খুবই ভালো লাগছে আল ফারুক ভাই মহান আল্লাহ পাক আপনাদের সবাই কে ভালো রখুন এই দোয়া করি মহান আল্লাহ পাক এই মসজিদকে মানুষের নামাজ এর জন্য খুবই উপকার হয়েছে।ফারুক ভাই আমি বাংলাদেশ বরিশাল থেকে আপনার ভিডিও দেখতেছি।
অসাধারণ অপূর্ব অনবদ্য আপনার ব্লগ টি দাদাভাই! সারা পৃথিবীতে যখন ধর্মের নামে এতো হানাহানি, তখন চার্চ কে মসজিদ বানিয়ে ঈশ্বরের আরাধনার ছবি দেখে বড়ই আপ্লুত হলাম ! এভাবেই সব মানুষ, সর্ব ধর্ম সমন্বয়ে শান্ত হোক আমাদের সুন্দর ধরিত্রী!🙏
ফারুক ভাই বাফেলো এবং তার পার্শ্ববর্তী এলাকা নিয়ে একটা সুন্দর ভিডিও দেখছিলাম খুব ভালো লাগছিল যখন দেখলাম একটা গির্জাকে সুন্দরভাবে মসজিদে রূপান্তর করে সেখানে মানুষ ভগবানের প্রার্থনা করেছিল অদ্ভুত সেই দৃশ্যটা ভাবতেই অবাক লাগে বাঙালিরা এত হাজার হাজার কিলোমিটার দূরে গিয়ে কিভাবে পৃথিবীটাকে বদলে দিচ্ছে বাফেলো কি গিয়ে সেটা আমি বুঝতে পেরেছি তোমাদের মনটা খুব খারাপ বৃষ্টি পড়ছিল তাই ভিডিওটা কে আরো লম্বা করতে পারোনি তবে যেটুকু করেছ সেইটুকু দর্শকদের জন্য যথেষ্ট ধন্যবাদ ফারুক ভাই অপূর্ব ভিডিওর জন্য।
আল,হামদুলিললাহ, ভাই সালাম ও শুভেচ্ছা সহ আপনাকে অভিনন্দন,,বাফেলো শহর এমন সুন্দর করে দেখালেন মন ভরে ওঠে চারপাশ খুবই সুন্দর, আল্লাহ্ ইচ্ছায় মুসলিমদের শহরে পরিণত হবে আল্লাহ্ শুকরিয়া আমিন,,Sydney Australia,,
আমরা এখন নিউ ইয়র্ক থাকি। আগে আপনার শহরে থাকতাম। আপনাদের সবকিছু আমাদের খুবই ভাল লাগে। মানুষের মন ভাল রাখাও এক ধরনের ইবাদত। আপনি অনেক ভাল থাকবেন । বীথি/খোকন
ফারুক ভাই, Simply amazing video. লক্ষ লক্ষ টাকা খরচ করে এবং সময় বের করেও যেটা দেখতে পেতাম না বা পেরে উঠতাম না সেটা আপনি এক ঘন্টায় দেখিয়ে দিলেন। অনেক কিছু জানলাম এবং শিখলাম। চমৎকার চমৎকার চমৎকার হয়েছে ভিডিওটা। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সাথে আপনার সঙ্গী বন্ধুদেরকেও।
আসসালামু আলাইকুম ফারুক ভাই, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলাম, খুব ভালো লাগলো পরিস্কার পরিচ্ছন্নতায় ভরা বাফেলো সিটি, মাশাআল্লাহ অসাধারণ সুন্দর মসজিদ দেখালেন । বিশ্ব-বিদ্যালয় ক্যাম্পাস ও বাড়ী গুলো এই বৃষ্টি ভেজা দিনে এমন দৃশ্য দেখে খুবই ভালো লাগলো । আপনি যে অনেক চমৎকার করে ভিডিও তৈরী করেন সেটা দেশ-বিদেশের মানুষের অজানা নয়। আপনার ভিডিও কোয়ালিটি সবসময় অসাধারণ হয় । বাফেলো শহরটা আপনার সঙ্গী বন্ধুদেরকে নিয়ে ঘুরে দেখানোর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভাল থাকবেন, আললাহ্ হাফেজ ।
আলহামদুলিল্লাহ, সমস্ত কিছুর মালিক মহান আল্লাহ। এই সুন্দর মসজিদ দেখে নিজেকে নিয়ে গর্ব বোধ করি যেহেতু আমি একজন মুসলিম। অন্তর হতে দোওয়া করি সেইসব বাফেলোবাসী আমাদের মুসলিম ভাইদের কে, যাদের সাহায্য সহযোগিতায় গির্জা গুলি মসজিদে এবং মাদরাসায় পরিনত হয়েছে। আল্লাহ আমাদের সেই সকল ভাইদেরকে নেক হায়াত দান করুন, আমিন।
অনেক অনেক শুভকামনা ফারুক ভাই। বৃষ্টি স্নাত এই সুন্দর দিনে ভ্রমন আর বাঙালীদের নূতন আবসন নিয়ে বিশ্লেষণ অত্যন্ত মূল্যবান। সকলের অনেক উপকারে আসবে আশাকরি। ধন্যবাদ বন্ধু!, 🙏🙏🙏
ফারুক ভাই আপনি ও ভাবি যত সুন্দর ঠিক তেমনি সুন্দর দেশ বিদেশে র সুন্দর সুন্দর জায়গা ও সুন্দর সুন্দর খাবার দেখিয়ে আমাদের খেতে ও বিদেশে যেতে অনুপ্রাণিত করেছেন। নমস্কার।দিদি মনি। ভারত।পশ্চিম বঙগ। বসিরহাট।উততর।
আপনার ভয়েজ এবং কথা বলার ধরন খুব সুন্দর ভাইয়া মাশা-আল্লাহ। কখনও আমেরিকা নিজ চোখে দেখা হবে না জানি, তবে আপনার মাধ্যমে দেখে নিলাম আল্লাহর দুনিয়া কত সুন্দর আলহামদুলিল্লাহ 💞
রিমা ভাবির ব্যাপারটা অনেকটা আমার এক কলিগের মতো। সবাই মিলে কোথাও গেলে দেখা যায় সেই কলিগ সবচেয়ে বেশি সাজুগুজু করে টিপটপ আবার সবচেয়ে বেশি খাবার বানিয়ে প্যাকও করে সে। সুগৃহিনী যাকে বলে। শুভেচ্ছা রইল উনার জন্য।
ভাইয়া এতো চমৎকার ভাবে বাফেলো শহরকে উপস্থাপন করার আপনার প্রতিভায় আমি মুগ্ধ, পুরো শহরটাকে দেখে ফেললাম, ভবিষ্যতে অনেক কাজে দিবে।আর মসজিদটা দেখে তো কলিজা ঠান্ডা হয়ে গেলো।ভালো থাকুন দোয়া করি।
আসসালামু আলাইকুম ভাই।বাফেলর বৃষ্টি ভেজা নির্জন একটা ভোরে রাস্তায় হাটছেন দেখে আপনাকে খুবই ভালো লেগেছে। মনে হলো প্রকৃতি আজ শুধু আপনার জন্যই সেজেছে। অনেক পথ ঘুরে বাফেল শহরের ছোট বড় অনেক কিছু দেখিয়েছেন, এতো ভালো লেগেছে শুধু মন ভরে দেখলাম। ভিডিও টা যদি আরও দুই ঘন্টা চলতো খারাপ লাগতো না। মানুষ একটু ভালো থাকার জন্য কতো চেষ্টা কতকিছু করে রেখেছে। ভাবতে অনেক ভালো লাগছে চার্চ থেকে মসজিদ। আপনার জীবন সার্থক। দোয়া করি আল্লাহ তায়ালা আপনাকে যেন দীর্ঘ আয়ু দান করেন। আরও নতুন নতুন দেশ শহর দেখতে পান সাথে আমরাও যেন দেখতে পাই।Fiamanillah.
ভাই আসসালামুয়ালাইকুম। আপনার এই ভিডিও টি দেখে আমেরিকা সম্পর্কে আমার ধারণা ই পাল্টে গেছে। আমেরিকা স্বপ্নের দেশ হলেও তার সমাজ ব্যবস্থা নিয়ে আমরা এতদিন ভুল ধারণা পেয়ে এসেছি। আপনার এই ভিডিও চিত্র দেখে আমেরিকা সম্পর্কে ভয় দূর হয়েছে। বিশেষ করে মসজিদ দেখে আমার হৃদয় জুড়িয়ে গেছে। গির্জা গুলো মসজিদ হবার ঘটনা পড়েছিলাম , যা আপনার ভিডিও দেখে পরিস্কার হলো। আমেরিকা র মতো একটা দেশে মুসলিম কমিউনিটির বিস্তার সত্যি আশা জাগানিয়া। আপনি ,আপনার পরিবার এবং বন্ধু ও ওনাদের পরিবারের সবার জন্য শুভ কামনা রইল। আমরা যারা আপনার ভিডিও র ভক্ত তাদের জন্য দোয়া করবেন।
@@AdventureTube21 you're most welcome Bhai. Ami apnar school Tejgaon politechnic govt. High school e student. Amra morning shift e porechi. Doa korben .
Excellent immaculate highly descriptive and most informative video on buffalo. Hats off to ur presentation. Stay healthy and keep on making such wonderful videos.love from kolkata
আমাদের ফারুক ভাই , কত কস্ট করে বৃস্টিতে আমাদের জন্য গাড়ীতে বসে বসেই শুট করছেন । ধন্যবাদ খোকন ভাইকে যিনি সাধারন ভাল মানের মানুষ আর বাফেলোর বাংলাদেশী নতুন ভাইকে যিনি ড্রাইভ করছেন । ভাই , কেউ কোন কারনে আপনার মন খারাপ করে দিলে তাকে ক্ষমা করে দিবেন ,
Walaikum assalam dada .newyork buffalo city dekhe khub valo laglo. sobtheke valo legeche masjid dekhe. ar apnake namaj porte dekhe .Sobhan Allah .nice vloG
দাদা ভীষণ ভালো লাগলো, খুব এনজয় করলাম, আপনি বলছেন যে বৃষ্টির জন্য ফটোগ্রাফি পারফেক্ট ছিলনা, কিন্তু এই মেঘলা আকাশের জন্য আমার আবার বেশি ভালো লেগেছে, আবারও বলি দাদা দারুন দারুন লাগলো। নমস্কার দাদা!
সালামুআলাইকুম আঙ্কেল আমি তোমার ভিডিওগুলো সব সময় মনোযোগ দিয়ে দেখি কিন্তু কিসু লিখতে কিছু বলতে মনের মাঝে হাহাকার করে গরিবের আল্লাহ ছাড়া পৃথিবীতে আপন বলতে আর কেউ নেই
Yes, indeed, theirs' living based on income source that they acquired through heavy price during and afterward their young ages, when they first entered into the USA. Great episode that gives me very pleasant during watching...
আলহামদুলিল্লাহ, খুবই ভালো লেগেছে ফারুক ভাই, আমি আসলে এতো লম্বা ভিডিও দেখার ধর্য্য রাখিনা, কিন্তু আপনার করা ব্লগ গুলো মন ভরে দেখি, আল্লাহ আপনার হেফাজত করবেন এই প্রত্যাশা সব সময়, আর আমি আসবো ইনশাআল্লাহ, আপনার সাথে দেখা করবো , অনেক কিছু শেয়ার করবো যদি আল্লাহ আমাকে কবুল করেন, চেষ্টা করছি খুব ধিরে ধীরে , দোয়া করবেন আল্লাহ যেনো আমেরিকায় আমাকে কবুল করেন, জাযাকুমুল্লাহ
আজকের ভিডিওতে আপনার ধারা বিবরণী অসাধারণ লেগেছে ৷ আজকে কোলকাতাতে rainy day আর সেখান থেকে আমি বসে Buffalo city র rainy day special view দেখলাম!!!!!!!!! Just amazing .👌👌👌👏👏👏☺
আসসালামুয়ালাইকুম আঙ্কেল অসাধারণ একটা ভিডিও দেখলাম পুরো বাফেলো শহর টাকে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক ভালো লাগলো অসাধারণ ছোট্ট একটা বাংলাদেশে দেখলাম আমেরিকায়
Jokhon mon khub kharap thake, apnar koyekta video amr download kora ache. Ogulo bar bar dekhi. Ank tai help hoi. Valo lage. Apnar outing, food exploring ei video gulo chomotkar hoi. Asha kori aro notun notun jinis apni evabe e dekhaben. Thanks Uncle! You are doing a great job. 💓💓
Despite the documentary was a little more than an hour but was packed with very useful information mastered by your lively descriptions. Enjoyed a lot.
@@AdventureTube21 আংকেল আমি তো পোশাক কারখানাতে জব করি সুইং মেশিন অপারেটর গত ১২ বছর জাবত গাজিপুর STANDARD GROUP কর্মরত আছি আমারে কি একটা জব ভিসা দেওয়া জাবে।
আসসালামু আলাইকুম ভাই ও ভাবীসহ আপনাদের সবাইকে। খুব খুব ভালো লাগল, পুরো বাফেলো সিটি তুলে ধরলেন আমাদের জন্য, শহরটি খুব ভালো লাগল, পরিস্কার পরিচ্ছন্ন চারিদিকে, আপনাকে অনেক ধন্যবাদ, দেখছি এখনও, আপনার জন্য অনেক শুভেচ্ছা জানাই।
আঙ্কেল বাফেলো সিটি দেখতে অনেক সুন্দর লাগলো আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আপনার ভিডিও গুলো দেখে আমেরিকা দেখার বা ঘুরার স্বপ্ন গুলো পূরণ হচ্ছে যদিও যদিও একবার সেখানে যেতে পারলে অনেক খুশি হতাম।
Salam. Thanks. I thought many times to go and visit Buffalo but couldn't go. It's quite a nice place indeed. I got an idea now about the town. Those who live abroad must get a good and comfortable life. They send foreign exchange and emptying places for job in BD.
আঙ্কেল আপনার একটা জিনিস খুব ভাল লাগে আপনি কাউকে মিথ্যা আশ্বাস, মিথ্যা তথ্য দেন না। এটা আপনার অনেক বড় একটা গুণ 🥰।অনেক ইউটিউবার দেখলাম ভিউয়ের জন্য মিথ্যা তথ্য দেন। আঙ্কেল আপনার জন্য অনেক অনেক ভালবাসা রইল। ভালো থাকবেন সবসময় 😘😘
মাননীয় মহাশয়, আপনার ভিডিও আমি সবসময় দেখি। বাফেলো ভিডিও র জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম।আমি পশ্চিম বঙ্গের বাসিন্দা।আপনার পরিবারের ঝিলমিল ও মালা আমার খুব পছন্দের।স্বাধীন বিজয় ওরাও আমার খুব প্রিয়।ওদের সঙ্গে আপনার বন্ধুত্ত আমি খুব উপভোগ করি। আরও ভিডিওর অপেক্ষায় রইলাম। নমস্কার নেবেন। আপনার পুরো পরিবারের জন্য নানাই শুভকামনা।💐
আস সালামু আলাইকুম ফারুক ভাই। মাশাল্লাহ, অনেক সুন্দর মসজিদ। আপনাকে অনেক ধন্যবাদ শহরটা ফুটে তোলার জন্য। অনেক পরিবর্তন দেখলাম বাফালোতে এবং Downtown কিছুটা Minneapolis এর মতো। ঠান্ডা আর বেশী বরফ পড়ার কারণে downtown এর বিল্ডিং গুলো একটা আরেকটার সাথে heated skyway দিয়ে connected। শীতের সময়ে জনগণের চলাচলে খুব সাহায্য করে।
People will move back to Brooklyn, Jamaica, Bronx and so on once they have 6-10 feet snow experience in the winter time. Even when they will call fire Bridget to remove the snow from their door.... Anyway I saw you both Bangladeshi Mela.
Nice 🥰.ame saudi arab theke bolse. Uncle pray 1bosor pore apner video hotat shamne pelam khob valo laglo. R apnake khobi valo lage apni apner jiboner kichu mohorto amader shate share koren. R apner family onek shundor. Duwa kore jate apni shuke shanti te apner jibon katayte paren.
This is for the commentator who find offensive churches changed in mosques. Buffalo is not the only place where church turned Masque. It is happening all over USA. It’s an example of tolerance and freedom which all of us need to learn from to respect each other religion and beliefs.
ভাই,জান বাফেলো সিটি যেমন মনে করছি তেমন দেখি নাই,শান্ত টাইপ এর শহর মনে হচ্ছে, আচ্ছা,ওখানে আসার কোনো সৎ উপায় আছে কিনা,এবং থাকলে কত টাকা লাগতে পারে, বলবেন প্লিজ
Uncle Al-Aqsa supermarket shobar age ami probashi Tv RUclips channelA dkha chilam . Ai channelA abr dkha khub valo laglo buffalo er aro kicu information janta palam . Khub shundor vlog hoyche. Video ta khub enjoy korlam .💕
বাফেলো শহর ছবির মত সুন্দর লেগেছে। সবচেয়ে ভালো লেগেছে গীর্জাটিকে মসজিদ বানানো হয়েছে।ইসলামের জয় হোক।আল্লাহু অাকবার।
বাংলাদেশ এ হলে বিষয় টা কি রখম হতো
ওরা ধর্ম নিয়ে এতো মাতাল নয় মুসলমান এর মতো
খুবই ভালো লাগছে আল ফারুক ভাই
মহান আল্লাহ পাক আপনাদের সবাই কে ভালো রখুন এই দোয়া করি মহান আল্লাহ পাক এই মসজিদকে মানুষের
নামাজ এর জন্য খুবই উপকার হয়েছে।ফারুক ভাই আমি বাংলাদেশ বরিশাল থেকে আপনার ভিডিও দেখতেছি।
Thank you dear
অসাধারণ অপূর্ব অনবদ্য আপনার ব্লগ টি দাদাভাই! সারা পৃথিবীতে যখন ধর্মের নামে এতো হানাহানি, তখন চার্চ কে মসজিদ বানিয়ে ঈশ্বরের আরাধনার ছবি দেখে বড়ই আপ্লুত হলাম ! এভাবেই সব মানুষ, সর্ব ধর্ম সমন্বয়ে শান্ত হোক আমাদের সুন্দর ধরিত্রী!🙏
ইউটিউবারে চোদ্দো গুস্টি উধার হতো যদি থাম্বেলটি বিপরিত হত।যেমন মজিদ কে গির্জা বা রাম-মন্ধিরে রুপান্তিত করা হয়েছে??
@@runwithfarid You have expressed your negative feelings what you deserve in your mind.
right bro
L
@@runwithfarid
😁
ফারুক ভাই বাফেলো এবং তার পার্শ্ববর্তী এলাকা নিয়ে একটা সুন্দর ভিডিও দেখছিলাম খুব ভালো লাগছিল যখন দেখলাম একটা গির্জাকে সুন্দরভাবে মসজিদে রূপান্তর করে সেখানে মানুষ ভগবানের প্রার্থনা করেছিল অদ্ভুত সেই দৃশ্যটা ভাবতেই অবাক লাগে বাঙালিরা এত হাজার হাজার কিলোমিটার দূরে গিয়ে কিভাবে পৃথিবীটাকে বদলে দিচ্ছে বাফেলো কি গিয়ে সেটা আমি বুঝতে পেরেছি তোমাদের মনটা খুব খারাপ বৃষ্টি পড়ছিল তাই ভিডিওটা কে আরো লম্বা করতে পারোনি তবে যেটুকু করেছ সেইটুকু দর্শকদের জন্য যথেষ্ট ধন্যবাদ ফারুক ভাই অপূর্ব ভিডিওর জন্য।
My pleasure dear. Glad to hear that you have enjoyed it. Thank you.
আল,হামদুলিললাহ, ভাই সালাম ও শুভেচ্ছা সহ আপনাকে অভিনন্দন,,বাফেলো শহর এমন সুন্দর করে দেখালেন মন ভরে ওঠে চারপাশ খুবই সুন্দর, আল্লাহ্ ইচ্ছায় মুসলিমদের শহরে পরিণত হবে আল্লাহ্ শুকরিয়া আমিন,,Sydney Australia,,
আমরা এখন নিউ ইয়র্ক থাকি। আগে আপনার শহরে থাকতাম। আপনাদের সবকিছু আমাদের খুবই ভাল লাগে। মানুষের মন ভাল রাখাও এক ধরনের ইবাদত। আপনি অনেক ভাল থাকবেন । বীথি/খোকন
Thank you dear
ফারুক ভাই, Simply amazing video. লক্ষ লক্ষ টাকা খরচ করে এবং সময় বের করেও যেটা দেখতে পেতাম না বা পেরে উঠতাম না সেটা আপনি এক ঘন্টায় দেখিয়ে দিলেন। অনেক কিছু জানলাম এবং শিখলাম। চমৎকার চমৎকার চমৎকার হয়েছে ভিডিওটা। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সাথে আপনার সঙ্গী বন্ধুদেরকেও।
My pleasure dear. Thank you 😊
আসসালামু আলাইকুম ফারুক ভাই, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলাম, খুব ভালো লাগলো পরিস্কার পরিচ্ছন্নতায় ভরা বাফেলো সিটি, মাশাআল্লাহ অসাধারণ সুন্দর মসজিদ দেখালেন । বিশ্ব-বিদ্যালয় ক্যাম্পাস ও বাড়ী গুলো এই বৃষ্টি ভেজা দিনে এমন দৃশ্য দেখে খুবই ভালো লাগলো । আপনি যে অনেক চমৎকার করে ভিডিও তৈরী করেন সেটা দেশ-বিদেশের মানুষের অজানা নয়। আপনার ভিডিও কোয়ালিটি সবসময় অসাধারণ হয় । বাফেলো শহরটা আপনার সঙ্গী বন্ধুদেরকে নিয়ে ঘুরে দেখানোর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভাল থাকবেন, আললাহ্ হাফেজ ।
Walaikum assalam. অনেক ধন্যবাদ ভাই। Appreciate your kind words & continuing support. 🥰💕
আলহামদুলিল্লাহ, সমস্ত কিছুর মালিক মহান আল্লাহ। এই সুন্দর মসজিদ দেখে নিজেকে নিয়ে গর্ব বোধ করি যেহেতু আমি একজন মুসলিম। অন্তর হতে দোওয়া করি সেইসব বাফেলোবাসী আমাদের মুসলিম ভাইদের কে, যাদের সাহায্য সহযোগিতায় গির্জা গুলি মসজিদে এবং মাদরাসায় পরিনত হয়েছে। আল্লাহ আমাদের সেই সকল ভাইদেরকে নেক হায়াত দান করুন, আমিন।
Ameen
মসজিদ যদি চার্চে পরিনত হয় তাহলে কি ভাল লাগবে?
@@crazyforrain ভালো না লাগার কি আছে? একদিন সব মসজিদ চার্চ হয়ে যাবে দেখে নিয়েন 🤪
@@crazyforrain মন্দিরগুলো মসজিদ হয়ে গেলে কিছু মনে কইরেন না ব্রো! ওখানে জঙ্গি মোদি আদিত্যনাথের মত গুণ্ডা নাই।
ইসলামের প্রসার আরো হোক এই কামনা করছি। মসজিদটি অনেক সুন্দর
Thank you
অনেক অনেক শুভকামনা ফারুক ভাই। বৃষ্টি স্নাত এই সুন্দর দিনে ভ্রমন আর বাঙালীদের নূতন আবসন নিয়ে বিশ্লেষণ অত্যন্ত মূল্যবান।
সকলের অনেক উপকারে আসবে আশাকরি।
ধন্যবাদ বন্ধু!, 🙏🙏🙏
Thank you dear
অসাধারণ ব্লগ ছিল আংকেল মসজিদটা দেখে মনটা ভরে গেল alhamdulillh বাফেলো একদিন ছোট একটা বাংলাদেশের মতো হয়ে যাবে ইনশাআল্লাহ
😱😱😱
Inshallah
আলহামদুলিল্লাহ চমৎকার মসজিদ......এটা হলো কাজের কাজ.....সব কাজের সেরা কাজ !!
Thank you
রাজশাহী শহর থেকে দেখছি ফারুক ভাই ❤🎉
Thank you 😊
আলহামদুলিল্লাহ, এটা মুসলমানদের জন্য গর্বের একটা কথা, যে খ্রিস্টানদের চার্জ এখন মসজিদ।
ওরা জানে এইগুলো আকাজ
ফারুক ভাই আপনি ও ভাবি যত সুন্দর ঠিক তেমনি সুন্দর দেশ বিদেশে র সুন্দর সুন্দর জায়গা ও সুন্দর সুন্দর খাবার দেখিয়ে আমাদের খেতে ও বিদেশে যেতে অনুপ্রাণিত করেছেন। নমস্কার।দিদি মনি। ভারত।পশ্চিম বঙগ। বসিরহাট।উততর।
Thank you dear 🥰💕
আপনার ভয়েজ এবং কথা বলার ধরন খুব সুন্দর ভাইয়া মাশা-আল্লাহ। কখনও আমেরিকা নিজ চোখে দেখা হবে না জানি, তবে আপনার মাধ্যমে দেখে নিলাম আল্লাহর দুনিয়া কত সুন্দর আলহামদুলিল্লাহ 💞
Thank you dear
@@AdventureTube21 শুকরান
অনেক ভাল লাগছে। ধন্যবাদ আপনাকে বাফেলো শহর ও বাংলাদেশী মানুষদের কালচার তুলে ধরার জন্য।
Thank you
আলহামদুলিল্লাহ! গির্জা থেকে মসজিদ.. ইসলামের ✌ জয়!
সব জয় উদযাপন করতে নেই,
চুপ থাকতে হয়,
@@HhHh-jd1uf Assalamualaikum
নিঃসন্দেহে মসজিদটি দেখে মুগ্ধ হয়েছি এবং আমেরিকাতে বৃষ্টি ভেজা একটি দিন উপভোগ করতে পেরেছি, অনেক অনেক ভালো লাগলো থ্যাংকস ফর অল....
Thank you dear
আসসালামু আলাইকুম, বাফেলোর সবকিছুই ভালো লেগেছে, বিশেষ করে মসজিদটা খুবই ভাল লেগেছে ধন্যবাদ আপনারা সবাই ভাল থাকবেন, আললাহ্ হাফেজ😁😁
Walaikum assalam. Thank you dear
আলহামদুলিল্লাহ। আমার সবকিছু ভালো লেগেছে। আমার মনে হয় আমি ইউএসএ গেলে বাফেলোতেই থাকবো, ইন শা আল্লাহ।
Thank you
রিমা ভাবির ব্যাপারটা অনেকটা আমার এক কলিগের মতো। সবাই মিলে কোথাও গেলে দেখা যায় সেই কলিগ সবচেয়ে বেশি সাজুগুজু করে টিপটপ আবার সবচেয়ে বেশি খাবার বানিয়ে প্যাকও করে সে। সুগৃহিনী যাকে বলে। শুভেচ্ছা রইল উনার জন্য।
Thank you dear
Islam Prochar hosse
Mashallah 8 mosque
Bangalir joy
?mh
It was very nice of you to show the city of Buffalo's different places.
I really enjoy it.
Thanks to you.
Glad you enjoyed it! Thank you.
আপনার উপস্থাপনা চমৎকার। যথেষ্ট তথ্যপূর্ণ। আমরা বেশ উপভোগ করি। ধন্যবাদ।
Welcome dear
@@AdventureTube21 ভাই বাড়ি জমি সহ বিক্রি হয় ?
@@jahirshake8723 হ্যা।
ভাইয়া এতো চমৎকার ভাবে বাফেলো শহরকে উপস্থাপন করার আপনার প্রতিভায় আমি মুগ্ধ, পুরো শহরটাকে দেখে ফেললাম, ভবিষ্যতে অনেক কাজে দিবে।আর মসজিদটা দেখে তো কলিজা ঠান্ডা হয়ে গেলো।ভালো থাকুন দোয়া করি।
Thank you dear
বাফেলো শহর দেখে খুব ভালো লাগলো।
আংকেল বাফেলো শহর ঘুরে দেখানোর জন্য ধন্যবাদ।
Welcome
আলহামদুলিল্লাহ। আল্লাহ তার পছন্দের দিনকে এভাবেই প্রতিষ্ঠিত করবেন। খুব ভালো লাগলো। ফারুক ভাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ ভাইকে ভালো রাখুন।
Thank you
ভাইয়া মসজিদ দেখতে অনেক সুন্দর লাগলো। সবাই নামাজ পরে খুব্বিই ভালো।
Thank you
Dada....kolkata theke bolchi....khub bhalo laglo ghure berate...onek kichu janlam dekhlam....bhalo thakben 🙏🏻🙏🏻
Thank you dear
আসসালামু আলাইকুম ভাই।বাফেলর বৃষ্টি ভেজা নির্জন একটা ভোরে রাস্তায় হাটছেন দেখে আপনাকে খুবই ভালো লেগেছে। মনে হলো প্রকৃতি আজ শুধু আপনার জন্যই সেজেছে। অনেক পথ ঘুরে বাফেল শহরের ছোট বড় অনেক কিছু দেখিয়েছেন, এতো ভালো লেগেছে শুধু মন ভরে দেখলাম। ভিডিও টা যদি আরও দুই ঘন্টা চলতো খারাপ লাগতো না। মানুষ একটু ভালো থাকার জন্য কতো চেষ্টা কতকিছু করে রেখেছে। ভাবতে অনেক ভালো লাগছে চার্চ থেকে মসজিদ। আপনার জীবন সার্থক। দোয়া করি আল্লাহ তায়ালা আপনাকে যেন দীর্ঘ আয়ু দান করেন। আরও নতুন নতুন দেশ শহর দেখতে পান সাথে আমরাও যেন দেখতে পাই।Fiamanillah.
Walaikum assalam. অনেক ধন্যবাদ ভাই। হাল্কা বৃষ্টিতে একা রাস্তায় হাঁটতে খুবই ভাল লাগছিল আমার। দোয়া করি আপনারাও ভাল থাকুন। 😊🥰
আঙ্কেল আপনার সাবলীল উপস্থাপন এক কথায় অসাধারণ।।
Thank you
Alhamdulillah!!! Very good news for Muslim ummah
খুব ভালো লাগলো বাফেলো সিটি,
আপনার উপস্থাপনা র অসাধারণ
আপনার প্রত্যেকটা ব্লগ দেখার অপেক্ষায় থাকি-
Thank you
ভাই আসসালামুয়ালাইকুম। আপনার এই ভিডিও টি দেখে আমেরিকা সম্পর্কে আমার ধারণা ই পাল্টে গেছে। আমেরিকা স্বপ্নের দেশ হলেও তার সমাজ ব্যবস্থা নিয়ে আমরা এতদিন ভুল ধারণা পেয়ে এসেছি। আপনার এই ভিডিও চিত্র দেখে আমেরিকা সম্পর্কে ভয় দূর হয়েছে। বিশেষ করে মসজিদ দেখে আমার হৃদয় জুড়িয়ে গেছে। গির্জা গুলো মসজিদ হবার ঘটনা পড়েছিলাম , যা আপনার ভিডিও দেখে পরিস্কার হলো। আমেরিকা র মতো একটা দেশে মুসলিম কমিউনিটির বিস্তার সত্যি আশা জাগানিয়া। আপনি ,আপনার পরিবার এবং বন্ধু ও ওনাদের পরিবারের সবার জন্য শুভ কামনা রইল। আমরা যারা আপনার ভিডিও র ভক্ত তাদের জন্য দোয়া করবেন।
Walaikum assalam. Thank you dear
@@AdventureTube21 you're most welcome Bhai. Ami apnar school Tejgaon politechnic govt. High school e student. Amra morning shift e porechi. Doa korben .
ভাই,অনেকক্ষণ ধরে আপনার ভিডিওটা দেখলাম!ভালো লেগেছে!ধন্যবাদ আপনি এবং আপনার সঙ্গীদের!
Thank you
Excellent immaculate highly descriptive and most informative video on buffalo. Hats off to ur presentation. Stay healthy and keep on making such wonderful videos.love from kolkata
Thank you dear
MashaAllah, blessed community. Jazak Allah khairan for sharing. Beautiful Masjids, MashaAllah.
Alhamdulillah. Jajakallah Khairan
খুব সুন্দর দেখালেন ভাই, ধন্যবাদআপনাকে।
Welcome
আমাদের ফারুক ভাই , কত কস্ট করে বৃস্টিতে আমাদের জন্য গাড়ীতে বসে বসেই শুট করছেন । ধন্যবাদ খোকন ভাইকে যিনি সাধারন ভাল মানের মানুষ আর বাফেলোর বাংলাদেশী নতুন ভাইকে যিনি ড্রাইভ করছেন । ভাই , কেউ কোন কারনে আপনার মন খারাপ করে দিলে তাকে ক্ষমা করে দিবেন ,
অনেক ধন্যবাদ ভাই। 💕
Alhamdulillah... May Allah bless them who re engaged to create the wonderful mosque..
Alhamdulillah
Walaikum assalam dada .newyork buffalo city dekhe khub valo laglo. sobtheke valo legeche masjid dekhe. ar apnake namaj porte dekhe .Sobhan Allah .nice vloG
Thank you dear
প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই ভালো লাগল। কলকাতা থেকে অনেক অনেক ভালোবাসা। নমস্কার।
Thank you dear
অসাধারণ উপস্থাপনা, প্রফেশনাল থেকেও ভালো হয়েছে!! ঢাকা থেকে দেখছি!!!
Thank you dear
এমন সুন্দর একটি ভিডিও দেখার সুযোগ করে দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আগামীতে নতুন কোন সুন্দর সুন্দর ভিডিওর অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন।
দাদা ভীষণ ভালো লাগলো, খুব এনজয় করলাম, আপনি বলছেন যে বৃষ্টির জন্য ফটোগ্রাফি পারফেক্ট ছিলনা, কিন্তু এই মেঘলা আকাশের জন্য আমার আবার বেশি ভালো লেগেছে, আবারও বলি দাদা দারুন দারুন লাগলো। নমস্কার দাদা!
Thank you dear 💕
সালামুআলাইকুম আঙ্কেল আমি তোমার ভিডিওগুলো সব সময় মনোযোগ দিয়ে দেখি কিন্তু কিসু লিখতে কিছু বলতে মনের মাঝে হাহাকার করে গরিবের আল্লাহ ছাড়া পৃথিবীতে আপন বলতে আর কেউ নেই
Walaikum assalam. ঠিক বলেছেন। হাত পাতবেন আল্লাহর কাছে। দেয়ার মালিক তিনি।
খুব সুন্দরভাবে আপনার জীবন উপভোগ করছেন। আপনি ধন্য থাকুন।
Thank you
Yes, indeed, theirs' living based on income source that they acquired through heavy price during and afterward their young ages, when they first entered into the USA.
Great episode that gives me very pleasant during watching...
আল-ফারুক ভাই, বাফেলো সিটিতে মধ্যবিত্ত লোকের জন্য ন্যুনতম কত টাকায় আজকে একটি বাড়ী কেনা যাবে? দয়া করে জানাবেন।
Local realtors কারো সাথে যোগাযোগ করে যেনে নিতে পারেন। গত এক বছরে বাড়ির দাম অনেক বেড়েছে। আমার সঠিক ধারনা নাই। আপনি কোন স্টেট এ আছেন? ধন্যবাদ।
বড় মাসজিদ এবং স্পষ্ট শুদ্ধ তিলাওয়াতের পেছনে নামাজ পড়ার আনন্দই আলাদা।।
আলহামদুলিল্লাহ, খুবই ভালো লেগেছে ফারুক ভাই, আমি আসলে এতো লম্বা ভিডিও দেখার ধর্য্য রাখিনা, কিন্তু আপনার করা ব্লগ গুলো মন ভরে দেখি, আল্লাহ আপনার হেফাজত করবেন এই প্রত্যাশা সব সময়, আর আমি আসবো ইনশাআল্লাহ, আপনার সাথে দেখা করবো , অনেক কিছু শেয়ার করবো যদি আল্লাহ আমাকে কবুল করেন, চেষ্টা করছি খুব ধিরে ধীরে , দোয়া করবেন আল্লাহ যেনো আমেরিকায় আমাকে কবুল করেন, জাযাকুমুল্লাহ
Inshallah dear. Thank you 💕
*সার.... বাফলো যে এত সুন্দর আপনার ভিডিও না দেখলে কখনো জানতেই পারতাম না । আর রিমা ভাবী খুবি ভাল মনের অধিকারী তাকে দেখলেই বোঝাযায় ।*
I hope you travel there one day. I hope you enjoy Niagara Falls. I hope you enjoy traveling through PA & NY to your destination. Thank you dear 💕🥰💚
@@AdventureTube21 ইনশাআলল্লা 🥰
আপনার প্রোফাইল ছবিটা খুবই সুন্দর মাশাললাহ 💕🥰♥️💚
@@AdventureTube21 সেটা তো অনেক ছোট দেখা যাচ্ছে । তবে ধন্যবাদ সার ।
আমার পুরানো প্রফাইল টা অনেকের প্রিয় তাই চেন্জ করেছি ।আমার ভাললাগা ভালাবাসা এই ছবিতেই নিহ্ত সার ।
অনেক সুন্দর ভিডিও আপনার জন্য অনেক অনেক শুভকামনা। মুসলমানদের জয় হোক।
💕
বাফেলো শহরটা খুব সুন্দর, চার্চ গুলো মসজিদ হয়ে গেছে আলহামদুল্লিহ এটা শুনে খুব ভালো লাগলো
আপনার উপস্থপনাতো অসাধারন ❤️
Thank you
Us Theke Bangladesh a call kortey koto dollar cost hoi per minutes?
Janley upokrito hotam,,,
Thanks
Amra ekhon Whatsapp ba Viber diye free call kori kintu jodi phonecard diye call koren, 2-3 cents per minute e Bangladeshe call kora jai
উত্তর পড়েছেন নিশ্চই। ধন্যবাদ।
এটা ওই sabwey নয়🤣🤣🤣। সত্যিই অনেক কিছু দেখতে, জানতে পারলাম। মসজিদ টা অনেক সুন্দর, এখানে নামাজ পড়া, প্রার্থনা করা সত্যিই গর্বের। ভালো থাকবেন সবাই🙏🙏🙏🤗
ধন্যবাদ ভাই। দোয়া করি ভাল থাকুন। 😊💕
@@AdventureTube21 ধন্যবাদ ভাই, আর ও জানার অপেক্ষায় রইলাম🙏🙏🙏💐
আজকের ভিডিওতে আপনার ধারা বিবরণী অসাধারণ লেগেছে ৷ আজকে কোলকাতাতে rainy day আর সেখান থেকে আমি বসে Buffalo city র rainy day special view দেখলাম!!!!!!!!!
Just amazing .👌👌👌👏👏👏☺
Thank you dear
আসসালামুয়ালাইকুম আঙ্কেল অসাধারণ একটা ভিডিও দেখলাম পুরো বাফেলো শহর টাকে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক ভালো লাগলো অসাধারণ ছোট্ট একটা বাংলাদেশে দেখলাম আমেরিকায়
Walaikum assalam. Thank you dear
ভাইয়া সকালের পরিবেশ খুব ভালোই লাগছিলো। আপেল গাছটা দেখে মনে হোয়েছিলো আপেল পেরে খাই।
💕🥰
ভালো লেগেছে।বিশেষ করে মসজিদের ব্যাপারে।এটা খুব পজেটিভ।
Thank you
Ami indiar westbengala thaki amar onek diner echa ami amerika jabo job korar jonno to ki kore jeta parbo upay bola deban..
ভিডিও লিংক দিচ্ছি। এখানে সব উত্তর পাবেন। ধন্যবাদ।
ruclips.net/p/PLUl3Y68FEtydVcOzDWRTfjN1ti7jFiQ4K
অপেক্ষায় থাকি কখন আপনার ব্লগ দেখবো।অসাধারন সুন্দর লেগেছে।অনেক ধন্যবাদ ফারুক ভাই ❤️
Thank you dear
সুন্দর উপস্থাপনা করেছেন আল্লাহ আপনাকে দীর্ঘদিন জীবন দান করুন 😭 সত্যি ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করে আমেরিকান ভালো করে ছেন 😀 খোদা সকলকে হেফাজত করুন আমীন
আমেরিকাতে জনসংখ্যা অনেক কম এলাকা অনেক বেশি প্রত্যেকটি শহর সাজানো-গোছানো ছিমছাম। বাফেলো শহরটি ঘুরিয়ে দেখাবার জন্য ধন্যবাদ।
Thank you
Jokhon mon khub kharap thake, apnar koyekta video amr download kora ache. Ogulo bar bar dekhi. Ank tai help hoi. Valo lage. Apnar outing, food exploring ei video gulo chomotkar hoi. Asha kori aro notun notun jinis apni evabe e dekhaben. Thanks Uncle! You are doing a great job. 💓💓
দোয়া করবেন। অনেক ধন্যবাদ 🥰
@@AdventureTube21 please apni bolben na. Apnar theke anek choto😁😁 valo thakun 💓
@@soumadeep9888 Thank you dear 💕🥰
Despite the documentary was a little more than an hour but was packed with very useful information mastered by your lively descriptions. Enjoyed a lot.
Glad to hear that you have enjoyed it. Thank you dear
Wow Good comment 👍💐💐💐
এতো সুন্দর জায়গা সুযোগ পেলে কে না থাকতে চায় দাদা দারুন জায়গা বারি গুলো দারুন খুব ভালো লাগলো
Thank you
বাফেলোর ডাউন টাউন ও আশপাশের এলাকা খুব ভাল লেগেছে। সুন্দর একটা মসজিদ দেখলাম। ধন্যবাদ ভাই।
Thank you dear brother 💕
হাই আংকেল আশা করি খুব ভালো আছেন তো আংকেল আমেরিকা কি এখন কোম্পানি জব পাওয়া জাবে একটু জানাবেন
@@mdanowarhossin446 যোগ্যতা অনুযায়ী অবশ্যই পাওয়া যায়। ধন্যবাদ।
@@AdventureTube21 আংকেল আমি তো পোশাক কারখানাতে জব করি সুইং মেশিন অপারেটর গত ১২ বছর জাবত গাজিপুর STANDARD GROUP কর্মরত আছি আমারে কি একটা জব ভিসা দেওয়া জাবে।
@@mdanowarhossin446 Assalamualaikum. এই ভিডিওতে উত্তর দিয়েছি আংকেল। ধন্যবাদ।
ruclips.net/video/YIsH9v4ft6o/видео.html
Thank you Farouk vai,,, very helpful video for me,, but I want to know one ☝️ more thing ,,, where we can get temporary home 🏠
You mean rent one? You can check Zillow. Thank you dear.
"সারটেইন কমফোর্ট না হলে বাংগালিদের একদমই চলেনা..."------একদম😊❤❤
💕🥰
আসসালামু আলাইকুম ভাই ও ভাবীসহ আপনাদের সবাইকে। খুব খুব ভালো লাগল, পুরো বাফেলো সিটি তুলে ধরলেন আমাদের জন্য, শহরটি খুব ভালো লাগল, পরিস্কার পরিচ্ছন্ন চারিদিকে, আপনাকে অনেক ধন্যবাদ, দেখছি এখনও, আপনার জন্য অনেক শুভেচ্ছা জানাই।
Walaikum assalam. Thank you dear
চমৎকার বাফেলো,এগিয়ে যাও বাংলাদেশি ভাই বোনেরা ❤️
Thank you
আসসালামু আলাইকুম ফারুক ভাই।
অনেক কষ্ট করে ভিডিও বানিয়েছন।
খুব ভালো লেগেছে । ধন্যবাদ।
বাফেলোতে বাড়ি কেনার নিয়ম কানুন নিয়ে ভবিষ্যতে আরো
ভিডিও বানালে উপকৃত হব।
Walaikum assalam. Thank you dear
ইনশাআল্লাহ ইসলামের আরো প্রশার হবে ❣️🤗
আঙ্কেল বাফেলো সিটি দেখতে অনেক সুন্দর লাগলো আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আপনার ভিডিও গুলো দেখে আমেরিকা দেখার বা ঘুরার স্বপ্ন গুলো পূরণ হচ্ছে যদিও যদিও একবার সেখানে যেতে পারলে অনেক খুশি হতাম।
আঙ্কেল আমেরিকায় বাড়ি কেনার জন্য কি সেখানকার নাগরিক হতে হবে..?
Thank you
না আংকেল। তেমন নিয়ম নাই।
ধন্যবাদ।
চার্চ এখন মসজিদ, আলহামদুলিল্লাহ্
🥰
Salam. Thanks. I thought many times to go and visit Buffalo but couldn't go. It's quite a nice place indeed. I got an idea now about the town. Those who live abroad must get a good and comfortable life. They send foreign exchange and emptying places for job in BD.
Always welcome. Walaikum Assalam.
ভাইয়া আজকের ভিডিও টাও অনেক ভালো লাগছে……
আপেলগুলা দেখে আমার অনেক খেতে ইচ্ছা করলো ভাইয়া…….
আপনারা ভালো থাকেন সব সময় দোয়া করি ভাইয়া…❤️❤️❤️
Thank you dear. May Allah bless us all.
Alhamdulillah. Khub valo laglo. Mosque dekhe islamer susitol santir soa pelam mone hosse.
Thank you
Love from Kolkata 🇳🇪
Thank you
আঙ্কেল আপনার একটা জিনিস খুব ভাল লাগে আপনি কাউকে মিথ্যা আশ্বাস, মিথ্যা তথ্য দেন না। এটা আপনার অনেক বড় একটা গুণ 🥰।অনেক ইউটিউবার দেখলাম ভিউয়ের জন্য মিথ্যা তথ্য দেন। আঙ্কেল আপনার জন্য অনেক অনেক ভালবাসা রইল। ভালো থাকবেন সবসময় 😘😘
Thank you dear. Appreciate your kind words & continuing support.
Thanks for sharing Love from Mumbai
Thank you
চমৎকার ভাই জান আমি কুয়েত থেকে আপনার মসজিদে নামাজ পরা অনেক ভাল লাগল
Thank you
মাননীয় মহাশয়, আপনার ভিডিও আমি সবসময় দেখি। বাফেলো ভিডিও র জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম।আমি পশ্চিম বঙ্গের বাসিন্দা।আপনার পরিবারের ঝিলমিল ও মালা আমার খুব পছন্দের।স্বাধীন বিজয় ওরাও আমার খুব প্রিয়।ওদের সঙ্গে আপনার বন্ধুত্ত আমি খুব উপভোগ করি। আরও ভিডিওর অপেক্ষায় রইলাম। নমস্কার নেবেন। আপনার পুরো পরিবারের জন্য নানাই শুভকামনা।💐
Thank you dear. Appreciate your kind words & continuing support. 💕🥰
Mosjid gulo berey galeyy area arro clean clean hoyyeyy jabeyy...bangali ki like korey apnar thekeyy vhalo kau janena....super bhaiahh.
Inshallah. Thank you dear
আংকেল part part করে ভিডিও গুলা দিয়েন। এত বড় ভিডিও দেখার ইচ্ছা থাকলেও সময় হয় না।।
আস সালামু আলাইকুম ফারুক ভাই। মাশাল্লাহ, অনেক সুন্দর মসজিদ। আপনাকে অনেক ধন্যবাদ শহরটা ফুটে তোলার জন্য। অনেক পরিবর্তন দেখলাম বাফালোতে এবং Downtown কিছুটা Minneapolis এর মতো। ঠান্ডা আর বেশী বরফ পড়ার কারণে downtown এর বিল্ডিং গুলো একটা আরেকটার সাথে heated skyway দিয়ে connected। শীতের সময়ে জনগণের চলাচলে খুব সাহায্য করে।
Walaikum assalam. Thank you dear
People will move back to Brooklyn, Jamaica, Bronx and so on once they have 6-10 feet snow experience in the winter time. Even when they will call fire Bridget to remove the snow from their door.... Anyway I saw you both Bangladeshi Mela.
Thank you.
আলহামদুলিল্লাহ। অনেক অনেক সুন্দর দৃশ ও আলোচনা।
Thank you
In Sha Allah coming to California very soon 😍 thank you uncle ❤️
Inshallah.
Nice 🥰.ame saudi arab theke bolse. Uncle pray 1bosor pore apner video hotat shamne pelam khob valo laglo. R apnake khobi valo lage apni apner jiboner kichu mohorto amader shate share koren. R apner family onek shundor. Duwa kore jate apni shuke shanti te apner jibon katayte paren.
Thank you dear 🥰
মাশাআল্লাহ খুব সুন্দর মসজিদ
Thank you
খুব ভালো
@@AdventureTube21 খুব সুন্দর লাগছে
♦ধন্যবাদ - ফারুক ভাইজান। খুব সুন্দর এ্যাপিসোড। ভালো লাগলো। পুরোটাই দেখলাম।। আবারো ধন্যবাদ।।
Welcome dear
This is for the commentator who find offensive churches changed in mosques.
Buffalo is not the only place where church turned Masque. It is happening all over USA. It’s an example of tolerance and freedom which all of us need to learn from to respect each other religion and beliefs.
Thank you
আসসালামু আলাইকুম,
প্রিয় বড়ভাই।
চমৎকার।
আপনার প্রতিটি এপিসোডই উপভোগ্য।
ভালোবাসা অবিরাম ♥
Walaikum assalam. Thank you dear
ভাই এটা যদি বাংলাদেশে হইত, তবে শুধু আপেল না পুরো গাছ সহ উঠিয়ে নিয়ে যেতো,,, 😆😆
🤭😜
Ha ha ha. May be
ভাই,জান বাফেলো সিটি যেমন মনে করছি তেমন দেখি নাই,শান্ত টাইপ এর শহর মনে হচ্ছে,
আচ্ছা,ওখানে আসার কোনো সৎ উপায় আছে কিনা,এবং থাকলে কত টাকা লাগতে পারে, বলবেন প্লিজ
আমেরিকার ভিসা পেলে যে কোন শহরেই আসতে পারবেন। ধন্যবাদ।
২০২১ সাল “বিদ্রোহী“ কবিতার শতবর্ষ পূর্তি।
Uncle Al-Aqsa supermarket shobar age ami probashi Tv RUclips channelA dkha chilam . Ai channelA abr dkha khub valo laglo buffalo er aro kicu information janta palam . Khub shundor vlog hoyche. Video ta khub enjoy korlam .💕
Thank you
Goutom's house is beautiful and their garden is amazing.I am surprised to see their garden.
Thank you
Very nice to hear from Mr Goutam. Best wishes to you.
তানামানদা সুন্দর শহর, বাফেলোতে বিমানবন্দর নাই.....? সব কিছু এককথায় অসাধারণ। ধন্যবাদ ভাই দেখানো জন্যে।
জি আছে। ধন্যবাদ।
শহরটার নাম Tonawanda . আর Airport হচ্ছে Cheektowaga এলাকায় ৷