Mayabee (মায়াবী) - Blue Touch (Official Music Video)
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- 'Mayabee' is the Debut Track from Blue Touch's first Album 'Prosthan'
Lyric & Tune - Ahmed Zaki
Recitation lyric - Shovon Ashraf
Blue Touch Bangladesh is -
Vocal & Guitar - Ahmed Zaki
Drums & Acoustic Guitar - Shovon Ashraf (Guest)
Bass - Jeriko Costa (Guest)
Keys & Guitar - Eshan Dhrubo (Guest appearance)
Band Manager - Shafin Sharkar
Audio -
Recording Studio - Apogee Music Production
Mixing & Mastering - Eshan Dhrubo
Video -
Video credit - Sifat Ahmed
Editing & Colour - Sifat Ahmed
Cast - Ohona Nishi & Shovon Ashraf
Poster - Partho Dibosh Chowdhury
Promotional Partner -
Bangla Band Music Group (BBMG)
Band Music Admirers Association (BMAA)
Bangla Band Music Playlist (BBMP)
Band Music Society Of Bangladesh (BMSOB)
lyric:
৷ মায়াবী ।
আজও চোখের কোণে
জমে আছে লোনা জল
আজও কপালে জড়িয়ে আছে
তোমার চুম্বন
আজও চোখের কোণে
জমে আছে লোনা জল
আজও কপালে জড়িয়ে আছে
তোমার চুম্বন
যদি তুমি চাও
ফিরিয়ে নিতে পারো সব
যদি তুমি চাও
ফিরিয়ে নিতে পারো সব
মায়াবী
আমায় আর কোনো জোছনা ডাকেনি
মায়াবী
কোটি বছর তোমায় দেখিনি
মায়াবী
আমায় আর কোনো জোছনা ডাকেনি
মায়াবী
কোটি বছর তোমায় দেখিনি
জমে থাকা অনুভূতিরা আজও
কাঁদছে বরষা হয়ে
এপিটাফে রাজকন্যা তুমি
আমি পরাজিত প্রহরী
ঝিঁঝিঁদের গানে ডাকছে না আমাকে
ঝিঁঝিঁদের গানে ডাকছে না আমাকে
জেগে আছি আমি
জানি না, জানি না কিসের অপেক্ষায়
মায়াবী
আমায় আর কোনো জোছনা ডাকেনি
মায়াবী
কোটি বছর তোমায় দেখিনি
মায়াবী
আমায় আর কোনো জোছনা ডাকেনি
মায়াবী
কোটি বছর তোমায় দেখিনি
যা দিয়েছি
তার সবই আজ ফিরিয়ে নিলে?
নিয়ে যাও
আমাকে কিছুই ডাকছে না এখন
আমি মিশে যাই মায়া নামক এক ক্ষতের গভীরে
ডুবে যাই অতীতের ছড়িয়ে ছিটিয়ে থাকা লক্ষাধিক ভুলের মায়ায়
ভুলের মায়ায়
Connect with us:
/ @bluetouch
/ bluet0uchbd
/ bluetouchbd
spoti.fi/3GDh4GN
*Copyright ©2022 by "Blue Touch Bangladesh" (All Rights Reserved)
#Mayabee by #BlueTouch is Now Available Worldwide.
Shadhin :: bit.ly/3jB8ZXz
GP Music :: bit.ly/3v8rcRC
Splash :: bit.ly/3OaC76j
Vibe :: bit.ly/3rmODG6
JioSaavn :: bit.ly/3xk3Fjo
Wynk :: bit.ly/37cOfmy
Gaana :: bit.ly/3KLLAio
Amazon :: amzn.to/3uBrRMq
Resso :: m.resso.com/ZS...
Spotify :: spoti.fi/37F9Eoh
Apple :: apple.co/3JyhVYk
RUclips Music :: bit.ly/3Kz3fd1
Get it from Here :: www.bengalpict...
Thank You
Stay Blessed
Blue Touch Bangladesh
Our 2nd track 'Durasha' is now available Worldwide!!
Listen it on Spotify: spoti.fi/3LEubv6
Our latest track 'Chaya' is now available Worldwide!!
Listen it on Spotify: spoti.fi/3mZ9qjE
😊😊
৷৷৷৷🎉🎉🎉🎉🎉
wow
❤❤❤❤
❤❤❤❤❤❤
স্মৃতি রেখে গেলাম, যেন যে কেউ এই কমেন্ট এ লাইক দিবে এসে যেন গান টা প্রতিবার শোনা হয় ❣
Aso abr suno
🤗
@@arafatahad9044 I k mm mm nmmmmmmmmmmm my llmñ my km l lol l0 lol 🙋
@@samiulhasan3471 ঁক
কিসের অপেক্ষায়!
এই গানে আমি আমার আম্মুকে খুঁজছি।সবাই প্রেয়সীকে খুঁজে আমি নাহয় আমার আম্মুকেই খুঁজলাম যার মায়াবী মুখটা দেখিনা আজ ১০ বছর।ওপারে ভালো থাকুক আমার মায়াবী, আমার আম্মু।
সত্যিই কোটি বছর তোমায় দেখিনি মা,সত্যিই আমায় আর কোনো জোছনা ডাকেনি💔
🥺💔
সে ওপারে ভালো থাকুক 🤲
😥💔
থমকে গেলাম আপনার কমেন্ট পড়ে💔
রেসপেক্ট 🙏
ঈশ্বর ওপারে উনার মঙ্গল করুক প্রার্থনা করি।🙏🌸
কথা দিয়েছিলাম একসাথে থাকবো,স্বপ্ন দেখেছিলাম ছোট্ট একটা ঘর হবে আমাদের, কিন্তু আজকে সে অন্যের সাথে স্বপ্ন দেখছে। আর আমি ? ভালই আছি কোনো এক রূপকথার গল্পে।🙂 ভালো থাকুক সবার ভালোবাসা ❤
😅😅😅
hmmm
😅💔
🥺💔
কথা দিয়েছিলাম একসাথে থাকবো, স্বপ্ন দেখেছিলাম ছোট ঘর হবে আমাদের,কিন্তু আজকে সে অন্যের সাথে স্বপ্ন দেখছে।আর আমি ? ভালোই আছি কোনো এক রূপকথার গল্পে । ভালো থাকুক সবার ভালোবাসা ❤
কৃতজ্ঞতা জানাই সেই মায়াবী নারীকে, যার মায়া আমার রুহ অব্দি পৌছেছে ।
Thanks Bluetouch
প্রেম নেই ......বিচ্ছেদ নেই.... এমন সন্ধ্যাও নেই! তাহলে দীর্ঘশ্বাস কেন আসলো শুনতে শুনতে? মানুষ সম্ভবত প্রকৃতিগত ভাবেই বিরহে সুখ খুজে পায়!
Right
Best comment
right
Right
এক চোখে অপেক্ষা অন্য চোখে শুন্যতা,তবুও বিশ্বাস রাখি একদিন সব ঠিক হয়ে যাবে..!.. In sha allah
৪ বছর পুর্ন হলো প্রায় মায়াবীর সাথে দেখা হয়নি। শুনেছি তার একটি ছোট্ট মেয়ে আছে, পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেনো ভালো থাকুক মায়াবী।
“ মায়াবী... কোটি বছর তোমায় দেখিনি ”
Take Love Blue Touch Bangladesh 🖤🥀
শুরুটা খুবই ভালো ছিলো 🌷
আমার মায়াবীকে দেখিনি ৩ বছর হয়ে গেলো,তারও একটা ছোট্ট মেয়ে আছে।পৃথিবীর যে প্রান্তেই থাকুক,ভালো থাকুক মায়াবী 🥀
❤️💔
takea cara Kivabe asen bolben
আমি তো ৪ বছর পর মায়াবি কে দেখি অন্ন কারোর সাথে, কিন্তু আজ ও কিসের অপ্পেখাই আছি আমি নিজে ও জানি না
@@nafeesmoin6445 🥺🥺🥺
মায়াবীকে কথা দিয়েছিলাম আগলে রাখবো সারাজীবন,
কথাটা রাখা হয়নি,
কিন্তু অপূর্ণতার স্মৃতিতে আগলে রাখবো কোটি বছর।
পৃথিবীর সকল ভালবাসা পূর্ণতা পাক।
🙂
❤️❤️
❤️❤️❤️
🙂🖤
মনের কথাটা লিখলেন
মায়াবী শব্দটাই যথেষ্ট পুরো আবেগ জাগ্রত করার জন্য।কোটি বছর না দেখার কথাটা না হয় বাদই দিলাম।শুনছি অনেকদিন অনুভব করছি তাকে।অনুভূতিতেই সে আমার কাছে শ্রেষ্ঠ।blue touch bangladesh অনবদ্ধ
আপনাদের মত নতুন ব্যান্ডের জন্ম হচ্ছে বলেই আজও বাংলা গান নষ্ট হয়নি। আর হবেও না সেই বিশ্বাস আপনারাই দিয়ে যাচ্ছেন আর শোভন ভাই সেরা ❣️
শোভন ভাই is the best 💕💕
তোমার মায়ায় পড়ে সব হারিয়েও নিজেরে আর খুঁজে পায় নি ।পরীক্ষায় ফেল করলাম,ব্রেইন স্ট্রোক করলাম তারপর ও ঘুরে দাঁড়ালাম এর পর আবার দেখা আবার পাগলামি তবুও তুমি না চেনার ভান করে থাকতে।তোমারে দেখলে আবার জীবনটাই কাল বৈশাখীর মত উলট-পালট হয়ে যাইতো তবুও তোমারে বুঝাইতে পারলাম না।
সুখে থাকো তোমার নব দাম্পত্য জীবনের জন্য শুভ কামনা।
😢😢😢
😭😭
😥😥
😭😭
মায়াবীকে ছেড়ে থাকা সম্ভব
কিন্তু ভুলে যাওয়া অসম্ভব🙂
Hmm😢
hmm
Ligal😅
- onak valo base j take ki kore vulbo 💔🥀🙂 / 🟠🍁🚬😅✌️
মায়াবীকে ছেড়ে থাকা সম্ভব কিন্ত ভুলে যাওয়া অসম্ভব
মায়াবী আমায় আর কোনো জোসনা ডাকেনি
মায়াবী কোটি বছর তোমায় দেখিনি
উফফ এই দুইটা লাইন গানটাকে অনন্য মাত্রায় নিয়ে গেছে
গানটা যেদিন প্রথম যেদিন শুনেছি সেদিন রাতের অফিস থেকে ফিরে বাসার সামনে আমার মায়াবী সাথে আমার মেয়েকে নিয়ে দাড়িয়ে ছিলো আর আমি গানটা গেয়ে উঠি। আমার মায়াবী লজ্জা পেয়ে যায়। আমি আমার মায়াবীকে পেয়েছি, হারাতে দেই নি। ❤❤ভালো থাকুক সবার ভালোবাসা। ❤️❤️
বেচে থাকুক ভালোবাসা😢
Lucky men ❤️
ভাগ্যবান ভাই আপনি যত্নে রাখবেন আপনার 'মায়াবী" কে। মনে রাখবেন সবাই তার মায়াবী কে আপন করে পায় না বলেই এই গান এত মানুষের পছন্দের❤
পৃথিবীতে এমনি সবায় সবার মায়াবীকে পেয়ে যাক💗
Dua roilo vaiya❤😢
মায়াবীরা কল্পনাতেই সুন্দর। ভালো থাকুক মায়াবী রা যারা জোছনা দেখিয়ে হাওয়ায় মিলে গেছে।
গানটা তাদেরই জন্য, যারা সব হারানো সত্তেও
প্রকাশ্যে কখনই কাঁদতে পারেনা।
ধন্যবাদ blue touch Bangladesh 🖤🌺
Yes🥰
@@rimtapa6946 Hello🙂
@@rimtapa6946 🙂
@@rimtapa6946 Alhamdulillah valo asi vai🙂🙂,apne kemon asen?
@@rimtapa6946 Oh sorry sorry 😐😐...bujte parinai.
কেউ একজন কষ্ট না দিলে কখনো গানটা শুনা হতো না, ধন্যবাদ মায়াবী আপনাকে,
Right bhaiii
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.Love you (T)
মায়াবীর মায়া স্মৃতিতেই শ্রেয়.....।
বাস্তবে পেয়ে গেলে মায়াবিনীর মূল্যায়ন যথার্থ হতো না... 🖤
রেখে গেলেম স্মৃতি.....
মায়াবীনিকে না পাওয়ার অভিযোগ 💜🥀
yes
Yes brother
Ovijog amar o
🥺😌মোবাইল বিক্রি করে এমবি কিনছি😅সেই এমবি দিয়ে লাইক কমেন্ট ফলো করে গেলাম 🥰আশা করি ব্যাক পাবো🥰🥰
Hmm 💔😅😌
হয়তো"বাবু খাইসো?"গানগুলো ইউটিউবে ট্রেনিংয়ে থাকে, মিলিয়ন ভিউ পায়, এই গানগুলো হয়তো ইউটিউবে ট্রেনিংয়ে থাকে না, কিন্তু অনেকে হৃদয়ে থাকে। ❤️
অসাধারণ সুন্দর ভিডিও বন্ধু খুবই খুবই ভালো লাগলো শুভকামনা রইল ❤
বিচ্ছেদের পরে কোটি বছর না দেখেই কাটিয়ে দিতে হয় আমাদের চিরচেনা মায়াবীদের..😊
তবুও প্রার্থনায় রয়ে যায় তাদের স্মৃতিচিহ্ন..✨
দূরে হোক তবুও ভালো থেকো মায়াবী..🖤
🙂
💔💔
এতো কঠিন শব্দ সবাই নিতে পারে না 💔
মায়াবী শব্দটায় অন্যরকম এক শান্তি আছে 🖤🥀
Awesome lyrics
এইসব ভালো ভালো জিনিস গুলা চোখের সামনে আসে না🙂
৪ মাস পর শুনছি প্রথমবার। ৪ বছর তারপর ৪০ বছর পরও এসে দেখবো কেউ রিপ্লাই করছে
Hmm mayabi
🙂
Neu dilam reply
Reply 😅
কারো ওপর মায়া জন্মে গেলে কখনো ভালো থাকা যায় না
যাদের তোমরা পাওনি তাদের ভুলে যাওয়ার ক্ষমতা তোমাদের হোক,
কাউকে দূরে থেকে মনে রাখার এক দীর্ঘ যন্ত্রণা থেকে সবার মুক্তি হোক।🌼
মুক্তি হয় না💔😥
পারব না কখনো
ভালো থাকুক তারা ;
অভিমান অভিযোগে ঘর ভেংগে দূরে গেছে যারা।
তাদের প্রতি কোন রকম অভিযোগ থাকতে নেই।
Possible hoy na
মায়াবীরা স্বার্থপর হয়, 'মায়াবী' র কোটি বছর ধরে দেখা নেই।তবু সে আজও হৃদয়ের অন্তস্থলে জায়গা নিয়ে বসে আছে..তাঁর জায়গার এক বিন্দু ও পরিবর্তন হয় নি..আর হয়তোবা হবেও না। আর মায়াবীও কোটি মাইল দূর থেকেই জানে যে এই হৃদয়ে নতুন জোছনা আসবে না।
ভালো থাকুক মায়াবীরা......❤️
💔💔💔
💔
মায়াবীর কথা ভাবতে ভাবতেই কিভাবে যেন এক জীবন শেষ হয়ে যাচ্ছে, তবুও আর কোনো জ্যোৎস্নায় আমায় ডাকেনি।
ভাল থাকুক সেই মায়াবী❤
আহা কি যে মায়াবী তুমি I miss you,☺️💔🥀
অজান্তেই চোখের কোনে উষ্ণ জলের আবেশ টের পেলাম।
যা কেবলই মায়াবীর জন্য 🙂
ভালো থাকুক পৃথিবীর সব ময়াবীরা🖤
ধন্যবাদ আপনাকে।
অসাধারণ বলেছেন
ভালো থাকুক
বিচ্ছেদের পরে কোটি বছর না দেখেই কাটিয়ে দিতে হয় আমাদের চিরচেনা মায়াবীদের..😊
old is gold....
রবীন্দ্র সংগীত এর প্রতি টা ছন্দরিই গভীরতা বিশাল,,, যা বোঝার ক্ষ ক্ষমতা সবার থাকে না।।।
অল্প কয়েকজনে শুনুক, কিন্তু বারবার শুনুক, এইসব গান সবাই শুনে না, যারা শুনে তারা স্পেশাল❤️
কোটি বছর দেখি না মায়াবি কে,
ভালো থাকুক মায়াবি 🥰
(প্রজন্ম থেকে প্রজন্ম বেঁচে থাকুক এই গান)🤟
Yah ✌️🥰
আমি আসলে স্পেশাল ভাই কিন্তু কেউ চিনল না 😔
অল্প কয়েকজনে শুনুক,কিন্তু বারবার শুনুক,এইসব গান সবাই শুনে নাহ,যারা শুনে তারা স্পেশাল ❤️
কোটি বছর দেখি না মায়াবি কে,
ভালো থাকুক মায়াবি,
প্রজন্ম থেকে প্রজন্ম বেছে থাকুক এ-ই গান ❤️🥀❤️
ভাই আমি মনে হয়,দিনে ৫০ বার এর উপরে শুনচি তাহলে কি,আমি ও স্পেশাল🙂🙂
@@user-nn3ub4yq4d ভাই আপনি স্পেশাল 💚
সবার জীবনে একজন মায়াবী থাকে,,,
১ বছর শুধু গানটাই শুনে গেছি আজকে কমেন্ট করলাম,,,, সৃতির পাতায় থেকে যাক মায়াবী ❤️
😅
মায়াবী সেই চোখগুলো❤
কৃতজ্ঞতা জানাই সেই মায়াবী পুরুষকে, যার মায়া আমার রুহি পর্যন্ত পৌঁছায়ছে 😊
Prio ami ase 🐸
কৃতজ্ঞতা জনাই সেই মায়াবী নারীকে `যার মায়া আমার রুহ পর্যন্ত পৌঁছায়ছে!🙂
@@MdArman-zt5ui স্বার্থপর দুনিয়া মানুষ চেনা কঠিন 😥
Mayabi purus bacok word ar mayabini holo Istrri bacok word@@MdArman-zt5ui
সন্ধ্যা,তোমার জখন বেবি হবে,বড়ো হয়ে কোনো এক ছলনাময়ীর মায়াই পরবে,এবং প্রেমে ব্যর্থ হবে, তখন ইউটিউবে এসে এই গানটি শুনবে আর লাইক করবে, তখন আমি এই গানটি শুনবো আর তোমার কথা ভাববো, আর তোমার ছেলে অন্য কোন মায়াবতীর কথা ভাববে।
আজও চোখের কোণে জমে আছে লোনা জল,
আজও কপালে জড়িয়ে আছে তোমার চুম্বন....
মায়াবি আমার আর কোনো জোছনা ডাকে নি, মায়াবী কোটি বছর তোমায় দেখিনি ...
গানের লাইনগুলো জাস্ট অসহায় প্রেমিকের নিঃশব্দ আর্তনাদ ☹️
এপিটাফের রাজকন্যা হয়েই থাকো তুমি 🥰
আজ ১১ টা বছর কেটে গেলো তুমার মায়াবী মুখটা দেখি না। একটাই কথা বলবো যেখানে থেকো ভালো থেকো মা। মাঝে মাঝে খুব মনে পড়ে তুমার কথা অঝরেই কেঁদে দেই তুমার কথা ভাবে। জানি না আমাকে একা রেখে কেনো চলে গেলে মা। ভালো থেকো মা ওপারে 🥺🤎
😔😔😔😔😔
🙃☺️hmm rights
sam 🥺🥺
আমার ও একই অবস্থা মায়ের জন্য কষ্ট হয় অনেক 😢❤🥺
এক চোখে অপেক্ষা অন্য চোখে শুন্যতা,তবুও বিশ্বাস রাখি একদিন সব ঠিক হয়ে যাবে..!.. In sha allah
মায়াবী কোটি বছর তোমায় দেখিনি,,! 1:47
কৃতজ্ঞতা জানাই সেই সব ভয়ংকর সুন্দর স্নিগ্ধ মায়াবী নারীদের যাদের জন্য এই গানটা আমাদের কাছে এত প্রিয়....!!😇❤️🩹
বিশ্ব SIMP
অন্য কাউকে পাই না বলে তোমাকে ভালোবাসি
ব্যাপারটা এমন না, তোমাকে ভালোবাসি বলে অন্য কাউকে চাই না 🌼❤️
কৃতজ্ঞতা জানাই সেই মায়াবী নারীকে,যার মায়া আমার রুহ অব্দি পৌঁছাইছে❤
😅💔
এই পৃথিবীতে তো কতকিছু চাওয়ার থাকে!
কোনো চট্টগ্রাম শহরের সবথেকে উঁচু বিল্ডিং, অফুরন্ত টাকার ভান্ডার, দামী গোলাপে সাজানো একফালি বাগান, অসম্ভব সমস্ত সুখ,
এ সবকিছু বাদ দিয়ে,আমি না হয় শুধু তোমাকেই চাইলাম...
1:00 সাইরিন
মায়াবী - গানের ওপারে (অসম্ভব পছন্দের ধারাবাহিক) 🥺
মানুষের পিছনে যা হাঁটে
তার নাম ছায়া,
মানুষ যার পিছনে হাঁটে
তার নাম মায়া!
Asolei Bhai 😅
Akdom right vai,,,,
উউউপপপ কথাটি অস্তির
গানটি ইতিহাস তৈরি করুক ❤️
🖤
করে ফেলছে ইতিহাস 🙂
@@bluetouch upload song on Spotify please
ইতিহাস করে ফেলছে অলরেডি...
BBMG গ্রুপ এর কয়দিন ধরে মায়াবী ট্রেন্ড চলছে।
@@SexYLadiesParty Credit goes to Shovon bhai
মায়াবী💗
আমায় আর কোনো জোছনা ডাকেনি🤍
মায়াবী💗
কোটি বছর তোমায় দেখিনি❤🩹
বিচ্ছেদের পরে কোটি বছর না দেখেই কাটিয়ে দিতে হয় আমাদের চিরচেনা মায়াবীদের..
তবুও প্রার্থনায় রয়ে যায় তাদের স্মৃতিচিহ্ন..
দূরে হোক তবুও ভালো থেকো মায়াবী..🙁
Hmm
মানুষের পিছনে যা হাঁটে
তার নাম ছায়া,
মানুষ যার পিছনে হাঁটে
তার নাম মায়া!
রেখে গেলাম স্মৃতি 🥰🥰🥰
একমত
Ekmot vai,😄:-)
Right💯✔️
আমি যারে ভালোবাসি তার নামই মায়া🙂
Wt a line vai
মায়াবী চলে গেছে ঠিকই💔
কিন্তু তার মায়াটা রয়েই গেছে🖤
তাকে দেখিনা হয়ত কোটি বছর হয়েই গেছে🌸
hmm bro😢😢
sottie maya ta onak mayabi 😅❤🩹
মায়াবীর মায়ার আবর্তে আপেক্ষিক তত্ত্ব ঘুরপাক খায়,
সাময়িক বিরহও কেমন অনুভব করায় "কোটি বছর তোমায় দেখি নি" ।
সকল মায়াবীর অস্তিত্ব অম্লান থাকুক প্রেমিক হৃদয়ে ।
When it's "মায়াবী ই ই ই ই" literally goosebumps 🙌🙂❤️🩹
🙂💗🌸
আমি যখন গানটা প্রথম শুনি তখন ২লাখ ভিউজ ছিল।
আজ দেখি ৩৪ মিলিয়ন❤
কমেন্ট'টা করে গেলাম!কেউ একজন দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে কোন এক গভীর রাতে বা বিষন্ন সন্ধ্যায় গানটি শুনবে আর কমেন্ট বক্স ঘাটাঘাটি করার সময় আমার কমেন্ট টা দেখবে আর একটা লাইক করবে আর আমার কাছে নোটিফিকেশন আসবে আর আমি আবারও ছুটে আসবো গানটি শোনার জন্য 💗🌸
Kuakata somudror pashe boshe sunchi
😊❤
ভালোবাসা ❤
❤
❤❤❤🤕
৯ টা মাস পর জানতে পারলাম তুমি এই পৃথিবীতে নাই হয়তো সেই দিন তুমি ঠিকি বলেছিলে যে দিন তুমি থাকবা না সেই দিন আমি সম্পূর্ণ একা হয়ে যাব। আজ ঠিকি আমি তোমাকে ছাড়া অসম্পূর্ণ হয়ে গেছি আমার প্রিয় মায়াবীকে ছাড়া।দোয়া করি আল্লাহ যেন তোমাকে জান্নাতবাসী করুক।
I wish apnk kokhono amr same to you bolte hbe na
@@insafemaz586 Apnar kotha ta thik bujlam na???
heart brokn💔
Sotti sotti apner comments pora ami kanna korsi 🤧😣
@@sumaiyamim8507 😭😭😭😭😭
অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঠিক সন্ধ্যা ৭:৩০ এ মুক্তি পাচ্ছে Blue Touch Bangladesh এর দ্বিতীয় গান "দূরাশা" ....🌸
অগ্রীম শুভেচ্ছা এবং ধন্যবাদ মায়াবীর কারিগর Ahmed Zaki Sir 🌸
তোমাকে ফিরে পেয়ে এসব গান থেকে কিছুদিন দূরে ছিলাম।
তুমি চলে যাওয়াতে আজ আমি আবারও আমার প্রিয় সব গানের মাঝে ফিরে এলাম।
ভালোই লাগছে শুনতে গানগুলো আবারও।
তোমাকে অনেক মিস করি আমি,প্রতিটা মুহূর্তে।
মিস করা ছাড়া আমার যে আর কিছু করার নেই।
আমি মিশে গেছি মায়া নামক ক্ষতের গভীরে🥺
ধীরে ধীরে দিন যাবে, বয়স বাড়বে, আশেপাশের মানুষের রুপ বদলাবে, পরিস্থিতি বদলাবে, এই দুনিয়াও বদলাই যাবে। কিন্তু একটা জিনিস কোনদিন বদলাবে না🖤
-----মায়াবীর জন্য আমার হৃদয়ে থাকা ভালোবাসাটা।❤️🩹
ধীরে ধীরে দিন যাবে, বয়স বাড়বে, আশপাশের মানুষের রূপ বদলাবে, পরিস্থিতি বদলাবে, এই দুনিয়া বদলাই যাবে। কিন্তু একটা জিনিস কোনদিনও বদলাবে না 🖤
_মায়াবী জন্য আমার হৃদয়ে থাকা ভালোবাসা _🤍
কতো স্মৃতি, কতো অভিযোগ
আর কখনো খুনসুটি হবে না।
এমন এক জায়গায় চলে গেছো যেখান থেকে আর কখনো ফিরে আসবে না।
মায়াবী কোটি বছর তোমায় দেখিনি 🖤
আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করুন
মহান আল্লাহ তায়ালা ,সকল কেই তার প্রিয় মানুষকে তার নিজের করে দেক , দুনিয়া ও আখিরাতে.. 😊
igsah Allha😊
তাকে পাবো নাকি জানিনা তবে সব সময় দোয়া করব সে যেন ভালো থাকে😊
২০২৫ সালে এসেও কে কে শুনছেন?? সাড়া দিয়ে যান
Hmm achi
আছি
ক্লান্ত চোখ নিদ্রাহীন কত রাত!
বন্ধ চোখ,খোলা মস্তিষ্কে তার স্মৃতির উৎপাত! 😊🌸
ক্লান্ত চোখ, নিদ্রাহীন কত রাত !
বন্ধ চোখ ,খোলা মস্তিষ্কে তার স্মৃতির উৎপাত ! 💔
~কালেক্টেড
কপি করলাম প্লিজ,কিছু মনে করবেন না 💖
@@subrotobishwasanik9490 সমস্যা নাই ভাইয়া 💕
দাদা লাইন টা নিলাম ❤️
এই মায়াবী তে অদ্ভুত একটা অনুভূতি কাজ করে। ভালো থাকুক জগতের সবার নিজস্ব মায়াবী 🖤
স্মৃতি রেখে গেলাম,যেন যে কেউ এই কমেন্ট এ লাইক দিবে এসে যেন গান টা প্রতিবার শোনা হয়💝
জানি না সে কখনও দেখবে কি না, তাও লিখলাম, গানটা এত বেশি শুনতাম যে গান টা তারও খুব পছন্দ ছিল। মানুষ টা আজ অনেক দুরে কোটি বছর তাকে ও দেখিনী। (@ arohi farhan ritu)
When Zaki screams , "মায়াবী ইই ইই ইই ইই , কোটি বছর তোমায় দেখিনি" It's touchs my heart different 💚
কতদিন দেখি না তোমায় ! : ) ভালো থেকো "মায়াবী"।
কত অভিযোগ কত অনুভূতি।
হয়ত কোনদিন আর অভিযোগ করা হবে না কিন্তু অনুভূতি গুলা আজীবন একই থাকবে মায়াবীর প্রতি ❤️❤️
Tui writer Kno hoye jas na .... Ato bhalo kotha likhchhis toh .... Well done chutiya
❤❤❤❤❤
বাংলা ভাষায় কি সুন্দর সহজ করে আবেগ প্রকাশ করা যায়! কি সুন্দর গান!
হয়ত মায়াবীরা মায়া বোঝে না, বোঝে না মোহ। আমার জীবনেও তার ব্যতিক্রম নেই। আমার মায়াবীও আমার মায়া বোঝে নি। বোঝি নি তার প্রতি ভালোবাসার গভীরতা।
যেথায় থাকো যেখানে,
মায়া আছে প্রাণে প্রাণে।
মায়াবী তুমি এক আলোহীন নক্ষত্র
কখনো দেখা হয়না,
শুধু অনুভব করি
জানি অনেক ভালোই আছো তুমি।
মায়াবী টা কে ২০১৯ সালের ৪ অক্টোবর হারিয়ে ছিলাম 💔😊 কিন্তু এখনো তাকে ভুলতে পারিনি 🙂 প্রতিটা দিন প্রতিটা রাত তার কথাই মনে পড়ে 🥰🥀 হয়তো তাকে ফিরে পাবো না 😅 কিন্তু তাকে কখনো ভুলতে পারবো না 😊🙏
মায়াবী তুমি সত্যিই মায়াবী 💔🥰
😥😥
@@auntobanik2864 sorry bro Mera cousin bohut frustrated admi hai toh oohi bol diya ...lo delete bhi kar diya 🙂
@@SEFAUR_RAHAMAN okay bro
এক মানুষে আসক্ত বলেই তো আজ আমার জীবনের এই অবস্থা🙂। খুব বেশী ভালোবাসলে মানুষকে ধরে রাখা যায় না,যার প্রমান আমি নিজেই😅। সে-ও জানে পৃথিবীতে আমার চেয়ে এতো বেশী ভালো তাকে আর কেউ বাসবে না কখনো। আমি এমন এক নাছর বান্দা ছিলাম.. তাকে পাওয়ার চেস্টার কোনো কমতি রাখিনি।সবসময় যেটা নিয়ে ভয় পেতাম দিন শেষে প্রাপ্তি হিসেবে সেটাই পেয়েছি..🙂 এক আকাশ সমান কস্ট নিয়ে খালি হাতে ফিরে আসা মানুষটাই আমি..তারপরেও বলি আসলে ভালোবাসা সত্যি খুব সুন্দর🙂💔
সৃতির পাতায় রেখে গেলাম যে কেউ এই কমেন্টটাতে লাইক দিলেই যেনো গানটা প্রতিবার শুনতে পারি🙂
Cmnt ta joss hoice vaiya
😌🖤
🙂💔
ভালবাসা চেডের বাল, মনে শুধু চোদার তাল,
এমন হলেত মাইয়া ছাইরা যাইবই
💔💔😭
জোনাকি দের ভীড়ে মায়াবী রা বেঁচে থাক,
সব স্মৃতিগুলো নিঃশর্তে মুক্তি পাক ।
কপালে চুম্বন আর হাতের মুঠোয় হাত,
শহর জুড়ে বিলাপ, নিঃশব্দে হচ্ছে বেহাত!
জোনাকি দের ভীড়ে মায়াবী বেঁচে থাক,
সব স্মৃতিগুলো নিঃশর্তে মুক্তি পাক।
কারোর মায়ায় না পড়ে' জীবনকে উপলব্ধি করো' জীবন সুন্দর' জীবনকে সুন্দর ভাবে বাঁচাও...❤️🩹🫶
মায়া 😅...
lyric:
৷ মায়াবী।
আজও চোখের কোনে
জমে আছে লোনা জল
আজও কপালে জড়িয়ে আছে
তোমার চুম্বন
যদি তুমি চাও
ফিরিয়ে নিতে পারো সব (।।)
মায়াবী...
আমায় আর কোন জোছনা ডাকে নি
মায়াবী...
কোটি বছর তোমায় দেখি নি...
জমে থাকা অনুভূতিরা আজো
কাঁদছে বরষা হয়ে...
এপিটাফে রাজকন্যা তুমি
আমি পরাজিত প্রহরী...
ঝিঁঝিঁদের গানে
ডাকছে না আমাকে!
জেগে আছি আমি
জানি না, জানি না
কিসের অপেক্ষায়...
মায়াবী...
আমায় আর কোন জোছনা ডাকে নি
মায়াবী... কোটি বছর তোমায় দেখি নি... (।।)
আবৃত্তি-
যা দিয়েছিলে
তার সবই আজ ফিরিয়ে নিলে
নিয়ে যাও
আমাকে কিছুই ডাকছে না
আমি মিশে যাই মায়া নামক এক ক্ষতের গভীরে
অতীতের ছড়িয়ে ছিটিয়ে থাকা লক্ষাধিক ভুলের মায়ায়
ভুলের মায়ায়...
ভালোবাসা ভুলা যায় কিন্তু মায়ায় জড়িয়ে গেলে জীবনের সব রং মুহুর্তে হারিয়ে যায়..! আমিও এক মায়াবতীর মায়াবী নেশায় আসক্ত হয়ে আজ নিঃশেষ🥀💔
so sad bro
ভালো থাক সব মায়াবীগুলো, নাহয় কোটি বছর না দেখেই কাটিয়ে দিলাম!✌️
"🔥এপিটাপের রাজকন্যা তুমি ,
আমি পরাজিত প্রহরী।।"
কৃতজ্ঞতা জানাই সেই মায়াবী নারীকে,যার মায়া আমার রুহ অব্দি পৌঁছাইছে
🌸এই মায়ায় আজ হারিয়ে নিজেকে যেনো আজ খুঁজে পাওয়া দুষ্কর
....কোটি বছর তোমায় দেখিনি😊
মায়াবী একজন বুকে জড়িয়ে ঘুমাচ্ছে, তবুও গানটা শুনতেছি🌻 আর তার দিকে তাকিয়ে আছি ❤️ গানটাই অনেক মায়াবী🌺
ভাগ্যবান💝
May you have her like this till the end ❤️
ভাগ্যবান আপনি ভাই।
দোয়াকরি যেন সারাজীবন এভাবেই থাকেন আপনারা।🥰
Lucky
আপনি খুব ভাগ্যবান☺️☺️☺️
তুমি আমার সাথে থেকে গেলে হইত এমন গান শোনা হতো না,,,😅😅2 বছর হয়ে গেছে তবুও তোমার মায়া কাটাতে পারিনি,,😅🥀💔স্মৃতি রেখে গেলাম ,,,,,😅🥀😅💔
মায়াবী কে ছেড়ে থাকা সম্ভব
তবে ভুলে থাকা অসম্ভব.. 😔
Hmm
আবেগের চোদন
শত শত মানুষের মনের কোণে জমে থাকা হাজারো কথা যেনো এক মায়াবী বলে দিয়েছে ধন্যবাদ জাকি ভাই এমন অদ্ভুত সুন্দর সৃষ্টির জন্য ❤️❤️
আগে আমি বুঝতাম না মায়াটা কতটা ভয়ঙ্কর 💔
একটা কথা ফেলে রেখে গেলাম যতদিন গানটা রইবে আশা করি কমেন্টটিও রইবে!
" সে সত্যি মায়াবী আর সে তার মায়াজালে বেধেঁ নিঃস্ব করে গেলো! আজও তার স্থান ও তার আমার প্রতি বিচরণ করার অনুভূতি আমাকে ছায়ার মতো তাড়া করে"❤️
কবিতা আবৃতি টা মনোমুগ্ধকর 🥰
ধন্যবাদ Blue Touch Bangladesh কে এতো সুন্দর গান আমাদের উপহার দেয়ার জন্য 💌
আজই প্রথম পরিচয় Blue Touch এর সাথে, মায়াবী গানের মাধ্যমে! সত্যিই মায়াবী গানের মায়ায় পড়ে গেলাম! গানটি হাজার যুগ এভাবেই চলতে থাকুক ‹3
🌺
কমেন্ট রেখে গেলাম যত বার লাইক পরবে তত বার শুনা হবে
Like dese vy ekon sunte asen😅
"মায়াবী
আমায় আর কোনো জোছনা ডাকেনি
মায়াবী
কোটি বছর তোমায় দেখিনি"
কি অসাধারণ। ❤
❤
কোটি বছর তোমায় দেখিনি!! 🙂
যেখানেই থাকো, ভালো থেকো মায়াবী 💛
মায়াবী কে ছেড়ে থাকা সম্ভব 🙃
তবে ভুলে থাকা অসম্ভব 🥺❤️🩹💚
Aktu Follow Kore din... Muskan a5311 ❤
একদম চিরন্ত সত্য
ruclips.net/video/1CRYllloJIs/видео.html
hae
Hits hard.❤
তুমি চলে যাওয়ার পর আর কোন মায়াবী খুঁজে পাইনি 🙂
ভালো থেকো মায়াবী😊
( মায়াবী কোটি বছর তোমাকে দেখেনি 😒)
হৃদয় জোড়ানো লিরিক্স, হৃদয়ে থেকে যাবে চিরকাল, যুগের পর যুগ চলে যাবে তবুও এর নেশা যাবেনা !
"মায়াবী" আহারে "মায়াবী"
মায়াবী কোটি বছর আমি তোমায় দেখিনি 💔🖤
এফিটাফের রাজকন্যা তুমি, আমি পরাজিত প্রহরী🖤
প্রতিরাতের গানের লিষ্টে যোগ হয়ে গেল❤️
2/4/2022
স্মৃতি রেখে গেলাম🥀
🖤
যখনি কেও লাইক দিবে আর তখন নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে আবার এই গান তা শুনতে আসবো💔
Asen Vai 🙏 sunle reply diyen 🙏
আসেন😅😊
মায়াবী আমার আর কোনো জোসনা ডাকেনি
মায়াবী কোটি বছর তোমায় দেখিনি
This line হৃদয়ে এসে লাগে একবারে 🥀
এই মায়াবী তে অদ্ভুত একটা অনুভুতি কাজ করে। ভাল থাকুক জগতের সবার নিজিস্ব মায়াবী🖤
❤
❣
কত অভিযোগ, কত অভিমান, ভালো থেকো মায়াবতী, স্মৃতি রেখে গেলাম..! 🙂
গুণবতী হেরে যায়,, 🌺
মায়াবতীর কাছে। ❤
মায়াবতী হেরে যায়,, 🌺
রূপবতীর কাছে❤️
রূপবতী হেরে যায়,,🌺
ভাগ্যবতীর কাছে❤️
আমার ওয়াইফ অনেক মায়াবী। বারবার তার মায়ার প্রেমে পড়ে যাই। গানটা আমার ওয়াইফকে গেয়ে শোনাবো একদিন সময় করে💖
ভালো থাকুক সেই মায়াবী চোখ ❤️
ভালো থাকুক আমার না পাওয়া মায়াবী ❤
Right😢😢
❤
@@Gamingsomrat902 💗
আসলেই মায়াবী ..........কোটি বছর তোমায় দেখিনি 😫🖤
স্মৃতি রেখে গেলাম যে কমেন্ট টা পড়বেন একটা লাইক দিয়ে যাবেন যাতে আবার এসে শুনতে পারি
❤❤
❤❤❤