Lyrics : সেদিন ভোরে, বুকের গভীরে শুনেছি জমে থাকা নীল বেদনারা ডাকে এই শহরে ইটের পাহাড়ে, ছিলোনা কেউ যে দেওয়ার প্রেরনা যন্ত্রে বাঁধা মন, ছিলো ক্লান্ত অসহায় অর্থে কেনা সুখ, ম্রিয়মান দুঃখের ছায়ায়। যন্ত্রে বাঁধা মন, ছিলো ক্লান্ত অসহায় অর্থে কেনা সুখ, ম্রিয়মান দুঃখের ছায়ায়। আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে তুমি সেই পূর্ণতা আমার অনুভবে আর নয় আঁধার, তুমি স্বপ্নে ডেকে নিলে ভরে মন অন্তহীন রঙিন এক উৎসবে আজকে শুনি আনন্দধ্বনি পৃথিবী ভরেছে সুখে বেঁচে থাকার মায়ায় শূণ্য আশার জীবন্ত ভাষায়, অদূরে দেখেছি প্রানের মোহনা। যন্ত্রে বাঁধা মন, ছিলো ক্লান্ত অসহায় অর্থে কেনা সুখ, ম্রিয়মান দুঃখের ছায়ায় আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে তুমি সেই পূর্ণতা আমার অনুভবে আর নয় আঁধার, তুমি স্বপ্নে ডেকে নিলে ভরে মন অন্তহীন রঙিন এক উৎসবে আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে তুমি সেই পূর্ণতা আমার অনুভবে আর নয় আঁধার, তুমি স্বপ্নে ডেকে নিলে ভরে মন অন্তহীন রঙিন এক উৎসবে আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে তুমি সেই পূর্ণতা আমার অনুভবে আর নয় আঁধার, তুমি স্বপ্নে ডেকে নিলে ভরে মন অন্তহীন রঙিন এক উৎসবে
আমি শিউর দিয়ে বলতে পারি ইউটিউব আপনাকে এই গানটা সাজেস্ট করেনি,😊আপনি এই গানটাকে সার্চ দিয়ে শুনছেন এবং মনের তৃষ্ণাটা তৃপ্তি সহকারে মিটাছেন একদম গভীর থেকে অনুভব করে।
পূর্ণতা একটা গানের নাম! পূর্ণতা একটা অনুভূতির নাম! 😍 (এই গান যতবারই শুনি আমার বিশ্ববিদ্যালয় জীবনের কথা মনে পড়ে যায়। চবির শাটল ট্রেনে কিংবা ঝুপড়িতে সব বন্ধুরা, সিনিয়র জুনিয়র ভাইরা মিলে যখন একসাথে কোরাসে পূর্ণতা গাইতো, বেসুরো আমিও পূর্ণতা অনুভব করতাম। 🙂 অবশ্য পূর্ণতা অনুভব করা যায় প্রতি মুহুর্তেই, যখনি কানে গানটির সুর বাজে তখনই। আর এর রেশ তো থেকে যায় অনেকক্ষণ।) ধন্যবাদ ওয়ারফেজ কে! ভালোবাসা ওয়ারফেজ এর প্রতি! 🙂
কয়েকমাস আগেও ইংলিশ আর হিন্দি গান শুনতাম,কৌতুহলবশত দেশীয় গানের খোজা শুরু করি।এরপর একের পর এক দেশীয় রূপক গান খুজে পেতে থাকলাম। অনেকেই আছে যারা দেশীয় গানের মহত্ত্ব অনেক আগেই বুঝে নিয়েছিলেন,তারা দেশীয় ব্যান্ডগুলোকে সাপোর্ট করার জন্য সাধুবাদ জানাই। ভাল লাগার এবং ভালবাসার দেশীয় গান আমাদেরকে উপহার দেওয়ার জন্য সকল দেশীয় ব্যান্ডগুলোকে ধন্যবাদ জানাই। ❤❤❤
তখন কলেজে উঠেছি কেবল।আমার কোন কালেই ছেলে বন্ধু ছিল না।গার্লস স্কুলে পড়াশোনা এবং স্ট্রিক্ট বাবা -মা। কচিং এ একটা ছেলেকে আমার প্রচুর ভালো লেগে গেছিল,ও খুব চুপচাপ একটা মানুষ।এমনটা আগে কখনো হয়নি,আমি কখনোই তাকে তা বলতে পারতাম না।পরবর্তিতে জানতে পারি,আমরা একই কলেজের। তখন আমাদের শহরে 'ওয়ারফেজ' আসবে। কচিং এ এই নিয়ে কথা হতে ছিল,আমি তখন প্রথম বারের মত সামনা সামনি বলেছিলাম,"আমাকে তো বাবা_মা যেতে দিবে না কন্সার্টে,তুমি কি আমাকে পূর্নতা"র ভিডিও ক্লিপসটা দিতে পারবে!" পরে ফেসবুকের মাধ্যমে আমাদের কানেকশন হয়,ও আমাকে ভিডিও টা দেয়,এই থেকেই আমাদের কাহিনি শুরু। ধন্যবাদ ওয়ারফেজ। যেদিন আমরা এক সাথে ওয়ারফেজ এর কনসার্টে পুর্ণতা গাইতে পারব,সেদিন ই আমরাও সত্যি কারের পূর্ণতা পাব। এই
গানটা আমাকে পুরানো দিনের কথা বার বার মনে করিয়ে দেই। আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে তুমি সেই পূর্ণতা আমার অনুভবে..... ধন্যবাদ মিজান ভাই, ধন্যবাদ ওয়ারফেজকে❤
এই গান গুলো আমাদের শেকড়। ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে, অনেক ইমোশন, অনেক ভালোলাগা । এই গানগুলো কোনওদিন পুরনো হবেনা। অনেক ভালোবাসা আর শুভেচ্ছা রইল। উইথ লাভ ফ্রম 🇮🇳
Abhinava Mukherjee, agulo chilo amader nostalgic moments College & University te amar nitto diner songi. First Sonjoy then Mizan . Aha ki je feelings bole bujhate parbo na Dada. Finally greetings & love from Dhaka, BD.
warfaze 09/11/2024 এ খুলনা বিশ্ববিদ্যালয়ে আশার আগে পর্যন্ত আমি warfaze সম্পর্কে কিছু জানা ছিল না কিন্তু এখন warfaze আমার বুকের মধ্যে গেথে গেছে এখন সবসময় warfaze এর গান শুনি পুর্ণতা,রুপকথা, বসে আছি, আমার বুকের ভিতর গেঁথে গেছে,, ধন্যবাদ warfaze ❤❤❤❤😊😊😊🎉🎉🎉❤❤❤❤
These are called timeless creations. It can be listened to at any age, at any time, by any generation. Forever grateful to Warfaze for their timeless songs. This is one of them.
আমি শিউর দিয়ে বলতে পারি ইউটিউব আপনাকে এই গানটা সাজেস্ট করেনি,😊আপনি এই গানটাকে সার্চ দিয়ে শুনছেন এবং মনের তৃষ্ণাটা তৃপ্তি সহকারে মিটাছেন একদম গভীর থেকে অনুভব করে।😌🥀
তার কথা ভেবে কান্না করে দিতে ইচ্ছে করলে warfaze এর গানগুলো শুনতে চলে আসি বারবার। তার প্রিয় warfaze, এখন আমারও। সে কখনও জানতেও পারবে না তাকে কতটা ভালোবেসেছি🖤🧡 কমেন্ট করে রাখলাম, যাতে ফিরে ফিরে আসি।
ভাই, বিশ্বাস করেন, কম করে হলেও এক লক্ষ বার শুনেছি গানটা। সব মিলিয়ে প্রায় ১০০-১৫০ বার শুনেছি শুধু পূর্নতা'র বিভিন্ন কভার! এতো ভাল লাগে, এতো ভালো লাগে, এতোটাই ভালো লাগে যে শুনলে শুধু শুনতেই ইচ্ছে করে😍 Thanks for creating a Bengali masterpiece song ♥️ #Purnota #Warfaze
গানটার টোনটাই অদ্ভুত . পূর্নতা না পেলে ও এই গানটাই যেন সব পূণ্য করে দিলো। আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে ...আহ কি সুন্দর ♥️ প্রতিদিন একবার না শুনলে হয়ই না । একটা masterpiece 😅❤❤❤ Thanks wazfaze ..♥️
May be in 2013 i listened this song for the first time in my College hostel. then it is a history. One of my college friend Sujan Chakma shared this song to me through bluetooth. I used to listen it every single walking time.every time i listened this track i got sailed away in a world of vivid imagination. What a beautiful creation by Oni hasan n Warfaze. Warfaze forever🖤
I,ve been a band song fan for a couple years . I listen to this song and I feel like I am in heaven of songs and I am flaying. What a creation,my god thank you so much WARFAZE.
এমন গানের আগে বিশেষ সতর্কিকরণ দেওয়া উচিত ছিল। যে একবার ভিতর থেকে এই গানটা শুনে ফেলবে, তাকে এই গানের প্রতিটা লাইন, প্রতিটা শব্দের মায়ায় আটকে যেতে হবে। মিজান ভাই আর অনি ভাই, আহ্ কি খেলেছে তাদের কন্ঠ আর গিটার দিয়ে! সত্যিই এটা একটা মাস্টারপিস। 💖
পুর্নতা গান টা কিছু দিন আগেও শুনতাম অকারনে'ই কিন্তু এখন তুমি ছেরে যাওয়ার পরে এই গান টা অনুভব করতে পারি.. নিজেকে মিলাতে পারি😅 এখন আমি শুধু পুর্নতা না...বেশিরভাগ গান'ই নিজের সাথে মিলাতে পারি গানের ভাষা বুঝতে পারি গানের ভেতরে থাকা আবেগ বুঝতে পারি...সব শেষে ধন্যবাদ তোমাকে আমায় ছেড়ে গিয়ে এত এত সুন্দর গান গুলো অনুভব করতে দেয়ার জন্য ভালো থাকো💔
For study, listen PURNOTA For energy, listen PURNOTA For strengh, listen PURNOTA For motivate, listen PURNOTA For love, listen PURNOTA Feeling hopeless, listen PURNOTA Feeling alone, listen PURNOTA Need confidence, listen PURNOTA etc etc ......... // This song has another energy to bring you all for every situation..//
সময়টা ২০২৪ এর শীত এর সময়। তখন থেকেই এই গানটির প্রতি আসক্ত হয়ে উঠি। গানটি শুনতে এক কনসার্টেও যাই। কনসার্টের পরিবেশে গানটা শিরায় শিরায় বয়ে গেছে ওই মূহুর্তে। তখন খুব ভালো দিন কাটাতাম। এখন চাকরির দায়ে দূর দূরান্তে থেকে ওই দিন গুলো মিস করি।মিস করি নিজ পরিবার,এলাকা, বন্ধুদের আর সেই দিন গুলো। সময়ের অভাবে সেই দিনের সাথে জড়ানো এই গানটিও আর শোনা হয় না।আজ একটু সুযোগে গানটি শুনে অপূর্ণতায় হারানো দিনের স্মৃতি গুলো মন ভারি করে তুললো। ধন্যবাদ পূর্নতা তোমায়।😊 হয়তো আবার ফিরবো নিজ বাড়িতে পরিবার ও বন্ধুদের কাছে সেদিন আবার তোমায় শুনবো🥹
Um crying right hearing this masterpiece. Every lyrics hits different. Concert e apnara age age asben please rat beshi hole thakte dey nh concert e🙂hajaro manush er vire ei যন্ত্রে বাধা মন খুলে গলা মেলাতে চাই ক্লান্ত অসহায়ত্ব দূর করার জন্য
আমাদের সময় স্কুল পড়ুয়াদের মধ্যে ব্যান্ডের গানের যেই পরিমান উন্মাদনা ছিলো বর্তমানে তার ছিটেফোঁটাও নাই। ধন্যবাদ ওয়ারফেজ সহ সকল ব্যান্ড শিল্পীদের যারা আমাদের কৈশরকে অনেক রঙিন করেছেন। ❤️❤️❤️❤️❤️
Vai eita vul dharona......jara gan er Mormo buje tara kokhonoi band ke vule Jabe nah.......hoyto ami apnar onek junior kintu tao boro vai ke ei kotha ta bollam Mon e kosto pele maf korben vaiya
After graduation, I was going through a hard time in life when this song was released. I had nothing but my expectation from life was high, used to listen to this song all day long. Today I have almost everything and still listening to this song. Warfaze forever!
Only *smart peoples* will understand. The generation *promotes trash* & that's why *masterpieces* like these remains underrated *but popular to smart generation or peoples like us.*
This was kinda anthem in my university life. In every adda or tour we used to sing this song collectively.I miss those days. Thanks for the song Warfaze.This will be evergreen in our heart.
এক সময় এই গানটা শুনতাম আর ভাবতাম পূর্ণতা আসবে!! কিন্তু অনেক অনেক সময় পেরিয়ে গেলেও অপূর্ণতা পিছু ছাড়েনি। বিষন্নতার ভয়ে এই গানটাই শুনিনা এখন। আজ আবার বিষন্ন মনে গানটা শুনতে আসলাম। মানুষের জীবন গানের মত সুন্দর হয় না কেন??
She is next to me. I'm listening this song since 2016 but never felt like that which i'm feeling right now.she is going to be mine forever in sha Allah. My Purnota!❤️
ব্যান্ড মিউজিক শোনা শুরু করি সেই ২০১৪ থেকে। শুরুটা আর্টসেল দিয়ে হলেও ওয়ারফেইজ আমার খুব পছন্দের ব্যান্ড। আর 'পূর্ণতা' গানটা ওয়ারফেইজের সবচেয়ে পছন্দের গান আমার। সেই অনুযায়ী নিজের ভালোবাসার মানুষটিকেও আমি 'পূর্ণতা' নামেই ডাকতাম। আজ সে নাই তবুও আমি এই গানটা প্রতিদিন রাতে ঘুমানোর আগে একবার হলেও শুনি। প্রতিদিন শোনার পরেও কখনো কমেন্ট করিনি। আজকে আমার মন ভীষণ খারাপ তাই কমেন্ট করলাম। জীবনে ভালোবাসার মানুষকে হারিয়ে এখন ব্যান্ড মিউজিক নিয়ে বেঁচে আছি। কোনো ব্যান্ড ভাঙার কথা শুনলে আমার প্রচন্ড খারাপ লাগে। ওয়ারফেজ সবসময় থাকুক আমি এটা চাই...
I discovered this song just a month ago and I'm surprised how this song is not popular amongst Indian Bangalis. This song is so good, a classic bangla rock song and this deserves recognition from Indian Bangalis too. Beautiful songs like these makes me feel proud of our beautiful culture and language. May we Bangalis never stop loving music, may we Bangalis never stop making beautiful music, may we Bangalis forever be proud of our beautiful language and culture. In the times of religious hate, may our love for music unite us Bangalis once again🇮🇳❤️🇧🇩 Joy Hind Joy Bangla
I am also from Kolkata and have been listening to Warfaze since 2018, honestly speaking Warfaze is very popular among college studnets, even when I was studying in college, many people have had listened to Warfaze, Artcell, Shironamheen and many other bands from Bangladesh.
The rock scene in India especially among bengalis is dead ! There are hardly any good bands doing any notable music nowadays. People in Bangladesh are way more progressive in listening to rock and metal music.
এই গানটার কর্ড প্রথম বাবার কাছে শিখেছিলাম গিটারে। আজ বাবা নেই।🙂 এই গানটা দুই তিনটা শোতেও করেছি। গানটা শুনলে, এখন শুধু মনে পরে কিছু ফিরে না আসা সময়ের কথা। ☺
It’s interesting how our relationship with music changes as we grow older. At 15, we might enjoy the beat and melody of a song, but as we grow older, we start to understand the lyrics and the emotions behind them. By the time we’re 23, we might have experienced enough to truly feel the song and relate to it on a deeper level. Music is a powerful medium that can evoke strong emotions and memories.
15. 08. 24 রাত তখন ১০ টা বেজে কিছু টা পার হয়েছে আমি আর সে যখন কবুল বলে কাবিন নামায় স্বাক্ষর করি তখন আমি অনুভব করি পূর্ণতা কি আজ ঠিক ৩ মাস পূর্ণ হলো আমরা দুই জন একসাথে যখন তার সাথে দূরত্ব টা খুব বেশি ছিল তখন আমি খুব করে এই গানটা শুনতাম আর ভাবতাম আমরা ও একদিন সেই পূর্ণতার দেখা পাবো এখন আমি এই গান টা খুব করে অনুভব করতে পারি মন থেকে চাইলে না সব সম্ভব আমি খুব proud করি তার মত একটা মানুষ পেয়েছি life এ 1:39 ঠিক এই জায়গাটায় আমার goosebumps হয়ে ওঠত এখন ও হয়আমি তারে কতটা ভালোবাসি আমি কখনো হয়তো তারে বুঝাতে পারব না কিন্তু খুব করে চাই সে আামার অনুভূতি গুলো বোঝোক আমাকে বুঝোক একটা কথা শুধু চিৎকার করপ বলতে চাই 1:48 তুমি সেই পূর্ণতা আমার অনুভবে৷🥰🥰৷৷৷৷ আমি কখনো RUclips এ ভিডিও তে কমেন্ট করি না কিন্তু কেন যেন ইচ্ছে হলো এই গান টা আমাকে সব সময় আমার মনে একটা আশা জাগাত যে একদিন আমিও পূর্ণতা পাবো তাই আর comment না করে পারলাম না😊
Ami West Bengal theke😢😢😢 Warfaze 🤧🙌🙌🙌🙌❤❤❤ ami Rupam Islam er fan kintu aaj janlam Gaan banglar Hridoy ache seta epar bangla hok baa opar bangla..... Joy Rock 🤘 Warfaze❤❤
আচ্ছা এটা কি শুধু আমি নাকি অন্যদেরও হয় যে,যখনই পূর্ণতার ইন্ট্রো গিটার প্লাকিং শুরু হয় আমার হার্টবিট বেড়ে যায়...গান শেষ হওয়া অবধি অন্য একটা জগতে থাকি...যাহোক ২০১৩ থেকে শুনছি আজ ২০২০.... এভাবে বছরের বছরের পর বছর চলে যাবে তারপরও সত্য এলবামের প্রতিটা গান আমার মনের গহীনে একটা স্থানে থাকবে❤
As an Argentinian, I was just looking for some Bangladeshi music and this masterpiece came up. (Tho I can't understand any of the lyrics 😅) Truly can't get enough of the music. ✨ 🇦🇷💙🇧🇩
প্রতিদিন হারিয়ে যায় Warfaze এর পূর্ণতা গানে।ধন্যবাদ এত সুন্দর গান উপহার দেওয়ার জন্য।" আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে তুমি সেই পূর্ণতা আমার অনুভবে। " এই লাইনটা হৃদয়ে গাথা থাকবে আজীবন। ❤️
Thank You Shams Bhai for amazing Lyric. Thank you Oni Bhai for mind blowing tuning and Guitar solo . Thank You Mizan bhai for amazing voice . Finally Thank You Warfaze for Wonderful Creation.
২০১৮ সাল এই দিনে সে আমায় ছেড়ে গেছে। তখন বুঝিনি তার চলে যাওয়াটা সামনের দিনগুলো তে বেদনার কারন হয়ে দাঁড়াবে। আজও আমি এই গান গুলো বার বার শুনে মনকে স্থির করে রেখেছি সে আসবে ফিরে। কিন্তু সে আসে প্রতিনিয়তই তবে বাস্তবে নয় স্বপ্নে। ভালো থাকুক ভালোবাসার মানুষ গুলো অন্য কোনো এক অচেনা মানুষের হাত ধরে।আর আমি না হয় থাকব মদ গাজা ইয়াবা কে বুকে জড়িয়ে নিয়ে 😑
This is just undoubtedly one of the best songs ever created in Bangla music industry. Mind-blowing lyrics, perfect composition, outstandingly sung, it just feels like too good to be true at times. Never gets old. A perfect song for all the broken hearted.
No matter how many languages I learn. No language will ever beat Bangla on the level it can express emotions. The vocabulary,the absolute richness in it’s words. A true art from am exceptional artist.
I am from North eastern India, and I grew up amongst Bangla speaking family in the neighborhood for 8 years. I love Bangla for its immaculate ability to express emotions. Warfaze rocks🤘
Thank you for the 1 Million views, everyone! It was a piece of my heart i gave you guys through Warfaze. Thank you, everyone!
\m/ love you, Brother,
Love you
One of my favorite song. This song express many things that i cant explain.
Love n Respect for u brother.
lots of love.💘💘
Lyrics :
সেদিন ভোরে, বুকের গভীরে
শুনেছি জমে থাকা নীল বেদনারা ডাকে
এই শহরে ইটের পাহাড়ে,
ছিলোনা কেউ যে দেওয়ার প্রেরনা
যন্ত্রে বাঁধা মন, ছিলো ক্লান্ত অসহায়
অর্থে কেনা সুখ, ম্রিয়মান দুঃখের ছায়ায়।
যন্ত্রে বাঁধা মন, ছিলো ক্লান্ত অসহায়
অর্থে কেনা সুখ, ম্রিয়মান দুঃখের ছায়ায়।
আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে
তুমি সেই পূর্ণতা আমার অনুভবে
আর নয় আঁধার, তুমি স্বপ্নে ডেকে নিলে
ভরে মন অন্তহীন রঙিন এক উৎসবে
আজকে শুনি আনন্দধ্বনি
পৃথিবী ভরেছে সুখে বেঁচে থাকার মায়ায়
শূণ্য আশার জীবন্ত ভাষায়,
অদূরে দেখেছি প্রানের মোহনা।
যন্ত্রে বাঁধা মন, ছিলো ক্লান্ত অসহায়
অর্থে কেনা সুখ, ম্রিয়মান দুঃখের ছায়ায়
আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে
তুমি সেই পূর্ণতা আমার অনুভবে
আর নয় আঁধার, তুমি স্বপ্নে ডেকে নিলে
ভরে মন অন্তহীন রঙিন এক উৎসবে
আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে
তুমি সেই পূর্ণতা আমার অনুভবে
আর নয় আঁধার, তুমি স্বপ্নে ডেকে নিলে
ভরে মন অন্তহীন রঙিন এক উৎসবে
আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে
তুমি সেই পূর্ণতা আমার অনুভবে
আর নয় আঁধার, তুমি স্বপ্নে ডেকে নিলে
ভরে মন অন্তহীন রঙিন এক উৎসবে
,
warfaze is life 🥰🥰🥰🥰🥰
💙💙💙💙💙💤💙💙
Tnq bro.
8
পূর্নতা নিজেইতো বাংলাদেশের ব্যান্ড গানের একটি ইতিহাস। অসংখ্য ধন্যবাদ ওয়ারফেইজ এতো সুন্দর একটি কম্পজিশন আমাদেরকে আপনারা দিয়েছেন বলে।
A very inspiring comment, Thank you.
Yas
Ei gaan ta oni hasan tune korse...❤
Respect mem
Thanks Mehnaz
আমি শিউর দিয়ে বলতে পারি ইউটিউব আপনাকে এই গানটা সাজেস্ট করেনি,😊আপনি এই গানটাকে সার্চ দিয়ে শুনছেন এবং মনের তৃষ্ণাটা তৃপ্তি সহকারে মিটাছেন একদম গভীর থেকে অনুভব করে।
ekdom thik kotha didi
Right
হুম
৫ টি বছর আগের সে গানটি আজও খুব প্রিয় হয়ে আছে! Warfaze দিয়েছে
অপূর্ণতার শহরে পূর্ণতার সপ্ন!
এই গান আমাদের জন্মের আগের, ৫ বছর আগে আপলোড দেওয়া হয়েছে।
চমৎকার কথন!!
গানটি ১০ বছর পুরাতন
Bro eta 11 bochor ager gaan
@@Electrical514 right
পূর্ণতা একটা গানের নাম!
পূর্ণতা একটা অনুভূতির নাম! 😍
(এই গান যতবারই শুনি আমার বিশ্ববিদ্যালয় জীবনের কথা মনে পড়ে যায়। চবির শাটল ট্রেনে কিংবা ঝুপড়িতে সব বন্ধুরা, সিনিয়র জুনিয়র ভাইরা মিলে যখন একসাথে কোরাসে পূর্ণতা গাইতো, বেসুরো আমিও পূর্ণতা অনুভব করতাম। 🙂
অবশ্য পূর্ণতা অনুভব করা যায় প্রতি মুহুর্তেই, যখনি কানে গানটির সুর বাজে তখনই। আর এর রেশ তো থেকে যায় অনেকক্ষণ।)
ধন্যবাদ ওয়ারফেজ কে!
ভালোবাসা ওয়ারফেজ এর প্রতি! 🙂
ভাই আমরা এখনো ধরে রেখেছি এই সুর
Also Purnota is my name-
অসাধারণ অনুভূতির প্রকাশনা 😍
@@yeontansmommy sweet af
eto kotha koi theke pailen?
ailshami lage na?
কয়েকমাস আগেও ইংলিশ আর হিন্দি গান শুনতাম,কৌতুহলবশত দেশীয় গানের খোজা শুরু করি।এরপর একের পর এক দেশীয় রূপক গান খুজে পেতে থাকলাম।
অনেকেই আছে যারা দেশীয় গানের মহত্ত্ব অনেক আগেই বুঝে নিয়েছিলেন,তারা দেশীয় ব্যান্ডগুলোকে সাপোর্ট করার জন্য সাধুবাদ জানাই।
ভাল লাগার এবং ভালবাসার দেশীয় গান আমাদেরকে উপহার দেওয়ার জন্য সকল দেশীয় ব্যান্ডগুলোকে ধন্যবাদ জানাই।
❤❤❤
Same to you bro
Same
আমার গল্পটাও একই ভাই 🙂
Ami sobdhoreoner gan gula khuje khuje ber korte chai ar korbo insallah keo amay kichu gan ar list dete parbe
আরে ভাই গল্পটা তো আমার ও এমনই।
যদিও আমি Miles আর চিরকুট এর গান আগে থেকেই শুনি।
তখন কলেজে উঠেছি কেবল।আমার কোন কালেই ছেলে বন্ধু ছিল না।গার্লস স্কুলে পড়াশোনা এবং স্ট্রিক্ট বাবা -মা।
কচিং এ একটা ছেলেকে আমার প্রচুর ভালো লেগে গেছিল,ও খুব চুপচাপ একটা মানুষ।এমনটা আগে কখনো হয়নি,আমি কখনোই তাকে তা বলতে পারতাম না।পরবর্তিতে জানতে পারি,আমরা একই কলেজের।
তখন আমাদের শহরে 'ওয়ারফেজ' আসবে।
কচিং এ এই নিয়ে কথা হতে ছিল,আমি তখন প্রথম বারের মত সামনা সামনি বলেছিলাম,"আমাকে তো বাবা_মা যেতে দিবে না কন্সার্টে,তুমি কি আমাকে পূর্নতা"র ভিডিও ক্লিপসটা দিতে পারবে!"
পরে ফেসবুকের মাধ্যমে আমাদের কানেকশন হয়,ও আমাকে ভিডিও টা দেয়,এই থেকেই আমাদের কাহিনি শুরু।
ধন্যবাদ ওয়ারফেজ।
যেদিন আমরা এক সাথে ওয়ারফেজ এর কনসার্টে পুর্ণতা গাইতে পারব,সেদিন ই আমরাও সত্যি কারের পূর্ণতা পাব।
এই
দোয়া রইলো 😊😊
আপনাদের জন্য শুভকামনা রইলো ঠিক এই গানের মতোই যেন আপনাদের পূর্ণতা হয়❤
গল্প টা বালো লাগচে,, ❤
জানি না গান টা কেন এত ভালো লাগে❤️
গানটা আমাকে পুরানো দিনের কথা বার বার মনে করিয়ে দেই।
আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে
তুমি সেই পূর্ণতা আমার অনুভবে.....
ধন্যবাদ মিজান ভাই, ধন্যবাদ ওয়ারফেজকে❤
😂😅😢
You are right 😢🥺
this line is, আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে, তুমি সেই পূর্নতা আমার আনুভবে 🥰
এই গান গুলো আমাদের শেকড়। ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে, অনেক ইমোশন, অনেক ভালোলাগা । এই গানগুলো কোনওদিন পুরনো হবেনা। অনেক ভালোবাসা আর শুভেচ্ছা রইল। উইথ লাভ ফ্রম 🇮🇳
Abhinava Mukherjee, agulo chilo amader nostalgic moments College & University te amar nitto diner songi. First Sonjoy then Mizan . Aha ki je feelings bole bujhate parbo na Dada. Finally greetings & love from Dhaka, BD.
U r right bhaiya
@@zahidhassan1200 it's also my versity life man. 😎
Take love and affection 💞
Moner kotha gula bollen bhai
@@zahidhassan1200 q queen A was
warfaze 09/11/2024 এ খুলনা বিশ্ববিদ্যালয়ে আশার আগে পর্যন্ত আমি warfaze সম্পর্কে কিছু জানা ছিল না কিন্তু এখন warfaze আমার বুকের মধ্যে গেথে গেছে এখন সবসময় warfaze এর গান শুনি পুর্ণতা,রুপকথা, বসে আছি, আমার বুকের ভিতর গেঁথে গেছে,, ধন্যবাদ warfaze ❤❤❤❤😊😊😊🎉🎉🎉❤❤❤❤
These are called timeless creations. It can be listened to at any age, at any time, by any generation. Forever grateful to Warfaze for their timeless songs. This is one of them.
আমি শিউর দিয়ে বলতে পারি ইউটিউব আপনাকে এই গানটা সাজেস্ট করেনি,😊আপনি এই গানটাকে সার্চ দিয়ে শুনছেন এবং মনের তৃষ্ণাটা তৃপ্তি সহকারে মিটাছেন একদম গভীর থেকে অনুভব করে।😌🥀
হুমম প্রতিদিন ই শুনি 😊❤
হ্যা
Ahh vhai buke ay😅😊
একদম মনের মতো একটা গান শোনাতেই জীবনের অনুভূতি পাল্টে যায় , আমি শিওর আপনার নিজের থেকে বেশি ভালো লাগে ?😊😊😊
আমার এই কমেন্টে যতবার লাইক/রিপ্লাই এসেছে আমি ঠিক ততবারই এই গানটাকে অনুভব করেছি ধন্যবাদ।🥀
সবচেয়ে পছন্দের একটা গান, যা বার বার শুনি তবুও মন ভরে না। এই গানটাই যেন আমার পূর্ণতা❤
তার কথা ভেবে কান্না করে দিতে ইচ্ছে করলে warfaze এর গানগুলো শুনতে চলে আসি বারবার। তার প্রিয় warfaze, এখন আমারও। সে কখনও জানতেও পারবে না তাকে কতটা ভালোবেসেছি🖤🧡
কমেন্ট করে রাখলাম, যাতে ফিরে ফিরে আসি।
Valobasha 😅
Fire ese sune jao
@@AnupamHalder4 🧡
Valobasa😅
বলদ 😂😂
ভারত🇮🇳 থেকে Warfaze এর ফ্যান।
খুব প্রাণ প্রিয় এক গান
❤
❤❤❤
warfaze ki বাংলাদেশের নাকি ভারতের....🤔🤔
Bangladesh
❤❤
আপনাকে যানাই সন্মান ও শ্রদ্ধ ❤
আজ বিদায় বেলায় Warfaze এসেছিলো আমার ভার্সিটি MIST তে । তাই ঘুমানোর সময় গানটা আবার শুনতেছি । জীবনের কিছু জিনিস অপূর্ণই থেকে যায় ❤
I simply just close my eyes and find myself in the crowd singing along with evergreen warfaze! 90's heavy metal rocks! 2020? Naaaah!
One of my favorite Bangla song! Thanks to the Warfaze team for giving me another level of music. I will come here year after year, again and again 💫
অপেক্ষার প্রহর শেষ হলো 10M এ পা রাখলো পূর্ণতা।❤️
যেন নতুন এক পূর্ণতা খুঁজে পেল❤️❤️
অভিনন্দন প্রিয় ব্যান্ড Warfaze❤️❤️❤️
৫ টি বছর আগের সে গানটি আজও খুব প্রিয় হয়ে আছে! Warfaze দিয়েছে
অপূর্ণতার শহরে পূর্ণতার সপ্ন! Thank you Warfaze
Warfaze is not only a Band,
it’s our Emotion!😊🖤
''পূর্ণতা'' এভাবেই প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে যাক!😍
❤
❤
😇❤❤
shomot baiya
'রূপকথা যদি "পূর্ণতা পেতো তাহলে যত দূরেই থাকতে 'তামাকে মনে পড়তো। অসামাজিক
"একটি ছেলে আমি, "মহরাজের" মত 'বসে আছি হারিয়ে তোেমাকে
একা", তীব্র হতাশার পরেও
"পাওয়ার আশা নিয়ে তােমার "প্রতিক্ষায়' আছি,
হয়তাে এটাই অবাক ভালোবাসা
Take Love Warfaze
ভাই, বিশ্বাস করেন, কম করে হলেও এক লক্ষ বার শুনেছি গানটা। সব মিলিয়ে প্রায় ১০০-১৫০ বার শুনেছি শুধু পূর্নতা'র বিভিন্ন কভার! এতো ভাল লাগে, এতো ভালো লাগে, এতোটাই ভালো লাগে যে শুনলে শুধু শুনতেই ইচ্ছে করে😍
Thanks for creating a Bengali masterpiece song ♥️
#Purnota #Warfaze
😍
৩৭ বছরের পূর্ণতা!
শুভ জন্মদিন ওয়ারফেজ 🌷❤️
V
Again Happy Birthday Warfaze
Again happy birthday
40🔥
"Warfaze" কে সত্যি-ই ধন্যবাদ এতো সুন্দর গানটা সৃষ্টি করার জন্য।
বছরের পর বছর এই গানটা প্রিয় গানের তালিকায় থেকেই যাবে।❤💚
1:40
🎉
Thu there mu peh
Bhi eta warfaze er song na....
Eta oni hasan vai er song❤🎉
গানটার টোনটাই অদ্ভুত . পূর্নতা না পেলে ও এই গানটাই যেন সব পূণ্য করে দিলো। আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে ...আহ কি সুন্দর ♥️ প্রতিদিন একবার না শুনলে হয়ই না । একটা masterpiece 😅❤❤❤
Thanks wazfaze ..♥️
আজ কলকাতায় এই গানটির লাইভ দেখে জাস্ট ছিটকে গেলাম। অসাধারণ! ❤ অনেক ভালবাসা রইল কলকাতা থেকে।
"আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে তুমি সেই পূর্ণতা আমার অনুভবে ।" এই লাইনটা ❤️❤️
🥰🥰🥰
❣️❣️❣️
Hit another level 🖤
আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে তুমি সেই পূর্ণতা আমার অনুভবে 🙂🍒🌿
2:16
এটা শুধু একটি গানই নয়,,,প্রতিটা লাইন যেনো হৃদয় থেকে বের হওয়া আত্তচীৎকার
❤
❤
প্রিয় মানুষটির থেকে প্রথম এই গানটি শুনে প্রেমে পরে যাই। যতবার এই গান শুনি ততবারই সব স্মৃতি ভেসে উঠে
😢😢😢
May be in 2013 i listened this song for the first time in my College hostel. then it is a history. One of my college friend Sujan Chakma shared this song to me through bluetooth. I used to listen it every single walking time.every time i listened this track i got sailed away in a world of vivid imagination. What a beautiful creation by Oni hasan n Warfaze.
Warfaze forever🖤
I,ve been a band song fan for a couple years . I listen to this song and I feel like I am in heaven of songs and I am flaying. What a creation,my god thank you so much WARFAZE.
0:05 There is a particular fan base for this guitar plucking! 😁
Thank you Warfaze for everything!
0:19
Oni bhai's Supremacy 💝
এমন গানের আগে বিশেষ সতর্কিকরণ দেওয়া উচিত ছিল। যে একবার ভিতর থেকে এই গানটা শুনে ফেলবে, তাকে এই গানের প্রতিটা লাইন, প্রতিটা শব্দের মায়ায় আটকে যেতে হবে। মিজান ভাই আর অনি ভাই, আহ্ কি খেলেছে তাদের কন্ঠ আর গিটার দিয়ে! সত্যিই এটা একটা মাস্টারপিস। 💖
সত্যিই আমারা অনেক ভাগ্যবান যে আমদের দেশে এত ভালো মানের গান তৈরি হয় 🖤✨
"আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে
তুমি সেই পূর্ণতা আমার অনুভবে"🌸
পুর্নতা গান টা কিছু দিন আগেও শুনতাম অকারনে'ই
কিন্তু এখন তুমি ছেরে যাওয়ার পরে এই গান টা অনুভব করতে পারি.. নিজেকে মিলাতে পারি😅 এখন আমি শুধু পুর্নতা না...বেশিরভাগ গান'ই নিজের সাথে মিলাতে পারি গানের ভাষা বুঝতে পারি গানের ভেতরে থাকা আবেগ বুঝতে পারি...সব শেষে ধন্যবাদ তোমাকে আমায় ছেড়ে গিয়ে এত এত সুন্দর গান গুলো অনুভব করতে দেয়ার জন্য ভালো থাকো💔
Same☹️🥺😭
😢
For study, listen PURNOTA
For energy, listen PURNOTA
For strengh, listen PURNOTA
For motivate, listen PURNOTA
For love, listen PURNOTA
Feeling hopeless, listen PURNOTA
Feeling alone, listen PURNOTA
Need confidence, listen PURNOTA etc etc .........
// This song has another energy to bring you all for every situation..//
underrated comment!
আহা!!!
পুর্ণতা 🥰
শামস্ ভাইয়ের কথায় এবং অনি হাসান ভাইয়ের সুরে.....ওয়ারফেইজ এর অনবদ্য, অমর সৃষ্টি!!!আমি যতদিন বেঁচে থাকবো এটা শুনবোই😍
~অনয় কুমার দাস
-২৬ শে জানুয়ারি ২০২১ থেকে
আমার জানাছিলোনা এটা কার লেখা ও সূর….…
অথচ ক্লাস নাইনে থেকে শুনছি।এখন ৪০ বছরেও শুনছি……..
মৃত্যুর আগেও শুনব.।।।
@@shanjibshom9486 2012 সালে এই গানটা মুক্তি পেয়েছে আর আপনি ২০-২২ বছর ধরে শুনে আসছেন!গর্বের বিষয়!
@@crickshorts3689 🤣🤣🤣
@@crickshorts3689 😂😂
@@crickshorts3689 😂
This is not a song.. This is a history. A milestone for warfaze
This is not a song...this is a history.
A milestone for Warfaze🤘
সময়টা ২০২৪ এর শীত এর সময়।
তখন থেকেই এই গানটির প্রতি আসক্ত হয়ে উঠি। গানটি শুনতে এক কনসার্টেও যাই। কনসার্টের পরিবেশে গানটা শিরায় শিরায় বয়ে গেছে ওই মূহুর্তে। তখন খুব ভালো দিন কাটাতাম।
এখন চাকরির দায়ে দূর দূরান্তে থেকে ওই দিন গুলো মিস করি।মিস করি নিজ পরিবার,এলাকা, বন্ধুদের আর সেই দিন গুলো। সময়ের অভাবে সেই দিনের সাথে জড়ানো এই গানটিও আর শোনা হয় না।আজ একটু সুযোগে গানটি শুনে অপূর্ণতায় হারানো দিনের স্মৃতি গুলো মন ভারি করে তুললো।
ধন্যবাদ পূর্নতা তোমায়।😊 হয়তো আবার ফিরবো নিজ বাড়িতে পরিবার ও বন্ধুদের কাছে সেদিন আবার তোমায় শুনবো🥹
সব নেশা ছেড়ে দিলাম কিন্তু পূর্ণতা . রূপকথা এই দুটো গান সোনার নেশা কোনো দিন ছাড়তে পারবো না 😇 thanks warfaze 💚
এসব গান পরবর্তী প্রজন্ম না পেলে তারা কষ্ট লুকোবে কিভাবে ভাবছি
ধন্যবাদ Warfaze অপূর্ণতাকে ভোলার জন্য পূর্নতা গান উপহার দেওয়ার জন্য!! ❤
Um crying right hearing this masterpiece. Every lyrics hits different. Concert e apnara age age asben please rat beshi hole thakte dey nh concert e🙂hajaro manush er vire ei যন্ত্রে বাধা মন খুলে গলা মেলাতে চাই ক্লান্ত অসহায়ত্ব দূর করার জন্য
পূর্ণতা পায়নি অপূর্ণই আছি।তবুও গানটা জানি কেন এত ভাল্লাগে। গান টার জন্য মিজান ভাইয়ের প্রতি ভালোবাসা আরো বেড়ে গেছে।❤️
মানুষ যত ম্যাচিউরড হতে থাকে ততোই পুরনো গানের প্রতি আকৃষ্ট হতে থাকে ...🖤🥀
hmmmm sotti vlo lagar akta gan
Hmm sotti ❤❤
asolei❤
Na manush jokhon manushik santi na pay tokhoni ei gan gulo sone.😢
faltu kotha
আমাদের সময় স্কুল পড়ুয়াদের মধ্যে ব্যান্ডের গানের যেই পরিমান উন্মাদনা ছিলো বর্তমানে তার ছিটেফোঁটাও নাই। ধন্যবাদ ওয়ারফেজ সহ সকল ব্যান্ড শিল্পীদের যারা আমাদের কৈশরকে অনেক রঙিন করেছেন। ❤️❤️❤️❤️❤️
Apni bhul ami akhon class 10 ami Pray sob band ar song e suni amon ki amr fnd ra mile gola chera gai o sob gan
apni vul vai
@@rahi_editz_ ❤️
@@sanbirhasansuat6962 ❤️
Vai eita vul dharona......jara gan er Mormo buje tara kokhonoi band ke vule Jabe nah.......hoyto ami apnar onek junior kintu tao boro vai ke ei kotha ta bollam Mon e kosto pele maf korben vaiya
"আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে
তুমি সেই পূর্ণতা আমার অনুভবে 🌼"
Nothing could ever replace this line, nothin' nothin' 🤗!
🥰
"আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে"তুমি সেই পূর্ণতা আমার অনুভবে
❤️🩹😇🥀
L lol p😊 lol😊p pm p😊p😊
_আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে 😅
তুমি সেই পূর্ণতা আমার অনুভবে🙂
"পূর্ণতা" গানটি হলো সত্যিকারের ভালোবাসাগুলোর জাতীয় সঙ্গীত😢🥺♥️
উসসসস ভাই
This song never gets old ❤️❤️❤️
Your absolutely right brother ❤️
till new ppl like me still got that taste
Absolutely true..
gets*
Your right brothet
After graduation, I was going through a hard time in life when this song was released. I had nothing but my expectation from life was high, used to listen to this song all day long. Today I have almost everything and still listening to this song. Warfaze forever!
average bangladeshi graduate moment
Best wishes
Ajkal kar generation ki ar bujhbe ei gaan tar emotion ❤ Love from 🇮🇳
bujhbe bhaya
Only *smart peoples* will understand. The generation *promotes trash* & that's why *masterpieces* like these remains underrated *but popular to smart generation or peoples like us.*
Nothing to say about warfaze💖💖💖💖
Ami ai generation er e akta chele, ami r amar baba akhono ak sathe boshe bangla band song gula gaii🥰
Buji bolei to 2020 tahke Warfaze ar Gan suni 🤍🌼
পুর্নতা গানটি হলো সত্যিকারের ভালোবাসার জাতীয় সঙ্গিত 🥹🥹এসটি
This was kinda anthem in my university life. In every adda or tour we used to sing this song collectively.I miss those days. Thanks for the song Warfaze.This will be evergreen in our heart.
This is called an absolute masterpiece. The demand for this song will never be depleted.
love for Warfaze
এক সময় এই গানটা শুনতাম আর ভাবতাম পূর্ণতা আসবে!! কিন্তু অনেক অনেক সময় পেরিয়ে গেলেও অপূর্ণতা পিছু ছাড়েনি। বিষন্নতার ভয়ে এই গানটাই শুনিনা এখন। আজ আবার বিষন্ন মনে গানটা শুনতে আসলাম। মানুষের জীবন গানের মত সুন্দর হয় না কেন??
She is next to me. I'm listening this song since 2016 but never felt like that which i'm feeling right now.she is going to be mine forever in sha Allah. My Purnota!❤️
❤
@@arsgaming1956❤
ব্যান্ড মিউজিক শোনা শুরু করি সেই ২০১৪ থেকে। শুরুটা আর্টসেল দিয়ে হলেও ওয়ারফেইজ আমার খুব পছন্দের ব্যান্ড। আর 'পূর্ণতা' গানটা ওয়ারফেইজের সবচেয়ে পছন্দের গান আমার। সেই অনুযায়ী নিজের ভালোবাসার মানুষটিকেও আমি 'পূর্ণতা' নামেই ডাকতাম। আজ সে নাই তবুও আমি এই গানটা প্রতিদিন রাতে ঘুমানোর আগে একবার হলেও শুনি।
প্রতিদিন শোনার পরেও কখনো কমেন্ট করিনি। আজকে আমার মন ভীষণ খারাপ তাই কমেন্ট করলাম। জীবনে ভালোবাসার মানুষকে হারিয়ে এখন ব্যান্ড মিউজিক নিয়ে বেঁচে আছি। কোনো ব্যান্ড ভাঙার কথা শুনলে আমার প্রচন্ড খারাপ লাগে। ওয়ারফেজ সবসময় থাকুক আমি এটা চাই...
I discovered this song just a month ago and I'm surprised how this song is not popular amongst Indian Bangalis. This song is so good, a classic bangla rock song and this deserves recognition from Indian Bangalis too. Beautiful songs like these makes me feel proud of our beautiful culture and language. May we Bangalis never stop loving music, may we Bangalis never stop making beautiful music, may we Bangalis forever be proud of our beautiful language and culture. In the times of religious hate, may our love for music unite us Bangalis once again🇮🇳❤️🇧🇩
Joy Hind
Joy Bangla
It's depends upon everyone's taste...
@@sudoSayak Our rock songs sound similar to theirs
It's literally the same language
Wdym it depends on the taste
I am also from Kolkata and have been listening to Warfaze since 2018, honestly speaking Warfaze is very popular among college studnets, even when I was studying in college, many people have had listened to Warfaze, Artcell, Shironamheen and many other bands from Bangladesh.
@@bittuchakraborty867 I discovered warfaze in 2008 while I was using some radio app on my Nokia 5130.
The rock scene in India especially among bengalis is dead ! There are hardly any good bands doing any notable music nowadays. People in Bangladesh are way more progressive in listening to rock and metal music.
warfaze চেয়েছিল 1 milion viewers but তারা 20 miloon viewers পেয়ে গেলো,,, চালিয়ে যান আপনারা warfaze lover রা সবসময় আপনাদের সাথেই আছে,,আপনাদের জন্য রইলো সকলের দোয়া,বেচে থাকুক সবসময় warfaze সবার মাঝে
জীবনে যা কিছু পেয়েছি তার জন্য শুকরিয়া যা পাইনি তার জন্য আপসোস নাই। এটাই পূর্ণতা। ধন্যবাদ ওয়ারফেজ এক টুকরো অমৃতের জন্য।
এই গানটার কর্ড প্রথম বাবার কাছে শিখেছিলাম গিটারে।
আজ বাবা নেই।🙂
এই গানটা দুই তিনটা শোতেও করেছি।
গানটা শুনলে, এখন শুধু মনে পরে কিছু ফিরে না আসা সময়ের কথা। ☺
Bhai those likes are sad react😞😞😞
@@islamforlife9965 🙂 There is always some memory that we cant forget till the last breath of our life.🙂
And এই গানটা সেই স্মৃতি গুলো বয়ে নিয়ে যায়।☺
গানটার মতই কমেন্ট টা মন ছুয়ে গেল
দে নাহ রে
@@kawsarmahmud373 কি ভাই
For 4 years.... can't get enough of this song ❤
গানটা কতবার শুনেছি তার কোনো হিসাব নাই । তার পর ও শুনেই যাচ্ছি । LEGENDARY SONG.
ভালো অনুভূতির সঙ্গে তাল মিলিয়ে এই গান টা শুনলে সত্যি অসম্ভব সুন্দর লাগে🥰🥰🥰#warfaze love u🙂🙂
কিজানি.... কতবার শুনছি...!!
প্রতিবারই প্রথমবারের মতোই ভালো লাগে....
এ এক অসহ্য ভালো লাগা....
It’s interesting how our relationship with music changes as we grow older. At 15, we might enjoy the beat and melody of a song, but as we grow older, we start to understand the lyrics and the emotions behind them. By the time we’re 23, we might have experienced enough to truly feel the song and relate to it on a deeper level. Music is a powerful medium that can evoke strong emotions and memories.
15. 08. 24 রাত তখন ১০ টা বেজে কিছু টা পার হয়েছে আমি আর সে যখন কবুল বলে কাবিন নামায় স্বাক্ষর করি তখন আমি অনুভব করি পূর্ণতা কি আজ ঠিক ৩ মাস পূর্ণ হলো আমরা দুই জন একসাথে যখন তার সাথে দূরত্ব টা খুব বেশি ছিল তখন আমি খুব করে এই গানটা শুনতাম আর ভাবতাম আমরা ও একদিন সেই পূর্ণতার দেখা পাবো এখন আমি এই গান টা খুব করে অনুভব করতে পারি মন থেকে চাইলে না সব সম্ভব আমি খুব proud করি তার মত একটা মানুষ পেয়েছি life এ
1:39 ঠিক এই জায়গাটায় আমার goosebumps হয়ে ওঠত এখন ও হয়আমি তারে কতটা ভালোবাসি আমি কখনো হয়তো তারে বুঝাতে পারব না কিন্তু খুব করে চাই সে আামার অনুভূতি গুলো বোঝোক আমাকে বুঝোক
একটা কথা শুধু চিৎকার করপ বলতে চাই 1:48 তুমি সেই পূর্ণতা আমার অনুভবে৷🥰🥰৷৷৷৷
আমি কখনো RUclips এ ভিডিও তে কমেন্ট করি না কিন্তু কেন যেন ইচ্ছে হলো এই গান টা আমাকে সব সময় আমার মনে একটা আশা জাগাত যে একদিন আমিও পূর্ণতা পাবো তাই আর comment না করে পারলাম না😊
২০২৪সালে এসেও যারা ৫বছর পুরোনো এই গানটা শুনছে তাদের রুচির প্রশংসা করতে বাধ্য হবো।যুগে যুগে আনেক গান বেরোয় তবে এমন গান কয়টা পাওয়া যায়?
Asolei vai ❤❤
You are right 💯💯💯
secrch kore suntecii ❤ bcz ata masterpiss song ❤
Right nostalgia ekta gaan😊
Gaan ta 2012 shaal er.
Listening this song for 8-9 years, Still young, still give goosebumps....Lots of emotion with this song....Warfaze ❤️
Ami West Bengal theke😢😢😢 Warfaze 🤧🙌🙌🙌🙌❤❤❤ ami Rupam Islam er fan kintu aaj janlam Gaan banglar Hridoy ache seta epar bangla hok baa opar bangla..... Joy Rock 🤘 Warfaze❤❤
এই গানের মাধ্যে অনেক মায়া জমে আছে। হৃদয়ের গভীর থেকে ভালোবাসা প্রকাশ পায় এবং জমে থাকা রক্তবিন্দু গুলো ভালোবাসার টানে শিহরিত হয়ে উঠে। ❤
বুকের গভীরের কষ্ট যা বুঝা যায় না শুধুমাত্র অনুভব করা যায়। তার একমাএ সান্ত্বনা এ গানের প্রতিটি লাইন
*Masterpiece or great contents always remains underrated.* Hats off to the *members* who attached their *great feelings* in this masterpiece
আচ্ছা এটা কি শুধু আমি নাকি অন্যদেরও হয় যে,যখনই পূর্ণতার ইন্ট্রো গিটার প্লাকিং শুরু হয় আমার হার্টবিট বেড়ে যায়...গান শেষ হওয়া অবধি অন্য একটা জগতে থাকি...যাহোক ২০১৩ থেকে শুনছি আজ ২০২০.... এভাবে বছরের বছরের পর বছর চলে যাবে তারপরও সত্য এলবামের প্রতিটা গান আমার মনের গহীনে একটা স্থানে থাকবে❤
❤❤❤❤❤❤❤❤❤
যখনই পূর্ণতা শুনি তখনই কোথায় যেন হারিয়ে যাই, কোন এক কল্পনার জগতে ❤❤
Warfaze, one of the great band of all time. Love for Warfaze from my childhood.
Sometimes I think that,"This song is only created for me😊😊"
The every line of this song is touch my mind, feelings, and my emotion😧😧
ভবিষ্যতে আমি কমেন্ট এর নোটিফিকেশন পেলে গান টা আবার শুনবো, বুড়ো বয়সে, প্রিয় মিজান ভাই, ❤🥰
As an Argentinian, I was just looking for some Bangladeshi music and this masterpiece came up. (Tho I can't understand any of the lyrics 😅)
Truly can't get enough of the music. ✨
🇦🇷💙🇧🇩
try more warfaze songs..Also Artcell,Nemesis,Shunno,Aurthohin
try Nagarbaul, Artcell, Aurthohin songs
@@Soriffato Nope 😑😑
@@MdRabbi-1 yeah right🌚
We love Argentina... We love messi....🖤🌸✨
"পূর্ণতা, রূপকথা,আলো, মায়া" গান গুলোর মায়া ছড়ানো যায় না ।
প্রতিদিন হারিয়ে যায় Warfaze এর পূর্ণতা গানে।ধন্যবাদ এত সুন্দর গান উপহার দেওয়ার জন্য।" আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে তুমি সেই পূর্ণতা আমার অনুভবে। " এই লাইনটা হৃদয়ে গাথা থাকবে আজীবন। ❤️
পূর্ণতা সবার ভাগ্যে আসে না,যারা তার প্রিয় মানুষকে পেয়েছে আপনার চরম সৌভাগ্যবান😢🌺😍
সপ্ন ভাংগা আর চরম হতাশার জিবন নিয়ে হিসেব নিকেশ করতে থাকা রাত ১ টায় এই গান আমাকে একটু প্রশান্তি দেয়,আরেকবার বাচঁতে আহবান জানায়❤
Kemon achen vaiya ekhon?
দেশসেরা শক্তিশালী ব্যান্ডের, সকলের প্রতি শ্রদ্ধাশীল, এতো সুন্দর একটি গান তৈরির জন্য। ❤️
দেশসেরা শক্তিশালী ব্যান্ডের, সকলের প্রতি শ্রদ্ধাশীল, এতো সুন্দর একটি গান তৈরির জন্য। Love U Warfze
Thank You Shams Bhai for amazing Lyric. Thank you Oni Bhai for mind blowing tuning and Guitar solo . Thank You Mizan bhai for amazing voice .
Finally Thank You Warfaze for Wonderful Creation.
Awesome music thanks shams Vai such a wonderful lyric and tune and oni vai good guitar,, vocal mizan mindblowing beautiful music
রাত ১টা, নিজের ঘরে লাউড স্পিকারে প্রিয় এ গান। জীবনের মিথ্যে হিসাবনিকাশ কষার ব্যর্থ চেষ্টা। কী একটা অনুভূতি!
This song will never get old..
Whenever I listen to it these days, I feel mesmerizing all time.
২০১৮ সাল এই দিনে সে আমায় ছেড়ে গেছে।
তখন বুঝিনি তার চলে যাওয়াটা সামনের দিনগুলো তে বেদনার কারন হয়ে দাঁড়াবে। আজও আমি এই গান গুলো বার বার শুনে মনকে স্থির করে রেখেছি সে আসবে ফিরে।
কিন্তু সে আসে প্রতিনিয়তই তবে বাস্তবে নয় স্বপ্নে।
ভালো থাকুক ভালোবাসার মানুষ গুলো অন্য কোনো এক অচেনা মানুষের হাত ধরে।আর আমি না হয় থাকব মদ গাজা ইয়াবা কে বুকে জড়িয়ে নিয়ে 😑
This is just undoubtedly one of the best songs ever created in Bangla music industry. Mind-blowing lyrics, perfect composition, outstandingly sung, it just feels like too good to be true at times. Never gets old. A perfect song for all the broken hearted.
কিছু মানুষের জীবনে ভালোবাসা পূর্নতা না পেলেও, Warfaze দিয়ে গেছে অপূর্ণতার মাঝে পূর্নতার স্বপ্ন 🙂
খুব সুন্দর বলেছেন
২০২৪ সালে এসেও গানটি শুনে পুরোনো অনূভুতিতে চলে গেলাম 😊🖤
I have 2024
5:47 am and still listening to this gem on repeat! ❤️
Weed khaileto Vai Ei gaan koybar bajlo eida gona hoy na
@Alif 100% true 🔥🤘
"রুপকথা" যদি "পুর্ণতা" পেতো তাহলে "যত দুরেই" থাকতে "তোমাকে" মনে পরতো।
"অসামাজিক" "একটি ছেলে" আমি,
"মহারারাজের" মত "বসে আছি একা",
তীব্র "হতাসার" পরেও "হারিয়ে তোমাকে" পাওয়ার "আশা" নিয়ে তোমার "প্রতিক্ষায়" আছি, হয়তো এটাই "অবাক ভালোবাসা"
চমৎকার!! 😯😯
বড় ভক্ত 🫡
Vai apni to amar moto purai warfaze pagol😮
Shera🫡
চমৎকার ভাই ❤😊
কমেন্ট টা রেখে যাচ্ছি যতবার রিয়েক্ট পরবে ততবারই শুনতে আসবো 😊😊
😊😊
No matter how many languages I learn. No language will ever beat Bangla on the level it can express emotions. The vocabulary,the absolute richness in it’s words. A true art from am exceptional artist.
Agreed ❤️
I am from North eastern India, and I grew up amongst Bangla speaking family in the neighborhood for 8 years. I love Bangla for its immaculate ability to express emotions.
Warfaze rocks🤘
@@Mirirocknroll ❤️👍
রাত -1:20
বিদ্যুৎবিহীন শহরে একলা নদীর তীরে, হাজারো অ পূর্ণতা নিয়ে ! 😊 আমি হারিয়েছি *Warfaze -*পূর্ণতায়❤ এভাবে হারাতে চাই হাজারো উদ্দেশ্যহীন মিছিলে "অপূর্ণতার মাঝে পূর্ণতা "খোঁজার তীব্র আকাঙ্ক্ষায় 💔
অন্যমনস্ক
১৭-০৬-২০২৩ ❤