আমি ভারতবর্ষের একজন নাগরিক কিন্তু বাংলাদেশের প্রতি আমার একটা আন্তরিক টান রয়েছে । ওখানে অনেক কিছু দেখার আছে । দাদাভাই আপনার প্রতিবেদনে খুব ভালো লাগলো । অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইলো দাদাভাই
ভাই আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।আপনার প্রতিবেদন টি খুব ভালো লাগল।আমি ভারত বর্ষের বাঙালি জানিনা কেন বাংলাদেশের প্রতি একটা আন্তরিক টান অনুভব করি।আমি বাংলাদেশ কে ভীষণ ভালবাসি।আপনাদের দেশ টা ঘুরে ঘুরে দেখার ভীষণ আগ্রহ।ভাল থাকবেন শারদীয়া শুভেচ্ছা রইলো।
ভাই আমিও আমার সাধ্য অনুযায়ী কিছু কাজ করি আগামী প্রজন্মের জন্য আমি জানি আমি আপনার মত এত বড় ইউটিউবার না। বা আপনাদের তুলনায় কিছুই না। তার পরও একটি কথা বলি যদি পারেন আপনাদের মত কিছু বড় ইউটিউবার এক সাথে হয়ে বাংলাদেশের অনেক বড় বড় ঐতিহাসিক স্থান ধ্বংস হয়ে যাচ্ছে এগুলোকে বাঁচানোর জন্য আপনারা একসাথে কিছু করা যায় কিনা একটু ভেবে দেখবেন। অনেক বড় বড় ঐতিহাসিক স্থান আছে যেখানে এখনো বাংলাদেশ প্রত্ন তত্ত অধিদপ্তরের সাইন বোর্ড পর্যন্ত নাই বা আওতায় ও এখনো যায়নি। ভাল থাকবেন ।
অত্যাচার এবং অত্যাচারী জমিদার কখনোই স্থায়ী নয় তা এই জমিদারের শাষনামল আবারও প্রমান করলো। আমি নিজেও নতুন এতোদিন পুরনো ভিডিও গুলো দেখেছি এখন অনেকদিন পরে নতুন দেখে ভালো লাগলো।ধন্যবাদ এবং শুভ কামনা রইলো আপনার জন্য।
আপনার কথা সত্যি যখন ওপার বাঙলা থেকে মানুষ পশ্চিম বঙ্গে আসে তাদের কে বাঙালি বলে আজও উপহাস করে তারা খারাপ। রিফিউজি হয় রাস্তায় প্ল্যাটফর্ম কিমবা ক্যাম্প সেখানে থাকতে হয়ে ছিল। কিছু মানুষ আজও আছে। বলুন তার জন্য দায়ী কারা? আমি আপনি? পাকিস্তান কে দুভাগে করা হয়েছিল। আপনারা ছিলেন পূর্ব পাকিস্তান কিসের জন্য? ভারত ভাগ ড় হওয়ার আগে হিন্দু মুসলিম একসাথে থাকেনি? ইঙরেজরা দেশ ছাড়ার আগে কূটনৈতিক চাল চলেছিল তাতে দেশের কিছু নেতারা সায়েন্স দিয়েছিল। আর সাধারণ মানুষ বোকার মত এ ওর প্রান নিয়মিত। সর্বহারা হয়েছিল আপনার আমার পূর্ব পুরুষ রা । সেদিন দেশের নেতারা আমাদের কথা ভেবেছিলেন? আজ যদি আপনার দুই ছেলে অন্যের কথায় আলাদা হয়ে আপনাকে ই বদনাম করে তখন কেমন লাগবে? আপনার বাড়ির উঠোন টা দুই ভাই ভাগ করে সীমানা টানলেন, এবার বলুন যেখানে সারা উঠোন জুড়ে দুই ভাই খেলা করেছন সেখানে মতের অমিল হওয়ার জন্য আপনি উঠোনের ওদিকে যেতে পারছেন না। আপনার মনে কষ্ট হবেনা। আগের কথা মনে হবে না? কোনটি বড় মনুষ্যত্ব না মন্দির মসজিদ ঈশ্বর তো সর্ব বিরাজমান। কিছু মানুষের ভুলের খেসারত আজ ও আমরা দিয়েচলেছি। আজও আমরা প্রকৃত মানুষ হলাম না
@@tanusreeghosh313 আপনার কথাও সত্যি অনেক সুন্দর করেই গুছিয়ে বলেছেন আপনি।কিন্তু আমার কথা হচ্ছে এখানে যে বিষয়বস্তু ছিল তা কিন্তু আপনার কমেন্টে উঠে আসে নাই। আমি কমেন্ট করেছিলাম ভিডিওটির বিষয়বস্তুর উপর ভিত্তি করে।এখানে জমিদারের অত্যারের কথা সুস্পস্ট ভাবে উল্লেখিত করা হয়েছে এবং এই জমিদার মুসলমানদের বেশি অত্যাচার করতো যার ফলে তার মৃত্যূর পরে তার উত্তরসূরিরা পালিয়ে চলে গিয়েছিল ভারতে। আপনি দেশ ভাগের কথা বলেছেন হ্যাঁ দেশ ভাগ না বলে হয়তো বা আমরা মিলেমিশেই থাকতাম আমাদের বন্ধন আরো সুদৃঢ় হতো। যাইহোক ভালো থাকবেন দিদি ভালবাসা রইলো আপনার জন্য ❣️
@@Comedyskits12 আমি রফিকের ব্লগের সাবস্ক্রাইবার আমার বক্তব্য হল একজন জমিদার অত্যাচারি হতে পারে মুসলমান প্রজাদের অত্যাচার করতে পারে কিন্তু তার মানে এই নয় যে সব জমিদার রাই খারাপ। রফিক এর অনেকে মানবদরদী জমিদার বাড়ি দেখিয়েছে, যারা হিন্দু, মুসলিম নির্বিশেষে কল্যাণ কর কাজ করেছেন। তাই হিন্দু জমিদার মাত্র ই খারাপ সেটা অন্যয্য। কবি নজরুল ইসলাম বলেছেন মোরা একই বৃহত্তম দুটি কুসুম হিন্দু মুসলমান। নাদির শাহ ভারতের অনেক সম্পদ লুঠ করেছে বলে মোঘল সম্রাট আকবর শাহজাহান বা সিরাজৌদললা কে আমরা খারাপ বলিনা। কেউ মানুষ আর কেউ অমানুষ। ধন্যবাদ🙏💕
@@RafiqTheExplorer648 Ami India te thaki , West Bengal er basinda ...jani na kono din jawa hobe kina ...apnar vdo er madhome dekhi , Bes valo lage ....
খুব ভালো লাগলো ভিডিওটি। আপনার কাছে একটা অনুরোধ ছিলো, কুষ্টিয়ার কমলপুর নামক জায়গায় একটি জমিদার বাড়ি ছিল । জানিনা সেই বাড়ি আছে কিনা ,যদি থাকে তবে সেই বাড়িটি নিয়ে একটি। ভিডিও করলে খুব ভালো লাগবে
Tomar ei etihas tule dharar je aklanta prayas take shraddha janai...kusthia te kumarkhali gram e khub prasiddha ek tantra sadhak sibchandra vidyarnab thakten...pore tini ei banglai chale asen ...bhasabid kangal harinath...lalan sain...sabai ei kusthia adhibasi ...ei nie ekti profile korle khusi hobo.
অতি চমৎকার ভাই। এগিয়ে যান নিয়মিত ভিডিও আপলোড করেন সফলতা আসবে। আরেকটা কথা সময় করে আমার ছোট্ট পরিবারের কাজ গুলো দেখে ভুল গুলো ধরিয়ে দিলে কৃতজ্ঞ থাকতাম ভাই।
Your every vdo is very spell bound .India te o roeacha onek dishonest jamindar Bari.you can explore it in your channel.lwill help u to find these jamindar village.
আসসালামু ওয়ালাইকুম প্রিয় উস্তাদ কেমন আছেন আপনি। আজ অনেকদিন পর একটি ভিডিও শেয়ার করেছেন আমাদের মাঝে ভিডিও শেয়ার করেন নাই একটি ইতিহাস শেয়ার করেছেন। আর এই ইতিহাসটি জানতে পেরে অবাক হলাম আসলে আগেকার অনেক জমিদার অনেক দয়ালু ছিলেন আবার অনেক নিষ্ঠুর ছিলেন। এজন্যই বলি আপনি মানেই হচ্ছে ইতিহাস আর ইতিহাস মানেই হচ্ছে আপনার চ্যানেল কারণ আপনার চ্যানেলে ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানা যায় দেখা যায় বোঝা যায়। ভাই আপনার ইতিহাসের ভিডিওগুলোর অপেক্ষায় থাকি সব সময় আল্লাহ হাফেজ
আপনার ব্লগ গুলো অনেক সুন্দর হয়, আপনি চাইলে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার হরিপুর রাজবাড়ি, জমিদার বাড়ি নিয়ে একটা ব্লগ করতে পারেন, প্রয়োজনে আমি আপনাকে সকল প্রকার সাহায্য করবো, ব্রাহ্মণবাড়িয়া আসার দাওয়াত রইল আর আমাকে অবশ্যই আপনি জানাবেন, ব্রাহ্মণবাড়িয়ার হরিপুর রাজবাড়ি অনেক বড় এবং অনেক সুন্দর, ভালো থাকবেন
Banglar mati opobitro & kolongkito hoyechilo dui shomoye; 1. 1000 bochor agey, Banglai Bouddho shashon er por bohiragoto sen raja & onnanno Brahmon raja der amoley. 2. British period a, Brahmon zamidar der amoley. Muslim & Dalit der prodhan shotru chilo ei Brahmon ra.
নমস্তে সালম, রফিক ভাই আপনার নতুন ভিডিও এলেই দেখি। এবারো তার ব্যাতিক্রম নয়। পশ্চিম বঙ্গের অধিবাসি হলেও আমি নেপালের চিত্ওান ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির কাছে থাকি।
এমনসব ভিডিও লাইক দিয়েই দেখা শুরু করি সবসময় , চিন্তা নেই রফিক ভাই এগিয়ে চলুন. আচ্ছা রফিক ভাই আপনি কি কখনো মাটির নবাব নুরুলদীনের নাম শুনেছেন বা কোনোই ইতিহাস কি জানেন? শুধুমাত্র নুরুলদীনের সারাজীবন নামক একটি থিয়েটার থেকে এনার নামটা পাওয়াযায় রংপুরের মাটির নবাব হিসেবে! আমার খুবই ইচ্ছে যে কে এই মাটির নবাব নুরালদীন তার ব্যাপারে বিস্তারিত কিছু জানার বা তার কোনো স্মৃতিবিজড়িত স্থান আছে কিনা. তিনি নাকি ব্রিটিশবিরোধী একজন আন্দোলনকারি ছিলেন. তো আপনি কি ভাই একবার খোঁজ নেবেন এই ব্যাপারে?
ভাই কোনো সাম্প্রদায়িক কথা বলবেননা। ভারতে বিভাগের আগে মুসলমান শাসনে বহু হিন্দু মন্দির, গ্রাম মহিলাদের মান সম্মান নষ্ট করেছে। মানুষ মাত্রই ভালো খারাপ আছে। ইতিহাস পড়লে জানতে কত ধনসম্পদ লুঠ হয়েছে। মুসলিম ফকির রা এসেছিল ইসলাম ধর্ম প্রচার করার জন্য আর ইংরেজরা এসেছিল বণিকের বেশে। এই দুই জাতি ভারতের সর্বনাশ করে তাদের কে নিজেদের দেশ থেকে তাড়িয়ে সব দখল করে বসে আছে। ইংরেজ রা এসেছিল ইনল্যান্ড থেকে মুসলিম রা এসেছিল আরব থেকে। সেটাই তাদের জায়গা। ভারত নয়। আপনারা এত হিন্দু বিদ্বেষ কেন? একজন জমিদার অত্যাচারি হতে পারে তারজন্য সমগ্র জাতিকে প্রভাবিত করতে পারেন না। যে জায়গায় আপনি বাস করেছেন সেটা হিন্দু দের।
@@tanusreeghosh313 jodi Muslim sashokra ottachari hoto tahole varote ato hindu keno hindu majority holo keno bolun apni bolchen Muslim ra varoter khoti korche ki khoti korche dekhan ami kono hindu bidesi noi apnader totkalin hindu jomidarra Muslim der noi dolit somajder proti khuboi ottachar korto ja varat e akhono ohoroho gotche seta ki apni bolte parben
দেখুন আপনি হয়তো রাগ করছেন কিন্তু ভেবে দেখুন বেদ, কোরান ,বাইবেল কোথাও মানুষে মানুষে বিভেদ লেখেনি। সবাই কে ভালোবাসতে শিখিয়েছেন আপনি আললাহ র কাছে কি প্রার্থনা করেন মানুষের মঙ্গল না সবাই মরে যাক আপনি ভালো থাকুন। আমরা বলি জল আপনি বলবেন পানি ,আমরা বলব ভগবান আপনি বলবেন আললাহ তাতে কি জল ঈশ্বর পালটে যায়। দাদা মানুষ মানুষ ই হয় পার্থক্য চিন্তা ধারায়। সবাই ,, কে ভালোবাসুন আপনার সামনে কেউ জলে ডুবে যাচ্ছে আপনি আপনি কি ভাববেন ও হিন্দু না মুসলিম? তবে তাকে বাচাবেন কিনা সেটা মনুষ্যত্ব র ব্যপার। ঈশ্বর মানুষ সৃষ্ট করেছেন আর মানুষ কিছু আচার বিচার করে বিভেদ সৃষ্টি করেছে।
ভারতে কোন মুসলিম খুব খারাপ নেই আমরা একসাথে আছি সরকার মাদ্রাসা ও শিক্ষা ব্যবস্থা ভালো করছে আমাদের দূর্গা পূজায় জাতীয় জলপথ ছুটি হয় আবার মহরম জাতীয় ছুটি আমরা নিমন্ত্রণ পাই। বাঙলাদেশ থেকে বহু মানুষ ভারতে আসে চিকিৎসা করাতে। ভারত তো হিন্দু প্রধান দেশ ছিল। তবে খবর যাচাই করে নেবেন কিছুদিন আগে খবর পেলাম বাংলাদেশে হিন্দু রা অত্যাচারিত হচ্ছে কই আমরা বিশ্বাস করলাম না কারন আপনাদের ওপর আমাদের ভরসা আছে। ভারতে একটি মসজিদ ভাঙা হয়নি কোনো স্থাপত্য কে নষ্ট করিনি। তাহলে দেশ বিদেশের থেকে লোক তাজমহল দেখতে আসত না। আমাদের সিনেমার বহু নায়ক মুসলিম আর তাদের ওয়াইফ হিন্দু। আমি আবার বলছি মানুষের মধ্যে ভালো খারাপ আছে কেউ চায় দাঙ্গা রায়ট আবার কেউ চায় একসাথে বেচে থাকতে। অনেক জমিদার ভালো ছিল আবার কেউ খারাপ। তা নিয়ে সবার বিচার চলেনা। আমার সোনার বাংলা এপার ওপার দুই নিয়েই। এত কথা কেন বললাম জানেন শুধু ভুল ধারনা দুর করার জন্য। পারলে ছোট বোন টিকে আমার করবেন। ভালো থাকুন
সবার কাছে একটি মানবিক আবেদন। এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক আমাকে নতুন আরেকটা ভিডিও বানাতে উৎসাহিত করে।
অনেক দিন পর দেখছি বাবা ভালো লাগলো তুমি এমন করেই আরো জমিদার বাড়ি দেখিও। কলকাতা থেকে দেখি বাবা আমি তুমি ভালো থেকো ।
ধন্যবাদ আন্টি। আমার জন্য দোয়া করবেন। কোভিড থেকে সাবধানে থাকবেন। ❤️
আমি ভারতবর্ষের একজন নাগরিক কিন্তু বাংলাদেশের প্রতি আমার একটা আন্তরিক টান রয়েছে । ওখানে অনেক কিছু দেখার আছে । দাদাভাই আপনার প্রতিবেদনে খুব ভালো লাগলো । অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইলো দাদাভাই
ধন্যবাদ💝
খুব ভাল লাগল, ধন্যবাদ আপনাকে
খুব ভাল লাগল 👍 এত অত্যাচারী মানুষের নাম যে কি করে ভগবান হয় !!
😥
এই সব জমিদার বাড়ি গল্প খুব ভাল লাগে দারুন লাগলো
খুব সুন্দর একটি এপিসোড ভাইয়া
Khub bhalo laglo baba. Ami toh aar konodin hoyto amar baba dadur desh Bangladeshe jetey parbo na. Tomar chokh diye dekhi.
কলকাতা থেকে তোমার ভিডিও নিয়মিত দেখি। খুব ভালো লাগে। এরকম আরও কিছু দেখার অপেক্ষা য় থাকলাম।
ভাই আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।আপনার প্রতিবেদন টি খুব ভালো লাগল।আমি ভারত বর্ষের বাঙালি জানিনা কেন বাংলাদেশের প্রতি একটা আন্তরিক টান অনুভব করি।আমি বাংলাদেশ কে ভীষণ ভালবাসি।আপনাদের দেশ টা ঘুরে ঘুরে দেখার ভীষণ আগ্রহ।ভাল থাকবেন শারদীয়া শুভেচ্ছা রইলো।
বাংলাদেশে আপনার আমন্ত্রন রইলো
Dui bangla toh ek e bharotborsher bangali ar Bangladesh er bangali bole kichu hoyna .
খুব খুব ধন্যবাদ জানাই আপনাকে
ঈশ্বর আপনার মঙ্গল করুন
ভালোবাসা 💝
ধন্যবাদ ভাইয়া। এই করোনাকালীন সময়ে নিজের ঝুঁকি নিয়ে আমাদের আনন্দ দেওয়ার জন্য। তবে এই পরিস্থিতিতে সাবধানে থাকবেন
অনেক ধন্যবাদ ভাইয়া। তবে ভিডিওটি করোনা মহামারীর আগেই শ্যুট করা ছিলো।
Welcome your Episode Projected Excellently explaining the Jàmidary system of that time the last part of the 19th century.
ভাই দারুন লাগল। দোয়া করি সারাজীবন বর্তমান এবং আগামী প্রজন্মের জন্য অনেক কিছু রেখে যাবেন।
আপনাকে অনেক ধন্যবাদ ❤️
ভাই আমিও আমার সাধ্য অনুযায়ী কিছু কাজ করি আগামী প্রজন্মের জন্য আমি জানি আমি আপনার মত এত বড় ইউটিউবার না। বা আপনাদের তুলনায় কিছুই না। তার পরও একটি কথা বলি যদি পারেন আপনাদের মত কিছু বড় ইউটিউবার এক সাথে হয়ে বাংলাদেশের অনেক বড় বড় ঐতিহাসিক স্থান ধ্বংস হয়ে যাচ্ছে এগুলোকে বাঁচানোর জন্য আপনারা একসাথে কিছু করা যায় কিনা একটু ভেবে দেখবেন। অনেক বড় বড় ঐতিহাসিক স্থান আছে যেখানে এখনো বাংলাদেশ প্রত্ন তত্ত অধিদপ্তরের সাইন বোর্ড পর্যন্ত নাই বা আওতায় ও এখনো যায়নি। ভাল থাকবেন ।
@@ImranChowdhurySumon খুব সুন্দর পরামর্শ।
Bhalo vdo
আমি ছোটো বেলায় আব্বুর কাছে এই জমিদার এর কাহিনী শুনেছি ।ধন্যবাদ ভাইয়া।
💝
ভালো হয়েছে ধন্যবাদ
💝💝
ভাই তোমার উৎসাহ, উদ্যম ও কর্ম কে শ্রদ্ধা জানাই..
ধন্যবাদ ❤️
আমি কোচবিহার থেকে দেখছি দাদা। ভালো লাগল। ভালোবাসা নিবা।
আপনার প্রতিও ভালোবাসা রইলো 💝
Onek sundor
অত্যাচার এবং অত্যাচারী জমিদার কখনোই স্থায়ী নয় তা এই জমিদারের শাষনামল আবারও প্রমান করলো।
আমি নিজেও নতুন এতোদিন পুরনো ভিডিও গুলো দেখেছি এখন অনেকদিন পরে নতুন দেখে ভালো লাগলো।ধন্যবাদ এবং শুভ কামনা রইলো আপনার জন্য।
💝
আপনার কথা সত্যি যখন ওপার বাঙলা থেকে মানুষ পশ্চিম বঙ্গে আসে তাদের কে বাঙালি বলে আজও উপহাস করে তারা খারাপ। রিফিউজি হয় রাস্তায় প্ল্যাটফর্ম কিমবা ক্যাম্প সেখানে থাকতে হয়ে ছিল। কিছু মানুষ আজও আছে। বলুন তার জন্য দায়ী কারা? আমি আপনি? পাকিস্তান কে দুভাগে করা হয়েছিল। আপনারা ছিলেন পূর্ব পাকিস্তান কিসের জন্য? ভারত ভাগ ড়
হওয়ার আগে হিন্দু মুসলিম একসাথে থাকেনি? ইঙরেজরা দেশ ছাড়ার আগে কূটনৈতিক চাল চলেছিল তাতে দেশের কিছু নেতারা সায়েন্স দিয়েছিল। আর সাধারণ মানুষ বোকার মত এ ওর প্রান নিয়মিত। সর্বহারা হয়েছিল আপনার আমার পূর্ব পুরুষ রা । সেদিন দেশের নেতারা আমাদের কথা ভেবেছিলেন? আজ যদি আপনার দুই ছেলে অন্যের কথায় আলাদা হয়ে আপনাকে ই বদনাম করে তখন কেমন লাগবে? আপনার বাড়ির উঠোন টা দুই ভাই ভাগ করে সীমানা টানলেন, এবার বলুন যেখানে সারা উঠোন জুড়ে দুই ভাই খেলা করেছন সেখানে মতের অমিল হওয়ার জন্য আপনি উঠোনের ওদিকে যেতে পারছেন না। আপনার মনে কষ্ট হবেনা। আগের কথা মনে হবে না? কোনটি বড় মনুষ্যত্ব না মন্দির মসজিদ ঈশ্বর তো সর্ব বিরাজমান। কিছু মানুষের ভুলের খেসারত আজ ও আমরা দিয়েচলেছি। আজও আমরা প্রকৃত মানুষ হলাম না
@@tanusreeghosh313 আপনার কথাও সত্যি অনেক সুন্দর করেই গুছিয়ে বলেছেন আপনি।কিন্তু আমার কথা হচ্ছে এখানে যে বিষয়বস্তু ছিল তা কিন্তু আপনার কমেন্টে উঠে আসে নাই। আমি কমেন্ট করেছিলাম ভিডিওটির বিষয়বস্তুর উপর ভিত্তি করে।এখানে জমিদারের অত্যারের কথা সুস্পস্ট ভাবে উল্লেখিত করা হয়েছে এবং এই জমিদার মুসলমানদের বেশি অত্যাচার করতো যার ফলে তার মৃত্যূর পরে তার উত্তরসূরিরা পালিয়ে চলে গিয়েছিল ভারতে। আপনি দেশ ভাগের কথা বলেছেন হ্যাঁ দেশ ভাগ না বলে হয়তো বা আমরা মিলেমিশেই থাকতাম আমাদের বন্ধন আরো সুদৃঢ় হতো। যাইহোক ভালো থাকবেন দিদি ভালবাসা রইলো আপনার জন্য ❣️
@@Comedyskits12 আমি রফিকের ব্লগের সাবস্ক্রাইবার আমার বক্তব্য হল একজন জমিদার অত্যাচারি হতে পারে মুসলমান প্রজাদের অত্যাচার করতে পারে কিন্তু তার মানে এই নয় যে সব জমিদার রাই খারাপ। রফিক এর অনেকে মানবদরদী জমিদার বাড়ি দেখিয়েছে, যারা হিন্দু, মুসলিম নির্বিশেষে কল্যাণ কর কাজ করেছেন। তাই হিন্দু জমিদার মাত্র ই খারাপ সেটা অন্যয্য। কবি নজরুল ইসলাম বলেছেন মোরা একই বৃহত্তম দুটি কুসুম হিন্দু মুসলমান। নাদির শাহ ভারতের অনেক সম্পদ লুঠ করেছে বলে মোঘল সম্রাট আকবর শাহজাহান বা সিরাজৌদললা কে আমরা খারাপ বলিনা। কেউ মানুষ আর কেউ অমানুষ। ধন্যবাদ🙏💕
@@tanusreeghosh313
রাজশাহীর হিন্দু জমিদার অনেক ভালো ছিলেন
পশ্চিম বঙ্গ থেকে দেখছি দাদা......সত্যি অসাধারণ documentary ♥
ধন্যবাদ 💝
A rokom vidio dekhte chai khub kasto anuvabkori kaler provabe sab harie jai
আমরা চির কৃতজ্ঞ মরহুম জনাব জিন্নাহ সাহেবের কাছে কারন তিনিই জমিদারি প্রথা বাদ করেছিলেন নতবা আজও আমরা জিম্মি হয়ে থাকতাম!
একইভাবে বলা যায় ব্রিটিশদের শয়তানিতে ভারত পরাধীন না হলে আমাদের আজও নবাবদের লাত্থি গুঁতো খেয়ে বেঁচে থাকতে হত।
Nice vedio
সুন্দর
Brother yours vedeo is Amazing
Good job
I am from West Bengal. Soon I will go to Bangladesh to Research the history of zamindari. I invite you to West Bengal.
Thanks I’m accepting your invitation 💝
বালিয়াটি এবং মহেরা জমিদার বাড়ি দেইখেন আসলে
onek valo laglo..
খুব ভালো ভিডিও। বাড়ির ভেতর টা দেখতে পেলে বেশি ভালো হতো। যাকগে তবুও ভালো লেগেছে। আমি ভারত থেকে। ধন্যবাদ ভাই।
💝💝
অনেক দিন পর আপনার দেখা পেলাম। লালোরের মৈত্রদের জমিদার বাড়ির ছবির অপেক্ষায় আছি।
ধন্যবাদ 💝
অসাধারণ।!
অনেক দিন পর আরও একটি তথ্যবহুল ব্লগ 😍।
ধন্যবাদ ভাই।
ভালোবাসা ভাইয়া 💝
Beautiful bro
A tyrant must suffer at the end. History is full of such incidents. Good video..
💝
Nice video, we need more video like this. Thank you very much brother
Yeah sure. Stay connected 💝
ধন্যবাদ জানাই প্রচেষ্টা কে। ভারত থেকে।
ধন্যবাদ আপনাকে 💝
আপনার প্রচেষ্টা মহৎ। আপনার সফলতা কাম্য। ধন্যবাদ 💐
শুকরিয়া
love from kushtia bro❤️.
shorkarer nikot abedon janassi eitake abar shongskar er kaj kore eitate kisu ekta korar.
💝
Nice
Don't worry. Go ahead.
ভালোবাসা রইল
2nd comment ❣️❣️❣️
শুভকামনা রইলো
💝
এতদিন পরে দেখলাম আপনাকে নতুন ভাবে 😍😍😍😍😍
💝
Bhagaban chandrer episode ta bhaloi laglo.
ধন্যবাদ 💝
ভাই আমি জমিদারের জিবন হিসটরি শুনতে ইচ্ছে করে তাই আমার অনুরোধ আরো ও দেখতে চাই
Khub valo laglo , Amro jete ichha korche okhane ...
কভিড শেষ হলে চলে আসুন। 💝
@@RafiqTheExplorer648 Ami India te thaki , West Bengal er basinda ...jani na kono din jawa hobe kina ...apnar vdo er madhome dekhi , Bes valo lage ....
ভাই, বাংলাদেশের আনাচে কানাচে ছড়ানো সকল জাদুঘর গুলো নিয়ে কয়েকটি ভিডিও তৈরি করেন।(ময়মনসিংহ থেকে আপনার ছোট ভাই কাফি)
ইনশাআল্লাহ ভাইয়া। দোয়া কইরো। 💝
I want to visit Bangladesh ..
Welcome
খুব ভালো লাগলো ভিডিওটি। আপনার কাছে একটা অনুরোধ ছিলো, কুষ্টিয়ার কমলপুর নামক জায়গায় একটি জমিদার বাড়ি ছিল । জানিনা সেই বাড়ি আছে কিনা ,যদি থাকে তবে সেই বাড়িটি নিয়ে একটি। ভিডিও করলে খুব ভালো লাগবে
ডিটেইলস আছে?
অনেকদিন ধরে wait korchiliam video-r jonno ..... aaj dekhe onek bhalo laglo. Kemon aachen bhaiya aapni???
আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। আপনি কেমন আছেন?
@@RafiqTheExplorer648 eitoh cholse jibon in corona ghore Bose Bose.... but missed your video a lot.
অনেক দিন পর আপনার ভিডিও দেখলাম, এবার নিয়মিত করবেন রফিক ভাই।
বেশ ভালো লাগলো তোমার প্রচেষ্টা সত্যি খুবই গুরুত্বপূর্ণ। আমরা তোমার জন্য বাঙলাদেশ কে দেখি জানি। সবার প্রতি শুভেচ্ছা রইল।
চেষ্টা করবো দাদা।
ভারতেও এরকম অনেক অত্যাচারী নবাব ছিল 😔
right bro
Tomar ei etihas tule dharar je aklanta prayas take shraddha janai...kusthia te kumarkhali gram e khub prasiddha ek tantra sadhak sibchandra vidyarnab thakten...pore tini ei banglai chale asen ...bhasabid kangal harinath...lalan sain...sabai ei kusthia adhibasi ...ei nie ekti profile korle khusi hobo.
Valo thrko
Nice 👍
খুবই ভালো লাগলো ভাই
💝
বাবাজি, এই সরকারী কলেজের সর্ব প্রথম
রফিক ভাই পবিত্র ঈদের প্রীতি ও শুভেচ্ছা রইলো।
আপনাকেও শুভেচ্ছা রইলো
অতি চমৎকার ভাই।
এগিয়ে যান নিয়মিত ভিডিও আপলোড করেন সফলতা আসবে।
আরেকটা কথা সময় করে আমার ছোট্ট পরিবারের কাজ গুলো দেখে ভুল গুলো ধরিয়ে দিলে কৃতজ্ঞ থাকতাম ভাই।
Kub valo laglo .anek din por deka kothi chie chattgram take .
ভালোবাসা 💝
ভালো থাকবেন ভাই শুভেচ্ছা রইল আমার
Your every vdo is very spell bound .India te o roeacha onek dishonest jamindar Bari.you can explore it in your channel.lwill help u to find these jamindar village.
Thanks
আমাদের মিরপুর উপজেলার আমলা ইউনিয়নে।
আসসালামু ওয়ালাইকুম প্রিয় উস্তাদ কেমন আছেন আপনি। আজ অনেকদিন পর একটি ভিডিও শেয়ার করেছেন আমাদের মাঝে ভিডিও শেয়ার করেন নাই একটি ইতিহাস শেয়ার করেছেন। আর এই ইতিহাসটি জানতে পেরে অবাক হলাম আসলে আগেকার অনেক জমিদার অনেক দয়ালু ছিলেন আবার অনেক নিষ্ঠুর ছিলেন। এজন্যই বলি আপনি মানেই হচ্ছে ইতিহাস আর ইতিহাস মানেই হচ্ছে আপনার চ্যানেল কারণ আপনার চ্যানেলে ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানা যায় দেখা যায় বোঝা যায়। ভাই আপনার ইতিহাসের ভিডিওগুলোর অপেক্ষায় থাকি সব সময় আল্লাহ হাফেজ
শিষ্য 😘
@@RafiqTheExplorer648 উস্তাদ 😘😘
There are many historical records in various places of Khustia District .
Right
ভাই অনেক ভালোবাসা রইলো
ধন্যবাদ ভাইয়া 💝
Amazing 👍
Thank you 🙏🏻
@@RafiqTheExplorer648 er por abro eai bari tir viroer ek video koren🙄🤔
আপনি আমার সাথে যোগাযোগ করুন
WhatsApp - 01515626810
মিউজিকের কারনে কথা বুঝতে সমস্যা হয় মিউজিক না দেয়ার জন্য অনুরোধ করছি
ধন্যবাদ
আপনার ব্লগ গুলো অনেক সুন্দর হয়, আপনি চাইলে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার হরিপুর রাজবাড়ি, জমিদার বাড়ি নিয়ে একটা ব্লগ করতে পারেন, প্রয়োজনে আমি আপনাকে সকল প্রকার সাহায্য করবো, ব্রাহ্মণবাড়িয়া আসার দাওয়াত রইল আর আমাকে অবশ্যই আপনি জানাবেন, ব্রাহ্মণবাড়িয়ার হরিপুর রাজবাড়ি অনেক বড় এবং অনেক সুন্দর, ভালো থাকবেন
এইভগবান চন্দ্রের বাবা নাম কি ছিল । জানাবেন দাদা ।
এরা কত সালে ভারতে এসেছিল ।
👍
vlo laglo
Thanks dear
বাইশরশি,জমিদার বাড়ি এর থেকে ও বড়,ফরিদপুর জেলা। ঐটা ঘুরে দেখতে পারেন।
হ্যাঁ যাবো ইনশাআল্লাহ।
বাবাজি, এই আমলা সরকারী কলেজের এইস এস সির প্রথম ছাত্র আমি।
ভিডিও করার সময় সাল-তারিখ দিলে আরও ভালো হত।
পরের বার দিবো।
My friend recommend me Nadir on the move is the best vlogging youtuber 🤔🤔🤔
Nadir bhai is the best Bengali travel vlogger indeed. There is no doubt he is pride of our country.
@@RafiqTheExplorer648 Hmm bro! He is 2nd Drew Binsky Naz Daily etc.....
Background music ta moner upor chap toiri kore,baki shob tikase
😢
Varot. Borso sason korasa mogul o. Nobab serajdula. Tadar nemeto kajna deta hoto tana hola jomedare. Chola gato tae projader opor. Nirjaton. Hoto🇧🇩🇧🇩🇧🇩
Amaro jomidaar bari khub valo lage
আমারও 💝
ভাই আপনি কি মোবাইল দিয়ে না ক্যামেরা দিয়ে ভিডিও গুলো করেন প্লিজ বলবেন কি
মোবাইল দিয়ে। বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পাবেন।
Vhalo vedio dekhale dada
এবার পাশের সদরপুরের জমিদার মেগেন্দ্র নারায়ণ সিনহার জমিদার বাড়ির ভিডিও করুন pls. কারন মেগেন্দ্র নারায়ণ সিনহার লোকজন(নাতী) আমাদের ভারতের মুরশিদাবাদের বহরমপুরে আমার বাড়ির পাশে আছে । ওরা আমার বন্ধু। ভিডিও টা করলে খুশী হবো। pls pls pls করুন।
ভাই আমি আছি আপনার সাথে অনেক আগে থেকে আপনার উপস্থাপনা আমার কাছে খুব ভালো লাগে প্লিজ আমাকে রিপ্লাই দিন
শুকরান 💝
Hello Rafiq Dada
Hello 👋
👍👍👍
❤️
Banglar mati opobitro & kolongkito hoyechilo dui shomoye;
1. 1000 bochor agey, Banglai Bouddho shashon er por bohiragoto sen raja & onnanno Brahmon raja der amoley.
2. British period a, Brahmon zamidar der amoley.
Muslim & Dalit der prodhan shotru chilo ei Brahmon ra.
দুই তলার জানালার রড আর নিচ তলার জানালার রড আলাদা
বাহ! কী অবজারবেশন আপনার!
কিভাবে যাবো ভাই কুস্টিয়া শহর থেকে বললে ভালো হতো?
রফিক ভাই ভালো আছেন। আমি কুমিল্লা থেকে বলছি। আমার দেখা একটি জমিদার বাড়ি আছে। একটি ভিডিও তৈরি করতেন
হ্যা করবো ইনশাআল্লাহ। ডিটেইলস জানাবেন প্লিজ।
রফিক ভাই কেমন আছেন, নতুন ভিডিওর অপেক্ষায় থাকি দেখছি।
আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনি কেমন আছেন?
@@RafiqTheExplorer648 আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়াতে।
Ajana ke jana Thank you
Pleasure 💝
নমস্তে সালম, রফিক ভাই আপনার নতুন ভিডিও এলেই দেখি। এবারো তার ব্যাতিক্রম নয়। পশ্চিম বঙ্গের অধিবাসি হলেও আমি নেপালের চিত্ওান ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির কাছে থাকি।
দারুণ ব্যাপার। শুনে ভালো লাগলো। ভালো থাকবেন। বাংলাদেশে নিমন্ত্রণ রইলো।
কই গেলো তার জমিদারী সব কিছু ই আছে জমিদার টাই নাই
বন্ধু
💝
Ei baritey keu ki thakey? Bhagabanchandra taar paper phol peyechhe.
এমনসব ভিডিও লাইক দিয়েই দেখা শুরু করি সবসময় , চিন্তা নেই রফিক ভাই এগিয়ে চলুন.
আচ্ছা রফিক ভাই আপনি কি কখনো মাটির নবাব নুরুলদীনের নাম শুনেছেন বা কোনোই ইতিহাস কি জানেন?
শুধুমাত্র নুরুলদীনের সারাজীবন নামক একটি থিয়েটার থেকে এনার নামটা পাওয়াযায় রংপুরের মাটির নবাব হিসেবে! আমার খুবই ইচ্ছে যে কে এই মাটির নবাব নুরালদীন তার ব্যাপারে বিস্তারিত কিছু জানার বা তার কোনো স্মৃতিবিজড়িত স্থান আছে কিনা. তিনি নাকি ব্রিটিশবিরোধী একজন আন্দোলনকারি ছিলেন. তো আপনি কি ভাই একবার খোঁজ নেবেন এই ব্যাপারে?
চেষ্টা করবো। পাশেই থাকবেন। 💝
অাপনি শিক্ষামূলক ভিডিও দিবেন, তাতে সব শ্রেণীর লোকের উপকার হবে। অন্য কোন উদ্দেশ্য যেন না থাকে।
অন্য উদ্দেশ্য বলতে কী বুঝাতে চাচ্ছেন?
Hey
Hindu jomidarder character cilo nikristo thanks Allah to divided India.
ভাই কোনো সাম্প্রদায়িক কথা বলবেননা। ভারতে বিভাগের আগে মুসলমান শাসনে বহু হিন্দু মন্দির, গ্রাম মহিলাদের মান সম্মান নষ্ট করেছে। মানুষ মাত্রই ভালো খারাপ আছে। ইতিহাস পড়লে জানতে কত ধনসম্পদ লুঠ হয়েছে। মুসলিম ফকির রা এসেছিল ইসলাম ধর্ম প্রচার করার জন্য আর ইংরেজরা এসেছিল বণিকের বেশে। এই দুই জাতি ভারতের সর্বনাশ করে তাদের কে নিজেদের দেশ থেকে তাড়িয়ে সব দখল করে বসে আছে। ইংরেজ রা এসেছিল ইনল্যান্ড থেকে মুসলিম রা এসেছিল আরব থেকে। সেটাই তাদের জায়গা। ভারত নয়। আপনারা এত হিন্দু বিদ্বেষ কেন? একজন জমিদার অত্যাচারি হতে পারে তারজন্য সমগ্র জাতিকে প্রভাবিত করতে পারেন না। যে জায়গায় আপনি বাস করেছেন সেটা হিন্দু দের।
@@tanusreeghosh313 jodi Muslim sashokra ottachari hoto tahole varote ato hindu keno hindu majority holo keno bolun apni bolchen Muslim ra varoter khoti korche ki khoti korche dekhan ami kono hindu bidesi noi apnader totkalin hindu jomidarra Muslim der noi dolit somajder proti khuboi ottachar korto ja varat e akhono ohoroho gotche seta ki apni bolte parben
দেখুন আপনি হয়তো রাগ করছেন কিন্তু ভেবে দেখুন বেদ, কোরান ,বাইবেল কোথাও মানুষে মানুষে বিভেদ লেখেনি। সবাই কে ভালোবাসতে শিখিয়েছেন আপনি আললাহ র কাছে কি প্রার্থনা করেন মানুষের মঙ্গল না সবাই মরে যাক আপনি ভালো থাকুন। আমরা বলি জল আপনি বলবেন পানি ,আমরা বলব ভগবান আপনি বলবেন আললাহ তাতে কি জল ঈশ্বর পালটে যায়। দাদা মানুষ মানুষ ই হয় পার্থক্য চিন্তা ধারায়। সবাই
,,
কে ভালোবাসুন আপনার সামনে কেউ জলে ডুবে যাচ্ছে আপনি আপনি কি ভাববেন ও হিন্দু না মুসলিম? তবে তাকে বাচাবেন কিনা সেটা মনুষ্যত্ব র ব্যপার। ঈশ্বর মানুষ সৃষ্ট করেছেন আর মানুষ কিছু আচার বিচার করে বিভেদ সৃষ্টি করেছে।
@@tanusreeghosh313 you are absolutely right. I am not fascist. But some incident make me feel to sad. Thanks didi love and respect from Bangladesh.
ভারতে কোন মুসলিম খুব খারাপ নেই আমরা একসাথে আছি সরকার মাদ্রাসা ও শিক্ষা ব্যবস্থা ভালো করছে আমাদের দূর্গা পূজায় জাতীয় জলপথ
ছুটি হয় আবার মহরম জাতীয় ছুটি আমরা নিমন্ত্রণ পাই। বাঙলাদেশ থেকে বহু মানুষ ভারতে আসে চিকিৎসা করাতে। ভারত তো হিন্দু প্রধান দেশ ছিল। তবে খবর যাচাই করে নেবেন কিছুদিন আগে খবর পেলাম বাংলাদেশে হিন্দু রা অত্যাচারিত হচ্ছে কই আমরা বিশ্বাস করলাম না কারন আপনাদের ওপর আমাদের ভরসা আছে। ভারতে একটি মসজিদ ভাঙা হয়নি কোনো স্থাপত্য কে নষ্ট করিনি। তাহলে দেশ বিদেশের থেকে লোক তাজমহল দেখতে আসত না। আমাদের সিনেমার বহু নায়ক মুসলিম আর তাদের ওয়াইফ হিন্দু। আমি আবার বলছি মানুষের মধ্যে ভালো খারাপ আছে কেউ চায় দাঙ্গা রায়ট আবার কেউ চায় একসাথে বেচে থাকতে। অনেক জমিদার ভালো ছিল আবার কেউ খারাপ। তা নিয়ে সবার বিচার চলেনা। আমার সোনার বাংলা এপার ওপার দুই নিয়েই। এত কথা কেন বললাম জানেন শুধু ভুল ধারনা দুর করার জন্য। পারলে ছোট বোন টিকে আমার করবেন। ভালো থাকুন