Rungmook Tea Garden ~ Raya Dhura, Darjeeling ↑ Travel Vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 авг 2023
  • This video is sponsored by WowGateways. WowGateways is renowned and trusted brand for Homestay & Cab booking for hilly districts of West Bengal and Sikkim. They also provide services for event organisation anywhere in North Bengal and Sikkim.
    Contact numbers :
    WowGateways - +91 8391022951
    WOW Cabs - +91 8391022950
    Website: www.wowgateways.com
    Office Address: Sittong, Selphu Bazaar, Dist. - Darjeeling, WB 734008
    Instagram: wowgateways...
    Facebook:
    / 100083183924011
    --------------------------------------------------------------
    ✩ পদমচেনে Viral Scope - এর হোমস্টে → • Silk Route Tour, March...
    ✩ Tea Garden of North Bengal & Sikkim → • Tea Garden of North Be...
    ✩ Kanchenjunga View Tourist Spot → • Kanchenjunga View Tour...
    --------------------------------------------------------------
    Instagram - / viral.scope
    Facebook-- / viralscope.youtube
    --------------------------------------------------------------
    ✩ Music from Epidemic Sound, get 30 days free using the following referral link: share.epidemicsound.com/8icxa8
    --------------------------------------------------------------
    My Camera: amzn.to/3IlyIiy
    Action Camera: amzn.to/3upbZwg
    Drone: amzn.to/3PoGryH
    Computer: amzn.to/3DzciIJ
    Gorillapod: amzn.to/3P5sEfZ
    Camera Stand/Monopod: amzn.to/3RdWa59
    Gopro Long Monopod: amzn.to/3Rd4Ys3
    Mic: amzn.to/3bPSAxV
    Timelapse 360 tools:
    amzn.to/3NK4sP9
    Gopro Waterproof case: amzn.to/3aeecDW
    Head Phone: amzn.to/3yc9VbW
    --------------------------------------------------------------
    #viral_scope #santanu_ganguly #bengali_travel_guide #touristspot #offbeat

Комментарии • 428

  • @ItsmylifeSMRITI

    আগেও বলেছি আবারও বলছি the most underrated Bengali travel youtuber...... আপনার ভিডিও দেখলে প্রকৃতিকে উপভোগ করা যায়.....

  • @subhasispradhan3958

    এই প্রথম পুরোটা দেখার আগেই কমেন্ট করতে হচ্ছে। প্রথম বারো মিনিট লেন্স নয়,রঙ তুলি নিয়ে বসেছিলে বুঝি?

  • @anibratapramanik7070

    জানো শান্তনু, ইচ্ছে থাকলেও সব সময় যেতে পারিনা ...তাই তোমার চোখ দিয়েই পাহাড়ের স্পর্শ পাই।ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা পরের জন্মে যেনো পাহাড়ে জন্মাই ।

  • @dharmokathon8512

    আপনার ভিডিওটি অনবদ্য।। শুধু আপনার একটি সাজেশন চাইছি। নভেম্বর মাসে আমি আমার পরিবারের পাঁচ জন সদস্য নিয়ে সিলারিগাঁও ও রামধুরা যাচ্ছি। ফেরার সময় চা বাগানের মধ্যে কোন হোমস্টেতে থাকতে ইচ্ছুক। রংলি দেখেছি। এরকমই সুন্দর অন্য কোন চা বাগানের মধ্যে হোমস্টে সন্ধান দিতে পারেন একদিন থাকার জন্য। অবশ্যই পকেট ফ্রেন্ডলি হলে ভালো হয়।

  • @s.a.n.c.h.a.r.ii.91

    চেঁচিয়ে বলতে ইচ্ছে করছে - "mentally I'm here!" 🙂

  • @ashokebasu1306

    আমরা যারা শহরে থাকি তাদের কাছে এই প্রকৃতির রূপ সত্যিই অসাধারণ, মন ভালো রাখার সঠিক ডেস্টিনেশন ।👍❤🙏

  • @Observer7053

    অপূর্ব !!!! অসাধারণ !!!! ভ্রমণ কাহিনী রূপে একটি অতি উচ্চস্তরের চলচিত্র ( অথবা documentary filmও বলা যায় )। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমাদের মতো বহুসংখ্যক "শান্তনু গাঙ্গুলির" গুণমুগ্ধদের দর্শনার্থে এটি পরিবেশন করবার জন্যে।

  • @biswas3530

    29 minute er video, aagei khushi hoye gelam, onek kichhu & onekkhon pabo bole, Sonada sob somoy ekta darun sundor jaayga. Video minimum 20 minute er korben 😊

  • @artistmintudey5854

    তোমার বলাটা অনেক সুন্দর তার কারণে আমরা অনেক জায়গায় যাব

  • @arpitamitra3757

    Barsha te tea garden jeno aro Sabuj hoye utheche khub sundar..apnar bachonbhongio besh valo..mugdho kore

  • @user-od2cj9rs9c

    আহা মন জুরানো দৃশ্য,,,, আমাদের শহরের মানুষের কাছে সপ্নের দেশের মতো লাগে,,,সত্যি অতুলনীয় সুন্দর গ্রামের দৃশ্য,,,কতটা সুন্দর বলে শেষ করার মতো নয় ❤❤❤❤❤

  • @Purbasa571

    প্রায় প্রথম থেকেই viral scope এর সাথে আমার সখ্যতা।আজ কবছর আমার গোটা পরিবার আপনার কন্টেন্ট এর ভক্ত।আমার বৃদ্ধ মা মোবাইলে আপনার গলা শুনলেই আমার পাশে এসে দাঁড়িয়ে পরে।উত্তরবঙ্গ আর সিকিমকে আপনার মাধ্যমে নতুন করে চিনেছি।আপনার অনেক ভিডিওর মতোই এই ভিডিওটি ও অসাধারণ।

  • @tapatisinhabiswas1363

    অপূর্ব! অসাধারণ!মন ভরে গেল,মন ছুঁয়ে গেল। বলতে ইচ্ছে করছে -

  • @user-ph1wp4mm7f

    Bah bhai bah. Tomar video dekhlei mon ta bhalo hoye jai

  • @ashokkumarroy75

    শুধু ছবি। প্রকৃতির ছবি। চা বাগান, মেঘ, জলপ্রপাত, নদীর জলধারা, সবুজ উপত্যকা, এ সব‌ই নিয়ে প্রকৃতি। অদ্ভুত দৃশ্য দেখলাম। যেন রং তুলিতে আঁকা চিত্রপট। ভারী সুন্দর ভিডিও। 👍♥👍

  • @rumadasgupta1194

    অসাধারণ প্রাকৃতিক দৃশ্য ,দেখে মুগ্ধ হয়ে গেলাম .এতো সুন্দর যে প্রকাশ করা র ভাষা খুঁজে পাচ্ছি না .আপনার চোখ দিয়ে মন ভোরে উপভোগ করলাম .অনেক অনেক ধন্যবাদ জানালাম আপনাকে .

  • @sakyamajumder7609

    খুব সুন্দর এবং মনোমুগ্ধকর একটি উপস্থাপনা। গুদাম ধুরায় গেছি, এবার গন্তব্য মনে হচ্ছে রায়া!

  • @shrabonirajkal

    মনে হচ্ছে এক ছুটে চলে যাই। কি অপুর্ব সুন্দর।

  • @SubirChakrabortyBSNL

    গত দুদিন তোমার কয়েকটা ভিডিও দেখলাম। সব্বার ভালো লাগার মত উপস্থাপনা। জনপ্রিয় হওয়ার মত যোগ্যতা তোমার আছে। আকাঙ্ক্ষা হলে জনপ্রিয় হতে পারবে।শুভ কামনা জানাই।

  • @skfariduddin5483

    উফ্ অনবদ্য, দেখতে দেখতে যেন কোথায় হারিয়ে যাচ্ছি ।