লাখো মানুষের চোখের জ'লে সৃষ্ট কাপ্তাই লেক এখন মুগ্ধতায় ভাসায় পর্যটকদের || Kaptai Lake || Rangamati
HTML-код
- Опубликовано: 25 ноя 2024
- দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় কৃত্রিম জলাধার রাঙ্গামাটির কাপ্তাই লেক বা হ্রদ। এই লেকের পানির প্রধান উৎস কর্ণফুলী নদী। এই নদীর গতিমুখে পানি বিদ্যুৎ কেন্দ্রের জন্য ১৯৫৬ সালে পাকিস্তান আমলে একটি বাঁধ নির্মাণ করা হলে রাঙামাটি জেলার ৫৪ হাজার একর কৃষি জমি ডুবে যায় এবং এ হ্রদের সৃষ্টি হয়।
হ্রদ সৃষ্টির কারণে সংরক্ষিত বনের ২৯ বর্গমাইল এলাকা ও অশ্রেণীভুক্ত ২৩৪ বর্গমাইল বনাঞ্চলও ডুবে যায়। এই পাহাড়ি জনপদে বসবাসরত প্রায় ১৮ হাজার পরিবারের মোট এক লাখ মানুষ বাস্তুচ্যূত হয়। তাদের বাড়িঘর, উপাসনালয়সহ সবকিছু তলিয়ে যায় এই জলের নিচে। এই যে অপার সৌন্দর্য দেখে আমরা ওয়াও বলে উঠছি, এর আড়ালে রয়েছে বহুমানুষের জন্মভিটা হারানোর হাহাকারও। বৃহৎস্বার্থ বিবেচনায় ত্যাগ স্বীকার করেছেন এই অঞ্চলের পাহাড়ি মানুষেরা।
Contact:
sumonmcj@yahoo.com
#kaptai_lake #kaptai #কাপ্তাই_লেক #কাপ্তাই #রাঙ্গামাটি
আলহামদুলিল্লাহ।
বাংলাদেশের পর্যটন এলাকা গুলোকে বেশি বেশি প্রোমোট করার অনুরোধ রইলো।
সত্যি এতো সুন্দর মনমুগ্ধকর পরিবেশ সবই ওই সৃষ্টিকর্তার দান সুবহানাল্লাহ।
ভাইয়া আমি ভারতবর্ষ থেকে দেখছি । আপনার গ্রামীণ দৃশ্য ভিডিও গুলো আমাদের সকল কে খুব আনন্দ দেয়। এমন সুন্দৌর্যময়ী ভিডিও আরো চাই 🥰🥰
𝑨𝑷𝑵𝑨𝑹 𝑽𝑨𝑹𝑶𝑻 𝑲𝑶𝑰 𝑩𝑨𝑹𝑰🏠🏠
আপনি কোন জেলা থেকে বলছেন ?
আমি কলকাতা
ধন্যবাদ সুমন ভাই আমাদের রাঙ্গামাটিকে এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য❤️❤️
সুমন ভাই না থাকলে হয়তোবা এই বাংলার অপরূপ দৃশ্য কখনোই দেখা হতো না ঘরে বসে,, অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইল ভাইয়ের জন্য,,
অনেক ধন্যবাদ❤️
আল্লাহ দেখিয়েছে তাই দেখলেন
@@SalahuddinSumon koto taka khoroch hoise
@@SalahuddinSumon ভাই ভিডিওর সাউন্ড আর একটু বেশি হলে ভালো হয়🎚️
ভাই আপনার সাথে যোগাযোগ করার খুব ইচ্ছা জাগে ভাই
ভাই শহরে থেকে গ্রামের এত সুন্দর দৃশ্য দেখে মন ভরে গেল। I love my Bangladesh
15:39
অসাধারণ দৃশ্য।বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য্যের তুলনা হয় না।সুমন ভাই কে অসংখ্য ধন্যবাদ।
জলই জীবন জলই জীবনের উৎস
আমরা মোহিত দেখে অবর্ণনীয় দৃশ্য।
বাংলাদেশের সৌন্দর্য্য অতীব মনোমুগ্ধকর
সুমন ভাই তা দেখানোর প্রধান কারিগর।
ধন্যবাদ সুমন ভাই ।
Nice খুব ভাল beautiful
No doubt. From Pakistan🇵🇰
এটিই আমাদের বাংলাদেশ, কতোই নাহ সুন্দর 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩❤️❤️❤️❤️🇧🇩🇧🇩🇧🇩
অপূর্ব সুন্দর । খুব ভালো লাগল । মন ভরে গেল,চোখ জুড়িয়ে গেল কাপ্তাই লেকের সৌন্দর্য দেখে । সালাহউদ্দিন ভাই আপনাকে অশেষ ধন্যবাদ ।
আল্লাহ আপনাকে আরো সামনে দিকে এগিয়ে নিয়ে যাক।
Nice খুব ভাল beautiful
আপনার বানানো ভিডিওগুলোর মধ্যে সবথেকে সেরা এইটা মনে হলো যে আমি নিজেই গিয়ে ঘুরে এসেছি
আগে দেখেনি কতো মিনিট কতো সেকেন্ড ভিডিও সেই বুঝে দেখি যদি দেখি কম সময় তাহলে সাথে সাথে দেখি আর যদি দেখি বেশ আধঘন্টা তাহলে রাত এগারোটার পর জমিয়ে দেখি আমার সুমন ভাইয়ের ভিডিও কিনা কথা গুলো এতো সুন্দর করে বলো কারোর সাথে তুলনা হয়না খুব ভালো থাকবে ভাই টাটা ।
সুমন ভাই গ্রাম বাংলার দৃশ্য তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ
অনেক সুন্দর
❤️❤️❤️❤️
মন ভরে যায় তোমার ভিডিও দেখে
দারুন লাগে
দুপুরে খাওয়া দাওয়া করে তোমার গ্রামের ভিডিও গুলো দেখতে অসাধারণ লাগে ❤️
সালাউদ্দিন সুমন ভাইয়া, আপনি আমাদের দেশের প্রাকৃতিক মনোরম দৃশ্য গুলোর বর্ণনা ও তুলে ধরেছেন অনেক সুন্দর ভাবে। তাই অসংখ্য ধন্যবাদ আপনাকে।
এইরকম আরো ভিডিও চিত্র দেখার ইচ্ছা করছি। আশা করি আমার মনের আশা পূরণ করবেন।
অপূর্ব অসাধারণ। খুব ভালো লাগলো। আমি পশ্চিমবঙ্গের অধিবাসী। জানিনা কোনোদিন মেতে পারবো কিনা কিন্তু আপনার চোখের মাধ্যমে আমি মানস ভ্রমণ করে নিলাম। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
Nice খুব ভাল beautiful
কাপ্তাই হ্রদের মনোরম দৃশ্য ও এর বিশালতা আগে কখনো কেউ এতো সুন্দর মনোমুগ্ধকর করে তুলে ধরেনি,
বিশেষ করে লেকের বিশালতা ও বিভিন্ন পর্যটন দৃশ্য আন্তর্জাতিক অঙ্গন দুরের কথা দেশের অনেকের অজানা ।
অপূর্ব মনে হচ্ছে বাংলাদেশের ভূস্বর্গ ধন্যবাদ সুমন ভাই
আল্লাহু আকবার। অসাধারণ সুন্দর। ধন্যবাদ সুমন ভাই। নিজের দেশে এতো সুন্দর জায়গা আছে জানতাম না। অসাধারণ।
অপরূপ প্রকৃতি অপার জলরাশি .... মন কে স্নিগ্ধ সতেজ করে দিলো ! অনেক ধন্যবাদ সালাউদ্দিন সুমন ভাই কে ।
Very beautiful scenery, clear river water and many small islands.... Greetings from Indonesia.....
আপনার সাবলীল উপস্থাপনা আর আমাদের রাঙামাটি প্রাকৃতিক সৌন্দর্য সত্য অসাধারণ ধন্যবাদ ভাই ।
আলহামদুলিল্লাহ নিজের এলাকায় অনলাইনে দেখে নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে সার্থক জনম জন্মেছি এই দেশে সার্থক জনম রাঙ্গামাটিকে ভালোবাসা
চোখ জুড়ানো মন উরানো এক অনাবিল শান্তি লাগে এমন প্রকৃতি দেখে। 🥰🥰🥰🥰 Love this....
অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সালাউদ্দিন সুমন ভাইকে আমার জন্ম স্থান কে এত সুন্দর করে উপস্থাপন করার জন্য, শৈশব কৈশোর সব কাটিয়েছি এখানে ,এখনো নারীর টান আছে এখানে। সরকার যদি ভালোভাবে নজর দেয়, বাংলাদেশ এর বড় পর্যটন শিল্প করা সম্ভব, থাইল্যান্ডের মতো বিশাল কিছু করা সম্ভব। সুষ্ঠু নীতিমালা প্রয়োজন এ কাপ্তাইয়ের জন্য। ধন্যবাদ সালাউদ্দিন সুমন ভাই।
Nice খুব ভাল beautiful
অনেক ধন্যবাদ ভাই আমাদের চট্টগ্রামের কাপ্তাই লেখা সৌন্দর্য তুলে ধরার জন্য🥰🥰🥰 আর আপনার ভিডিওগুলো অসাধারণ সুন্দর মানুষ প্রকৃতিকে খুব কাছ থেকে উপলব্ধি করতে পারে।😊🥰 আপনার ভিডিও গুলো দেখার জন্য সুন্দর লাইক আর কমেন্ট নই স্পেশাল কোন কিছু থাকলে এটাও দিতাম সত্যি 💞💞💞🌄😊
এই অপার সৌন্দর্য উপভোগ করার সুযোগ আপনার জন্য হলো দাদা 🥰 খুব মিস করি নাগাল্যান্ড এর ভিডিও গুলি এরকমই ছিলো 💟💟
ভাইয়া আমি ভারতবর্ষ থেকে দেখছি ।আপনার ভিডিও আমার খুব ভালো লাগে । আপনার গ্রামীণ দৃশ্য ভিডিও গুলো আমাদের সকল কে খুব আনন্দ দেয় ।
কাপ্তাই আমার জম্মভূমি।
বাংলাদেশের সৌন্দর্যের রাণী।
আমি প্রায় যাই ঘুরতে
তবুও মন ভরে না।
কয়েক মাস আগে এই জায়গা গুলোতে ঘুরতে গেছিলাম বন্ধুরা মিলে,,এখন বিদেশের মাঠিতে আছি আর ভিডিও টা দেখে খুব মিস করছি সেই সময় গুলো,,আশায় আছি আবার কবে দেখা হবে প্রিয় বাংলাদেশ।
ধন্যবাদ আপনাকে প্রিয় জায়গা গুলো দেখানোর জন্য।
ধন্যবাদ সালাউদ্দীন সুমন ভাই আমাদের দেশের দর্শনীয় স্থানগুলোকে সোস্যাল মিডিয়ায় এত সুন্দর করে উপস্থাপন করার জন্য আজকে আপনার ভিডিও দেখে জানলাম কাপ্তাই লেক জে এত সুন্দর ইনশাআল্লাহ একদিন কাপ্তাই লেক ঘুরে আসব
আমি রাঙ্গামাটির সন্তান। আমি ছোট থাকতে আমার দাদা আমাকে ভিটা বাড়ি হারানোর দুঃখ গাথা শুনাতো। অনেক কষ্ট চাপা পড়ে আছে এই কাপ্তাই লেকের মধ্যে যা ভাষায় বোঝাবার মতো নয়। পাহাড়িদের চোখের পানিতে তৈরি হয়েছে এই কাপ্তাই লেক। যা এখন সবার চোখ জুড়িয়ে দেয়।
আমি খাগড়াছড়ির ছেলে। তবে আমার দাদাদের বাসস্থান ছিল ঐ কাপ্তাই লেখে।পানিতে ডুবেছিল আমার দাদার বসতভিটে।
সরকারের পক্ষ থেকে কোনো সাহায্য পায় নি যাদের ঘর হারাইছে?
এটা অনেক আগের কথা। তখন বাংলাদেশ ছিলো না তখন পাকিস্তান সরকার ছিলো@@raferojatamim3505
😢😢
ভাই আপনার সাথে যোগাযোগ করতে চাই
অত্যন্ত সুন্দর একটা ভিডিও। চমৎকার একটা ভিউ।
লেইকটি পাকিস্তান সরকার ১৯৫৬ সালে তৈরী করেছিল,এই লেইকটি এখন হাজার হাজার লোকের জীবিকার উৎস,এখানে উৎপাদিত বিভিন্ন প্রজাতির মাছ দিয়ে লোকেরা জীবিকা নির্বাহ করে,তাছাড়া এই লেইক দেখার জন্য প্রতি বছর লক্ষ লক্ষ লোকের সমাগম হয়,
এই পর্যটকদের আগমনও লক্ষ লক্ষ লোকের জীবিকার অন্যতম মাধ্যম।
প্রকৃতি ও ইতিহাসের চমৎকার উপস্থাপন। ধন্যবাদ ও শুভকামনা।
এই কারনেই বাংলার সবচেয়ে শুদ্ধ কবি জীবন আনন্দ দাশ বলেছিলেন বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রুপ খুঁজিতে যাহিনা আর
গ্রাম্য পরিবেশের মনোমুগ্ধকর দৃশ্য ফুটিয়ে তোলার আরেক নাম " সালাহউদ্দিন সুমন `` ভাই...
ভারত থেকে লিখছি.. এই কাপ্তাই লেক যাদের জমির ওপরে তৈরী সেই চাকমা রাজার ইতিহাস, চাকমা দের জীবন বৈচিত্র সম্বন্ধে যদি কিছু বলতেন তাহলে মনে হয় আরো ভালো হত ভিডিও টা.. 🙏🙏 বাকি যতটুকু দেখলাম সেটাও খুব সুন্দর 👍
অসাধারণ কাপ্তাই লেক কিছু বলার নাই এত সুন্দর
প্রাকৃতিক সুন্দর এমন এক জিনিস আরো হতাশার মাঝে প্রাকৃতিক মুক্ত তাই মনকে স্বদেশ করে দেয়।
অসাধারণ ঐশ্বরিক ও নান্দনিক প্রাকৃতিক এবং মনোরম দৃশ্য দেখে অভিভূত হয়েছি । ইশ্বর বোধহয় সৌন্দর্য ঢেলে দিয়েছে । ভালো থাকবেন সবাই ।
মিউজিক আর মুগ্ধকর দৃশ্য মন ছুয়ে গেছে
সুমন ভাই আপনি জল জঙ্গলের
এমন মেলবন্ধন বুঝি বাঙলাদেশের
আর কোথাও দেখা যায়না।আপনি
এত সুন্দর দৃশ্য তুলে ধরলেন তে মনে
হচ্ছে ঘরে বসেই কাপ্তাই লেকের অপরূপ
সৌন্দর্য উপভোগ করছি।অসংখ ধন্যবাদ।
বিউটিফুল বাংলাদেশ। ধন্যবাদ প্রিয় সুমন ভাই।
Nice খুব ভাল beautiful
সুমন ভাই ভিডিওগুলো আমার কাছে খুবই ভালো লাগে আমি সৌদি আরব থেকে প্রতিদিনই আপনার ভিডিও দেখি
আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা। সুদূর বাংলাদেশ থেকে এসে যেভাবে ভারতের বিভিন্ন জায়গা এক্সপ্লোর করছো, বাঙ্গালী হয়ে আমি তোমার জন্য গর্বিত।
যত যায় ততই ভালো লাগে অসাধারণ রাঙামাটি আমার খুব পছন্দের এক জায়গা ❤❤❤❤
অপরুপ দৃশ্যের পাশাপাশি সুন্দর নেপথ্য সুর, সব মিলিয়ে অসাধারন!
অসাধারন প্রিয় ভাই
সুমন ভাইয়ের ভিডিও গুলো সত্যি অসাধারণ।
আমি গত ২০১৬ সালে গিয়েছিলাম কাপ্তাই লেকের মধ্যে শুভলং বাজার হয়ে বিলছড়ি মাধ্যামিক বিদ্যালয়ে । এই অপার সৌন্দর্য উপভোগ করেছিলাম চরমভাবে। আপনার ভিডিও দেখেও কম আনন্দ পেলাম না সালাউদ্দীন ভাই। হেলিপ্যাডসহ আরো কিছু অদেখা দৃশ্য দেখা হলো আপনার মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
এটার ইতিহাস অনেক খুঁজলাম
ধন্যবাদ এই ইতিহাসটি তুলে ধরার জন্য ❤
ধন্যবাদ ভাই এতো সুন্দর একটি জায়গা দেখানোর জন্য,
আজ কয়দিন ধরে আপনার কন্টেইন গুলি দেখছি,প্রাণ জুরানো মনোমুগ্ধকর দৃশ্য গুলি নয়নাভিরাম।
দেখা হয়নি কখনো কাপ্তাই লেক বা রাঙ্গামাটি তবে আপনার ভিডিওর মাধ্যমে দেখলাম চোখ জুড়ানো মন ভুলানো অপার সৌন্দর্য আমাদের এই ছোট্ট বাংলাদেশ কত কিছুই না আছে এই দেশটিতে কিন্তু আমরা এই সুন্দর দেশ টির মূল্যায়ন দিতে পারিনা ধ্বংস করি আমাদের বেঁচে থাকা বন্ধুদের গাছ নদী ভরাট পুকুর ভরাট নদী খাল দূষণ আহারে সোনার দেশ কত সুন্দর জয়ে না লুকিয়ে আছে তোমার বুকে ধন্যবাদ ভাইয়া
সত্যিই এই দেশটা অনেক সুন্দর
Arab culture is responsible for degradation of Sonar Bangla .
🌸কত সুন্দর আমাদের সোনার বাংলাদেশ🇧🇩❣️ ফলমূল সত্যিই দারুন😊 পাহাড় পর্বত অতুলনীয় সুন্দর্য😍 চমৎকার একটি ভ্লগ♥️
Bangla ke aamra Arab er bal oo diye vortee kore morubhoomi baniye felechhi . Alhamdudilla .
এক কথায় অসাধারণ লেগেছে ভাই ধন্যবাদ এতো সুন্দর ভিডিও দেয়ার জন্য
বই পড়লে জ্ঞান বাড়ে,
ভ্রমণ করলে জ্ঞান বাড়ে,
ভ্রমণ মানুষের মানসিক স্বাস্থ্য ভালো রাখে।
এখানে গিয়েছি এক অসাধারণ জায়গা। নৌকা দিয়ে ঘুরেছি। বাংলাদেশের অন্য জেলা থেকে ভিন্নতা আছে। শীতকালে আনারস খেয়েছিলাম অন্য রকম এক অনুভূতি। পাহাড়ের মাটি গুলি দেখে মনে হয় অনেক পুরাতন ও পাথর।
সুন্দর আরেকটা জায়গা দেখানোর জন্য আবারও অসংখ্য ধন্যবাদ সুমন ভাই
Nice খুব ভাল beautiful
ভালো কিছু পেতে গেলে অনেক কিছুই হারাতে হয়.আমরা যে এমন মনোরম একটা সম্পদ পেয়েছি শুকরিয়া আল্লাহর কাছে. আপনার মতের সংগে আমিও বলি প্রচার এবং যোগাযোগ হলে আমরাই লাভবান হব.ধন্যবাদ.
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদের কাপ্তাই এবং কণফুলী নদীর সৌন্দর্য তুলে ধরার জন্য।আমি কাপ্তাই প্রজেক্ট একজন বাসিন্দা।
ভাই ধন্যবাদ আপনাকে এত সুন্দর জায়গা দেখানোর জন্য। বাংলাদেশে এত সুন্দর জায়গা রয়েছে জানতামনা।
Love from INDIA,ASSAM 🇮🇳💕💖
খুব ভালো লাগলো ❤️❤️❤️
যেতেই হবে কাপ্তাই লেক। অনেক অনেক ভালো থাকুন সব সময় 🤲🤲🤲🌹🌹🌹
আবার এক সুন্দর বিষয় , উপস্থাপনা ও কন্ঠ। দেখেনি আগে। কোথায় শুনিনি।
এটা আমাদের বাংলাদেশ আমার বিশ্বাস হচ্ছে না প্রথম দেখে মনে করছি বাহিরের কোথাও, পড়ে জানতে পেরেছি আপনার কাছে এটা আমাদের বাংলাদেশ কাপ্তাই, কিন্তু এতো সুন্দর একটা লেক রয়েছে অথচ আমার মতো কতো মানুষেরই অজানা, এই সুন্দর্য যদি বাংলাদেশ তথা পৃথিবীর ইতিহাসে তুলে ধরা যায় তাহলে, পর্যটক খাদে বিশাল একটা ভূমিকা রাখবে এই লেক,আমি এর আগে এমন কোনো লেক দেখিনি সত্যি অসাধারণ, তবে এই লেক তৈরির গল্প টা বেশ হতাশার এবং দুঃখ কষ্টের তবে যারা এই লেকের জন্য আত্মত্যাগ করছে তাদের প্রতি ভালোবাসা রইলো। আমাদের উচিৎ এতো সুন্দর একটা জিনিস মানুষের কাছে তুলে ধরা হয়তো তুলে ধরার অভাবে ই দেশের কত শত সুন্দর অজানা জিনিস পড়ে আছে, আজ সালাউদ্দীন সুমন ভাইয়ের জন্য দেখতে পেলাম জীবনের প্রথম দেখলাম এবং এই ভিডিও দেখে অসাধারণ এক অনুভূতি হচ্ছে ❤️❤️💙💙❤️🔥
Nice খুব ভাল beautiful
ভাই তোমার ধারাভাষ্য অনেক সুন্দর
আমার প্রিয় জন্মস্থান ঘুরে যাওয়ার জন্য সুমন ভাইকে ধন্যবাদ ও শুভকামনা
সুমন ভাই সুন্দর মনের মানুষ।মানুষের প্রতি তার গভীর শ্রদ্ধা দেখে আমি মুগ্ধ।
আপনার ১১ মাস আগে বিলাইছরির ভিডিও আমি প্রায় ১০ থেকে ১৫ বার দেখেছি, আজকে এই ভিডিওটি দেখে বিলাইছরির ভিডিওটি দেখতে আবারও খুব ইচ্ছে করছে 🥰
❤️💕❤️thanks
অপূর্ব।আজ ই কাপ্তাই হ্রদ দেখে ফিরলাম।তাই আর ও ভালো লাগছে।🙂👍
সুমন ভাই এর ভিডিওগুলো অনেক ভালো লাগে ধন্যবাদ সুমন ভাই এত সুন্দর ভিডিও সবার মাঝে উপহার দেয়ার জন্য।
Valobasa obiram bro i am From Saudi Arabia ❤️❤️❤️🇧🇩🇧🇩🇸🇦🇸🇦
Nice খুব ভাল beautiful
আজাদ ভাই দারুন ভিডিও সুঠ কোরেছেন সুমন ভাই। ধন্যবাদ আজাদ ভাই কে
ভাই আপনার ভিডিও গুলি ভাল হয়, সব সময়, তার পরেও মনে হয় আজ সেরা
হাহাকার আর সৌন্দর্যের সঙ্গম কাপ্তাই .......
কবি জীবনানন্দের। রূপসী বাংলা .. সত্যই রূপসী ...।
Wonderfull. video. Brother love you. from. kolkata
অসাধারণ সুন্দর প্রাকৃতিক লীলাভূমি রাঙ্গামাটি হলেও ভয় ও কিন্তু আছে!
কেননা না পাহাড়ি উগ্র পন্থী দল রয়েছে!
এজন্যই জায়গায় জায়গায় আর্মি ক্যাম্প করা হয়েছে নিরাপত্তা বেষ্টনে করা হয়েছে আমরা গিয়েছিলাম কয়েক মাস আগে
অপুর্ব যা ভাষায় প্রকাশ করা যায় না শুধু অনুভুতি করতে হয় 😍😍😍😍😍😍
সুমন ভাই আপনাকে অনেক ধন্যবাদ ঘরে বসে আমাদেরকে কাপ্তাই লেক ঘুরে দেখানোরর জন্য।
আমাদের দেশে এতো সুন্দর সুন্দর জায়গা আছে, সেগুলোর আরো আরোও উপস্থাপন করার প্রয়োজন
সালাহউদ্দিন সুমন ভাই সময় টিভির সাংবাদিক ঢাকা শাখা, পাশাপাশি অপরুপ সৌন্দর্যের ভিডিও তুলে ধরেন মানুষের কাছে। এককথায় অসাধারণ। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক। আলহামদুলিল্লাহ 🌏🇧🇩
I would like to say a big THANK YOU to you Sumon Bhai for your wonderful RUclips clips on beautiful places in Bangladesh. As I am watching, it feels like I am there in person. I have visited BD after 26 years of staying away abroad and experienced the true beauty of this wonderful country. Keep making and sharing the wonderful clips!
এতো শুন্দর জাগা এর আগে কখন ও দেখিনি জে বাংলাদেশের মাটিতে
যে হ্রদের জন্য আমার বাপদাদারা সমতল জমিজমা হারিয়ে পেলেছে এই প্রজন্মেও আমি অন্ধকার বাড়িতে বসবাস করতেছি। যেখানে এখনও বিদ্যুতের ব্যবস্থা নেই।
খুবে দুঃখজনক।
আপনার ভিডিও যতই দেখছি,ততই প্রকৃতির প্রেমে পড়ছি
এতো সুন্দর মনমুগ্ধকর পরিবেশ
সুমন ভাইয়ের ভিডিও যেখানে,আমার কমেন্ট থাকবে সেখানে💖💖💖
রাঙ্গামাটি জেলায় জন্ম নিয়ে আমি গর্বিত।
আপনার ভিডিও গুলো সত্যিই খুব অসাধারণ হয় এবং তার সাথে অনেক ইনফরফেমশন ও পাওয়া যায়
আর ভিডিও গ্রাফি যেমন প্রাণবন্ত উপস্থাপনা ও তেমন মনমুগ্ধকর ❤️❤️
অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
সালাউদ্দিন সুমনের কী চমৎকার উপস্থাপনা!
সত্যিই একটি সুন্দর জায়গা। পর্যটন প্রচারের জন্য প্রচুর সুযোগ রয়েছে বলে মনে হচ্ছে। বাংলাদেশ নিম্নলিখিত পরিকল্পনা বিবেচনা করতে পারে-
1. কিছু জল এবং স্থল সহ কিছু এলাকা পরিযায়ী পাখিদের জন্য নির্দিষ্ট করা যেতে পারে, যেখানে নৌকা এবং পর্যটকদের চলাচল বন্ধ করতে হবে। এতে এলাকার সৌন্দর্য বৃদ্ধি পাবে।
2. উঁচু জমির কিছু অংশে কিছু ঔষধি গাছ এবং ভেষজ গাছ লাগানো যেতে পারে।
প্রিয় ভাইয়া,
কাপ্তাই লেকের সৌন্দর্য্য এত বিশদভাবে উপস্থাপন করেছেন, অসাধারণ।
Kaptai lake darun sundor aj dekhlam khub bhalo laglo r bornona darun sundor.
কাপ্তাই লেক এমনিতেই সুন্দর তার মধ্যে আমার প্রিয় মানুষ গুলো সব মিলিয়ে অসম্ভব ভালো লাগছে
অনেক ধন্যবাদ আপনাকে এমন একটি সুন্দর ভিডিও দেখানোর জন্য।
বাঙ্গাল হালিয়া থেকে ❤❤❤❤
আমার হাজবেন্ড বিলাইছড়িতে চাকরি করতো ,আর আমাদের বাসা ছিল তবলছড়িতে।এই লেকে কয়েকবারই গিয়েছি রেকের পাসেই আমাদের বাসাটা ছিলো ,মন চায় বারবার যায় এতো অসাধারণ দৃশ্য ,সত্যি দেখে মন ভরে না।।
সালাউদ্দিন ভাইয়ের জন্য বাংলাদেশ এর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারছি। ভাইয়ের জন্য অসংখ্য শুভকামনা রইলো।
সুমন ভাই ধন্যবাদ❤️❤️❤️❤️এত মনোমুগ্ধকর দৃশ্য দেখানোর জন্য।সুমন ভাই আপনার প্রত্যেক ভিডিও দেখি। I love you,Bangladesh❤️❤️❤️❤️❤️
অশেষ কৃতজ্ঞতা ও শুভ কামনা
Oshadharon vlog Sumon Bhai..👍🏻👏🏻👌🏻