দুই দিন বাফেলো ঘুরে আজ ফিরে আসছি নিজ ঠিকানায় || Long Scenic Drive From Buffalo to New Jersey. # 6

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 651

  • @farzanaislam348
    @farzanaislam348 3 года назад +30

    নীল আকাশের মেঘবালিকা ,আকাশের নীলে নীলে ভেসে বেড়ায় ।রৌদ্র ছায়ায় খেলে লুকোচুরি , মাঝে মাঝে কোথায় সে হারায় ! মেঘ আকাশে বৃষ্টিআসে ,রৌদ্র মেঘের জুটি ,আজ নতুন আলোর আধার কালোর হচ্ছে খুনসুটি । অসাধারন দৃশ্য চারদিকে চোখ জুরিয়ে যায় !! আপনার কাছথেকে অনেক কিছু জানতে পারি সার ,তাই প্রতিটি ব্লগ এনজয় করি 🥰।আপনার গলায় গানটা ও ছিল মন কারা ।

    • @AdventureTube21
      @AdventureTube21  3 года назад +5

      Thank you dear. Appreciate your kind words & continuing support. 🥰💕💚

    • @Sadiaafrinnishu
      @Sadiaafrinnishu 3 года назад +3

      Really,its so beautiful.

    • @justbecause9210
      @justbecause9210 3 года назад +2

      আসসালামু আলাইকুম
      প্রিয় মালা ভাবী জন‍্য রেশমী চুড়ী কিনে জমাচ্ছি যদি কখনো সুযোগ হয় দিব।খুব অপূর্ব লেগেছে যেদিন ভাবী আপনাকে গাড়ী চালিয়ে বাংলাদেশের মেলায় নিয়ে গেল।একজন হ‍্যাজবেন্ডই পারে নিজের ওয়াইফ কে এমন ধন‍্য করে তুলে ধরতে।সবগুলো ব্লগ দেখা হয়।ভাবী খোকন ভাই ঐ ভাবী না থাকলেই খালি খালি লাগে। বাফেলো সব কয়টা ব্লগ দেখলাম এত সুন্দর করে তুলে ধরেছেন অপূর্ব। আপনি যখন নিজের বাসায় চলে এসেছেন আকাশের অন্ধকার চাঁদটা দেখে আমার ছয় বছরের নাতনী বলতেছে ওরা কি বাংলাদেশে চলে এসেছে?
      আপনি যখন ভার্জিনিয়াতে ঐ সময় ওরাও ছিল।খুব মন খারাপ কেন দেখা হলো না।
      সবাই ভালো থাকবেন এত প্রণবন্ত ভিডিও দেখলে মনে হয় আপনি সামনেই কথা বলছেন।

    • @AdventureTube21
      @AdventureTube21  3 года назад

      @@justbecause9210 Walaikum assalam. Appreciate your kind words and continuing support dear. Thank you

  • @nargisbegum5229
    @nargisbegum5229 3 года назад +1

    অসাধারণ দৃশ্য!! জীবনে হয়ত কখনো দেখতে পারবো কিনা জানি না। আপনার ভিডিও তেকে দেখে মুগ্ধ হলাম। আপনাকে অশেষ ধন্যবাদ।

  • @saidurrahman8548
    @saidurrahman8548 3 года назад +1

    আপনার কন্ঠে গানটি ভালো লেগেছে। আর উপস্থাপন অসাধারণ লেগেছে। ধন্যবাদ দেখানোর জন্য।

  • @shahanaparveen5134
    @shahanaparveen5134 3 года назад +2

    Kache kachi rastar pash theke nayigra folls thekhe onek bhalo laglo............kachei parke onek shundor zayga...........fuler bagan dekhe aro bhalo laglo..........r shobai miley bhalo thakun bhai Allah hapez,,,,,,,,,,,

  • @rokeyabegum3706
    @rokeyabegum3706 3 года назад +1

    অসাধারণ দৃশ্য সত্যিই স্বর্গীয় সুখের অনুভুতি এনে দেয় মন প্রাণ জুড়ে।

  • @zahirislam8945
    @zahirislam8945 3 года назад +2

    খুব ভাল লাগল আপনাদের এ বাফেলো, তনাওয়ান্ডা... শহর সফরটা।

  • @miworld8625
    @miworld8625 3 года назад +3

    আলহমদুলিল্লাহ । আল্লাহর কি সৃষ্টি। এক একটা পাহাড় কতদূর বিস্তৃত । সুবহানাল্লাহ।

  • @PatrickMiningClub
    @PatrickMiningClub 3 года назад +10

    এখন আর খুশি হওয়ার জন্য ঈদ লাগেনা আমাদের। আপনার প্রতিটি ভিডিও পেলে ঈদের মতই আনন্দ লাগে।

    • @AdventureTube21
      @AdventureTube21  3 года назад +2

      Appreciate your kind words & continuing support. 🥰💕

  • @md.anowarhossain2970
    @md.anowarhossain2970 2 года назад

    আমেরিকা বাফেলো ৫টি পূর্ব দেখে শেষ করলাম।অনেক ভালো লেগেছে। ধন্যবাদ প্রিয় আঙ্কেল। আপনার প্রতি দিনের সব কিছু আমাদের সাথে শেয়ার করা জন্য।

  • @md.ismailhossainsumon6280
    @md.ismailhossainsumon6280 2 года назад +1

    নায়াগ্রা ফলস এর পার্ক , আপনার মুখে গানের অসাধারণ কয়েকটি লাইন, ফেরার পথে উপভোগ্য ডাইভিং এবং বিশাল আকাশের চমৎকার রঙ্গের খেলা। সব মিলিয়ে অসাধারণ একটি ব্লক করেছেন অনেক ধন্যবাদ আপনাকে...

  • @taheraislam3050
    @taheraislam3050 3 года назад +2

    আসসালামু আলাইকুম, কেমন আছেন,আপনার ব্লগ গুলো খুব সুন্দর, এবং সেই আক্কাসের বাপ এই শুনে খুব হেসে ছিলাম, দোয়া করি আপনি ভালো থাকুন সুস্থ থাকুন।

  • @ferdousybegum7487
    @ferdousybegum7487 3 года назад +1

    মাশাল্লাহ আসার পথে আকাশ টা দেখে অনেক ভালো লাগলো অসাধারণ সবমিলিয়ে ভিডিও টা অসাধারণ হয়েছে সাথে একটা লাইক দিয়ে দিলাম ধন্যবাদ ভাই য়া।

  • @abirsohan5008
    @abirsohan5008 3 года назад +1

    অতুলনীয় অনেক সুন্দর , জানিনা কখনও নাইগ্রা জল প্রপাত দেখতে পারবো কিনা, অসাধারণ ,

  • @satvikgrewal5201
    @satvikgrewal5201 3 года назад +3

    Uncle Bhogoban apnake bhalo are sustho rakhuk. 🙏🏻🙏🏻🙏🏻

  • @muzibmrahman1456
    @muzibmrahman1456 3 года назад +2

    Ma'sha Allah
    Very nice
    Beautiful blog
    Thank you

  • @zeeshanfamilyvlogs
    @zeeshanfamilyvlogs 3 года назад +1

    আসসালামু আলাইকুম আংকেল অসাধারণ দৃশ্য দেখে চোখ জুড়িয়ে যায় যেতে তো আর পারবো না আপনার ভিডিওর মাধ্যমে সব দেখতে পারি মাশাআল্লাহ আল্লাহর সৃষ্টি অপরূপ সৌন্দর্য মাশাআল্লাহ আংকেল আপনার গানটাও কিন্তু খুব ভাল ছিল ❤️❤️❤️❤️

  • @sujatamazumder3247
    @sujatamazumder3247 3 года назад +1

    একদম ঠিক বলেছেন ভদ্রলোক আমেরিকানদের সংস্কৃতি আর রুচি আলাদা, সেটাই স্বাভাবিক । আর সত্যি ঘোরার শেষে ঘরে ফেরার টান তো থাকেই কিন্তু মনটা অন্য কোথাও আটকে থাকে 😊 ভালো থাকবেন সবসময়

  • @israilmunshi2049
    @israilmunshi2049 3 года назад +7

    ভিডিও অনেক উপভোগ করলাম। তার সাথে আপনার কন্ঠে হালকা সুরে " চাঁদ বুঝি তা জানে" খুব ভাল লাগল। ধন্যবাদ ভাই। সবাই খুব ভাল থাকবেন।

  • @mohammedyunus1923
    @mohammedyunus1923 3 года назад +1

    আপনার এতো কষ্ট করে ভিডিও বানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। দেখে খুব খুশি হইলাম।

  • @Salman82775
    @Salman82775 3 года назад +1

    আমেরিকার আকাশ দেখতে খুব সুন্দর ধন্যবাদ ফারুক ভাই আমি কুয়েত থেকে

  • @rebachowdhury7250
    @rebachowdhury7250 3 года назад +1

    ভাইয়া সালাম নিবেন। ভাইয়া আপনার মাধ্যমে এওো এওো প্রকৃতির মনোরম দৃশ্য দেখে, আমার মন মুগ্ধ, প্রাণ মুগ্ধ। একটা গান মনে পড়ে গেল। পৃথিবী আমারে ডাকে, রেখোনা বেঁধে আমায়।।

  • @muntasirahmed6242
    @muntasirahmed6242 3 года назад +2

    মন টা ভরে গেলো সুন্দর ব্লগ টি দেখে।অনেক ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাদের সুন্দর মুহুত গুলো।

  • @pratimabandyopadhyay2018
    @pratimabandyopadhyay2018 3 года назад +4

    দাদা,দেখলাম নৈসর্গিক সৌন্দর্য, উপভোগ করলাম মন আর চোখ দিয়ে, আপনার গান দূর থেকে ভেসে আসা কোন স্বপন জগতে প্রবেশ করাচ্ছিল ।খুব ভালো ।ভালো থাকবেন সবাই ।

  • @tamanabegum9415
    @tamanabegum9415 3 года назад +1

    অসাধারণ, সত্যিই এক নৈসর্গিক দৃশ্য...খুব ভাল লাগল

  • @shamimashamima4472
    @shamimashamima4472 3 года назад +1

    Assalamualikum vai. Khub valo laglo video ti. Gan ti to chomotkar. Valo thakben.

  • @AlAmin-pf6ge
    @AlAmin-pf6ge 3 года назад +1

    অনন্য সুন্দর ব্লগ, ভাল লাগার সবটুকু ছুঁয়ে গেল!

  • @ShohagIslam50594
    @ShohagIslam50594 3 года назад +1

    আমেরিকার রাস্তাঘাট দেখতে খুব সুন্দর আর চারপাশে সবুজ আর সবুজে ভরা ধন্যবাদ আংকেল ভালো থাকুন

  • @ruksanaahmed4084
    @ruksanaahmed4084 3 года назад +1

    Bah vhalo laglo, last er vhabi r shathe picture ta masha Allah, vhalo thakben, Faruk bhai.

  • @mdajamkhan4235
    @mdajamkhan4235 3 года назад +1

    uncle Garir picon a Dhaka likha ki vabe?? ata lekha jay? number er jaygay Dhaka?

    • @AdventureTube21
      @AdventureTube21  3 года назад

      এই ভিডিওতে বলেছি। ধন্যবাদ।
      ruclips.net/video/YIsH9v4ft6o/видео.html

  • @eahsanrasul2
    @eahsanrasul2 3 года назад +2

    Enjoyed your vlog on Buffalo very much. I would love to know the title of background music that you have used from 31:00? You had used that in Niagra falls vlog before.

    • @AdventureTube21
      @AdventureTube21  3 года назад +1

      Taken from youtube audio library. Name or link is not available. Thank you dear

  • @firojtoha994
    @firojtoha994 3 года назад +1

    জীবনের বড় প্রাপ্তিটা আপনার ভিডিও দেখে অনুপ্রানিত হওয়ার মাধ্যমে। ২ বছর আগে আপনার ভিডিও দেখে সিদ্ধান্ত নেই যে আমেরিকা যাব। আলহামদুলিল্লাহ আমি ও আমার বউ দুজনেই ভিসা পেয়েছি। সামনে ১০ সেপ্টেম্বর আমার ফ্লাইট। দোয়া করবেন স্যার। আপনার সাথে দেখা করার ইচ্ছেটা ২ বছর ধরেই পুশে রেখেছি।
    সর্বশেষ আমার এই প্রাপ্তির অংশিদার আপনিও।
    সবসময় ভালো থাকবেন।

    • @AdventureTube21
      @AdventureTube21  3 года назад +1

      অনেক দোয়া সবার জন্য। কোন স্টেট এ আসছেন? Have a safe trip. Thank you 💕

    • @firojtoha994
      @firojtoha994 3 года назад +1

      আমরা লুইজিয়ানার মনরো সিটিতে আসছি🥰

    • @AdventureTube21
      @AdventureTube21  3 года назад +1

      @@firojtoha994 I went to college in Lafayette. 💕

    • @firojtoha994
      @firojtoha994 3 года назад +1

      আমি জানি স্যার।
      আমি আপনার প্রতিটি ট্যুর /আউটিং ভিডিও ইনজয় করি আপনার প্রতিটি কথা আমি শুনি🥰

    • @firojtoha994
      @firojtoha994 3 года назад +1

      আমি বর্তমানে আমেরিকাতে স্যার। গত ১২ তারিখে পৌছেছি।

  • @mhud.zishanrahman5619
    @mhud.zishanrahman5619 3 года назад +2

    Assalamuyaikum uncle.... ami apnar ay videor 1st viewer and 1st comment korse are 1st like ami desi uncle ..... Allah apnake valo rakhuk uncle...

    • @AdventureTube21
      @AdventureTube21  3 года назад

      Walaikum assalam. Congratulations 🎈🍾🎊. Many thanks dear uncle. 💕🥰

  • @hafijpasha4945
    @hafijpasha4945 3 года назад +1

    অসম্ভব সুন্দর! মনজুড়ানো প্রতিটা জায়গা।
    আঙ্কেল, একাই আসা-যাওয়ায় ড্রাইভ করলেন আবার ভিডিও করলেন! আমাদের জন্যে কত কষ্ট করে ভ্লগ বানালেন।
    একটু সাবধানে থাকবেন। ইন শা আল্লাহ, আল্লাহ সহায় হবেন। ❤️

  • @behindthestory7020
    @behindthestory7020 3 года назад

    জীবনের সবচেয়ে সুন্দরতম ভিডিও বুঝি আজ দেখলাম আর যেটি আপনি দেখালেন! আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর সেটি বলার অপেক্ষা রাখেনা। আজ সত্যি কান্না করেছি আপনার এই ভিডিও দেখে!এই কান্নার সাথে পৃথিবীর কারো জন্য নয় এ কান্না হচ্ছে আমার সৃষ্টিকর্তা আল্লাহর জন্য যিনি এত নিয়ামত দিয়েছেন কিন্তু আমি তার শোকর ঠিকমতো আদায় করতে পারছি না!
    ধন্যবাদ আপনাকে স্যার ......

  • @banerjeearundhati22
    @banerjeearundhati22 3 года назад +1

    Darun nbhalo laaglo...sunset time er background score selection khub bhalo hoyechhe. Bhalo thakben

  • @jayashreesengupta28
    @jayashreesengupta28 3 года назад

    আপনার কন্ঠ যথেষ্ট সুরেলা। আমরাও খুব এনজয় করেছি বাফেলো ট্যুর। নমস্কার।

  • @kanizfatemamomo3320
    @kanizfatemamomo3320 3 года назад +1

    Wow.... অতুলনীয়. সব পর্ব ই ভিষন ভালো লাগলো ৷ নতুন পর্বের অপেক্ষায় রইলাম ৷ খুব আনন্দে থাকুন. সুস্থ্য থাকুন৷ ধন্যবাদ👌👌👌

  • @vimalkrishna7375
    @vimalkrishna7375 3 года назад +1

    অসাধারন,অসাধারন,অনেক ভালো লাগলো ভিডিও টা♥পাহার মেঘ রোদ ছায়ার মেলা টা সেই♥♥♥♥

  • @purnendumukherjee8776
    @purnendumukherjee8776 3 года назад +2

    Dear Farooque Da, excellent touring presentation. Expecting another long trip video from u. Wish u all a safe journey back to home.

  • @binupenheiro4824
    @binupenheiro4824 3 года назад +1

    অপূর্ব এবং এক কথায় অসাধারণ, ভিডিওটি দেখছিলাম মনে হচ্ছিলো আমি আপনার সাথে ছিলাম, বিন্দু মাত্র চোখ ফেরাতে পারছিলাম না, আপনার চলার পথ আরো বৃদ্ধি পাক, আপনার সুস্বাস্থ্য কামনা করি-ধন্যবাদ

  • @rosekhan97
    @rosekhan97 3 года назад

    ফারুক ভাইয়ের চোখে নায়গ্না ও আমেরিকার বিভিন্ন স্থানের সৌন্দর্য দেখলাম, এক কথায় অসাধারণ।। ❤️

  • @khalilurrahman3329
    @khalilurrahman3329 3 года назад +1

    From where water come?

    • @AdventureTube21
      @AdventureTube21  3 года назад

      The water flows from streams and rivers that empty into the Great Lakes, from Lake Superior down through Niagara to Lake Ontario, then into the St. Lawrence River to the Atlantic Ocean.

  • @soyonhossain50
    @soyonhossain50 3 года назад +2

    আংকেল এই রাস্তায় বাইক নিয়ে ঘুরা ফেরা করা যাবে কি

    • @AdventureTube21
      @AdventureTube21  3 года назад

      লোকাল রাস্তায় সাইকেল নিয়ে বেড়ানো যায়।

  • @sikhadutta6723
    @sikhadutta6723 3 года назад +1

    নায়াগ্রাকে যত দেখছি ততই মনে হয় তার beauty endless, তার সাথে আপনার গলায় সুরেলা গান মনে রাখার মত , অভূতপূর্ব !!!!!!👌👌👌👌👌👌
    ভিডিও টির শেষে আপনার ও মালা বৌদির ফটোগ্রাফটি বেশ ভালো লাগলো ৷ 👍👍🌹🌹

  • @kaosarmostafa6354
    @kaosarmostafa6354 3 года назад

    আসসালামু আলাইকুম, অসাধারণ এই ভিডিও শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, দারুন হয়েছে, বাড়ি ফেরার পথে NY এর অপরুপ সৌন্দর্য দেখে খুব ভাল লেগেছে, আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখার অপেক্ষায় থাকলাম, ভালো থাকবেন আল্লাহ্ হাফেজ😁😁

  • @iqbalahmed5921
    @iqbalahmed5921 3 года назад +1

    Awesome views of landscape. Amazing capture. Vabis are looking very smart and beautiful.

  • @hasmatali4497
    @hasmatali4497 3 года назад +1

    Video dakha anek mazaa laglu, Beautiful place &Nice highway🛣️, mazar Jaga uncle, Thanks

  • @zakiasultana2746
    @zakiasultana2746 3 года назад +1

    কি অপরুপ দৃশ্য, প্রান জুড়িয়ে যায়।

  • @sultananusratjahan1697
    @sultananusratjahan1697 3 года назад +1

    আমিও বেড়াতে ভালোবাসি তাইতো আপনার ভিডিও দেখতে ছুটে আসি।ঘুরে বেড়াই আপনাদের সাথে ভার্চুয়ালি । পড়ন্ত বিকেলে আলো আঁধারের যে অসাধারণ দৃশ্য দেখালেন তা সত্যিই স্বর্গীয় মনে হলো। যেথায় কোনো দিনও হয়তো যাওয়া হবেনা, দেখা হবে না আপনার সাথে ঘুরে ঘুরে সেগুলো দেখা হয়ে গেলো। আপনি তো ভাই আমাকে আমেরিকার নেশা ধরিয়ে দিচ্ছেন 😅।
    ধন্যবাদ নিরন্তর।

    • @AdventureTube21
      @AdventureTube21  3 года назад

      Glad to hear that you have enjoyed it. Thank you dear.

  • @nawshadrakib3561
    @nawshadrakib3561 3 года назад +7

    The "akkaser baap" joke was gold :D Thanks for the laugh sir!
    Enjoyed whole video as always. Much love

  • @nasrinsultana5959
    @nasrinsultana5959 3 года назад +1

    অসাধাৱন দৃশ্য ,মুগ্ধ হয়ে দেখছি ৷ ভাই অাপনাৱ কৱা ভিডিও দেখছি অাৱ অামাৱ কৱা কমেন্টেৱ উত্তৱ ও সাথে সাথে দিলেন ৷ এটাও একটা চমৎকাৱ বিষয় তাই নয় কি ?অামি ও অাপনাৱ মত ভিষন প্রকৃতি প্রেমী ভাবুক স্বভাবেৱ ৷অাল্লাহৱ কাছে দোয়া কৱি ভাল থাকেন ৷

    • @AdventureTube21
      @AdventureTube21  3 года назад

      Thank you dear. Appreciate your kind words & continuing support. 💕🥰

  • @MdAlamgirHowlader-bj6zz
    @MdAlamgirHowlader-bj6zz 3 года назад +1

    আসসালামুয়ালাইকুম ভাই, বফেলো ট্যুর ভিডিও ভালো এনজয় করেছি। আরো ভালো লেগেছে" আবারো আক্কাছের বাপ...….! এই উক্তিটির সাথে আপনার এক্সপ্রেশণ। হরতাল, খুবই ভালো লাগলো, ধন্যবাদ।

  • @moshiarrahman4540
    @moshiarrahman4540 3 года назад +1

    ভাই, খুব ভালো লাগলো আপনার ভিডিও দেখলে কিছু ভদ্রতা শিখা যায় এবং কিছু বলার থাকে কিন্তু সব কথা এই অল্প পরিসরে বলা যায় না ধন্যবাদ..
    ও আপনার কন্ঠটা দারুন

  • @shellychakraborty7715
    @shellychakraborty7715 3 года назад

    Sesh er photo ta to ashadharon sundor...ei bhabei anande katuk apnader jibon......ei prarthana kori....from India.

  • @travelayan6410
    @travelayan6410 3 года назад +1

    আপনার প্রতিটা ভিডিও আমি দেখি অনেক ভালো লাগে। আপনি কি কেমরা দিয়ে ভিডিও করেন বললে খুশি হতাম। ধন্যবাদ

  • @KamalHossain-vg7cf
    @KamalHossain-vg7cf 3 года назад +1

    আচ্ছা রাস্তার পাশে যে মাঠ দেখা যায় সে গুলিতে কী ফসল ফলায় না?

  • @scoobydoo863
    @scoobydoo863 3 года назад +1

    WHILE I AM WATCHING YOUR VEDIO. FEEL I AM ON THAT SPOT ANY WAY MAY BE ONE DAY INSHALLAH. THANKS FOR SHARING.

  • @crackjaw1573
    @crackjaw1573 3 года назад +1

    Wow amazing vlog very good via really you perfectly did video it was really supernal i am glad to have with you.

  • @shampadas813
    @shampadas813 3 года назад +1

    খুবই ভালো লাগলো আপনার উপস্থাপনা,প্রত্যেক টা ভিডিও দারুন 👌👌👌👌👌হয়েছে ,বাড়ি ফেরার পথের সৌন্দর্যে আমি মুগ্ধ, আপনার ভিডিও তাই এতো ভালো লাগে আর মন দিয়ে দেখিও,আর রাতের নায়াগ্রারার তো তুলোনাই হবেনা কারোর সাথে এক কথায় অসাধারণ 👌👌👌👌👌,ধন্যবাদ ভাইয়া আপনাকে এই পর্বের অসাধারণ সব ভিডিওর জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মালা ভাবীর জন্য রইল একরাশ ভালোবাসা 💐💐💐💐

    • @AdventureTube21
      @AdventureTube21  3 года назад +1

      Thank you dear. Appreciate your kind words & continuing support. 💕

  • @yesminamin9654
    @yesminamin9654 3 года назад +1

    আসসালামু আলাইকুম ভাই। বাসাটা পরিস্কার করে রেখে গেলেন।এই ব্যপারটা আমার অনেক ভালো লেগেছে। আজ আপনাদের সবাই কে অনেক gorgeous লেগেছে। নায়াগ্রা কে অনেক রুপে দেখালেন সত্যি অসাধারণ। আপনাদের ফেরার পথে দুপাশের সবুজ প্রকৃতি পাহাড় নীল আকাশ সাদা মেঘ এই সমস্ত সৌন্দর্যে বর্ণনা করার ভাষা আজ আমি হাড়িয়ে ফেলেছি। আজ শুধু আপনার গানটা আমার মন ছুয়ে গিয়েছে। আপনার মাথা থেকে গানটা বেরকরে দিয়েছেন।কিন্তু আমার মতো কতজনের মাথায় গানটা ডুকে গিয়েছে। সেই খবরটা ওরেখেন।শেষের ছবিটাExcellent. রাজপুএের সাথে রাজপুএের মায়ের চেহারার অনেক মিল। সেজন্যেই তো রাজপুত্র এতো ভাগ্যবান এত সুন্দর। খুব ভালো লেগেছে ভিডিও। দোয়া করি আল্লাহ তায়ালা আপনাকে দীর্ঘ আয়ু দান করেন। Fiamanillah

    • @AdventureTube21
      @AdventureTube21  3 года назад

      Walaikum assalam. শব্দ করে গাইলেই মাথা থেকে চলে যাবে। 🥰💕
      অনেক ধন্যবাদ ভাই। দোয়া করি ভাল থাকুন সবাই। 🥰💕💓

  • @aeyshashiddiqua9280
    @aeyshashiddiqua9280 3 года назад +2

    ঠিকভাবে নিজের ঠিকানায় পৌঁছে গিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা ও বেড়াতে অনেক পছন্দ করি। বাংলাদেশের বেশীরভাগ জেলাই ঘোরা হয়ে গেছে আমাদের। রাঙামাটি, খুলনা আর উত্তর বঙ্গের কিছু জায়গা ছাড়া। লং জার্নিতে আমি মাঝেমাঝে অসুস্থ হয়ে পড়ি। এত লম্বা রাস্তা পার হয়ে সাজেক যাওয়ার পথে মনে হয়েছে আমি আর এই রাস্তায় ফিরবোনা। ঐখানেই থেকে যাবো। কিন্তু ঐ যে আপনার গল্প আবারও আক্কাস এর বাপ!,😂😂😂😂 এমন বাফেলো শহর আর নায়াগ্রা পেলে আমি সত্যি আর নিজ ঠিকানায় ফিরতাম না মনে হয়। অনেক ঘোরাঘুরি করেছেন, সবাই এনজয় করেছেন। আপনাদের সাথে আমাদের ও অনেক ভালো লাগলো। ভালো থাকবেন সবাই মিলে। অনেক ধন্যবাদ ভাইজান।

    • @AdventureTube21
      @AdventureTube21  3 года назад +3

      রাঙ্গামাটি গিয়ে আমারও ফিরে আসতে মন চায় নাই। অনেক ধন্যবাদ ভাই। দোয়া করি ভাল থাকুন।

    • @sikhadas8300
      @sikhadas8300 3 года назад +2

      Aeysha বিদেশের রাস্তা আর গাড়ী জার্নি টা আরাম দায়ক রাখে। তোমাদের, আমাদের দেশে জার্নি টা কসরৎ লাগে, যতক্ষণ গাড়িতে থাকছো😂

    • @aeyshashiddiqua9280
      @aeyshashiddiqua9280 3 года назад +2

      @@sikhadas8300
      একদম। জার্নি করার আগেই বমি কয়বার করবো তাই নিয়ে টেনশনে থাকি।

    • @sikhadas8300
      @sikhadas8300 3 года назад +2

      @@aeyshashiddiqua9280 আমার ও তাই, এতো অসস্তিকর লাগে! বিদেশে গাড়ী গুলো নাকি এমন ভাবে বানায়, কারো মাথা ঘোরানো, বমি এবং কোমরে ব্যাথা হবে না। আমার প্রবলেম ছিলো বলে আমি এসব খবর নিয়েছি আর সত্যিই তাই। ভালো থেকো🤗❤️💐 শুভ রাত্রি

  • @nadimvai3883
    @nadimvai3883 3 года назад +1

    ফারুক ভাই আগে আপনাকে ধন্যবাদ দেই এত সুন্দর ভিডিও র জন্য অসাধারণ ছিলো রোডের দৃশ্য, পাহাড় এবং সূর্যের আলো আধারি সবশেষে পুর্নিমা সাথে হালকা মিউজিক উফফফ খুব ভালো লাগলো।

  • @travelandeat4544
    @travelandeat4544 3 года назад +1

    অনেক সুন্দর একটা tour silo

  • @sksanjay6571
    @sksanjay6571 3 года назад +1

    Ami Apnar sob video dekhi uncle onek beshi valo lage apne kotha golo...💝🥀

  • @adnanchowdhury2651
    @adnanchowdhury2651 3 года назад +1

    "কিতা মাত মাত রেবা" আমাদের সিলেটি ভাষা আমার উভয় Uncle এর মুখে শুনে খুব ভাল লাগলো 🙂।

  • @oboniaara4726
    @oboniaara4726 3 года назад +1

    কি সুন্দর প্রকৃতি! মাশা-আল্লাহ ❤️

  • @eshoboshoahare2971
    @eshoboshoahare2971 3 года назад +2

    Love from Kolkata 🇳🇪

  • @kzmworld3106
    @kzmworld3106 3 года назад +1

    What a beautiful sight !
    Liked it very much !
    Thank you

  • @sk.safwanrana5584
    @sk.safwanrana5584 3 года назад +2

    SubhanAllah. Sudhu ey kotha tai bar bar mone hossilo. Koto shundor sristi Allah (SWT) er, Allahu Akbar. Na jani Jannat e amader jonno ki prostut Rekhechen Tini in shaa Allah. Allah amader sey soundorjo dekhar toufiq shobai ke Din, r sey sathe Allah er deedar lav er souvaggo Nobiji (PBUH) er protibeshi hoye. Amin.

  • @shahnaznipu5838
    @shahnaznipu5838 3 года назад +1

    কেন যাবো না সেখানে বলুনতো ? এতো সুন্দর যার রুপ। তবে ভাই বাস্তবতা হচ্ছে এখনো পর্যন্ত কোন সুযোগ নেই। কিন্তুু খুব ই পছন্দের একটি গান সুন্দর করে গেয়েছেন আপনি। বেশ ভালো লেগেছে ভাই। আল্লাহ আপনার মঙ্গল করুন।

  • @kazianwar2149
    @kazianwar2149 3 года назад +1

    এরপর কোথায় বেড়াতে যাবেন শীঘ্রই ঠিক করে ফেলুন। আসলে এই ট্যুর গুলোতে অনেক কিছু জানতে, দেখতে ‌ও শিখতে পারি। অনেকটা দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো হলেও আপনার উপস্থাপনার গুনে খুবই ভালো লাগে।

    • @AdventureTube21
      @AdventureTube21  3 года назад

      গোশেন যাব ইনশাল্লাহ। ধন্যবাদ ভাই।

  • @ekhlasurrahman4289
    @ekhlasurrahman4289 3 года назад

    রাস্তার চারপাশের দৃশ্য গুলো এতো সুন্দর যে ইচ্ছে হয় সারাদিন ঘুরে বেড়াই। পাহাড়ের গায়ে আলোছায়ার খেলা অসাধারণ লেগেছে। সব মিলিয়ে অনেক ভালো লাগলো। ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে আরো ঘুরবো আল্লাহ আপনাকে এই তৌফিক দান করুক আমিন। ভালোবাসা রইলো সবসময় ❤️

  • @siddiquaperven8078
    @siddiquaperven8078 3 года назад +1

    অসাধারন ছিলো ভিডিও টি ,বিশেষ করে রৌদ্রে র লুকচুরির খেলা

  • @zahir2023
    @zahir2023 3 года назад +1

    আস সালামু আলাইকুম প্রিয় ফারুক ভাই।
    অসাধারন একটা ট্যুর প্যাকেজ Vlog দেখলাম।
    খুবই ভালো লেগেছে আমার কাছে।
    সব সময় New Jersey based Vlog দেখে থাকি।
    এবারকার Vlog এ কিছুটা নতুনত্ব পেলাম।
    অন্য শহর। অন্য মানুষ। অন্য Culture.
    আপনি সবসময় আমাদের কথা ববেচনা করে শত কষ্টের মাঝেও ভারী ক্যামেরা + ডংগল হাতে নিয়ে Vlog তৈরি করেন।
    সে জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই।
    আজকের এই ফেরার Vlog টা প্রথম দিনের বৃষ্টি ভেজা Vlog এর থেকে অনেক ভালো লেগেছে।
    কারন, চারিদিকে ছিল ঝলমলে এবং স্নিগ্ধ রোদ।
    সব কিছু পরিষ্কার ভাবে দেখা যাচ্ছিল।
    আমি নিজেও Long Drive পছন্দ করি।
    নিজে Drive করে অনেক দূরে চলে যাই মাঝে মধ্যে।
    তাই, আপনাদের যাওয়া এবং আসার Vlog দুটি ছিল আমার Top Favorite.
    আল্লাহ্‌ হাফেজ ভাইয়া।
    মহান আল্লাহ্‌ পাঁক আপনাদের সবাইকে সুস্থ রাখুন এবং করোনা মুক্ত রাখুন।
    আমিন।
    আমাদের জন্যেও দোয়া করবেন।

    • @AdventureTube21
      @AdventureTube21  3 года назад

      Walaikum assalam. Really glad that you have enjoyed it. Thank you 🥰💕

  • @sahingarden1456
    @sahingarden1456 3 года назад +2

    Sir. Excellent videography & editing. from West Bengal,Murshidabad "Nawaber Desh".

  • @MH...Saimon___2796
    @MH...Saimon___2796 3 года назад +1

    Assalamu Alaikum dear uncle, darun akta tour diye aslen apnara sate oshadharon sob video enjoy korlam amra ❣️💓💝💖💟. Allah apnader valo r sustho rakhun sei dowa kori 🙏🙏🙏

  • @mihirnag1590
    @mihirnag1590 3 года назад +1

    ফারুক ভাই, অসাধারণ ভিডিও,,, যদিও ভিডিওর দৈর্ঘ্য অনেক বড়, তারপরেও দেখেছি,,, সুস্থ থাকবেন সবসময়,,,

  • @sirajulmostafa9642
    @sirajulmostafa9642 3 года назад +1

    আপনার ব্লগ দেখলে মন ভাল হয়ে যায়।

  • @mdrafiq7582
    @mdrafiq7582 3 года назад +6

    আঙ্কেল আপনাকে ভালো লাগে কারন,আপনার ভাষ্য স্টেট ফরোয়ার্ড। আর দ্বিতীয়ত আপনিতো লাইক,কমেন্ট,শেয়ার চান না।সব মিলিয়ে ওসাম। আপনার ভিডিও দেখতে অন্যরকম ভালো লাগে।

  • @mohammedaalimuddin2669
    @mohammedaalimuddin2669 3 года назад +1

    Heavenly scenario all the way you returned..
    Thanks Faruk vai for giving us the opportunity to views the usa over your camera eye....
    Waiting for new one

  • @sudiptokanjilal5696
    @sudiptokanjilal5696 3 года назад +1

    Kono tulona hbena.. Etto daruun scenic beauty.. Ohhh just mesmerizing.. Khubbii valo laglo.. Thank you soo much etto sundor ekta video share korar jonno.. 😇

  • @saadatsadia9555
    @saadatsadia9555 3 года назад

    Long drive road er ase pase bisal jaiga onk valo lagtase dekte.acha road side kono dokan nai...amar prosno jodi long drive e amar garir kono problem hoi sekhane ami mechanic kothai pabo....?eta ki kono another options ache.

    • @AdventureTube21
      @AdventureTube21  3 года назад +1

      কল করলেই ম্যাকানিক ১০-১৫ মিনিটের মধ্যে চলে আসে। প্রয়োজনে টো করে নিয়ে যায়। ধন্যবাদ।

    • @saadatsadia9555
      @saadatsadia9555 3 года назад

      @@AdventureTube21 thanks unkel.
      Amar prosner ans dear jonne...ami r amr wife bangladesh tbeke apnar sob video dakhe. Allah apnake always sustho rakhuk.
      Amin.

  • @shailisarkarCDT
    @shailisarkarCDT 3 года назад +1

    খূব উপভোগ করলাম আপনাদের বাফেলো trip.....মনে হচ্ছিল আমরাও বেড়াতে এসেছি

  • @minhajchowdhury1832
    @minhajchowdhury1832 3 года назад +5

    অন্যদের তুলনায় টিটু সাহেবের এনালাইসিস ভালো লেগেছে।

  • @mdshakhaouthossain4754
    @mdshakhaouthossain4754 3 года назад +2

    Uncle, your two friends look great, love is endless.

  • @NizamNizam-dr4fw
    @NizamNizam-dr4fw 3 года назад +1

    Amazing. Amazing explanation. It's just experiment and enjoying with you

  • @abhijitchakraborty9969
    @abhijitchakraborty9969 3 года назад +1

    ও চাঁদ সামলে রেখো জোছনাকে--আর সাথে ভালো রেখো আমার দাদাকে,কয়েক হাজার মাইল দূরে হলেও দাদা তুমি একদম কাছের আর প্রাণের মানুষ হয়ে গেছো আমার কাছে,ঈশ্বর তোমায় সুস্থ রাখুন🙏🙏ভালো থেকো দাদা।

  • @bunny5365
    @bunny5365 3 года назад +1

    Uncle apni ki camara dia video koran??

  • @arifahmedsujon7646
    @arifahmedsujon7646 3 года назад +1

    আঙ্কেল জান্নাতের কিছু অংশ দেখলাম শেষমেশ বোনাস হিসেবে আপনাদের ছবি, খুব সুন্দর লাগলো আপনাদের,যেন ১৬আনা পুরোন হলো

  • @bangladeshiamericanadventuretu
    @bangladeshiamericanadventuretu 3 года назад +1

    আবারও আক্কাসের বাপ 😀😀 সুন্দর ভিডিও

  • @rakeshtiwari5033
    @rakeshtiwari5033 3 года назад +1

    KHUB BHALO LAGCHE AAPNAR VIDEO

  • @mdmajid4107
    @mdmajid4107 3 года назад +2

    very nice Video uncle 😍😍😍😍😍😍🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩❤️❤️❤️

  • @islamkamrul97
    @islamkamrul97 2 года назад

    পারভেজ ভাই জোকটি۔ ফাটাফাটি হয়েছে (আবারো সেই এখলাসের বাপ্ 😅😅) সুপার্ব ফারুক ভাই 😂

  • @sharminrahman4679
    @sharminrahman4679 3 года назад +1

    খুব সুন্দর হয়েছে ভিডিও টি,চোখ ফিরানো যায় না।আর এতো খালি জায়গা পড়ে আছে আমেরিকায় আমার খালি মনে হয় আমাদের দেশে এতো মানুষ বিশেষ করে কিছু রোহিঙ্গা দের যদি নিয়ে যেতো আমেরিকায় খুব ভালো হতো। তবে আফগানিস্তান থেকে কিছু মানুষ আমেরিকা নিয়ে যাচ্ছে এটা ভালো।

  • @sirajulmostafa9642
    @sirajulmostafa9642 3 года назад +1

    যে গান টা গাইলেন, এটা অরিজিনালি চট্রগ্রামের আঞ্চলিক গান,চট্টগ্রামের আঞ্চলিক গানের শিল্পী শেফালী ঘোষের কণ্ঠে গীত

  • @Banku-zd5tw
    @Banku-zd5tw Год назад +1

    Apni to bidesh a thaken apnar garite Dhaka lekha Kano jante chai....Ami west bengal Kolkata thek amar vlog dekhi..khub bhalo lage

    • @AdventureTube21
      @AdventureTube21  Год назад

      বাড়তি ফী দিয়ে পছন্দের প্লেট পাওয়া যায়। ধন্যবাদ।

  • @moonchildx_902
    @moonchildx_902 3 года назад +1

    ভাই,ইন্ডিয়ানা পলিশ নিয়ে ভিডিও বানাইয়েন।ঐখানকার বাংলাদেশিরা কেমন আছে? তাদের কাজের কি অবস্থা? please ভাই বলবেন।

  • @sekharbanerjee6167
    @sekharbanerjee6167 3 года назад +2

    দারুণ, আপনার সাথে ভার্চুয়াল মেলা মেশা করে মানুষের চিন্তা ভাবনা অনেক ডেভেলপ করে, আমি তো আপনার ভিডিও দেখি স্ট্রেস কমানোর জন্য, আবার অনেক অনেক ধন্যবাদ এরকম একটি উপস্থাপনের জন্যে 🙏🙏

  • @tvhhgjgih6355
    @tvhhgjgih6355 3 года назад +1

    চমৎকার , অনেক ধন্যবাদ আপনাকে ভাই

  • @reazulkarim2141
    @reazulkarim2141 3 года назад +1

    amazing falls . cant get enough of its beauty . never get boring .