নমস্কার দাদা ৷ আমি পশ্চিম বাংলার (ভারত) একজন ৷ আমার ধারনা আপনার মতো একজন সত্যিকারের ভালো মানুষ জীবনে খুব কম দেখেছি ৷ এবং এটাও মনে হয যে আপনার সঙ্গে আমার যেন কোথাও একটা রক্তের সম্পর্ক আছে ৷ ঘরে বসে আমার মতো একজন গ্রাম্য ব্যক্তির আমেরিকার মতো দেশের সম্পর্কে পরিষ্কার ধারনা পাওয়া একমাত্র আপনার জন্যই সম্ভব হচ্ছে। আপনার দীর্ঘায়ু কামনা করি ৷ ঈশ্বর আপনার মঙ্গল করুন ৷ আপনার পরিবারের সকলের শুভ ইউক |
My family recently moved to Buffalo, even we didn't have any job. We struggled a lot in NY city that is unbelievable...now my husband and I are doing very good job here in Buffalo... it's amazing place I believe..and snow !!! How people living in Canada ?? It's really an affordable place for Bangladeshi people. Thanks a lot Faruk Bhai..for discovering Buffalo.
I do not think buffallo is a good place ti live and raise a child their.I did not like the environment.this house look good but usullay bengali community is mostly living lower side of buffallo.zthry are house that are not in good condition.I rather stay ny even it is expensive.There is too much cold .No attraction nothing.saving money and staying place where is not good environment.dude i dont need money .i need better environment..
আমরা বাংলাদেশিরা অনেক বড় ও সুন্দর মনের জাতি।কি সুন্দর আতিথেয়তা।প্রথমবারের মত শামিমা আপুদের বাসায় গেলেন কিন্তু সবাই যখন একে অপরের সাথে কথা বলছিলেন তখন দেখে মনে হচ্ছে কতদিনের পরিচিত।বাংলাদেশ ও বাংগালীদের জন্য অনেক প্রাউড ফিল হয়।অনেক ধন্যবাদ ফারুক ভাই এত সুন্দর মিলন মেলা দেখানোর জন্য @Adventure Tube 21
আসালামওয়ালাইকমসালাম ভাইয়া । খুবই সুন্দর একটি ভিডিও । সবাই ভালো থাকবেন । মজা করেন সবাই মিলে । আমারও সব কিছু দেখে খুব ভালো লাগছে । ধন্যবাদ সুন্দর সুন্দর ভিডিও সেয়ার করার জন্য ।
*আপনার ভিডিও গুলার মাধ্যমে নতুন পথে হাটতে শুরু করবে নতুন প্রজন্ম এবং তার ব্যবহৃত যোগাযোগ মাধ্যম । সুন্দর বাসা আর সামিমা আপার আতিতিয়তা ছিল মন মুগ্ধ কর । সবাইকে খুবি বন্ধু সূলভ মনে হল । আমরা বাঙ্বালি পৃধিবীর যে খানেই থাকিনা কেন আপন করে নিতে পারি সবাইকে আর এটাই আমাদের চারিত্রিক বিশিষ্ট ।নিজে ভাল থাকবেন আর আশে পাশের মানুষকে ও ভাল রাখবেন এই কামনা 👍*
অনেক সুন্দর খুব ভাল লাগল।এই রকম পরিবেশে থাকতে পারলে নিজের জীবনটা ভাগ্যবান মনে করব। বাংলাদেশের দূষনে জনজীবন বিপজস্ত।আপনারা খুবই সৌভাগ্যবান কত সুন্দর পরিবেশ।
আপনার করা সেরা ব্লগ গুলোর একটি এটি। অত্যন্ত তথ্যবহুল, উপকারী ভিডিও। বাফেলো নিয়ে অনেকগুলো ভিডিও দেখেছি। আপনার মতো নিখুঁত, বিশদ,আলোচনা দেখিনি,যা অনেকেরই উপকার হবে। বাংলাদেশ থেকে বীজ বুনে চলেছি, আল্লাহ সহায় হলে একদিন বাফেলোতেই বসতি গড়বো।
আমি আপনার কয়েকটি ভিডিও দেখে অনেক প্রেরণা পেয়েছি। আমার আমেরিকা যাওয়ার অনেক শখ কিন্তু আর্থিক এবং সহযোগিতামূলক কোন পথ নেই আমার। তবে একটি পথ আমার আছে সেটি হলো ঐ দেশের ভাষা শিক্ষা তাই আমি তিন দিনে ইংরেজি পঞ্চাশটি শব্দার্থ শিখেছি।( আলহামদুলিল্লাহ)
মাসআল্লাহ খুবই ভালো লাগছে ভাই মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের স্বপ্নের শহরে বসবাস করতে আছেন। এর জন্য অনেক অনেক ধন্যবাদ আমি বাংলাদেশ ব বরিশাল থেকে দেখতেছি। আমি অাশাকরি ভবিষৎতে আরও বাংলাদেশী বসবাস করতে পারবে। এবং আপনারা প্রত্যেকে বাংলাদেশ থেকে বৎসরে কিছু কিছু লোক আত্বীয় স্বজ্ন নিলে দেশের প্রতি কৃতজ্ঞা হয় এবং দেশের লোক ও অনেক উন্নতি লাভ করবে।
আসসালামু আলাইকুম ভাই। আজকের ভিডিও তে বাফেলো শহরের যে সুযোগ সুবিধা নিয়ে কথা বললেন, আশা করি আজ থেকে হাজার তরুন বাফেলো শহর নিয়ে স্বপন দেখছে। এবং আপনার জন্য আজ অনেকেই মন খুলে দোয়া করছে। আজকের বিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। প্রথম পরিচয়ে আপনাদের ওরা যে ভাবে আপন করে নিলেন এবং এত খাবারের আয়োজন। উনাদের আতিথিয়োতায় আমি মুগ্ধ। আর আপনার জন্য রান্না সেটা খারাপ হতেই পারেনা।সবাই আপনার জন্য সাবধানেই রান্না করেন। বাড়ির বাহির ভিতর সবমিলিয়ে খুব সুন্দর একটা বাড়ি। এতো নির্জনতা দেখে মনে হয় একটা ঘুমের রাজ্য। খুব ভালো লেগেছে। সত্যি অসাধারণ একটা ভিডিও। অনেক দোয়া ভালো থাকবেন এবং সবসময় নিরাপদে থাকবেন।Fiamanillah.
Walaikum assalam. ভাই আমি তো আপনাদেরই একজন। এত সাবধানে রান্নার কি আছে? তাছাড়া খারাপ হলেও তো আমি কখনো খারাপ বলি না। আমি তখন কিছুই বলি না 😊 অনেক ধন্যবাদ ভাই। Jajakallah Khairan.
আস সালামু আলাইকুম ভাইয়া । আপনার বাফেলো ভ্রমনটা সত্যিই অনেক বাংলাদেশীদের জন্য উপকার হবে । যেভাবে ওখানকার বাসিন্দারদের কাছ থেকে বাফেলো সম্পর্কে জানলেন তাতে সবাই খুবই পরিস্কার ভাবে বুঝে নিতে পেরেছেন । আমরাও উপভোগ করলাম । ভাল থাকবেন , সাবধানে থাকেন । পরবর্তী ভিডিওর অপেক্ষায় রইলাম ।
Uncle u showed posh Area.all bengali did not move here.They bought mostly broken house.if u really want to spend that much money for house in buffallo then better to move long island or pensylvenia.even north carolina.buffallo is a junk yard for really..m
খুব ভালো লাগলো বাফেলো সিটি টা। আর প্রত্যেক ভাই দেরকেও ভালো লেগেছে। লোভনীয় ছিলো ভর্তা গুলো। স্বীকার করতেই হবে যে, ভাবী দারুন পাকা রাধুনি। সবার জন্য রইলো অনেক অনেক শুভ কামনা ও ভালোবাসা।
ফারুক ভাই খাবারগুলো না দেখালেই পারতেন, এখন এতরাতে আমি রেস্টুরেন্ট কোথায় পাই, ক্ষুধা লেগে গেছে। আর বাফেলোর সেরা এলাকাটাই মনে হয় আজকে দেখলাম, অনেক সুন্দর এক কথায় অসাধারণ। একঝাক বাংগালী আমেরিকান দেখে ভালোই লাগলো, ধন্যবাদ,,,,
ফারুক ভাই খুব সুন্দর একটা ব্লগ দেখলাম বাফেলো তে বাঙালি জীবনযাত্রা একটা সুন্দর ছবি সকলের সামনে তুমি তুলে দিলে বাঙালিরা কিন্তু খাদ্য রসিক অনেক রকম আইটেম তোমাদের খেতে দিয়েছিল সেই জন্য বলছি বাঙালি যেখানেই যাক না কেন তার ট্রেডিশনাল খাবারটা খাবেই।
Really interesting I think the disposable income on Buffalo is much higher then NY and that's why more people are moving there, living in the UK you see natural movement in communities one group moves in and another moves on, thank you uncle for explaining things so well
Apnar onek video ami motamuti regular Dekhi but ei video ta truly khubi informative 👍. Hope you will continue to make more this kind of community based informative video.
আমি আপনার Adventure Tube21 পরিবারের একজন নিশ্চুপ বন্ধু। প্রথম থেকেই আমি আপনার ভিডিও দেখি। আপনার ভর্তা খাওয়া দেখে আজ জিভে জল চলে আসলো কিন্তু। দেখতে দেখতে আজ Adventure Tube21 সাড়ে তিন লক্ষের পরিবার। আমার দোয়া থাকবে ইন শা আল্লাহ খুব শীগ্রই ওয়ান মিলিওয়নের পরিবার হয়ে যাবে। অনেক ভালোবাসা রইলো ফিনল্যান্ড থেকে।
@@AdventureTube21 viya, akjon bolechilo buffalo te bari purchase korar por nije na thakle naki dokhol hober possibility thake. is it true ? example - someone LA te thake buffalo house kine fele rakhbe. just investment. problem hobe ? plz janayen. tnx
সালাম ফারুক ভাই, অনেক অজানা ইনফরমেশান শেয়ার করার জন্য ধন্যবাদ। বাফেলো ভ্রমণে গিয়েছিলাম ২০১৭ সালে কিন্তু সেই শহরে বাংলাদেশী কানেকশান সম্পর্কে আমার কোন ধারণাই ছিলনা। নায়গারা শহরের এক কোনায় এক হিন্দুস্তানির ইডলি ধোসার দোকান আর জীর্ণ শীর্ণ হোটেলে ইন্ডিয়ান কিপার দেখে মনে হয়েছিল যেন তৃতীয় বিশ্বের এক গরীব শহরে ঘুরে বেড়াচ্ছি! যাইহোক আপনার ভ্রমণ ব্লগে সেই নেগেটিভ ইমেজটি দূর হল। আবার আমাকে বাফেলো ত যেতেই হবে কারণ সেখানে আমার কন্যা থাকে। বাফেলো শহরের রোজঅয়েল ক্যান্সার ইন্সটিটিউটে অংকলজি সার্জন সে। এবার আসি বাফেলো থেকে হোয়াইট আমেরিকানরা চলে যাচ্ছে কেন এই প্রসঙ্গে। হোয়াইট আমেরিকানদের কালেক্টিভ সাইকোলজি হল এন্টি-হোমোজিনিয়াস অর্থাৎ যেখানে ব্রাউন/ব্ল্যাক মানুষ বসতি স্থাপন করে সেখানে তাঁরা একদম থাকতে পছন্দ করেনা। সান ফ্রান্সিকো শহরের আউটার সান্সেটে প্রশান্ত মহাসাগরের উপকূলে এককালে বসতি ছিল হোয়াইট আমেরিকানদের -আর এখন গিয়ে দেখে আসুন -একজনও নেই! সবাই চাইনিজ ভিয়েতনামিজ ফিলিপিনো কিংবা হিস্পানিক। শুধু আমেরিকাতেই নয়, ইউরোপের জার্মানি, নেদারল্যান্ড, ফ্রান্সেও সেই এক অবস্থা। অবশ্য ব্যতিক্রম যে নাই সেটাও নয়! এদেশে বাঙালির উন্নতি আমেরিকার উন্নতি। হোয়াইট আমেরিকানরা কোন জাহান্নমে যায় সেটা নিয়ে তাঁরাই মাথা ঘামাক আমাদের কি! ভাল থাকুন সুস্থ থাকুন আল্লাহ্র কাছে দোয়া করি! আল্লাহ্ হাফেজ!!
Walaikum assalam. সাদারা এই শহর ছাড়তে শুরু করেছে আরও ১০০ বছর আগে থেকেই। তবে ব্রাউন হতে পারে অনেক কারনের একটি। এটা হলো আমার ধারনা। I could be wrong off course. Inshallah বাফেলো আসলে দেখা হবে। দোয়া করি ভাল থাকুন। Jajakallah Khairan 🥰
আসসালামুয়ালাইকুম ভাইয়া অসম্ভব ভালো লাগলো কারণ আপনি আজ এই ভিডিও তে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করলেন এতো সুন্দর সুন্দর বিষয় নিয়ে আপনি যে ভাবে ভাবেন আমি সত্যিই মুগ্ধ এই ক্ষেত্রে আপনা কে ধন্যবাদ কম হয়ে যাবে তাই সবসময় দোয়া করি আল্লাহ আপনাকে নেকহায়াত দান করুন আমীন আল্লাহ হাফেজ !!!!
খুবই ভালো লাগলো, বাফেলোতে বাড়ির দাম অনেক কম, আমাদের চট্টগ্রামের কম দামি একটা ফ্ল্যাট এর দামই এখন প্রায় ৬০ লাখ টাকা। বাফেলোর পরিবেশ দারুণ। enjoyed the blog thanks..
ফারুক ভাই, এত দীর্ঘ জার্নি করার পর, আপনাকে দেখতে ক্লান্ত মনে হচ্ছে, কিন্তুু তার পরও এক অসাধারণ ব্লক উপহার দিলেন! ধন্যবাদ ভাই। আরো কিছু দেখার অপেক্ষায় আছি। ভালো থাকবেন।
খুব ভাল লাগলো। বাফেলো সম্বন্ধে তথ্য গুলি জানতে পেরে। Truly appreciable. শাপলা দেখে কাঁদতে ইচ্ছা করতেছিলো। কয়েক যুগ হবে খাইনি। মায়ের হাতের শাপলা দিয়ে ইলিশ মাছ কী যে মজার হতো। সেই স্মৃতি মনে পড়লে খুব কান্না আসে। আমরা টরোন্টোতে এখনও ফ্রোযেন শাপলা পাই নি। ধন্যবাদ ভাই।
Very nice to see hospitable Bangladeshi brothers and sisters in Buffalo. আমার একটা ধারণা ছিল Buffalo একটা Rust Belt city যার অবস্থা খারাপের দিকে যাচ্ছিল গত বিশ বছর ধরে যেহেতু manufacturing চলে গেছে দেশের বাহিরে। এই ভাইদের কে দেখে মনে হয় এখন economy ভালোই আছে।
বেশ ভালো লাগলো আজকের ভিডিও। বেশ ইনফরমেটিভ। আপনার মত আমারও বেশ কৌতুহল ছিল বাফেলো সিটি নিয়ে। আজ সে বিষয়ে অনেক কিছুই জানলাম। অনেক ধন্যবাদ আপনাকে খুবই সংশ্লিষ্ট প্রশ্নগুলো করার কারণে। তবে একটা বিষয় বাকী রয়ে গেছে। সেটা হলো আইন-শৃংখলা পরিস্থিতি। ওখানে অনেক ব্লাক থাকে শুনেছি। আপনাদের সবার জন্য শুভ কামনা। ভালো থাকবেন।
Nice to see ur making vids about buffalo city. I went there so many times and made a lot of videos about it 2 years ago... it's a good place for a realx life but not for everyone.
দাদা এই পোস্ট tar মাধ্যমে বাফেলোর অনেক কিছু জানতে পারলাম, যাওয়া তো আর হবেনা তবু আপনার থেকে সব কিছু জেনে নিতে পারছি, এটাই আমার ভালোলাগা! ভালো থাকবেন দাদা, নেক্সট ভিডিওর অপেক্ষায় রইলাম!
Salam Bhai. I am Ruby Apa from Texas. Very good information you gave to lots of new start up families. They need these info. Looking forward to visit in our houston Texas. November is best . Please looking forward for your decision.
Khub sundor vlog dada.dekhe khub valo laglo .apnara sobai khub valo.apnader kotha sunte khub valo lage. apnar jonno barite Bose America newyork bafholo nagafalls sundor vabe dekhte pelam .dada amar chele 2 years por jodi America newyork ke .doctor porte jai .tahole apnar jodi kono dorkar hoi apni help korben .amar kothai kichu mone korben na .karon apnake ami dada bole dakhi . karon ami apnar ak bangali Muslim bon .ar apni ak bangali Muslim dada sei jonno help korar kotha bollam. amar kotha kharap lagle khoma koro🙏
Assalamualikum bhai it’s our pleasure to have all of you at my house and thank you so much for spend your valuable time with us ❤️stay blessed.
Walaikum assalam. It has been a great pleasure dear. We really enjoyed your hospitality. Thank you 💕🥰
@ SHamima Kakuli : Which part of BUffalo you live at ? Thank you.
Jjjbffffryyyfcccxxx🇹🇷🇹🇳🇹🇳👌😉🙃😉😍🥰😘🙃😘😘😁☺️☺️😛😍🦚🐪🚨🚨😛😝😝😝😘😙😏😆😗😛🙁😋😍🙁😗😝😘😛😛📽🏣⛲️🏯🎠🏰🎠🎠🎠🗼🏰⛺️ghhgtdydoj😛😉🙃🙃😘🥰🤩🤪🙂🙃😘😘😘😘😟😎🥰🥰😋😚
@@AdventureTube21😊 you welcome
@@shahriaradnan4073 Williamsville
নমস্কার দাদা ৷ আমি পশ্চিম বাংলার (ভারত) একজন ৷ আমার ধারনা আপনার মতো একজন সত্যিকারের ভালো মানুষ জীবনে খুব কম দেখেছি ৷ এবং এটাও মনে হয যে আপনার সঙ্গে আমার যেন কোথাও একটা রক্তের সম্পর্ক আছে ৷ ঘরে বসে আমার মতো একজন গ্রাম্য ব্যক্তির আমেরিকার মতো দেশের সম্পর্কে পরিষ্কার ধারনা পাওয়া একমাত্র আপনার জন্যই সম্ভব হচ্ছে। আপনার দীর্ঘায়ু কামনা করি ৷ ঈশ্বর আপনার মঙ্গল করুন ৷ আপনার পরিবারের সকলের শুভ ইউক |
অনেক ধন্যবাদ ভাই। Appreciate your kind words & continuing support. দোয়া করবেন 💕🥰
My family recently moved to Buffalo, even we didn't have any job. We struggled a lot in NY city that is unbelievable...now my husband and I are doing very good job here in Buffalo... it's amazing place I believe..and snow !!! How people living in Canada ?? It's really an affordable place for Bangladeshi people. Thanks a lot Faruk Bhai..for discovering Buffalo.
My pleasure dear. Thank you 😊
I do not think buffallo is a good place ti live and raise a child their.I did not like the environment.this house look good but usullay bengali community is mostly living lower side of buffallo.zthry are house that are not in good condition.I rather stay ny even it is expensive.There is too much cold .No attraction nothing.saving money and staying place where is not good environment.dude i dont need money .i need better environment..
@@geni585 yes you are right. Long island in newyork city 5/6 hundred thousands price houses is very good, here you are getting all the facilities.
Hi apu we want to move in buffalo with my wife parents and new baby !! Can I talk to you ?
তথ্যবহুল এবং পরামর্শমূলক ভিডিওচিত্রের জন্য অসংখ্য ধন্যবাদ। বিদেশ-বিভূঁইয়ে বাংলাদেশের মানুষের ভালো থাকা, সাফল্য অামাদেরকেও ছুঁয়ে যায়।
Thank you
আমরা বাংলাদেশিরা অনেক বড় ও সুন্দর মনের জাতি।কি সুন্দর আতিথেয়তা।প্রথমবারের মত শামিমা আপুদের বাসায় গেলেন কিন্তু সবাই যখন একে অপরের সাথে কথা বলছিলেন তখন দেখে মনে হচ্ছে কতদিনের পরিচিত।বাংলাদেশ ও বাংগালীদের জন্য অনেক প্রাউড ফিল হয়।অনেক ধন্যবাদ ফারুক ভাই এত সুন্দর মিলন মেলা দেখানোর জন্য @Adventure Tube 21
My pleasure dear. Thank you
চমৎকার লাগলো। বসবাসযোগ্য একটা শহর।
খাবারের আয়োজনে বাঙালিয়ানা, ভালো লেগেছে৷
Thank you
❤️❤️
খুবই গোছানো ও প্রানবন্ত ভিডিও দেখলাম,,,অনেক অনেক ধন্যবাদ,,,
Welcome dear
আসালামওয়ালাইকমসালাম ভাইয়া । খুবই সুন্দর একটি ভিডিও । সবাই ভালো থাকবেন । মজা করেন সবাই মিলে । আমারও সব কিছু দেখে খুব ভালো লাগছে । ধন্যবাদ সুন্দর সুন্দর ভিডিও সেয়ার করার জন্য ।
Walaikum assalam. Thank you dear.
*আপনার ভিডিও গুলার মাধ্যমে নতুন পথে হাটতে শুরু করবে নতুন প্রজন্ম এবং তার ব্যবহৃত যোগাযোগ মাধ্যম । সুন্দর বাসা আর সামিমা আপার আতিতিয়তা ছিল মন মুগ্ধ কর । সবাইকে খুবি বন্ধু সূলভ মনে হল । আমরা বাঙ্বালি পৃধিবীর যে খানেই থাকিনা কেন আপন করে নিতে পারি সবাইকে আর এটাই আমাদের চারিত্রিক বিশিষ্ট ।নিজে ভাল থাকবেন আর আশে পাশের মানুষকে ও ভাল রাখবেন এই কামনা 👍*
ঠিক বলেছেন। আমরা বাঙালি জাতি অত্যানত অতিথিপরায়ন। আপনিও তো ১৪ আইটেম দিয়ে টেবিল ভরে ফেলেছিলেন। অনেক এনজয় করেছি আপনার বাসার ডিনার। ধন্যবাদ 😍💕🥰♥️
@@AdventureTube21 thank you 🙏
My pleasure dear. 💕🥰💚
অনেক সুন্দর খুব ভাল লাগল।এই রকম পরিবেশে থাকতে পারলে নিজের জীবনটা ভাগ্যবান মনে করব। বাংলাদেশের দূষনে জনজীবন বিপজস্ত।আপনারা খুবই সৌভাগ্যবান কত সুন্দর পরিবেশ।
Alhamdulillah. Thank you dear
আপনার করা সেরা ব্লগ গুলোর একটি এটি। অত্যন্ত তথ্যবহুল, উপকারী ভিডিও।
বাফেলো নিয়ে অনেকগুলো ভিডিও দেখেছি। আপনার মতো নিখুঁত, বিশদ,আলোচনা দেখিনি,যা অনেকেরই উপকার হবে।
বাংলাদেশ থেকে বীজ বুনে চলেছি, আল্লাহ সহায় হলে একদিন বাফেলোতেই বসতি গড়বো।
Inshallah dear. Thank you
আসসালামু আলাইকুম মাশাআল্লাহ যায়গা গুলি দেখতে অনেক সুন্দর লাগছে আপনার ভিডিও তে অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ
Walaikum assalam. Thank you dear
আমি আপনার কয়েকটি ভিডিও দেখে অনেক প্রেরণা পেয়েছি। আমার আমেরিকা যাওয়ার অনেক শখ কিন্তু আর্থিক এবং সহযোগিতামূলক কোন পথ নেই আমার। তবে একটি পথ আমার আছে সেটি হলো ঐ দেশের ভাষা শিক্ষা তাই আমি তিন দিনে ইংরেজি পঞ্চাশটি শব্দার্থ শিখেছি।( আলহামদুলিল্লাহ)
Alhamdulillah
মাসআল্লাহ খুবই ভালো লাগছে ভাই মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের স্বপ্নের শহরে বসবাস করতে আছেন। এর জন্য অনেক অনেক ধন্যবাদ আমি বাংলাদেশ ব বরিশাল থেকে দেখতেছি। আমি অাশাকরি ভবিষৎতে আরও বাংলাদেশী বসবাস করতে পারবে। এবং আপনারা প্রত্যেকে বাংলাদেশ থেকে বৎসরে কিছু কিছু লোক আত্বীয় স্বজ্ন নিলে দেশের প্রতি কৃতজ্ঞা হয় এবং দেশের লোক ও অনেক উন্নতি লাভ করবে।
Thank you
আসসালামু আলাইকুম ভাই। আজকের ভিডিও তে বাফেলো শহরের যে সুযোগ সুবিধা নিয়ে কথা বললেন, আশা করি আজ থেকে হাজার তরুন বাফেলো শহর নিয়ে স্বপন দেখছে। এবং আপনার জন্য আজ অনেকেই মন খুলে দোয়া করছে। আজকের বিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। প্রথম পরিচয়ে আপনাদের ওরা যে ভাবে আপন করে নিলেন এবং এত খাবারের আয়োজন। উনাদের আতিথিয়োতায় আমি মুগ্ধ। আর আপনার জন্য রান্না সেটা খারাপ হতেই পারেনা।সবাই আপনার জন্য সাবধানেই রান্না করেন। বাড়ির বাহির ভিতর সবমিলিয়ে খুব সুন্দর একটা বাড়ি। এতো নির্জনতা দেখে মনে হয় একটা ঘুমের রাজ্য। খুব ভালো লেগেছে। সত্যি অসাধারণ একটা ভিডিও। অনেক দোয়া ভালো থাকবেন এবং সবসময় নিরাপদে থাকবেন।Fiamanillah.
Walaikum assalam. ভাই আমি তো আপনাদেরই একজন। এত সাবধানে রান্নার কি আছে? তাছাড়া খারাপ হলেও তো আমি কখনো খারাপ বলি না। আমি তখন কিছুই বলি না 😊
অনেক ধন্যবাদ ভাই। Jajakallah Khairan.
আপনার কয়েকটি ভিডিও দেখছি খুব ভালো লাগছে। মাঝে মধ্যে ইচ্ছে করে চলে যায় দেখে আসি যায়হোক।
Thank you
দারুণ ভাই জান, আরও একটি সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। বাফেলো বাংলাদেশ ময় হউক এই দোয়া করি।
Thank you 😊
বাফেলোতে বাংলাদেশীদের দেখে অনেক ভাল লাগলো। ভর্তার মেনু খুবই লোভনীয়।
ধন্যবাদ ভাই।
Thank you dear brother 💕🥰
আস সালামু আলাইকুম ভাইয়া । আপনার বাফেলো ভ্রমনটা সত্যিই অনেক বাংলাদেশীদের জন্য উপকার হবে ।
যেভাবে ওখানকার বাসিন্দারদের কাছ থেকে বাফেলো সম্পর্কে জানলেন তাতে সবাই খুবই পরিস্কার ভাবে বুঝে নিতে পেরেছেন ।
আমরাও উপভোগ করলাম ।
ভাল থাকবেন , সাবধানে থাকেন ।
পরবর্তী ভিডিওর অপেক্ষায় রইলাম ।
Walaikum assalam. Thank you dear
ভাই, আজকের Presentation খুব ভালো এবং গঠন মূলক পরবর্তী টার জন্য অপেক্ষায় থাকলাম ধন্যবাদ।
Welcome
Uncle u showed posh Area.all bengali did not move here.They bought mostly broken house.if u really want to spend that much money for house in buffallo then better to move long island or pensylvenia.even north carolina.buffallo is a junk yard for really..m
শামিমা আপা, আমি জিগাতলায় অনেক বছর ছিলাম। ডাঃ আতাউর রহমান চৌধুরির বাসায়
আপনি জিগাতলায় ছিলেন শুনে খুব ভাল লাগলো। আমি নিউইয়র্ক থেকে শারমিন।
অসাধারণ লাগলো আঙ্কেল। ধন্যবাদ আপনাকে।আর আপনার হোস্ট ও অনেক নিবেদিত প্রাণ ছিলেন। উনাদের ও ধন্যবাদ
Yes indeed. Thank you dear
What is the GPS you use? It has nice voice.
Waze.
@@AdventureTube21 thanks
খুব ভালো লাগলো বাফেলো সিটি টা। আর প্রত্যেক ভাই দেরকেও ভালো লেগেছে। লোভনীয় ছিলো ভর্তা গুলো। স্বীকার করতেই হবে যে, ভাবী দারুন পাকা রাধুনি।
সবার জন্য রইলো অনেক অনেক শুভ কামনা ও ভালোবাসা।
Thank you 😊
@@AdventureTube21 ফারুক ভাই, সালাম নিবেন। বাফেলো তে যারা বাগান করেন, সেগুলো নিয়ে যদি একটা ভিডিও করতে পারেন, খুব ভালো লাগতো, ভাইয়া।
ভালো আছেন তো ? খুব ভালো লাগলো ব্লগটি অনেক কিছু জানতো পারলাম । জানানোর জন্য ধন্যবাদ ।
Welcome dear
আপনার চোখ দিয়ে অনেকটা আমেরিকা দেখা হয়ে যাচ্ছে, অনেক অনেক ধন্যবাদ 🙏🙏
Welcome dear
Asslamualaikum আসসালামুআলাইকুম মাসাআললাহ অনেক সময় দেখা হয়েছে। সব মিলিয়ে অসাধারণ। ধন্যবাদ
Walaikum assalam. Thank you dear
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভাইয়া আশায় ছিলাম এমন একটা ভিডিও দেখার জন্য অনেক ভালো লাগলো অসাধারণ অনেক ধন্যবাদ আপনাকে 👍👍👍 🌹👌👌 👏🌹🙏
Walaikum assalam. My pleasure dear
MashaAllah absolutely wonderful. happy to know all these things.
It's my pleasure
আসসালামু আলাইকুম.আরও একটা দারুন ভিডিও দেখা শুরু করলাম.....
Walaikum assalam. Thank you dear
খুব ভাল লাগলো আগামীতে আশাকরি বাফেলো তে সর্ব ক্ষেত্রে বাঙালিদের পদচারণা থাকবে,এবং শক্তিশালী বাঙালি কমিউনিটি গড়ে তুলতে হবে,সবাইকে
এক তাবৎ থাকতে হবে।
Thank you
খুব সুন্দর, এক কথায় অসাধারণ ভিডিও....., শুধু দেখি মোন ভোরে। প্রতিদিন দেখতে চাই।
ধন্যবাদ ভাই
Thank you
HEALPFULL INFORMATION . GOOD TO SEE BUFFALO BECOME A MINI BANGLADESH. THANKS.
Welcome
ভাইয়া,সালাম নিবেন। আমিও আমার মেয়ে আপনার ভিডিওর অপেক্ষায় থাকি। আপনার উপস্থাপননা দেখলে বুঝা যায় আপনি অনেক কাছের আপনজন।আমাদের জন্য দোয়া করবেন। দোয়া করি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।
Walaikum assalam. Thank you dear 💕🥰
ইয়াম্মী সব খাবার দাবার। আজকের ভিডিও অনেক তথ্য বহুল। অনেকের ই উপকার হবে মনে হয়। ভিডিও ভালে লাগলো। ধন্যবাদ।
My pleasure dear
আংকেল আপনার ভিডিওর মাধ্যমে বাফেলো দেখার ইচ্ছা ছিলো অনেক আগে থেকে ধন্যবাদ আংকেল ইচ্ছা আমার পুর্ন হলো 💕💜😊💕
আরও আসছে। ধন্যবাদ।
খুব ভালো তথ্যবহুল ভিডিও দয়া করে ভবিষ্যতে এই ধরনের প্রোগ্রাম চালিয়ে যান
Thank you
Uncle আমরা পশ্চিমবঙ্গ বাসী বাংলায় কথা বলি ।আর আপনি নিউইয়র্ক থেকে বাংলায় কথা বলেন তাই আপনাকে অনেক কাছের মানুষ মনে করি ।
আমি তো কাছের মানুষই, সবসময়। ধন্যবাদ 💕🥰
ইনফরমেটিভ ভিডিও। আপনার ব্রিফিং অত্যন্ত চমৎকার
Thank you
ফারুক ভাই খাবারগুলো না দেখালেই পারতেন, এখন এতরাতে আমি রেস্টুরেন্ট কোথায় পাই, ক্ষুধা লেগে গেছে। আর বাফেলোর সেরা এলাকাটাই মনে হয় আজকে দেখলাম, অনেক সুন্দর এক কথায় অসাধারণ। একঝাক বাংগালী আমেরিকান দেখে ভালোই লাগলো, ধন্যবাদ,,,,
Very sorry brother. Wish I could share with you 🥰💕
খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানা হলো।।।
Thank you
ফারুক ভাই খুব সুন্দর একটা ব্লগ দেখলাম বাফেলো তে বাঙালি জীবনযাত্রা একটা সুন্দর ছবি সকলের সামনে তুমি তুলে দিলে বাঙালিরা কিন্তু খাদ্য রসিক অনেক রকম আইটেম তোমাদের খেতে দিয়েছিল সেই জন্য বলছি বাঙালি যেখানেই যাক না কেন তার ট্রেডিশনাল খাবারটা খাবেই।
Thank you dear
অজানা তথ্য সমৃদ্ধ ভিডিও, খুবই উপযোগী । ভীষন সুন্দর বাড়ি। সত্যি ইউটিউব এর আলাপে এত সুন্দর আতিথেয়তা দেখে শেখার। খুব আনন্দ করুন সবাই 👍
Thank you 😊
Really interesting I think the disposable income on Buffalo is much higher then NY and that's why more people are moving there, living in the UK you see natural movement in communities one group moves in and another moves on, thank you uncle for explaining things so well
My pleasure. Thank you
Dada. apner. information. . Khub. Valo. laglo.
Thank you
খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছেন। সুন্দর বাড়ি ও মজাদার খাবার দাবার রান্না, সবাইকে অসংখ্য ধন্যবাদ ❤️❤️❤️
Welcome dear
চমৎকার সব খাবার। বাফেলো সম্পর্কে ইনফরমেশন গুলো খুব গুরুত্বপূর্ণ ছিল। ধন্যবাদ।
Thank you
চমৎকার চমৎকার সব তথ্য পেলাম, ধন্যবাদ ফারুক ভাই
Welcome
আঙ্কেল আপনি এত মজা করে খান, আপনার খাওয়া দেখে আমার মুখে পানি চলে আসে😝।ভাল থাকবেন সবসময়🥰
Thank you dear
Apnar onek video ami motamuti regular Dekhi but ei video ta truly khubi informative 👍. Hope you will continue to make more this kind of community based informative video.
Thank you 😊
আমি আপনার Adventure Tube21 পরিবারের একজন নিশ্চুপ বন্ধু। প্রথম থেকেই আমি আপনার ভিডিও দেখি। আপনার ভর্তা খাওয়া দেখে আজ জিভে জল চলে আসলো কিন্তু। দেখতে দেখতে আজ Adventure Tube21 সাড়ে তিন লক্ষের পরিবার।
আমার দোয়া থাকবে ইন শা আল্লাহ খুব শীগ্রই ওয়ান মিলিওয়নের পরিবার হয়ে যাবে। অনেক ভালোবাসা রইলো ফিনল্যান্ড থেকে।
Inshallah dear. Thank you. Appreciate your kind words & continuing support. 💕
Assalamualaikum vi. apnar ay video ta amar jonno very helpful for talking decision in future. tnx
Walaikum assalam. Thank you dear
@@AdventureTube21 viya, akjon bolechilo buffalo te bari purchase korar por nije na thakle naki dokhol hober possibility thake. is it true ? example - someone LA te thake buffalo house kine fele rakhbe. just investment. problem hobe ? plz janayen. tnx
বাফেলো শহর ও আপনার ব্রিফিং খুব ভালো লেগেছে। ধন্যবাদ।
Welcome dear
অসংখ্য ধন্যবাদ ভাই, নতুন শহর বাফেলো সম্পর্কে ধারনা দেয়ার জন্য। অনেক এনজয় করেছি।
Welcome
আপনার এই পর্বে অনেক অজানাকে জানা হল, শুভ কামনা।
Thank you
আসসালামু আলাইকুম, খুব ভাল লেগেছে ভিডিও, এইরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার অপেক্ষায় রইলাম, ভালো থাকবেন, আল্লাহ্ হাফেজ😁😁
Walaikum assalam. Thank you dear
Beautiful ..basha..!!
💕
অনেক সুন্দর ভিডিও হয়েছে। ভালো লাগলো দেখে ❤️❤️
Thank you
Excellent discussions, encouraging stories. Best wishes and best regards.
Thank you
অনেক অনেক ভালো লাগলো,বাংলাদেশী নতুন মুখগুলো দেখে।
Thank you
সালাম ফারুক ভাই, অনেক অজানা ইনফরমেশান শেয়ার করার জন্য ধন্যবাদ। বাফেলো ভ্রমণে গিয়েছিলাম ২০১৭ সালে কিন্তু সেই শহরে বাংলাদেশী কানেকশান সম্পর্কে আমার কোন ধারণাই ছিলনা। নায়গারা শহরের এক কোনায় এক হিন্দুস্তানির ইডলি ধোসার দোকান আর জীর্ণ শীর্ণ হোটেলে ইন্ডিয়ান কিপার দেখে মনে হয়েছিল যেন তৃতীয় বিশ্বের এক গরীব শহরে ঘুরে বেড়াচ্ছি! যাইহোক আপনার ভ্রমণ ব্লগে সেই নেগেটিভ ইমেজটি দূর হল। আবার আমাকে বাফেলো ত যেতেই হবে কারণ সেখানে আমার কন্যা থাকে। বাফেলো শহরের রোজঅয়েল ক্যান্সার ইন্সটিটিউটে অংকলজি সার্জন সে। এবার আসি বাফেলো থেকে হোয়াইট আমেরিকানরা চলে যাচ্ছে কেন এই প্রসঙ্গে। হোয়াইট আমেরিকানদের কালেক্টিভ সাইকোলজি হল এন্টি-হোমোজিনিয়াস অর্থাৎ যেখানে ব্রাউন/ব্ল্যাক মানুষ বসতি স্থাপন করে সেখানে তাঁরা একদম থাকতে পছন্দ করেনা। সান ফ্রান্সিকো শহরের আউটার সান্সেটে প্রশান্ত মহাসাগরের উপকূলে এককালে বসতি ছিল হোয়াইট আমেরিকানদের -আর এখন গিয়ে দেখে আসুন -একজনও নেই! সবাই চাইনিজ ভিয়েতনামিজ ফিলিপিনো কিংবা হিস্পানিক। শুধু আমেরিকাতেই নয়, ইউরোপের জার্মানি, নেদারল্যান্ড, ফ্রান্সেও সেই এক অবস্থা। অবশ্য ব্যতিক্রম যে নাই সেটাও নয়! এদেশে বাঙালির উন্নতি আমেরিকার উন্নতি। হোয়াইট আমেরিকানরা কোন জাহান্নমে যায় সেটা নিয়ে তাঁরাই মাথা ঘামাক আমাদের কি! ভাল থাকুন সুস্থ থাকুন আল্লাহ্র কাছে দোয়া করি! আল্লাহ্ হাফেজ!!
Walaikum assalam. সাদারা এই শহর ছাড়তে শুরু করেছে আরও ১০০ বছর আগে থেকেই। তবে ব্রাউন হতে পারে অনেক কারনের একটি। এটা হলো আমার ধারনা। I could be wrong off course.
Inshallah বাফেলো আসলে দেখা হবে। দোয়া করি ভাল থাকুন। Jajakallah Khairan 🥰
Thanks for sharing Love from Mumbai
Thank you
আসসালামুয়ালাইকুম ভাইয়া অসম্ভব ভালো লাগলো কারণ আপনি আজ এই ভিডিও তে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করলেন এতো সুন্দর সুন্দর বিষয় নিয়ে আপনি যে ভাবে ভাবেন আমি সত্যিই মুগ্ধ এই ক্ষেত্রে আপনা কে ধন্যবাদ কম হয়ে যাবে তাই সবসময় দোয়া করি আল্লাহ আপনাকে নেকহায়াত দান করুন আমীন আল্লাহ হাফেজ !!!!
Walaikum assalam. অনেক ধন্যবাদ ভাই। দোয়া করি আপনারাও ভাল থাকুন।
খুবই ভালো লাগলো, বাফেলোতে বাড়ির দাম অনেক কম, আমাদের চট্টগ্রামের কম দামি একটা ফ্ল্যাট এর দামই এখন প্রায় ৬০ লাখ টাকা। বাফেলোর পরিবেশ দারুণ। enjoyed the blog thanks..
Welcome dear
ফারুক ভাই, এত দীর্ঘ জার্নি করার পর, আপনাকে দেখতে ক্লান্ত মনে হচ্ছে, কিন্তুু তার পরও এক অসাধারণ ব্লক উপহার দিলেন!
ধন্যবাদ ভাই।
আরো কিছু দেখার অপেক্ষায় আছি।
ভালো থাকবেন।
Thank you dear
খুব ভাল লাগলো। বাফেলো সম্বন্ধে তথ্য গুলি জানতে পেরে। Truly appreciable. শাপলা দেখে কাঁদতে ইচ্ছা করতেছিলো। কয়েক যুগ হবে খাইনি। মায়ের হাতের শাপলা দিয়ে ইলিশ মাছ কী যে মজার হতো। সেই স্মৃতি মনে পড়লে খুব কান্না আসে। আমরা টরোন্টোতে এখনও ফ্রোযেন শাপলা পাই নি। ধন্যবাদ ভাই।
শাপলা তো সবসময় খেয়েছি চিংড়ি দিয়ে। আপনার কথা শুনে এবার ইলিশ দিয়ে খেয়ে দেখতে হবে। ধন্যবাদ। 🥰
আমরা আসতে পারি আর নাই পারি, আপনারা ভালো আসেন দেখে আমাদের ভালো লাগচে
Thank you
সত্যি মানুষের জানার শেষ নাই ।ভাল লাগল ।
Thank you
Alhamdulillah best wishes for every community and our Bangladesh community Ameen
Ameen
আপনার একটা গুণ অনেক সুন্দর করে উপস্থাপন করেন
Thank you
Very nice to see hospitable Bangladeshi brothers and sisters in Buffalo. আমার একটা ধারণা ছিল Buffalo একটা Rust Belt city যার অবস্থা খারাপের দিকে যাচ্ছিল গত বিশ বছর ধরে যেহেতু manufacturing চলে গেছে দেশের বাহিরে। এই ভাইদের কে দেখে মনে হয় এখন economy ভালোই আছে।
Thank you 😊
Loving this series. Carry on Uncle!
Thank you
Ak kothai osadharon , mon valohoye jai 😀😀😀😀 Apnara Valo thakben sobsomoy 😄😀😀😀
Thank you dear
Thanks for sharing this information Faruk Vai.
Welcome
What wonderful hosts cooked so much and so welcoming bless them I want to move to Buffalo from UK!
Thank you 💕
বেশ ভালো লাগলো আজকের ভিডিও। বেশ ইনফরমেটিভ। আপনার মত আমারও বেশ কৌতুহল ছিল বাফেলো সিটি নিয়ে। আজ সে বিষয়ে অনেক কিছুই জানলাম। অনেক ধন্যবাদ আপনাকে খুবই সংশ্লিষ্ট প্রশ্নগুলো করার কারণে। তবে একটা বিষয় বাকী রয়ে গেছে। সেটা হলো আইন-শৃংখলা পরিস্থিতি। ওখানে অনেক ব্লাক থাকে শুনেছি। আপনাদের সবার জন্য শুভ কামনা। ভালো থাকবেন।
সেটা নিয়ে আগামি ভ্লগে কথা হবে। ধন্যবাদ 🥰💕
খুব সুন্দর বাড়ি।
Thank you 😊
Very nice sharing uncle
Assalamualikum vai. Khub basto thakar karone apnar video gulo dekte parcina. Valo thakben.
Walaikum assalam. No problem dear. Hope everything is well with you. Thank you.
আস সালামু আলাইকুম প্রিয় ফারুক ভাই ।
অনেক কিছু জানতে পাড়লাম বাফেলো সম্পর্কে।
ধন্যবাদ ভাই।
Walaikum assalam. Welcome dear brother.
Bafelo shomporke onek khusi zanlam,,, r apnader shobair khaoa daoa upovog korlam............amader o okhane jaoar jonno onekei poramorso diccey............2ooo 5/6 shaley okhane 8 hazar 10 hazare dolarey bary paoa zeto............ekhon sei barir daam onek hoye gecey.............bhai amader okhaney mon tikbena.............apnara shobai bhalo thakun shusto thakun bhai Allah hapez..........,,,,,,,,,,,,,,,
জি ভাই। সব যায়গা তো সবার জন্য না। দোয়া করি ভাল থাকুন 💕
ব্লগ টা অনেক ভালো লাগলো
Thank you
Bhabi ke mone hoi che eakjon cook dresser jonney valo laglo vidio ta khub sundor pori beshona
Thank you
Nice to see ur making vids about buffalo city. I went there so many times and made a lot of videos about it 2 years ago... it's a good place for a realx life but not for everyone.
Thank you
ধন্যবাদ ভাই।চমৎকার লাগলো।
Thank you
onek valo laglo vhia, onek informative ekta video dekhlam, thanks for sharing.
Welcome
Nice informative Video.
Take care dada.
Thank you
মাশা আল্লাহ, সবাইকে দেখে মনে হচ্ছে না,এটা আমেরিকা,, আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন ❤️❤️❤️❤️
Thank you 😊
Vai apnar jonno onek dua roilo, ami ja jante chai ta jante parlam
Thank you dear. May Allah bless us all.
Thank you so much for nice sharing all New subscriber 🔕🌸💕👌
Thank you
আমাদের বাংলাদেশিরা খুব সুন্দর আপ্যায়ন করে। দেখে ভাল লাগলেন
Thank you
দাদা এই পোস্ট tar মাধ্যমে বাফেলোর অনেক কিছু জানতে পারলাম, যাওয়া তো আর হবেনা তবু আপনার থেকে সব কিছু জেনে নিতে পারছি, এটাই আমার ভালোলাগা! ভালো থাকবেন দাদা, নেক্সট ভিডিওর অপেক্ষায় রইলাম!
আরও অনেক কিছু জানবেন আগামী কয়েকটি ভিডিওতে। ধন্যবাদ 🥰💕
Vaia Ami New Jersey te giyeci Khub shundor jaiga . Ajker vedio ta onek valo legece
Thank you 😊
Salam Bhai. I am Ruby Apa from Texas. Very good information you gave to lots of new start up families. They need these info. Looking forward to visit in our houston Texas. November is best . Please looking forward for your decision.
Walaikum assalam. Inshallah dear. Thank you 🥰
Bhai when you ready I will text you our address and phone number
@@rummanchowdhury9299 Inshallah vai. Please email me. Thank you.
adventureTube21@gmail.com
Adventure Tube21 . Faroq Bhai Rumman is my daughter. If you need any more info feel free to ask or call in my cell number. Please.
@@rummanchowdhury9299 inshallah dear. Thank you 😊
চমৎকার- অনেক অনেক ধন্যবাদ।
Welcome
Khub sundor vlog dada.dekhe khub valo laglo .apnara sobai khub valo.apnader kotha sunte khub valo lage. apnar jonno barite Bose America newyork bafholo nagafalls sundor vabe dekhte pelam .dada amar chele 2 years por jodi America newyork ke .doctor porte jai .tahole apnar jodi kono dorkar hoi apni help korben .amar kothai kichu mone korben na .karon apnake ami dada bole dakhi . karon ami apnar ak bangali Muslim bon .ar apni ak bangali Muslim dada sei jonno help korar kotha bollam. amar kotha kharap lagle khoma koro🙏
Inshallah অবশ্যই করব। ও এখানে এলে যোগাযোগ করবেন। অনেক ধন্যবাদ ভাই। 🥰
Awesome.
mind-blowing video.
So nice uncle, valo takban. Form dhaka.
Thank you
আংকেল আগের ভিডিও তে আপনার কাছে shout out চেয়েছিলাম কিন্তু পেলাম না।
বাড়িটি অনে সুন্দর ভাইবিডিওগুলেঅনেকবালেলাগে
Thank you 😊