আপনার পথ অনুসরণ করে 3 দিন কাটিয়ে এলাম December, 2023 এ Amirahs Homestay তে আপনারই প্রিয় corner room এ, দারুণ view, Kanchenjunga এর দৃশ্য অসাধারণ সাথে সবুজ চা বাগান, Nimesh Rai এর ব্যবহার অত্যন্ত ভালো, খাবারের পরিমাণ ও স্বাদ অপূর্ব, যারা এখনো যাননি আর miss করবেন না, এখন 1400 টাকা per head, প্রয়োজনে গাড়ির ব্যবস্থা Nimesh ji করে দেন, এখান থেকে Darjeeling দেড় ঘণ্টা লাগে, Share jeep এ Rs. 100 per head ভাড়া,
আপনার ভিডিও গুলোর মধ্যে একটা অন্য ব্যাপার আছে যার জন্য আপনার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকি। এভাবে খুব লোকে প্রেজেন্টেশন ও বর্ণনা দিয়ে থাকে, তার উপর অফবিট জায়গার সন্ধান। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
Apnar vedio dekhe ei week e 25.8.24 26.8.24 Amairah Home Stay te katiye elam. Khub e valo legeche. Je rokom room.. view..sei rokom onader hosting..khabar dabar..sob kichu khub e valo legeche amader. Thank you dada.😊
Aj r kichu bolar bhasha nai amar, prokriti ma tar sob sundorota jeno ekhane dhele deyeche. Bhai apnar video dekhe aj ami sottie bakko hata. OSADHARON.............
Sundoor uposthapona... Karbia tea garden dekhe mugdho hoe gelaam... Uchchota r sathe nistobhdota r aak jog aache.. Seta video dekhte dekhte besh upobhog korchilam... Amairah homestay ti o khub e sundoor.. amon sob drishyo sudhu duchokh bhore dekhar...
আমি অবসর প্রাপ্ত ৭২ বছরের বরিষ্ঠ নাগরিক। অনেকদিন ধরেই "ভাইরাল স্কোপ" দেখছি। আর এখনতো আপনার অনবদ্য ভিডিও ও সংক্ষিপ্ত কার্যকর ধারাভাষ্যের একজন গুণগ্রাহী। আমার জীবনের প্রথম ভ্রমণ ও হিমালয়ের সঙ্গে পরিচয় ১৯৭৫ অক্টোবরে কারশিয়ং দিয়ে। তারপর তো সারাজীবন নানা রকম ভ্রমণ হোল। বুঝতেই পারছেন কিছু অসুবিধে থাকায় বেড়াতে পারছি না। তাই আপনার এই ভিডিও ও আবার বলি সাথে অনবদ্য ধারাভাষ্য কি যে আনন্দ দেয় তা বুঝিয়ে বলতে পারব না। ভাল ও সুস্থ্য থাকুন আর সাথে অনেক অনেক ভিডিও তুলুন । আপনার সিকিমের ভিডিও গুলোও অসাধারণ।
Amairah's home stay is one of the best homestay. Indeed a homestay. Nimesh ji and his family persons are such a beautiful human being, I rarely meet. Josintha, the agile girl, always happy to take care of the guests. এক কথায় ভালো লোকের ভালো হোমস্টে। Thanks to SG for letting us know about this beautiful homestay.
অনেক অনেক ধন্যবাদ আরো একটি অতি সুন্দর ভিডিও আমাদের উপহার দেবার জন্য, অসাধারণ ফটোগ্রাফি,যেটা আগের লসিং রংপোখোলা ভিডিও তে পাইনি আগের অন্য ভিডিওর তুলনায়, আবার সেটা পেলাম ও আপনার সৃষ্টির মাধ্যমে আমরা মানসভ্রমন করে নিলাম।❤️
আরো এক অপরূপ প্রকৃতির মাঝে মনে মনে ঘুরে এলাম আপনার এই ভিডিওটির মাধ্যমে। কি অসাধারণ লাগলো। জীবনে একটি বার ও যদি করবিয়া যেতে পারি, তবে একটা দারুন মনোবাসনা পূর্ণ হবে। ভিডিও দেখছি আর কল্পনায় নিজেকে ওখানে ভাবছি। আপনাকে কি ভাবে ধন্যবাদ জানাবো, তার ভাষা খুঁজে পাচ্ছিনা। অনেক শুভকামনা জানাই।
After watching this vlog decided to visit this place. I have checked in today in Amairah's Homestay, staying in the corner room on the first floor as you suggested 🙂 Very clean and good room, except a couple of minor issues. The bathroom mirror is fixed very low, so you have to bend down to look at your face. Next, there is no charging point next to the bed (though there is a charging point beside the door), which is inconvenient to use while using the laptop. Had a long talk with Nimish ji in the evening, very educated and professional background. Overall enjoying my stay. Will stay tomorrow also. Thank you for always exploring new unknown places and homestays 👍
A senior citizen. Missed it coz never knew ur travel blog. Addicted to lucid description of all the places I see. Precisely second to none. Moreover it is solace to my soul. Keep on the tempo. Spend hours after hours. Hats off my brother.
অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা তথ্য বহুল ভিডিও চিত্র আমাদেরকে উপহার দেওয়ার জন্য,,, দার্জিলিং আমার কাছে একটা আবেগের নাম,,, But কার্শিয়াং এর Home stay র এই রুমের পতি আমার একটা ভাললাগা অনুভূতি তৈরি হলো ইনশাআল্লাহ আমি ও আমার Tour member দের নিয়ে কয়েকটা দিন থেকে আসার চেষ্টা করবো,,,বাংলাদেশ হতে বলছি,,,
Dada I think you are the best travel blogger in West bengal, because of all of your videos presentation, music, natural beauty every thinks. Take care.
A confession…amee khub partial to a few vloggers r khalee Oder videos dekhee….the cover pic of this video attracted me…bheeshon bheeshon bhalo laglo…Darjeeling Kurseong chotobelar smriti…forever beautiful
Aaj e firlam Karbia theke. Chere aste mon chaichilo na. Nimeshji athithiota ek kothae onobodyo. Ar onek onek dhonoyobad apnake sothik gontobyer hadish dewar jonyo. Barsha kaal e Cha bagan je eto sundor hote pare seta na dekhle jantei partam na.
এই এক সপ্তাহ অপেক্ষায় থাকতে থাকতে অপেক্ষার অবসান হোলো, আজ আবার আনন্দের সাথে রাতে ঘুমাতে গিয়ে তোমার এই নতুন ভ্লগটা দেখব,এখন দেখে নিলে আমার বর রাগ করবে,দুজনে একসাথে দেখব।
Pahad, prokiti, cha bagan er chokh jorano sobuj sob dekhe mon ta valo hoye gelo..14 mins pahad e hariye gelam..aro kichu thakte parle valo hoto.. 🤓 Recent video gulor modhye eta jeno ektu besi mon chuye gelo!
@@Viral_Scope erokom sundor mon valo kora video dekhle nischoi valo thakbo.. 😊 Tomakeo onek dhonyobad erokom valo content present korar jonno, specially onno travel vlogger der moto front camera te nijer mukh diye pahad aar prokiti dheke naa debar jonno! Onek valo theke.. ❤️
Yes Amairah's homestay is the perfect place for relaxation. I and my husband has already visited in the month of March .Amazing and wonderful behavior and hospitality from Nimesh ji and his sweet family 👪. And I must mention Nimesh ji's wife is the best 👌 chef. Wonderful food and great test 👌.Most relaxing place.Thank you Shantanu da for suggesting such a wonderful homestay .We have decided to visit this place on our every North Bengal trip atleast for 2 peaceful days 😊.Eagerly waiting for your next vedio. 😊 🙏🙏
@@advocatepameladas6962 you will get the entire details from his vedio. He is such a travel volger who give entire details car costing,room rent and fooding. And more of all you will the genuine details.
2011 সালের আদমশুমারি তথ্য অনুসারে কার্বিয়া চা বাগান গ্রামের অবস্থান কোড বা গ্রামের কোড হল 306424। কার্বিয়া চা বাগান গ্রামটি ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার কার্সিয়ং মহকুমায় অবস্থিত। এটি সাব-ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার কার্সিয়ং থেকে 3.5 কিলোমিটার দূরে অবস্থিত। দার্জিলিং হল কার্বিয়া চা বাগান গ্রামের জেলা সদর। 2009 সালের পরিসংখ্যান অনুসারে, পান্ডু হল কার্বিয়া চা বাগান গ্রামের গ্রাম পঞ্চায়েত। গ্রামের মোট ভৌগলিক আয়তন 91.46 হেক্টর। কার্বিয়া চা বাগানের মোট জনসংখ্যা 547 জন, যার মধ্যে পুরুষ জনসংখ্যা 260 জন এবং মহিলা জনসংখ্যা 287 জন। কার্বিয়া চা বাগান গ্রামের সাক্ষরতার হার 73.86% যার মধ্যে 87.31% পুরুষ এবং 61.67% মহিলা সাক্ষর। করবিয়া চা বাগান গ্রামে প্রায় ১৩১টি বাড়ি রয়েছে। কার্বিয়া চা বাগান গ্রামের পিনকোড হল 734203।
Thanks you again for your new video. I have visited first week of May,22 after watching your takdah video. we are planning to visit kurshiong first week of December, 22. once again thanks for your video and valuable information.
আবার সেই করবিয়া তার সৌন্দর্য আর amairah homestay আপনার ভিডিওর মাধ্যমে দেখতে পেলাম । আপনার ভিডিও দেখেই গত এপ্রিল মাসে amairah homestay তে থেকে ঘুরে আসলাম । Nimesh ji ও তার পরিবারের আতিথেয়তা কোনোদিন ভুলবোনা ।ভালো থাকবেন ।
এই Video টা আর মেঘিতার এর ভিডিও টা বেশ কয়েকবার দেখলাম। মানে দেখতে বাধ্য হলাম । বেড়াতে খুব ভালো লাগে।গত দু বছরে অনেক বেড়াবার ভিডিও দেখেছি ।এমন করে ছবি দিয়ে গল্প বুনতে পারেনি কেউ। প্রত্যেক টা চলমান ছবি এক একটা উপাখ্যান। নিঃশব্দ আলিঙ্গন।উষ্ণতায় ভরে থাকা হিমের প্রলেপ । এত জীবন্ত সব রঙ, কেউ বোবা নয়, সব্বাই কথা বলে।থুড়ি,সুরে গান গায়।এমন বিপ্লব কিভাবে সম্ভব হলো আপনার এডিটিং এর জাদুতে, জানিনা। জানতে চাই ও না।শুধু আরও এমন ছবির গান শুনতে চাই।শুধু শর্ত একটাই। গায়ে যেনো লেপ্টে থাকে প্রকৃতি, পরম আশ্লেষে। অনবদ্য ভাই।এক কথায় অসাধারণ।ভালো থাকবেন।
ভাই, আপনার ভিডিওগুলো দেখে হাজার ক্লান্তির মধ্যেও একটা স্নিগ্ধ ও আনন্দের অনুভূতি হয়। অনেক ধন্যবাদ। আপনার ভিডিও, এডিটিং, voiceover সবকিছুই খুব সুন্দর ❤️।
শান্তনুদা, আপনার ভিডিওর জন্য হাপিত্যেশ করে বসে থাকি। উত্তরবঙ্গ ও সিকিমকে আপনি বাঙালির কাছে অত্যন্ত আপন ও অত্যন্ত নিকটের করে তুলেছেন। আপনার ভিডিওগুলো উত্তরবঙ্গ ও উত্তর পূর্ব ভারতকে নতুন করে চিনতে ও ভালোবাসতে শেখালো।
উত্তরবঙ্গ কি পশ্চিমবঙ্গ বাইরে, আলাদা না হতেই মনে প্রাণে উত্তরবঙ্গ কে পশ্চিমব্গের আলাদা করে দিলেন, উত্তরবঙ্গ তে 7 টি জেলা আছে, উত্তরবঙ্গে কোন এলাকার কথা বলছেন, শুধু জলপাইগুড়ি dooars ও দার্জিলিং মানে উত্তরবঙ্গ নয়, ঠিক কমেন্ট করুন,। তা ছাড়া রাজনীতি চিন্তা ভাবনা আপনাদের থেকে আমরা আলাদা,
@@rajatdas730 উত্তরবঙ্গ হল পশ্চিমবঙ্গের মধ্যে সর্বাধিক সমৃদ্ধ। উত্তরবঙ্গে এখনও যত রকমের চাল পাওয়া যায়, এতপ্রকার আর কোথাও নেই। উত্তরবঙ্গ আলাদা, পৃথক এসব চিন্তা মনে আনবেন না। এগুলো শাসক দ্বারা সূক্ষ্মভাবে ছড়িয়ে দেওয়া ন্যারেটিভ। এড়িয়ে চলুন। এ ধরনের সংকীর্ণতা মনে আনবেন না।
Gotokal theke apnar channel er boro fan hoe gechi, stress er modhye o jokhon e video dekhchi... mon ta kemon halka lagche. Anekdin dhorei solo travel er iccha, meye hawai permission paina bari theke. But ekdin jabo 💚 All the best for your upcoming journey and thank you for all picturesque sights through your lens.
monta onek valo hoye gelo ato sundor prakritik poribesh songe apnar ato sundor uposthapona🥰... onek dhonnobad dada ato valo 1ta video upoharer jonno☺ valo thakben sustho thakben dada❤ akhane ghurte jawar onek icche roilo😇
Apnar ager Karbia r vlog ta dekhe Amairah's homestay te theke chilam...experience khub e bhalo...erom homestay generally pawa jayee naa....Ei vlog tao as usual khub bhalo hoyechee
বাহুল্য বর্জিত বক্তব্য খুব ভালো লাগল । আন্তরিক উপস্থাপনা । প্রয়োজনীয় তথ্য সমৃদ্ধ । আপনাকে ঐকান্তিক ধন্যবাদ । ভালো থাকুন এই দুঃসময়ে ।
আপনার পথ অনুসরণ করে 3 দিন কাটিয়ে এলাম December, 2023 এ Amirahs Homestay তে আপনারই প্রিয় corner room এ, দারুণ view, Kanchenjunga এর দৃশ্য অসাধারণ সাথে সবুজ চা বাগান, Nimesh Rai এর ব্যবহার অত্যন্ত ভালো, খাবারের পরিমাণ ও স্বাদ অপূর্ব, যারা এখনো যাননি আর miss করবেন না, এখন 1400 টাকা per head, প্রয়োজনে গাড়ির ব্যবস্থা Nimesh ji করে দেন, এখান থেকে Darjeeling দেড় ঘণ্টা লাগে, Share jeep এ Rs. 100 per head ভাড়া,
Corner room tar kono room number aache ku ? Kono floor-a ota . Jodi booking korte chai tahole unader ki bolte hobe oi roomtar jonney
আপনার ভিডিও গুলোর মধ্যে একটা অন্য ব্যাপার আছে যার জন্য আপনার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকি। এভাবে খুব লোকে প্রেজেন্টেশন ও বর্ণনা দিয়ে থাকে, তার উপর অফবিট জায়গার সন্ধান। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
Apnar vedio dekhe ei week e 25.8.24 26.8.24 Amairah Home Stay te katiye elam. Khub e valo legeche. Je rokom room.. view..sei rokom onader hosting..khabar dabar..sob kichu khub e valo legeche amader. Thank you dada.😊
Abar notun korey dekhlam, bar bar dekhtey ato valo lagey
অপুর্ব নৈসর্গিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম, দারুণ জায়গা, দারুণ হোমস্টে।
Aj r kichu bolar bhasha nai amar, prokriti ma tar sob sundorota jeno ekhane dhele deyeche. Bhai apnar video dekhe aj ami sottie bakko hata. OSADHARON.............
Asadharon laglo video ti, photography excellent, kurseong ar sondourya abornonio
আন্তরিক ধন্যবাদ আপনাকে 💐
Sundoor uposthapona... Karbia tea garden dekhe mugdho hoe gelaam... Uchchota r sathe nistobhdota r aak jog aache.. Seta video dekhte dekhte besh upobhog korchilam... Amairah homestay ti o khub e sundoor.. amon sob drishyo sudhu duchokh bhore dekhar...
♥️♥️♥️🙏🏼
Khub sundo...cha bagan dekhe chokh juriye gelo! apnar jeebon ta khub sundor, 'pahar diye ghera!'
🥰🥰
Karbia tea garden darun laglo darjeeling gele amaira homestay ekdin stay kore jabar echa ache ...........
Aaj amader akhane meghla jhiri jhiri bristy hochhe, mon ta var lagchilo. Apnar proti bedon ta sune r dekhe mon valo lagar sathe kemon jeno jadumoy hoye gelo. Keno janina apnar chok diye dekhe sihorito hochhilam nijeke okhanei niye chole gechilam. Thaks dada moner var ta katiye debar jonno.
অসাধারণ। ছবি আর কথনভঙ্গির সার্থক যুগলবন্দি।
💐💐💐💝
Apurbo apurbo apurbo photography....puro vlog jure monkamoner barsa...r o anek valo lagar apekkhay thaklam.....👍👍❤❤
Ki apurbo scenic beauty, darun upovog korlam
অজস্র ধন্যবাদ জানাই। ভালো থাকবেন। ♥️
Ei homestay theke just ghure elam. Jemon sundar Karbia tea garden er poribesh, temon i sundar homestay ti. Thank you dada..
আমি অবসর প্রাপ্ত ৭২ বছরের বরিষ্ঠ নাগরিক। অনেকদিন ধরেই "ভাইরাল স্কোপ" দেখছি। আর এখনতো আপনার অনবদ্য ভিডিও ও সংক্ষিপ্ত কার্যকর ধারাভাষ্যের একজন গুণগ্রাহী। আমার জীবনের প্রথম ভ্রমণ ও হিমালয়ের সঙ্গে পরিচয় ১৯৭৫ অক্টোবরে কারশিয়ং দিয়ে। তারপর তো সারাজীবন নানা রকম ভ্রমণ হোল। বুঝতেই পারছেন কিছু অসুবিধে থাকায় বেড়াতে পারছি না। তাই আপনার এই ভিডিও ও আবার বলি সাথে অনবদ্য ধারাভাষ্য কি যে আনন্দ দেয় তা বুঝিয়ে বলতে পারব না। ভাল ও সুস্থ্য থাকুন আর সাথে অনেক অনেক ভিডিও তুলুন । আপনার সিকিমের ভিডিও গুলোও অসাধারণ।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি আরো ভালো করার চেষ্টা করব, যাতে আপনার ঘরে বসেই আরো ভালো লাগে
Amairah's home stay is one of the best homestay. Indeed a homestay. Nimesh ji and his family persons are such a beautiful human being, I rarely meet. Josintha, the agile girl, always happy to take care of the guests. এক কথায় ভালো লোকের ভালো হোমস্টে। Thanks to SG for letting us know about this beautiful homestay.
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
আমার কথাগুলি কে যেন আপনাকে দিয়ে বলিয়ে দিল ।একদম সত্যি কথাগুলি ।
দাদা রুট ভাড়া কতো নেয়? হোটেল নাম ডিটেলস।
@@ronyghosh7994 njp to kurseong in swift dzire 1900 rs. Watch the video again for further information.
Asadharan laglo...okhane jetei hobe...mon valo kore deoa spot...thank you ♥
মন ভরিয়ে দেওয়া একটি ভিডিও।আপনার বলার ধরন আর ফটোগ্রাফি অসাধারণ।
আন্তরিক ধন্যবাদ আপনাকে 💐
আপনার এই ভিডিও দেখে বৃষ্টি ভেজা কোনো এক দিনে চা বাগানে হারিয়ে যেতে মন করছে.
এইরকম ইচ্ছা পূরণের জন্য অনেক সমস্যা পেরোতে হয়। আপনার মত আমারও একই মনে হয়
খুব সুন্দর হয়েছে video টি...আপনার প্রত্যেক টি video খুব ভালো লাগে
আন্তরিক ধন্যবাদ 🙏🏼
Aro kotobar je ei video ta dekhbo, joto bar dekhi..toto bar notun kore aro bhalo lage, r mone hoy sriti abar kobe ektu purono hobe r abar dekhbo...
Nimesher stay te akbar gechhi।sei smriti ajo amolin।আতিথেয়তা,ব্যবহার,খাবার, আমাইরা আজও মন জুড়ে আছে।
প্রায় সবার অভিজ্ঞতাই একই রকম
আমরা এই বছর যাওয়ার চেষ্টা করছি, আপনার দেখানো পথে, তর সইছে না। আপনাকে অনেক ধন্যবাদ।
Darun homestay ta..aar poribesh osadharon..
অনেক অনেক ধন্যবাদ আরো একটি অতি সুন্দর ভিডিও আমাদের উপহার দেবার জন্য,
অসাধারণ ফটোগ্রাফি,যেটা আগের
লসিং রংপোখোলা ভিডিও তে পাইনি আগের অন্য ভিডিওর তুলনায়,
আবার সেটা পেলাম ও আপনার সৃষ্টির মাধ্যমে আমরা মানসভ্রমন করে নিলাম।❤️
অজস্র ধন্যবাদ জানাই। ভালো থাকবেন। ♥️
খুব ভালো লাগলো গ্রুপে শেয়ার করলাম.ধন্যবাদ.❤
♥️💐
Dadar katha r video te mon vore jai.
Excellent photography ,wonderful presentation and natural beauty.Thank you so so much .
Many thanks!
Ami different travel vloger's follow kori, akta kotha na bole parchi na apnar video sobar theke alada.... U r purely nature lover👍👍
অসংখ্য ধন্যবাদ
Wonderful video graphics, ranking in the top 3 of your presentation. Thank you, Santanu.
আন্তরিক ভাবে ধন্যবাদ 🙏🏼
Khub durdanto place vai, jabar icche railo, Annidoda ra blog theke tomar blogger sandhan pai,
অসংখ্য ধন্যবাদ 😊
অপূর্ব,অসাধারণ,মন ভরে গেল। আমি বাকরুদ্ধ। ধন্যবাদ।
আন্তরিক ধন্যবাদ 🙏🏼
আরো এক অপরূপ প্রকৃতির মাঝে মনে মনে ঘুরে এলাম আপনার এই ভিডিওটির মাধ্যমে। কি অসাধারণ লাগলো। জীবনে একটি বার ও যদি করবিয়া যেতে পারি, তবে একটা দারুন মনোবাসনা পূর্ণ হবে। ভিডিও দেখছি আর কল্পনায় নিজেকে ওখানে ভাবছি। আপনাকে কি ভাবে ধন্যবাদ জানাবো, তার ভাষা খুঁজে পাচ্ছিনা। অনেক শুভকামনা জানাই।
আমার আন্তরিক ধন্যবাদ জানাই। 😊
Besh bhalo laglo... Mim tea garden apnar vlog dekhar por i ghure eschi.. osadharon experience.. ekhane jaowar o icche roilo
After watching this vlog decided to visit this place.
I have checked in today in Amairah's Homestay, staying in the corner room on the first floor as you suggested 🙂
Very clean and good room, except a couple of minor issues. The bathroom mirror is fixed very low, so you have to bend down to look at your face. Next, there is no charging point next to the bed (though there is a charging point beside the door), which is inconvenient to use while using the laptop.
Had a long talk with Nimish ji in the evening, very educated and professional background.
Overall enjoying my stay. Will stay tomorrow also.
Thank you for always exploring new unknown places and homestays 👍
A senior citizen. Missed it coz never
knew ur travel blog. Addicted to lucid description of all the places
I see. Precisely second to none.
Moreover it is solace to my soul.
Keep on the tempo.
Spend hours after hours.
Hats off my brother.
অজস্র ধন্যবাদ জানাই। ভালো থাকবেন। ♥️
Ur photography ,feast of eyes👍
However done journalism?
Feel like learning but age is bar.
ঠিক আগের মতই অসাধারণ অনবদ্য। কার্সিয়াঙের দিকটা তুমি যে ভাবে তুলে ধরলে তাতে মন ভরে গেলো। ভালো থেকো সুস্থ থেকো ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
🙏🏼🙏🏼🙏🏼💝
এটা দেখলেই মনটা ছটফট করে ওঠে। গত বর্ষায় একটুর জন্য টিকিট টা মিস করে ফেলি। তাই মাঝে মাঝেই এটা দেখে তেষ্টা মেটাই। 🥲
Ei pachpeche gorome tao erokom sundor video dkhe kichuta mon vorano jai 🙏❤️🥰🥰🥰🥰🥰 as always darunnnnnnnnnn ❤️❤️❤️❤️❤️❤️
😊😊😊 অজস্র ধন্যবাদ জানাই। ভালো থাকবেন। ♥️
Darun aro ekti sundor uposthapona pelam tomar theke bhai. Tomar video tolar kayda asadharon. Onek kichu sekhar ache tomar theke
Thank you dada
অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা তথ্য বহুল ভিডিও চিত্র আমাদেরকে উপহার দেওয়ার জন্য,,, দার্জিলিং আমার কাছে একটা আবেগের নাম,,, But কার্শিয়াং এর Home stay র এই রুমের পতি আমার একটা ভাললাগা অনুভূতি তৈরি হলো ইনশাআল্লাহ আমি ও আমার Tour member দের নিয়ে কয়েকটা দিন থেকে আসার চেষ্টা করবো,,,বাংলাদেশ হতে বলছি,,,
Lovely. Fascinating. Probably next destination for rejuvenation.
Dada I think you are the best travel blogger in West bengal, because of all of your videos presentation, music, natural beauty every thinks. Take care.
অজস্র ধন্যবাদ জানাই। ভালো থাকবেন। ♥️
Amrao ei ghor tay chilam...apurbo drisyo...r nimeshji r tar family r atitheyota bholar noy...osadharon
Best bengali RUclips r . Appreciate your every effort.
Amra just kodin agei Amairah homestay theke firlam.. khub bhalo Nimesh vaiya.. homestay experience khub bhalo..
👍👍
Ami abar amar mostok thuke jete chai. Mon bhalo na lagle... This video works like pure meditation.
A worth watching everytime.
Darun 👍🏽👍🏽👍🏽👍🏽khub bhalo laglo!
Apnar aie sundor video ta dakha aie September a jabar plan korche.
Khub sundor video.❤
Aie homestay ta chara r kono homestay or hotel ache aie khan a?
Aktu kom price ar moddhe!
Apnar point of view thke in future e sundarbon dakhar iche thaklo
সুপ্রভাত। অসম্ভব ভালো হয়েছে এই উপস্থাপনা ,আপনার আগের কার বিয়া vlog থেকেও।।
একটু উন্নতি করছি আর কি 😄😄
Kurseong giye ei homestay tei chhilam... Darun behaviour ❤ love Kurseong
A confession…amee khub partial to a few vloggers r khalee Oder videos dekhee….the cover pic of this video attracted me…bheeshon bheeshon bhalo laglo…Darjeeling Kurseong chotobelar smriti…forever beautiful
আপনার ভিডিও দেখে আমি আজকেই বুক করলাম..অক্টোবর এ যাবো আমরা.. এবং সৌভাগ্যবশত ওই রুম টাও পেয়েছি... অনেক ধন্যবাদ আপনাকে...ভালো থাকবেন ভাই ..
Anekdin por video dile...opekkhay cilam
আন্তরিক ধন্যবাদ আপনাকে 💐
Aaj e firlam Karbia theke. Chere aste mon chaichilo na. Nimeshji athithiota ek kothae onobodyo. Ar onek onek dhonoyobad apnake sothik gontobyer hadish dewar jonyo. Barsha kaal e Cha bagan je eto sundor hote pare seta na dekhle jantei partam na.
Sei bochor dui aager karbia r videoke mone koreiye dilen.... Nostalgic ❤❤❤❤❤
😊😊😊 আমারও তাই মনে হচ্ছিলো
এই এক সপ্তাহ অপেক্ষায় থাকতে থাকতে অপেক্ষার অবসান হোলো, আজ আবার আনন্দের সাথে রাতে ঘুমাতে গিয়ে তোমার এই নতুন ভ্লগটা দেখব,এখন দেখে নিলে আমার বর রাগ করবে,দুজনে একসাথে দেখব।
🥰🥰🥰🙏🏼🙏🏼
Khub khub khub bhalo laglo.
আন্তরিক ধন্যবাদ 🙏🏼♥️🥰🙏🏼
দারুন একটি উপস্থাপনা। ধন্যবাদ
অজস্র ধন্যবাদ জানাই। ভালো থাকবেন। ♥️
Darun laglo video ta dada.. khub valo thakben ....onek suvecha o valobasa roilo ❤
আন্তরিক ভাবে ধন্যবাদ 🙏🏼
Pahad, prokiti, cha bagan er chokh jorano sobuj sob dekhe mon ta valo hoye gelo..14 mins pahad e hariye gelam..aro kichu thakte parle valo hoto.. 🤓
Recent video gulor modhye eta jeno ektu besi mon chuye gelo!
অজস্র ধন্যবাদ জানাই। ভালো থাকবেন। ♥️
@@Viral_Scope erokom sundor mon valo kora video dekhle nischoi valo thakbo.. 😊
Tomakeo onek dhonyobad erokom valo content present korar jonno, specially onno travel vlogger der moto front camera te nijer mukh diye pahad aar prokiti dheke naa debar jonno!
Onek valo theke.. ❤️
ki opurbo laglo! swopno roilo 1bar ontoto oi home stay er oi konar ghore thakbo, rat k upovog korbo...
👍👍👍
Yes Amairah's homestay is the perfect place for relaxation. I and my husband has already visited in the month of March .Amazing and wonderful behavior and hospitality from Nimesh ji and his sweet family 👪. And I must mention Nimesh ji's wife is the best 👌 chef. Wonderful food and great test 👌.Most relaxing place.Thank you Shantanu da for suggesting such a wonderful homestay .We have decided to visit this place on our every North Bengal trip atleast for 2 peaceful days 😊.Eagerly waiting for your next vedio. 😊 🙏🙏
🙏🏼🙏🏼🙏🏼♥️🥰
Details
@@advocatepameladas6962 you will get the entire details from his vedio. He is such a travel volger who give entire details car costing,room rent and fooding. And more of all you will the genuine details.
@@somdattasarkar5916 True
2011 সালের আদমশুমারি তথ্য অনুসারে কার্বিয়া চা বাগান গ্রামের অবস্থান কোড বা গ্রামের কোড হল 306424। কার্বিয়া চা বাগান গ্রামটি ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার কার্সিয়ং মহকুমায় অবস্থিত। এটি সাব-ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার কার্সিয়ং থেকে 3.5 কিলোমিটার দূরে অবস্থিত। দার্জিলিং হল কার্বিয়া চা বাগান গ্রামের জেলা সদর। 2009 সালের পরিসংখ্যান অনুসারে, পান্ডু হল কার্বিয়া চা বাগান গ্রামের গ্রাম পঞ্চায়েত।
গ্রামের মোট ভৌগলিক আয়তন 91.46 হেক্টর। কার্বিয়া চা বাগানের মোট জনসংখ্যা 547 জন, যার মধ্যে পুরুষ জনসংখ্যা 260 জন এবং মহিলা জনসংখ্যা 287 জন। কার্বিয়া চা বাগান গ্রামের সাক্ষরতার হার 73.86% যার মধ্যে 87.31% পুরুষ এবং 61.67% মহিলা সাক্ষর। করবিয়া চা বাগান গ্রামে প্রায় ১৩১টি বাড়ি রয়েছে। কার্বিয়া চা বাগান গ্রামের পিনকোড হল 734203।
Ager Tao dekhechilam...eta aro sundor
Okhane jabo bhabchi ei bochor. Dakha jak. Apnar jonno eta sombhob hoyeche ato bhalo homestay r hodish paoa
🙏🏼🙏🏼🙏🏼😊
Thanks you again for your new video. I have visited first week of May,22 after watching your takdah video. we are planning to visit kurshiong first week of December, 22. once again thanks for your video and valuable information.
অজস্র ধন্যবাদ জানাই। ভালো থাকবেন। ♥️
Kindly upload sittong travel video.
Surely
অপূর্ব সুন্দর প্রকৃতি! অপূর্ব ভিডিও!
আন্তরিক ধন্যবাদ 🙏🏼
আবার সেই করবিয়া তার সৌন্দর্য আর amairah homestay আপনার ভিডিওর মাধ্যমে দেখতে পেলাম । আপনার ভিডিও দেখেই গত এপ্রিল মাসে amairah homestay তে থেকে ঘুরে আসলাম । Nimesh ji ও তার পরিবারের আতিথেয়তা কোনোদিন ভুলবোনা ।ভালো থাকবেন ।
🙏🏼🙏🏼🙏🏼
এই Video টা আর মেঘিতার এর ভিডিও টা বেশ কয়েকবার দেখলাম। মানে দেখতে বাধ্য হলাম । বেড়াতে খুব ভালো লাগে।গত দু বছরে অনেক বেড়াবার ভিডিও দেখেছি ।এমন করে ছবি দিয়ে গল্প বুনতে পারেনি কেউ। প্রত্যেক টা চলমান ছবি এক একটা উপাখ্যান। নিঃশব্দ আলিঙ্গন।উষ্ণতায় ভরে থাকা হিমের প্রলেপ । এত জীবন্ত সব রঙ, কেউ বোবা নয়, সব্বাই কথা বলে।থুড়ি,সুরে গান গায়।এমন বিপ্লব কিভাবে সম্ভব হলো আপনার এডিটিং এর জাদুতে, জানিনা। জানতে চাই ও না।শুধু আরও এমন ছবির গান শুনতে চাই।শুধু শর্ত একটাই। গায়ে যেনো লেপ্টে থাকে প্রকৃতি, পরম আশ্লেষে।
অনবদ্য ভাই।এক কথায় অসাধারণ।ভালো থাকবেন।
অনেক ধন্যবাদ আপনাকে 🙏🏼🙏🏼🙏🏼
২০১৯ এ আমরা গিয়েছিলাম। অসাধারণ অভিজ্ঞতা।
ভাই, আপনার ভিডিওগুলো দেখে হাজার ক্লান্তির মধ্যেও একটা স্নিগ্ধ ও আনন্দের অনুভূতি হয়। অনেক ধন্যবাদ। আপনার ভিডিও, এডিটিং, voiceover সবকিছুই খুব সুন্দর ❤️।
🙏🏼🙏🏼😊
Oshadharon laglo mone holo ami nijei okhane pouche gachi
☺️😊😊
অনবদ্য!!! অসুস্থতার কারনে কিছুদিন youtube দেখতে পারিনি। notification আপনার vlog দেখতে পেয়ে মনটা খুশিতে ভরে গেল। আর VIDEO তে অপরূপ সুন্দর জায়গাগুলো দেখে মনটা ভালো হয়ে গেল 👌👌❤
অনেক অনেক ধন্যবাদ 💐🥰
অপূর্ব সুন্দর....50K এর জন্য শুভেচ্ছা রইলো....
আন্তরিক ধন্যবাদ আপনাকে 💐
Nice presentation.
.. Thanks
Khub shundor laglo apnar upothapona...
Apnar kotha moto abar amra pelling a helipad ground a Retreat a chilam ... khub bhalo laglo.. thanks 😊
🙏🙏🙏🏼🙏🏼
Mon diye vdeo ta enjoy korlam , thank u
Bhishon shundor video
Apnar video gulor modhhe aladai ekta anubhuti thake❤️...
Khub sundor jayga ta ❤️
Undoubtedly...
শান্তনুদা, আপনার ভিডিওর জন্য হাপিত্যেশ করে বসে থাকি। উত্তরবঙ্গ ও সিকিমকে আপনি বাঙালির কাছে অত্যন্ত আপন ও অত্যন্ত নিকটের করে তুলেছেন। আপনার ভিডিওগুলো উত্তরবঙ্গ ও উত্তর পূর্ব ভারতকে নতুন করে চিনতে ও ভালোবাসতে শেখালো।
অজস্র ধন্যবাদ জানাই। ভালো থাকবেন। ♥️
উত্তরবঙ্গ কি পশ্চিমবঙ্গ বাইরে, আলাদা না হতেই মনে প্রাণে উত্তরবঙ্গ কে পশ্চিমব্গের আলাদা করে দিলেন, উত্তরবঙ্গ তে 7 টি জেলা আছে, উত্তরবঙ্গে কোন এলাকার কথা বলছেন, শুধু জলপাইগুড়ি dooars ও দার্জিলিং মানে উত্তরবঙ্গ নয়, ঠিক কমেন্ট করুন,। তা ছাড়া রাজনীতি চিন্তা ভাবনা আপনাদের থেকে আমরা আলাদা,
@@rajatdas730 উত্তরবঙ্গ হল পশ্চিমবঙ্গের মধ্যে সর্বাধিক সমৃদ্ধ। উত্তরবঙ্গে এখনও যত রকমের চাল পাওয়া যায়, এতপ্রকার আর কোথাও নেই। উত্তরবঙ্গ আলাদা, পৃথক এসব চিন্তা মনে আনবেন না। এগুলো শাসক দ্বারা সূক্ষ্মভাবে ছড়িয়ে দেওয়া ন্যারেটিভ। এড়িয়ে চলুন। এ ধরনের সংকীর্ণতা মনে আনবেন না।
Gotokal theke apnar channel er boro fan hoe gechi, stress er modhye o jokhon e video dekhchi... mon ta kemon halka lagche. Anekdin dhorei solo travel er iccha, meye hawai permission paina bari theke. But ekdin jabo 💚
All the best for your upcoming journey and thank you for all picturesque sights through your lens.
Thank you so much 🙏🏼
Darun laglo Santanu da,🥰
Thank you so much dada
Excellent videography.. Beautiful narration and above all the lovely homestay.Eagerly waiting for visit. 🌹🌹🌹🌹🌹
Video ta dekhe Mon ta jeno kothai hariye gelo.
Take ❤️
অজস্র ধন্যবাদ জানাই। ভালো থাকবেন। ♥️
KI DEKHALE DADA MONTA JURE GELO.SATTI AMADER NORTH BENGAL KOTO SUNDAR.SUPERB SHOT. MY NEXT PLAN .THANKS
Eta amar favourite
আপনার ভ্রমণ কাহিনী গুলো অসাধারন, প্রতিটি ভ্রমন এর যোগাযোগ বিবরণ সহ বললে আমাদের উপকার হবে।
প্রতিটি ভিডিওতেই যোগাযোগ নম্বর দেওয়া থাকে
Excellent information thanks 👍
monta onek valo hoye gelo ato sundor prakritik poribesh songe apnar ato sundor uposthapona🥰... onek dhonnobad dada ato valo 1ta video upoharer jonno☺
valo thakben sustho thakben dada❤
akhane ghurte jawar onek icche roilo😇
অজস্র ধন্যবাদ জানাই। ভালো থাকবেন। ♥️
Congratulations on 50k, by the darun video's, miss kora Jayna .
অনেক অনেক ধন্যবাদ আপনাকে 💐
Darun video.
কোনও শিল্পীর আঁকা ক্যানভাসে এত সুন্দর প্রকৃতি রূপময় হয়ে উঠত কিনা সন্দেহ।আপনার ভিডিও মন মাতায় যেমন পাহাড়ের জন্য মন কেমন ধরিয়ে দেয়।আপনার নিরুচ্ছ্বাস বর্ণনাভঙ্গি এককথায় অনব্য।
Wow gateways ছাড়া সরাসরি এই হোমস্টে বুক করা মায় কি?
হ্যাঁ নিশ্চয়ই করা যায়
অসাধারণ, যাবো কোন একদিন
👍
Apnar ager Karbia r vlog ta dekhe Amairah's homestay te theke chilam...experience khub e bhalo...erom homestay generally pawa jayee naa....Ei vlog tao as usual khub bhalo hoyechee
Dada❤️🎉❤️apnar ❤️🎉❤️ video gulo
Kub valo lage
Santanu da.....mindblowing dada
Mon boro kharap dada, hingsay unmotto prithvi... tabu mon bhore gelo apnar eai advut sundor pahari collage-e. Satti, emon katha hariye jaoa dine eai soundorjer upachar tuku na hole beche thaka kothin hoy. Tai to bar bar pahare, bone, jharnay, nadite phire ashi sei sab pathe hatte je patho konodin jaoa hoyni. abar phire ashbo eai alo-chaya, nil-sabujer deshe apnar haat dhore ✍🙏
পাহাড় সত্যি, বাকি সব...
Q
Khub valo laglo dada
আন্তরিক ধন্যবাদ আপনাকে 💐