লাখো মানুষের চোখের জ'লে সৃষ্ট কাপ্তাই লেক এখন মুগ্ধতায় ভাসায় পর্যটকদের || Kaptai Lake || Rangamati

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় কৃত্রিম জলাধার রাঙ্গামাটির কাপ্তাই লেক বা হ্রদ। এই লেকের পানির প্রধান উৎস কর্ণফুলী নদী। এই নদীর গতিমুখে পানি বিদ্যুৎ কেন্দ্রের জন্য ১৯৫৬ সালে পাকিস্তান আমলে একটি বাঁধ নির্মাণ করা হলে রাঙামাটি জেলার ৫৪ হাজার একর কৃষি জমি ডুবে যায় এবং এ হ্রদের সৃষ্টি হয়।
    হ্রদ সৃষ্টির কারণে সংরক্ষিত বনের ২৯ বর্গমাইল এলাকা ও অশ্রেণীভুক্ত ২৩৪ বর্গমাইল বনাঞ্চলও ডুবে যায়। এই পাহাড়ি জনপদে বসবাসরত প্রায় ১৮ হাজার পরিবারের মোট এক লাখ মানুষ বাস্তুচ্যূত হয়। তাদের বাড়িঘর, উপাসনালয়সহ সবকিছু তলিয়ে যায় এই জলের নিচে। এই যে অপার সৌন্দর্য দেখে আমরা ওয়াও বলে উঠছি, এর আড়ালে রয়েছে বহুমানুষের জন্মভিটা হারানোর হাহাকারও। বৃহৎস্বার্থ বিবেচনায় ত্যাগ স্বীকার করেছেন এই অঞ্চলের পাহাড়ি মানুষেরা।
    Contact:
    sumonmcj@yahoo.com
    #kaptai_lake #kaptai #কাপ্তাই_লেক #কাপ্তাই #রাঙ্গামাটি

Комментарии • 659

  • @tanvirscontent9404
    @tanvirscontent9404 Год назад +65

    আলহামদুলিল্লাহ।
    বাংলাদেশের পর্যটন এলাকা গুলোকে বেশি বেশি প্রোমোট করার অনুরোধ রইলো।

  • @it.s-hacib190
    @it.s-hacib190 Год назад +32

    সত্যি এতো সুন্দর মনমুগ্ধকর পরিবেশ সবই ওই সৃষ্টিকর্তার দান সুবহানাল্লাহ।

  • @kabironkhatun1677
    @kabironkhatun1677 Год назад +46

    ভাইয়া আমি ভারতবর্ষ থেকে দেখছি । আপনার গ্রামীণ দৃশ্য ভিডিও গুলো আমাদের সকল কে খুব আনন্দ দেয়। এমন সুন্দৌর্যময়ী ভিডিও আরো চাই 🥰🥰

    • @GOJOLARVANDAR
      @GOJOLARVANDAR Год назад +1

      𝑨𝑷𝑵𝑨𝑹 𝑽𝑨𝑹𝑶𝑻 𝑲𝑶𝑰 𝑩𝑨𝑹𝑰🏠🏠

    • @chineseallah1766
      @chineseallah1766 Год назад

      আপনি কোন জেলা থেকে বলছেন ?
      আমি কলকাতা

  • @mdrakibulhassanrasel8763
    @mdrakibulhassanrasel8763 Год назад +39

    ভাই শহরে থেকে গ্রামের এত সুন্দর দৃশ্য দেখে মন ভরে গেল। I love my Bangladesh

  • @alamin9152
    @alamin9152 Год назад +8

    এটিই আমাদের বাংলাদেশ, কতোই নাহ সুন্দর 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩❤️❤️❤️❤️🇧🇩🇧🇩🇧🇩

  • @banglatravel1719
    @banglatravel1719 Год назад +27

    আল্লাহ আপনাকে আরো সামনে দিকে এগিয়ে নিয়ে যাক।

    • @adrishavlog
      @adrishavlog Год назад

      Nice খুব ভাল beautiful

  • @hillboydiman
    @hillboydiman Год назад +21

    ধন্যবাদ সুমন ভাই আমাদের রাঙ্গামাটিকে এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য❤️❤️

  • @habibadanceclub8885
    @habibadanceclub8885 Год назад +61

    সুমন ভাই না থাকলে হয়তোবা এই বাংলার অপরূপ দৃশ্য কখনোই দেখা হতো না ঘরে বসে,, অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইল ভাইয়ের জন্য,,

    • @SalahuddinSumon
      @SalahuddinSumon  Год назад +11

      অনেক ধন্যবাদ❤️

    • @taheraakter8217
      @taheraakter8217 Год назад +8

      আল্লাহ দেখিয়েছে তাই দেখলেন

    • @kamalhosen4022
      @kamalhosen4022 Год назад +2

      @@SalahuddinSumon koto taka khoroch hoise

    • @abdur_rahim.007
      @abdur_rahim.007 Год назад +1

      @@SalahuddinSumon ভাই ভিডিওর সাউন্ড আর একটু বেশি হলে ভালো হয়🎚️

    • @baburali1234-wv6tp
      @baburali1234-wv6tp Год назад

      ভাই আপনার সাথে যোগাযোগ করার খুব ইচ্ছা জাগে ভাই

  • @subratachakraborty4836
    @subratachakraborty4836 Год назад +22

    জলই জীবন জলই জীবনের উৎস
    আমরা মোহিত দেখে অবর্ণনীয় দৃশ্য।
    বাংলাদেশের সৌন্দর্য্য অতীব মনোমুগ্ধকর
    সুমন ভাই তা দেখানোর প্রধান কারিগর।
    ধন্যবাদ সুমন ভাই ।

  • @ahasanjaman1570
    @ahasanjaman1570 Год назад +3

    আপনার বানানো ভিডিওগুলোর মধ্যে সবথেকে সেরা এইটা মনে হলো যে আমি নিজেই গিয়ে ঘুরে এসেছি

  • @rabindranathdatta5545
    @rabindranathdatta5545 Год назад +8

    অপূর্ব অসাধারণ। খুব ভালো লাগলো। আমি পশ্চিমবঙ্গের অধিবাসী। জানিনা কোনোদিন মেতে পারবো কিনা কিন্তু আপনার চোখের মাধ্যমে আমি মানস ভ্রমণ করে নিলাম। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

    • @adrishavlog
      @adrishavlog Год назад

      Nice খুব ভাল beautiful

  • @arindommallick5330
    @arindommallick5330 Год назад +4

    আগে দেখেনি কতো মিনিট কতো সেকেন্ড ভিডিও সেই বুঝে দেখি যদি দেখি কম সময় তাহলে সাথে সাথে দেখি আর যদি দেখি বেশ আধঘন্টা তাহলে রাত এগারোটার পর জমিয়ে দেখি আমার সুমন ভাইয়ের ভিডিও কিনা কথা গুলো এতো সুন্দর করে বলো কারোর সাথে তুলনা হয়না খুব ভালো থাকবে ভাই টাটা ।

  • @alakanandabhattacharjee9007
    @alakanandabhattacharjee9007 Год назад +10

    অসাধারণ দৃশ্য।বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য্যের তুলনা হয় না।সুমন ভাই কে অসংখ্য ধন্যবাদ।

  • @sohagmiah8911
    @sohagmiah8911 Год назад +11

    সুমন ভাই গ্রাম বাংলার দৃশ্য তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ

    • @ahlimon3678
      @ahlimon3678 Год назад +2

      অনেক সুন্দর

    • @ahlimon3678
      @ahlimon3678 Год назад +2

      ❤️❤️❤️❤️

  • @shyamsutradhar7381
    @shyamsutradhar7381 Год назад +2

    মন ভরে যায় তোমার ভিডিও দেখে
    দারুন লাগে
    দুপুরে খাওয়া দাওয়া করে তোমার গ্রামের ভিডিও গুলো দেখতে অসাধারণ লাগে ❤️

  • @aliakbor2410
    @aliakbor2410 Год назад +8

    অপূর্ব মনে হচ্ছে বাংলাদেশের ভূস্বর্গ ধন্যবাদ সুমন ভাই

  • @KartiqDas-gl4dd
    @KartiqDas-gl4dd Год назад +1

    মিউজিক আর মুগ্ধকর দৃশ্য মন ছুয়ে গেছে

  • @ashrafulkabir7464
    @ashrafulkabir7464 Год назад +6

    সালাউদ্দিন সুমন ভাইয়া, আপনি আমাদের দেশের প্রাকৃতিক মনোরম দৃশ্য গুলোর বর্ণনা ও তুলে ধরেছেন অনেক সুন্দর ভাবে। তাই অসংখ্য ধন্যবাদ আপনাকে।
    এইরকম আরো ভিডিও চিত্র দেখার ইচ্ছা করছি। আশা করি আমার মনের আশা পূরণ করবেন।

  • @sasadharhaldar5527
    @sasadharhaldar5527 Год назад +6

    অপূর্ব সুন্দর । খুব ভালো লাগল । মন ভরে গেল,চোখ জুড়িয়ে গেল কাপ্তাই লেকের সৌন্দর্য দেখে । সালাহউদ্দিন ভাই আপনাকে অশেষ ধন্যবাদ ।

  • @rokonuzzamanmd1845
    @rokonuzzamanmd1845 Год назад +3

    কাপ্তাই আমার জম্মভূমি।
    বাংলাদেশের সৌন্দর্যের রাণী।
    আমি প্রায় যাই ঘুরতে
    তবুও মন ভরে না।

  • @Roshuikothon
    @Roshuikothon Год назад +2

    অত্যন্ত সুন্দর একটা ভিডিও। চমৎকার একটা ভিউ।

  • @mdshahedkhandokar9549
    @mdshahedkhandokar9549 Год назад +2

    আল্লাহু আকবার। অসাধারণ সুন্দর। ধন্যবাদ সুমন ভাই। নিজের দেশে এতো সুন্দর জায়গা আছে জানতাম না। অসাধারণ।

  • @Arnaledazkhan
    @Arnaledazkhan Год назад +15

    Very beautiful scenery, clear river water and many small islands.... Greetings from Indonesia.....

  • @kowsarhossan1145
    @kowsarhossan1145 Год назад +2

    ভাই তোমার ধারাভাষ্য অনেক সুন্দর

  • @rdmdbrdmdb2471
    @rdmdbrdmdb2471 Год назад +2

    কাপ্তাই হ্রদের মনোরম দৃশ্য ও এর বিশালতা আগে কখনো কেউ এতো সুন্দর মনোমুগ্ধকর করে তুলে ধরেনি,
    বিশেষ করে লেকের বিশালতা ও বিভিন্ন পর্যটন দৃশ্য আন্তর্জাতিক অঙ্গন দুরের কথা দেশের অনেকের অজানা ।

  • @joysreemarma8228
    @joysreemarma8228 21 день назад +1

    বাঙ্গাল হালিয়া থেকে ❤❤❤❤

  • @MoniMusha
    @MoniMusha Год назад +1

    অসাধারণ কাপ্তাই লেক কিছু বলার নাই এত সুন্দর

  • @ahmedmahfuz8193
    @ahmedmahfuz8193 Год назад +4

    গ্রাম্য পরিবেশের মনোমুগ্ধকর দৃশ্য ফুটিয়ে তোলার আরেক নাম " সালাহউদ্দিন সুমন `` ভাই...

  • @shantijyotichakma3301
    @shantijyotichakma3301 Год назад +1

    আপনার সাবলীল উপস্থাপনা আর আমাদের রাঙামাটি প্রাকৃতিক সৌন্দর্য সত্য অসাধারণ ধন্যবাদ ভাই ।

  • @mdasifislam2916
    @mdasifislam2916 Год назад +4

    প্রাকৃতিক সুন্দর এমন এক জিনিস আরো হতাশার মাঝে প্রাকৃতিক মুক্ত তাই মনকে স্বদেশ করে দেয়।

  • @a.s.mhisham8753
    @a.s.mhisham8753 Месяц назад

    সুমন ভাই আপনাকে অনেক ধন্যবাদ ঘরে বসে আমাদেরকে কাপ্তাই লেক ঘুরে দেখানোরর জন্য।

  • @jahidhasanzaffen8728
    @jahidhasanzaffen8728 Год назад +3

    এই কারনেই বাংলার সবচেয়ে শুদ্ধ কবি জীবন আনন্দ দাশ বলেছিলেন বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রুপ খুঁজিতে যাহিনা আর

  • @rashedkhan2053
    @rashedkhan2053 Год назад +6

    অনেক ধন্যবাদ ভাই আমাদের চট্টগ্রামের কাপ্তাই লেখা সৌন্দর্য তুলে ধরার জন্য🥰🥰🥰 আর আপনার ভিডিওগুলো অসাধারণ সুন্দর মানুষ প্রকৃতিকে খুব কাছ থেকে উপলব্ধি করতে পারে।😊🥰 আপনার ভিডিও গুলো দেখার জন্য সুন্দর লাইক আর কমেন্ট নই স্পেশাল কোন কিছু থাকলে এটাও দিতাম সত্যি 💞💞💞🌄😊

  • @bilahossain2825
    @bilahossain2825 7 месяцев назад

    আজ কয়দিন ধরে আপনার কন্টেইন গুলি দেখছি,প্রাণ জুরানো মনোমুগ্ধকর দৃশ্য গুলি নয়নাভিরাম।

  • @sharminsati4318
    @sharminsati4318 Год назад +1

    সুমন ভাইয়ের ভিডিও গুলো সত্যি অসাধারণ।

  • @tiktokvideocotes4309
    @tiktokvideocotes4309 Год назад +1

    আলহামদুলিল্লাহ নিজের এলাকায় অনলাইনে দেখে নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে সার্থক জনম জন্মেছি এই দেশে সার্থক জনম রাঙ্গামাটিকে ভালোবাসা

  • @Ariful5302
    @Ariful5302 Год назад +4

    কয়েক মাস আগে এই জায়গা গুলোতে ঘুরতে গেছিলাম বন্ধুরা মিলে,,এখন বিদেশের মাঠিতে আছি আর ভিডিও টা দেখে খুব মিস করছি সেই সময় গুলো,,আশায় আছি আবার কবে দেখা হবে প্রিয় বাংলাদেশ।
    ধন্যবাদ আপনাকে প্রিয় জায়গা গুলো দেখানোর জন্য।

  • @bdvloggerbutterfly1000
    @bdvloggerbutterfly1000 Год назад +5

    চোখ জুড়ানো মন উরানো এক অনাবিল শান্তি লাগে এমন প্রকৃতি দেখে। 🥰🥰🥰🥰 Love this....

  • @রিফাতচৌধুরী-ঢ৯খ

    বিউটিফুল বাংলাদেশ। ধন্যবাদ প্রিয় সুমন ভাই।

    • @adrishavlog
      @adrishavlog Год назад

      Nice খুব ভাল beautiful

  • @mahmudhasanmintu4774
    @mahmudhasanmintu4774 Год назад +1

    ধন্যবাদ ভাই এতো সুন্দর একটি জায়গা দেখানোর জন্য,

  • @mdforhad6274
    @mdforhad6274 Год назад +1

    ধন্যবাদ সালাউদ্দীন সুমন ভাই আমাদের দেশের দর্শনীয় স্থানগুলোকে সোস্যাল মিডিয়ায় এত সুন্দর করে উপস্থাপন করার জন্য আজকে আপনার ভিডিও দেখে জানলাম কাপ্তাই লেক জে এত সুন্দর ইনশাআল্লাহ একদিন কাপ্তাই লেক ঘুরে আসব

  • @ImranHussain-bq3rm
    @ImranHussain-bq3rm Год назад +5

    Love from INDIA,ASSAM 🇮🇳💕💖

  • @md.jahingirislam6438
    @md.jahingirislam6438 Год назад +2

    সুমন ভাই ভিডিওগুলো আমার কাছে খুবই ভালো লাগে আমি সৌদি আরব থেকে প্রতিদিনই আপনার ভিডিও দেখি

  • @sutapabanerjee2927
    @sutapabanerjee2927 Год назад +1

    অপরূপ প্রকৃতি অপার জলরাশি .... মন কে স্নিগ্ধ সতেজ করে দিলো ! অনেক ধন্যবাদ সালাউদ্দিন সুমন ভাই কে ।

  • @tourandtastebd
    @tourandtastebd Год назад +1

    এতো সুন্দর মনমুগ্ধকর পরিবেশ

  • @hafizulkarimkarim53
    @hafizulkarimkarim53 Год назад +3

    অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সালাউদ্দিন সুমন ভাইকে আমার জন্ম স্থান কে এত সুন্দর করে উপস্থাপন করার জন্য, শৈশব কৈশোর সব কাটিয়েছি এখানে ,এখনো নারীর টান আছে এখানে। সরকার যদি ভালোভাবে নজর দেয়, বাংলাদেশ এর বড় পর্যটন শিল্প করা সম্ভব, থাইল্যান্ডের মতো বিশাল কিছু করা সম্ভব। সুষ্ঠু নীতিমালা প্রয়োজন এ কাপ্তাইয়ের জন্য। ধন্যবাদ সালাউদ্দিন সুমন ভাই।

    • @adrishavlog
      @adrishavlog Год назад

      Nice খুব ভাল beautiful

  • @bb_stories4681
    @bb_stories4681 Год назад +7

    এই অপার সৌন্দর্য উপভোগ করার সুযোগ আপনার জন্য হলো দাদা 🥰 খুব মিস করি নাগাল্যান্ড এর ভিডিও গুলি এরকমই ছিলো 💟💟

    • @kabironkhatun1677
      @kabironkhatun1677 Год назад

      ভাইয়া আমি ভারতবর্ষ থেকে দেখছি ।আপনার ভিডিও আমার খুব ভালো লাগে । আপনার গ্রামীণ দৃশ্য ভিডিও গুলো আমাদের সকল কে খুব আনন্দ দেয় ।

  • @mihirbarua1716
    @mihirbarua1716 Год назад +1

    প্রকৃতি ও ইতিহাসের চমৎকার উপস্থাপন। ধন্যবাদ ও শুভকামনা।

  • @tapolsss9765
    @tapolsss9765 Год назад

    আজাদ ভাই দারুন ভিডিও সুঠ কোরেছেন সুমন ভাই। ধন্যবাদ আজাদ ভাই কে

  • @moniruddin8469
    @moniruddin8469 8 дней назад

    আমি গত ২০১৬ সালে গিয়েছিলাম কাপ্তাই লেকের মধ্যে শুভলং বাজার হয়ে বিলছড়ি মাধ্যামিক বিদ্যালয়ে । এই অপার সৌন্দর্য উপভোগ করেছিলাম চরমভাবে। আপনার ভিডিও দেখেও কম আনন্দ পেলাম না সালাউদ্দীন ভাই। হেলিপ্যাডসহ আরো কিছু অদেখা দৃশ্য দেখা হলো আপনার মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

  • @shahinshahin4021
    @shahinshahin4021 Год назад

    এক কথায় অসাধারণ লেগেছে ভাই ধন্যবাদ এতো সুন্দর ভিডিও দেয়ার জন্য

  • @MdHiron-r3f
    @MdHiron-r3f 3 месяца назад

    যত যায় ততই ভালো লাগে অসাধারণ রাঙামাটি আমার খুব পছন্দের এক জায়গা ❤❤❤❤

  • @geetaadhikary1093
    @geetaadhikary1093 Год назад +1

    সুমন ভাই আপনি জল জঙ্গলের
    এমন মেলবন্ধন বুঝি বাঙলাদেশের
    আর কোথাও দেখা যায়না।আপনি
    এত সুন্দর দৃশ্য তুলে ধরলেন তে মনে
    হচ্ছে ঘরে বসেই কাপ্তাই লেকের অপরূপ
    সৌন্দর্য উপভোগ করছি।অসংখ ধন্যবাদ।

  • @Hamimworld
    @Hamimworld Год назад +1

    এটার ইতিহাস অনেক খুঁজলাম
    ধন্যবাদ এই ইতিহাসটি তুলে ধরার জন্য ❤

  • @nayanbarua6235
    @nayanbarua6235 Год назад +1

    আমার প্রিয় জন্মস্থান ঘুরে যাওয়ার জন্য সুমন ভাইকে ধন্যবাদ ও শুভকামনা

  • @sudipmondal7300
    @sudipmondal7300 Год назад +4

    ভারত থেকে লিখছি.. এই কাপ্তাই লেক যাদের জমির ওপরে তৈরী সেই চাকমা রাজার ইতিহাস, চাকমা দের জীবন বৈচিত্র সম্বন্ধে যদি কিছু বলতেন তাহলে মনে হয় আরো ভালো হত ভিডিও টা.. 🙏🙏 বাকি যতটুকু দেখলাম সেটাও খুব সুন্দর 👍

  • @mahaburrahman9301
    @mahaburrahman9301 Год назад

    অনেক ধন্যবাদ আপনাকে এমন একটি সুন্দর ভিডিও দেখানোর জন্য।

  • @angelaarohi9836
    @angelaarohi9836 Год назад +1

    ভাইয়া কাপ্তাই লেক আসলে বাস্তবে আরও সুন্দর আমি ওখানে দুইবার বেড়াতে গেছিলাম

  • @mdselim-uk3wg
    @mdselim-uk3wg Год назад +1

    এখানে গিয়েছি এক অসাধারণ জায়গা। নৌকা দিয়ে ঘুরেছি। বাংলাদেশের অন্য জেলা থেকে ভিন্নতা আছে। শীতকালে আনারস খেয়েছিলাম অন্য রকম এক অনুভূতি। পাহাড়ের মাটি গুলি দেখে মনে হয় অনেক পুরাতন ও পাথর।

  • @pjmukkhorpjmukkhor6584
    @pjmukkhorpjmukkhor6584 Год назад

    অপরুপ দৃশ্যের পাশাপাশি সুন্দর নেপথ্য সুর, সব মিলিয়ে অসাধারন!

  • @mdbayazid6586
    @mdbayazid6586 Год назад +2

    ভাই ধন্যবাদ আপনাকে এত সুন্দর জায়গা দেখানোর জন্য। বাংলাদেশে এত সুন্দর জায়গা রয়েছে জানতামনা।

  • @juthikabarua3599
    @juthikabarua3599 Год назад

    অসাধারণ ঐশ্বরিক ও নান্দনিক প্রাকৃতিক এবং মনোরম দৃশ্য দেখে অভিভূত হয়েছি । ইশ্বর বোধহয় সৌন্দর্য ঢেলে দিয়েছে । ভালো থাকবেন সবাই ।

  • @Laboni-so5gu
    @Laboni-so5gu Месяц назад

    আমার হাজবেন্ড বিলাইছড়িতে চাকরি করতো ,আর আমাদের বাসা ছিল তবলছড়িতে।এই লেকে কয়েকবারই গিয়েছি রেকের পাসেই আমাদের বাসাটা ছিলো ,মন চায় বারবার যায় এতো অসাধারণ দৃশ্য ,সত্যি দেখে মন ভরে না।।

  • @bangladeshivloggershobnom3618
    @bangladeshivloggershobnom3618 Год назад +1

    দেখা হয়নি কখনো কাপ্তাই লেক বা রাঙ্গামাটি তবে আপনার ভিডিওর মাধ্যমে দেখলাম চোখ জুড়ানো মন ভুলানো অপার সৌন্দর্য আমাদের এই ছোট্ট বাংলাদেশ কত কিছুই না আছে এই দেশটিতে কিন্তু আমরা এই সুন্দর দেশ টির মূল্যায়ন দিতে পারিনা ধ্বংস করি আমাদের বেঁচে থাকা বন্ধুদের গাছ নদী ভরাট পুকুর ভরাট নদী খাল দূষণ আহারে সোনার দেশ কত সুন্দর জয়ে না লুকিয়ে আছে তোমার বুকে ধন্যবাদ ভাইয়া

    • @SalahuddinSumon
      @SalahuddinSumon  Год назад

      সত্যিই এই দেশটা অনেক সুন্দর

    • @sisirlaha3647
      @sisirlaha3647 Год назад

      Arab culture is responsible for degradation of Sonar Bangla .

  • @ranumiah9996
    @ranumiah9996 Год назад +1

    এতো শুন্দর জাগা এর আগে কখন ও দেখিনি জে বাংলাদেশের মাটিতে

  • @lelinchakma601
    @lelinchakma601 Год назад +37

    আমি রাঙ্গামাটির সন্তান। আমি ছোট থাকতে আমার দাদা আমাকে ভিটা বাড়ি হারানোর দুঃখ গাথা শুনাতো। অনেক কষ্ট চাপা পড়ে আছে এই কাপ্তাই লেকের মধ্যে যা ভাষায় বোঝাবার মতো নয়। পাহাড়িদের চোখের পানিতে তৈরি হয়েছে এই কাপ্তাই লেক। যা এখন সবার চোখ জুড়িয়ে দেয়।

    • @wizargchakma3152
      @wizargchakma3152 Год назад +3

      আমি খাগড়াছড়ির ছেলে। তবে আমার দাদাদের বাসস্থান ছিল ঐ কাপ্তাই লেখে।পানিতে ডুবেছিল আমার দাদার বসতভিটে।

    • @raferojatamim3505
      @raferojatamim3505 Год назад

      সরকারের পক্ষ থেকে কোনো সাহায্য পায় নি যাদের ঘর হারাইছে?

    • @lelinchakma601
      @lelinchakma601 Год назад

      এটা অনেক আগের কথা। তখন বাংলাদেশ ছিলো না তখন পাকিস্তান সরকার ছিলো@@raferojatamim3505

    • @rajuahammedvlogs7556
      @rajuahammedvlogs7556 8 месяцев назад

      😢😢

    • @sabidmia007
      @sabidmia007 6 месяцев назад

      ভাই আপনার সাথে যোগাযোগ করতে চাই

  • @HDTV188
    @HDTV188 Год назад

    আসসালামুয়ালাইকুম ভাইয়া আমার থেকে অনেক ভালো লাগলো আমি আপনার ভিডিও সব সময় দেখি দোয়া করবেন আমার জন্য

  • @rubelmdfg7668
    @rubelmdfg7668 Год назад +2

    Valobasa obiram bro i am From Saudi Arabia ❤️❤️❤️🇧🇩🇧🇩🇸🇦🇸🇦

    • @adrishavlog
      @adrishavlog Год назад

      Nice খুব ভাল beautiful

  • @mohuyachowdhury1850
    @mohuyachowdhury1850 Год назад

    ভালো কিছু পেতে গেলে অনেক কিছুই হারাতে হয়.আমরা যে এমন মনোরম একটা সম্পদ পেয়েছি শুকরিয়া আল্লাহর কাছে. আপনার মতের সংগে আমিও বলি প্রচার এবং যোগাযোগ হলে আমরাই লাভবান হব.ধন্যবাদ.

  • @mahfuzahmmad1027
    @mahfuzahmmad1027 Год назад

    আমাদের দেশে এতো সুন্দর সুন্দর জায়গা আছে, সেগুলোর আরো আরোও উপস্থাপন করার প্রয়োজন

  • @streetfooduniverse5
    @streetfooduniverse5 Год назад +2

    আপনার ভিডিও যতই দেখছি,ততই প্রকৃতির প্রেমে পড়ছি

  • @gazireazulislam7973
    @gazireazulislam7973 Год назад +1

    আপনার ভিডিও গুলো এত ভাল লাগে আসাধরণ

  • @manasisen9215
    @manasisen9215 Год назад

    Kaptai lake darun sundor aj dekhlam khub bhalo laglo r bornona darun sundor.

  • @skshidul8536
    @skshidul8536 Год назад +1

    ভাই আপনার ভিডিও গুলি ভাল হয়, সব সময়, তার পরেও মনে হয় আজ সেরা

  • @khursidalam9014
    @khursidalam9014 Год назад

    আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদের কাপ্তাই এবং কণফুলী নদীর সৌন্দর্য তুলে ধরার জন্য।আমি কাপ্তাই প্রজেক্ট একজন বাসিন্দা।

  • @shantasfamilyvlog3094
    @shantasfamilyvlog3094 Год назад +1

    সুন্দর আরেকটা জায়গা দেখানোর জন্য আবারও অসংখ্য ধন্যবাদ সুমন ভাই

    • @adrishavlog
      @adrishavlog Год назад

      Nice খুব ভাল beautiful

  • @self-reliantindia2681
    @self-reliantindia2681 Год назад

    আবার এক সুন্দর বিষয় , উপস্থাপনা ও কন্ঠ। দেখেনি আগে। কোথায় শুনিনি।

  • @nandanghosh9016
    @nandanghosh9016 Год назад +1

    Wonderfull. video. Brother love you. from. kolkata

  • @sumisamsul725
    @sumisamsul725 Год назад

    অসাধারণ সুন্দর প্রাকৃতিক লীলাভূমি রাঙ্গামাটি হলেও ভয় ও কিন্তু আছে!
    কেননা না পাহাড়ি উগ্র পন্থী দল রয়েছে!

    • @salmaakhterhamida3861
      @salmaakhterhamida3861 Год назад

      এজন্যই জায়গায় জায়গায় আর্মি ক্যাম্প করা হয়েছে নিরাপত্তা বেষ্টনে করা হয়েছে আমরা গিয়েছিলাম কয়েক মাস আগে

  • @tapushd3071
    @tapushd3071 Год назад

    সুমন ভাই সওি অসাধারণ দৃশ্য
    সুভ কামনা ভাই,,,,

  • @tourandfoodtasternayim290
    @tourandfoodtasternayim290 Год назад

    সময় টিভিতে দেখলাম আপনাকে সাংবাদিক হিসেবে।বাহ ভাল লাগলো

  • @joyeetaskitchen
    @joyeetaskitchen Год назад

    খুব ভালো লাগলো ❤️❤️❤️
    যেতেই হবে কাপ্তাই লেক। অনেক অনেক ভালো থাকুন সব সময় 🤲🤲🤲🌹🌹🌹

  • @mdshorifulislam7036
    @mdshorifulislam7036 Год назад

    সুমন ভাই এর ভিডিওগুলো অনেক ভালো লাগে ধন্যবাদ সুমন ভাই এত সুন্দর ভিডিও সবার মাঝে উপহার দেয়ার জন্য।

  • @SonavoriMedia
    @SonavoriMedia Год назад

    আপনার প্রায় প্রতিটি ভিডিও দেখার চেষ্টা করি। খুবই ভাল লাগে। এগিয়ে যান ভাই। সাথে আছি।

  • @tusharkantimazumdar9517
    @tusharkantimazumdar9517 Год назад +1

    আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা। সুদূর বাংলাদেশ থেকে এসে যেভাবে ভারতের বিভিন্ন জায়গা এক্সপ্লোর করছো, বাঙ্গালী হয়ে আমি তোমার জন্য গর্বিত।

  • @ROKONUZZAMANROKON
    @ROKONUZZAMANROKON Год назад +1

    🌸কত সুন্দর আমাদের সোনার বাংলাদেশ🇧🇩❣️ ফলমূল সত্যিই দারুন😊 পাহাড় পর্বত অতুলনীয় সুন্দর্য😍 চমৎকার একটি ভ্লগ♥️

    • @sisirlaha3647
      @sisirlaha3647 Год назад

      Bangla ke aamra Arab er bal oo diye vortee kore morubhoomi baniye felechhi . Alhamdudilla .

  • @shafiulalamraza24
    @shafiulalamraza24 Год назад +3

    শৈশবের স্মৃতিবিজড়িত কাপ্তাই লেক।❤

  • @masumkhan5710
    @masumkhan5710 Год назад +5

    স্যার আমাদের নরসিংদীর শিবপুর থানায় যে ওয়ারী বটেশ্বর আছে এটা নিয়ে একটা ভিডিও চাই।প্রায় আরাই হজার বছর আগের অনেক নিদর্শন আছে

  • @ZAHIDULISLAM-kv5sr
    @ZAHIDULISLAM-kv5sr Год назад

    অসাধারণ ভাই অনেক সুন্দর আপনার ভিডিও গুলো। সৌদি আরব থেকে সব সময় দেখি আপনার ভিডিও।

  • @mosarrafsarker4041
    @mosarrafsarker4041 Год назад

    আমার দাদা বাড়ি গাইবান্ধা আর নানার বাড়ি কাপ্তাই। আলহামদুলিল্লাহ আমি অনেক সৌভাগ্যবান।

  • @mouchakraborty1597
    @mouchakraborty1597 Год назад

    অপূর্ব।আজ ই কাপ্তাই হ্রদ দেখে ফিরলাম।তাই আর ও ভালো লাগছে।🙂👍

  • @tahminashahrin4387
    @tahminashahrin4387 Год назад

    প্রিয় ভাইয়া,
    কাপ্তাই লেকের সৌন্দর্য্য এত বিশদভাবে উপস্থাপন করেছেন, অসাধারণ।

  • @sumirmalsural7948
    @sumirmalsural7948 Год назад

    অপুর্ব যা ভাষায় প্রকাশ করা যায় না শুধু অনুভুতি করতে হয় 😍😍😍😍😍😍

  • @monojmohan9146
    @monojmohan9146 Год назад +4

    সালাউদ্দিন সুমনের কী চমৎকার উপস্থাপনা!
    সত্যিই একটি সুন্দর জায়গা। পর্যটন প্রচারের জন্য প্রচুর সুযোগ রয়েছে বলে মনে হচ্ছে। বাংলাদেশ নিম্নলিখিত পরিকল্পনা বিবেচনা করতে পারে-
    1. কিছু জল এবং স্থল সহ কিছু এলাকা পরিযায়ী পাখিদের জন্য নির্দিষ্ট করা যেতে পারে, যেখানে নৌকা এবং পর্যটকদের চলাচল বন্ধ করতে হবে। এতে এলাকার সৌন্দর্য বৃদ্ধি পাবে।
    2. উঁচু জমির কিছু অংশে কিছু ঔষধি গাছ এবং ভেষজ গাছ লাগানো যেতে পারে।

  • @selinaakter-t9p
    @selinaakter-t9p 3 месяца назад

    সালাহউদ্দিন সুমন ভাই সময় টিভির সাংবাদিক ঢাকা শাখা, পাশাপাশি অপরুপ সৌন্দর্যের ভিডিও তুলে ধরেন মানুষের কাছে। এককথায় অসাধারণ। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক। আলহামদুলিল্লাহ 🌏🇧🇩

  • @jummo.S.007
    @jummo.S.007 Год назад +1

    ধন্যবাদ ভাই 🥰। এত সুন্দর করে উপস্থাপন করার জন্য। কাপ্তাই লেকের রাঙ্গামাটিতে আমার বাড়ি🙂🥰

  • @bholanathpandey4851
    @bholanathpandey4851 Год назад +2

    Excellent explanation unique VDO. Thanks a lot Sumon Bhai. I am from India

  • @সুন্দরজীবন-জ৭ষ

    সুমন ভাই আপনার ভিডিওর অপেক্ষায় থাকি।

  • @sumonrahat2857
    @sumonrahat2857 Год назад

    মালোশিয়া থেকে দেখছি সব সময় আপনার ভিডিওর অপেক্ষায় থাকি।

  • @imamulhussain5231
    @imamulhussain5231 Год назад +3

    I would like to say a big THANK YOU to you Sumon Bhai for your wonderful RUclips clips on beautiful places in Bangladesh. As I am watching, it feels like I am there in person. I have visited BD after 26 years of staying away abroad and experienced the true beauty of this wonderful country. Keep making and sharing the wonderful clips!