পাহাড় আমার খুব ভালো প্রেমিক। আপনার এতো সুন্দর ভিডিও দেখে মন উচাটন হয়ে গেলো। আর সাহিত্য তো আমায় প্রাণের পরশ দেয়। "প্রথম আলো" আমার খুব প্রিয় উপন্যাস। আর এই সুন্দর হোমস্টে প্রথম আলোয় অমিত দা আর বৌদির আন্তরিকতার ছোঁয়া পেতে উদগ্রীব হয়ে আছি সবাই। আপনাকে অনেক ধন্যবাদ শান্তনু দা।
আপনার জন্য অমিতদার মতো আমাদের পাহাড়ের জন্য এক অমোঘ ভালোবাসা জন্মেছে। আপনি সত্যি অসাধারণ এক ব্যাক্তিত্ব। কোনো একদিন আপনার সাথে সাক্ষাৎতের ইচ্ছে রইলো। ভালো থাকবেন।
Daarun !! Tendrabong and Kagay make an offbeat Kalimpong circuit.. Tendrabong just to sample didis magical culinary skills and Kagay for its superb location. It was heart touching to witness the enormous Goodwill you have garnered thru your amazing vdos..All credit to your hard work and humility.. keep up the good work.God Bless🙏🙏
Comment korte ektu deri holo .আপনার উপস্থাপনা নিয়ে নতুন কিছু বলার থাকেনা, প্রত্যেকবার মুগ্ধ হয়ে যাই। এখানে যাবার ইচ্ছা রইলো।নর্থ বেঙ্গল এর এরকম অফবিট জায়গার সন্ধান আপনার মারফৎ পেয়ে থাকি । শান্তনুদা, অপূর্ব অনিন্দ্য সুন্দর, মায়াময় পরিবেশনা, অনেক অনেক ধন্যবাদ। ক্যামেরা কথা বলছে, ছবি আঁকছে, ধারাভাষ্য হ্যামিল্টনের বাশি বাজিয়ে দর্শকদের টেনে নিয়ে ঐ সৌন্দর্যের অনুভূতি করাচ্ছে। এক কথায় অনবদ্য। এক পাহাড় ভালোবাসা দাদা আপনার জন্য।চোখ জুড়িয়ে দিয়েছেন। ভালো থাকবেন ।
Most favorite video❤ যতবার দেখি মনে হয় এখুনি প্রথম আলো তে যাই,এত ছায়া নিঝুম ছোট গ্রাম , ভিডিও টা যতবার দেখছি মনে হচ্ছে বিভূতি ভূষণ এর কোনো গল্পের পাহাড়ি গ্রামের বর্ননার মতো,গ্রাম থেকে দুধ দিতে আসা ছেলে,ছোট টিলার উপর পোষ্ট অফিস, গ্রামের প্রধান শিক্ষক, হলুদ ফুলের ঝুড়ি, দিদির পাশের ক্ষেত থেকে সবজি তোলা, ভিউ পয়েন্ট এর নিস্তব্ধ নৈস্বর্গিক দৃশ্য সব মিলিয়ে ভিডিও টা অনবদ্য হয়েছে,সারা বিশ্বে যখন এই যুদ্ধ অশান্তি চলছে,আর আমরা মানুষরা প্রকৃতিকে ধ্বংস করে আরো বেশি যান্ত্রিক জীবনে চলে যাচ্ছি , সেখানে সজীব প্রকৃতির মাঝে এমন ছোট ছোট পাহাড়ি গ্রামটার সহজ সুন্দর জীবন যেনো আত্মার শান্তি খুঁজে আনে
অপূর্ব অনিন্দ্য সুন্দর, মায়াময় পরিবেশনা, অনেক অনেক ধন্যবাদ। ক্যামেরা কথা বলছে, ছবি আঁকছে, ধারাভাষ্য হ্যামিল্টনের বাশি বাজিয়ে দর্শকদের টেনে নিয়ে ঐ সৌন্দর্যের অনুভূতি করাচ্ছে। খুব আনন্দ পেলাম। চাক্ষুষ উপভোগ করার আনন্দ নিতে হবে স্থির করা হলো। ভালো থাকো, আরও ভালো কাজ করে যাও। 👏👏👏👌🙏❤✌
জানেন শান্তনু দা, বেশ কিছু দিন ধরে কিছুই পড়তে, দেখতে, শুনতে পারছিলাম না। ওই কীসব ব্লক-টক না কী যেন বলে! সেই সব কাটিয়ে ফিরে আবার পাহাড়কে দেখা শুরু করলাম এই ভিডিয়ো দিয়ে। মনটা ফুরফুরে লাগছে বেশ। 💙💚
@@Viral_Scope মাঝে এক বার দুম করেই প্ল্যান করেছিলাম। সেটাও ফেল করে গেল। এখন তিন মাস আগে থেকে প্ল্যান করলেও ভেস্তে যায় আর তিন দিন আগে করলেও। ব্যাগ গুছিয়ে তমলুক থেকে কলকাতা চলেও গেছিলাম। যেদিন ট্রেন তার আগের সন্ধেয় বাধ্য হই ক্যান্সেল করতে। তারপর থেকে বেড়াতে যাওয়ার কথা ভাবতেও যেন ভয় করে।
অসাধারণ ভিডিও সত্যি ওনারা ভাগ্যবান যে পাহাড়ে নিজের homestay করে থাকার সুযোগ পেয়েছেন অনবদ্য আরো ভালো লাগলো nimesh ji ও amairah কে দেখে খুব নস্টালজিক লাগলো ❤️
আপনার ভিডিওর উপস্থাপনা আমায় বারবার আপ্লুত করে।এত স্নিগ্ধতা ,কোমলতা মন জুড়িয়ে যায়।পাহাড়ের প্রতি অদ্ভুত টান আপনার ভিডিও দেখেই।গত বছর ডিসেম্বর এ কার্শিয়াং ও সিটং থেকে ঘুরে এলাম ।আপনার দেখানো homestay তে ছিলাম। নির্জনতা আমার খুব ভাললাগে।প্রতি বছর যেন যেতে পাড়ি সেই কামনা করি......আর প্রতি সপ্তাহে আপনার জন্য আমার পাহাড়ের সৌন্দর্য উপভোগ হয়ে যাবে।
গত ডিসেম্বরে ঘুরে এলাম পানবু,সামালবং,রিশপ, লাভা,লোলেগাঁও,কোলাখাম, ঝান্ডি আর লুংসেল। যার মধ্যে পানবু,সামালবং আর লুংসেল নিয়ে জেনেছি তোমার ব্লগ দেখেই। Keep it up.
সত্যি, আপনার কাজ অন্য কে অনুপ্রাণিত করার মতই। কারণ আপনি একটা স্থানের সৌন্দর্য দেখাবার পাশাপাশি সেখানকার মানুষের গল্প বলেন। তুলি দিয়ে ফুটিয়ে তোলেন সেখানকার জীবন ও জীবিকা।
Ufff ki j valo lagche thik vasai prokash korte parbo na💕💕..."Santanu da abr purono chonde Pahar niye amader samne"👍...atotai sundor proti ta scene j pause korleo seta akta beautiful still picture hoye jay r pahar related vlog gulo na puro therapy moto kaj kore nimese j kono mon kharap gayeb r eta viral scoper darai possible...Hmsty Dada Didir valobasa atitheota sob mile OPURBO👌👌👌👌kono din jawar icche roilo..onek onek valobasa🥰🥰🙋🏻♂️🙋🏻♂️
শান্তনু দা কাল রাতে Tendrabong দেখলাম। অসাধারণ জায়গা, অসাধারণ homestay, অমিত দা, সমদত্তা দির অমায়িক আপ্যায়ন। এক কথায় অনবদ্য। মার্চে sittong যাচ্ছি দুদিন, দেখে ভাবলাম ওখানে একদিন থেকে একদিন এখানে, কিন্তু দূরত্ব অনেক হচ্ছে, তারপর rate আমার সাধ্যের বাইরে 😢😢 সব থেকে ভালো লেগেছে ওনাদের homestay র কনসেপ্ট
How beautiful and lovely songs and dancing. I was in Tendrabong in Jul'22 and stayed at Arpan Gurung's homestay. The stay was so lovely and Tendrabong was quaint and gorgeous. Hope to revisit.
বছর তিনেক আগে গেছিলাম , হেরিটেজ বাড়ির সাথে যে হোমষ্টে,সেটাতে ছিলাম।ডুকা জলপ্রপাতে স্নান করার স্মৃতি ভোলার নয়। আপনাকে অনেক অভিনন্দন , ধন্যবাদ দারুণ ভাবে জায়গাটা তুলে ধরলেন। 👌💕
Santanu da tomar vdo te Nimesh ji, Saimon bhai, Fatima gao ar Lorence bhai er bari... chena mukh chena jayga agulo khub nostalgia laglo r din gulo mone portei mone mone imotional o holam... U r the best
পাহাড়ে এরকম একটা হোমস্টে নিয়ে সেটল করতে হলে কিভাবে এগোতে হবে যদি কেউ জানান, উপকৃত হই। ইচ্ছে আছে এরকম ভাবে থাকার। আপনার ভিডিও দেখে অনুপ্রাণিত হই। খুব ভালো লাগে আপনার উপস্থাপনা।
😂kacha Bong when it comes to Sikkim n Darjeeling Travel Vlog ' u are thee' best' M' a hardcore nite person...my mind becomes active wit tots n words ' ter's nothing more soothing than gazing at te stars wit a drink' on a clear windy nite...simple pleasure which is priceless ❤ waiting for the next one
অনেক দিন পর নিমেশ জি কে দেখে ভালো লাগল। তোমার ভিডিও দেখেই ওনার homestay তে যাওয়া। খুব ভালো মানুষ ওনারা। তোমার পরবর্তী গন্তব্য রিশিহাট ও আমার খুব পছন্দের জায়গা। ওখানে মোখতান homestay এর মানসিংহ জি ও দীনেশ জি ও খুব ভালো মানুষ। তোমার ভিডিও দেখেই নিজের রাজ্যের এই সুন্দর দিক টা কে এত ভালো ভাবে চিনতে পারছি। অনেক ধন্যবাদ তোমায়।
আপনার উপস্থাপনা নিয়ে নতুন কিছু বলার থাকেনা, প্রত্যেকবার মুগ্ধ হয়ে যাই। এখানে যাবার ইচ্ছা রইলো। নর্থ বেঙ্গল এর এরকম অফবিট জায়গার সন্ধান আপনার মারফৎ পেয়ে থাকি, ভালো থাকবেন।
দাদা খুব সুন্দর ভিডিও টা দেখলাম। আর সবচেয়ে বেশি ভালো লাগলো আন্টি আঙ্কেল আর তুমি। জায়গাটা খুব সুন্দর গানের সাথে নাচ টাও খুব ভালো লাগলো। সব মিলিয়ে খুব সুন্দর একটা ভিডিও দেখলাম নমস্কার দাদা
Thanks for these exceptional vlogs. Even if one cannot travel to these places, your vlogs teleport us to these breathtaking places . Thank you so much!!❤😊
তোমার সৃষ্টি দেখতে সব সময়ই ভাল লাগে। আমরা দুজন ওখানে ২ রাত তোমার যাওয়ার আগে বেড়িয়ে এসেছিলাম । ঢাকাই পোলাউ , ভালো গোবিন্দ ভোগ রান্না ঘরে stock এর অভাবে , সোমদত্তা খাওয়াতে পারেনি বলে, যথেষ্ট আফসোস করেছে। আমরা প্রথম আলোর সন্ধান পেয়েছিলাম Sayel's Stories র মাধ্যমে । ওখান থেকে Mairungaon এর রোশন এর গাড়িতে Rishop চলে গেছিলাম। রোশন ও অত্যন্ত ভালো ছেলে । ও অমিত - Somdutta র কাচ্ছের মানুষ । রোশন ওর বয়স ২১. ওর মিষ্টি বউ ১৯. আবার Kagey র অনুগ্রহ কুঞ্জ থেকে আমাদের নিয়ে New Mal Jnc এ পৌঁছে দিয়ে এসেছিল । সেই সময় ও বাড়ী থেকে বউ কে নিয়ে , আমাদের সাথে একটা outing করিয়ে দিয়েছিল❤ প্রথম আলো ওই যাত্রায় আমাদের তৃতীয় বেড়াবার জায়গা , অনুগ্রহ কুঞ্জ পঞ্চম।
Hi dada I'm from 🇧🇩,ur channel is my top fvrt fr watching various types of off beat places of my mst favorite darjeeling.ur every single vlog is like a peaceful therapy fr mind ND soul,iuesd to share ur videos wth my family members ND thy all are also big fan of u.my dream when me nd my family will visit Darjeeling ND Meghalaya iwill follow ur travel guidelines.ur travel guidelines details nd links which u provide though ur every single videos tht is so helpful fr us who are going to travel from here🇧🇩 to west Bengal hill stations. ND mst attractive matter abt ur vlog is ur choice fr different types of offbeat location of west Bengal.love from 🇧🇩 .best wishes fr ur channel.
আপনি উত্তরবঙ্গের মুখ... অন্তত তিনটি জায়গায় আপনার suggestion নিয়ে আমরা ঘুরেছি। Amaira homestay গেছি। আবার হয়ত may তে যাবো। আপনার video গুলো তে প্রকৃতি, পরিবেশ, মানুষ এক হয়ে এক অপূর্ব অভিজ্ঞতা হয়। আপনি চালিয়ে যান। ভালো লাগছে আপনার subscriber বাড়ছে দেখে। ভালো থাকবেন আর আমাদের সমৃদ্ধ করে যাবেন।
Saymon ji sotti Khub valo lok , nice jentelman ❤😊 amader o onar homestay te khub appayan korechen, bolte hoy ni, samne hajir 🥰 khub e valo family ora❤❤❤❤❤
মাঝে মাঝে মনে হতো বছরের কোন একটা সময়ে কিছুদিন পাহাড়ের ওই নিরিবিলি পরিবেশে কাটিয়ে আসি । কিন্তু কাজের চাপে হয়ে উঠছে না । আপনার ভিডিও গুলি আমার সেই অপূর্ন ইচ্ছা টিকে আরও বাড়িয়ে দিচ্ছে । আপনার আরও ভিডিওর অপেক্ষায় রইলাম ।
আমিও পাহাড়ে থাকি তবে ইন্ডিয়ায় না বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে ❤ ইন্ডিয়ায় ঘুরতে আসার অনেক স্বপ্ন আছে, আপনার নর্থ বেঙ্গলের সব ভিডিও প্রায় দেখা শেষ, আপনার ভিডিও গুলি দেখার পর থেকেই নর্থ বেঙ্গলের প্রতি একটা আলাদা মায়া জন্মেছে❤ কাটাতারের সীমানাটা আমাদের ব্যবধান করে দিয়েছে। সেই কাটাতারের সীমানা পার হওয়ার মতো সামর্থ্য এখনো হয়ে ওঠেনি একদিন যদি সামর্থ্য হয় সেই কাঁটাতারের সীমানা পেরিয়ে অবশ্যই ঘুরতে আসবো ❤ সবাই আশীর্বাদ করবেন আমার মনোকামনা যেন একদিন পূর্ণ হয়🤍🤍
@@amitkumarsarkar4730অমিত এই শব্দ দূষণ থেকে বাঁচার জন্য আজ থেকে বছর তিনেক আগে আমিও নির্জনে অরণ্যের মাঝে থাকার জন্য kakrajhor এ place পেয়েছিলাম । কিন্ত শর্ত এ রাজি হওয়া গেলো না বলে হল না। আপনার জায়গা দেখে লোভ সামলাতে পারছি না,
Tandrabong e ek bangali dompatir paharer proti eto anurag bhalobasay toiri "prothom alo" homestay ek anobodyo prayash. Amar onek onek subhechha roilo. Jabar basonao.
পাহাড় আমার খুব ভালো প্রেমিক।
আপনার এতো সুন্দর ভিডিও দেখে মন উচাটন হয়ে গেলো। আর সাহিত্য তো আমায় প্রাণের পরশ দেয়। "প্রথম আলো" আমার খুব প্রিয় উপন্যাস। আর এই সুন্দর হোমস্টে প্রথম আলোয় অমিত দা আর বৌদির আন্তরিকতার ছোঁয়া পেতে উদগ্রীব হয়ে আছি সবাই।
আপনাকে অনেক ধন্যবাদ শান্তনু দা।
Agam nimantran patra pathia rakhlam....Amit prothom Alo
খুব সুন্দর আর কি যে ভালো ওনারা দেখেই বোঝা যায়
আর আপনার প্রতি টি ভিডিও দেখে মন খুশি হয় আর স্বপ্ন দেখি
অপূর্ব সুন্দর ভিডিও! মুগ্ধতা সীমাহীন!
সব গুলো ভিডিও অসাধারণ উপস্থাপন ❤❤❤
choto meyeti eto natural beauty r modhye boro hochhe dekhe khub bhalo lagche, onader ei udyog k sadhubad janai.... jaoar khub ichhe roilo...
আপনার জন্য অমিতদার মতো আমাদের পাহাড়ের জন্য এক অমোঘ ভালোবাসা জন্মেছে। আপনি সত্যি অসাধারণ এক ব্যাক্তিত্ব। কোনো একদিন আপনার সাথে সাক্ষাৎতের ইচ্ছে রইলো। ভালো থাকবেন।
অনেক ধন্যবাদ দাদা। আপনিও ভালো থাকবেন
What a beautiful blog, as a nature lover & food lover also, EXCELLENT.
বিনা অন্যথায় অসাধারণ, মানুষ গুলোর আতিথেয়তা আর Emotion গুলো খুব সুন্দর ভাবে ধরেছেন, অনেক ধন্যবাদ...
অসংখ্য ধন্যবাদ 💗
Prothom Alo taraf theke jania rakhlam agam nimantran
মুগ্ধ হলাম..পাহাড় আর আপনার মায়াময় উপস্থাপনার যুগলবন্দীতে
Daarun !! Tendrabong and Kagay make an offbeat Kalimpong circuit..
Tendrabong just to sample didis magical culinary skills and Kagay for its superb location. It was heart touching to witness the enormous Goodwill you have garnered thru your amazing vdos..All credit to your hard work and humility.. keep up the good work.God Bless🙏🙏
Thanks a million
অসাধারণ কথাটাও বোধহয় যথেষ্ট নয় এই ভিডিওটির জন্য। আর আপনার জন্য অনেক ভালোবাসা দাদা।
অনেক ধন্যবাদ দাদা
Comment korte ektu deri holo .আপনার উপস্থাপনা নিয়ে নতুন কিছু বলার থাকেনা, প্রত্যেকবার মুগ্ধ হয়ে যাই। এখানে যাবার ইচ্ছা রইলো।নর্থ বেঙ্গল এর এরকম অফবিট জায়গার সন্ধান আপনার মারফৎ পেয়ে থাকি । শান্তনুদা, অপূর্ব অনিন্দ্য সুন্দর, মায়াময় পরিবেশনা, অনেক অনেক ধন্যবাদ। ক্যামেরা কথা বলছে, ছবি আঁকছে, ধারাভাষ্য হ্যামিল্টনের বাশি বাজিয়ে দর্শকদের টেনে নিয়ে ঐ সৌন্দর্যের অনুভূতি করাচ্ছে। এক কথায় অনবদ্য। এক পাহাড় ভালোবাসা দাদা আপনার জন্য।চোখ জুড়িয়ে দিয়েছেন। ভালো থাকবেন ।
অনেক অনেক ধন্যবাদ
অদ্ভুত সুন্দর।
অপূর্ব অপূর্ব সুন্দর ফটোগ্রাফি, মাপা সুন্দর বর্ণন।😊
অনেক ধন্যবাদ 💐
পর পর দুটি রবিবার খুব ভালো কাটলো, শান্তনু দা খুব ভালো থাকবেন আর আমাদের এই রকম সব সুন্দর জায়গার সঙ্গে পরিচিত করাবেন❤❤
অনেক অনেক ধন্যবাদ
এক পাহাড় ভালোবাসা দাদা আপনার জন্য।চোখ জুড়িয়ে দিয়েছেন।
ধন্যবাদ। ভালো থাকবেন।
যেন স্বপ্নের মত মনে হয়, অপূর্ব সুন্দর...
Most favorite video❤ যতবার দেখি মনে হয় এখুনি প্রথম আলো তে যাই,এত ছায়া নিঝুম ছোট গ্রাম , ভিডিও টা যতবার দেখছি মনে হচ্ছে বিভূতি ভূষণ এর কোনো গল্পের পাহাড়ি গ্রামের বর্ননার মতো,গ্রাম থেকে দুধ দিতে আসা ছেলে,ছোট টিলার উপর পোষ্ট অফিস, গ্রামের প্রধান শিক্ষক, হলুদ ফুলের ঝুড়ি, দিদির পাশের ক্ষেত থেকে সবজি তোলা, ভিউ পয়েন্ট এর নিস্তব্ধ নৈস্বর্গিক দৃশ্য সব মিলিয়ে ভিডিও টা অনবদ্য হয়েছে,সারা বিশ্বে যখন এই যুদ্ধ অশান্তি চলছে,আর আমরা মানুষরা প্রকৃতিকে ধ্বংস করে আরো বেশি যান্ত্রিক জীবনে চলে যাচ্ছি , সেখানে সজীব প্রকৃতির মাঝে এমন ছোট ছোট পাহাড়ি গ্রামটার সহজ সুন্দর জীবন যেনো আত্মার শান্তি খুঁজে আনে
খুব সুন্দর বললেন
@@Viral_Scope 😊 thkns dada
অপূর্ব অনিন্দ্য সুন্দর, মায়াময় পরিবেশনা, অনেক অনেক ধন্যবাদ। ক্যামেরা কথা বলছে, ছবি আঁকছে, ধারাভাষ্য হ্যামিল্টনের বাশি বাজিয়ে দর্শকদের টেনে নিয়ে ঐ সৌন্দর্যের অনুভূতি করাচ্ছে।
খুব আনন্দ পেলাম। চাক্ষুষ উপভোগ করার আনন্দ নিতে হবে স্থির করা হলো। ভালো থাকো, আরও ভালো কাজ করে যাও।
👏👏👏👌🙏❤✌
অনেক ধন্যবাদ দাদা
অনেকদিন পরে আবার চেনা পাহাড়ে অচেনা জায়গার খোঁজ। দারুন।
অনেক ধন্যবাদ দাদা
জানেন শান্তনু দা, বেশ কিছু দিন ধরে কিছুই পড়তে, দেখতে, শুনতে পারছিলাম না। ওই কীসব ব্লক-টক না কী যেন বলে! সেই সব কাটিয়ে ফিরে আবার পাহাড়কে দেখা শুরু করলাম এই ভিডিয়ো দিয়ে। মনটা ফুরফুরে লাগছে বেশ। 💙💚
যেমন করে হোক এক বার করে পাহাড় যাওয়ার চেষ্টা করবেন, একদিনের জন্য হলেও। তাহলে লড়াইটাও জমবে। ☺️
@@Viral_Scope মাঝে এক বার দুম করেই প্ল্যান করেছিলাম। সেটাও ফেল করে গেল। এখন তিন মাস আগে থেকে প্ল্যান করলেও ভেস্তে যায় আর তিন দিন আগে করলেও। ব্যাগ গুছিয়ে তমলুক থেকে কলকাতা চলেও গেছিলাম। যেদিন ট্রেন তার আগের সন্ধেয় বাধ্য হই ক্যান্সেল করতে। তারপর থেকে বেড়াতে যাওয়ার কথা ভাবতেও যেন ভয় করে।
বুঝতে পারি
অসাধারণ ভিডিও সত্যি ওনারা ভাগ্যবান যে পাহাড়ে নিজের homestay করে থাকার সুযোগ পেয়েছেন অনবদ্য আরো ভালো লাগলো nimesh ji ও amairah কে দেখে খুব নস্টালজিক লাগলো ❤️
হ্যাঁ...
Prothom Alo taraf theke pathia rakhlam agam nimantran patra
আপনার ভিডিওর উপস্থাপনা আমায় বারবার আপ্লুত করে।এত স্নিগ্ধতা ,কোমলতা মন জুড়িয়ে যায়।পাহাড়ের প্রতি অদ্ভুত টান আপনার ভিডিও দেখেই।গত বছর ডিসেম্বর এ কার্শিয়াং ও সিটং থেকে ঘুরে এলাম ।আপনার দেখানো homestay তে ছিলাম। নির্জনতা আমার খুব ভাললাগে।প্রতি বছর যেন যেতে পাড়ি সেই কামনা করি......আর প্রতি সপ্তাহে আপনার জন্য আমার পাহাড়ের সৌন্দর্য উপভোগ হয়ে যাবে।
অসংখ্য ধন্যবাদ 💗
Prothom Alo theke jania rakhlam agam nimantran
Thank you...nischoi jbo...
গত ডিসেম্বরে ঘুরে এলাম পানবু,সামালবং,রিশপ, লাভা,লোলেগাঁও,কোলাখাম, ঝান্ডি আর লুংসেল।
যার মধ্যে পানবু,সামালবং আর লুংসেল নিয়ে জেনেছি তোমার ব্লগ দেখেই। Keep it up.
Thanks a bunch
অপূর্ব ❤
যথারীতি আপনার পাহাড়ের প্রত্যেকটা video আমার ভালো লাগে। জায়গাগুলো বেশ সুন্দর।👍👌
অনেক অনেক ধন্যবাদ
সত্যি, আপনার কাজ অন্য কে অনুপ্রাণিত করার মতই। কারণ আপনি একটা স্থানের সৌন্দর্য দেখাবার পাশাপাশি সেখানকার মানুষের গল্প বলেন। তুলি দিয়ে ফুটিয়ে তোলেন সেখানকার জীবন ও জীবিকা।
অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
Ki apurbo 👌👌 chobir moto jayega satti jodi eamon jayegaye jete partam khub bhalo laglo obosso tomar sob vlogi bhalo lage
অনেক ধন্যবাদ আপনাকে 🥰
Prothom Alo taraf theke jania rakhlam agam nimantran patra
Khub anondo pelam eai amontron er jonno
Thank you ato taratari video upload korar jonno .mon bhalo kora video ❤
অনেক ধন্যবাদ দাদা
পাহাড় সবসময় প্রিয়, আপনি একে ভালোবাসায় রূপান্তরিত করেছেন
দারুন লাগল, Duka এর স্মৃতিগুলো আরেকবার মনে পড়ে গেল
আর ...সকাল থেকে অপেক্ষার শেষ হল
The man inform❤
👍🙏🙏
অনেক ধন্যবাদ আপনাকে
Darun...Pin drop silence in my mind .
🙏🏼
Your description about this place makes me so enchanted
খুব ভাল লাগল । সারাজীবন যদি পাহাড়ে কাটানো যেত, কি ভালই না হত !!!
উনাদের মতো সাহস আর ক'জন দেখাতে পারে
Prothom Alo taraf theke pathia rakhlam agam nimantran patra
দারুন লাগছে আপনার ভিডিও গুলো দেখতে।আমার ইচ্ছা করছে বাকি জীবনটা ওখানেই কাটাতে।
khub e sundar !!!
পাহাড়ে ফিরে আসার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। ❤❤❤
অনেক ধন্যবাদ দাদা
দাদা কেমন আছো। তোমার ভিডিও গুলো যত দেখি ততই মুগ্ধ হই। প্রকৃতি কে যেন আরো বেশি করে ভালবাসতে ইচ্ছে করে।। ভালো থেকো।
অপূর্ব, Travels Abasar.
Ufff ki j valo lagche thik vasai prokash korte parbo na💕💕..."Santanu da abr purono chonde Pahar niye amader samne"👍...atotai sundor proti ta scene j pause korleo seta akta beautiful still picture hoye jay r pahar related vlog gulo na puro therapy moto kaj kore nimese j kono mon kharap gayeb r eta viral scoper darai possible...Hmsty Dada Didir valobasa atitheota sob mile OPURBO👌👌👌👌kono din jawar icche roilo..onek onek valobasa🥰🥰🙋🏻♂️🙋🏻♂️
অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
@@Viral_Scope 💕💕💕💕
Prothom Alo taraf theke pathia rakhlam agam nimantran patra
@@amitkumarsarkar4730onek onek dhonnobad Dada,valo thakben sokole💕best of luck 👍🙋🏻♂️🙋🏻♂️
Jabar vishon i echha roilo
Beautiful homestay...beautifully explained. Shutki maach seems to me a great attraction. Thank you so much for the lovely video.
Agam nimantran patra pathia rakhlam asar jonno
আপনার উপস্থাপনা মুগ্ধ করে ❤
অনেক ধন্যবাদ
শান্তনু দা কাল রাতে Tendrabong দেখলাম। অসাধারণ জায়গা, অসাধারণ homestay, অমিত দা, সমদত্তা দির অমায়িক আপ্যায়ন। এক কথায় অনবদ্য। মার্চে sittong যাচ্ছি দুদিন, দেখে ভাবলাম ওখানে একদিন থেকে একদিন এখানে, কিন্তু দূরত্ব অনেক হচ্ছে, তারপর rate আমার সাধ্যের বাইরে 😢😢 সব থেকে ভালো লেগেছে ওনাদের homestay র কনসেপ্ট
👍👍
Prothom Alo taraf theke pathia rakhlam agam nimantran patra
@@amitkumarsarkar4730যাচ্ছি দাদা আপনার নিমন্ত্রণ রক্ষা করতে আগামী মার্চে । আর দিদির হাতের গরম মুচ মুচে বেগুনি, রুই প্রস্থ, পোলাও এর সাথে সকালের মেয়নিজ ভরা স্যান্ডউইচ খেতে।
How beautiful and lovely songs and dancing. I was in Tendrabong in Jul'22 and stayed at Arpan Gurung's homestay. The stay was so lovely and Tendrabong was quaint and gorgeous. Hope to revisit.
Prothom Alo taraf theke pathia rakhlam agam nimantran patra
❤❤❤
প্রত্যেক বারের মতোই দুর্দান্ত হয়েছে ভিডিও টা
অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
আজ রবিবার,,,কি আনন্দ
😊😊
বছর তিনেক আগে গেছিলাম , হেরিটেজ বাড়ির সাথে যে হোমষ্টে,সেটাতে ছিলাম।ডুকা জলপ্রপাতে স্নান করার স্মৃতি ভোলার নয়। আপনাকে অনেক অভিনন্দন , ধন্যবাদ দারুণ ভাবে জায়গাটা তুলে ধরলেন। 👌💕
বাহ খুব সুন্দর
Santanu da tomar vdo te Nimesh ji, Saimon bhai, Fatima gao ar Lorence bhai er bari... chena mukh chena jayga agulo khub nostalgia laglo r din gulo mone portei mone mone imotional o holam... U r the best
Thanks a lot Devki di.
তুমি তো ওই দিকে প্রায়ই যাও; মাঝে মাঝে প্রিয় মানুষগুলো সঙ্গে একটু দেখা করো। তাহলে মন ভালো থাকবে। আমিও যতটা পারি চেষ্টা করি।
পড়াশুনার চাপে একটু বিশ্রাম নিলাম আপনার ভিডিও দেখে । মন ফুরফুরে হয়ে গেছে 😇
পাহাড়ে এরকম একটা হোমস্টে নিয়ে সেটল করতে হলে কিভাবে এগোতে হবে যদি কেউ জানান, উপকৃত হই। ইচ্ছে আছে এরকম ভাবে থাকার। আপনার ভিডিও দেখে অনুপ্রাণিত হই। খুব ভালো লাগে আপনার উপস্থাপনা।
এক কথায় অনবদ্য। তন্দ্রাবং এর ভিডিও আগে ও দেখেছি। কিন্ত আপনার কথায় আর ছবিতে যাদু আছে। যাওয়ার ইচ্ছে রইলো।
অনেক ধন্যবাদ দিদি
Prothom Alo taraf theke pathia rakhlam agam nimantran patra
😂kacha Bong when it comes to Sikkim n Darjeeling Travel Vlog ' u are thee' best' M' a hardcore nite person...my mind becomes active wit tots n words ' ter's nothing more soothing than gazing at te stars wit a drink' on a clear windy nite...simple pleasure which is priceless ❤ waiting for the next one
Thanks a million 🥰
অনেক দিন পর নিমেশ জি কে দেখে ভালো লাগল। তোমার ভিডিও দেখেই ওনার homestay তে যাওয়া। খুব ভালো মানুষ ওনারা। তোমার পরবর্তী গন্তব্য রিশিহাট ও আমার খুব পছন্দের জায়গা। ওখানে মোখতান homestay এর মানসিংহ জি ও দীনেশ জি ও খুব ভালো মানুষ। তোমার ভিডিও দেখেই নিজের রাজ্যের এই সুন্দর দিক টা কে এত ভালো ভাবে চিনতে পারছি। অনেক ধন্যবাদ তোমায়।
অনেক ধন্যবাদ আপনাকে। রিশিহাটের ভিডিও একটু পরেই আসছে
আপনার উপস্থাপনা নিয়ে নতুন কিছু বলার থাকেনা, প্রত্যেকবার মুগ্ধ হয়ে যাই। এখানে যাবার ইচ্ছা রইলো।
নর্থ বেঙ্গল এর এরকম অফবিট জায়গার সন্ধান আপনার মারফৎ পেয়ে থাকি, ভালো থাকবেন।
অনেক ধন্যবাদ , আপনিও ভালো থাকবেন।
শুধু সানা কে দেখার জন্যেই তন্দ্রবং এ ছুটে যেতে মন করে
খুব সুন্দর হয়েছে এবারের গল্পঃ টা❤ 7:08
অনেক ধন্যবাদ দাদা
Prothom Alo taraf theke pathia rakhlam agam nimantran patra
দাদা খুব সুন্দর ভিডিও টা দেখলাম। আর সবচেয়ে বেশি ভালো লাগলো আন্টি আঙ্কেল আর তুমি। জায়গাটা খুব সুন্দর গানের সাথে নাচ টাও খুব ভালো লাগলো। সব মিলিয়ে খুব সুন্দর একটা ভিডিও দেখলাম নমস্কার দাদা
অনেক ধন্যবাদ আপনাকে
দারুন 👌
খুব ভালো লাগলো ব্লগ টা দাদা ভালো থাকবেন
অসংখ্য ধন্যবাদ 💗
সারা দুপুর অপেক্ষা করেছিলাম আপনার ভিডিও-এর জন্য।
অনেক ধন্যবাদ দাদা। অনেকটা দেরি করে ফেলেছি
Thanks for these exceptional vlogs. Even if one cannot travel to these places, your vlogs teleport us to these breathtaking places . Thank you so much!!❤😊
So nice of you
Mon khusi kora video... Onobodyo kontho..
অসংখ্য ধন্যবাদ 💗
খুব সুন্দর একটি ভিডিও দেখলাম 👌 দারুন লাগলো 👍❤
ধন্যবাদ। ভালো থাকবেন।
@@Viral_Scope ❤️🥰
আজই প্রথম আপনার ভিডিও সম্ভারের সন্ধান পেলাম। খুব ভাল লেগেছে। তাই ধন্যবাদ। মন চাইছে এই জায়গাগুলোয় যাই। আশা করি কোন একদিন যেতে পারবো।
@@hmotaher আপনাকে স্বাগত। নিশ্চয়ই যাবেন এক এক করে
Prothom Alo taraf theke pathia rakhlam agam nimantran patra
So refreshing & peaceful video...🤗 Upload more videos...😊 All the best...👍 from Bangladesh...🇧🇩
Thank you, I will
তোমার সৃষ্টি দেখতে সব সময়ই ভাল লাগে।
আমরা দুজন ওখানে ২ রাত তোমার যাওয়ার আগে বেড়িয়ে এসেছিলাম ।
ঢাকাই পোলাউ , ভালো গোবিন্দ ভোগ রান্না ঘরে stock এর অভাবে , সোমদত্তা খাওয়াতে পারেনি বলে, যথেষ্ট আফসোস করেছে।
আমরা প্রথম আলোর সন্ধান পেয়েছিলাম Sayel's Stories র মাধ্যমে ।
ওখান থেকে Mairungaon এর রোশন এর গাড়িতে Rishop চলে গেছিলাম।
রোশন ও অত্যন্ত ভালো ছেলে । ও অমিত - Somdutta র কাচ্ছের মানুষ ।
রোশন ওর বয়স ২১. ওর মিষ্টি বউ ১৯.
আবার Kagey র অনুগ্রহ কুঞ্জ থেকে আমাদের নিয়ে New Mal Jnc এ পৌঁছে দিয়ে এসেছিল ।
সেই সময় ও বাড়ী থেকে বউ কে নিয়ে , আমাদের সাথে একটা outing করিয়ে দিয়েছিল❤
প্রথম আলো ওই যাত্রায় আমাদের তৃতীয় বেড়াবার জায়গা , অনুগ্রহ কুঞ্জ পঞ্চম।
Indranil da, Roshon bhaier number টা দেবেন pls .
Amaira's homestay amar pratham solo travel destination chilo. Eka ghorar mojayi alada. Ekhane jabar ichhe roilo. 😊
Solo travel a locals er valobasao beshi paoa jay 😊😊
🎉🎉
Ami Bangladeshi. Dhaka thaki.
Tomar all most shob blog e dheki. Amar pahar oshomvob ee priyo. Kolkata ashle ak bar dheka korte chai.
অনেক ধন্যবাদ আপনাকে
Khub bhalo laglo bhalo thakben
Thanks a lot
প্রথম আলোয় নিশ্চই যাবো।
কারণ এটা আপনারও "প্রথম আলো"।
আরো শত শত "আলো" প্রজ্বলিত হোক। এই কামনা করি। আর আপনি হয়ে থাকুন আমাদের "ভানু ঠাকুর"।
অনেক অনেক ধন্যবাদ।
Khub sundor jaayga, Duka valley tao darun laaglo, onekei jara pahare bangali khabar khoje tader jonno to perfect ei home stay ta ❤
Prothom Alo taraf theke pathia rakhlam agam nimantran
@@amitkumarsarkar4730 dhonnobaad apnake 🙏🏼
খুবই সুন্দর লাগলো জায়গাটি। আর আপনার ভিডিওর উপস্থাপনা তো বরাবরই সুন্দর।
অনেক ধন্যবাদ দাদা
@@Viral_Scope ❤️❤️
Prothom Alo taraf theke pathia rakhlam agam nimantran patra
@@amitkumarsarkar4730 ধন্যবাদ দাদা...অবশ্যই যাবো আপনার ওখানে...
Ufff etodin por abar amar prio jaiga dekhlam❤
😊😊
Khub sundor laglo 😍👌❤❤❤❤❤❤❤❤
Dada ami apnar sob video dakhi khub khub bhalo lage ❤ valo thako
অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
Opurbo.....thik emone ekta life chaitam amio.....pahare ekta homestay thakbe....Ami ranna korbo
Jotota easy monehochhe totota easy na jani....
Just loved ur video....😍
Khoob sundor!!!
অসংখ্য ধন্যবাদ 💗
বাহ্ খুব সুন্দর। মনে হচ্ছে এখনই যদি যাওয়া যেত
Prothom Alo taraf theke pathia rakhlam agam nimantran patra
Aro ekta kotha,apnar blog dekhe kizom Village e gechhilam 😊, thankyou....😊
অনেক অনেক ধন্যবাদ
দাদা ভয়েস & situation excellent
অনেক অনেক ধন্যবাদ আপনাকে 💐
Dada khub bhalo laglo apnar video ta dekhe prachur information pelam asha kori kalimpong gele kaje lagbe.........
অনেক ধন্যবাদ দাদা
Prothom Alo taraf theke pathia rakhlam agam nimantran patra
Onekdin bade North Bengal er vdo..daaruunnn❤
💗💗
Prothom Alo taraf theke pathia rakhlam agam nimantran patra
আলাদাই অনুভূতি...😊
🙏🏼🙏🏼
প্রেম বা ভালোবাসা কারোর সাথে কিভাবে হয় সেটা হয়তো বোঝা বা জানা যায়না কিন্তু পাহাড়কে প্রেম ভালোবাসার কারণ আপনি দাদা এটা হরফ করে বলতে পারি ❤
🥰🥰🥰
Shantanu da amio apnar blog dekhe amaira home stay te gechilam😇,ar next chayatal- he- patal jachhi ...setao apnar blog dekhe 😇🫡
খুব ভালো লাগছে।একবার যাওয়ার ইচ্ছে আছে। ❤❤
অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
Prothom Alo taraf theke pathia rakhlam agam nimantran patra
অসাধারণ লাগলো
অনেক ধন্যবাদ দাদা
Darun... Abar pahar fire elo valo thankben
আপনিও ভালো থাকবেন
Hi dada I'm from 🇧🇩,ur channel is my top fvrt fr watching various types of off beat places of my mst favorite darjeeling.ur every single vlog is like a peaceful therapy fr mind ND soul,iuesd to share ur videos wth my family members ND thy all are also big fan of u.my dream when me nd my family will visit Darjeeling ND Meghalaya iwill follow ur travel guidelines.ur travel guidelines details nd links which u provide though ur every single videos tht is so helpful fr us who are going to travel from here🇧🇩 to west Bengal hill stations. ND mst attractive matter abt ur vlog is ur choice fr different types of offbeat location of west Bengal.love from 🇧🇩 .best wishes fr ur channel.
Thanks a bunch 😊😊
@@Viral_Scope 🥰
Ful er moto ta darun nache
Great as usual 👌
Thanks again!
@@Viral_Scope but room rent ta ektu besi mone holo....
@@thefreakytraveller....3265 sudhu room rent na, food included. R menu te eto kichu thakle to rate aktu beshi habei
@@Viral_Scope ta thik🫡
Bhari chomotkar ar naamtio bhari sweet, Tendrabong. A little piece of hilly heaven. Can't believe this amar dak naam o sana.
🥰🥰 Sanao Tendrabong er akta attraction
Prothom Alo taraf theke pathia rakhlam agam nimantran patra
দাদা দারুন খুব সুন্দর লাগলো ভিডিওটা🙂👌🙏🙏🙏🙏
অনেক ধন্যবাদ দাদা
Prothom Alo taraf theke pathia rakhlam agam nimantran patra
আপনি উত্তরবঙ্গের মুখ... অন্তত তিনটি জায়গায় আপনার suggestion নিয়ে আমরা ঘুরেছি। Amaira homestay গেছি। আবার হয়ত may তে যাবো। আপনার video গুলো তে প্রকৃতি, পরিবেশ, মানুষ এক হয়ে এক অপূর্ব অভিজ্ঞতা হয়। আপনি চালিয়ে যান। ভালো লাগছে আপনার subscriber বাড়ছে দেখে। ভালো থাকবেন আর আমাদের সমৃদ্ধ করে যাবেন।
Prothom Alo taraf theke pathia rakhlam agam nimontron patra
অনেক ধন্যবাদ দাদা
Saymon ji sotti Khub valo lok , nice jentelman ❤😊 amader o onar homestay te khub appayan korechen, bolte hoy ni, samne hajir 🥰 khub e valo family ora❤❤❤❤❤
Ha akdam
মাঝে মাঝে মনে হতো বছরের কোন একটা সময়ে কিছুদিন পাহাড়ের ওই নিরিবিলি পরিবেশে কাটিয়ে আসি । কিন্তু কাজের চাপে হয়ে উঠছে না । আপনার ভিডিও গুলি আমার সেই অপূর্ন ইচ্ছা টিকে আরও বাড়িয়ে দিচ্ছে । আপনার আরও ভিডিওর অপেক্ষায় রইলাম ।
অনেক ধন্যবাদ
Prothom Alo taraf theke pathia rakhlam agam nimantran patra
❤
আমিও পাহাড়ে থাকি তবে ইন্ডিয়ায় না বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে ❤
ইন্ডিয়ায় ঘুরতে আসার অনেক স্বপ্ন আছে, আপনার নর্থ বেঙ্গলের সব ভিডিও প্রায় দেখা শেষ, আপনার ভিডিও গুলি দেখার পর থেকেই নর্থ বেঙ্গলের প্রতি একটা আলাদা মায়া জন্মেছে❤
কাটাতারের সীমানাটা আমাদের ব্যবধান করে দিয়েছে। সেই কাটাতারের সীমানা পার হওয়ার মতো সামর্থ্য এখনো হয়ে ওঠেনি একদিন যদি সামর্থ্য হয় সেই কাঁটাতারের সীমানা পেরিয়ে অবশ্যই ঘুরতে আসবো ❤
সবাই আশীর্বাদ করবেন আমার মনোকামনা যেন একদিন পূর্ণ হয়🤍🤍
নিশ্চই আসবেন। কাঁটাতার টুকুই বাঁধা, দূরত্ব তো কিছু নয়।
আপনার পাহাড়ের ভ্লগ আমার ডোপামিন ❤❤❤
🥰🥰
Vromon pipasu Amit da long live....
Agam nimantran patra pathia rakhlam amar bari te asar jonno
সমস্ত কিছুই খুবই সুন্দর।
তবে সবথেকে আনন্দিত হলাম বক্স বাজানো নিষিদ্ধ শুনে।
পাহাড়ে এই চেষ্টাই বেশি করছি এখন।
Sound pollution theke bachar jonnoi ekhane chole asa
@@amitkumarsarkar4730অমিত এই শব্দ দূষণ থেকে বাঁচার জন্য আজ থেকে বছর তিনেক আগে আমিও নির্জনে অরণ্যের মাঝে থাকার জন্য kakrajhor এ place পেয়েছিলাম । কিন্ত শর্ত এ রাজি হওয়া গেলো না বলে হল না। আপনার জায়গা দেখে লোভ সামলাতে পারছি না,
Kub sundar ❤
Thanks a lot
Tandrabong e ek bangali dompatir paharer proti eto anurag bhalobasay toiri "prothom alo" homestay ek anobodyo prayash. Amar onek onek subhechha roilo. Jabar basonao.
💗💗
Prothom alo taraf theke pathia rakhlam agam nimantran patra