যার please . মরিচে কি রিডোমিল গোল্ড দেওয়া যায়,,,

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      রিডোমিল গোল্ড প্রতি লিটার জলে দুই গ্রাম মিশিয়ে স্প্রে করবেন।
      আর পোকার জন্য নিমতেল স্প্রে করতে পারেন।

    • @MDMusabbihanIslam-xk9mq
      @MDMusabbihanIslam-xk9mq Год назад

      @@farmingadviseranathhalder7579 Thank you sir

  • @subhankarmondal8133
    @subhankarmondal8133 Год назад

    Sir, আমি 2021 সালে এই পদ্ধতিতে বেগুন চাষ করেছিলাম। পোকা হয়নি। কিন্তু ফলের সংখ্যা অনেক কম ছিল। সাধারনের তুলনায় প্রায় 70% কম। মশারি খোলার পর আবার ফলের সংখ্যা বৃদ্ধি পেয়েছিল।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      70 % কম হবার কথা নয়।
      পি জি আর, সাত দিন ছাড়া ছাড়া স্প্রে করে গেলে অনেক ফলন পাবেন।

  • @sukhenmondal3018
    @sukhenmondal3018 Год назад

    স্যার একটা কালো ধান চাষের জমি তৈরী থেকে,ধান কাটা পয্নত একটা ভিডিও করবেন!ধন্যবাদ

  • @rztutul5964
    @rztutul5964 Год назад

    1000 বছর বেচে থাকুন এই কামনা করি কাকু কেমন আছেন বাড়িতে সবাই কেমন আছে কাকু টমেটো সসা মসারিতে কর যাবে কি আর শীতকালীন হাইব্রিড সসার যাত কোনটা ভালো হবে দয়াকরে জানাবেন

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад +1

      টমাটো চাষ মশারি টাঙিয়ে অবশ্যই
      করুন।
      কিন্তু শসা ঐভাবে চাষ করলে খুব সকাল বেলায় মশারির ভেতর ঢুকে পুরুষ ফুল তুলে স্ত্রী ফুলের সঙ্গে পরাগ মিলন করতে হবে।
      হাইব্রিড জাত মালিনী।

  • @santu6531
    @santu6531 Год назад +1

    মর্তমান কলা গাছে emamektin benzoate injection করা যাবে কি স্যার?
    করা গেলে কতো gm কত জলে মিশিয়ে কতটা ml medicine injection করবো।

  • @prasenjitsarkar8373
    @prasenjitsarkar8373 Год назад +1

    Dada boro dhan er hybrid bij hyeiled somparke bolun

  • @ChiranMondal-y7c
    @ChiranMondal-y7c Год назад

    Kaku net use korle mite thips control Kora jai?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад +1

      একটু দাম বেশী দিয়ে ঘন নেট কিনলে এই সমস্যা গুলো আসবে না।

  • @bikashmanna4177
    @bikashmanna4177 Год назад

    নমস্কার Sir,
    Sir আমার পেয়ারা, জামরুল ও কালো জাম গাছের পাতার নিচে সাদা সাদা কি একটা পোকা আছে, আমার মনে হয় সাদা মাছি, imidacloropid স্প্রে করেছি কিন্তু ভালো হচ্ছেনা, একটা ভালো রাসায়নিক ওষুধ বলুন।
    ধন্যবাদ

  • @anishchakraborty8377
    @anishchakraborty8377 Год назад

    Sir 10inch tob a mati sodhon korte kota ta bleaching powder use korbo please ek tu bole din

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      প্রথমে টবের মাটি জল দিয়ে ভিজিয়ে দিয়ে ঐ পাউডার 10থেকে 12 গ্রাম মাটিতে মিশিয়ে দিয়ে প্লাস্টিক পেপার চাপা দিয়ে রাখবেন দশ দিন।
      তারপর চাষের কাজে ব্যবহার করবেন।

  • @samirandas6814
    @samirandas6814 Год назад +1

    White fly, thrips, mite atkabe ai net a

  • @sanatandandapat6279
    @sanatandandapat6279 Год назад +1

    স্যার আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলেছিলাম আমাদেরকে একটা গম চাষের ভিডিও দেখান এবং চাষ কিভাবে করব তার পরামর্শ দিন এই ব্যাপারে আপনার কাছে আগেও কমেন্ট করে জানতে চেয়েছিলাম জানালে খুব উপকৃত হব

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      খুব তাড়াতাড়ি গম বীজ বুনতে হবে।
      21 দিন পর , 42 দিন পর, 63 দিন পর,
      84 দিন পর জল সেচ দেবেন। এগুলো মানতে হবে। বীজ বুনে দিন।

  • @ShohagHossain-x1e
    @ShohagHossain-x1e 5 месяцев назад

    স্যার সব্জিতে amistar top sathe SAFF powder 2 ta ak sathe deoya jabe

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  5 месяцев назад

      আর সাফ পাউডার দিতে হবে না।
      Amister Top প্রতি লিটার জলে এক মিলি মিশিয়ে স্প্রে করবেন।

  • @rahulgolder6753
    @rahulgolder6753 Год назад

    ধন্যবাদ sir......
    আর একটা প্রবলেম পেঁয়াজ গাছের মাথা পুড়ে হলুদ হচ্ছে এটার জন্য কি দিতে হবে???????

  • @matiurrahman8397
    @matiurrahman8397 Год назад

    গম চাষের জন্য সার প্রয়োগ,বালায়নাশক প্রয়োগ এক কথায়
    চাষ পদ্ধতি জানতে চাই।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      এখানে বলতে অনেক সময় লাগবে।
      একরে সারের মাত্রা হলো NPK
      40 20 20
      আর জল সেচ দেবেন 21 দিন পর,
      42 দিন পর, 63 দিন পর ও
      84 দিন পর
      মোট চার বার সেচ দেবেন।

  • @uniqueobserver7981
    @uniqueobserver7981 Год назад

    Dada plastic chaal er reality ta ki explain korun

  • @GoutamParia-w1f
    @GoutamParia-w1f Год назад

    krisaker asal bandhu sir anath haldar

  • @pratipneha864
    @pratipneha864 Год назад

    kaku indrofil, r m-45 powder ki ekoi jinish, r sarer dokandar bollo 10 lt jole 30 gram powder dite eta korle kemon hoy kharap hobe, 🙏🙏

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      Indofil এটা কোম্পানির নাম।
      M -45 পাউডার। প্রতি লিটার জলে আড়াই গ্রাম ডোজ।
      দশ লিটার জলে 25 গ্রাম।
      তবে বয়স্ক গাছে 30 গ্রাম ও স্প্রে করা যায়।

  • @satyaranjanjana4388
    @satyaranjanjana4388 Год назад

    Jonk ki kore tarabo,

  • @anandamaikap4666
    @anandamaikap4666 Год назад

    নমস্কার স্যার।লেবুর গাছের পাতা কোঁকড়ানোর উপায় জানাবেন।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      কম দামের ওষুধ ল্যানসার গোল্ড প্রতি লিটার জলে দুই গ্রাম সেই সঙ্গে মোবোমিন দু গ্রাম মিশিয়ে স্প্রে করবেন তিন দিন ছাড়া ছাড়া তিন বার।

  • @tarakbiswas1432
    @tarakbiswas1432 Месяц назад

    সার ওল কফির। চারা তৈরী করতে পারছিনা কি করব বীজ। আমাজন থেকে এনে ছি। শুকনো বীজ বপন করে ছি ,কি করব একটু বলবেন

  • @nuruddinqasmi9590
    @nuruddinqasmi9590 Год назад

    Boro mousom e rice seeds bolun

  • @spsp199
    @spsp199 Год назад

    Pan 802 dhan niye video korun...

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      ঐ জাত চাষ করবেন না।
      এখন ঐ জাতের শীষ ছোটো হচ্ছে।
      PAN 138 জাত চাষ করতে পারেন।
      আমি এই নিয়ে ভিডিও আনছি।

  • @sksaheb273
    @sksaheb273 Год назад

    Khub sundor sir....😊 Amar tomato gache sikor poche more jache 4/5 kore ...mot 1300 gach chilo, 65 din boyos hoye geche,,,,sech dewar pori 4/5 ta kore jimiye mara jache....ekhon ki korbo jodi ektu upai bole den.... onek khorcha hoye gche ekhon projonto...ki kore khorcha uthbe k jane!😢

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад +1

      যদি ব্যাকটেরিয়াল উইল্ট রোগ হয়
      অর্থাৎ ঝিমিয়ে মারা যায় তাহলে
      রজত HD প্রতি লিটার জলে হাফ মিলি মিশিয়ে গাছের গোড়ার মাটি ভিজিয়ে দেবেন। তিন দিন ছাড়া দুবার।আর খরচ করতে যাবেন না।
      এটাই শেষ ওষুধ ।

    • @sksaheb273
      @sksaheb273 Год назад

      @@farmingadviseranathhalder7579 kichu din age thaiphanatemethyl+ streptomycin spray + drenching korechi,eki abostha kono poriborton nei, r ami ekta gache gora theke ektu kete kacher glass e dubiye check kore chilam bacteria wild ki na ..., bacteriar kono chinno dekhte paini..
      Acha r ekta bishoi janar chilo ...hobe na ki JanaBen please....
      10-12 kg chuner sathe 3-4 bliching powder ke 2 din age jole bhijiye rekhe sech dewar somoy oi gole alop olpo kore misiye dile kaj hobe?
      Kal dekhchi ekbare somorno sustho gach...ter pordin dekchi hothat kore somporno gach jimiye more jache ful-fol thaka obosthatei😌

  • @Riyarannaghar-k9u
    @Riyarannaghar-k9u Год назад

    Ami bins gach bosiyachi chad a tob er modha .kintu barcha na .r 2 to gach boro hoyacha kintu pata gulo sob sada hoya jaccha kno bolun to.😢😢😢

  • @sundarmondal1287
    @sundarmondal1287 Месяц назад

    নেটের মধ্যে বেগুন ঢাষ ও নেটের বাইরে বেগুন চাষ। কোন টির ফলন বেশি।

  • @satadalbag8917
    @satadalbag8917 Год назад

    Sir, বলছি সুখসাগর জাতের পেঁয়াজ মাটি কাদা করে রুইলে ভালো হবে? নাকি শুকনো মাটিতে চাড়া বসানো হলে ভালো ফলন পাওয়া যাবে?

  • @ganeshhait6396
    @ganeshhait6396 Год назад

    এটা একবার ভেবেছিলাম. কিন্তু বাস্তবে রূপ দিতে পারিনি. এবারে বাস্তব রূপ পাবে.

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      ধন্যবাদ জানাই,
      সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।

  • @suvendumaji2175
    @suvendumaji2175 Год назад

    Dada puthi poka tarata parchina korola gach ki kitnashok use korbo

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      করলা গাছে প্রতি লিটার জলে এক গ্রাম
      Astra সেই সঙ্গে উলালা হাফ গ্রাম মিশিয়ে স্প্রে করবেন।

    • @suvendumaji2175
      @suvendumaji2175 Год назад

      Thanks dada

  • @abcd-cb2sv
    @abcd-cb2sv Год назад

    নমস্কার স্যার ভালো থাকবেন,
    গরমে ভালো লঙ্কা এবং বেগুন seeds নাম বললে উপকৃত হব,
    আমি ফাল্গুন মাসে চারা ব।
    Please sir বলবেন

  • @sayanikaroy4683
    @sayanikaroy4683 Год назад

    Dhani lonka gaach paoya jabe ??

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад +1

      আমার এই গাছ আগে ছিল।
      এখন শুধু আমার নয়
      দেখা যাচ্ছে না।
      কালো লঙ্কা , হলুদ লঙ্কা আমার বাড়িতে আছে । ধানি লঙ্কা নষ্ট হয়ে গিয়েছে।
      আমি তো অনেক জায়গায় ঘুরে ঘুরে কাজ করি।
      যদি পাই ভিডিও করে জানাবো।

  • @ArifKhan-rc1be
    @ArifKhan-rc1be Год назад +1

    স্যার আমি বাংলাদেশ থেকে বলছি। আমার মটরশুঁটি গাছে সবে ফুল আসা সুরু করেছে অধিক ফুল আনার জন্য কী করবো? গাছের জোর বাড়ানোর জন্য কী করবো?

  • @manisankarmaitymaity4148
    @manisankarmaitymaity4148 Год назад

    Sir goromar tamoto falgun masa lagabo na mage masa lagabo.kon masa lagala valo hoba

  • @abcd-cb2sv
    @abcd-cb2sv Год назад

    Sir আমার জায়গা লম্বা 125 হাত,বাই 50 হাত
    নেট এর খরচ কত টাকা মতো লাগবে
    Please sir জানাবেন, অপেক্ষায় থাকলাম,

  • @habiburrahaman5753
    @habiburrahaman5753 Год назад

    পরাগ মিলনে ঘাটতি হবে না? পরাগ মিলন কি ভাবে হবে? পরাগ মিলন autometic হবে যে ভাবে তার ভিডিওটা দেন। আমরা ৮বিঘা বেগুন চাষ করতে চাই এই নেটিং পদ্ধতিতে। সাহায্য করবেন সহয়তা করবেন pls

  • @vivekanandaroy1054
    @vivekanandaroy1054 Год назад

    নমস্কার। আমি এবার প্রথম ১৪৭ টা পেপে গাছ লাগিয়েছি। ইউটিউব দেখে।একজন অভিজ্ঞ লোকের খুব দরকার। পরামর্শ দিন।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад +2

      গাছের পাতা যেন কুঁকড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখুন।আর আমার ভিডিও দেখে এগিয়ে চলুন।

  • @pratipneha864
    @pratipneha864 Год назад

    kaku ekta vhalo lichi (লিচু) jater nam bolun, caina 3 jater lichu nam sunechen ba dekhechen eta kirokom hoy🙏🙏

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      ঐ লিচুর জাত জানি না।
      আমি বলবো মুজফ্ফরপুর লিচু জাত চাষ করতে পারেন অথবা বারুইপুর জাত
      বসাতে পারেন।
      এখন আবার থাই লিচু জাত বেরিয়েছে ।
      অর্থাৎ থাইল্যানডের লিচু জাত 2 / 1 টা
      বসাতে পারেন।

  • @rajibdebnath2590
    @rajibdebnath2590 Год назад

    দাদা, বলছিলাম সাগরিকার সাথে ডাইথেন এম 45 প্রয়োগ করা যাবে? ফুলকপির জমিতে ।গাছের গুটি এসেছে।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      অবশ্যই দুটো মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায়।

  • @AbhijitDas-xk3pr
    @AbhijitDas-xk3pr Год назад

    Sir piyara gache mosari deya jabe?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад +1

      পেয়ারা ছোটো অবস্হায় প্লাস্টিক পেপারের ভিতরে ঢুকিয়ে আলগা করে বেঁধে রাখুন।
      মশারি ব্যবহার করতে হবে না।

  • @sandipmondal9637
    @sandipmondal9637 Год назад

    Sir, ভেন্ডিতে এইভাবে করলে হবেকি?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      ফলন কম হবে।
      সাদামাছি আটকানো যাবে।
      আমার মনে হয় প্রথম থেকে 50 থেকে 60 দিন বয়স পর্যন্ত মশারির মধ্যে রাখলে খুব খুব খুব ভালো হয়।তারপর মশারি তুলে দেবেন।

  • @anirbanmajumder1125
    @anirbanmajumder1125 Год назад

    Can bio stricker effect on photosynthesis?

  • @PustamSing
    @PustamSing Год назад

    Sir, amar jhinga gachher boyos 10- 12 pata hoyeche, akhon ki porichorja korbo sir kindly bole diben aktu. Aponar kotha motoi RAMA F1 korechi sir

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад +1

      পোকার জন্য উলালা প্রতি লিটার জলে হাফ গ্রাম সেই সঙ্গে টোকেন হাফ গ্রাম 10 মিনিট একসঙ্গে মিশিয়ে ভিজিয়ে রাখার পর স্প্রে করবেন তিন দিন ছাড়া দুবার।
      তারপর পি জি আর প্রতি লিটার জলে দুই মিলি সেই সঙ্গে মোবোমিন এক গ্রাম মিশিয়ে স্প্রে করবেন পাঁচ দিন ছাড়া ছাড়া তিন বার।

    • @PustamSing
      @PustamSing Год назад

      Sir, amar kache Admire r Tafgor insecticide, AND PGR- biovitaX r Agromin gold baritei achhe cholbe ki kindly sir reply korle upokritto hobo.

  • @FarmingAdivisarAstic
    @FarmingAdivisarAstic Год назад

    স্যার আমার শশা ঝীঙে সষে্ জমিতে জল জমে গিয়েছে ।গাছের বয়স 10 দিন।আমি3দিন আগে সাফ্ ড্রিচিং করেছি।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      একটু দামী ওষুধ ক্যাবরিও টপ প্রতি লিটার জলে দুই গ্রাম মিশিয়ে একবার স্প্রে করুন।

  • @Kamalhossain-xj8or
    @Kamalhossain-xj8or Год назад

    দাদা মসরি দিয়ে ভেন্ডি করা যাবে

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      প্রয়োজন হবে না।
      এখন ঠান্ডা পড়বে
      ফলে পোকার উপদ্রব কমে যাবে।

  • @1.-625
    @1.-625 Год назад

    Profex Super,TataKoranda,TataMida,Monocil Aei Gulor Moddhe Kon Osudh Ta Valo?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      Profex Super প্রতি লিটার জলে দুই মিলি মিশিয়ে স্প্রে করবেন।

    • @1.-625
      @1.-625 Год назад

      @@farmingadviseranathhalder7579 আম গাছেও দেওয়া যাবে?

  • @darussalam_777
    @darussalam_777 Год назад +1

    কিন্তু স্যার, পোকা তো গাছের গোড়ায় গবর সার/ জৈব সার দিলে মাটি থেকে চলে আসে মনে হচ্ছে??

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      ঠিকই বলেছেন।
      মাটির পোকা থাকতে পারে।
      তবে মূল সমস্যা পাতা কুঁকড়ে যাওয়া,
      লেদা পোকার সমস্যা। এগুলো থাকবে না।

  • @ishwarchandragarai8136
    @ishwarchandragarai8136 5 месяцев назад

    Sir এই মোশাড়ির ছিদ্রগুলো বড়ো তো সাদামাছি ঢুকে যাবে না

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  5 месяцев назад

      না সাদা মাছি ঢুকবে না।
      গাছের উপরে থাকা পোকাদের
      ভালো করে তাড়িয়ে তারপর মশারি খাটিয়ে দেবেন।

    • @ishwarchandragarai8136
      @ishwarchandragarai8136 5 месяцев назад

      Thank

  • @badalray7579
    @badalray7579 Год назад

    স‍্যার এখন কি তরমুজ চারা লাগানো যাবে আমি বাংলাদেশ থেকে বলছি মাটি রেডি হয়েছে একটু দয়াকরে বলবেন আপনার ভিডিও দেখে চাষের ইচ্ছা হয়েছে।।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      হ্যাঁ অঙ্কুরিত বীজ বুনতে পারেন।
      তবে পুরো জমিতে তরমুজ চাষ করবেন না।
      কিছু টা পুঁই শাকের বীজ বুনুন।
      লাল শাকের বীজ বুনুন।
      ভেন্ডি চাষ করতে পারেন।
      শীতের শসা বীজ বুনতে পারেন।
      একটা চাষে লোকসান হলে অন্যটায়
      সেই ক্ষতি পূরন হয়ে ও লাভ করতে পারবেন।
      শুধু একটা চাষ ধরে রাখবেন না।

  • @puspendu
    @puspendu Год назад

    পেঁপে চাষে নেট ব্যবহার করা যাবে?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      ছোটো গাছ থাকা অবস্থায় অবশ্যই মশারি টাঙিয়ে চাষ করা উচিত।
      কারন প্রথমেই পাতা কুঁকড়ে যায়।
      কোনো বিষ প্রয়োগ করতে হবে না
      ঐভাবে চাষ করলে ।
      পরে যখন গাছ বড়ো হয়ে যাবে তখন মশারি তুলে ফেলবেন।

  • @pratapmondal1831
    @pratapmondal1831 Год назад

    কাকু হাইব্রিড বোরো ধানের বীজ তলা কিভাবে করবো ।একটু আলোচনা করবেন

    • @pratapmondal1831
      @pratapmondal1831 Год назад

      আমার বাড়ি কালি নগর

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      তিন থেকে চার ফুট চওড়া করে বীজ তলা করবেন‌
      তার পাশে একফুট নালা রাখবেন।

  • @pintughorui1472
    @pintughorui1472 Год назад +1

    স্যার নমষ্কার❤নয় ফিট বাই দশ ফিট জায়গায় যদি চারশো টাকা খরচ হয় তাহলে একবিঘা জায়গায় কতোটা খরচ হতে পারে ?

  • @rahulgolder6753
    @rahulgolder6753 Год назад

    Sir.. লাউ ও শসা গাছের গোড়া ফেটে যাচ্ছে একবার এ কমাতে গেলে কোনো ওষুধ প্রয়োগ করবো.....?.

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      Blitox পাউডার এর সঙ্গে সামান্য জল মিশিয়ে মলম তৈরি করে ঐ ফাটা জায়গাগুলোতে লাগিয়ে দিন।
      পাতায় ঐ পাউডার প্রতি লিটার জলে তিন গ্রাম সেই সঙ্গে বোরন দু গ্রাম মিশিয়ে স্প্রে করবেন তিন দিন ছাড়া দুবার।
      তারপর NPK 0 0 50 প্রতি লিটার জলে তিন গ্রাম মিশিয়ে স্প্রে করবেন।

    • @rahulgolder6753
      @rahulgolder6753 Год назад

      ধন্যবাদ sir......
      আর একটা প্রবলেম পেঁয়াজ গাছের মাথা পুড়ে হলুদ হচ্ছে এটার জন্য কি দিতে হবে???????

  • @noyonsk195
    @noyonsk195 Год назад

    ভালো আছো তুমি

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      ভালো আছি।
      তুমি ও সপরিবারে ভালো থেকো আর চলো সকলে এগিয়ে চলি।

  • @amirmd.5157
    @amirmd.5157 Год назад

    আমার প্রশ্ন হলো লাল মাকড় অনেক ছোট, মশারির একটা ফুটা দিয়ে হাজার হাজার লাল মাকড় ঢুকে যেতে পারবে। এ বিষয়ে কিছু বলেন। ধন্যবাদ

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      সাধারনত আক্রমন করার কথা নয়।
      তাছাড়া গরম বাড়লে এই মাকড়ের
      আক্রমন বেশি হয়।
      তবুও যদি মশারির ভিতরের গাছে ঐ মাকড় দেখা যায় তাহলে প্রতি লিটার জলে এক মিলি Abacin মিশিয়ে পাতার উভয় দিকে স্প্রে করবেন।

  • @রাহুলমন্ডল-ঘ৩ছ

    কাক আমি 10 কাঠা জমি বেগুন লাগিয়েছি, 15 দিন হলো, আমাদের এই দিখে কোন বিষ কাজ করে না খুব বেগুন পোকা হয়, মাসারি কোথায় পাবো please বলবেন কম দামে, আমাদের এই দিকে 100 চাষি আপনার video দেখেছে,