ধুলো পড়া কোনো আঁকার খাতা বা কোনো কবিতার ডাইরি থেকে ধুলো সরিয়ে পড়তে পড়তে যেমন অনেক স্মৃতি জীবন্ত হয়ে ওঠে , এই গল্প টা তেমনই অনেক স্মৃতির ধুলো ঝেড়ে আবার নতুন করে দিলো ❤️❤️❤️
ছোটবেলায় দেখা এই পাগলা ছেলেটাকে যে আবার মীর দার চ্যানেলে শুনতে পাবো ভাবিনি,, শুনতে শুনতে কেমন যেন ছোটবেলায় ফিরে গেলাম ❤️ অনেক ধন্যবাদ মীর দার টিমকে,,, সেই ছোটবেলা টাকে মনে করানোর জন্য
গত পরশু থেকে অপেক্ষায় ছিলাম।অবশেষে পেলাম! "লালু" লালুর পাঠা বলি নিয়ে চমৎকার লেখা। আমি যখন সপ্তম শ্রেণীতে পড়ি আমাদের বাংলা সহ পাঠে ছিলো ছিলো এই গল্পটি। নতুন বই হাতে পেলেই সবার আগে বাংলা সহপাঠের গল্পগুলো পড়তাম। বেশ মজা পেয়েছিলাম এটা পড়ে। ধন্যবাদ ক্যাপ্টেনকে তার অনবদ্য পরিবেশনায় আমার পুরনো স্মৃতিকে উদ্দীপ্ত করানোর জন্য।🇧🇩🇧🇩🇧🇩
ছোটবেলার কথা মনে করিয়ে দেবার জন্যে মীর দা কে আন্তরিক ধন্যবাদ। এই চরিত্র টা লালু আর ইন্দ্রণাথ আমার প্রাণের খুব কাছের। লালু কে ফিরে পেয়ে যেনো শৈশব ফিরে পেলাম। মীর দা ছাড়া গল্প শোনার মজা অসম্পূর্ণ থেকে যায়।
Mirda, সেই ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেলো। ছেলেবেলা এই গল্প কতবার যে পড়েছি তার ঠিক ঠিকানা নেই। অসাধারণ পরিবেশনা। গল্প থেকে বেতার নাট্য রূপ খুব ভালো। খুব ভালো থাকুন। আজ মনের থেকে খুশি হয়েছি, খুব খুব আনন্দ পেয়েছি।
ছোটবেলায় নিন্ম মাধ্যমিকে থাকাকালীন সময়ে বাংলা বইয়ে লালু গল্পটা পড়েছিলাম। কিন্তু, আপনাদের এত সুন্দর উপস্থাপনায় নতুন করে আবার উপলব্ধি করলাম। ধন্যবাদ পুরো টিম কে💝
বাংলাদেশে ও এসব পড়ানো হয় নাকি ? আমি অবগত হয়েছিলাম আমদানিত আরবী গল্প গুলোকে অনুবাদ করে পাঠ্যসূচির অন্তর্গত করেই ভবিষ্যতে প্রজন্মকে অকথ্য বাঙালি থেকে এক মধ্যপ্রাচ্যের যুগনায়ক তৈরি করার চেষ্টা হচ্ছে ।
"আহা, এই গল্পটা শুনে যেন শৈশবে ফিরে গেলাম! ছোটবেলায় একবার এই গল্পটা পড়েছিলাম, কিন্তু তখনও বুঝিনি কতটা স্মৃতি মনের ভেতর লুকিয়ে থাকবে। গল্পটা শুনতে শুনতে ছোটবেলার সেই নির্ভেজাল দিনগুলোর কথা মনে পড়ে গেল। ধন্যবাদ এই সুন্দর স্মৃতিটা ফিরিয়ে আনার জন্য!"❤❤
ছোটবেলার দিন গুলো মীর দা এমন সুন্দর ভাবে ফিরিয়ে দেয়, যে বলার কোনো ভাষা থাকে না, মনে হয় যেন সংসারের সব জটিলতা কাটিয়ে আবার যেন সেই সুন্দর বাল্যাবেলা গুলো ফিরে পেয়েছি। হঠাৎ করে এই বয়সে ছোটবেলার অনুভূতি গুলো উপভোগ করানো সোজা কথা নয়। এশুধু একজন ই পারে। Thanks you মীর দা ❤😊😊😊
Osadharon ... Didi r mukhe sunechilam ei lalu r goppo .. tokhn boyes Koto hobe .. 10 r ekhn 26 .. osadharon laglo mir da ❤️❤️ love u all team goppo mir er thek .. jindabaad
অনেকদিন পর কান, মাথা এবং মন ডুবিয়ে একটি গল্প শুনলাম, গল্পের প্রতিটি শব্দ যেন জীবন্ত হয়ে চোখের সামনে ভাসছিল। এজন্যই শরৎচন্দ্র মহাশয়কে কথাশিল্পী বলা হতো।
Amader class 8 e ei golpo ta pore porrikha diyechilam, eta abar shune, sei purono smriti abar jege uthlo, Gaye kata aar chokhe jol o aslo🥺😌🤍...... Thank You Mir sir, and your team 🙏🤍
সেই 2012 সালে প্রথমবার সানডে সাসপেন্স শোনা,তখন আমার ক্লাস নাইন।বাবার রেডিও চালাতেই হঠাৎ একটা গল্পঃ চলছে শুনলাম।সেই শুরু! প্রথমবার যে গল্পঃ শুনেছিলাম,নাম তার 'দেহান্তর।'রবিবার দুপুর 12 টা আর রাত 11 টার অপেক্ষায় দিন গুনতাম।আবার শনিবার বিকেল 4 টের পুনঃপ্রচার শুনতাম।সেদিনের মীর দ্বীপ যুগলবন্দী আজও মিস করি।সেসব সোনালী দিন আজ অতীত।তবে তোমার আওয়াজ ছাড়া সব কিছু অপূর্ন মনে হয়। নাহ্ সানডে সাস্পেন্সকে ভুলিনি,ভুলতে পারিনি আর সাথে তোমাকেও মীর দা।অনেক ভালোবাসা রেখে গেলাম❤
অনেক ছোটবেলায় স্কুলের পাঠ্যবইতে প্রথম পড়েছিলাম লালুর গল্প। সেটা ছিল লালুর শশ্মানের কির্তি। পড়ে এতো মজা পেয়েছিলাম যে বারবার বই খুলে গল্পটা পড়তাম ।তারপর মা জানাল লালুর নাকি আরও কয়েকটি গল্প রয়েছে । সেই কথা শুনে বইয়ের আলমারি থেকে শরৎ রচনাবলী বার করে লালুর বাকি দুটো গল্পও পড়ে ফেললাম । খুব আনন্দ হয়েছিল কিন্তু দুঃখও পেয়েছিলাম কারন মাত্র তিনটি গল্পই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লালুকে নিয়ে লিখেছিলেন আরও কয়েকটা লিখলে বেশ হতো । এখন যখনই মীরদার কন্ঠে লালু শুনি পুরোনো স্মৃতিগুলো ফিরে ফিরে আসে। আর লালুর চরিত্রে সমাপনকেও দারুন মানিয়েছে ।
Mon chuye jae ei sob golpo shunle. Eto ber porechi je protyek ta shobdo mukhostho hoye gache. Tobu o ki je bhalo lage!! ❤ Mir dar sundor uposthapona to achei!! ❤️❤️ Sharat Chandra Chattyopadhyay r asben na r ei sob choritro o r asbe na!! 😢
অনেকদিন আগে পড়েছিলাম গল্পটা, ভুলেও গিয়েছিলাম কিছুটা , আজকে আবার শুনে সব মনে পড়ে গেল, ছোটবেলায় ছাদে বসে বাবার কাছে বই পড়ার কথা, শীতকালের সময়। ধন্যবাদ মীর দা। ❤
Jobbor hoiche khasa khasa mir babu 😆😆🤞haste haste hat je khule gelo dada ..... ar patha koi😆 ... samarpan da darun joto bar e asen jomiya den golpo... gola ta khub prio amr... 🙏❤❤❤❤❤❤❤
ছেলেবেলায় পড়েছিলাম, আজ যেন চরিত্র প্রাণবন্ত, ছেলে মেয়ের সাথে শুনে মনটাই সেই ছেলেবেলার দিনে ফিরে গেল। মিরদা তোমাকে সেলাম ❤। বাকিদের জন্য অনেক অনেক শুভ কামনা ও ভালবাসা রইল। 😊
ধন্যবাদ স্যার আপনাকে আমার অনেক দিনের একটা ইচ্ছা আপনি পূরণ করলেন। আমি এর আগে অনেকবার , আপনারা যখন জিজ্ঞাসা করেছেন পরবর্তীতে কি গল্প শুনতে চাই না আমি বহুবার লিখেছিলাম তাতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লালু গল্প শুনতে চাই । এতদিনের একটা অপ্রাপ্তি ইচ্ছাকে আপনারা প্রাধান্য দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। গল্প মিরের ঠেকের প্রত্যেক সদস্যকে।❤❤
Prankstar Lalu 🤭 Read Lalur Pathabali in middle school. Thank you Mir sir for this story.❤ But didn't read the early part of the story. That was new to me.
Sei chotobelar purono smriti...tar sathe domfata hasi...🎉🎉😂😂😂 Saturday is complete and ❤❤❤❤ for Captain Mir and his team...hats off and keep it up. ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉😊😊😊😊😊
মুর্শিদাবাদ বহরমপুর থেকে শুনছি ❤ অনেক দিন ধরে এই ঠেক এ আছি হোয়াটসঅ্যাপ গ্রুপ এও রয়েছি ❤❤❤ মীর দা আপনার প্রতি আমার পরম অনুরোধ "তারানাথ তান্ত্রিক" এর দীর্ঘ সময়ের ভয়ংকর কোনো গল্প আপনি উপহার দিন আমাদের কোন তাড়াহুড়ো নেই তবে বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি "তারানাথ সিরিজ" হলে তো জমে যাবে পুরো তবে সিঙ্গেল কিন্তু দীর্ঘ সময়ের হলেও সেটাও কম না ❤❤❤ অনেক অনেক ভালোবাসা entire team ❤❤❤
সেই ক্লাস সিক্সে পাঠ্যপুস্তকে এই গল্প পড়ে ছিলাম আর প্রচন্ড হেসেছিলাম ,মনে পড়ে গেল সেই দিন টা.. Mir daa লালুর বাকি গল্পগুলোর জন্য অপেক্ষায় রইলাম, খুবই সুন্দর উপস্থাপনা আর অনেক অনেক ভালোবাসা❤❤❤❤❤
ছোটবেলার স্মৃতি ফিরে এলো। সন্ধ্যার সময় বাবা পড়াতে বসাতেন। লালু পাঠ্য বই এ ছিলো। এই গল্প পড়তে আমরা যেমন মজা পেতাম বাবা ও পড়িয়ে। আজ কয়েক মাস বাবা চলে গেছেন। গল্প টা শুনতে শুনতে সেই দিনে ফিরে গেলাম। কত কিছুই মনে পড়ছে।ধন্যবাদ গপ্পো মীরের ঠেক ছোটবেলা ফিরিয়ে দেবার জন্য।
সেই ছোট্ট বেলার কথা মনে পড়ে গেলো ☺️❤️ ডিভিডি তে দেখা সেই লালুর গল্পঃ😊 লালুর পাঁঠাবলি আর গুরুদেব জব্দ তো সব থেকে পছন্দের গল্পঃ😂 এই 22 বছর বয়সেও লালু টেনিদা নাহলে ঠাকুমার ঝুলি না চললে আমার খাওয়া হয় না😅 অনেক ধন্যবাদ আপনাকে মীর স্যার😍 এতদিন গল্পঃ দেখে এসেছি। আপনার জন্য এইসব গল্পঃ শোনার আনন্দ উপভোগ করতে পারি। 💖
Chotobelay katobar porechi ai golpo ta.. Ajke puro golpo ta sunlam. ❤ Thank you Mir da. Thank you 🙏 Tomar golper regular srota ami❤
মনে হচ্ছে আবার সেই ছোটবেলায় ফিরে গেলাম,
হয়তো সবার মধ্যেই এই লালু জীবিত আছে,
তবে যারা লালু হয়ে বাঁচতে পারে তারাই সত্যিকারের সুখী! ধন্যবাদ মির দা!😭
গল্পের পাঠ যেরকম শব্দ গ্রহণ আবহসঙ্গীত ও সেরকম..শুনলে মনে হয় গ্রাম বাংলার কোন এক কোণায় বসে যেন শুনছি... অসাধারণ ❤
7 বছর ধরে sunday suspance শুনছি। এখন প্রত্যেক রবিবার দুপুর এ dip-mir জুটি খুব মিস করছি 😢কিন্তু শনিবার গপ্পো মির এর ঠেক মির sir কে পেয়ে খুব ভালো লাগছে
ধুলো পড়া কোনো আঁকার খাতা বা কোনো কবিতার ডাইরি থেকে ধুলো সরিয়ে পড়তে পড়তে যেমন অনেক স্মৃতি জীবন্ত হয়ে ওঠে , এই গল্প টা তেমনই অনেক স্মৃতির ধুলো ঝেড়ে আবার নতুন করে দিলো ❤️❤️❤️
Darun bolechhen 🙏❤
❤😊😮
কান্না করলাম,, কত আবেগ দিয়ে লেখা।।। আবেগ দিয়ে বলা।।
মহেশ শুনে কেঁদেছিলাম, আর আজ কাবুলিওয়ালা শুনে। 😢
ছোটবেলায় দেখা এই পাগলা ছেলেটাকে যে আবার মীর দার চ্যানেলে শুনতে পাবো ভাবিনি,, শুনতে শুনতে কেমন যেন ছোটবেলায় ফিরে গেলাম ❤️ অনেক ধন্যবাদ মীর দার টিমকে,,, সেই ছোটবেলা টাকে মনে করানোর জন্য
শৈশবটা কোথায় যেনো হারিয়ে গেছে, যেভাবে হারিয়ে যায় প্রথম " প্রেম" শুধু পড়ে থাকে শুকনো ফুলের পাঁপড়ির মত কিছু আবছা স্মৃতি।💖😌💓
😊
Aabchha Otit Pichhutaan
শরৎচন্দ্র বাবুর লেখা মীরের গলায় যেন অন্য মাত্রা পায়। শ্রীকান্ত, লালু, রামের সুমতি, বছর পঞ্চাশ পূর্বের কাহিনি... অতুলনীয়।
Mahesh
শরৎচন্দ্র বাবু🤨🙄☹️
স্মৃতির ঝুলিতে 'লালু'র মতো অস্তিত্বরা চিরকাল জীবিত থাকে। ভাবতে ভালো লাগে পুরোনো কথা, স্মৃতিচারণ করতে ভালো লাগে। ❤❤❤❤
Besi paka
@@Serujimi কোন অংশটা ??
Oopopooooooooooopp oopopoooooooooooppoppoo9 oioopolppopp
শরৎচন্দ্র বাবু THE LEGEND.
মীর দা ধন্যবাদ
সেই ছোটবেলায় পড়েছিলাম লালু ❤️ আবার এতদিন পর শুনছি ,সত্যি মির অনবদ্য ❤ ধন্যবাদ
❤️
@@realmirplease mir da Sherlock Holmes er detective story sunte chai 😊
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅@@realmir
ইশ যদি প্রতিদিন গল্প আসতো গপ্পো মীর এর ঠেকে তাহলে প্রতি রাতেই ঘুম টা কত ভালোই না হতো 🥰❤
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প❤ তার সঙ্গে মীর দা কণ্ঠ,, অসাধারণ লাগে😮 এবার শনিবারের অপেক্ষায় 🙏🙏
গল্প শুনতে শুনতে স্কুল জীবনে ফিরে গেলাম। ধন্যবাদ মীর স্যার ❤️❤️
❤️❤️খুব ভালো লাগলো দেখে যে তোমার গপ্পোটি এতটা ভালো লেগেছে। শুনতে থেকো।
আমি
@@realmirস্যার একটা কথাই জিজ্ঞেস করার ছিল আপনাদের গল্পগুলো Spotify তে পাওয়া যাচ্ছে না কেন
@@realmir Part 2 chai captain
@@realmir0😊😊😊😊😊
এই গপ্লের সাথে ছোট বেলার স্মৃতি জড়িয়ে আছে। প্রথম মায়ের পাশে শুয়ে গল্পটা শুনি তার পর বড়ো হয়ে বইতে পড়ি। আজ সেই স্মৃতি আবার সতেজ হয়ে গেলো ❤
apni ekdom thik bolechen
গত পরশু থেকে অপেক্ষায় ছিলাম।অবশেষে পেলাম!
"লালু" লালুর পাঠা বলি নিয়ে চমৎকার লেখা। আমি যখন সপ্তম শ্রেণীতে পড়ি আমাদের বাংলা সহ পাঠে ছিলো ছিলো এই গল্পটি। নতুন বই হাতে পেলেই সবার আগে বাংলা সহপাঠের গল্পগুলো পড়তাম। বেশ মজা পেয়েছিলাম এটা পড়ে। ধন্যবাদ ক্যাপ্টেনকে তার অনবদ্য পরিবেশনায় আমার পুরনো স্মৃতিকে উদ্দীপ্ত করানোর জন্য।🇧🇩🇧🇩🇧🇩
Theek hi bola tha
Mir you are excellent. Jai Ho. Ei bhabei Aamader Ananda diye jaben ❤
মনে হলো সেই ছোটোবেলার দিনে ফিরে গেছি 🤭 লালু গল্পটা পড়ে বেশ মজা লেগেছিল, আজ আবার সেই স্বাদটা ফিরে পেলাম... অনেক ধন্যবাদ মিরদা 🙏
স্কুলের পাঠ্যবইতে পড়া গল্পটা আজকে রাতের ঘুমের খোরাক..
Wow🤩 2 fab bengali youtuber in one place❤. Mir reminisce our old memories by telling stories and koushik do the same with beautiful travelling videos❤
Hay hay dada je ❤
Thik
Koushik da je love you brother ❤
Yes bro .
ছোটবেলার স্মৃতি আজ আবার জেগে উঠল.. সেই লালুর মত হওয়ার ইচ্ছাটাও আবার জেগে উঠল.. Thank You Mir Da
Sarat Chandra Chattopadhyay absolutely love this #goppoMirerThek
ছোটবেলার কথা মনে করিয়ে দেবার জন্যে মীর দা কে আন্তরিক ধন্যবাদ। এই চরিত্র টা লালু আর ইন্দ্রণাথ আমার প্রাণের খুব কাছের। লালু কে ফিরে পেয়ে যেনো শৈশব ফিরে পেলাম। মীর দা ছাড়া গল্প শোনার মজা অসম্পূর্ণ থেকে যায়।
Mirda, সেই ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেলো। ছেলেবেলা এই গল্প কতবার যে পড়েছি তার ঠিক ঠিকানা নেই।
অসাধারণ পরিবেশনা। গল্প থেকে বেতার নাট্য রূপ খুব ভালো। খুব ভালো থাকুন। আজ মনের থেকে খুশি হয়েছি, খুব খুব আনন্দ পেয়েছি।
ছোটবেলায় নিন্ম মাধ্যমিকে থাকাকালীন সময়ে বাংলা বইয়ে লালু গল্পটা পড়েছিলাম।
কিন্তু, আপনাদের এত সুন্দর উপস্থাপনায় নতুন করে আবার উপলব্ধি করলাম।
ধন্যবাদ পুরো টিম কে💝
বাংলাদেশে ও এসব পড়ানো হয় নাকি ? আমি অবগত হয়েছিলাম আমদানিত আরবী গল্প গুলোকে অনুবাদ করে পাঠ্যসূচির অন্তর্গত করেই ভবিষ্যতে প্রজন্মকে অকথ্য বাঙালি থেকে এক মধ্যপ্রাচ্যের যুগনায়ক তৈরি করার চেষ্টা হচ্ছে ।
"আহা, এই গল্পটা শুনে যেন শৈশবে ফিরে গেলাম! ছোটবেলায় একবার এই গল্পটা পড়েছিলাম, কিন্তু তখনও বুঝিনি কতটা স্মৃতি মনের ভেতর লুকিয়ে থাকবে। গল্পটা শুনতে শুনতে ছোটবেলার সেই নির্ভেজাল দিনগুলোর কথা মনে পড়ে গেল। ধন্যবাদ এই সুন্দর স্মৃতিটা ফিরিয়ে আনার জন্য!"❤❤
জিন্দাবাদ লালু । জিন্দাবাদ মীর সাহেব। জিন্দাবাদ গপ্পো MIR এর ঠেক। আগামী শনিবারের জন্য অপেক্ষায় রইলাম। সুন্দর গল্প চয়ন মীর সাহেবের অনুভব করলাম।
ছোটবেলার দিন গুলো মীর দা এমন সুন্দর ভাবে ফিরিয়ে দেয়, যে বলার কোনো ভাষা থাকে না, মনে হয় যেন সংসারের সব জটিলতা কাটিয়ে আবার যেন সেই সুন্দর বাল্যাবেলা গুলো ফিরে পেয়েছি। হঠাৎ করে এই বয়সে ছোটবেলার অনুভূতি গুলো উপভোগ করানো সোজা কথা নয়। এশুধু একজন ই পারে। Thanks you মীর দা ❤😊😊😊
ধন্যবাদ গপ্পো মিরের ঠেক৷ পুরোনো দিন গুলো কিছুক্ষণের জন্য ফিরে পেলাম৷ "স্মৃতিটুকু থাক"৷👌👌
ছোট্টবেলায় পড়েছিলাম লালু...... এবার শুনলাম গল্পটা মীরের ❤গলায়.....মনটা যেন ছোটোবেলায় চলেগিয়েছিল❤.....ধন্যবাদ
This story was in our icse course... Remembering those days, feeling nostalgic. Thank you Mir sir for bringing those days back..
Darun darun ..e ak nirmol hasir fhoura jano... Sarat Chandra chattopadhyay paren erokom likhte...r presentation bhari misti laglo goppo Mir er thek er.🎉🎉❤❤
আজকে বুঝতে পারলাম যে বইয়ে পড়া আর মির দার গলায় শোনা এর মধ্যে কতটা পার্থক্য
মির দাদা অনেক অনেক ধন্যবাদ এরকম উপহার দেয়ার জন্য 🙏🏻
Apni ekdom thik bolechen MIR dar voice e goppo shonar mojai alada। Shey jemon goppoi hok na kano!
Osadharon ... Didi r mukhe sunechilam ei lalu r goppo .. tokhn boyes Koto hobe .. 10 r ekhn 26 .. osadharon laglo mir da ❤️❤️ love u all team goppo mir er thek .. jindabaad
সেই গল্পটা যেটা আমি ছোট বেলায় পড়েছিলাম আজ মীর দার কণ্ঠে শুনছি খুব ভালো লাগছে,,, ধন্যবাদ জানাই মীর দা কে এবং এই চ্যানেল কে,,,,
অনেকদিন পর কান, মাথা এবং মন ডুবিয়ে একটি গল্প শুনলাম, গল্পের প্রতিটি শব্দ যেন জীবন্ত হয়ে চোখের সামনে ভাসছিল।
এজন্যই শরৎচন্দ্র মহাশয়কে কথাশিল্পী বলা হতো।
সেই ছোটবেলা ক্লাস ফাইভে লালু পড়েছি আজ এত বছর পর আবার গল্প মীরের ঠিক লালু শুনলাম খুব ভালো লাগলো। সত্যি মীর দা তুমি অসাধারণ কাজ করে চলেছ 😊
Amader class 8 e ei golpo ta pore porrikha diyechilam, eta abar shune, sei purono smriti abar jege uthlo, Gaye kata aar chokhe jol o aslo🥺😌🤍......
Thank You Mir sir, and your team 🙏🤍
Splendid. A notorious boy but with a heart of Gold. Superb
ছোটো বেলায় পড়েছিলাম খুব মজা পেয়েছিলাম, এই গপ্পো শুনতে শুনতে সেই সময়ে ফিরে গেলাম। ধন্যবাদ মীর দা❤🙏
সেই 2012 সালে প্রথমবার সানডে সাসপেন্স শোনা,তখন আমার ক্লাস নাইন।বাবার রেডিও চালাতেই হঠাৎ একটা গল্পঃ চলছে শুনলাম।সেই শুরু! প্রথমবার যে গল্পঃ শুনেছিলাম,নাম তার 'দেহান্তর।'রবিবার দুপুর 12 টা আর রাত 11 টার অপেক্ষায় দিন গুনতাম।আবার শনিবার বিকেল 4 টের পুনঃপ্রচার শুনতাম।সেদিনের মীর দ্বীপ যুগলবন্দী আজও মিস করি।সেসব সোনালী দিন আজ অতীত।তবে তোমার আওয়াজ ছাড়া সব কিছু অপূর্ন মনে হয়। নাহ্ সানডে সাস্পেন্সকে ভুলিনি,ভুলতে পারিনি আর সাথে তোমাকেও মীর দা।অনেক ভালোবাসা রেখে গেলাম❤
Chotibala te pathya boi te porechilam shei🥹 abar notun kore atto shundor vabe shriticharon korar jonno tnq mir❤love you 🙌🏻
অনেক ছোটবেলায় স্কুলের পাঠ্যবইতে প্রথম পড়েছিলাম লালুর গল্প। সেটা ছিল লালুর শশ্মানের কির্তি। পড়ে এতো মজা পেয়েছিলাম যে বারবার বই খুলে গল্পটা পড়তাম ।তারপর মা জানাল লালুর নাকি আরও কয়েকটি গল্প রয়েছে । সেই কথা শুনে বইয়ের আলমারি থেকে শরৎ রচনাবলী বার করে লালুর বাকি দুটো গল্পও পড়ে ফেললাম । খুব আনন্দ হয়েছিল কিন্তু দুঃখও পেয়েছিলাম কারন মাত্র তিনটি গল্পই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লালুকে নিয়ে লিখেছিলেন আরও কয়েকটা লিখলে বেশ হতো । এখন যখনই মীরদার কন্ঠে লালু শুনি পুরোনো স্মৃতিগুলো ফিরে ফিরে আসে। আর লালুর চরিত্রে সমাপনকেও দারুন মানিয়েছে ।
Mon chuye jae ei sob golpo shunle. Eto ber porechi je protyek ta shobdo mukhostho hoye gache. Tobu o ki je bhalo lage!! ❤ Mir dar sundor uposthapona to achei!! ❤️❤️
Sharat Chandra Chattyopadhyay r asben na r ei sob choritro o r asbe na!! 😢
ঘরে ঘরে এমন লালু-রা যেন নবজন্ম লাভ করে.. মীর আফসার আলী, আজকের গপ্পো ছোটো হলেও.. শিক্ষার উপমা দিয়েছেন ভালোই, 🙏শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 🙏.. 💐🙏💐🙏💐🙏 সমাপন মিশ্র কে অনেক শুভেচ্ছা ভালোবাসা ও আশীর্বাদ.. 🔥😘🔥😘🔥🥰🥰🥰👍💚👍
Satti haste haste 😂😂 pet batha hoye gelo...onek dhonyobad dada onek sundor
অনেকদিন আগে পড়েছিলাম গল্পটা, ভুলেও গিয়েছিলাম কিছুটা , আজকে আবার শুনে সব মনে পড়ে গেল, ছোটবেলায় ছাদে বসে বাবার কাছে বই পড়ার কথা, শীতকালের সময়। ধন্যবাদ মীর দা। ❤
Jobbor hoiche khasa khasa mir babu 😆😆🤞haste haste hat je khule gelo dada ..... ar patha koi😆 ... samarpan da darun joto bar e asen jomiya den golpo... gola ta khub prio amr... 🙏❤❤❤❤❤❤❤
মনটা খারাপ ছিল মিরদার গলার আওয়াজ শুনতে শুনতে অনেকটা মন ভালো হয়ে গেছে ❤❤❤❤
A-ha Lalu series ta pora hoyni. Sokh puroner suru koranor jonno thank you!
দারুন লাগলো❤️❤️😍😍,,,,,,ছোটবেলার স্মৃতি ফিরে পাই এই ঠেকে ❤️🙂💫Captain
সেই ছোটবেলায় ক্লাস ৪ বাংলা বই তে ছিল গল্পটা।।আজকে আবার অনেক বছর পর শুনলাম গল্পটা।। ধন্যবাদ মীরদা 🥺🥰
সেই ছোট্টবেলার স্মৃতি মনে পড়ে গেল ❤❤,,,,,,,,,,,, ধন্যবাদ মীর দা❤❤
Thank u Mir Da..
Choto belar sriti ta abar mone pore galo.... ❤❤❤
আমাদের বাংলাদেশের স্কুলের পাঠ্যপুস্তকে ছিল এই গল্পটা। খুব ভালো লাগলো আবারো আগের দিন গুলো মনে পরে গেলো❤️
Kon class er boite??
খুব সুন্দর গল্পটি। মীর দার উপস্থাপনা। অপেক্ষায় থাকি শনিবারটা কখন আসবে। কখন শনিবারের রাত নটা বাজবে।
অপূর্ব খুব সুন্দর 😍💓 সবার voice খুব ভালো লাগছিল👌
লেখকের কি অসাধারণ সৃষ্টি। সত্যি কথাশিল্পী বটে। আর চ্যানেলের উপস্থাপনা অসামান্য।
ছেলেবেলায় পড়েছিলাম, আজ যেন চরিত্র প্রাণবন্ত, ছেলে মেয়ের সাথে শুনে মনটাই সেই ছেলেবেলার দিনে ফিরে গেল। মিরদা তোমাকে সেলাম ❤। বাকিদের জন্য অনেক অনেক শুভ কামনা ও ভালবাসা রইল। 😊
Ki daaroon golpo ta..ki touchy..please ei rakam aro sundor goppo niye eso
School life memories.....thank you to goppo Mir er thek ❤
Studied many years before ICSE Bengali Syllabus. 🥺 Felt Nostalgic and tears rolled down my eyes as I recalled those childhood days. 😭
ধন্যবাদ স্যার আপনাকে আমার অনেক দিনের একটা ইচ্ছা আপনি পূরণ করলেন। আমি এর আগে অনেকবার , আপনারা যখন জিজ্ঞাসা করেছেন পরবর্তীতে কি গল্প শুনতে চাই না আমি বহুবার লিখেছিলাম তাতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লালু গল্প শুনতে চাই । এতদিনের একটা অপ্রাপ্তি ইচ্ছাকে আপনারা প্রাধান্য দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। গল্প মিরের ঠেকের প্রত্যেক সদস্যকে।❤❤
Prankstar Lalu 🤭 Read Lalur Pathabali in middle school. Thank you Mir sir for this story.❤ But didn't read the early part of the story. That was new to me.
অসাধারণ .... দারুন , এতদিন পর আবার নতুন করে লালুকে পেলাম। সব ই তোমার জন্য। ❤❤❤❤
ধন্যবাদ মিরদাদা, আমার প্রিয় চরিত্র ফুটিয়ে তোলার জন্য❤
অসাধারণ উপস্থাপনা মিরের । পরা গল্প , বলার ভঙ্গিতে ভীষণ ভালো লাগলো । ❤️❤️
Sei chotobelar purono smriti...tar sathe domfata hasi...🎉🎉😂😂😂
Saturday is complete and ❤❤❤❤ for Captain Mir and his team...hats off and keep it up. ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉😊😊😊😊😊
Sobai samoyer sathe change hoye jache.. erokom lokgulo hariye jache . Tc mirda.. thanks and lots of love and support
মনটা ভরে গেল সত্যি ই অনবদ্য ❤❤❤
This story is my personal all time favourite list❤... childhood memories 🥹
ক্যাপ্টেন🤠 শীতকাল থাকতে থাকতে একখানি জম্পেশ ভূতের গল্প শোনানোর আবদার রইলো ☺️☺️
মুর্শিদাবাদ বহরমপুর থেকে শুনছি ❤ অনেক দিন ধরে এই ঠেক এ আছি হোয়াটসঅ্যাপ গ্রুপ এও রয়েছি ❤❤❤ মীর দা আপনার প্রতি আমার পরম অনুরোধ "তারানাথ তান্ত্রিক" এর দীর্ঘ সময়ের ভয়ংকর কোনো গল্প আপনি উপহার দিন আমাদের
কোন তাড়াহুড়ো নেই তবে বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি "তারানাথ সিরিজ" হলে তো জমে যাবে পুরো তবে সিঙ্গেল কিন্তু দীর্ঘ সময়ের হলেও সেটাও কম না ❤❤❤
অনেক অনেক ভালোবাসা entire team ❤❤❤
সত্যি মীর দা অসাধারণ ছিল গল্পটা লালুর চরিত্র একদম মন ছুঁয়ে গেছে ❤❤
পুরনো স্মৃতি আবার জীবন্ত হয়ে উঠলো। গল্প শুনতে শুনতে কল্পনার জগতে চলে যাই। খুব ভালো লাগে সেই দিনের কথা মনে করে, ছেলেবেলার সেই স্বর্ণ যুগ ❤
অনবদ্য,ছোটবেলার স্মৃতিতে ফিরে খুব ভালো লাগলো মিরদা❤❤❤❤❤❤❤অনেক ধন্যবাদ
Aro sundor sundor golpo sunte chai♥️
কেমন আছেন মীর দা
আপনার গল্প পাঠ শুনতে আমার খুবই ভালো লাগে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর "শ্রীকান্ত " ও " দত্তা" উপন্যাস সম্পূর্ণ শোনানোর অনুরোধ রইলো
সেই ক্লাস সিক্সে পাঠ্যপুস্তকে এই গল্প পড়ে ছিলাম আর প্রচন্ড হেসেছিলাম ,মনে পড়ে গেল সেই দিন টা..
Mir daa লালুর বাকি গল্পগুলোর জন্য অপেক্ষায় রইলাম, খুবই সুন্দর উপস্থাপনা আর অনেক অনেক ভালোবাসা❤❤❤❤❤
এই Platform কে অনেক ধন্যবাদ এই রকম non friction classic story Audio drama শোনানোর জন্য ❤ খুব ভালো লাগলো 😍🥰❤
স্মৃতিচারণ করতে ভালোই লাগলে❤️
একদম মন ছুঁয়ে গেলো🥰❤️
ছোটো বেলার স্কুলের কথা মনে পড়ে গেলো,, ধন্যবাদ মির স্যার
Chhotobela e pora golpo, kintu shune bhishan bhalo laglo! Thank you Mir da for choosing it
Couldn't be more happier. This was my favourite story during Class 10 Bengali ICSE Exams. Felt like a
trip back to memory lane.
Amar 8 bochorer meye vison moja pelo.anek dhonyobad Mir da apnake.valo thakben.
ধন্যবাদ মীরদা, ছোটবেলার স্মৃতি গুলো পুনরুজ্জীবিত করার জন্য ❤
আবারও একবার ছোট বেলায় ফিরে গেলাম। মীর এগিয়ে যাও। আর ও অনেক গল্প শুনতে চাই। ভীষণ ভাল লাগছে।👌👌👌👌
গল্পঃ টা শুনতে শুনতে গায়ে কাঁটা দিয়ে উঠলো হটাৎ যেনো ছেলে বেলার স্মৃতি মনে পড়ে গেলো ❤️🤗
খুব ভালো লাগলো, পুরনো স্মৃতি মনে পড়ে গেল।
মায়ের মুখে শুনেছি এই গল্প নিজের কানে শোনার ইচ্ছাটা পূরণ হলো আজ ❤❤
ছোটবেলার স্মৃতি ফিরে এলো। সন্ধ্যার সময় বাবা পড়াতে বসাতেন। লালু পাঠ্য বই এ ছিলো। এই গল্প পড়তে আমরা যেমন মজা পেতাম বাবা ও পড়িয়ে। আজ কয়েক মাস বাবা চলে গেছেন। গল্প টা শুনতে শুনতে সেই দিনে ফিরে গেলাম। কত কিছুই মনে পড়ছে।ধন্যবাদ গপ্পো মীরের ঠেক ছোটবেলা ফিরিয়ে দেবার জন্য।
সেই ছোট্ট বেলার কথা মনে পড়ে গেলো ☺️❤️ ডিভিডি তে দেখা সেই লালুর গল্পঃ😊 লালুর পাঁঠাবলি আর গুরুদেব জব্দ তো সব থেকে পছন্দের গল্পঃ😂 এই 22 বছর বয়সেও লালু টেনিদা নাহলে ঠাকুমার ঝুলি না চললে আমার খাওয়া হয় না😅 অনেক ধন্যবাদ আপনাকে মীর স্যার😍 এতদিন গল্পঃ দেখে এসেছি। আপনার জন্য এইসব গল্পঃ শোনার আনন্দ উপভোগ করতে পারি। 💖
Choto balay pore6lm colera r part er golpo ta aj purono kotha mone pore galo 🥺 thank you
ছোটবেলার দিনে গুলো মনে পড়ে গেল, অনেক ধন্যবাদ, নতুন বছরের শুভেচ্ছা 💞✨
ছোট্টবেলায় এই গল্পটা পড়েছিলাম আজ আবার মনটা ভরে গেল শুনে। ধন্যবাদ মীরদা নস্টালজিয়ায় ভরিয়ে দেওয়ার জন্য।
শরৎ বাবু মানেই দুর্দান্ত ❤️🙏🏻
(শরৎচন্দ্র চট্টোপাধ্যায়)
Sunte sunte school life a pouche jacchi,, thank u mir da,,love u ..❤ro onnak onnak golpo chai,,feludar golpo chai,,
This was in my icse syllabus feeling great to hear it again after 4 years❤
Golpo ta khub bhalo laglo amar chotobelai phire gelam apnar kontho sune thank you mir sir khub valo presentation ❤❤❤❤✌✌🔥🔥🔥🔥
Thanks Mir Da,
Thanks to make me Nostalgic...
Remembering and seeing every word and sentences clearly in front of my eyes ...
Thanks a ton Dada...
What a story and voice(mir)❤