কর্ণফুলী টানেলের বর্তমান অবস্থা//Bangabandhu Tunnel Bangladesh

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2024
  • নদীর তলদেশ ঘুরে আসলাম //কর্ণফুলী টানেল //কর্ণফুলী টানেলের বর্তমান অবস্থা//Bangabandhu Tunnel Chittagong-Bangladesh
    #BangabandhuTunnel #karnafuliTunnel #kafistales #underwatertunnel #underwatertunnelinbangladesh #chittagongtunnel #karnafulitunnelupdate #bangabandhutunnelnews #bangabandhutunnelupdate #বঙ্গবন্ধু_টানেল #কর্ণফুলী_টানেল
    চোখের পলকে পতেঙ্গা থেকে আনোয়ারা; পানির নিচে সুড়ঙ্গপথের যুগে বাংলাদেশ| কর্ণফুলী নদীর তলদেশে বিষ্ময়কর বঙ্গবন্ধু টানেল পাল্টে দিচ্ছে পুরো দক্ষিণ চট্টগ্রামকে। সম্ভাবনার দুয়ার খুলেছে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলাকে উপশহর হিসেবে গড়ে তোলার। শিল্প কারখানা, পর্যটন ও ইকোনমিক জোন ভাগ্য বদলে দিচ্ছে মানুষের। কর্মসংস্থানের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থায় আসছে আমূল পরিবর্তন।
    বঙ্গবন্ধু টানেলে মোট ১২ ধরনের যানবাহনকে টোল দিতে হবে। যানবাহন চলাচলের জন্য টানেলটি যেদিন খুলে দেওয়া হয় (অক্টোবর,২৮,২০২৩) সেদিন থেকেই টোলের হার কার্যকর হয়। ৩.৪৩ কিলোমিটার দীর্ঘ বঙ্গবন্ধু টানেলে সর্বনিম্ন টোল ২০০ টাকা। প্রাইভেট কার এবং পিক আপ ট্রাকের জন্য এই টোল নির্ধারণ করা হয়েছে।
    মাইক্রোবাসের টোল ২৫০ টাকা। ৩১টির কম আসনের বাসের টোল ৩০০ টাকা এবং ৩২টির বেশি আসনের বাসের টোল দিতে হবে ৪০০ টাকা। 3XL সহ বড় বাসের জন্য টোল নির্ধারণ করা হয়েছে 500 টাকা।
    পাঁচ টন পর্যন্ত পণ্য পরিবহনে সক্ষম ট্রাকের টোল নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা। আট টনের ট্রাকে ৫০০ টাকা এবং ১১ টন ট্রাকের জন্য ৬০০ টাকা টোল নির্ধারণ করা হয়েছে।
    3XL ট্রেলারকে টানেল পার হতে টোল দিতে হবে 800 টাকা। এদিকে, একটি 4XL ট্রেলার দিতে হবে ১০০০ টাকা। আরও XL-এর জন্য অতিরিক্ত Tk200 টোল যোগ করা হবে।
    এদিকে, কর্ণফুলী টানেল দিয়ে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়া হবে না, বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে।
    উল্লেখ্য, কর্ণফুলী শাহ আমানত সেতু পার হওয়ার সময় চালকদের সাধারণত আড়াই থেকে ছয় গুণ টোল দিতে হয়।
    Some Keywords:
    karnaphuli tunnel paragraph,
    karnaphuli tunnel drone view,
    karnaphuli tunnel update,
    karnafuli tanel,
    karnafuli tanel latest news,
    কর্ণফুলী টানেল উদ্বোধন,
    কর্ণফুলী টানেল কিভাবে তৈরি করা হয়েছে,
    কর্ণফুলী টানেলের বর্তমান অবস্থা,

Комментарии • 5

  • @rakib517
    @rakib517 5 месяцев назад +1

    ❤️👍

  • @Szone...
    @Szone... 5 месяцев назад +1

    আপনার মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম টানেল সম্পর্কে!!

    • @kafistales
      @kafistales  5 месяцев назад

      ধন্যবাদ ভাইয়া

  • @benjirvlog
    @benjirvlog 5 месяцев назад +1

    Very informative 😮 😊

    • @kafistales
      @kafistales  5 месяцев назад

      Glad you think so!