দৃষ্টিহীন এক সুরের জাদুকর - অন্নদাশ গায়ক

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • দৃষ্টিহীন এক সুরের জাদুকর - অন্নদাশ গায়ক
    ------------------------------------------
    নামঃ অন্নদাশ
    বাড়িঃ সাতকানিয়া,চট্টগ্রাম।
    ছোট বেলায় রেডিও শুনে শিখেছেন গান আর সেই গানই যেন চোখের জ্যোতি হয়ে পথ দেখাচ্ছে চট্টগ্রাম এর সাতকানিয়ার দৃষ্টিহীন “অন্নদাশ গায়ক”-এর !
    নিজের গানের তালে তালে মনোমুগ্ধকর ঢোল বাজিয়ে পর্যটক ও স্থানীয় মন জয় করে যাচ্ছেন প্রায় কুড়ি বছর ধরে!
    পরিবার বলতে বউ আর তিন ছেলে আছে। তারা কাজকর্ম তেমন কিছু করে না। দারিদ্রতার কারণে ছেলেরা লেখাপড়াও করতে পারে নাই। তার ভাষ্যমতে ২০০৩ সালের দিকে পার্বত্য চট্টগ্রামে অনেক পর্যটন কেন্দ্র, হোটেল-মোটেল চালু হবার পর থেকে নিয়মিত আসেন। নীলাচলে আসেন সপ্তাহে ৪/৫ দিন । নীলাচলে ঘুরতে আসা পর্যটকদের গান গেয়ে আনন্দ দেন। আয়-রোজগার বলতে, গান শুনে লোকজন যা পারেন টাকাপয়সা দেন, মাঝে মাঝে বিভিন্ন হোটেল বা রিসোর্টে গান গাইতে উনাকে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকেও কিছু টাকাপয়সা আয় হয়।
    স্থানীয় লোকজন, পর্যটক বা বিভিন্ন পরিবহনের ড্রাইভাররা যাতায়াতের জন্য উনাকে সহযোগিতা করেন।
    একসময় পালা গান গাইতেন। কালের বিবর্তনে আর প্রযুক্তির সহজলভ্যতায় পালা গান শোনার চাহিদা কমে গেছে। বর্তমানে তিনি চট্টগ্রামের আঞ্চলিক ও বিভিন্ন গান পরিবেশন করেন।
    অন্ধ হওয়া স্বত্তেও ভিক্ষাবৃত্তিকে পেশা হিসেবে না নিয়ে অন্যভাবেও আয় রোজগার করা যায় তার প্রমাণ এই অন্নদাশ।

Комментарии •