ফারুক ভাই ও মালা ভাবী, সালাম ও শুভেচ্ছা রইলো। আজকের আলোচনাটা ভালো লেগেছে। আপনি সত্যি বলেছেন, আমাদের কিছু বদঅভ্যাস আছে যা পরিহার করা উচিৎ। শেখার শেষ নাই, জানার শেষ নাই। অবশ্যই আমরা ভালো কিছু শিখব ও মেনে চলার চেষ্টা করবো। মনে হচ্ছে খাবারগুলো বেশ স্বাস্থ্য সম্মত, খাবারকে উপভোগ করেন।ভালো থাকবেন সবাই।
কেমন আছেন? এই প্রথম আপনাকে লিখলাম। ভাইয়া আপনার ভিডিও দেখি, ভালো লাগে। 9:40 একটা কথা আমি মানতে পারলাম না ভাই। যাদের কোনো কাজ নেই অথবা বেকার তারাই কি কেবল বাবা মায়ের কাছে থাকে? আমি একজন Architect, কয়েক বার সুযোগ এসেছে Australia তে TR হয়ে যাওয়ার। 15 বছর চাকরি এবং প্রাইভেট কনসালটেন্ছি করার পর বুঝতে পারি যে একটা মানুষের ভালো থাকতে কত টাকার প্রয়োজন? টাকার কথা না ভেবেই চলে আসলাম বাবা মায়ের কাছে যত দিন তারা বেঁচে আছেন। এটা তাদেরকে এই বয়সেও অনেক প্রশান্তি এনে দেয়। তাই বলে আমি কি বেকার? আলহামদুলিল্লাহ্ আগের থেকে অনেক অনেক ভালো আছি।
Arman bhai, apner proti shuvo kamona roilo... dua jate amio amar baba r pase thakte pari ,Arekta kotha Bangladesh e culture ta 80% achono biddoman je protisthito hober pore o baba ma k niye thake.... amra American culture shob bishoye follow korte chai na, r facebook, youtube e amra nijera nijeder k filtering kore decision nite hobe konta dekbo konta dekbo na, amader aejonno shocheton howa uchit. Thanks everybody.
আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। এই যে ডিনারের ব্যাপারে যে পরামর্শটা দিলেন এটা খুবই মূল্যবান। কেননা আমি আমার স্বজনদের অনেককে এটা বোঝাতে সক্ষম হই নাই। আপনার এই উপদেশটি আমি শেয়ার করে দিয়েছি।
আংকেল আপনি কথাগুলো এতো সুন্দর করে বলেছেন এই ভিডিও টা ওইসব মানুষের দেখা উচিত যারা সারাদিন মানুষদের নিয়ে সমালোচনা করে।কিছুদিন আগে আমার বাবা মারা গিয়েছে তখন আমি খুবই মানসিক ভাবে অসুস্থ আর মানুষ আমাকে জিজ্ঞেস করে আল্লাহ্ আপনি কেমন হয়ে গেছেন। চোখে কালি পড়ে গেছে এতো খারাপ লাগে বলার মতো না। আল্লাহ্ এই সকল মানুষদের সঠিক হেদায়াত দান করুক। আংকেল আপনাকে অনেক অনেক ধন্যবাদ।💖
আপনার ভিডিও ভালো লাগে, কিন্তু কিছু কথা বলা উচিৎ, আজ বাংলাদেশ বা ইন্ডিয়াতে কাজের সুযোগ খুব কম, আমেরিকার থেকে, তাই আমাদের দেশের বাবা বা মায়ের ছেলে বা মেয়ে ঘরে ই থাকে। কাজও করে, তাই এটা নিয়ে কথা না হলেই ভালো হয়, একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি র আর থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির পার্থক্য আছে। আমাদের সরকার ভালো পেনশন ও দেয় না।
ফারুক ভাই আপনার সফর ও খাওায়া দাওয়া দেখে আমার মনে হয় আপনি একজন সফল সৌখিন এবং ভালো মানুষ এই ভিডিও করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর ভাবীকে আমার সালাম জানাবেন ।
I really love ur every single videos and there are no such exceptions of videos for me, cause you are the best traveller in the whole social media site....i don't miss any videos of ur special vlogs ....and at last , i would like to say that i appreciate your work very much...so, keep going..
আংকেল আপনার কথাগুলো খুব ভালো লাগলো ❤ এমন অনেক মানুষ আছে যারা ব্যক্তিগত প্রশ্ন করে বসে,কিন্তুু তারা বুঝতে চায় না যে তাদের এই প্রশ্নে অপর মানুষটি বিরক্তিবোধ করছে। ধন্যবাদ।
সত্যি সমুদ্রের গর্জন কেমন যেন টানে মনে হয় বেরিয়ে পড়ি কিন্তু হয় না সবসময়। আপনি ভিষনভাবে খাদ্যরসিক আর যেভাবে প্রতিটি খাওয়ারের একদম স্বচ্ছতার সাথে বর্ননা দিয়ে থাকেন তাতে মনে হয় আপনার একজন আদর্শ বাবুর্চি হওয়া দরকার ছিল 😊 আর সত্যি স্বপ্নের রাজ্যে ঢুকতে কোন সময় বা বয়স লাগে না মনটাই সেখানে আসল রাজা ☺️ খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন সবাই 👍👍
কিছু মনে করবেন না ভাই! আপনি কোন চায়নার কোন শহরের কথা বলছেন? আমি দীর্ঘদিন তাইওয়ানের তাইপেই শহরে বাস করেছি। চীনাদের ডিনার শেষ করাই বড় কথা নয়। রাত ১১ টা থেকে প্রায় সকাল দেড়টা পর্যন্ত বসে বাড়ীর বাইরে শহরের রাস্তায় খাবার আসর। এই জিনিষটা হংকং শহরের নাইট মার্কেটেও লক্ষ্য করেছি।
@@engineeringsolutionswithar6389 , ও সিজুয়ান প্রদেশ? বুঝতে পেরেছি! সিজুয়ান বলেন আর সিনজিয়াং বলেন ওগুলো চীনের খুব উন্নত প্রদেশ নয়। অনেক মানুষের অর্থনৈতিক সামর্থ্যই নেই ডিনার শেষ করে বাইরে গিয়ে কিছু খাওয়ার। সিনজিয়াং-এর অবস্থা তো আরও খারাপ। খবরে দেখছি শত সহস্র উইঘুর মুসলমানদের কন্সেন্ট্রেশান ক্যাম্পে বন্দি করে তাঁদের উপর অকথ্য নির্যাতন চালানো হচ্ছে। চাইনিজ বলতে আমি চীনের কিছু গরীব মুসলমানদের ডিনার কখন শেষ হয় সেটা বুঝাইনি। বেইজিং, সাংহাই, হংকং আবার গণতান্ত্রিক চীনের তাইপেই, তাইচুং, কাওশিউং, তাইনান বা হুয়ালিয়েন শহরগুলির চাইনিজদের খাদ্যাভ্যাস কেমন সেটাই বুঝাতে চেয়েছিলাম। বড় বড় ধনী চাইনিজ শহরে চীনাদের পেটের কোন বিরাম নেই। আমি অনেক বছর ধরে সেটা লক্ষ্য করেছি।
আমিও ছোটবেলায় গ্রামে দেখেছিলাম, এই ঝিনুক গুলি কুড়িয়ে এনে ছোট ছোট হাঁসের বাচ্চাকে খাওয়ানো হতো, আগে ভাবতাম যে এগুলো শুধু চাইনিজ ওরাই খায় কিন্তু দেখছি আপনিও খুব মজা করে খাচ্ছেন, আপনার কোন রকম ঘিন্না লাগছে না? আমার তো দেখেই কেমন গা গুলিয়ে আসছে। আর ভিডিওর শুরুতে যে কথাগুলো বলেছেন সত্যি বাস্তব কথা এবং ভালো লেগেছে।
I really appreciate your work. But before eating non-veg specially meat items. Was that animal slaughtered in halal way or haram? May Allah bless you to stay in the path of Halal and Sunnah. Take love. Thank you❤️
আপনি কেমন আছেন।আপনি শুনে খুশি হবেন যে।আমরা আপনার পরিবারের মুটামুটি সদস্য হয়ে গিয়েছে।তার কারন এমন কোন দিন নেই যে আমার বউ আপনার ভিডিওটা না দেখে।আল্লাহ আপনার সুস্হথা দান করুন।বাংলাদেশ ঢাকা থেকে।লাবনী আনিছ।
রাসূল( সঃ) এশার নামাজের পূর্বেই রাতের খাবার গ্রহন করতেন। এশার নামাজের পরে তেমন কোন খাবার গ্রহন করতেন না এবং এশার নামাজের পরই ঘুমিয়ে পরতেন। এই লাইফ স্টাইলটা এখন বিজ্ঞান দ্বারা স্বীকৃত। আজ আপনার শুরুর আলোচনায় তার কিছুটা মিল পেলাম। ধন্যবাদ আঙ্কেল (মামা), এত কষ্ট করে সুন্দর ভিডিও উপহার দেয়ার জন্য।
ইসলাম সম্পর্কে আপনার জ্ঞান যথেষ্ট...........সবাই যদি আপনার মতো করে ভাবতো....তাহলে ইসলামই হতো সবচেয়ে গ্রহণীয়, সবচেয়ে জনপ্রিয় ধর্ম.....ভাল থাকবেন বারাসাত, ভারত
আসসালামু আলাইকুম, খুবই ভাল লেগেছে ভিডিও, আপনাদের কাঠের রাস্তায় হাটা দেখে মনে হচ্ছিল আমি হাটছি really all of you had v nice evening together, thanks for sharing, stay safe &healthy Allah Hafez😀😀
আস্সালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আপনাদের সবাইকে জানাই সালাম ও শুভেচ্ছা। সত্যি ভাই সকল বিষয়ে আপনার সাবলীল উপস্থাপনা ও দুরদৃষ্টি সম্পন্ন অভিজ্ঞতা আমার মনের মনিকুঠায় গেথে যায়। ভাই আমার ছোট মেয়ে আপনাকে ফারুখ আঙ্কেল বলে এবং আপনার পোষ্ট করা ভিডিওগুলি আমার সঙ্গে দেখে। ধন্যবাদ ভাই। ধন্যবাদ।
ডিনার টা খুব ভালো ছিল। সব ইয়াম্মি খাবার,খুব ভালো লেগেছে। আর সমুদ্র সেটা তো সবসময়ই ভালো লাগে, প্রথম বার সমুদ্র দেখার অভিজ্ঞতা আসলে বলে বোঝানো সম্ভব না। অনেক ভালো লেগেছে ভিডিও টি,তারসাথে আপনার যুক্তিযুক্ত কথা। অনেক সুন্দর সময় কাটালেন ভাবীদের নিয়ে। ধন্যবাদ ভাই ভালো থাকবেন 🙏👍💕💕💕💕💕💕
আসসালামুয়ালাইকুম আঙ্কেল। আশা করি ভাল আছেন। একদিন হঠাৎ করেই ইউটিউবে আপনার ভিডিও দেখেছিলাম! কোন একটা খাবারেরই হবে, আমি সব সময় খাবারে ব্লগিং দেখি তাই আপনার টা দেখে খুব ভালো লাগলো তারপর সাবস্ক্রাইব! আর এখন সময় পেলেই আপনার ভিডিও দেখি! খুব একটা মিস করি না। আপনার ভিডিও দেখার পরে লাইক দেই কিন্তু কমেন্ট করি না তবে আজ কমেন্ট না করে থাকতে পারলাম না। This is the best blog of your I have ever seen! The way you are talking it's simply outstanding! I enjoyed to the fullest! Be happy and keep smiling as always! Last but not the least Aunty is so sweet! I like her sujir halwa recipe so much! Convey my Salem to her please. All the best !😊
আসসালামু আলাইকুম, আপনার কথাগুলো আজ খুব খুব ভালো লাগলো, সব সময়ই আপনার কথা ভালো লাগে। মালা ভাবিকেও অনেক ভাল লাগে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেয়ার জন্য আল্লাহ হাফেজ।
আংকেল ডায়েট নিয়ে আপনার কথাগুলো অসাধারন লেগেছে। বাসায় আমার মা সব সময় আমাদের খেয়ে শুয়ে বা বসে পড়তে মানা করেন। বাবার বাড়িতে এটা মেইনটেইন করতে পারলেও শ্বশুড়বাড়িতে পারি না। কারন তারা খেতে খেতে রাত ১০-১১ টা। আই উইশ তারা যদি আপনার ভিডিওটা দেখতো!
@@AdventureTube21 আমার শ্বশুড় বাসায় এসে খেতে বসার আগে কেউ খায় না। তাদের এ ভিডিও দেখাতে গেলে অসন্তুষ্ট হবেন। শ্বশুড়বাড়ি পৃথিবীর সবচেয়ে বড় রাজনীতির জায়গা যা মনে হয় এখন। খুবই বিরক্তিকর।
ফারুক ভাই সালাম নিবেন।আমি আপনার ভিডিওগুলো অসাধারণ। মিস করিনা। আপনার উপস্থাপনা সুন্দর।কথা বলার স্টাইল সুন্দর। আপনি যেহেতু বাংলাদেশের মানুষ আপনার ভিডিও গুলা একজন সাধারন দিনমজুর যেমন দেখে।আপনার মত বড় মানুষরাও দেখে। নিশ্চয়ই সবার কথা বলার স্টাইল এক না। end of the day.we love you
সালাম ফারুক ভাই, রান্না করার ফাঁকে ফাঁকে আপনার এই ভ্লগ বেশ উপভোগ করলাম। রথ দেখা আর কলা বেচা আর কি ! রান্নাটা করে রাখি এইজন্য যে বৌ যেন কাজ থেকে ফিরে এসেই দুমুঠো খেতে পায়। পেট খালি থাকলে মুসলমানের মেজাজ থাকে চরমে । আমার স্ত্রি তার ব্যতিক্রম নন । খাদ্য আগে ভালোবাসা পরে। সে যাইহোক, দেশি কালচার সম্পর্কে আপনার উপদেশ যথাযথ তবে পরিবর্তনের আশা আমি দেখছিনা। আমার নিজের কথাই ধরা যাক। ধন্যবাদ শব্দটি আমার অটোমেটিক মুখে আসেনা -ঘুমাতে যাবার আগে গুড নাইট বলার অভ্যাস আমার নেই। এই নিয়ে বিগত ১১ বছরে বউয়ের হাতে কতবার যে কিল খেয়েছি বা এখনো খাই তার হিসাব আমি দিতে পারবোনা। আমি জানি একদিন এই কিল খেয়েই ইন্তেকাল করব তবুও পরিবর্তন আমার হবার নয়। বাঙালি ভাজা পোড়া মশলাদার খাবারের ভক্ত - সবুজ সটিদ পালং শাক দেখিয়ে তার ভেষজ গুণ বর্ণনা করলেও খুব একটা লাভ হবে বলে আমার মনে হয় না। আমার বড় মেয়ে হাফ চাইনিজ - বাংলা খাবারের প্রতি তাঁর আকর্ষণ নিতান্তই কম। একবার একটা বাংলা রেস্টুরেন্টে ওঁকে নিয়ে খেতে গিয়েছিলাম। সে কি অবস্থা! "Dad, did you enjoy that *&%$#*?, How weird!" - এর পর কোনদিন সাহস হয়নি মেয়েকে নিয়ে কোন বাঙালি বা ইন্ডিয়ান রেস্টুরেন্টে লাঞ্চ বা ডিনার করার!
Walaikum assalam ভাই। ছোট বেলা থেকেই যদি মাঝে মাঝে নিয়ে যেতেন তাহলে মনে হয় sh*t বলতো না। আবার দেখি আমার সব আমেরিকান, চাইনিজ, ইটালিয়ান বন্ধুরা গপাগপ আমাদের দেশী খাবার খায়। আসলেই সম্পুর্ণ ব্যাকতিগত রুচির ব্যপার। ভাল থাকুন ভাই। Jajakallah Khairan.
@@AdventureTube21 , জি ভাই, এসবই পুরনো কথা। আমি নেহাতই পুরানো কাসুন্দি ঘাটছি। মেয়ের বয়স তখন কম - টিন এজার। ছেলেমানুষ, যা মনে হয়েছে তাই বলেছে। সে এখন একজন প্রফেশনাল। বিনম্র, ভদ্র - না ভেবে কোন মন্তব্য করেনা। জাজমেন্টাল তো নয়ই। আমার আগের সান ফ্রান্সিস্কোর বাড়ীতে আমি কোনদিন ইন্ডিয়ান বা বাংলাদেশি মশলা রাখতাম না। বউ বলত ইন্দু (Indian) মশলা দিয়ে রান্না খেলে পেটের অসুখ করে, মানুষ উদ্ধত মানসিকতার হয়। তাঁর মতে ১৯৬২ সালে ভারতের চীনকে আক্রমণের একমাত্র কারণ নাকি হিন্দু সেনাদের মশলাদার খানা খাওয়া। একটা ঘটনা বেশ মনে আছে। তাইওয়ান থেকে শাশুড়ি এসেছিলেন সেবার। ঘরে ছিল একটা বাসমতি চালের ব্যাগ। সেটা দেখেই তাঁর মাথা খারাপ হয়ে যায়। বাসমতি চালের গন্ধ (রান্নার সময়) নাকি তাঁর নাকে অসহ্য লাগে । সব শেষে সেই ব্যাগটি আবর্জনার ক্যানে ছুঁড়ে ফেলে দিয়ে নিস্তার পাই। আপনি ঠিক বলেছেন -সবই ব্যক্তিগত রুচি। শ্বশুর বাড়ী থেকে লোক আসত আমেরিকায় শুয়োরের কিডনি খাবার জন্য। আমেরিকায় নাকি সব থেকে সস্তা হল শুকরের কিডনি। ওঁরা এসেই বাজারে গিয়ে ২০/২৫ পাউন্ড কিডনি কিনে এনে ফ্রিজ ভরে ফেলত। কারুর কোন অসুবিধা হতোনা -আমার কিন্তু শুকরের পেচ্ছাবের গন্ধে হত প্রাণ যাবার যোগাড়! ভাগ্যিস তখন আল্লাহ্ আমাকে মুসলমান বানান নি!
আসসালামু আলাইকুম ভাই। আপনাকে এবং আপনার খাওয়ার অংশ টা অনেক gorgeous লেগেছে।খাবারের আইটেম গুলো ও ছিলো অসাধারণ। দুই ভাবি কে ও দেখতে খুব সুন্দর লাগছিল। বুঝাতে পেরেছি ডাল আপনার অনেক পছন্দ। বিশাল সমুদ্র নীল আকাশ আর সমুদ্র তীরের ঠান্ডা বাতাস সত্যি মন ছুয়ে যায়। জানতে পারলাম কক্সবাজার সমুদ্র সৈকত আপনার প্রথম ভালো লাগা। আপনার কথা গুলো অনেক ভালো লেগেছে। ভিডিও টা অনেক enjoy করেছি।ভালো থেকেন নিরাপদে থেকেন দোয়া রইলো। Fiamanillah.
আংকেল আমার একাকিত্ব এর বেশি টা সময় খুব পেইনফুল কাটে, আপনার ভিডিও গুলা যতক্ষণ দেখি ততক্ষণ যেনো সব ভুইলা বুধ হইয়া দেইখা যায়. আপনার যখন ৬হাজার subscribers তখন থেকেই আমি আপনার সাথে আছি.. অপেক্ষা করি অনেক অপেক্ষা করি আপনার ভিডিও গুলার। 💚🇧🇩
আসসালামু ওয়ালাইকুম , কেমন আছেন ভাই? আমি নদী বলছিলাম, আপনাকে অনেক দিন আগে লিখেছিলাম বাংলাদেশ থেকে ইনশাল্লাহ এখন আমরা আমেরিকা আছি নিঊ ইয়াকে থেকে লিখছি,আপনার ব্লগ গুলো দেখে আমরা অনেক উপকৃত হয়েছি, আপনি ১৭ তারিখের দিকে বাফেলো তে যাচ্ছেন শুনেছি, আমাদের বাসায় এলে খুব খুশী হবো, আমার বাসা জামাইকা আফতাব স্কাই ভিউ তে, আমরা সবাই আপনার ফ্যান। ইনশাল্লাহ আসবেন। ইনশাল্লাহ আমরা সবাই আগামী কাল নিউ জারসী আটলান্টা বিচে যাবো, আপনার ব্লগ দেখে যাবার প্লান করেছি আমরা, আপনার ব্লগ ফলো করেই বেরাবো ইনশাল্লাহ ।
ভাই খুব ভালো লাগলো আজকের পর্বটি।আমি একজন র্পযটক।পৃথিবীর পথে পথে ঘুরে বড়াতে আমার ভিষন ভালো লাগে।সময় পেলেই আমি বেরিয়ে পড়ি পৃথিবী দেখার উদ্দেশ্যে।যদিও আমেরিকা এখনও আসা হয়নি। Australia র্পযন্ত গিয়েছি।ইচ্ছে আছে একবার আমেরিকা আসবো(যদি visa পাই)anyway ভাই,আপনার ভিডিও গুলি আমি খুব enjoy করি।খাবার দাবার গুলিও😋😋😁!ভালো থাকবেন।
আংকেল, আপনার ভিডিও দেখে দেখে তো আপনার পরিবার, মেরাজ আংকেলের পরিবার, খোকন আংকেলের পরিবার সবাইকে আমার নিজের আত্নীয় স্বজন মনে হওয়া শুরু করেছে। সেই সাথে রাস্তা ঘাট সহ সকল পরিবেশও খুব চেনা চেনা লাগতে শুরু করেছে। 🙂🙂🙂
পুরা ৫৮ঃ৩৪ সেকেন্ডের ভিডিওতে স্কিপ করি নাই কোনো জায়গায়,এতটাই ভালো লাগে আপনার ভ্লগ❣️😌যাই হোক, শুরুর দিকের যেসকল বিষয় নিয়ে আলোচনা করলেন যেমন ব্যাক্তিগত পরিচিতির বিষয়টা সম্পর্কে আমি কম অবগত ছিলাম, তবে ব্যক্তিগত পরিচিতির বিষয়টা অনেকেই হয়তো কৌতুহলী হয়ে বা ভালোবেসে জিজ্ঞেস করেছেন, কিন্তু সেটা অপরজন কিভাবে নিবে, সে বিষয়টা সম্পর্কে আপনার মতামতটা যুক্তিযুক্ত লেগেছে। আর এভাবে কখনও অবশ্য ভাবিও নি। তবে ভালো জিনিস শিখতে পারলাম❣️এছাড়াও অন্যন্যাও আলোচনাও ভালো লেগেছে💓ধন্যবাদ আংকেল 😍
ইসলাম নিয়ে আধুনিক সমাজে সমস্যা নিয়ে যে গোছালো ব্যাখ্যা গুলো দেন তা অসাধারণ! যেমন, কভিড-১৯ এর ভ্যাকসিন নিয়ে যেইটা বলেছেন, খুব ভালো লেগেছে, আঙ্কেল।
Thank you dear
আজকের আপনার বক্তব্য থেকে অনেকের অনেক কিছু শিক্ষনীয় আছে। আলহামদুলিল্লাহ।
Thank you 😊
ফারুক ভাই ও মালা ভাবী, সালাম ও শুভেচ্ছা রইলো। আজকের আলোচনাটা ভালো লেগেছে।
আপনি সত্যি বলেছেন, আমাদের কিছু বদঅভ্যাস আছে যা পরিহার করা উচিৎ। শেখার শেষ নাই, জানার শেষ নাই। অবশ্যই আমরা ভালো কিছু শিখব ও মেনে চলার চেষ্টা করবো।
মনে হচ্ছে খাবারগুলো বেশ স্বাস্থ্য সম্মত, খাবারকে উপভোগ করেন।ভালো থাকবেন সবাই।
Indeed dear. Many thanks. 💕
নমস্কার ! আপনার video regularly দেখি ও ভাল লাগে ! এই বৈচিত্রময় জীবন দর্শন ও বিবেক পুর্ন যুক্তি যেন মানুষকে সবসময় প্রেরিত করে ! ভাল থাকবেন !
Thank you 🥰
কেমন আছেন? এই প্রথম আপনাকে লিখলাম। ভাইয়া আপনার ভিডিও দেখি, ভালো লাগে। 9:40 একটা কথা আমি মানতে পারলাম না ভাই। যাদের কোনো কাজ নেই অথবা বেকার তারাই কি কেবল বাবা মায়ের কাছে থাকে? আমি একজন Architect, কয়েক বার সুযোগ এসেছে Australia তে TR হয়ে যাওয়ার। 15 বছর চাকরি এবং প্রাইভেট কনসালটেন্ছি করার পর বুঝতে পারি যে একটা মানুষের ভালো থাকতে কত টাকার প্রয়োজন? টাকার কথা না ভেবেই চলে আসলাম বাবা মায়ের কাছে যত দিন তারা বেঁচে আছেন। এটা তাদেরকে এই বয়সেও অনেক প্রশান্তি এনে দেয়। তাই বলে আমি কি বেকার? আলহামদুলিল্লাহ্ আগের থেকে অনেক অনেক ভালো আছি।
আপনি সম্পুর্ণ আলোচনা মনযোগ দিয়ে আবার শুনুন। আমি কিন্তু আপনার সাথে সহমত কথাই বলেছি। ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকেও। ভালো থাকবেন।
Arman bhai, apner proti shuvo kamona roilo... dua jate amio amar baba r pase thakte pari ,Arekta kotha Bangladesh e culture ta 80% achono biddoman je protisthito hober pore o baba ma k niye thake.... amra American culture shob bishoye follow korte chai na, r facebook, youtube e amra nijera nijeder k filtering kore decision nite hobe konta dekbo konta dekbo na, amader aejonno shocheton howa uchit. Thanks everybody.
@@ShakibMahboob Thank you so much.
9.40 এর কথা টার জন্য আপনার সাথে এক মত ভাই। বাবা মা আগে তার পর টাকা।
আপনার দেয়া উপদেশগুলো আমার মনের কথা, আপনার মতো এতো সুন্দর করে কখনো গুছিয়ে বলা হয়নি এবং পারবোও না। এসব ভদ্রতা নিজের জন্য সবারই জানা প্রয়োজন - ধন্যবাদ!
Thank you dear
Assalamulaikum দাদা! কি সুন্দর ভিডিও করলেন দাদা, আপনার কথা বলার ধরন কত সুন্দর, কতো সফ্ট, কত ধরনের খাবারের sathe পরিচিত হলাম, বৌদির হাসি টা খুব মিষ্টি, খুব ভালো থাকুন দাদা! নেক্সট ভিডিওর আশায় থাকলাম!
Walaikum assalam. অনেক ধন্যবাদ ভাই। দোয়া করবেন। দোয়া করি আপনারাও ভাল থাকুন। 💕
আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। এই যে ডিনারের ব্যাপারে যে পরামর্শটা দিলেন এটা খুবই মূল্যবান। কেননা আমি আমার স্বজনদের অনেককে এটা বোঝাতে সক্ষম হই নাই। আপনার এই উপদেশটি আমি শেয়ার করে দিয়েছি।
Ameen. May Allah bless us all.
সত্যি বলতে পুরো ভিডিও টা খুবই enjoyable ছিল, বিশেষ করে আপনার কথাগুলো । Thanks for sharing . ভালো থাকবেন আঙ্কেল 😍😘💚❤️💚💙💚
My pleasure dear. Thank you 😊
সুন্দর সুন্দর কথা শুনলাম। অনেক বিষয়ে উপদেশ পেলাম। বেশ ভালো লেগেছে। ধন্যবাদ
Welcome
আঙ্কেল আপনার কথা বলার স্টাইল, উপস্থাপনা এবং বিডিও সবকিছুই চমৎকার।
Thank you.
আংকেল আপনি কথাগুলো এতো সুন্দর করে বলেছেন এই ভিডিও টা ওইসব মানুষের দেখা উচিত যারা সারাদিন মানুষদের নিয়ে সমালোচনা করে।কিছুদিন আগে আমার বাবা মারা গিয়েছে তখন আমি খুবই মানসিক ভাবে অসুস্থ আর মানুষ আমাকে জিজ্ঞেস করে আল্লাহ্ আপনি কেমন হয়ে গেছেন। চোখে কালি পড়ে গেছে এতো খারাপ লাগে বলার মতো না। আল্লাহ্ এই সকল মানুষদের সঠিক হেদায়াত দান করুক। আংকেল আপনাকে অনেক অনেক ধন্যবাদ।💖
Very sorry to hear that uncle. May Allah grant him Jannat. Please don’t pay any attention to these people. 💕
আপনার ভিডিও ভালো লাগে, কিন্তু কিছু কথা বলা উচিৎ, আজ বাংলাদেশ বা ইন্ডিয়াতে কাজের সুযোগ খুব কম, আমেরিকার থেকে, তাই আমাদের দেশের বাবা বা মায়ের ছেলে বা মেয়ে ঘরে ই থাকে। কাজও করে, তাই এটা নিয়ে কথা না হলেই ভালো হয়, একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি র আর থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির পার্থক্য আছে। আমাদের সরকার ভালো পেনশন ও দেয় না।
Thank you
Well said
ফারুক ভাই চমৎকার সহবত কথা গুলো। ধন্যবাদ।
Welcome
আর অনেক ভিন্ন ভিন্ন জিনিসের বিষয়ে পরিচিত হলাম😌নেক্সট ভ্লগের জন্য অপেক্ষায় থাকলাম😍
Thank you
আজকের ভিডিওটা থেকে অনেক ভালো ভালো কিছু কথা শুনলাম। যা চলার পথে অতি প্রয়োজনীয়।
Thank you.
Mojar mojar kabar uncle very nice sharing
Thank you dear
ফারুক ভাই আপনার সফর ও খাওায়া দাওয়া দেখে আমার মনে হয় আপনি একজন সফল সৌখিন এবং ভালো মানুষ এই ভিডিও করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর ভাবীকে আমার সালাম জানাবেন ।
My pleasure dear. Thank you
ei j mojar chole sobai k social behavior ta shikhai den ejonnoi apnk eto valo lage. Hats off uncle
Thank you
হোম লেস দেয় বিষয় ব্যাখ্যাটি খুব ভালো লাগলো, অনেক অনেক ধন্যবাদ।
Thank you 😊
I really love ur every single videos and there are no such exceptions of videos for me, cause you are the best traveller in the whole social media site....i don't miss any videos of ur special vlogs ....and at last , i would like to say that i appreciate your work very much...so, keep going..
Thank you dear. Appreciate your kind words & continuing support. 🥰💕
অসাধারন......আপনি খুব সন্দরভাবে উপস্থাপন করেছেন কোভিত-১৯ সম্পর্কে...
Thank you dear
সব সময় আপনার ভিডিওর অপেক্ষায় থাকি। আপনার সবগুলো ভিডিও ভালো লাগে।💓💖💘
Thank you 😊
আংকেল আপনার কথাগুলো খুব ভালো লাগলো ❤
এমন অনেক মানুষ আছে যারা ব্যক্তিগত প্রশ্ন করে বসে,কিন্তুু তারা বুঝতে চায় না যে তাদের এই প্রশ্নে অপর মানুষটি বিরক্তিবোধ করছে। ধন্যবাদ।
Thank you
কথা গুলো আসলেই যুক্তি যুক্ত ❤️❤️
Thank you
ওয়ালাইকুম আসসালাম। অনেক ধন্যবাদ। আজকে আমি ডিনার এবং সাফার এর পার্থক্যটা জানতে পারলাম আপনার কাছে।
Welcome
ভিডিওটা খুব ভাল লাগল । ভাই আরও ভাল লাগল প্রশ্নের সঠিক উত্তর গোল দেয়ার জন্য । ধন্যবাদ ।
Welcome dear
অনেক সুন্দর হয়েছে আপনার ভিডিও। খুবই ভাল ও মনোমুগ্ধকর লাগছে কথা ও ভিডিও কম্বিনেশন জাষ্ট মার্ভেলাস।
What ever you said salute to you! All the wards are so important for people’s
Thank you dear
সত্যি সমুদ্রের গর্জন কেমন যেন টানে মনে হয় বেরিয়ে পড়ি কিন্তু হয় না সবসময়। আপনি ভিষনভাবে খাদ্যরসিক আর যেভাবে প্রতিটি খাওয়ারের একদম স্বচ্ছতার সাথে বর্ননা দিয়ে থাকেন তাতে মনে হয় আপনার একজন আদর্শ বাবুর্চি হওয়া দরকার ছিল 😊 আর সত্যি স্বপ্নের রাজ্যে ঢুকতে কোন সময় বা বয়স লাগে না মনটাই সেখানে আসল রাজা ☺️ খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন সবাই 👍👍
You are correct 100% dear. Thank you 💕🥰
Very nice 👍👍👍👍👍👍👍🤗
Thank you
Uncle , ajke apnar kach theke vodrota shekhar onek gulo tips pelam ,,,, so many many thanks uncle ,,,,,,,,,,,,,,,
Welcome dear
My evergreen Vaiya & Vabi. Peace be upon u.💞💯
Thank you dear. May Allah bless us all.
অসাধারণ মজা লাগল আজকের ভিডিওটা ধন্যবাদ আপনাকে
Welcome
চায়নাতেও বিকেল ৫টা থেকে ৭টার ভিতরে ডিনার শেষ করে পেলে। ভালো অভ্যাস আমিও মনে করি, আঙ্গেল।
Thank you 😊
কিছু মনে করবেন না ভাই! আপনি কোন চায়নার কোন শহরের কথা বলছেন? আমি দীর্ঘদিন তাইওয়ানের তাইপেই শহরে বাস করেছি। চীনাদের ডিনার শেষ করাই বড় কথা নয়। রাত ১১ টা থেকে প্রায় সকাল দেড়টা পর্যন্ত বসে বাড়ীর বাইরে শহরের রাস্তায় খাবার আসর। এই জিনিষটা হংকং শহরের নাইট মার্কেটেও লক্ষ্য করেছি।
@@benoysarkar8368 vai ami Sichuan a thaki ara 5 tai diner kora fala
i love china
@@engineeringsolutionswithar6389 , ও সিজুয়ান প্রদেশ? বুঝতে পেরেছি! সিজুয়ান বলেন আর সিনজিয়াং বলেন ওগুলো চীনের খুব উন্নত প্রদেশ নয়। অনেক মানুষের অর্থনৈতিক সামর্থ্যই নেই ডিনার শেষ করে বাইরে গিয়ে কিছু খাওয়ার। সিনজিয়াং-এর অবস্থা তো আরও খারাপ। খবরে দেখছি শত সহস্র উইঘুর মুসলমানদের কন্সেন্ট্রেশান ক্যাম্পে বন্দি করে তাঁদের উপর অকথ্য নির্যাতন চালানো হচ্ছে। চাইনিজ বলতে আমি চীনের কিছু গরীব মুসলমানদের ডিনার কখন শেষ হয় সেটা বুঝাইনি। বেইজিং, সাংহাই, হংকং আবার গণতান্ত্রিক চীনের তাইপেই, তাইচুং, কাওশিউং, তাইনান বা হুয়ালিয়েন শহরগুলির চাইনিজদের খাদ্যাভ্যাস কেমন সেটাই বুঝাতে চেয়েছিলাম। বড় বড় ধনী চাইনিজ শহরে চীনাদের পেটের কোন বিরাম নেই। আমি অনেক বছর ধরে সেটা লক্ষ্য করেছি।
আমিও ছোটবেলায় গ্রামে দেখেছিলাম, এই ঝিনুক গুলি কুড়িয়ে এনে ছোট ছোট হাঁসের বাচ্চাকে খাওয়ানো হতো, আগে ভাবতাম যে এগুলো শুধু চাইনিজ ওরাই খায় কিন্তু দেখছি আপনিও খুব মজা করে খাচ্ছেন, আপনার কোন রকম ঘিন্না লাগছে না? আমার তো দেখেই কেমন গা গুলিয়ে আসছে। আর ভিডিওর শুরুতে যে কথাগুলো বলেছেন সত্যি বাস্তব কথা এবং ভালো লেগেছে।
মহান আল্লাহ তায়ালার নেয়ামত। ঘৃনা কেন হবে? ধন্যবাদ।
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
Thanks for logical speech.
Welcome
I really appreciate your work. But before eating non-veg specially meat items. Was that animal slaughtered in halal way or haram? May Allah bless you to stay in the path of Halal and Sunnah.
Take love.
Thank you❤️
Ameen. May Allah bless us all.
Wow so nic video uncle aponi ato sundor video Dan ki Bolbo are thx aponake uncle
My pleasure dear
Apnar video goolo খুব oshadarin jazack Allah
Jajakallah Khairan
Onk comment porlam valoi laglo.... Sob miliye osadaron 👍👍👍👍👍👍👍👍👍
Thank you 😊
আপনি কেমন আছেন।আপনি শুনে খুশি হবেন যে।আমরা আপনার পরিবারের মুটামুটি সদস্য হয়ে গিয়েছে।তার কারন এমন কোন দিন নেই যে আমার বউ আপনার ভিডিওটা না দেখে।আল্লাহ আপনার সুস্হথা দান করুন।বাংলাদেশ ঢাকা থেকে।লাবনী আনিছ।
অনেক খুশী হলাম শুনে। ধন্যবাদ 💕🥰
আঙ্কেল আপনার ভালো লাগলো আপনারে অনেক মিস করি আমরা অনেক গর্বিত বাংলাদেশের লোক হইয়া ডাল ভাত খাওয়ার জন্য দাওয়াত রইল কুড়িগ্রাম জেলা থেকে বলছি
Inshallah dear. Thank you for your invitation.
কাটা ভোন বাংলাদেশে সবচেয়ে বর মার কেট ভাই 🥰🇧🇩🇲🇾
Thank you
আপনার ভিডিও গুলা খুব সুন্দর হয়।😍
Thank you
একেবারে ঠিক। আজকে আপনার পাওয়া কমেন্টস গুলো র সঠিক ভাবে উত্তর দিয়েছেন।
Thank you dear
আসসালামুয়ালাইকুম, আজ ভিডিওটি থেকে আপনার অসাধারণ কিছু কথা শুনলাম । খুবই বাস্তব কিছু কথা। অনেক ধন্যবাদ।
Walaikum assalam. Thank you dear
খুব ভালো লাগলো,,, ভিডিও।
রাসূল( সঃ) এশার নামাজের পূর্বেই রাতের খাবার গ্রহন করতেন। এশার নামাজের পরে তেমন কোন খাবার গ্রহন করতেন না এবং এশার নামাজের পরই ঘুমিয়ে পরতেন। এই লাইফ স্টাইলটা এখন বিজ্ঞান দ্বারা স্বীকৃত।
আজ আপনার শুরুর আলোচনায় তার কিছুটা মিল পেলাম।
ধন্যবাদ আঙ্কেল (মামা), এত কষ্ট করে সুন্দর ভিডিও উপহার দেয়ার জন্য।
Thank you
আমার গাছে অনেক ড্রাগন ফল হয়, সাদা এবং লাল রঙের ....
Nice!! Thank you dear 💕
আপনাদের সাথে আমরাও অনেক আনন্দ উপভোগ করলাম। শুভকামনা রইল।
Thank you
ফারুক ভাই অনেক ধন্যবাদ সুন্দর সাজেশনের জন্য ধন্যবাদ
Welcome
আসসালামু আলাইকুম মাশাআল্লাহ আপনার গুরুত্বপূর্ণ একটা ভিডিও দেখলাম এই সুন্দর ভিউ গুলি খুব ভালো লাগলো মুগ্ধ হলাম ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ
Walaikum assalam. Thank you dear
ফারুক ভাই যেমন বেশী কথা বলে, তেমনি ভাবী কোন কথাই বলে না, আল্লাহ্ পাক এভাবেই মিলায়।
This channel creators and the You tuber is Farooque bhai not bhabi.
Today's food is different. Enjoy it. Environment is too good. Go ahead. Stay well and safe 🙏 ❤ 💓 💜 💕 💗.
Thank you
ইসলাম সম্পর্কে আপনার জ্ঞান যথেষ্ট...........সবাই যদি আপনার মতো করে ভাবতো....তাহলে ইসলামই হতো সবচেয়ে গ্রহণীয়, সবচেয়ে জনপ্রিয় ধর্ম.....ভাল থাকবেন
বারাসাত, ভারত
খুব সুন্দর সুন্দর কথা বলেছেন, অনেককিছু শিখলাম সত্যি। খুব ভালো লাগলো আরও অনেক বিষয়।
ভাল থাকবেন।
Thank you dear
সুন্দর একটি ভিডিও সুন্দর উপস্থাপনায় প্রদানের জন্য, ধন্যবাদ।
Welcome
Very good Information....
Thank you
আসসালামু আলাইকুম, খুবই ভাল লেগেছে ভিডিও, আপনাদের কাঠের রাস্তায় হাটা দেখে মনে হচ্ছিল আমি হাটছি really all of you had v nice evening together, thanks for sharing, stay safe &healthy Allah Hafez😀😀
Walaikum assalam. Yes indeed. We had a great time. Thank you 😊
আস্সালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আপনাদের সবাইকে জানাই সালাম ও শুভেচ্ছা। সত্যি ভাই সকল বিষয়ে আপনার সাবলীল উপস্থাপনা ও দুরদৃষ্টি সম্পন্ন অভিজ্ঞতা আমার মনের মনিকুঠায় গেথে যায়। ভাই আমার ছোট মেয়ে আপনাকে ফারুখ আঙ্কেল বলে এবং আপনার পোষ্ট করা ভিডিওগুলি আমার সঙ্গে দেখে। ধন্যবাদ ভাই। ধন্যবাদ।
Walaikum assalam. অনেক ধন্যবাদ আপনাদের দুজন কে ই। দোয়া করি ভাল থাকুন।
ডিনার টা খুব ভালো ছিল। সব ইয়াম্মি খাবার,খুব ভালো লেগেছে। আর সমুদ্র সেটা তো সবসময়ই ভালো লাগে, প্রথম বার সমুদ্র দেখার অভিজ্ঞতা আসলে বলে বোঝানো সম্ভব না। অনেক ভালো লেগেছে ভিডিও টি,তারসাথে আপনার যুক্তিযুক্ত কথা। অনেক সুন্দর সময় কাটালেন ভাবীদের নিয়ে। ধন্যবাদ ভাই ভালো থাকবেন 🙏👍💕💕💕💕💕💕
Thank you dear
Nice sharing uncle..
Thank you
Excellent.
💕
Ajker video te apni onek valo valo kotha bolechen. 👍👍
Thank you
আসসালামুয়ালাইকুম আঙ্কেল। আশা করি ভাল আছেন। একদিন হঠাৎ করেই ইউটিউবে আপনার ভিডিও দেখেছিলাম! কোন একটা খাবারেরই হবে, আমি সব সময় খাবারে ব্লগিং দেখি তাই আপনার টা দেখে খুব ভালো লাগলো তারপর সাবস্ক্রাইব! আর এখন সময় পেলেই আপনার ভিডিও দেখি! খুব একটা মিস করি না। আপনার ভিডিও দেখার পরে লাইক দেই কিন্তু কমেন্ট করি না তবে আজ কমেন্ট না করে থাকতে পারলাম না। This is the best blog of your I have ever seen! The way you are talking it's simply outstanding! I enjoyed to the fullest! Be happy and keep smiling as always! Last but not the least Aunty is so sweet! I like her sujir halwa recipe so much! Convey my Salem to her please. All the best !😊
Walaikum assalam. Thank you dear. Appreciate your kind words & continuing support. 💕🥰
বাংলাদেশে ব্যাপক হারে ড্রাগন ফল চাষ হচ্ছে, আমার ছাদ বাগানে ও হচ্ছে, বাংলাদেশের এখন সব ধরনের মেলনের চাষ হচ্ছে, বাজারে ও কিনতে পাওয়া যায়।
Alhamdulillah. Thank you dear
Advice gulo vlo laglo uncle shathe shathe onkkhn hashlam...🤣🤣
Thank you
মানুষের হিংসা হয়ে ভাই 🥰🇧🇩🇲🇾🤝🌺Thanks bai
আমারও তাই মনে হয়।
অনেক ভাল লেগেছে,আপনাকে অনেক ধন্যবাদ কষ্ট করে আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য ভাই
Welcome
আসসালামু আলাইকুম, আপনার কথাগুলো আজ খুব খুব ভালো লাগলো, সব সময়ই আপনার কথা ভালো লাগে। মালা ভাবিকেও অনেক ভাল লাগে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেয়ার জন্য আল্লাহ হাফেজ।
Walaikum assalam. Thank you dear. Jajakallah Khairan
ভিডিও।। দেখে।। ভালো।। লাগলো 🍎🌺
Thank you
A charming video.
Thank you
আস সালামুআলাইকুম।
মা শা আল্লাহ।
আপনার ও আপনার পারিবারের সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা।
আল্লাহ সবাই কে সুস্থ রাখুক। ❤️❤️❤️
Walaikum assalam. Thank you dear. May Allah bless us all.
আঙ্কেল পুরো ভিডিও দেখলাম,বেশ ভালো লাগলো। আপনাকে ধন্যবাদ ভিডিওটি দেওয়ার জন্য।অসাধারণ ভিডিও।
Thank you
Khub sundar hoyache. Aai rokom video.... khub energetic. Beautiful USA. Apnader khabar chilo completely.. hygienic. Faruque bhai covid niya je kotha gulo boleco...ami tomake sompurno support kori.
Thank you dear
আসসালামু আলাইকুম। আপনার ভিডিওগুলো গোগ্রাসে গিলি। অসাধারণ লাগে। খুব এনজয় করি। আমার কাছে ভিডিও গুলো শ্রেষ্ঠ বিনোদন মাধ্যম। আল্লাহ আপনাকে দীর্ঘায়ু দান করুন।
Walaikum assalam. Thank you dear. Appreciate your kind words & continuing support.
আংকেল ডায়েট নিয়ে আপনার কথাগুলো অসাধারন লেগেছে। বাসায় আমার মা সব সময় আমাদের খেয়ে শুয়ে বা বসে পড়তে মানা করেন। বাবার বাড়িতে এটা মেইনটেইন করতে পারলেও শ্বশুড়বাড়িতে পারি না। কারন তারা খেতে খেতে রাত ১০-১১ টা। আই উইশ তারা যদি আপনার ভিডিওটা দেখতো!
দেখিয়ে দিলেই তো হয়। ধন্যবাদ 🥰💕
@@AdventureTube21 আমার শ্বশুড় বাসায় এসে খেতে বসার আগে কেউ খায় না। তাদের এ ভিডিও দেখাতে গেলে অসন্তুষ্ট হবেন। শ্বশুড়বাড়ি পৃথিবীর সবচেয়ে বড় রাজনীতির জায়গা যা মনে হয় এখন। খুবই বিরক্তিকর।
@@tahminatanjin2630 😞
ফারুক ভাই সালাম নিবেন।আমি আপনার ভিডিওগুলো অসাধারণ। মিস করিনা। আপনার উপস্থাপনা সুন্দর।কথা বলার স্টাইল সুন্দর। আপনি যেহেতু বাংলাদেশের মানুষ আপনার ভিডিও গুলা একজন সাধারন দিনমজুর যেমন দেখে।আপনার মত বড় মানুষরাও দেখে। নিশ্চয়ই সবার কথা বলার স্টাইল এক না। end of the day.we love you
That’s even more reason for me to discuss these issues to raise awareness. Thank you dear.
Osadharon osadharon osadharon ak kothay ei vloge niye R kisu bolar nai best of luck with your family love from DHAKA BANGLADESH
Thank you dear
সালাম ফারুক ভাই, রান্না করার ফাঁকে ফাঁকে আপনার এই ভ্লগ বেশ উপভোগ করলাম। রথ দেখা আর কলা বেচা আর কি ! রান্নাটা করে রাখি এইজন্য যে বৌ যেন কাজ থেকে ফিরে এসেই দুমুঠো খেতে পায়। পেট খালি থাকলে মুসলমানের মেজাজ থাকে চরমে । আমার স্ত্রি তার ব্যতিক্রম নন । খাদ্য আগে ভালোবাসা পরে। সে যাইহোক, দেশি কালচার সম্পর্কে আপনার উপদেশ যথাযথ তবে পরিবর্তনের আশা আমি দেখছিনা। আমার নিজের কথাই ধরা যাক। ধন্যবাদ শব্দটি আমার অটোমেটিক মুখে আসেনা -ঘুমাতে যাবার আগে গুড নাইট বলার অভ্যাস আমার নেই। এই নিয়ে বিগত ১১ বছরে বউয়ের হাতে কতবার যে কিল খেয়েছি বা এখনো খাই তার হিসাব আমি দিতে পারবোনা। আমি জানি একদিন এই কিল খেয়েই ইন্তেকাল করব তবুও পরিবর্তন আমার হবার নয়। বাঙালি ভাজা পোড়া মশলাদার খাবারের ভক্ত - সবুজ সটিদ পালং শাক দেখিয়ে তার ভেষজ গুণ বর্ণনা করলেও খুব একটা লাভ হবে বলে আমার মনে হয় না। আমার বড় মেয়ে হাফ চাইনিজ - বাংলা খাবারের প্রতি তাঁর আকর্ষণ নিতান্তই কম। একবার একটা বাংলা রেস্টুরেন্টে ওঁকে নিয়ে খেতে গিয়েছিলাম। সে কি অবস্থা! "Dad, did you enjoy that *&%$#*?, How weird!" - এর পর কোনদিন সাহস হয়নি মেয়েকে নিয়ে কোন বাঙালি বা ইন্ডিয়ান রেস্টুরেন্টে লাঞ্চ বা ডিনার করার!
Walaikum assalam ভাই। ছোট বেলা থেকেই যদি মাঝে মাঝে নিয়ে যেতেন তাহলে মনে হয় sh*t বলতো না। আবার দেখি আমার সব আমেরিকান, চাইনিজ, ইটালিয়ান বন্ধুরা গপাগপ আমাদের দেশী খাবার খায়। আসলেই সম্পুর্ণ ব্যাকতিগত রুচির ব্যপার। ভাল থাকুন ভাই। Jajakallah Khairan.
@@AdventureTube21 , জি ভাই, এসবই পুরনো কথা। আমি নেহাতই পুরানো কাসুন্দি ঘাটছি। মেয়ের বয়স তখন কম - টিন এজার। ছেলেমানুষ, যা মনে হয়েছে তাই বলেছে। সে এখন একজন প্রফেশনাল। বিনম্র, ভদ্র - না ভেবে কোন মন্তব্য করেনা। জাজমেন্টাল তো নয়ই। আমার আগের সান ফ্রান্সিস্কোর বাড়ীতে আমি কোনদিন ইন্ডিয়ান বা বাংলাদেশি মশলা রাখতাম না। বউ বলত ইন্দু (Indian) মশলা দিয়ে রান্না খেলে পেটের অসুখ করে, মানুষ উদ্ধত মানসিকতার হয়। তাঁর মতে ১৯৬২ সালে ভারতের চীনকে আক্রমণের একমাত্র কারণ নাকি হিন্দু সেনাদের মশলাদার খানা খাওয়া। একটা ঘটনা বেশ মনে আছে। তাইওয়ান থেকে শাশুড়ি এসেছিলেন সেবার। ঘরে ছিল একটা বাসমতি চালের ব্যাগ। সেটা দেখেই তাঁর মাথা খারাপ হয়ে যায়। বাসমতি চালের গন্ধ (রান্নার সময়) নাকি তাঁর নাকে অসহ্য লাগে । সব শেষে সেই ব্যাগটি আবর্জনার ক্যানে ছুঁড়ে ফেলে দিয়ে নিস্তার পাই। আপনি ঠিক বলেছেন -সবই ব্যক্তিগত রুচি। শ্বশুর বাড়ী থেকে লোক আসত আমেরিকায় শুয়োরের কিডনি খাবার জন্য। আমেরিকায় নাকি সব থেকে সস্তা হল শুকরের কিডনি। ওঁরা এসেই বাজারে গিয়ে ২০/২৫ পাউন্ড কিডনি কিনে এনে ফ্রিজ ভরে ফেলত। কারুর কোন অসুবিধা হতোনা -আমার কিন্তু শুকরের পেচ্ছাবের গন্ধে হত প্রাণ যাবার যোগাড়! ভাগ্যিস তখন আল্লাহ্ আমাকে মুসলমান বানান নি!
@@benoysarkar8368 Alhamdulillah dear brother. Thank you 🥰
আপনার পরামর্শ গুলো অনেক ভালো লাগছে,,,সকল কিছু সব সময় মেনে চলতে পারি না, কিন্তু মানা উচিৎ,চেষ্টা করবো, ধন্যবাদ।।
Thank you
আসসালামু আলাইকুম ভাই। আপনাকে এবং আপনার খাওয়ার অংশ টা অনেক gorgeous লেগেছে।খাবারের আইটেম গুলো ও ছিলো অসাধারণ। দুই ভাবি কে ও দেখতে খুব সুন্দর লাগছিল। বুঝাতে পেরেছি ডাল আপনার অনেক পছন্দ। বিশাল সমুদ্র নীল আকাশ আর সমুদ্র তীরের ঠান্ডা বাতাস সত্যি মন ছুয়ে যায়। জানতে পারলাম কক্সবাজার সমুদ্র সৈকত আপনার প্রথম ভালো লাগা। আপনার কথা গুলো অনেক ভালো লেগেছে। ভিডিও টা অনেক enjoy করেছি।ভালো থেকেন নিরাপদে থেকেন দোয়া রইলো। Fiamanillah.
Walaikum assalam. ভাল লেগেছে শুনে খুব খুশী হয়েছি ভাই। দোয়া করি ভাল থাকুন। Jajakallah Khairan
আংকেল আমার একাকিত্ব এর বেশি টা সময় খুব পেইনফুল কাটে, আপনার ভিডিও গুলা যতক্ষণ দেখি ততক্ষণ যেনো সব ভুইলা বুধ হইয়া দেইখা যায়.
আপনার যখন ৬হাজার subscribers তখন থেকেই আমি আপনার সাথে আছি..
অপেক্ষা করি অনেক অপেক্ষা করি আপনার ভিডিও গুলার।
💚🇧🇩
Thank you dear uncle. Appreciate your kind words & continuing support. 🥰
@@AdventureTube21 insha-allah uncle 💗. আল্লাহ আপনাকে অনেক ভালো রাখুক আর আমাদের এভাবে একটু হলেও মনের প্রশান্তি দিয়ে যান দো-আ করি।
আংকেল আপনার ভিড়িও গুলো এত লম্বা হওয়ার পরও দেখতে খুব ভাল লাগে। আপনার ভিড়িও থেকে অনেক শিক্ষার আছে।ভালবাসি আংকেল আর বেশি বেশি ভিড়িও দেন।
Thank you dear
আস্সালামুআলাইকুম ভাইজান। কোভিড নিয়ে আপনার আজকের বক্তব্য খুব ভাল লেগেছে। আমিও আপনার বক্তব্য ও মত হৃদয়ে ধারন করি।
Walaikum assalam. Thank you dear
আসসালামু ওয়ালাইকুম , কেমন আছেন ভাই?
আমি নদী বলছিলাম, আপনাকে অনেক দিন আগে লিখেছিলাম বাংলাদেশ থেকে ইনশাল্লাহ এখন আমরা আমেরিকা আছি নিঊ ইয়াকে থেকে লিখছি,আপনার ব্লগ গুলো দেখে আমরা অনেক উপকৃত হয়েছি, আপনি ১৭ তারিখের দিকে বাফেলো তে যাচ্ছেন শুনেছি, আমাদের বাসায় এলে খুব খুশী হবো, আমার বাসা জামাইকা আফতাব স্কাই ভিউ তে, আমরা সবাই আপনার ফ্যান। ইনশাল্লাহ আসবেন।
ইনশাল্লাহ আমরা সবাই আগামী কাল নিউ জারসী আটলান্টা বিচে যাবো, আপনার ব্লগ দেখে যাবার প্লান করেছি আমরা, আপনার ব্লগ ফলো করেই বেরাবো ইনশাল্লাহ ।
Walaikum assalam. Welcome to USA dear. এবার আসা সম্ভব হবে না। ইনশাল্লাহ আসব কোন একদিন। ধন্যবাদ। 💕
Enjoy আটলান্টিক সিটি বিচ। আটলান্টা হলো জর্জিয়াতে।
ধন্যবাদ, এরপর থেকে মনে থাকবে … আটলান্টিক
@@taslimnodi4721 My pleasure dear. 🥰
Onack Sundor cilo aj ker vlog ta. I like seafood and beaches! You have both in your vlog, amazing! Thanks
Welcome dear
ভাই খুব ভালো লাগলো আজকের পর্বটি।আমি একজন র্পযটক।পৃথিবীর পথে পথে ঘুরে বড়াতে আমার ভিষন ভালো লাগে।সময় পেলেই আমি বেরিয়ে পড়ি পৃথিবী দেখার উদ্দেশ্যে।যদিও আমেরিকা এখনও আসা হয়নি। Australia র্পযন্ত গিয়েছি।ইচ্ছে আছে একবার আমেরিকা আসবো(যদি visa পাই)anyway ভাই,আপনার ভিডিও গুলি আমি খুব enjoy করি।খাবার দাবার গুলিও😋😋😁!ভালো থাকবেন।
Thank you dear. I wish you all the best. Thank you 🥰
So refreshing video, Thank You Uncle ♥♥
Welcome dear
খাবার হলো মহান আল্লাহ পাকের পরম নিয়ামত । সেই নেয়ামত আপনি এতো সুন্দর ভাবে গ্রহন করেন আলহামদুলিল্লাহ
Alhamdulillah
আংকেল, আপনার ভিডিও দেখে দেখে তো আপনার পরিবার, মেরাজ আংকেলের পরিবার, খোকন আংকেলের পরিবার সবাইকে আমার নিজের আত্নীয় স্বজন মনে হওয়া শুরু করেছে। সেই সাথে রাস্তা ঘাট সহ সকল পরিবেশও খুব চেনা চেনা লাগতে শুরু করেছে। 🙂🙂🙂
Really glad to hear that you feel this way. Thank you dear 🥰
জানোয়ার গুলো কখনো ও শিখবনা, শিখতে চায় না, আপনার উপস্থাপন খুবই সময় উপযোগী
অনেক সুন্দর হয়েছেন
🤭 Thank you 😊
পুরানো কথাই আপনার মুখে শুনে খুবই মুগ্ধ ও অভিভূত হলাম। আপনাকে অনেক অনেক শুভকামনা ৷
Oshombhob shundor kore kotogulo kothin shotti kotha bolar jonno dhonnobad. Allah apnader bhalo rakhun
Thank you dear. Jajakallah Khairan
পুরা ৫৮ঃ৩৪ সেকেন্ডের ভিডিওতে স্কিপ করি নাই কোনো জায়গায়,এতটাই ভালো লাগে আপনার ভ্লগ❣️😌যাই হোক, শুরুর দিকের যেসকল বিষয় নিয়ে আলোচনা করলেন যেমন ব্যাক্তিগত পরিচিতির বিষয়টা সম্পর্কে আমি কম অবগত ছিলাম, তবে ব্যক্তিগত পরিচিতির বিষয়টা অনেকেই হয়তো কৌতুহলী হয়ে বা ভালোবেসে জিজ্ঞেস করেছেন, কিন্তু সেটা অপরজন কিভাবে নিবে, সে বিষয়টা সম্পর্কে আপনার মতামতটা যুক্তিযুক্ত লেগেছে। আর এভাবে কখনও অবশ্য ভাবিও নি। তবে ভালো জিনিস শিখতে পারলাম❣️এছাড়াও অন্যন্যাও আলোচনাও ভালো লেগেছে💓ধন্যবাদ আংকেল 😍
My pleasure dear. Thank you 💕
অসাধারণ সুন্দর। ফারুক ভাই সিফুড গুলো অনেক ভাল লেগেছে 😍
Thank you