উন্নত দুটি দেশের আন্তঃমহানগর (intercity) বাস পরিষেবা দেখার জন্য আমি ও আমার সহধর্মিণী কানাডার টরন্টো থেকে আমেরিকার নিউইয়র্ক পর্যন্ত বাসে সফর করি। এক কথায়, বেশ উপভোগ করেছিলাম।
উন্নত দেশ, উন্নত পরিষেবা, উন্নত পরিবেশ ! ভিডিওটি চমৎকার হয়েছে। স্বাধীনতার পর আমরাও ত স্বপ্ন দেখেছিলাম নিজের দেশকে গড়ে তুলব পরম যত্নে। হায় ! কোথায় কি ? পঁচাত্তর বছর হয়ে গেল । বিকাশ হচ্ছে কচ্ছপ গতিতে। আর চুরি, দুর্নীতি, দাঙ্গা, স্বজন-পোষণ ইত্যাদি চলছে অবাদ গতিতে .....।
আমাদের এখানে হলে পিছন থেকে চেঁচামেচি ঠেলাঠেলি লাগিয়ে দিত। ও দাদা তাড়াতাড়ি উঠুন। কি আমেরিকা দেখাচ্ছেন আমরা অনেক স্মার্ট ভদ্রলোক। যারা সব জায়গায় গুঁতোগুঁতি করি। সপ্তাহের ৩-৪ দিন আমার পেটে পিঠে ব্যাথা লেগেই থাকে। আমি একজন নিত্য যাত্রী। আপনার এই ব্লগটা খুব ভালো লাগলো।
খুব ভালো লাগলো দাদা । বাস অনেক লম্বা । এত ফাঁকা ছিল কেনো ? যদিও আমেরিকায় লোক কম । দুঃখ থাকল ভারত বা বাংলাদেশে এমন বাস পরিষেবা আশা করা যায় না কোনো দিন ।।।
@@prasantachaterjee4740 প্রশান্ত বাবু ভাষা ঠিক করুন । আমি ভারতীয় । ভারতে কোথায় আমেরিকার মত লম্বা বড়ো ও সুবিধা থাকা বাস আছে? একটু জানাবেন । ভালো থাকবেন সবাই।
এই টাউন সারভিস বাসের মালিক সরকার, সাধারানত County ( জেলা ) সরকার ( Metro Transit Authority/System )। বাসে কোন কন্ডাক্টর থাকেনা , শুধু ড্রাইভার । ভাড়া না দিলে জেল/জরমানা হয় ( $200+). মাঝে মাঝে পুলিস টিকেট চেক করে। বাসে্র ভিতরে লাইভ ক্যমেরা থাকে । আমাদের বাংলাদেশি অনেকেই বিভিন্ন শহরে বাস সার্ভিসে ড্রাইভার / সুপারভাইজার/ ইঞ্জিনিয়ার পদে কাজ করেন । খুব সম্মানীয় সরকারি চাকরি, বেতন অনেক ভাল।
অনেকেই বলেন আমাদের এখানে জনসংখ্যা বিশৃঙ্খল তার জন্য দায়ী। কিন্তু আমার দীর্ঘদিন দিনের অভিজ্ঞতা থেকে বলছি, জনসংখ্যা যদি কমেও যায় তাতেও আমাদের গুঁতিয়ে ওঠার অভ্যাস যাবে না। আমাদের ইচ্ছেই করে না পাশের যাত্রীটাও একটু আরাম পাক।
ইউরোপের বাসের ভিতরে আর চমৎকার সিস্টেম রয়েছে।দড়ি টানাটানি নয়,আপনার সিটে বসা থেকে ই একটু কষ্ট করে পাশে থাকা বটমে একটা চাপ দিতে হবে তাইলেই হয়ে যাবে।একজন চাপ দিলেই সামনের স্টপের সবার ই হয়ে যাবে।
আমাদের দেশের মানুষ গুলো এত নোংরা মনের ,ভালো কাজ এরা করতে দেবে না, নিজেরা করবেও না ,কোন বস্তু ভালো রাখতেও দেবে না । বলছি ভারত থেকে । তবে নিজের দেশের মানুষ ও দেশকে ভালোবাসতে হয়- তাই ভারত আমার মহান দেশ।
অনেক অনেক ধন্যবাদ ভাই বাস গুলো অনেক সুন্দর এমন আরো ভিডিও দেবেন আমরা পাশে আছি
নিশ্চয়ই। ধন্যবাদ 🙏
সত্যিই চমৎকার কিছু দৃশ্য আমাকে অবাক করেছে কত সুন্দর সুবিধা আমাদের দেশে এমন সুবিধা কেন হলো না আফসোস
ঠিক | বয়স্ক এবং শিশুদের জন্য তাদের অনেক পরিষেবা রয়েছে |
Karan aamara 5-10-15-20 bachcha paida karechi jakhan 1-2 howa darkar chilo.
@@asitdebnath 😂🥴
not clame stape👮👮👮👮👮👮👮👮👮👮👮👮👮👮👮👮👮👮👮👮👮👮 📱📱📱phones
বাহ্ 👌দারুণ, আমেরিকার যাত্রী পরিবহন ব্যবস্থা দেখা হয়ে গেল, আপনার দ্বারা, তাই অসঙ্খ ধন্যবাদ🙏💕
আপনাদের ভালো লেগেছে শুনে খুব ভালো লাগলো ।ভালো থাকবেন 🙏
আমাদের এখানে এরকম বাস থাকলে পান বিডি আর গুটকা খেয়ে এত থুথু ফেলত তারপর ছানার বালতি তারপর সবজির বস্তা অতিবাসের গুষ্টি পাঠ হয়ে যেত।
Akdom sothik
😆😆😆 1 dom thik.. pindi chotke ditam amarai
Jemon Manush temon tomar vanna.
Bihari der banglae dhukte den kno ?
কত সুন্দর system, কত সুন্দর ব্যবস্থা আমাদের দেশের সাথে কোন তুলনা ই হয় না। খুব ভালো লাগলো ব্লগ টা।
আপনাদের ভালো লেগেছে শুনে খুব ভালো লাগলো
🙏
Amader desh er lok er mentality dekhun kmon nichu type er.. 1 taka barle chechiye mor e.. Toh kottheke cleanliness r development er kotha ase.
Banglore bus porisheba ar cheye kom na
How modern developed beautiful clean city. Love from India
Lots of love from Rahi's wall ❤️
Satti Tai.amar favourite country.
মিউজিক বন্ধ করুন প্লিজ,আপনার কথা কিছুই বোঝা যাচ্ছে না।
উন্নত দুটি দেশের আন্তঃমহানগর (intercity) বাস পরিষেবা দেখার জন্য আমি ও আমার সহধর্মিণী কানাডার টরন্টো থেকে আমেরিকার নিউইয়র্ক পর্যন্ত বাসে সফর করি। এক কথায়, বেশ উপভোগ করেছিলাম।
Wow. আমার ও ঐরকম একটা সফরের ইচ্ছা আছে।
ওয়াও, ভিডিও থাকলে দিন, আমরাও দেখি?
@@rahiswall7125 lllllllll
বেশ ভাল লাগল ! 👍😊
🙏ধন্যবাদ
Khub valo laglo 👍 next video notification paye chole asbo ❤️
নিশ্চয়।অনেক ধন্যবাদ 🙏
Onek dhanyabad apnake. Ei rakam sundar aro vidio dekhar ashay thaklam.
নিশ্চয় দাদা 🙏আপনাকেও অশেষ ধন্যবাদ 😊
অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই ভাবে ভিডিও করতে থাকুন। 🙏🏾🙏🏾
অনেক ধন্যবাদ দাদা।আপনাদের ভাল লাগল শুনে খুব আনন্দ পেলাম। 🙏
উন্নত দেশ, উন্নত পরিষেবা, উন্নত পরিবেশ ! ভিডিওটি চমৎকার হয়েছে। স্বাধীনতার পর আমরাও ত স্বপ্ন দেখেছিলাম নিজের দেশকে গড়ে তুলব পরম যত্নে। হায় ! কোথায় কি ? পঁচাত্তর বছর হয়ে গেল । বিকাশ হচ্ছে কচ্ছপ গতিতে। আর চুরি, দুর্নীতি, দাঙ্গা,
স্বজন-পোষণ ইত্যাদি চলছে অবাদ গতিতে .....।
Amerikai kaje Jaya gai ki vabe
আপনার সীটের আগে বাঁদিকে স্ট্যাক্ করে অগুলো কী রয়েছে?
সাইকেল দাদা ।
Khub bhalo hoyeche dada . Apni ki green card peye gachen ?
অজানাকে জানা ও দেখাবার জন্য অজস্র অজস্র ধন্যবাদ খুবই সুন্দর লাগল। র ও চাই বন্ধু।খুব ভাল থাকবেন। কলকাতার থেকেই।
আপনিও ভালো থাকবেন ।অনেক ধন্যবাদ 🙏
আজকে প্রথম আপনার চ্যানেল সাবস্ক্রাইব করলাম ৷
ধন্যবাদ দাদা 🙏
আমেরিকার সিটি বাস গুলিতে ও প্রতি সিটের পাশে পুস বটন ও উপরে তার টানা । আপনি বটন চাপুন/তার টান দিলেই stop requested sign উটবে।
আচ্ছা। ধন্যবাদ দাদা 🙏
খুবই ভালো লাগলো, ধন্যবাদ |
🙏🏼🙂
Same way run Bus in China. if you visit there you may see.
আমাদের এখানে হলে পিছন থেকে চেঁচামেচি ঠেলাঠেলি লাগিয়ে দিত। ও দাদা তাড়াতাড়ি উঠুন। কি আমেরিকা দেখাচ্ছেন আমরা অনেক স্মার্ট ভদ্রলোক। যারা সব জায়গায় গুঁতোগুঁতি করি। সপ্তাহের ৩-৪ দিন আমার পেটে পিঠে ব্যাথা লেগেই থাকে। আমি একজন নিত্য যাত্রী। আপনার এই ব্লগটা খুব ভালো লাগলো।
Bolchi aktu kotha bola jabe by phone??
Khub khub Valo laglo, from Kolkata
ধন্যবাদ 🙏
Many thanks for informative blog.
Thank you so much🙏
Ki pn diye videos korsen
আমেরিকা অনেক সুন্দর, অনেক ধনী, অনেক শক্তিশালী। মানব জাতির গর্ব 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
আপনার প্রথম কথাটার সাথে একমত। মানব জাতির গর্ব কিনা জানিনা😀
@@rahiswall7125 ভাই জব ভিসায় কীভাবে যাবো?? IElTS lagbe??
মেয়াদ হীন গাজা খেয়ে আবল তাবল বলো,, এই বোকাচোদা মানব জাতির গর্ব আমেরিকা হয় কি করে
একমত নয়
Blind hoo kya VSDK
১টি জিজ্ঞাসা: আমেরিকায় কি AC ছাড়া কোনো বাস হয় না? Gave 1 Like. :)
America তে যেসব বাস সার্ভিস দেখেছি সব AC 🙂
Thank you🙏
@@rahiswall7125 You are welcome. 🙂
পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখলাম, গুলশান ঢাকা বাংলাদেশ থেকে
ধন্যবাদ🙏
আচ্ছা বলছি আমেরিকায় রাস্তার ধারে বালি, স্টোনচিপস্, ইট পড়ে থাকে? পুলিশ এসে তাদের কাছ থেকে কাটমানি নেই?
রাস্তার ধারে পরে থাকতে দেখিনি।construction জোন ঘেরা থাকে । corruption অনেক কম 🙂
খুব ভালো লাগলো দাদা । বাস অনেক লম্বা । এত ফাঁকা ছিল কেনো ? যদিও আমেরিকায় লোক কম । দুঃখ থাকল ভারত বা বাংলাদেশে এমন বাস পরিষেবা
আশা করা যায় না কোনো দিন ।।।
অনেক ধন্যবাদ। আমার এই ছোট্ট প্রয়াস টা আপনাদের পছন্দ হয়েছে জেনে খুব ভালো লাগছে। বাস এখানে সাধারনত ফাঁকাই থাকে। অফিস বা স্কুল টাইমে একটু লোক হয় শুধু।
ভারতে আছে।তুই তোর দেশ নিয়ে ভাব।
@@prasantachaterjee4740 প্রশান্ত বাবু ভাষা ঠিক করুন । আমি ভারতীয় ।
ভারতে কোথায় আমেরিকার মত
লম্বা বড়ো ও সুবিধা থাকা বাস আছে?
একটু জানাবেন । ভালো থাকবেন সবাই।
@@prasantachaterjee4740 Apni ki Partha Chatterjee r chhele ?Apnader churir taka r lifestyle diye India ke bichar korben na.
রাস্তাটা কেমন চেনাচেনা, অনেকটা Sanjose North first street এর মত. ছোটবেলায় কত হেঁটেছি. মনে পড়ে
শুনে খুবই খুশি হলাম আপনার ছোটবেলার স্মৃতি 🙂🙏
Love YOU dada from Bangladesh 🥰🇧🇩
Thank you🙏🙂
Khub bhalo laglo..
Thank you dada🙏
Thanks for nice video.
Thank you
USA khub sundor laglo...amr kono relative nei usa te but ami kaj kortay chai ei Khan e...apni kono vebe help kortay parben? Ami india thake bolchi
Ami information dite pari🙏
@@rahiswall7125 tmr sathe contact korbo ki kore?
Try korchi ekta info video banate jate apnader help korte pari..🙏
Khub bhalo laglo.
অনেক ধন্যবাদ দাদা 🙏
স্যার ভিসার কোন ব্যবস্থা করে দিতে পারবেন কি
🙏পারলে সত্যি খুশি হতাম দাদা
এই টাউন সারভিস বাসের মালিক সরকার, সাধারানত County ( জেলা ) সরকার ( Metro Transit Authority/System )। বাসে কোন কন্ডাক্টর থাকেনা , শুধু ড্রাইভার । ভাড়া না দিলে জেল/জরমানা হয় ( $200+). মাঝে মাঝে পুলিস টিকেট চেক করে। বাসে্র ভিতরে লাইভ ক্যমেরা থাকে । আমাদের বাংলাদেশি অনেকেই বিভিন্ন শহরে বাস সার্ভিসে ড্রাইভার / সুপারভাইজার/ ইঞ্জিনিয়ার পদে কাজ করেন । খুব সম্মানীয় সরকারি চাকরি, বেতন অনেক ভাল।
ঠিক 🙏🙂
দেখলাম খুব ভালো লাগলো 👍👍
ধন্যবাদ দাদা 🙏🙂
many many thanks to you for the nice vedio
Thank you🙏
আপনার ভিডিওটা খুব ভালো লাগলো আপনার ভিডিও টা দেখে পাশে আছি ।
অনেক অনেক ধন্যবাদ🙏
Dada apni Kon city te thaken
Ami California ar santaclara
Bahh ghore bose bus dhekhanor jonno dhonbad
darun video boss
Thank you sir🙂🙏
Please make a vlog on intercity coach service in America.
Sure 😊
দারুন লাগল
দাদা আপনার বাড়ী কোথায়
এটা California
Onek valo
🙏ধন্যবাদ
Dada tomar bari khotai
Ei video ta California er Santa Claray tola
This is California. Other states do not have good public transport system.
Yes it is california 🙂
অনেক ভালো লাগলো দাদা
অনেক ধন্যবাদ 🙏
দুর্দান্ত পরিষেবা। 👌
🙂
Thanks from an old Bengali villager.
Thank you🙏
খুব সুন্দর লাগলো আমাদের দেশের লোকেরা কোন জায়গা ই আছে
ধন্যবাদ দাদা 🙏
visa hobe jawar jonno job visa
Asa kori apnar sapno puron hok🙏
Dada apni Americar kon state a thaken??
Love from Kolkata..
Eta California Dada
State er nam ta description ei lekha dekhun
আমার দেশে কবে হবে স্যার
নিশ্চয় হবে আমাদের আশা থাকুক বেঁচে 🙏
Our bus service too much good more than usa
অনেকেই বলেন আমাদের এখানে জনসংখ্যা বিশৃঙ্খল তার জন্য দায়ী। কিন্তু আমার দীর্ঘদিন দিনের অভিজ্ঞতা থেকে বলছি, জনসংখ্যা যদি কমেও যায় তাতেও আমাদের গুঁতিয়ে ওঠার অভ্যাস যাবে না। আমাদের ইচ্ছেই করে না পাশের যাত্রীটাও একটু আরাম পাক।
আসলে শুধু জনসংখ্যা নয়..অনেক কারন এই আমার মনে হয় 🙂
ভালো থাকবেন 🙏
একদম ঠিক কথা বলেছেন। আপনিও সপরিবারে খুব ভালো থাকবেন। আর উন্নত দেশের দৈনন্দিন জীবন উপভোগ করবেন।🙏
Ki kor6 Dada
Valo thakben🙏
দাদা তোমার বাড়ি কোথায়
Eta California dada🙏
Khub valo
Thank you🙏
phon pay nai
Na🙂
খুব ভালো লাগল ।
ধন্যবাদ দাদা 🙏
আমি আমেরিকা যেতে চাই।
উপায় বাতলে দিন
নিশ্চয় যাবেন
অনেক ধন্যবাদ দাদা
🙏😊
Conducter nei natun passenger ki bhabe nambe Bhal lagsi. 👈
🙂
Nice video
Thank you😊
আমেরিকা।ঘরেবসে।দেখলাম।খুব।ভাললাগছে
ধন্যবাদ দাদা 🙏
Wonderful
Thank you🙂
Thanks for explaining in details
Glad you found it helpful!
kuboy sundor adunik bus osadaron
সত্যিই তাই। 🙏🏼
ভাই আন্নের কথা হুনি আর মনে হইতেছে আন্নে সাঁতরাই আমেরিকা গোছেন 😂 প্লেনের সিট হান্নো।
ইউরোপের বাসের ভিতরে আর চমৎকার সিস্টেম রয়েছে।দড়ি টানাটানি নয়,আপনার সিটে বসা থেকে ই একটু কষ্ট করে পাশে থাকা বটমে একটা চাপ দিতে হবে তাইলেই হয়ে যাবে।একজন চাপ দিলেই সামনের স্টপের সবার ই হয়ে যাবে।
তাই। ধন্যবাদ দাদা 🙏
❤️❤️❤️👌🇧🇩
😇😊🥰🙏
খুব ভালো লাগলো
অনেক ধন্যবাদ 🙏🙂
Nice
🙏Thank you
খুব সুন্দর!
🙏🏼
Satti darun....indiar moto ghinji noi.
Population kom bolei sambav
Video ta vlo
Thank you🙂
ভালো দেখিয়েছেন
ধন্যবাদ🙏
Khub bhalo laglo kintu ai rakam Bus service aamader deshe konodini hobe naa
Ekhuni hyto sambav noi..infrastructure nei to🙏
একটা একটা করে সব কিছু চুরি করে নিয়ে যাবে। দরকার নাই।
চমৎকার লেগেছে।
ধন্যবাদ দাদা 🙏
next Video subscribe kar liya main Mangal grah se bol rahi hu 😁😁😁😆
Thank you😊🙏
ভাই আমি ইমরান আমার লাইসেন্স আছে আমি ড্রাইভার করতেছ আমি কিঝাইতেপারবো
বাংলাদেশ ই ভালো যেখানে খুশি নামা যায় রাস্তার মাঝ খানেও
এটাও ঠিক 😊
আত্মীয় নাই কিন্তু আমেরিকায় চাকরি করার খুব শখ কিভাবে যাওয়া যায় একটু বলবেন। plzzz
কিছু information সংগ্রহ করে জানাব।
*#DhakaLandAgency*
nice
Thank you 😊
দাদা,দেখা হতে পারে ২০৩২ সালে।
নিশ্চয় 🙏
কোথায় দেখা হবে বলুন??
২০৩২ এলেই বলব 😀
Banglore bus porisheba ai rokom
Acha
Khub valo laglo 💓 India
Thank you
এরকম সিস্টেম যদি আমাদের ভারতবর্ষে থাকতো।।।
🙂সত্যি
আমরা এখনো এটার জন্য প্রস্তুত নয়।
Keno dhormo korey kao key marley hotow na....k ki khabey seta bichar korai tow amader deser kaj.....ei sob baler kitha modir holey tell makha .....
Discipline khub darkar unnati korte hole
Ekdom satti🙂
আমাদের দেশের মানুষ গুলো এত নোংরা মনের ,ভালো কাজ এরা করতে দেবে না, নিজেরা করবেও না ,কোন বস্তু ভালো রাখতেও দেবে না । বলছি ভারত থেকে । তবে নিজের দেশের মানুষ ও দেশকে ভালোবাসতে হয়- তাই ভারত আমার মহান দেশ।
নিশ্চয় নিজের দেশকে সকলের ভালোবাসা উচিৎ 🙏
খুব এ ভালো ব্যাবস্থা
ধন্যবাদ দাদা 🙏
please ভাই আপনার সাথে একটু কথা বলা যাবে ফোন হোক বা ফেইসবুক বা হোক
🇧🇩🇧🇩🇧🇩😍😍😍😍
বাসে মনে হচ্ছে খুব শব্দ হয়৷ very noisy ?
হাঁ হয়
Are you indian ?
Yes 🙏
Nice pleasure to met you.