I am from USA. Living in USA over +30 years. I do miss Bangladeshi village life. What I always find thru your channel. ❤ I am real a big fan for your all videos. Take care and God bless you.
এই ভিডিওটা দেখলে নাগাল্যান্ডের প্রতি ধারনাই পাল্টে যাবে। অসাধারণ সুন্দর প্রকৃতি, প্রকাশে সঠিক ভাষা জানা নেই। এই অনিন্দ্য সুন্দর ভিডিওটা দেবার জন্য দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সুমনভাই , অপূর্ব চিত্র সংগ্রহ করেছেন। নাগাল্যান্ডের অধিবাসীরা ভীষন ভালো মনের মানুষ। অতিথি মানুষদের ওরা সব রকম সহযোগিতা করে। নাগাল্যান্ড এ কর্ম জীবনে আমি যে সহযোগিতা পেয়েছি তা ভুলতে পারবো না।আপনাকে দেখে মনে হচ্ছে আরো একবার ছুটে চলে যাই নাগাল্যান্ড এ।
আপনার এই ভিডিওটা আমার সব থেকে বেশি ভালো লাগছে তাই সারা জীবনের জন্য আপনার অনেক বড় বক্ত হয়ে গেলাম সত্যি আপনার ভিডিও গুলো প্রশংসনীয় বিশেষ করে এই ভিডিওটা এক কথায় অসাধারণ
ওখানকার প্রাকৃতিক দৃশ্যগুলো সত্যিই ছবির মতো। ভিডিওতেই এতো সুন্দর সামনাসামনি না জানি কতই না সুন্দর। মনে বলছে আমার যদি টাকা থাকতো তাহলে আমিও যেতাম। নিম্ন মধ্য বিত্ত পরিবারের সন্তানদের ইচ্ছে থাকলেও অনেক কিছুর প্রয়োজন মেটানো সম্ভব হয়ে ওঠে না। আপনার জন্য সবসময় দোয়া ও ভালোবাসা থাকবে।
পুরো ভিডিও টা ২৯ মিনিট ২৬ সেকেন্ডের,,,, কিন্তু আমার কাছে মনে হলো এই তো সবে মাএ দেখতে শুরু করছি এর মধ্যেই শেষ হয়ে গেলো,,, সত্যি বিচিত্র সব জায়গা দেখে কখন যে ভিডিও টা শেষ হয়ছে বুঝতে পারি নাই,,, ভালবাসা অবিরাম সুমন ভাই,,,,আশা করছি পরের ভিডিওগুলো আরো সুন্দর হবে,,,
এতোক্ষণ, মোবাইলে নয় আমার মনে হয়েছে আমি ছিলাম আপনার সাথে, 🌺 সুন্দর উপস্থাপনার পাশাপাশি প্রাকৃতিক দৃশ্য সবমিলিয়ে দারুন উপভোগ করলাম সুমন ভাইকে অনেক ধন্যবাদ গাজীপুর থেকে 🇧🇩🇧🇩
মহান রবের এই অপরূপ সৃষ্টি দেখে অবাক হয়ে যাই আর শুধু আল্লাহকে সিজদা করতে ইচ্ছা করে সুবহানাল্লাহ আর বলতে ইচ্ছে করে তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তুমি তাহলে কত সুন্দর
সুমন তুমি বাংলাদেশের ছেলে কিন্তু তোমার জন্য আমার দেশকে আমিদেখতে পারলাম।নাহলে দেখাহত না।অনেকের ভিডিও দেখি কিন্ত তোমার মত এত সুন্দর করে বর্ননা করে কো উ দেখাতে পারেনা।ভালো থেকো।
সুমন ভাই/-সালাম এবং শ্রদ্ধা জানবেন।এই মাত্র নতুন নাগাল্যান্ড নিয়ে পর্বটি দেখা শেষ করলাম।এতক্ষণ,প্রকৃতির প্রেমে নিমজ্জিত ছিলাম।একটু অন্যরকম আবেগের মুখোমুখি হলাম।"মহান আল্লাহ"!যাঁকে,আমি নানান প্রিয় নামে ডাকি।সেই পরম প্রিয়তম প্রভু,প্রিয় রাজ-রাজেস্বর, আমার নেপথ্যের মহানায়কের কথা ভাবছিলাম!তিঁনি মহান শিল্পী।তিঁনি,কত যত্নশীল তাঁর ভূবন নির্মাণে!সুমন ভাই,ওখানকার মানুষগুলোর-মানসিক সাস্হ্যও কতো ভালো।তাদের-নৈতিকতা কত সমৃদ্ধ।মনেই হচ্ছেনা- তারা জটিল উপমহাদেশের মানুষ!সুমন ভাই,আসলেই-জীবনের সবটুকু মন্দ নয়!আবার,সবটুকু ভালো নয়!নাগাল্যান্ড নামটা আমার চেনা।কিন্তু,তাদের জীবন যাত্রা,সংস্কৃতি,পরিবেশ,জনপদ সম্পর্কে-আমার কিছুই জানা ছিলোনা।কিন্ত,আপনার নান্দনিক মনের কঠোর পরিশ্রমের বদৌলতে,খুব স্বল্প সময়ের ভিডিওতে-একটি জাতী এবং জনপদের-সংক্ষিপ্ত ইতিহাস জানতে পারলাম।সুমন ভাই,আপনাকে শ্রদ্ধাএবং কৃতজ্ঞতা।আসলে আমাদের মানবিক জীবনে-"হিস্ট্রি এবং হিস্ট্রোগ্রাফীর জ্ঞান অনেক জরুরী"।তাই,যে কোন সৃজনশীল কাজে-মানুষের এনালাইটিক্যাল ব্রেইনের চর্চা অনিবার্যভাবে খুব বেশি প্রয়োজন।""যা,আপনার আছে""।না,হয়-আপনার ক্যামেরার দৃশ্যধারনের কাজটি এমন প্রাণবন্ত,হৃদয়াগ্রাহী আর গতিময় হয়ে উঠতোনা!একটা কঠিন বিষয় এতো শহজ ভাবে কখনোই-উপস্হাপন করা যেতনা সাধারণ মানুষের বরাবরে।আমি,প্রচন্ড বিশ্বাস করি-মানুষের ঐ,সৃষ্টিটাই ক্লাসিক!যেটা কঠিন বিষয়কে শহজ করে তুলে ধরে-'সাধারন মানুষের দৃষ্টি এবং ভাবনার দূয়ারে"!ভালো থাকবেন।আপনার জ্ঞান!আমার অ-জ্ঞানতাকে-ক্ষত-বিক্ষত করুক।-এম,এ,চৌধুরী(রাঙ্গা)।
ইনহাস্ত ওয়াতানাম।দেশকে ভালোবাসুন।চোখ জুড়াবে,মন জুড়াবে না।World of imagination to World of reality. Love your country Bangladesh, people and mother too.
এতো ভালো একটি ভিডিও শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। তবে মিউজিক না থাকলে অনেক ভালো হতো, কারন অনেক আলেম ওলামা আপনার ভিডিওগুলো দেখে থাকেন। ধন্যবাদ আপনাকে
টিভিতে ইউটিউব চালু দেওয়ার পর এই ভিডিওর থাম্বনিল দেখে আপনমনেই দেখতে গেলাম। শুদ্ধ উচ্চারণ, সুন্দর শব্দ চয়ন ভালো লাগলো। তারপর চরখানপুরের কয়েকটা ভিডিও দেখলাম। অবশেষে সুমনের প্রেমে পড়ে গেলাম। ওঁর কথা বলার ঢং, বিনয়, পরিমিতিবোধ আমার খুব পছন্দ হয়েছে।
দারুণ লাগলো জুলেখকে,যওয়াতো আর হবার নয় আপনার দেখানোতে দেখার সৌভাগ্য সেটাই বা কমকি.গ্রামের প্রত্যন্ত অঞ্চলে এমন শিক্ষিতজন থাকার ব্যাবস্তা ফুল সেল্ফ দোকান কতই না জানলাম দেখলাম আপনার পরিবারের জন্য উদ্বিগ্নতা সবই অনন্তর দিয়ে উপলব্ধি করলাম.অশেষ ধন্যবাদ আবারও অনেক.
I am from USA. Living in USA over +30 years. I do miss Bangladeshi village life. What I always find thru your channel. ❤
I am real a big fan for your all videos. Take care and God bless you.
This not banglades but india
এই ভিডিওটা দেখলে নাগাল্যান্ডের প্রতি ধারনাই পাল্টে যাবে। অসাধারণ সুন্দর প্রকৃতি, প্রকাশে সঠিক ভাষা জানা নেই। এই অনিন্দ্য সুন্দর ভিডিওটা দেবার জন্য দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সুমনভাই , অপূর্ব চিত্র সংগ্রহ করেছেন। নাগাল্যান্ডের অধিবাসীরা ভীষন ভালো মনের মানুষ। অতিথি মানুষদের ওরা সব রকম সহযোগিতা করে। নাগাল্যান্ড এ কর্ম জীবনে আমি যে সহযোগিতা পেয়েছি তা ভুলতে পারবো না।আপনাকে দেখে মনে হচ্ছে আরো একবার ছুটে চলে যাই নাগাল্যান্ড এ।
ধন্যবাদ এমন সুন্দর এক ভিডিও দেখলাম
আপনার এই ভিডিওটা আমার সব থেকে বেশি ভালো লাগছে তাই সারা জীবনের জন্য আপনার অনেক বড় বক্ত হয়ে গেলাম সত্যি আপনার ভিডিও গুলো প্রশংসনীয় বিশেষ করে এই ভিডিওটা এক কথায় অসাধারণ
👍👍👍👍
সত্যি অত্যন্ত সুন্দর গ্রাম। ভগবানের অপার লীলা তাঁর প্রকৃতি❤️❤️❤️❤️
Shorgo Bhumi
ধন্যবাদ সুমন ভাই, আমাদের দেশকে আপনার চোখে দেখতে হলো। আপনি অসাধারণ। আপনি সুখী হবেন
ওখানকার প্রাকৃতিক দৃশ্যগুলো সত্যিই ছবির মতো। ভিডিওতেই এতো সুন্দর সামনাসামনি না জানি কতই না সুন্দর। মনে বলছে আমার যদি টাকা থাকতো তাহলে আমিও যেতাম। নিম্ন মধ্য বিত্ত পরিবারের সন্তানদের ইচ্ছে থাকলেও অনেক কিছুর প্রয়োজন মেটানো সম্ভব হয়ে ওঠে না। আপনার জন্য সবসময় দোয়া ও ভালোবাসা থাকবে।
🌹
স্বর্গ যদি থাকে ধরার মাঝে এইখানে তা এইখানে । টা রাজে।,সত্যিই ,আর আপনার উপস্থাপনা , গাড়ীর ড্রাইভার ,সব মিলিয়ে মনটা ভালো হয়ে গেলো ,অনেক ধন্যবাদ
Jalukie, peren ditrict ও অসাধারন দেখতে।
সুমন ভাইয়ের জন্য রহিল বুক ভরা আকাশ সমান ভালবাসা ও দোয়া। আল্লাহ যেন তাকে দীর্ঘ জীবনদান করেন। তার ভিডিও গুলো খুবই ভাল লাগে।
সততা ও বিশ্বাসযোগ্য মানুষই শুধু এই দোকানের একজন উচিত ক্রেতা হতে পারবে amazing
মনোমুগ্ধকর গ্রাম 😍 যা সুমন ভায়ের ভিডিও দেখে মনে যেনো প্রশান্তি এলো
Right 😍😍
সুন্দর দৃশ্য এবং আপনার সুন্দর উপস্থাপনা আমাকে মুগ্ধ করেছে ধন্যবাদ ভাই
শান্ত-সুনিবিড় নয়নাভিরাম ছোট্ট পাহাড়ি গ্রাম .........। বেশ ভালো লাগলো
আমি গিয়েছিলাম কোহিমা ও মনিপুরে অনেক বার। ওখান কার প্রাকৃতিক সৌন্দয্য অতুলনীয়। ওখান কার খাবার আমি আজও ভুলতে পারি না
Hi momin
আমি মনিপুরে ৬ বছর ছিলাম ওখানের পরিবেশ ভালো বাট খাবার মোটেও ভালো নয়।
@@monirmondal6522 মনিপুর কিভাবে যাবো?
ইনশা আল্লাহ যাবার ইচ্ছে আছে নিকটে
মনিপুরে ৬ বছর কি বলেন!!! কোনো ব্যাবসায়ী কাজে নাকি ভাই ?
সুমন দা ৪টি পর্ব ই অসাধারণ লেগেছে, ধন্যবাদ আপনাকে। কলকাতা, 🇮🇳
অসাধারণ এতো সুন্দর গ্রাম অনেক ভালো লাগলো ধন্যবাদ
অর্থ বৈভব আর উন্নতির মাঝে জীবনের প্রকৃত সুখ নেই।সুখ আছে প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমির নিবিড় স্পর্শে।সেই সুখের ষোলো আনাই আছে সুমন ভাইর জীবনে।
Tik.
সেরা ভিডিও ।
Love From India ❤️🇮🇳 Siliguri
ভাই ভগবান আপনাকে বাঁচিয়ে রাখুক যেখানেই যান সুস্থ রাখুক আপনার ভিডিও গুলো দেখে আমি মুগ্ধ হয়ে যাই
Chokei poka pora seen ta darun
Dada , apnar jonno i atto sohoj-sorol-sundar jibobondhara dekte pelam. Pranam neben r sustho dehe onkdin Beche thakun apni 🙏 ( From Tripura) .
আমাদের দেশ ভারত মানেই প্রাকৃতিক সৌন্দর্য ও সংস্কৃতি ❤️ ভালোবাসা অবিরাম পশ্চিমবঙ্গ ভারত থেকে 🤝
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤
@@syedmosharof7685 💖
@@brokenheart5912 💖💖
পুরো ভিডিও টা ২৯ মিনিট ২৬ সেকেন্ডের,,,, কিন্তু আমার কাছে মনে হলো এই তো সবে মাএ দেখতে শুরু করছি এর মধ্যেই শেষ হয়ে গেলো,,, সত্যি বিচিত্র সব জায়গা দেখে কখন যে ভিডিও টা শেষ হয়ছে বুঝতে পারি নাই,,, ভালবাসা অবিরাম সুমন ভাই,,,,আশা করছি পরের ভিডিওগুলো আরো সুন্দর হবে,,,
Thx❤️💕❤️
এতোক্ষণ, মোবাইলে নয় আমার মনে হয়েছে আমি ছিলাম আপনার সাথে, 🌺 সুন্দর উপস্থাপনার পাশাপাশি প্রাকৃতিক দৃশ্য সবমিলিয়ে দারুন উপভোগ করলাম সুমন ভাইকে অনেক ধন্যবাদ গাজীপুর থেকে 🇧🇩🇧🇩
অসাধারণ লাগলো ভাই। নাগাল্যান্ডের সুন্দর গ্রাম দেখে খুব ভালো লাগলো। অবিরাম শুভ কামনা রইলো।
অসাধারন এই জুলেকে গ্রাম ও প্রকৃতি। মন ভরে গেল।
মহান রবের এই অপরূপ সৃষ্টি দেখে অবাক হয়ে যাই আর শুধু আল্লাহকে সিজদা করতে ইচ্ছা করে সুবহানাল্লাহ আর বলতে ইচ্ছে করে তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তুমি তাহলে কত সুন্দর
সুমন তুমি বাংলাদেশের ছেলে কিন্তু তোমার জন্য আমার দেশকে আমিদেখতে পারলাম।নাহলে দেখাহত না।অনেকের ভিডিও দেখি কিন্ত তোমার মত এত সুন্দর করে বর্ননা করে কো উ দেখাতে পারেনা।ভালো থেকো।
মন টা উদার করেছেন বলে, আপনি পৃথিবীর সব সৌন্দর্য উপভোগ করতে পারছেন।
মাশাল্লাহ খুব ভালো লাগলো দেখতে সুন্দর দৃশ্যগুলো ❤️
খুব ভাল লাগল। তোমার চ্যানেলের অনুষ্ঠান দেখতে এমনিতেই খুব ভাল লাগে । শুভকামনা রইল তোমাদের জন্য।
মহান রবের সৃষ্টি কি অপরূপ সুন্দর সুবহানাল্লাহ
মহান রবের নয় ভগবানের সৃষ্টি কারন এটা ভগবানের ভূমি হিন্দুস্তান
খুবই মনমুগ্ধকর এক গ্রাম,, (নাগাল্যান্ড) ❣️
সুমন ভাই এর ভিডিওগুলো দেখে অনেক দর্শনীয় স্থান আমরা দেখতে পাই, এবং আমি খুব দারুণ উপভোগ করি।
খুবই সুন্দর লাগলো উপস্থাপনা ধন্যবাদ সুমন ভাইকে
সুমন ভাই/-সালাম এবং শ্রদ্ধা জানবেন।এই মাত্র নতুন নাগাল্যান্ড নিয়ে পর্বটি দেখা শেষ করলাম।এতক্ষণ,প্রকৃতির প্রেমে নিমজ্জিত ছিলাম।একটু অন্যরকম আবেগের মুখোমুখি হলাম।"মহান আল্লাহ"!যাঁকে,আমি নানান প্রিয় নামে ডাকি।সেই পরম প্রিয়তম প্রভু,প্রিয় রাজ-রাজেস্বর, আমার নেপথ্যের মহানায়কের কথা ভাবছিলাম!তিঁনি মহান শিল্পী।তিঁনি,কত যত্নশীল তাঁর ভূবন নির্মাণে!সুমন ভাই,ওখানকার মানুষগুলোর-মানসিক সাস্হ্যও কতো ভালো।তাদের-নৈতিকতা কত সমৃদ্ধ।মনেই হচ্ছেনা- তারা জটিল উপমহাদেশের মানুষ!সুমন ভাই,আসলেই-জীবনের সবটুকু মন্দ নয়!আবার,সবটুকু ভালো নয়!নাগাল্যান্ড নামটা আমার চেনা।কিন্তু,তাদের জীবন যাত্রা,সংস্কৃতি,পরিবেশ,জনপদ সম্পর্কে-আমার কিছুই জানা ছিলোনা।কিন্ত,আপনার নান্দনিক মনের কঠোর পরিশ্রমের বদৌলতে,খুব স্বল্প সময়ের ভিডিওতে-একটি জাতী এবং জনপদের-সংক্ষিপ্ত ইতিহাস জানতে পারলাম।সুমন ভাই,আপনাকে শ্রদ্ধাএবং কৃতজ্ঞতা।আসলে আমাদের মানবিক জীবনে-"হিস্ট্রি এবং হিস্ট্রোগ্রাফীর জ্ঞান অনেক জরুরী"।তাই,যে কোন সৃজনশীল কাজে-মানুষের এনালাইটিক্যাল ব্রেইনের চর্চা অনিবার্যভাবে খুব বেশি প্রয়োজন।""যা,আপনার আছে""।না,হয়-আপনার ক্যামেরার দৃশ্যধারনের কাজটি এমন প্রাণবন্ত,হৃদয়াগ্রাহী আর গতিময় হয়ে উঠতোনা!একটা কঠিন বিষয় এতো শহজ ভাবে কখনোই-উপস্হাপন করা যেতনা সাধারণ মানুষের বরাবরে।আমি,প্রচন্ড বিশ্বাস করি-মানুষের ঐ,সৃষ্টিটাই ক্লাসিক!যেটা কঠিন বিষয়কে শহজ করে তুলে ধরে-'সাধারন মানুষের দৃষ্টি এবং ভাবনার দূয়ারে"!ভালো থাকবেন।আপনার জ্ঞান!আমার অ-জ্ঞানতাকে-ক্ষত-বিক্ষত করুক।-এম,এ,চৌধুরী(রাঙ্গা)।
প্রত্যেকটি পর্বই অসাধারণ, মনোমুগ্ধকর! ❤️
আমার আফসোস হচ্ছে যদি সুমন ভাইয়ের সাথে নাগাল্যান্ডে যেতে পারতাম!
অমাইক সৌন্দর্য। চক্ষু শীতল করা প্রকৃতি দেখানোর জন্য
অনেক ধন্যবাদ।
অসাধারণ ভাবতে পারিনি এতো তাড়াতাড়ি ভিডিও টা চলে আসবে ❤️ ধন্যবাদ সালাউদ্দীন ভাই এগিয়ে জান দোয়া রইলো সবসময়।
সেটাই । কখন এডিটিং করে আর কখন কী করে বোঝা দায়
আমি ইউটুবে গান শুনাই, সবাই শুনো,১9০০++ সদস্য্য হলো, আরো অনেক দূরজেতে চাইই,, আর ভালো লাগলে দয়ায়া করে এই বোনের চেনেলেরর সদস্য হও❤️🇧🇩🇧
Wow , কি সুন্দর দৃশ্য গ্রামের পরিবেশ দেখে মুগ্ধ হয়ে গেলাম
ভবিষ্যতে একদিন আমি ও সেই জায়গায় ভ্রমণ করতে চাই
ইনহাস্ত ওয়াতানাম।দেশকে
ভালোবাসুন।চোখ জুড়াবে,মন জুড়াবে না।World of imagination to World of reality. Love your country Bangladesh, people and mother too.
WOW what a wonderful village. Thank you very much for sharing. Lot’s of love from Switzerland
দাদা তুমি তো পুরো সর্গে গিয়েছিলে।অসাধারণ স্থান।
অনেক সুন্দর একটা ভিডিও উপভোগ করলাম ধন্যবাদ
অল্প কয়েকদিন হলো আপনার চ্যানেলটার সাথে পরিচয়। কি অপূর্ব সুন্দর ভিভিওগুলো আপনার...
❤️💚💚অসাধারন লাগলো,
আমি অনেক আগে থেকেই আপনার ভ্লগ ভিডিও গুলো, খুব ভাল লাগে।
ধন্যবাদ ভাইয়া।
আপনাকে ভোট করলাম, আশা করি বিজয়ী হবেন। 💚💚
সুমন ভাই এই ভিডিওটা পরের পর্ব দেখতে চাই। অসাধারণ জায়গা সুমন ভাই ধন্যবাদ প্রিয় সুমন ভাই আপনাকে
আপনার ভিডিও প্রচার করার জন্য আমি অনেক কিছু দেখলাম , আমি অনেক উপকৃত
Oh Dada , tomar cokhe jeno swargho dekhchi , dhonno tumi ar dhonnobad tomay , saradin kajer sese tomar ai videos jeno niye jay ek swopner deshe ,, ecche roilo tomar sathe ekdin dekha korar , tumi bhalo theko ar tomar cokhe amra prithibita dekhe jai ❤️💞
ভাই আপনার ভিডিও অনেক ভালো লাগে।
শুভকামনা অবিরাম
Apner anondo drkhe khub valo lagche Sumon vai 😊 enjoy your trip ♥️ ❤️
এতো ভালো একটি ভিডিও শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। তবে মিউজিক না থাকলে অনেক ভালো হতো, কারন অনেক আলেম ওলামা আপনার ভিডিওগুলো দেখে থাকেন। ধন্যবাদ আপনাকে
টিভিতে ইউটিউব চালু দেওয়ার পর এই ভিডিওর থাম্বনিল দেখে আপনমনেই দেখতে গেলাম। শুদ্ধ উচ্চারণ, সুন্দর শব্দ চয়ন ভালো লাগলো। তারপর চরখানপুরের কয়েকটা ভিডিও দেখলাম। অবশেষে সুমনের প্রেমে পড়ে গেলাম। ওঁর কথা বলার ঢং, বিনয়, পরিমিতিবোধ আমার খুব পছন্দ হয়েছে।
অনেক ধন্যবাদ। দোয়া করবেন।
Ami bahire konodin jai ni tomer jonna ato sundor jayga dekte pachhi thank you vai
Sumon ভাই, আমি বাকরুদ্ধ,,,, এক কথায় অসাধারণ ❤️❤️
ভাললাগার ভয়েস আর অসাধারণ প্রকৃতি❣️❣️❣️
ভালবাসা সুমন ভাইয়ের প্রতি।
সিরাজগঞ্জ রোড থেকে💖
I have known like this so beautiful village with you.....thanks so much
সত্যিই মনমুগ্ধকর ভিডিও আল্লাহপাক যেনো বেহেস্তের সবকিছু এই নাগাল্যান্ড অঞ্চলে ঢেলে দিয়েছে অপূর্ব এক সুন্দর্য নীলাভূমি
আপনার ভিডিও দেখে চোখের শান্তি মনের শান্তি দুই ই পেলাম ভাইয়া
ভিডিও গুলো দেখে কল্পনার জগতে ভেসে যাই,ধন্যবাদ সুমন ভাই।
অসাধারণ প্রকৃতি অসাধারণ ব্লগ অসাধারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক
Nice video sir. Khub sundar bhabe nagaland ke tule dhorechen. So many many thanks. Valo thakun
অসাধারণ মনোমুগ্ধকর দৃশ্য
অসম্ভব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সবসময় শুভকামনা রইল আপনার জন্য।
একেই বলে পারিবারিক বন্ধন ।আপনাকে ও আপনার বন্ধুকে জানাই আন্তরিক শুভেচ্ছা ।আপনাদের সফর যেন সফল হয় ।
খুব সুন্দর পরের ভিডিও এর জন্য অপেক্ষায় থাকলাম
Excellent...
Dzuleke Village of Nagaland...!!!
খুব সুন্দর একটা জায়গায় ধন্যবাদ
সুমন ভাই, আপনার ভিডিওগুলোতে ঢুকে ভ্রমনের প্রায় ৬০% মজা পেয়ে যাই। কিভাবে যে সময়টা পাড় হয়ে যায় তা বুঝতেই পারিনা। খুব ভালো লাগে।
অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো লাগলো। দোয়া রইলো ভালো থাকবেন। ফী আমানিল্লাহ আসসালামু আলাইকুম।
এক কথায় অসাধারণ! মন্ত্রমুগ্ধের মতো দেখছিলাম। ধন্যবাদ সুমন ভাই।
Nice
বাহ নাইস।এখানে যদি আমিও থাকতে পারতাম।
সত্যিই অসাধারণ সৌন্দর্য, উপভোগ করুন।
ছায়া সুনিবিড় শান্তির নীড় 💚💚💚
সুমন ভাই আমি কয়েক মাস যাবত আপনার প্রচুর ভিডিও দেখি অনেক ভালো লাগে।চর্চাও বাড়ে
আপনার ভিডিও গুলো আমি দেখি। উপস্হাপনা খুবই সুন্দর । প্রতিটি ভিডিওতে নতুন কিছু না কিছু জানার থাকে ।
খুব ভালো লাগলো আজকের ব্লগ খুব সুন্দর গ্রাম
আপনার উপস্থাপনা বরাবর আমাকে মুগ্ধ করে
Ami kolkata thek bolche ai porbota amar khub khub khub bhalo legeche, thank u
অসাধারন ভ্লগিং! আপনার প্রতিটি ভ্লগ অসাধারণ ভাইয়া। আপনি সবসময় এতো সাবলীল এবং এতো সুন্দর ভাবে বর্ননা দিয়ে থাকেন দেখেই যেতে ইচ্ছে হয়!
আপনি নিসন্দেহে বাংলাদেশের উন্যতম এবং মেধাবী ট্রাভেল ভ্লগার/ইউটিউবারদের একজন।
আমি আপনার সব ভিডিও দেখি, অনেক ভালো লাগে আমার কাছে
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সকল প্রশংসা আল্লাহর জন্য
দারুণ লাগলো জুলেখকে,যওয়াতো আর হবার নয় আপনার দেখানোতে দেখার সৌভাগ্য সেটাই বা কমকি.গ্রামের প্রত্যন্ত অঞ্চলে এমন শিক্ষিতজন থাকার ব্যাবস্তা ফুল সেল্ফ দোকান কতই না জানলাম দেখলাম আপনার পরিবারের জন্য উদ্বিগ্নতা সবই অনন্তর দিয়ে উপলব্ধি করলাম.অশেষ ধন্যবাদ আবারও অনেক.
Excellent presentation and beautiful views thanks to you all
ঘাসফুলের গালিচা অসাধারণ লাগল।
আপনার ভিডিও গুলা অনেক অনেক ভালো লাগে
আপনার ভিডিওর আশায় সব সময় বসে থাকি
Love from west bengal❤️
aha ki opurbo amar desh....thank u sumon bhai
Oshadharon. Protita video khub valo lage.
Apnar camerar chokh diyei amaro desh ta dekha hoye gelo khub sundor darun video..
GREAT SCENERIES , ONE COMMUNITY CAN MAKE BEUTIFULL THEIR LANDS AREA
নর্থ ইস্ট ইন্ডিয়ার মানুষ গুলোর সাধারণত মন অনেক বড়।
কালজাম ফল। আমি নাগাল্যান্ড গিয়ে,ছিলাম ২০০২ সালে। রবিবার এরা গি’জায় যায় পাথ’নার জন্য।
দারুণ গ্রাম,, আপনার ভিডিও গুলো দারুণ লাগে ❤❤❤
দাদা আমি ভারতের কলকাতা (ক্যানিং টাউন) থেকে দেখছি দাদা আমি আপনার একজন প্রতিনিয়ত দর্শক৷আপনার এমন কোনো ভিডিও নেই যে আমি দেখিনি৷দাদা ভালো থাকবেন৷খোদাহাফেজ
অপেক্ষায় ছিলাম..!! 🥰
Love u........... BhaiJaan
From...... Assam ( India )
আমি আপনার Video দেখার জন্য অপেক্ষা করে থাকি
Apnar video dekhe Nagaland tour e jete chai.Your endeavour is highyly worthy.
ভাইয়া আপনার আজকের ব্লগটা অসাধারণ... অনেক কিছু দেখলাম
অসাধারণ গ্রাম মাশাআল্লাহ