Singamari & Darjeeling ~ Uncommon Sight seeing, Duplex Homestay, Food Tourism ↑ Travel Vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 270

  • @rumaballav2688
    @rumaballav2688 Год назад +18

    কাল অপেক্ষায় ছিলাম।এলে সে আজকে নিজেকে সাজিয়ে।প্রবেশের এক দমকায় যে রূপ দেখেছি তার ,তার জন্য দিয়েছিলাম 👍মাত্র। কিন্তু তার পর... সবুজের গন্ধ, কাঞ্চনজঙ্ঘা র চলকে পড়া শুভ্র রূপ মোহিত করেছে।মনাস্ট্রি হোক,বা চার্চ,সব ই আমার কাছে ভক্তির সঙস্কারহীন শিল্প।প্রকৃতি তাকে যেন মহিমা দান করেছে। অসাধারণ আপনার ক্যামেরার দৃষ্টি!! চায়ের পেয়ালা হাতে বারান্দায় বসে সামনে যেখানে চোখ গেল, দেখলাম আকাশ কেমন করে যেন সবুজের কোলে আশ্রয় নিয়েছে!!পাহাড় আকাশে র এমন মিলন,রঙের মিলন,হয়তো বা প্রকৃতির অস্তিত্বের মহার্ঘ মিলন সহজে দৃষ্টি গোচর হয়না।অপরূপ তার প্রকাশ। দার্জিলিং এর বিদেশী ছোঁয়া,ঝলমলে ভিড় বাস্তব রূপ।তবে মোহিনী সে বৃষ্টিস্নাত রাতে।সুন্দর।তবু আমার মন টেনেছে আপনার ড্রোনের ছবিতে। সুন্দরের সন্ধান দিলেন। ধন্যবাদ 💐💐👍

    • @Viral_Scope
      @Viral_Scope  Год назад +1

      অসাধারণ

    • @dibborana
      @dibborana Год назад +1

      Khub shundor kore bollen

    • @syedmosharof7685
      @syedmosharof7685 Год назад

      ভালো লাগলো

    • @dona3693
      @dona3693 Год назад +1

      Darjeeling jabar plan chilo December er last week a., jantam Darjeeling a kono hotel Khali pabona.tai kono hotel a chesta na kore apnar ai video dekhe booking korechilam Tamudhi Homestay te, aktai room Khali chilo.vison valo Homestay ar Prasun da o khub simple manus.Thanks once again.Viral Scope avabei agia choluk, sathe achi amra.❤

    • @Viral_Scope
      @Viral_Scope  Год назад

      🙏🏼🙏🏼

  • @subhasisghosh2308
    @subhasisghosh2308 Год назад +10

    আপনার পাহাড়ী ব্লগ না পেয়ে গতকাল আমি কিছুটা হতাশ ছিলাম, কিন্তু আজ আবার প্রমাণিত হল অপেক্ষা মধুর.সত্যিই মন্ত্রমুগ্ধ সৌন্দর্য। আপনি সত্যিই সেরা পর্বত ভ্লগার

    • @Viral_Scope
      @Viral_Scope  Год назад

      অনেক অনেক ধন্যবাদ 😊

  • @amarchakraborty319
    @amarchakraborty319 Год назад +4

    আমার কাছে উঃ বঙ্গের জনপ্রিয় পর্যটন কেন্দ্র মানে হলো সেটা viral scope certified কিনা। ভালো লাগে বলেই subscribe করা। সব ভিডিও দেখা হয়ে উঠে না। তবে আমার মতো ৬৫ 'র লোক শান্তনুর পছন্দের তারিফ না করে পারেনা। কারন ভিড় এড়িয়ে বেড়ানোর ঠিকানা দেয় viral scope, বেড়াতে গিয়ে তাড়াহুড়ো করা কোনো কাজের কথা নয়, বরং সময় নিয়ে জায়গা টাকে আবিষ্কার করার আনন্দ আলাদা। সর্বোপরি মধ্যবিত্ত খরচের নাগাল বাতলে ভিডিও কত সুন্দর করে উপস্থাপন করা যায় তার প্রকৃ্ষ্ট উদাহরণ শান্তনুর ভিডিও গুলো। আরো ভালো ঘুরুন ভাই আপনি। আমরাও খবর পেয়ে মনে র আনন্দ পাই।

    • @Viral_Scope
      @Viral_Scope  Год назад

      মনের কথাগুলো বলে দিলেন। ভালো থাকবেন

  • @sutapachakravarti4841
    @sutapachakravarti4841 Год назад +1

    বাহ! শান্তনুর ছবি থেকে রং নিয়ে কী সুন্দর ছবি আঁকলেন • কথার তুলিতে ফুটে উঠল আর একটি ছবি • মনের আয়নায় প্রতিবিম্বিত হল দুটো ছবিই • বৃষ্টিস্নাত দার্জিলিং এর মতই আনন্দসিক্ত হল মন , জাগাল স্মৃতিমেদুরতায় ভরা স্নিগ্ধ উল্লাস • অনেক ভাললাগা আপনাদের জন্য •❤

  • @subhabrataghosh9831
    @subhabrataghosh9831 Год назад +1

    আগেও অনেক ভিডিও দেখেছি, সেই ভালোলাগা, সেই মন ছুঁয়ে যাওয়া, এ এক অদ্ভুত মাদকতা র জন্ম দেয়, দার্জিলিং আমি অন্তত আট বার গেছি, কিন্তু সিংমারী যাই নি, আর নাম টাও অজানা ছিল

  • @siddharthajati472
    @siddharthajati472 Год назад +1

    তোমার আর প্রসূনের যুগলবন্দী জাস্ট অসাধারণ.... প্রসূনের মতো পাহাড়ের মানুষেরা একটা কোথায় যেন ঝাঁকিয়ে দিয়ে যায়.... ভালো থেকো তোমরা।

    • @Viral_Scope
      @Viral_Scope  Год назад

      অসংখ্য ধন্যবাদ আপনাকে।

  • @aakashchatterjee3585
    @aakashchatterjee3585 Год назад +1

    বাহ! শান্তনুর ছবি থেকে রং নিয়ে কী সুন্দর ছবি আঁকলেন • কথার তুলিতে ফুটে উঠল আর একটি ছবি • মনের আয়নায় প্রতিবিম্বিত হল দুটো ছবিই • বৃষ্টিস্নাত দার্জিলিং এর মতই আনন্দসিক্ত হল মন , বহুদিন ধরেই আপনার ব্লগ দেখি,প্রতিবারই নতুন ভালোলাগা।পরিচিত প্রকৃতিকে নতুন ভাবে পাওয়া।আপনার ভিডিওতে কখন যে হারিয়ে যাই বুঝতেই পারিনা ❤❤ স্রষ্টার সৃষ্টি (ভারতবর্ষ) যে কত অপরূপ সেটা আপনার ভিডিও না দেখলে কখনোই উপলব্ধি করতে পারতাম না । কাঞ্চনজঙ্ঘা, চা বাগান, ডুপলেকস ঘর, গ্রটো...ইত্যাদি সবকিছুই অসাধারণ - আপনার ভিডিও চিত্র সম্পর্কে কিছু নাই বললাম...👍💯❤ । তোমার আর প্রসূনের যুগলবন্দী জাস্ট অসাধারণ.... প্রসূনের মতো পাহাড়ের মানুষেরা একটা কোথায় যেন ঝাঁকিয়ে দিয়ে যায়..ক্ষমাপ্রার্থী দেরীতে ভিডিও টা দেখবার জন্য । গত মে মাসে দার্জিলিঙ গিয়েছিলাম, খুব সুন্দর,ভালো থাকবেন।

    • @Viral_Scope
      @Viral_Scope  Год назад

      খুব ভালো লাগলো। ধন্যবাদ।

  • @sujoyroy813
    @sujoyroy813 Год назад +1

    অনবদ্য কাহিনি। দপ্তরে বসেই দেখার লোভ হচ্ছিল।‌ কোনও রকমে বাড়ি ফিরে এসে দেখলাম। বাঙলার হাতে গোনা দু'তিনটে ভ্রমণ নির্ভর চ‍্যানেল, যেগুলোর জৌলুস এখনও আছে, তার মধ্যে সেরা। নিয়মিত ভাবে গুণগত মান বজায় রেখে আমাদের মধ্যে বেড়ানোর আগ্ৰহ বাড়িয়ে তোলার জন্য ধন্যবাদ।

    • @Viral_Scope
      @Viral_Scope  Год назад

      অসংখ্য ধন্যবাদ আপনাকে।

  • @MrSanjoy4ever
    @MrSanjoy4ever Год назад +2

    Khub sundar ❤👏bises kore rater Darjeeling.....tao abar brishti bheja.....off bhaba jay na.....amar ei abhigyata royeche ...tai anubhutita bhujte parlam ....❤

  • @arpitadasgupta7076
    @arpitadasgupta7076 Год назад +1

    আপনার ব্লগগুলো মন্ত্রমুগ্ধ করে রাখে। ভীষণ ভালো লাগে। আমি গত বছর বর্ষায় থামুদিতে ছিলাম। আর দুর্দান্ত লেগেছিল।

    • @Viral_Scope
      @Viral_Scope  Год назад

      অনেক অনেক ধন্যবাদ 😊

  • @musicwithprariva4191
    @musicwithprariva4191 Год назад +1

    আপনার ভিডিও শুধু মাত্র সুন্দর নয় আন্তরিক, নেশা র মত দেখি আপনার উত্তর বঙ্গের ব্লগ, আপনার সাফল্য কামনা করি, ভালো থাকবেন র এরকম প্রকৃতির মনভালোকরা দৃশ্য উপহার দিতে থাকুন, অনেক ধন্যবাদ

    • @Viral_Scope
      @Viral_Scope  Год назад

      সবার ভালো লাগছে এটাই তো আমার সাফল্য 😊
      অনেক অনেক ধন্যবাদ আপনাকে

  • @debjanikar664
    @debjanikar664 Год назад

    Apurbo, Anabadya,Asadharon....mon chuea gelo..Singmari...anek dhonnobad apnake 💐

  • @shamsunnaher2711
    @shamsunnaher2711 Год назад +1

    আপনার ভিডিও দেখে মনে হচ্ছে আবার কবে দার্জিলিং যাবো । ভীষণ ভালো লাগলো ।

  • @naturelover5263
    @naturelover5263 Год назад +2

    দাদা তোমার আগের ভিডিও দেখে গত 10 জুন গেছিলাম দার্জিলিং এ আর থেকে ছিলাম এই হোমস্টে তে সত্যিই প্রসেন দার সহ দিদির ব্যাবহার খুবই ভালো। চা বাগান আর সাথে 11 তারিখ এর সকলে কাঞ্চনজঙ্ঘার চূড়ায় সূর্যের প্রথম আলোর চূড়া লাল রঙটা ❤️😌। প্রসেন দা বলছিলো যে তুমি জুনে শেষে আসবে। সত্যিই দাদা তোমার ভিডিও দেখে যেমনটা প্রকৃতিকে দেখি ঠিক তেমন টাই পাই... আগামী সেপ্টেম্বর এর শেষে যাচ্ছি আবার... ভালো থেকো দাদা ❤

    • @Viral_Scope
      @Viral_Scope  Год назад +1

      বাহ খুব ভালো লাগলো জেনে 💗💗

  • @debarghachatterjee687
    @debarghachatterjee687 Год назад +3

    প্রতিটি রবিবার বসে থাকি আপনার পাহাড়ের গল্প শোনার জন্য, আজ পেয়েও বেশ লাগলো

    • @Viral_Scope
      @Viral_Scope  Год назад

      অসংখ্য ধন্যবাদ আপনাকে।

  • @passionvideos4184
    @passionvideos4184 Год назад +1

    আবারো ভীষণ ভালো লাগলো। দার্জিলিং একটা আবেগ, যত বার দেখি ততো বার নতুন ভাবে দেখি।

  • @sudiptachowdhury4221
    @sudiptachowdhury4221 Год назад +2

    Darun laglo apnar viedo,.. santonu babu... bhalo thakben.. next videor opekkhai thaklam

  • @diyash828
    @diyash828 Год назад +2

    দার্জিলিং কোলাহল থেকে দূরে কিন্তু প্রকৃতি🌿🍃 মধ্যে সিংমারিতে থেকে দার্জিলিংকে উপভোগ করার জন্য আজকের ভিডিওটি খুবই তথ্য পূর্ণ ছিল👍👍👍👍❤❤❤

    • @Viral_Scope
      @Viral_Scope  Год назад +1

      অসংখ্য ধন্যবাদ আপনাকে।

  • @sudiptabhattacharjee1641
    @sudiptabhattacharjee1641 Год назад +2

    Kal kotobar dekhechi j kono notification elo kina sesmes ase ni...vablam abr nxt sunday opekka but aaj ja surp dile Santanu da just fatafati😁👍🥰🤗ato sundor kore ki kore prakiti k capture koro seta tomar kach theke sekhar moto...khub khusi lagche sob mon kharap gayebbb😆..nxt vloger opekkhai roilam..tkcr🙋🏻‍♂️

    • @Viral_Scope
      @Viral_Scope  Год назад

      গত পাঁচ দিন ধরে অক্লান্তভাবে এডিট করে যাচ্ছিলাম তাও কালকের মধ্যে ভিডিও শেষ করতে পারলাম না । চেষ্টা করি রবিবার ভিডিও আনতে।

    • @sudiptabhattacharjee1641
      @sudiptabhattacharjee1641 Год назад +1

      @@Viral_Scope nana kono chap nei dada,valo kichur jonno sob samayi opekhha korte hoy.. bujtei pari kotota porissrom thake protita vloger pechone..valo theko🥰🙋🏻

    • @Viral_Scope
      @Viral_Scope  Год назад

      @@sudiptabhattacharjee1641 🥰🥰

  • @suranjankarmakar3995
    @suranjankarmakar3995 Год назад +1

    Asadharon laglo ajker video ta. Dekhte dekhte sotty e jeno harie gechilam. 💕💕

    • @Viral_Scope
      @Viral_Scope  Год назад

      অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে।

  • @pinakidey656
    @pinakidey656 Год назад +1

    Homestay ta sottie khub sundor r sundor tomr upostapona. ❤❤❤❤

    • @Viral_Scope
      @Viral_Scope  Год назад

      অসংখ্য ধন্যবাদ আপনাকে।

  • @subhadeepbiswas9396
    @subhadeepbiswas9396 Год назад +3

    ...aah the nostalgia of Darjeeling...the romantic rains in hills.... no one captures my love, the queen of hills better than Viral Scope. Thank You

  • @tanmoymajumdar3456
    @tanmoymajumdar3456 Год назад

    খুব সুন্দর লাগলো। আপনার সংক্ষিপ্ত অথচ প্রয়োজনীয় বিবরণ।,ভীষণ সুন্দর

  • @klahiri4822
    @klahiri4822 Год назад +1

    বহুদিন ধরেই আপনার ব্লগ দেখি,প্রতিবারই নতুন ভালোলাগা।পরিচিত প্রকৃতিকে নতুন ভাবে পাওয়া।খুব সুন্দর,ভালো থাকবেন।

    • @Viral_Scope
      @Viral_Scope  Год назад +1

      অনেক অনেক ধন্যবাদ 😊

  • @chhayaghosh1297
    @chhayaghosh1297 Год назад +1

    Hatash hoyechhilam, aj vlog ta dekhe valo laglo, Darjeeling favourite place, tar sathe tea garden extra paoa

  • @nilanjanasuter2113
    @nilanjanasuter2113 Год назад +1

    গত মে মাসে এই duplex টায় ছিলাম... এক কথায় অসাধারণ... ভীষণ সুন্দর জায়গা... আবার যাওয়ার ইচ্ছে আছে..

  • @manjumondal3700
    @manjumondal3700 Год назад +1

    Eto sohoje nature r sathe mishe jaoa apnar kach theke sikhte hobe ..keep it up...

  • @saikatchakraborty2691
    @saikatchakraborty2691 Год назад +3

    9:38 prosen jee ebong onar family r ashombhab bhalo byabohar. Amra last November a gechilam Shantanu dar video dekhe book korechilam. 100% satisfied. Ranna o khub sundor karen onara. But niche river ta takhon dekhte jawa hoini. Jantam na.

  • @প্রবীরদা
    @প্রবীরদা Год назад +2

    দার্জিলিং এর ট্রাভেল ব্লগ অনেক দেখেছি ,, কিন্তু এত সুন্দর উপস্থাপনা কোথাও পাইনি ।। আপনার ভিডিওতে কখন যে হারিয়ে যাই বুঝতেই পারিনা ❤️❤️

  • @indranilchatterjee1025
    @indranilchatterjee1025 Год назад +1

    Asadharan....Mon ta bhalo hoye gelo.

    • @Viral_Scope
      @Viral_Scope  Год назад +1

      অসংখ্য ধন্যবাদ আপনাকে।

  • @aadritabasak2016
    @aadritabasak2016 Год назад +1

    Tomar moton eto shundor kore aesthetic bhabe video khub kom dekha jay.. Jaygatar prottek ta emotion tumi jibonto kore tolo, manushder, tader jibon, shob jno ekta shundor golper moton lage.. Shotti e oshadharon shundor tomar presentation, opurbo shundor photography and videography. ❤

    • @Viral_Scope
      @Viral_Scope  Год назад +1

      অনেক অনেক ধন্যবাদ আপনাকে

  • @TRAVELLERARUP
    @TRAVELLERARUP Год назад +1

    অসাধারণ 👌❤ খুব সুন্দর একটি ভিডিও দেখলাম 👍

    • @Viral_Scope
      @Viral_Scope  Год назад +1

      অনেক অনেক ধন্যবাদ 😊

    • @TRAVELLERARUP
      @TRAVELLERARUP Год назад

      @@Viral_Scope ❤️🥰

  • @KusanBiswas
    @KusanBiswas Год назад +2

    Beautiful video as usual and fitting narration! Curious about that bike and its owner though (for obvious reasons)!!

  • @asokpramanik7380
    @asokpramanik7380 Год назад +1

    নতুন ভাবে নতুন সাজে অপূর্ব দারুণ লাগলো

    • @Viral_Scope
      @Viral_Scope  Год назад

      অসংখ্য ধন্যবাদ আপনাকে।

  • @shuvro777
    @shuvro777 Год назад +1

    স্রষ্টার সৃষ্টি (ভারতবর্ষ) যে কত অপরূপ সেটা আপনার ভিডিও না দেখলে কখনোই উপলব্ধি করতে পারতাম না । কাঞ্চনজঙ্ঘা, চা বাগান, ডুপলেকস ঘর, গ্রটো...ইত্যাদি সবকিছুই অসাধারণ - আপনার ভিডিও চিত্র সম্পর্কে কিছু নাই বললাম...👍💯❤️ । ক্ষমাপ্রার্থী দেরীতে ভিডিও টা দেখবার জন্য । 2001 সালে দার্জিলিঙ গিয়েছিলাম, আবার যেতে পারব কিনা জানি না...🤔

    • @Viral_Scope
      @Viral_Scope  Год назад +1

      কাছেই তো, আবার অবশ্যই আসতে পারবেন। 😊😊

  • @Captain.2024
    @Captain.2024 Год назад +1

    Excellent picture quality.

  • @nirmalyabhowmik5585
    @nirmalyabhowmik5585 Год назад

    অপূর্ব, অসাধারণ, আপ্লুত, অত্যন্ত নান্দনিক পরিবেশন।
    সিঙমারি খুব ভালো লোকেশন,
    হোমস্টে ডুপ্লেক্স বেশ ঠিক ঠাক।
    প্রসন বাবু ও ওনার মিষ্টি মেয়েটি
    বোনাস।
    শান্তনু ভাই খুব আনন্দ দিলে ভাই। তুমি ও তোমার পরিবারের সকলকে নমস্কার ও ভালোবাসা জানাই। 👌❤✌🎉

    • @Viral_Scope
      @Viral_Scope  Год назад

      অজস্র ধন্যবাদ নেবেন 😊

  • @dibyabhattacharjee8390
    @dibyabhattacharjee8390 Год назад +1

    Uffff. Ki darun. Apni serar sera.❤️

    • @Viral_Scope
      @Viral_Scope  Год назад +1

      অসংখ্য ধন্যবাদ আপনাকে।

  • @ujjalsharma7384
    @ujjalsharma7384 Год назад +1

    বলার কোন ভাষা নেই, দারুণ ❤️❤️❤️❤️❤️ভিডিও টা যেন আর ছোট না হয় ধন্যবাদ।

    • @Viral_Scope
      @Viral_Scope  Год назад

      অনেক অনেক ধন্যবাদ 😊

  • @pritikaguin5904
    @pritikaguin5904 Год назад +1

    Ato sundor captured koren ki kore!sungchen er misti hasitar motoi as usual apnar presentation sundor!chaliye jan😊

    • @Viral_Scope
      @Viral_Scope  Год назад

      অনেক অনেক ধন্যবাদ 😊

  • @sujatachoudhury9304
    @sujatachoudhury9304 Год назад +1

    আপনার ভিডিও দেখা আমার অবসর জীবনে অনেক আনন্দ দেয়। সত্যি দারুন সব জায়গার আপনার সাথেই মনে হয় ঘুরছি। খুব ভালো লাগলো। আপনার অনেক উন্নতি হোক।। ভালো থাকবেন।

    • @Viral_Scope
      @Viral_Scope  Год назад

      অসংখ্য ধন্যবাদ আপনাকে।

  • @rakeshdutta2925
    @rakeshdutta2925 Год назад +1

    Darun.kono katha hobe na.🎉❤

  • @mousumibanerjee7361
    @mousumibanerjee7361 Год назад +1

    ❤❤❤❤as usual awaesom..vedio sesh kore Abar anoboddo comment s gulo te o chok rakhi 👌👌ki Sundor jibon beche niechen

  • @TheHanglaFoodie
    @TheHanglaFoodie Год назад +1

    Pahar er proti amar valobasa borabor chhoto thekei. Kintu pahar ke nijer moner bhitor theke valobaste sikhiyechhen apni. Apnar sathe sudhumatro ektibar pahar jete chai.. 😊

  • @sunayanadatta4474
    @sunayanadatta4474 Год назад +1

    Opurbo sundor Cinematic shots.... Kotoo ojana jaygar sondhan, informations , Visooon upokar hoy Apnar video gulo theke. 👍🏼🌄

    • @Viral_Scope
      @Viral_Scope  Год назад

      অসংখ্য ধন্যবাদ আপনাকে।

  • @amrapalisengupta
    @amrapalisengupta Год назад +1

    মুগ্ধ হয়ে দেখলাম❤ কি অদ্ভুত আপনার ক্যামেরার কাজ !❤ অপূর্ব❤❤

    • @Viral_Scope
      @Viral_Scope  Год назад

      অজস্র ধন্যবাদ নেবেন 😊

  • @sujitsinha9098
    @sujitsinha9098 Год назад +1

    As usual brilliant presentation and the ambience thanks a million dear for all your vlogs.❤❤❤

  • @dibborana
    @dibborana Год назад +1

    সত্যি বলতে ভাষা পাচ্ছিনা, e যেনো পাহাড়ের রানী কে দেখা ক্যামেরা-র রাজা র চোখ দিয়ে...একটু কাব্যিক শোনাচ্ছে... শোনাক... শুধু এটুকু বলতে পারি, আমার প্রিয় শহর আরো একবার তোমার চোখে দেখতে দেখতে কোথায় যেনো আমার চোখ দুটো বার বার চলছললাচিলো.... ঠিক মতন লিখে বোঝাতে পারলাম কিনা জানিনা, কিন্তু সে বুঝে গেছে....❤ এমন অনেক ফ্রেম যেগুলো আজ পর্যন্ত কেউ ধরেনি.
    র May June দুমাস পর পর Darjeeling যাওয়া, একটু ঈর্ষা না করে পারলাম না. অনেক ধন্যবাদ....
    আশা রাখছি তুমি একদিন তোমার এই পরিবারের সদস্য দের নিয়ে একটা গ্রুপ টুর করবে র সেদিন আমরাও তোমার সঙ্গে একটা Beer এর Glass share করে নেব আর সঙ্গে থাকবে আমাদের প্রিয় পাহাড় এর কোনো জনপদ....
    অনেক ধন্যবাদ...

    • @Viral_Scope
      @Viral_Scope  Год назад +1

      অনেক অনেক ধন্যবাদ 😊

  • @subhashdatta7233
    @subhashdatta7233 Год назад

    Atto sundor❤ je video sesh hoe gele mon kharap lage

  • @pujakarmakar9452
    @pujakarmakar9452 Год назад +1

    শেষ রাতে পাব থেকে ফেরার অংশটা দেখে খুব ঈর্ষা হল! প্রসুনজী এমনই একজন মানুষ যার সঙ্গে সময় কাটাতে খুব ভালো লাগে❤❤

  • @samratbanerjee9083
    @samratbanerjee9083 Год назад

    Darun video very well explained entire surrounding scenic view is just mesmerizing.

  • @aspenterprise7913
    @aspenterprise7913 Год назад +1

    Apner blog ek kothay asadharon

  • @kanikamurmu
    @kanikamurmu Год назад

    অপূর্ব। দার্জিলিং আমার all time favourite জায়গা। খুব ভালো লাগলো👍👌❤

  • @sumitray1892
    @sumitray1892 Год назад

    আর একটা অনবদ্য video 👍👍

  • @sharmisthapoddar4641
    @sharmisthapoddar4641 Год назад +1

    Thakto jodi meghe ora
    Pakhhiraaj er bachha ghora
    Tokkhhuni je jetem tare
    Lagam diye koshe
    Jete jete nodir tire bangoma ar bangomi re
    Path sudhiye jitem ami
    Gachher talaay boshe
    Apurbo asadharon..❤️❤️

  • @syedmujiburrahman7785
    @syedmujiburrahman7785 8 месяцев назад

    Best view of Darjeeling

  • @ets2bd287
    @ets2bd287 Год назад +1

    what a place... what a presentation... Thank you sir for sharing these beautiful places.. we will be waiting for your next one..thanks once again.

  • @riyasen3133
    @riyasen3133 8 месяцев назад +1

    Best travel vlogger till now. Concise and concrete narration ekta faltu kotha bolena

  • @santubiswas6809
    @santubiswas6809 Год назад

    Beautiful presentation as expected

  • @subhasispradhan3958
    @subhasispradhan3958 Год назад +2

    পাব থেকে বেরোনোর পর দু একটা ফ্রেম জাস্ট অসাধারণ। মনে হচ্ছে নোলানের ফিল্ম দেখছি ❤

  • @SubhoDas-tb7mo
    @SubhoDas-tb7mo Год назад +1

    AJ mon Vora galo.....u r the best
    ..I love you.

    • @Viral_Scope
      @Viral_Scope  Год назад

      অসংখ্য ধন্যবাদ আপনাকে।

    • @SubhoDas-tb7mo
      @SubhoDas-tb7mo Год назад

      Tomar thake onek choto...tumi....

    • @SubhoDas-tb7mo
      @SubhoDas-tb7mo Год назад

      Ekhono dakhi ni.....dhakbo.rata...headphone lagiya arram kora.....ass zindagi....

  • @anshumanmajumder4187
    @anshumanmajumder4187 9 месяцев назад

    Abar dekhlam, purano ke fire paoa..bhalo laglo..

  • @riddhiash3830
    @riddhiash3830 Год назад +1

    Thank you Santanu...
    Last year I visited the same place after watching your video
    It was really a wonderful experience..

  • @animeshganguly2232
    @animeshganguly2232 Год назад +1

    Elaborate, done excellently.

  • @raibiswas305
    @raibiswas305 Год назад +1

    Apnar video valolagar mul karon holo eto sundor uposthapona.

    • @Viral_Scope
      @Viral_Scope  Год назад

      অনেক অনেক ধন্যবাদ 😊

  • @sarojbose6015
    @sarojbose6015 Год назад

    অসাধারণ লাগলো ব্লগ টা দাদা ভালো থাকবেন

    • @Viral_Scope
      @Viral_Scope  Год назад

      অনেক অনেক ধন্যবাদ 😊

  • @estikutumhomestay227
    @estikutumhomestay227 Год назад +1

    Apurba. Anobaddo uposthapona ♥️

    • @Viral_Scope
      @Viral_Scope  Год назад

      অনেক অনেক ধন্যবাদ দাদা 😊

  • @1111tanu
    @1111tanu Год назад

    চা বাগান সাথে দার্জিলিং র কাঞ্চনজঙ্ঘা এসবের মাঝে থাকার ইচ্ছেটা আপনি উস্কে দিলেন এই ভিডিওর মাধ্যমে। পাহাড়ের ভূমিপুত্র আপনাকে দেখলে ঈর্ষা হয়। এমন ভালো ব্লগ আপনি ই বানাতে পারেন। ❤❤

  • @cookworms
    @cookworms Год назад +1

    Pahar e hariye gelm tmr narration sune

  • @bapparajtravel2023
    @bapparajtravel2023 Год назад

    DARUN VIDEO SIR... ❤
    NORTH BENGAL KE BISESH KORE DARJEELING KE JANTE HOLE R GANTOK KE CHINTE HOLE APNER VIDEO GULO CHARA SOMBHOB NOY....
    DARUN DARUN DARUN VIDEO SHANTANU SIR......🙏🙏🙏🙏

  • @priyankanandi3883
    @priyankanandi3883 Год назад

    Dadar ভিডিওতে লক্ষ লক্ষ ভিউ চাই। এই এত যত্ন করে j manusta video banay tar jonno onek subha kamona. apnar video documentary video hote pare, a bisoye kono sondeho nei. Ami tai sokoler dristi akorson korchi ai bapartate. 🙏🙏🙏

    • @Viral_Scope
      @Viral_Scope  Год назад

      অনেক অনেক ধন্যবাদ 😊

  • @prabirsingha5050
    @prabirsingha5050 Год назад

    অসাধারণ আপনার বর্ণনা

  • @zakariakhan5701
    @zakariakhan5701 Год назад +1

    This episode really amazing with nice pronounced description!

  • @angelinathedrifter
    @angelinathedrifter Год назад +2

    One sentence, I missed tat place sorely 😮❤ oye, is tat Tuborg chill beer',...kidding, reminds me of tos bottles days...😂 Darun

  • @educationvideo9593
    @educationvideo9593 Год назад

    দাদা, আপনার এই ভিডিওটির অপেক্ষায় ছিলাম, কারণ এই ভিডিওটি সম্বন্ধে প্রষুনজীর কাছে আগেই শুনেছিলাম, খুব ভালো লাগলো, ভালো থাকবেন দাদা❤❤

    • @Viral_Scope
      @Viral_Scope  Год назад +1

      ও আচ্ছা। খুব ভালো

  • @rajarshiguha2841
    @rajarshiguha2841 Год назад +1

    আমরা ... 2021 নভেম্বর মাসে থেকেছি ... তারপর duplex উপলব্ধ ছিল না ...Best experience....ঠাকুর ঘর থেকে ভিউ দারুন....

  • @soudipadhikari7892
    @soudipadhikari7892 Год назад

    আপনার সব ভিডিও গুলো খুব ভালো লাগে মন ভালো হয়ে যায়

  • @shubhankardey7822
    @shubhankardey7822 Год назад

    bhalo hoyechee vlog ta...

    • @Viral_Scope
      @Viral_Scope  Год назад

      অজস্র ধন্যবাদ নেবেন 😊

  • @sukumarchowdhury9794
    @sukumarchowdhury9794 Год назад

    Sundor Shantanu

  • @PRATAPSOUGATACom
    @PRATAPSOUGATACom Год назад +1

    অধীর আগ্রহে অপেক্ষায় থাকি প্রতিবার Viral Scope এর ভিডিও দেখার জন্য...শান্তনু দা🥰💖💖🥰

  • @irondome3106
    @irondome3106 Год назад +1

    Mone holo ekta documentary dekhlam. Ki osdharon! Ektu bolben ki kore eto sundor vlog r editing sikhlen..ki sikhte icche korche. 😊

    • @Viral_Scope
      @Viral_Scope  Год назад +1

      অনেক ধন্যবাদ। আসলে আমি অনেক বছর ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এডিট এর কাজ করছি।

    • @irondome3106
      @irondome3106 Год назад

      @@Viral_Scope accha accha..tahole bolbo apni ekta training school khulun sekhanor. Ki sikhte icche korche apnar theke.

    • @Viral_Scope
      @Viral_Scope  Год назад

      @@irondome3106 😁😁😊

  • @subhadeepsinharoy
    @subhadeepsinharoy Год назад

    Osadharon ❤❤❤❤❤

  • @shyamalendumajumdar9040
    @shyamalendumajumdar9040 Год назад +1

    As usual brilliantly portrayed

    • @Viral_Scope
      @Viral_Scope  Год назад

      অনেক অনেক ধন্যবাদ 😊

  • @sejyotisStory
    @sejyotisStory Год назад +1

    4:30

  • @sarmisthabakshi377
    @sarmisthabakshi377 Год назад +1

    😊👍❤️ ভালো থাকবেন

  • @SameerKumar-wj5vo
    @SameerKumar-wj5vo 7 месяцев назад +1

    I hope u fulfill it all viewers demands. I think u missed one point of Singimari that is Racecourse. I left Darjeeling in 1996

  • @biswas3530
    @biswas3530 Год назад

    Kaal saradin opekkha korlam, seshe vablam ei week e r kono video pabo na, kintu aaj surprise ta valo laglo 😊

  • @somadas2560
    @somadas2560 Год назад

    Hi dada kmn achen,as usual darun vdo with proper information.
    Bikel ta darun katalm Singamari te☺

  • @sujitsinha9098
    @sujitsinha9098 Год назад +1

    As usual awesome ❤❤❤

  • @abhishekbanerjee4737
    @abhishekbanerjee4737 Год назад +1

    খুব সুন্দর

    • @Viral_Scope
      @Viral_Scope  Год назад

      অসংখ্য ধন্যবাদ আপনাকে।

  • @L200-v9x
    @L200-v9x 6 месяцев назад

    Benefits for membership? We like your presentation and choice of places.

  • @debanjanachatterjee7597
    @debanjanachatterjee7597 Год назад +1

    Santanu dar video dekhe ami Ager bocchor ekhane gechilm August mash e... Jara ektu peacefully chhuti katate chan tader jnnyo ideal. August e brishtir por erom Kanchenjunga r view dekha jayna.
    Homestay er owner o khub bhalo. 😊

  • @kallolmukherjee1900
    @kallolmukherjee1900 Год назад

    Love it. Thanks.

  • @swarnanjali
    @swarnanjali Год назад +1

    অনবদ্য ❤

    • @Viral_Scope
      @Viral_Scope  Год назад

      অনেক অনেক ধন্যবাদ 😊

  • @gaming_with_nazmul8482
    @gaming_with_nazmul8482 Год назад

    Dada aka aka daklay pat karap hobay 😊😅❤ love you dada 🤗🤔💖💓🤓

  • @abhinabasen9249
    @abhinabasen9249 Год назад +1

    Ager video teo bolechhilam j videography, dron shots to ekdom hollywood movies er moto... Tar sathe add krchhi bgm clippings gulor sathe darun bhabe match kore

  • @BasudevBhattacharya
    @BasudevBhattacharya Год назад +1

    অসাধারণ অনুভূতি...

    • @Viral_Scope
      @Viral_Scope  Год назад

      অসংখ্য ধন্যবাদ দাদা। ভালো থাকবেন 🙏🏼🙏🏼

  • @arpitamitra3757
    @arpitamitra3757 Год назад

    Ei homestay ta byapok laglo dada

  • @jayantachattopadhyay4545
    @jayantachattopadhyay4545 Год назад

    EXCELLENT 👌

  • @amitmandal61
    @amitmandal61 Год назад

    Beautiful video- I prefer the videos of that area as I grew up as a child in Kurseong 😊