অপূর্ব! ছবি, আবহ সঙ্গীত, নেপথ্য ভাষণ, তথ্য, সবটাই!! পর্যটনের ক্ষেত্রে এই চ্যানেলের নিয়মিত উদ্যোগ মনে রাখার মতো। সেরা বাংলা চ্যানেল পর্যটনের ক্ষেত্রে।
এই প্রথম কিছু লিখছি। জানো ভাই, যখনই কোন মনকেমনে-মনখারাপে কন্ঠ অবরুদ্ধ হয়ে আসে, তখনই তোমার সম্প্রচারিত দৃশ্য-কথা অন্তরকে এক অদ্ভুত প্রশান্তিতে ভরিয়ে দেয়,মনে হয় এইতো বেঁচে থাকার রসদ,এইভাবেই তো জীবন হয়ে আনন্দময়।
আজ ই প্রথম আপনাকে চেনা আপনার ক্যামেরার লেন্স দিয়ে।কথা শুধু আপনি ই বলেন না। আপনার ক্যামেরাও বলে ভাই। সেই কথায় খেই হারিয়ে যাওয়া মানুষের মধ্যে আমিও একজন, যে আপ্রাণ চাইছে এই জায়গা কে মত তাড়াতাড়ি সম্ভব স্বচক্ষে অনুভব করতে।এককথায় অসাধারণ আপনার বিবরণ যাকে বলে ফাটাফাটি 👍
শান্তনুদা, স্বপ্নের জগতে নিয়ে চলে গেলে একদম..তোমার ভয়েসওভার শুনলেই মনকেমনের দেশে চলে যাই। "আজ একটা দুর্দান্ত কিছু অপেক্ষা করছে" - তোমার ভিডিও alert এলে সর্বাগ্রে এটাই মনে হয়🎉🎉
শান্তনুদা, স্বপ্নের জগতে নিয়ে চলে গেলে একদম..তোমার ভয়েসওভার শুনলেই মনকেমনের দেশে চলে যাই। আপনার চোখে মানে ক্যমেরায় পাহাড় দেখা এক অনন্য অনবদ্য অনুভূতি। একজন ভ্রমণ পিপাসু মানুষ হওয়ার ইচ্ছে হয়েছে আপনাকে দেখেই নয় একমাত্র আপনার অসম্ভব ভালো কাজ দেখে আবার ও মুগ্ধ হলাম। আপনার এই ভিডিও মনকে প্রশান্তিতে ভরিয়ে দেয় আজও তার অন্যথা হোলোনা খুব উপভোগ করলাম আর আপনাকে অনেক অনেক শুভেচ্ছা দিলাম ,আপনি ভালো থাকবেন।❤❤
প্রকৃতির সৌন্দর্য সর্বোত্তম, যেখানেই সবুজ, মেঘ গাছগুলিকে জড়িয়ে ধরে, এটি আমাকে স্নিগ্ধ করে তোলে, এই সৌন্দর্য উপস্থাপন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ... আপনার কণ্ঠস্বর, প্রকৃতির সৌন্দর্য আশ্চর্যজনক
Asadharan bolleo Kom bola hoy....mon vore gelo....upostapona.....songit .... Mon ke snigdhota dilo....ekmatro santanu dar blog ei eta pai.....prokritir sobha asadharan tule dhorecho....bises bhabe droner sundor byabohar...ar specially underwater shoot ....fatafati.....tomar bises kichu diye chicken jomegelo amader modhyeo....👌👏👏❤️
আবারো একটি মন জুড়ানো জায়গায় মনে মনে ঘোরা হোল। একেবারে আদিম অরন্যের সাথে মিলে মিশে দিন কাটানো। অসাধারণ লাগলো। দূষণমুক্ত পরিবেশ। এত গেল প্রকৃতির রূপ। হাটের বৈচিত্র্য দারুন লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে এরকম অসাধারণ ভিডিওটীর জন্য। অনেক শুভকামনা জানবেন।
বাহ্.... বেশ জায়গাটি! একটা নতুন প্রজাপতি দেখলাম আর মাঝে এবং শেষে দুবার পাখির ডাক শুনলাম। পাহাড়ে গিয়ে নানা রঙের রঙিন পাখি দেখতে খুব ভালো লাগে। আবার সেটা যদি হোমস্টে সংলগ্ন হয় তবে তো সোনায় সোহাগা। ❤❤❤❤
Sara dine ai nia 3 bar tmr ai travelogue ta dekhe fellam. Sokale akbar, dupure khaoar por akbar, rate ghumate gia akbar! Proti bar jano notun kore pelam. Onek dhonnobad tomay uttar banga er proti ta kona ato nikhut kore porichoy koranor jonno. Bhalo theko santanu daa, onek suveccha nio. Tumi kore bollam kichu mone koro na......
সত্যি দাদা অনেক ভিডিও দেখি সময় পেলেই গরাবাথান এ আর শিলিগুড়ি তে আমার বাড়ি আছে কিন্তু আপনার তাতে আমি গর্বিত কিন্তু আপনার চোখে নর্থ বেঙ্গল দেখার মজাটাই আলাদা
ইস, শেষ হয়ে গেল!!! ওই নীল রাত ওই রূপোলী নদী.... মন তো সেখানেই চলে গেছিল। জীবনে কত সুন্দর জায়গাই তো দেখা হয় না কিন্তু এমন ভিডিও গুলো সেই সেই না দেখার শোক ভুলিয়ে দেয়। আবার অপেক্ষায়...
দাদা আপনার ভিডিও দেখে এত মনের শান্তি লাগে বলে বোঝাতে পারবো না। যেন কোন ঔষধি, যা মনের ট্রেস গুলোকে সারিয়ে তোলে। আর আপনার বাচন ভঙ্গিমা, ভিডিওগ্রাফি, উপস্থাপনা যার কোন তুলনা হয়না। অনবদ্য।অফবিট পাহাড়ি গ্রামের আর প্রকৃতির ব্লগ তাতে আপনিই সেরা। খুব ভালো লাগে। আপনি খুব ভালো থাকবেন আর এই ভাবেই আমাদের মনের ডাক্তারির কাজটা করবেন এই অনুরোধ রইলো
অপূর্ব উপস্থাপনা । আমার জন্মস্থান গরুবাথান থেকে খুব একটা দূরে নয় বোধহয় ? কিন্তু, এখন আর এই ভারী শরীর নিয়ে পাহাড়ী রাস্তায় ৫০০/৬০০ মিটার হাঁটতে পারবো না । তাও.... একবার দেখবো...... এতো নিরিবিলি তে থাকার সৌভাগ্য হয় কিনা ......
শান্তনু ভাই, dhotre ঘুরে এলাম। আজি কলকাতায় বাড়িতে পা রেখে.. কিছুটা বিশ্রাম নিয়ে তোমার dhotre ব্লগ খুলে স্মৃতিচারণ করছিলাম। চোখে পড়লো তোমার নতুন ব্লগ। সন্টুক গ্রাম। দেখলাম। কিছু বলবো না কেমন লাগলো। কারণ প্রতিবারের মত আজও ভাষাহীন। তবে একটাই কথা বলবো, শান্তনু ভাই বলে বর্ষার পাহাড়ের তুলনা হয়না। সত্যি ,সত্যি , সত্যি। আমরা নিজের চোখে dhotre ঢেকে এলাম। মনে হচ্ছে এখনও অপূর্ব এক স্বপ্নের দেশ ছিল। মেঘে আর কুয়াশায় ঘেরা জঙ্গল , সবুজ দিগন্ত বিস্তৃত পাহাড়, ঝর্না, আর বড়ো ভাগ্য করে এসেছেছিলাম বলে প্রচন্ড বৃষ্টি মেঘের মাঝেও কাল সকাল ৫.৩০ তে ঘুমন্ত budhha র ৭ মিনিটের এক অপূর্ব দৃশ্য। তারপরেই অবশ্য উধাও। তবে আশা সম্পূর্ণ। যারা বর্ষার পাহাড় জঙ্গল উপভোগ করেন নি , একবার দেখে আসুন... শান্তনু ভাইয়ের ব্লগ গুলোতে পাবেন তার সন্ধান। ক্যামেরা বা ভিডিও র থেকে একবার দুচোখ ভরে নিয়ে আসুন মেঘে ঢাকা স্বপ্ন কে। সত্যি বলছি হতাশ হবেন না। ঘুরে আসুন সন্তুক, dhotre, বা অন্যকোথাও। আপনি কবি হতে বাধ্য হবেন , কিছু না লিখলেও সেদিন লিখবেন, আর ভাববেন , ভগবান পৃথিবীতেই তো স্বর্গ গড়ে রেখেছেন , তাকে অকারণ কোথায় খুঁজে ফিরি কে জানে। শান্তনু ভাই অনেক ভালোবাসা রইলো❤
আমি আবারও দেখলাম...আজ সারাদিন তোমার সাথে আমিও ghurlam,ঋষি হাট theke মিম,মিম থেকে dangia..dangia থেকে rolep....তোমার vlog a একটা মাদকতা আছে ..যেটার টানে তোমার পুরানো vlog-o নতুন হয়ে যায় নিমেষে...অনেক কিছু বলার আছে কিন্তু লেখা পড়ার সময় তোমরা হবেনা শান্তনু দা...অনেক শুভেচ্ছা ও ভালোবাসা
কমিউনিটি তে যেদিন পোস্ট করে বলেছিলেন রবিবার থেকে ডুয়ার্সের নতুন সিরিজ আসতে চলেছে সেদিন থেকেই আজকের রবিবারের অপেক্ষা করছিলাম, যতই অন্যান্য রাজ্যের অন্যান্য জায়গার ভিডিও আনুন তবে সেসব ডুয়ার্সের কাছে অনেক ক্ষীণ, ম্লান, আমার কাছে। ডুআর্স এমনিতেই ভীষণ ভাললাগত, আরো বেশি ভালো লাগিয়েছেন আপনি, আর আপনার উপস্থাপনা।❤
আপনার ভিডিও চোখ,কান ও মনের আরাম।যাকে বলে A treat to watch। একরাশ মুগ্ধতা আর প্রশান্তিতে মন ভরে যায় প্রতিবার। Santook ইচ্ছে তালিকায় রইলো। আমার ভালোবাসা জানবেন। ভালো থাকবেন
ভাই শান্তনু আপনার video টা অসাধারণ লাগল, নয়ন মনোরম প্রাকৃতিক দৃশ্য মনটাকে আপ্লুত করে দিল। আপনাকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ জানাই । ওখানে বেরিয়ে আসার ঐকান্তিক ইচ্ছা রইল।
একজন ভ্রমণ পিপাসু মানুষ হওয়ার ইচ্ছে হয়েছে আপনাকে দেখেই নয় একমাত্র আপনার অসম্ভব ভালো কাজ দেখে শান্তনু বাবু, গল্প শুনতে শুনতে ভ্রমণ করার ইচ্ছে জাগিয়েছেন আপনি, ভ্রমণস্থল না থেকেও মনে হয় সেখানেই আছি, আর এই সম্পূর্ণ ভালো লাগার প্রতিফলন হলো আপনাকে অনুসরণ আর অনুকরণ করে আপনার মতন পথ চলা শুরু করা। অনেক travel vlogger আপনার চ্যানেলের থেকেও অতি ধ্রুততার সঙ্গে উন্নতি করছেন কিন্তু আপনি আপনার চ্যানেল ধীরে উন্নতি করলেও আপনার কাজ সকলের থেকে অনন্য। যদি আপনার পদাঙ্ক অনুসরণ করে এই কাজে কিছু করতে পারি তাহলে আমি নিজেও নিজের কাজে খুব খুশি হব, ভালো থাকবেন আর এইভাবেই আমাদের নতুন নতুন কিছু জায়গার সন্ধান দেবেন। 🙏🙏🙏
😊❤️👍 অপেক্ষায় ছিলাম এমন সুন্দর জায়গার ভিডিওর জন্য 😊আপনার এই ভিডিও মনকে প্রশান্তিতে ভরিয়ে দেয় আজও তার অন্যথা হোলোনা খুব উপভোগ করলাম আর আপনাকে অনেক অনেক শুভেচ্ছা দিলাম ভালো থাকবেন
দারুন 👍 রবিবার সকালে miss করে গেছি। আজ দেখলাম। আপনার অন্যান্য video গুলোর মতনই এতে ও সুন্দর জায়গা দেখলাম। homestay দারুন সুন্দর জায়গায়। দেখে মন ভরে গেল। ❤👌👌
Khub valo lagche. Ato sobuj, tar opor nodi boye jachchey. Apurbo. Drinking water er arrangement ki achey? Ei jaygar jol khawoa jabey? Na, mineral water kinte hobey? Amar moto by age 50+ lokeder ki gari thekey namar porey luggage nijekei carry kortey hobey? Naki homestay thekey carry korar arrangement achey? Ei 2 to matter jodi ektu mention koren taholey valo hoy.
দাদা আজই আপনার ভিডিও প্রথম দেখলাম আর প্রথম ভিডিও দেখেই আপনার ভিডিওর প্রেমে পড়ে গেলাম তাই চ্যানেল টাও সাবস্ক্রাইব করে নিলাম আশা করি এখন থেকে নিয়মিত ভিডিও আপডেট পাবো প্রকৃতির এত সুন্দর ভিডিও দেওয়ার জন্য আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা আপনার প্রতি
আবারও মুগ্ধ হলাম। আপনি যে অন্য অনেকের মতো নিজেকে না দেখিয়ে শুধু প্রকৃতি আর তার সৌন্দর্যকে দেখান , এইটেই সবচেয়ে বেশি ভালো লাগে। ❤❤
অসংখ্য ধন্যবাদ 😊
একমত...সঙ্গে নির্ভেজাল উপস্থাপনা....
100% Nature lover.
একদম ঠিক
একদম ঠিক
অপূর্ব! ছবি, আবহ সঙ্গীত, নেপথ্য ভাষণ, তথ্য, সবটাই!! পর্যটনের ক্ষেত্রে এই চ্যানেলের নিয়মিত উদ্যোগ মনে রাখার মতো। সেরা বাংলা চ্যানেল পর্যটনের ক্ষেত্রে।
অজস্র ধন্যবাদ আপনাকে
Ei home stayr number ta ektu pawa jabe ?
এই প্রথম কিছু লিখছি। জানো ভাই, যখনই কোন মনকেমনে-মনখারাপে কন্ঠ অবরুদ্ধ হয়ে আসে, তখনই তোমার সম্প্রচারিত দৃশ্য-কথা অন্তরকে এক অদ্ভুত প্রশান্তিতে ভরিয়ে দেয়,মনে হয় এইতো বেঁচে থাকার রসদ,এইভাবেই তো জীবন হয়ে আনন্দময়।
পাহাড় আর আপনি একে অপরের পরিপূরক, সবচেয়ে অসাধারণ লাগে ব্যাকগ্রাউন্ড মিউজিক, মনটাকে টেনে নিয়ে যায় দূর পাহাড়ের কোলে।
অজস্র ধন্যবাদ আপনাকে
দুর্দান্ত।আপনার তুলনা নেই। পাহাড়ের ডাক আপনার মত কেউ এত সুন্দর করে তুলে ধরতে পারে না।
অসংখ্য ধন্যবাদ 😊
আপনার photography যেমন সুন্দর তেমনি সুন্দর আপনার informative narration. বেশ ভালো লাগছে। আসলে আমিও খুউউউব ঘুরতে ভালোবাসি। তাই দারুণ উপভোগ করলাম।
আজ ই প্রথম আপনাকে চেনা আপনার ক্যামেরার লেন্স দিয়ে।কথা শুধু আপনি ই বলেন না। আপনার ক্যামেরাও বলে ভাই। সেই কথায় খেই হারিয়ে যাওয়া মানুষের মধ্যে আমিও একজন, যে আপ্রাণ চাইছে এই জায়গা কে মত তাড়াতাড়ি সম্ভব স্বচক্ষে অনুভব করতে।এককথায় অসাধারণ আপনার বিবরণ যাকে বলে ফাটাফাটি 👍
শান্তনুদা, স্বপ্নের জগতে নিয়ে চলে গেলে একদম..তোমার ভয়েসওভার শুনলেই মনকেমনের দেশে চলে যাই। "আজ একটা দুর্দান্ত কিছু অপেক্ষা করছে" - তোমার ভিডিও alert এলে সর্বাগ্রে এটাই মনে হয়🎉🎉
🙏🏼🙏🏼🙏🏼😊
বৃষ্টি ভেজা দিনে মনটা হারিয়ে গেলো আপনার সাথেই পৌঁছে গেছিলাম এই সুন্দর গ্রামে খুব ভালো থাকবেন
ভাষ্য খুব্ই সুন্দর - ততটাই ফ্রেম চয়ন , প্রাকৃতিকতার পরিবেষ্টনী সহজিয়া উপলব্ধি করালেন , কৃতজ্ঞ ।
শান্তনু দা আপনার গলার আওয়াজ খুব সুন্দর।। আপনি খুব ভালো মানুষ।। দক্ষিণ বঙ্গ বাঙ্গার স্বর্গ।। ভালো থাকুন ভালো ভিডিও আপলোড করুন।।
Prokriti ke eto sundor kore tule dhora - sotti e mon chhuye jay.
অসংখ্য ধন্যবাদ 😊
এমাসের মাঝামাঝি এই সন্তুক গ্রামের একটি হোমস্টেতে ছিলাম। তবে অত নিচে না। গাড়ি যাওয়ার রাস্তায়। সত্যিই অপূর্ব অভিজ্ঞতা। ফিরে এসে আবারও যেতে মন চায়।
শান্তনুদা, স্বপ্নের জগতে নিয়ে চলে গেলে একদম..তোমার ভয়েসওভার শুনলেই মনকেমনের দেশে চলে যাই। আপনার চোখে মানে ক্যমেরায় পাহাড় দেখা এক অনন্য অনবদ্য অনুভূতি। একজন ভ্রমণ পিপাসু মানুষ হওয়ার ইচ্ছে হয়েছে আপনাকে দেখেই নয় একমাত্র আপনার অসম্ভব ভালো কাজ দেখে আবার ও মুগ্ধ হলাম। আপনার এই ভিডিও মনকে প্রশান্তিতে ভরিয়ে দেয় আজও তার অন্যথা হোলোনা খুব উপভোগ করলাম আর আপনাকে অনেক অনেক শুভেচ্ছা দিলাম ,আপনি ভালো থাকবেন।❤❤
অনেক ধন্যবাদ আপনাকে। আপনিও ভালো থাকবেন।
Dada Home stay tir name ki?
Darun jaiga. ।dada nam ki home stay
ওয়াও। এরকম সুন্দর জায়গায় যাওয়ার জন্য মনটা সটফট করে আমার। অনেক অনেক সুন্দর। আপনাকে এত্তো এত্তো ধন্যবাদ।
তোমার ভিডিও দেখে উদ্মাদ পাগল হয়ে যায় এই নদীর ধারে কটা দিন কাটানোর জন্য। কিন্তূ এক দিন ও সময় বের করা কঠিন কাজের চাপে। এক বুক কষ্ট শেয়ার করলাম।
অপূর্ব অপূর্ব🎉 মাস দুই আগে কালিম্পং জেলার ' রঙ্গ 'থেকে ঘুরে আসলাম। এই ভিডিও দেখার পর মনে হচ্ছে যেন বহুদিন কোথাও যাইনি ,আবার বেরিয়ে পড়ি।
প্রকৃতির সৌন্দর্য সর্বোত্তম, যেখানেই সবুজ, মেঘ গাছগুলিকে জড়িয়ে ধরে, এটি আমাকে স্নিগ্ধ করে তোলে, এই সৌন্দর্য উপস্থাপন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ... আপনার কণ্ঠস্বর, প্রকৃতির সৌন্দর্য আশ্চর্যজনক
আবারও মুগ্ধ হলাম,আপনার দৌলতে মানস ভ্রমণ হয়ে গেলো।
Khub e sundar bhabe korechho. Beautiful presentation. Thanks.
Asadharan bolleo Kom bola hoy....mon vore gelo....upostapona.....songit .... Mon ke snigdhota dilo....ekmatro santanu dar blog ei eta pai.....prokritir sobha asadharan tule dhorecho....bises bhabe droner sundor byabohar...ar specially underwater shoot ....fatafati.....tomar bises kichu diye chicken jomegelo amader modhyeo....👌👏👏❤️
Thank u so much 🥰
আবারো একটি মন জুড়ানো জায়গায় মনে মনে ঘোরা হোল। একেবারে আদিম অরন্যের সাথে মিলে মিশে দিন কাটানো। অসাধারণ লাগলো। দূষণমুক্ত পরিবেশ। এত গেল প্রকৃতির রূপ। হাটের বৈচিত্র্য দারুন লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে এরকম অসাধারণ ভিডিওটীর জন্য। অনেক শুভকামনা জানবেন।
বাহ্.... বেশ জায়গাটি! একটা নতুন প্রজাপতি দেখলাম আর মাঝে এবং শেষে দুবার পাখির ডাক শুনলাম।
পাহাড়ে গিয়ে নানা রঙের রঙিন পাখি দেখতে খুব ভালো লাগে। আবার সেটা যদি হোমস্টে সংলগ্ন হয় তবে তো সোনায় সোহাগা। ❤❤❤❤
Sara dine ai nia 3 bar tmr ai travelogue ta dekhe fellam. Sokale akbar, dupure khaoar por akbar, rate ghumate gia akbar! Proti bar jano notun kore pelam. Onek dhonnobad tomay uttar banga er proti ta kona ato nikhut kore porichoy koranor jonno. Bhalo theko santanu daa, onek suveccha nio. Tumi kore bollam kichu mone koro na......
অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন
Onek din por erokom akta sundor travel vlog dekhlam, khub e peaceful akta video, ambience ta besh laglo😊
অসাধারণ, মুগ্ধ হলাম।।❤️❤️
সত্যি দাদা অনেক ভিডিও দেখি সময় পেলেই
গরাবাথান এ আর শিলিগুড়ি তে আমার বাড়ি আছে
কিন্তু আপনার তাতে আমি গর্বিত কিন্তু আপনার চোখে নর্থ বেঙ্গল দেখার মজাটাই আলাদা
এই জায়গার কথা কিছুদিন আগেই শুনেছি, দারুণ লাগল, প্রিয় উত্তরবঙ্গের উপর আপনার ভিডিওগুলি সব থেকে উৎকৃস্ট।
PERFECT TRAVEL VIDEO . THANK YOU .
ইস, শেষ হয়ে গেল!!! ওই নীল রাত ওই রূপোলী নদী.... মন তো সেখানেই চলে গেছিল। জীবনে কত সুন্দর জায়গাই তো দেখা হয় না কিন্তু এমন ভিডিও গুলো সেই সেই না দেখার শোক ভুলিয়ে দেয়। আবার অপেক্ষায়...
💗💗 আমারও মনে হয় দুটো দিন খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল
Khub valo laglo.. Khub sundor vabe pahari soundorjo k futiye tulechen...
প্রতি বারের মতো আবারো আপ্লুত হলাম ,এককথায় অসাধারণ
দাদা আপনার ভিডিও দেখে এত মনের শান্তি লাগে বলে বোঝাতে পারবো না। যেন কোন ঔষধি, যা মনের ট্রেস গুলোকে সারিয়ে তোলে। আর আপনার বাচন ভঙ্গিমা, ভিডিওগ্রাফি, উপস্থাপনা যার কোন তুলনা হয়না। অনবদ্য।অফবিট পাহাড়ি গ্রামের আর প্রকৃতির ব্লগ তাতে আপনিই সেরা। খুব ভালো লাগে।
আপনি খুব ভালো থাকবেন আর এই ভাবেই আমাদের মনের ডাক্তারির কাজটা করবেন এই অনুরোধ রইলো
অবশ্যই চেষ্টা করে যাবো । ভালো থাকবেন।
অসাধারণ লাগলো ভিডিওটি। আপনার চোখে মানে ক্যমেরায় পাহাড় দেখা এক অনন্য অনবদ্য অনুভূতি। আপনি ভালো থাকবেন।❤❤
বর্ষার পাহাড় ❤️ মন ভরে গেলো। লাটুকে প্রথম পাহ খেয়েছিলাম, সুস্বাদু..
বাহ... আপনি লাটুকেও গিয়েছিলেন?
@@Viral_Scope গতবছর 😊
অপূর্ব উপস্থাপনা । আমার জন্মস্থান গরুবাথান থেকে খুব একটা দূরে নয় বোধহয় ?
কিন্তু, এখন আর এই ভারী শরীর নিয়ে পাহাড়ী রাস্তায় ৫০০/৬০০ মিটার হাঁটতে পারবো না ।
তাও.... একবার দেখবো...... এতো নিরিবিলি তে থাকার সৌভাগ্য হয় কিনা ......
এতো দিনে কোনোও বাঙালি দেখলাম সত্যিই কারের ব্লগ, দারুণ দারুণ হয়েছে
Ki Apurbo ki asadhorn!!!!.jemon jaygar soundarjto temon photography temon narration ,mone vore gelo bolle komi bala hoy. Engrossed hoye dekhlam👌👌👌👌
অজস্র ধন্যবাদ আপনাকে
এতো ভালো লাগলো যে কি বলবো। আবার ও মুগ্ধ হলাম। আপনার ভিডিও গুলি অসাধারণ।❤
শান্তনু ভাই, dhotre ঘুরে এলাম। আজি কলকাতায় বাড়িতে পা রেখে.. কিছুটা বিশ্রাম নিয়ে তোমার dhotre ব্লগ খুলে স্মৃতিচারণ করছিলাম। চোখে পড়লো তোমার নতুন ব্লগ। সন্টুক গ্রাম। দেখলাম। কিছু বলবো না কেমন লাগলো। কারণ প্রতিবারের মত আজও ভাষাহীন। তবে একটাই কথা বলবো, শান্তনু ভাই বলে বর্ষার পাহাড়ের তুলনা হয়না। সত্যি ,সত্যি , সত্যি। আমরা নিজের চোখে dhotre ঢেকে এলাম। মনে হচ্ছে এখনও অপূর্ব এক স্বপ্নের দেশ ছিল। মেঘে আর কুয়াশায় ঘেরা জঙ্গল , সবুজ দিগন্ত বিস্তৃত পাহাড়, ঝর্না, আর বড়ো ভাগ্য করে এসেছেছিলাম বলে প্রচন্ড বৃষ্টি মেঘের মাঝেও কাল সকাল ৫.৩০ তে ঘুমন্ত budhha র ৭ মিনিটের এক অপূর্ব দৃশ্য। তারপরেই অবশ্য উধাও। তবে আশা সম্পূর্ণ।
যারা বর্ষার পাহাড় জঙ্গল উপভোগ করেন নি , একবার দেখে আসুন... শান্তনু ভাইয়ের ব্লগ গুলোতে পাবেন তার সন্ধান। ক্যামেরা বা ভিডিও র থেকে একবার দুচোখ ভরে নিয়ে আসুন মেঘে ঢাকা স্বপ্ন কে। সত্যি বলছি হতাশ হবেন না। ঘুরে আসুন সন্তুক, dhotre, বা অন্যকোথাও। আপনি কবি হতে বাধ্য হবেন , কিছু না লিখলেও সেদিন লিখবেন, আর ভাববেন , ভগবান পৃথিবীতেই তো স্বর্গ গড়ে রেখেছেন , তাকে অকারণ কোথায় খুঁজে ফিরি কে জানে। শান্তনু ভাই অনেক ভালোবাসা রইলো❤
বাহ খুব ভালো অভিজ্ঞতা হয়েছে তাহলে।
@@Viral_Scope ❤️❤️
Aapnar Manab Jibon sarthok........apni valo thakun aro valo valo jaiga amader dekhan. Apnar chokhei amra dekhe nebo
Amar dekha youtube er shera bangali travel video dekhlam aj. Osadharon
Khub sundor chilo ei jaiga ta, thank you for sharing ❤️
আমি আবারও দেখলাম...আজ সারাদিন তোমার সাথে আমিও ghurlam,ঋষি হাট theke মিম,মিম থেকে dangia..dangia থেকে rolep....তোমার vlog a একটা মাদকতা আছে ..যেটার টানে তোমার পুরানো vlog-o নতুন হয়ে যায় নিমেষে...অনেক কিছু বলার আছে কিন্তু লেখা পড়ার সময় তোমরা হবেনা শান্তনু দা...অনেক শুভেচ্ছা ও ভালোবাসা
অনেক ধন্যবাদ আপনাকে।
অবশ্যই সময় আছে 😊
প্রত্যেকটি কমেন্ট আমি সময় নিয়ে নিয়ে পড়ি
খুব সুন্দর বর্ণনা, ছবি অপূর্ব, দারুণ এডিটিং
মুগ্ধ,,,, আপনার ভয়েস দারুণ।
কমিউনিটি তে যেদিন পোস্ট করে বলেছিলেন রবিবার থেকে ডুয়ার্সের নতুন সিরিজ আসতে চলেছে সেদিন থেকেই আজকের রবিবারের অপেক্ষা করছিলাম, যতই অন্যান্য রাজ্যের অন্যান্য জায়গার ভিডিও আনুন তবে সেসব ডুয়ার্সের কাছে অনেক ক্ষীণ, ম্লান, আমার কাছে। ডুআর্স এমনিতেই ভীষণ ভাললাগত, আরো বেশি ভালো লাগিয়েছেন আপনি, আর আপনার উপস্থাপনা।❤
অজস্র ধন্যবাদ আপনাকে
আপনার ভিডিও চোখ,কান ও মনের আরাম।যাকে বলে A treat to watch।
একরাশ মুগ্ধতা আর প্রশান্তিতে মন ভরে যায় প্রতিবার।
Santook ইচ্ছে তালিকায় রইলো।
আমার ভালোবাসা জানবেন।
ভালো থাকবেন
🙏🏼🙏🏼
খুব সুন্দর,তোমার ব্লগ দেখে আমরা সেপ্টেম্বর যাচ্ছি crasula blue moon resort আর panbu,manjusree homestay
খুব ভাল লাগল । অল্প কথায় । সুন্দর।
অপূর্ব অসাধারণ সুন্দর আরও একটি উপহার হিসেবে আমাদের দিলেন এই ঠিকানা ❤️❤️🙏🏼🙏🏼❤️❤️
Asadharon chara ar kichui bolar nei. 👏👏💕💕
অসাধারণ। ছবি, কথা, ভাবনা -- সব। ❤
ভাই শান্তনু আপনার video টা অসাধারণ লাগল, নয়ন মনোরম প্রাকৃতিক দৃশ্য মনটাকে আপ্লুত করে দিল। আপনাকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ জানাই । ওখানে বেরিয়ে আসার ঐকান্তিক ইচ্ছা রইল।
অজস্র ধন্যবাদ নেবেন
একজন ভ্রমণ পিপাসু মানুষ হওয়ার ইচ্ছে হয়েছে আপনাকে দেখেই নয় একমাত্র আপনার অসম্ভব ভালো কাজ দেখে শান্তনু বাবু, গল্প শুনতে শুনতে ভ্রমণ করার ইচ্ছে জাগিয়েছেন আপনি, ভ্রমণস্থল না থেকেও মনে হয় সেখানেই আছি, আর এই সম্পূর্ণ ভালো লাগার প্রতিফলন হলো আপনাকে অনুসরণ আর অনুকরণ করে আপনার মতন পথ চলা শুরু করা। অনেক travel vlogger আপনার চ্যানেলের থেকেও অতি ধ্রুততার সঙ্গে উন্নতি করছেন কিন্তু আপনি আপনার চ্যানেল ধীরে উন্নতি করলেও আপনার কাজ সকলের থেকে অনন্য। যদি আপনার পদাঙ্ক অনুসরণ করে এই কাজে কিছু করতে পারি তাহলে আমি নিজেও নিজের কাজে খুব খুশি হব, ভালো থাকবেন আর এইভাবেই আমাদের নতুন নতুন কিছু জায়গার সন্ধান দেবেন। 🙏🙏🙏
অজস্র ধন্যবাদ আপনাকে
Apurba video, mone hocchilo jano sesh na hoe,👍🏞️😊
কিছু বলতে পারছিনা শান্তনু। এ এক অদ্ভুত ভালোলাগা আমাকে অবস করে দিয়েছে। ভালো থেকো।
অজস্র ধন্যবাদ আপনাকে
অসাধারণ একটি ভিডিও উপহার দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ, এত সুন্দর জায়গা দেখে মুগ্ধ হয়ে গেলাম। মনটা ছটফট করছে।ভাল থাকবেন।❤❤
Fatafati
জুন মাসে ঘুরে এলাম এই জায়গাটি। সত্যিই জায়গাটা এতটাই সুন্দর চোখে না দেখলে অনুভব করা যেত না। ভিডিও টি দেখে পুরোনো স্মৃতি তাজা হয়ে গেলো।
ওখানে র কোন যোগাযোগ এর নম্বর আছে !?
Jotobar e dekhi totobar notun laage apnar video ❤
সন্তূক জায়গা টা খুব ভালো ই। আপনার ভিডিও মানে আমাকে ঐ খানে যেতে উৎসাহিত করা, তার জন্য আপনাকে ধন্যবাদ❤
😊❤️👍 অপেক্ষায় ছিলাম এমন সুন্দর জায়গার ভিডিওর জন্য 😊আপনার এই ভিডিও মনকে প্রশান্তিতে ভরিয়ে দেয় আজও তার অন্যথা হোলোনা খুব উপভোগ করলাম আর আপনাকে অনেক অনেক শুভেচ্ছা দিলাম ভালো থাকবেন
অসংখ্য ধন্যবাদ 😊
খুব খুব সুন্দর লাগলো দেখতে 👍👍👌👌❤️❤️
A verdant piece of heaven with a musical name, Santook.
Great observation
Asadharan !!!! Khub valo laglo.
Apnar photography ar barnana khub sundar.
অসংখ্য ধন্যবাদ 😊
Santanu da apnader homestay te theke Elam padamchen a .... Ufff jeno mone hocche prokritir sathe suye bose thakchi saradin...osadharon .... R madam to amar friendlist ei achen , ebar mone hoi attiyota hoye jabe apnader sobar sathei ... Santook Tao jaoar eccha roilo😊
Bah, khub bhalo 🥰🥰
Dear Santanu babu,
Your voice and presentation has been magnificent. Simple superb.
Sudhu matro appnar video dekhe book kore fellam ei Sunday er jonno, nahole Icche gaon dike berie jachilam.
জায়গা আর উপস্থাপনা, দুটোই অসাধারণ!
অসংখ্য ধন্যবাদ 😊
Ahaaa....Kirom akta feel hocche thik bole bojhate parbo na..jai boli kom bola hobe..hariye gechilam jmn protita camerar drisso..jmn prakitik sondorjo..jmn backgrd music..jmn narriation uff sob mile mise Fantastic👌👌👌👌👌khub icche roilo kono dino sujog hole ei hm stay te giye thakar...valo theko Dada🥰🥰🙋
🙏🏼🙏🏼
Still shots gulo oshadharon hoyechhe😍amazing videography and drone work❤serene piece of music💗
Fantastic vlog as usual😊
viral scope এর video গুলি এতটাই নিখুঁত ও সুন্দর যেন মনেহয়ওই জায়গাতেই পৌঁছে গেছি।❤
অনেক অনেক ধন্যবাদ আপনাকে 💐
আপনার video দেখি, খুব ভালো লাগে। আপনার video দেখে এবার অক্টোবরে রঙারুন এ Nilam এবং করবিয়াতে Amairah হোমস্টে তে ঘুরতে যাবো।
Khubie sundor post, awesome.
Khub sundor jaigata..... Presentation darunnnnn
দারুন 👍 রবিবার সকালে miss করে গেছি। আজ দেখলাম। আপনার অন্যান্য video গুলোর মতনই এতে ও সুন্দর জায়গা দেখলাম। homestay দারুন সুন্দর জায়গায়। দেখে মন ভরে গেল। ❤👌👌
আমার তো এখান থেকে আসতেই ইচ্ছে করছিল না
প্রতিটা ভিডিও দেখে নতুন করে মুগ্ধ হই ❤
Apni onnotom sera bengali travel blogger.....onk jaiga apnr camerai dekhchi....
এরকম জায়গায় যদি মাঝে মধ্যেই গিয়ে থাকা যায় তাহলে বেশ হয়।অনেক দিন বাদে দেখছি বেশ কিছু কারণে, দেখেই মুগ্ধ হয়ে গেলাম।
জায়গাটা যত ভালো , উপস্থাপনাও অনবদ্য,,,, আপনি থাকছেন স্যার
Durdanto jayga. Osadharon vdo. Bangla vlog e underwater photography ei prothom dekhlam.
Je room tar du dikei janla achhe seta koto no.?
Osomvab sundor jaigata😍
খুব সুন্দর লাগলো ভিডিওটা
খুব সুন্দর লাগলো। এখানে যাওয়ার ইচ্ছা রইল। ছোট মাছগুলো মনে হলো বোরোলি।
বোরোলি তো এদিকে পাওয়া যায় না, এগুলোর নাম আসালা বা নেপালি স্নো ট্রাউট
অসাধারণ পরিবেশ এবং অনবদ্য উপস্থাপনা।ধন্যবাদ।
অজস্র ধন্যবাদ আপনাকে
Osadharon laglo, chabir moto ...❤
অনবদ্য উপস্থাপনা। দুর্দান্ত সুন্দর। 😮😮😮
Apnar blog gulo dekhe mone hoe swarger anache kanache ghure berachi❤
🥰🥰
Khub sundor video, jaoar icha roilo….
Awesomely capturized.mukdho hoye gelam
Khub valo lagche. Ato sobuj, tar opor nodi boye jachchey. Apurbo. Drinking water er arrangement ki achey? Ei jaygar jol khawoa jabey? Na, mineral water kinte hobey? Amar moto by age 50+ lokeder ki gari thekey namar porey luggage nijekei carry kortey hobey? Naki homestay thekey carry korar arrangement achey? Ei 2 to matter jodi ektu mention koren taholey valo hoy.
Excellent as always.... tbe ebar ektu besi paoya gelo 😊
😄😄
আপনার ভিডিও ও কথা বলা দারুন। অন্যরা শুধু নিজেকে দেখায়।
Apnar sathe hariye gechilam santook gram e, just katha nei ❤️❤️❤️❤️❤️❤️😍😍 simahin soundarjo 🤩🤩
অজস্র ধন্যবাদ আপনাকে
Sunday r apnar video, sunday r mangsho bhaat er motoi shundor❤️❤️✨✨
🥰🥰🥰
দাদা আজই আপনার ভিডিও প্রথম দেখলাম আর প্রথম ভিডিও দেখেই আপনার ভিডিওর প্রেমে পড়ে গেলাম তাই চ্যানেল টাও সাবস্ক্রাইব করে নিলাম আশা করি এখন থেকে নিয়মিত ভিডিও আপডেট পাবো প্রকৃতির এত সুন্দর ভিডিও দেওয়ার জন্য আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা আপনার প্রতি
Tomar video manei drishti sukh. Praner aram. Koto bar dekhi tao ak e rokom mon chuye Jay...... Bari acho santanu daa? Koto din dakha hoy na......
Tomar ph number ta aktu mail kore debe? v.scope.yt@gmail.com
@@Viral_Scope Nischoi .pathacchi darao..... 😇😇
Khub sundor video dada ..... khub jaldi aschi....
Khubi sundor jaayga, snan to kortei hoy😊, ,,,
সব দিক দিয়েই অসাধারণ।