Mim Basti~Mim Tea Garden, Sukhia Pokhri Offbeat Tourist Spot Near Darjeeling।Offbeat North Bengal

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • #offbeat #hillstation #touristspot
    MimTea Garden
    Mim Basti~Mim Tea Garden, Sukhia Pokhri Offbeat Tourist Spot Near Darjeeling।Offbeat North Bengal
    দার্জিলিঙ থেকে মাত্র কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত মীম বস্তি চা বাগান প্রেমীদের স্বর্গরাজ্য। পাহাড় তো রয়েইছে এছাড়া ঘন অরণ্য, নাম না জানা পাখি, চাদরের মতো বিছিয়ে থাকা চা বাগান এবং অবশ্যই কাঞ্চনজঙ্ঘা - সব মিলিয়ে দুর্দান্ত এই জায়গা।
    এই পর্বে থাকছে ঘুম থেকে সুখীয়া পোখরির সফর, সেখান থেকে মীম বস্তি। পুরো পথ লোকাল ট্রান্সপোর্ট ব্যবহার করা হয়েছে। মীম এ হোমস্টের সংখ্যা খুব কম, ফলে এখানে খুব কম টুরিষ্ট বেড়াতে আসেন - যার ফলে আপনি খুব শান্তি অনুভব করতে পারবেন এই জায়গায়। এছাড়া শুখিয়া পোখরি র অনাবিল সৌন্দর্য বাড়তি আকর্ষণ। আপনারা চাইলে সুখীয়া তেও একদিন কাটাতে পারেন।
    পরের পর্বে আপনাদেরকে নিয়ে যাবো মীমের শতাব্দী প্রাচীন মোনাস্ট্রি তে এবং ঘোরাবো বিজনবারি লাগোয়া রঙ্গিত নদী।
    মীমে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, গাড়ি ভাড়া ইত্যাদি সহ সমস্ত তথ্য রয়েছে এই ভিডিওতে। আশা রাখি এই ভিডিও আপনাদেরকে আনন্দ দেবে। কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো আর অবশ্যই একটি লাইক করে দেবেন।
    অনেক ধন্যবাদ।
    ---------------------------------------------------------------------------
    -----------------------------------------------
    📌Hill View Homestay
    Contact no.: 62950 85812
    Fooding+lodging - Rs. 1200/day/person
    Free wifi
    --------------------------------------------------------------------------------------------------------------------------
    #bhromoner_itikotha #subhajit_majumder #offbeat #bengali_travel_guide #bengali_vlog #hillstation #northbengal #travel_vlog
    #travelvlogger
    #bengaltravelvlogger
    #darjeeling #darjeelingvlog #offbeatnorthbengal
    #sukhiapokhri
    -------------------------------------------------------------------------------------------------------------
    👉Contact with me:
    Bhromoner Itikotha
    Presented by - Subhajit Majumder
    📧 subha.dbs@gmail.com
    Like,share & Subscribe 🙏

Комментарии • 6

  • @informar2764
    @informar2764 3 месяца назад

    Nice video

  • @sbTourism
    @sbTourism 3 месяца назад

    খুব সুন্দর উপস্থাপনা👌🏻 14:26
    পাশে থাকলাম আর সাথে আমন্ত্রণ জানালাম🤝🏻😊

  • @KrishnaDas-tr1vk
    @KrishnaDas-tr1vk 3 месяца назад

    Mim tea garden theke tamsang কতক্ষন সময় লাগে যেতে?

    • @BhromonerItikotha
      @BhromonerItikotha  3 месяца назад

      গাড়ি নিলে 45 min থেকে 1 ঘণ্টার মধ্যে পৌঁছে যাবেন। Share এ এলে একটু বেশী সময় লাগবে কিন্তু কম খরচে পৌঁছে যাবেন। মীম থেকে sukhiya, সেখান থেকে ঘুম।

  • @pratipbanerjee14
    @pratipbanerjee14 Месяц назад

    গাড়ি কি হোমস্টে পর্যন্ত যায়?

    • @BhromonerItikotha
      @BhromonerItikotha  Месяц назад

      সুখিয়া পোখরি থেকে গাড়ি রিজার্ভ করলে Homestay সামনে পর্যন্ত যায়। Share এ এলে মিনিট দুই তিন হাঁটতে হবে।