বঙ্গবন্ধু টানেলের আদ্যোপান্ত || Karnaphuli Tunnel Bangladesh || Bangabandhu Tunnel

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2024
  • Bangabandhu Tunnel || বঙ্গবন্ধু টানেলের আদ্যোপান্ত || Karnaphuli Tunnel Bangladesh
    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল বা বঙ্গবন্ধু টানেল বা কর্ণফুলী টানেল । এই টানেলটি বাংলাদেশের চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে অবস্থিত । এটি বাংলাদেশের প্রথম এবং দক্ষিণ এশিয়ায় নদী তলদেশের প্রথম ও দীর্ঘতম সড়ক সুড়ঙ্গপথ। ২০২৩ সালের ২৮ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই টানেলটি উদ্বোধন করেন।
    টানেলের নির্মাণ ব্যয়-
    এই টানেল নির্মাণে মোট খরচ হয়েছে ১০ হাজার ৬৮৯ কোটি টাকা। এর মাঝে বাংলাদেশ ব্যয় করেছে ৪ হাজার ৬১৯ কোটি এবং চীনের ঋণ ৬ হাজার ৭০ কোটি টাকা।
    টানেলের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা-
    বঙ্গবন্ধু টানেলের মোট দৈর্ঘ্য ৯.৩৯ কিলোমিটার, তার মধ্যে মূল টানেলের দৈর্ঘ্য ৩.৩২ কিমি এবং এপ্রোচ সড়কের দৈর্ঘ্য ৫.৩৫ কিমি। মূল টানেলের দৈর্ঘ্য এবং এপ্রোচ সড়কের দৈর্ঘ্য মিলে টানেলের মোট দৈর্ঘ্য ৯.৩৯ কিলোমিটার
    টানেলটি দুই লেনের ডুয়েল টানেল। টানেলের প্রতি টিউবের প্রস্থ ৩৫ ফুট এবং উচ্চতা ১৬ ফুট। এছাড়া, দুটি টিউবের মধ্যবর্তী ব্যবধান ১১ মিটার। কর্ণফুলী নদীর মধ্যভাগে টানেলটি ১৫০ ফুট গভীরে অবস্থিত।
    টানেলের কারণে কি লাভ হবে?
    চট্টগ্রাম শহরে নিরবচ্ছিন্ন ও যুগোপযোগী সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা এবং বিদ্যমান সড়ক যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন করতে এই প্রকল্প করা হয়েছে। এই টানেল নির্মাণের আরেকটি উদ্দেশ্য চট্টগ্রাম শহরকে চীনের সাংহাই শহরের আদলে "ওয়ান সিটি টু টাউন" বা "এক নগর দুই শহর" এর মডেলে গড়ে তোলা।
    'রিসোর্টে'র মতো সার্ভিস এরিয়া-
    এই টানেলের প্রকল্পের ভেতরেই 'সার্ভিস এরিয়া' বলতে একটি বিশেষ অংশের কাজ চলছে। যেখানে থাকবে -
    ৩০ টি বাংলো, একটি ভিআইপি বাংলো, মোটেল মেস, হেলথ সেন্টার, মাঠ, টেনিস কোর্ট, কনভেনশন সেন্টার, জাদুঘর, সুইমিং পুল, মসজিদ, হেলিপ্যাড ইত্যাদি
    টোল কত?
    এই টানেলের টোল গাড়িভেদে ২০০ টাকা থেকে ১০০০ টাকা পর্যন্ত ।
    তবে এই টানেলে টুহুইলার যেমন সাইকেল ও মোটরসাইকেল এবং থ্রিহুইলার যেমন রিকশা ও অটো রিকশা এবং পায়ে হেঁটে চলাচলের অনুমতি নেই।
    #বঙ্গবন্ধু_টানেল
    #bangabandhusheikhmujiborrahmantunnel
    #karnaphulitunnel
    #bangabandhutunnelchattogram
    #বঙ্গবন্ধু_টানেল_উদ্বোধন
    #bangabandhutunneltollrate
    #karnaphulirivertunnel
    #bangabandhutunnelnews
    #bangabandhutunnelunderkarnaphuli
    #biswajitbhattacharjee
    ================================
    This channel is all about Entertainment, Travel, Adventures, Photography, and Cinematography. My motive is to explore more places and discover new destinations. I am also trying to increase awareness among people to save and respect Mother Nature through my videos. You will find all these related videos on this platform. Please subscribe to my channel to stay up to date!
    Follow Us On:
    RUclips: / channel
    Twitter : / bbhattachar
    Facebook: / digitalplanetb
    LinkedIn: / biswajit-bhattacharjee
    Instagram: / biswajit.bhattacharjee...
    Pinterest: / worldbb

Комментарии • 30