অনেক ধন্যবাদ আমার বাড়ী বাংলাদেশের রাজশাহীতে। ছাদে এক গাছে এক টবে এক সিজনে ত্রিশ কেজি বেগুন পেতে এইটুকু খরচ করতেই হবে। শবজির খোসা ব্যবহার করলে খরচ কমতো কিন্তু ফাঙ্গাস লেগে যাওয়ার ভয় থাকে। আপনাকে কথা দিচ্ছি গরিবি হালে কি করে জৈব পদ্ধতিতে বেগুন চাষ করতে হয় তা নিয়ে একটি ভিডিও দিবো।
মাশাআল্লাহ খুব সুন্দর পরামর্শ দিয়েছেন
আপনাকে অনেক ধন্যবাদ।
আমি এর আগের ভিডিওটা দেখার পর এই ভিডিওটার জন্য অনেক অপেক্ষা করেছিলাম❤❤
অনেক ধন্যবাদ। কিন্তু বললেন না তো কেমন লাগলো?
Awesome vdo purotai dekhlam r onek kichu shikte parlam
অনেক ধন্যবাদ। শ্রাবণ মাসে এই বেগুনের বীজ বপন করলে শীতকালে বেশি ফলন পাবেন।
ভীষণ সুন্দর। ভিডিও বড়ো হওয়া সত্ত্বেও বেশ উপভোগ করলাম। চালিয়ে যান দাদা।
অনেক ধন্যবাদ। সামনে ছাদ বাগানের আরো চমক আসছে।
very nice message+video new Delhi theke hore krisna
Hore Krishna. Thank you for your comment
Best video
Thank you for your comment
দীর্ঘ সময় নিয়ে একটা ভিডিও তৈরি করা অনেক ধৈর্যের প্রয়োজন হয় সেটা আপনার আছে ধন্যবাদ আপনাকে সুন্দর একটা ভিডিও তৈরি করার জন্য
র
অনেক ধন্যবাদ আপনাকে। আমি চাই আমার ভিডিওগুলি দেখে নতুন ছাদ বাগান যারা করছেন তারা যেন সঠিকভাবে শিখতে পারে।
বরবটি চাষ ও এর পোকামাকড় দমনের ভিডিও দিবেন ,প্লিজ।
ধন্যবাদ। সব আসবে।
ভাই একটা মরিচ গাছের পরিচর্যা দেখান উপকার হবে।
অবশ্যই। আপনার জন্য মরিচ গাছের ভিডিও বানাবো তাতে করে আমার সব বন্ধুদের উপকার হবে। তবে আমার ভিডিও করতে একটু বেশি সময় লাগে।
তুষার ভাই, আপনার কাল্টিভেশইন ভিডিওগুলো ভালো লাগে । জাপানে এসেও আপনার ভিডিও দেখি। দেশে গেলে আপনার কাছ থেকে দীক্ষা নিতে চাই।
অনেক ধন্যবাদ। আপনার কথা খুব মনে পড়ে। দেশে ফিরলে ফোন দিয়েন।
@@tusherkantimazumdar8563 দেশে গেলে ডিপার্টমেন্টে তো যাবই। দেখা হবে ইনশাআল্লাহ।
আবশ্যই। সজলের বাড়ী থেকে দুই মাস আগে রাত্রি 3 টার দিকে দুটি গরু চুরি হয়ে গেছে।
@@tusherkantimazumdar8563 জ্বি ভাই। আমার মায়ের কাছ থেকে শুনেছি । খুবই দুঃখজনক ঘটনা।
খুব সুন্দর ভিডিও ভাই। কিন্তু উপকরণগুলি সবই এক্সপেন্সিভ... ভাই কি বাংলাদেশি? শুভকামনা রইল। আগামী ভিডিও দেখার অপেক্ষায়
অনেক ধন্যবাদ আমার বাড়ী বাংলাদেশের রাজশাহীতে।
ছাদে এক গাছে এক টবে এক সিজনে ত্রিশ কেজি বেগুন পেতে এইটুকু খরচ করতেই হবে। শবজির খোসা ব্যবহার করলে খরচ কমতো কিন্তু ফাঙ্গাস লেগে যাওয়ার ভয় থাকে।
আপনাকে কথা দিচ্ছি গরিবি হালে কি করে জৈব পদ্ধতিতে বেগুন চাষ করতে হয় তা নিয়ে একটি ভিডিও দিবো।
Aro vdo chai dada
আপনাকে অনেক ধন্যবাদ। পুরো ভিডিও দেখেন ভাইযান।
সুন্দর হয়েছে
ভাই যে কোন শুটকি মাছ ই কি দেওয়া যাবে?
হ্যা। আপনার জন্য গরিবি হালে কম খরচে বেগুন চাষের ভিডিওর কাজ শুরু করেছি। আমি বেচে থাকলে ভিডিওটি দেখতে পাবেন।
বীজ টা কোন মাস এ বপন করেছিলেন ?
শ্রাবণ মাসের 5 তারিখে।
Vahi, ki dile bagun ba tamto Boro Hobe please er ans ta ku Bolen na.
আপনি মাটি তৈরী করার সময় এক চা চামুচ বোরন সার মিশিয়ে দিবেন।
@@tusherkantimazumdar8563thank you
এখন লাগানো যাবে এই জাতের বেগুন টা?
এখন লাগালে ফলন আশানোরুপ হবে না। শ্রাবণ মাসের প্রথম দিকে এই জাতের বীজ রোপন করতে হয়।
ভাই তুমি যে পরিশ্রম করেছো আমি পরবো না। তোমার পরিশ্রম সার্থক হোক।
আপনাকে অনেক ধন্যবাদ।
Thiovit kothay pabo
যে কোন সারের দোকানে পেয়ে যাবেন। থিওভিট না পেলে হাদিয়াভিট নিবেন। একই কাজ করবে।
ভাই ভালো মানের ভার্মিকোম্পস্ট সার কোথায় পাবো।
সার/কিটনাশক ঔষধের দোকানে।
এই গ্রামে কয়টি গাছ লাগিয়েছেন?
একটি গাছ। ভিডিওটি সম্পূর্ণ দেখেন। সব কিছু আলোচনা করেছি।