চোখের জল আটকাতে পারলাম না মীর দা! মনে পরে গেলো সেই দিনটার কথা ৮ নভেম্বর ২০২২ আমার বাবা Alzheimer's ভুগে আমাদের সবাই কে ভুলে, তিনি সবটুকু স্মৃতি হারিয়ে বাড়ির ছেড়ে বেরিয়ে গেছেন, সে বেরোনোর পাঁচমিনিটের মধ্যেই আমি তুমুল বেগে বাস রাস্তা পর্যন্ত এগিয়ে যাই কিন্ত ততক্ষনে বাবা বাস এ উঠে কোথায় যে গেলেন তা আমি আর বুঝে উঠতে পারলাম না। সেই দিন থেকে আমার খোঁজ শুরু হলো, পাগলের মতো এখান থেকে সেখানে দৌড়ে বেড়াচ্ছি, রাস্তায় পরে থাকা মানুষের ভিড়েও বাবা কে খুঁজেছি! একটা টাকা নেই, শীতের পোশাক, কোথায় কি অবস্থায় আছে, এই ভেবে নিজেকে স্থির রাখতে পারছিলাম না! হঠাৎই,আমতার এক রাস্তায় তখন আমি আর মা দুচোখ ভোরে খালি বাবা কে খুঁজছি, মা বলেন, একবার রাজবলহাট যেতে সেখানে মা রাজবলভীর মন্দির আছে, মা নাকি খুব জাগ্রত, নিরাশার কাতর আমি কথা না বাড়িয়ে গাড়ি ঘোড়ালাম রাজবলহাটের দিকে। গিয়ে পৌঁছাতেই, দাঁড়ালাম মায়ের সামনে গিয়ে, ঠাকুর মশাই আমাদের অবস্থায় ইঙ্গিত দিতেই উনি বলেন "আমাকে বলে লাভ নেই মা কে বলো!মা কে!" এটা শুনতে আমি কেঁদেফেলাম! মা রাজবলোভীর কে জানালাম, ঠাকুর মশাই বলেন, "আজকে মায়ের ভোগ দিতে দেরি হয়েছে " আপনারা আগে কিছু খেয়ে নিন। সারাদিন পর মায়ের প্রসাদ যেন আমার ভতরের ক্ষতটা একটু লাঘব করলো! মনে হচ্ছিলো যেন, মা তার দুয়ারে আসা এই অভাগা সন্তান কে সান্তনা দিয়ে খাইয়ে দিছেন! ফেরার সময় খুব কেঁদে ভালোবেসে মাকে জানিয়ে ছিলাম! ঠিক সেই দিন, রাত্রি ১১টায় পুলিশ স্টেশন থেকে ফোন আসে দক্ষিণ ২৪পরগনার, চেঙ্গাইল থেকে বাবা কে উদ্ধার করা হয়েছে, তিনি পড়ে গেয়েছিলেন, স্থানীয় লোকারাই পুলিশ ডেকে ছিলেন,৩টে সেলেই পড়ে ছিল, থুতনি ফেটে গেছিলো বাবার। সেই রাত্রেই ফিরিয়ে এনেছিলাম বাবা কে! আজ বাবা আমার পাশে বসে আছে আমার সঙ্গে!
কাজ করছিলাম ,আর শুনছিলাম ... চোখের জল ধরে রাখতে পারলাম না... পাশে বসা আমার কর্মী বন্ধু বললো "কি হয়েছে"??? আমি বললাম আমি এখন "আমি এখন মীর দাদার ঠেকে আছি "❤️ অসম্ভব সুন্দর হয়েছে ,প্রতিটি চরিত্র জীবন্ত হয়ে চোখের সামনে ভাসছিল ❤❤❤🙏🙏🙏
শুনতে শুনতে কতখানি চোখের জল ফেললাম কে জানে? শরতচন্দ্র আমার প্রিয় লেখক। নতুন করে কিছু বলার নেই। কিন্তু অপরাজিতা ও সমাপন যে কতখানি ভালো করেছেন তা বলা সম্ভব না।
এমন দরদ দিয়ে লিখতে শুধুমাত্র শরৎবাবু ই পারতেন। এই গল্প পড়তে -শুনতে গিয়ে মনে হয় যেন বুকের কলিজাখানা খুলে দিয়েছেন প্রতিটি শব্দের পরতে পরতে ❤ গল্প উপস্থাপন অসাধারণ👏✊👍
এই গল্পটা আগেও শুনেছিলাম সানডে সাসপেন্স। কিন্তু এবার সত্যি কথা বলতে অপরাজিতা আড্ড এর গলাটা একটা অন্য মাত্রা তৈরি করল। সত্যি মানুষটার গলাটা শুনেও যেন মনটা ভালো হয়ে যায়। ভালো থাকুন দিদি।❤
লেখা গল্পকে এভাবেও জীবন্ত করে ফেলা যায়! কোনো ভিজ্যুয়ালাইজেশন নেই, এমনকি নেই কোনো ইমেজ; প্রয়োজনও নেই অবশ্য। কী অসাধারণ! কী অতুলনীয়! চোখের জল থামাতে পারিনি কিছুতেই। মীর ভাই, সৃষ্টিকর্তা কিছু মানুষকে হয়তো এমন বিশেষ শক্তি দান করেন, যারা বাকীসব মানুষদের হাসতে শেখান, কাঁদতে শেখান, বাঁচতে শেখান। তুমি তাঁদেরই একজন। তুমি যেদিন মির্চি ছেড়েছিলে সেদিন খুব কষ্ট পেয়েছিলাম। সৃষ্টিকর্তা কিছু কেড়ে নেন, তার চেয়ে হয়তো বেশি কিছু দেবার জন্য। তোমার নিজের চ্যানেলে তোমার কন্ঠে গল্প শোনাটা যেনো অল্প হারিয়ে অনেক ফেরত পাওয়া। কী এক অনবদ্য উপস্থাপন তোমার দরাজ কন্ঠে! কোনো কিছুতেই যেনো তার তুলনা চলে না। অনুরোধ- শুধু থামিও না। রবীন্দ্রনাথ, শরৎ বাবু ছাড়াও অন্যান্য লেখকদের একের পর এক গল্প প্রাণ ফিরে পাক তোমার কন্ঠে। জীবন্ত হয়ে উঠুক এক একটি চরিত্র, অমর হয়ে থাক তোমার গলার শক্তিতে। তুমি দীর্ঘজীবী হও। আল্লাহ তোমার মঙ্গল করুন।
Ami to chaliye takiye takiye suni, ekta alada anubhuti.. ❤❤incredible, vabai Jay na, devdas r ekta srishti meer dar .........ditipriya r voice a satyi. Aparaijita didi to Anobaddo... ❤❤❤
আচ্ছা ক্যাপ্টেন কিসের জন্য মির্চি ছেড়েছিলেন একটু বলবেন প্লীজ mirchi থেকেই মির দাকে চিনি ,তার পর বেশ কয়েকমাস আগে দেখছি উনার নতুন চ্যানেল,পুরো বিষয় টা একটু বলবেন
সত্যি বলতে শুনতে শুনতে চোখে জল চলে এসেছিল। যখন রাম এর গণেশ কে মারা হলো সেই সময় টা সত্যি খুব কষ্টের। খুব ভালো লাগলো এই ভালো লাগা টা ভাষায় প্রকাশ করা যাবে না।❤
আমি চিরকালই নিজে থেকে গল্প পড়ার ধৈর্য্য রাখতে পারিনা। কিন্তু অনেকদিনের ইচ্ছে ছিল শরৎচন্দ্র বাবুর লেখণীগুলো পড়ার, এখন মীরের দৌলতে আমি এই অপরূপ সৃষ্টির স্বাদ পাচ্ছি। ধন্যবাদ স্রষ্টা। ধন্যবাদ গপ্পো মীরের ঠেকের সকল সদস্য।
Aaj ami nijer chokher jol atkate parini... Ajhore jhore gelo.... Eto sundor uposthapona jeno chokher samne sab vese uthlo.... Na likhe thakte parlam na ❤❤❤❤
স্কুলে পড়ার সময় পড়েছিলাম, আজ এতদিন পরে শুনলাম ,সেদিন ও চোখে জল এসেছিল, নিজেকে রাম এর দৃষ্টিভঙ্গি থেকে ভেবে , আজ ও চোখে জল আসলো, নারায়নীর দৃষ্টিভঙ্গী দেখে , কি অনবদ্য বানিয়ে ফেললে গুরুদেব , হয়তো নিজেরাও জানো না !!! কালজয়ী গল্পের অসাধারণ নাট্যরূপ । প্রচুর প্রচুর ভালোবাসা রইলো , Team Mir এর জন্য !!!!
ছোটোবেলা থেকে বহুবার রামের সুমতি পড়েছি, সিনেমা দেখেছি। তবুও আজ শুনতে শুনতে চোখে জল এসে গেলো । নারায়ণীর চরিত্রে অপরাজিতা আঢ্য অতুলনীয় আর রামের চরিত্র সমতুল্য খুব ভালো । ❤❤
প্রথম বার যখন "রামের সুমতি" পড়েছিলাম..তখন আমার ১১ কি ১২ বছর বয়স..শরৎ রচনাবলী হাতে দিয়ে বাবা বলেছিল..কি সব গল্প পড়িস.."রামের সুমতি" টা পড়..ভালো লাগবে...সেই থেকে আমার শুরু হল শরৎ রচনাবলী পড়া..অল্প কয়েক বছরের মধ্যে ওনার প্রায় সব উপন্যাস ই পড়ে ফেললাম..এত ভালো লাগে ওনার লেখা.....আমার সব থেকে প্রিয়.. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 🙏🙏🙏
অপূর্ব সুন্দর। শুনতে শুনতে তন্ময় হয়ে গেছিলাম। শরৎচন্দ্রের লেখায় মনে হয় একটা নেশা রয়েছে। মীর দা, এর পরে "পল্লীসমাজ" উপন্যাস টা শুনতে চাই তোমার কাছে।
এক কথায় অসাধারণ। সত্যিই কি বলবো বুঝতে পারছিনা। প্রথমবার কোন গল্প শুনে কেঁদে ফেললাম। বুকের ভেতর অজানা কষ্ট জমাট বাঁধছিল। গলা ভার হয়ে আসছিল আর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। সত্যিই মীর স্যার এই গল্পের প্রত্যেকটি চরিত্রের কন্ঠ জীবন্ত মনে হচ্ছিল। সমস্ত ঘটনাটা চোখের সামনে ফুটে উঠেছিল। এত সুন্দর একটা ঘটনা আমাদের উপহার দেওয়ার জন্য গপ্পো মীরের ঠেক এর সকলকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। 🙏♥️
chotbelai galpo ta podechilam, bhalo legechilo, aj mir da r aporajita madam er golai galpo ta sune darun laglo, atulonio, oshadharon. Abong khali sunlam na, chokh bando kore samne dekhlam sobta. Jug jug jio @realMir
গপ্পো মীর এর ঠেকে এতদিন শোনা গল্প গুলোর মধ্যে এই গল্পটা সব থেকে সেরা সিলেকশন বলে আমার মনে হচ্ছে । আর কাস্টিং টাও অসাধারণ । সমাপন মিশ্র , অপরাজিতা আধ্য আলাদাই মাত্রা যোগ করেছে ।
এর চেয়ে ভালো গল্প এর আগে কোন দিন শুনিনি ৷ এই গল্পটি ৫ বার পড়েছি কিন্তু এত সুন্দর উপস্থাপনা আর কেও পারবে না ৷ আজ মনে হলো যেন স্বয়ং সত্যজিৎ রায়ের সিনেমা দেখলাম ৷ ধন্যবাদ জানাই পুরো টিম টাকে ৷ ও : অসাধারন আসাধারন |
রামের এই দস্যিপনার মধ্যে যে কতটা ভালোবাসা লুকিয়ে ছিলো সেটা যে নারায়নি ছাড়া যে আর কেউ বোঝেনা .... বাংলা সাহিত্যের classics গুলোকে আবার নতুন করে তুলে ধরার জন্য ধন্যবাদ ক্যাপ্টেন। ♥♥
মীর দা বাঙালীর পছন্দ😍🤗 সত্যিই ভালো বোঝেন। একের পর এক বিশেষ বিশেষ গল্পের উপস্থাপনা। নির্দ্বিধায় স্পষ্ট করে হলফ করে বলা যেতে পারে বাঙালীর গপ্পো শোনার একমাত্র ঠিকানা দিনদিন "গপ্পো মীরের ঠেক"❤ হয়ে উঠছে। 🥰👍 💖
রাতে শুনছিলাম, কান্না আটকাতে পারলাম না ৷ কি ছিল জানিনা এর মধ্যে ৷ আমি বেঁচে থাকতে ভুলবনা রামলাল ও নারায়নির এই গল্প ৷ মীর স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ ও প্রনাম এই হীরে স্থাপন করার জন্য ৷ এ এক কহিনুর
অঝোরে কাঁদলাম..পুরো ছবিটা চোখের সামনে ভেসে উঠল.. শরৎবাবু সৃষ্টি করেছিলেন,, আর তোমরা প্রাণসঞ্চার করলে..প্রতিটা বাক্যের মধ্যে বিশ্বাস ছিল..এর চেয়ে বড় আর কিছু হতে পারে না 😊😊
ছোটবেলায় যে গল্পগুলোর শুধু নাম শুনেছিলাম অথবা দাদু ঠাকুমা দের মুখে কিছুটা শুনেছিলাম সেগুলো আজ এত সুন্দর করে শোনানোর জন্য অসংখ্য ধন্যবাদ গল্পঃ মীরের ঠেক ❤
Aparajita Adhya is ANOBODYO. I can’t believe someone can create such expressions just by using her voiceover. Amazing talent we have. Mir thanks for creating such content.
এখনও অবধি সেরা পর্ব...অসাধারণ...প্রত্যেকের পাঠ ভীষণ সাবলীল আর স্পর্শ করেছে...অপরাজিতা আঢ্য, সমাপন মিশ্র, ঊর্মিমালা বসু নিয়ে কোনও কথা হবেনা... মীরদা অসাধারণ... নেত্যকালী চরিত্র টাও দারুণ... সুমিত সমাদ্দারের এমন চরিত্র অভিনব...
বছর 20 এর আগের স্কুল জীবন টা চোখের সামনে ফিরে এলো।2003 তখন ক্লাস 6তে পড়ি,অ্যানুয়াল পোগ্রাম তে ক্লাসে 3rd হওয়ায় স্যার দের কাছথেকে এই গল্পের বইটি উপহার পেয়েছিল।হয়তো খুব দূরন্ত ছিলাম বলেই মনে হয় এই বইটি আমায় দেওয়া হয়েছিল।তার এত গুলো বছর পর গল্পটি আবার নতুন করে শুনে চোখে জল ধরে রাখতে পারলাম না।সত্যি মিরদা তুমি অনবধ্য।নতুন করে বাংলা সাহিত্যকে প্রত্যেকটি বাঙালির দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
উফফ উফফ ,কি উপস্থাপনা!কি অভিনয়! অসম্ভব সুন্দর।কিছু দিন আগে একটা বাংলাদেশী নাটক দেখেছিলাম এই রকম শেষে কাঁদতে হলো এখানেও তাই।নারায়াওনির অভিনয় উফফ ।ভয়েস টা সেই রকম! আজকে শুনলাম দুদিন পরে আবার শুনব
এর আগেও পড়েছি এই কাহিনী, তবে দুঃখ পাইনি.. আজ Audio Story তে শুনে বেদনা ভরা চোখের জল উপচে পড়ছে, এই প্রথম কোনো audio Story কাঁদিয়েছে.. Mir Da তুমি সেরা ছিলে, থাকবে.. এত নিখুঁত অভিনয় প্রণাম সবাই কে 🙏... আর হ্যাঁ আমি বাবার ধাম তারকেশ্বরের বাসিন্দা, ঠেকের সবার নিমন্ত্রণ রইলো শ্রাবণ মাসে 💐
বাঙালি না হলে এই অসাধারণ উপস্থাপনা গুলোকে উপভোগ করতে পারতাম না। ঈশ্বরকে ধন্যবাদ জানাই শ্রেষ্ঠ উপহার হিসেবে মীর দা কে আমাদের মাঝে দেওয়ার জন্য। মীর দা ও তার টিম আপনারা সকলেই ভালো থাকুন ও সুস্থ থাকুন। এভাবেই আমাদের জীবন এরকম দুষ্প্রাপ্য উপহারে ভরিয়ে তুলুন। ধন্যবাদ জানাই মীর দা ও তার সম্পূর্ণ টিমকে।
আসলে, মীর দাকে দেখে, তার কন্ঠ শুনে আমরা অনুপ্রাণিত হই। কিছু কিছু মানুষ আছে যাদের কথা শুনলে মনে হয়, এদের কোনো কালেই অবিশ্বাস করা যায় না। যারা আমাদের ভেতরটাকে নাড়া দেয়।অনেক অনেক ধন্যবাদ ও ভালবাসা মীর দা❤❤
এই সব লেখা আর এমন জীবন্ত অভিনয়, সত্যি বলছি আর কোন দিন শুনতে পাবো ভাবিনি। তোমাকে অনেক ধন্যবাদ মীর দা । বাংলা সাহিত্যের অন্যতম লেখাগুলো আমাদের সামনে তুলে ধরার জন্য। এরকম আরও মণিমাণিক্য আমাদের সামনে নিয়ে এসো মীরদা।👍❤️❤️
সমস্ত গল্প টাই যেনো চোখ এর সামনে ফুটে উঠছিল। অপরাজিতা দিদি আর সমাপন দাদার কণ্ঠস্বর সত্যি গল্প টার জীবন্ত রূপ দিয়েছেন।মির দা k নতুন করে ধন্যবাদ দেওয়ার দরকার নেই,,কারণ আমাদের দৈনন্দিন জীবন এর একটি অঙ্গ হয়ে গেছেন উনি। এক কথায় অসাধারণ ♥️♥️♥️♥️♥️
কলেজ জীবনে বাংলায় অনার্স ছিল আমার, "রামের সুমতি" পড়েছি বেশ কয়েক বার। কিন্তূ এমন জীবন্ত ভাবে অনুভব কোনোদিন হবে ভাবতে পারিনি। অনেক ভালোবাসা রইলো গপ্পো মীরের টিমকে। ❤️❤️❤️
আহা!অসাধারণ উপস্থাপনা।প্রতিটা চরিত্র যেন জীবন্ত হয়ে চোখের সামনে ভাসছে। অপরাজিতা আর সমাপন ওনারা নারায়নি আর রামের চরিত্রের জন্য একদম পারফেক্ট।অসংখ্য ধন্যবাদ মীর দা❤️😊। এই ভাবেই আমাদের এই 'ঠেক' একদিন সবার মনে জায়গা করবে শুধু তোমার জাদুতে❤️
Who gave you the right to make us cry????without seeing but only listening , my heart is overwhrlmed…..its overwhelmed with tears…..i thought its a light hearted story,but it made me emotionally vulnerable,i was totally deeply engaged in the story…. I forgot it was a story only. Salute to great Mir who has the capacity to reach the heart of his audiences by only story telling. Incredible
অনেক দিন পর গল্প শুনে চোখে জল এলো. সত্যি নারায়ণী আর রাম দুজনের অভিনয় এত জীবন্ত করেছে যে শেষে চোখের জল ধরে রাখা যায় নি. এখনও যেনো মনে রেশ আছে গল্পটার 💖. এখন থেকে one of my fav story "রামের সুমতি" তার সাথে "শ্রীকান্ত ও ইন্দ্রনাথ " তো আছেই 😌❤ Thank you Mir da ❤😊 এত সুন্দর সুন্দর গল্প আমাদেরকে উপহার দেওয়ার জন্য 🫶🏻💝
দাদা আজকের চরিত্রের বৌদি মনি ও রাম দুজনের ভয়েসের দ্বারা মন জুড়িয়ে গেলো তাদের মধ্যে যে স্নেহ,ভালোবাসার টান (মা ও সন্তানের মতো)তা শুনে শেষে চোখ থেকে আপনি জল চলে আসলো ❤।। খুব সুন্দর ভয়েস ..❤
শরৎচন্দ্রের অমর লেখনী অসাধারণ ভাবে উপস্থাপিত হয়েছে। শেষটা চোখের জল বাঁধ মানলো না। বিশেষ ভাবে উল্লেখ করতে চাই অপরাজিতার কথা। কি সাবলীল কন্ঠদান। কানে শুনেই নারায়ণী কে উপলব্ধি করতে পারছিলাম। আরও অনেক চরিত্র জীবন্ত করে তুলতে ওনাকে চাই। ঠেক জমে উঠেছে। গল্প নির্বাচন, কন্ঠদান, আবহ সংগীত সবেতেই ঠেক জমজমাট।
Onekdin bade kono golpo sune chokhe jol chole alo😭sotti sir apni ache bolei ato kichu samvab❤ Sir Mir Afsar Ali apni thakchen sir
Golpo ta suni ato kanna hochhelo, sesa golpo pause kadalam..mono holo moner kothao khub kosto lukano chelo🙂.. love you mir sir❤️
এই গল্পে ছত্রগুলিও আমার মুখস্থ
❤
আমি ও ❤
😭😭😭😭😭😭😭😭😭💕 love you Mir kaka ❤️
চোখের জল আটকাতে পারলাম না মীর দা!
মনে পরে গেলো সেই দিনটার কথা ৮ নভেম্বর ২০২২ আমার বাবা Alzheimer's ভুগে আমাদের সবাই কে ভুলে, তিনি সবটুকু স্মৃতি হারিয়ে বাড়ির ছেড়ে বেরিয়ে গেছেন, সে বেরোনোর পাঁচমিনিটের মধ্যেই আমি তুমুল বেগে বাস রাস্তা পর্যন্ত এগিয়ে যাই কিন্ত ততক্ষনে বাবা বাস এ উঠে কোথায় যে গেলেন তা আমি আর বুঝে উঠতে পারলাম না।
সেই দিন থেকে আমার খোঁজ শুরু হলো, পাগলের মতো এখান থেকে সেখানে দৌড়ে বেড়াচ্ছি, রাস্তায় পরে থাকা মানুষের ভিড়েও বাবা কে খুঁজেছি!
একটা টাকা নেই, শীতের পোশাক, কোথায় কি অবস্থায় আছে, এই ভেবে নিজেকে স্থির রাখতে পারছিলাম না!
হঠাৎই,আমতার এক রাস্তায় তখন আমি আর মা দুচোখ ভোরে খালি বাবা কে খুঁজছি,
মা বলেন, একবার রাজবলহাট যেতে সেখানে মা রাজবলভীর মন্দির আছে, মা নাকি খুব জাগ্রত, নিরাশার কাতর আমি কথা না বাড়িয়ে গাড়ি ঘোড়ালাম রাজবলহাটের দিকে।
গিয়ে পৌঁছাতেই, দাঁড়ালাম মায়ের সামনে গিয়ে, ঠাকুর মশাই আমাদের অবস্থায় ইঙ্গিত দিতেই উনি বলেন "আমাকে বলে লাভ নেই মা কে বলো!মা কে!" এটা শুনতে আমি কেঁদেফেলাম!
মা রাজবলোভীর কে জানালাম,
ঠাকুর মশাই বলেন, "আজকে মায়ের ভোগ দিতে দেরি হয়েছে "
আপনারা আগে কিছু খেয়ে নিন।
সারাদিন পর মায়ের প্রসাদ যেন আমার ভতরের ক্ষতটা একটু লাঘব করলো!
মনে হচ্ছিলো যেন, মা তার দুয়ারে আসা এই অভাগা সন্তান কে সান্তনা দিয়ে খাইয়ে দিছেন!
ফেরার সময় খুব কেঁদে ভালোবেসে মাকে জানিয়ে ছিলাম!
ঠিক সেই দিন, রাত্রি ১১টায় পুলিশ স্টেশন থেকে ফোন আসে দক্ষিণ ২৪পরগনার, চেঙ্গাইল থেকে বাবা কে উদ্ধার করা হয়েছে, তিনি পড়ে গেয়েছিলেন, স্থানীয় লোকারাই পুলিশ ডেকে ছিলেন,৩টে সেলেই পড়ে ছিল, থুতনি ফেটে গেছিলো বাবার।
সেই রাত্রেই ফিরিয়ে এনেছিলাম বাবা কে!
আজ বাবা আমার পাশে বসে আছে আমার সঙ্গে!
💓
Ee😢
Apnara sobai valo thakun.. baba ke sathe rakhun..
আপনারা সবাই খুব ভালো থাকুন একসাথে। প্রার্থনা করি। 😇♥️
আপনার বাবা এবং আপনাদের বাড়ির সবার সুকল্যান কামনা করি ভগবানের কাছে।।
নারায়নি আর রাম, অপরাজিতা ও সমাপন, দুজনেই যেন জীবন্ত অভিনয় করছে.. কী অপূর্ব সুন্দর লাগছে.. 🙏💚🙏💚🙏
Hei Akdom 🤥 !!
Audio sunte sunte amn laglo j amio golper part hoye gelam 😞🗿
@@akashplayz3256 yesss, আজকের উপস্থাপনা অনন্য excellent 👌 💚
অপরাজিতা দির সত্যিই অতুলনীয় প্রতিভা,,, সিনেমা গুলোতে তার অভিনয় যেমন নিখুঁত আর এই টা যে গল্প মনেই হচ্ছে না সব কিছু যেন চোখের সামনে ঘটছে,,,
সত্যি তাই। অপরাজিত আঢ্য আর সমাপন মিশ্র অসাধারণ অভিনয় করেছে।
সত্যি তাই। অপরাজিত আঢ্য আর সমাপন মিশ্র অসাধারণ অভিনয় করেছে।
কাজ করছিলাম ,আর শুনছিলাম ... চোখের জল ধরে রাখতে পারলাম না... পাশে বসা আমার কর্মী বন্ধু বললো "কি হয়েছে"??? আমি বললাম আমি এখন "আমি এখন মীর দাদার ঠেকে আছি "❤️
অসম্ভব সুন্দর হয়েছে ,প্রতিটি চরিত্র জীবন্ত হয়ে চোখের সামনে ভাসছিল ❤❤❤🙏🙏🙏
অপরাজিতা আঢ্য এক কথায় অনবদ্য,,,,ওনা কে দিয়ে যে তুমি 🫵🏽(মীর দাদা) এত সুন্দর করে একটা কণ্ঠস্বর এর গঠন তৈরি করে ফেলবে এটা সত্যি অভাবনীয়,,,,🙏🏽🙏🏽
A jano onar manos konther opekkay chilo, r ram aha oto jano koler chele . Ki modhur কন্ঠ!!
❤❤❤
অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, শুনুন এবং শোনান- mirafsarali.oia.bio/mirofficialyoutube।
❤️🌻
Dada sotti khub sundor hoyeche golpo pat
@@realmir অনবদ্য।
যে সব সাহিত্য পড়ে আমরা বড়ো হয়েছি সেগুলো নতুনভাবে উপস্থাপন করা এককথায় অনবদ্য। ধন্যবাদ মীর দা সহ সকলকে।
শুনতে শুনতে কতখানি চোখের জল ফেললাম কে জানে?
শরতচন্দ্র আমার প্রিয় লেখক। নতুন করে কিছু বলার নেই।
কিন্তু অপরাজিতা ও সমাপন যে কতখানি ভালো করেছেন তা বলা সম্ভব না।
এমন দরদ দিয়ে লিখতে শুধুমাত্র শরৎবাবু ই পারতেন। এই গল্প পড়তে -শুনতে গিয়ে মনে হয় যেন বুকের কলিজাখানা খুলে দিয়েছেন প্রতিটি শব্দের পরতে পরতে ❤
গল্প উপস্থাপন অসাধারণ👏✊👍
এই গল্পটা আগেও শুনেছিলাম সানডে সাসপেন্স। কিন্তু এবার সত্যি কথা বলতে অপরাজিতা আড্ড এর গলাটা একটা অন্য মাত্রা তৈরি করল। সত্যি মানুষটার গলাটা শুনেও যেন মনটা ভালো হয়ে যায়। ভালো থাকুন দিদি।❤
লেখা গল্পকে এভাবেও জীবন্ত করে ফেলা যায়! কোনো ভিজ্যুয়ালাইজেশন নেই, এমনকি নেই কোনো ইমেজ; প্রয়োজনও নেই অবশ্য। কী অসাধারণ! কী অতুলনীয়! চোখের জল থামাতে পারিনি কিছুতেই।
মীর ভাই, সৃষ্টিকর্তা কিছু মানুষকে হয়তো এমন বিশেষ শক্তি দান করেন, যারা বাকীসব মানুষদের হাসতে শেখান, কাঁদতে শেখান, বাঁচতে শেখান। তুমি তাঁদেরই একজন। তুমি যেদিন মির্চি ছেড়েছিলে সেদিন খুব কষ্ট পেয়েছিলাম।
সৃষ্টিকর্তা কিছু কেড়ে নেন, তার চেয়ে হয়তো বেশি কিছু দেবার জন্য। তোমার নিজের চ্যানেলে তোমার কন্ঠে গল্প শোনাটা যেনো অল্প হারিয়ে অনেক ফেরত পাওয়া। কী এক অনবদ্য উপস্থাপন তোমার দরাজ কন্ঠে!
কোনো কিছুতেই যেনো তার তুলনা চলে না। অনুরোধ- শুধু থামিও না। রবীন্দ্রনাথ, শরৎ বাবু ছাড়াও অন্যান্য লেখকদের একের পর এক গল্প প্রাণ ফিরে পাক তোমার কন্ঠে। জীবন্ত হয়ে উঠুক এক একটি চরিত্র, অমর হয়ে থাক তোমার গলার শক্তিতে।
তুমি দীর্ঘজীবী হও। আল্লাহ তোমার মঙ্গল করুন।
Ami to chaliye takiye takiye suni, ekta alada anubhuti.. ❤❤incredible, vabai Jay na, devdas r ekta srishti meer dar .........ditipriya r voice a satyi. Aparaijita didi to Anobaddo... ❤❤❤
আচ্ছা ক্যাপ্টেন কিসের জন্য মির্চি ছেড়েছিলেন একটু বলবেন প্লীজ mirchi থেকেই মির দাকে চিনি ,তার পর বেশ কয়েকমাস আগে দেখছি উনার নতুন চ্যানেল,পুরো বিষয় টা একটু বলবেন
সত্যি বলতে শুনতে শুনতে চোখে জল চলে এসেছিল। যখন রাম এর গণেশ কে মারা হলো সেই সময় টা সত্যি খুব কষ্টের। খুব ভালো লাগলো এই ভালো লাগা টা ভাষায় প্রকাশ করা যাবে না।❤
আমি চিরকালই নিজে থেকে গল্প পড়ার ধৈর্য্য রাখতে পারিনা। কিন্তু অনেকদিনের ইচ্ছে ছিল শরৎচন্দ্র বাবুর লেখণীগুলো পড়ার, এখন মীরের দৌলতে আমি এই অপরূপ সৃষ্টির স্বাদ পাচ্ছি। ধন্যবাদ স্রষ্টা। ধন্যবাদ গপ্পো মীরের ঠেকের সকল সদস্য।
রামের সুমতি এপিসোড টি আমার মন খারাপের ঔষধ। আমার যখন কোন কিছু ভালো লাগে না তখন এই গল্পটি শুনে ভালো লাগাটা ফিরিয়ে নিয়ে আসি।ধন্যবাদ #mir দা
সব চরিত্র গুলো চোখের সামনে জীবন্ত ভেসে উঠলো চোখের জল ধরে রাখতে পারছিলাম না বার বার করে মার মুখটা বার বার করে ভেসে উঠছিল , ধন্যবাদ মির দা
গল্প শুনে মনটা জুড়িয়ে গেল , প্রত্যেকটা চরিত্র এত জীবন্ত যে মনে হচ্ছিল চোখ বন্ধ করলে সবটা চোখের সামনে ফুটে উঠেছে ❤
অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, শুনুন এবং শোনান- mirafsarali.oia.bio/mirofficialyoutube।
❤️🌻
@@realmir আদর্শ হিন্দু হোটেল এই গল্পঃ টি আমরা সবাই শুনতে চাই।
ভালো থাকুন সুস্থ্যথাকুন।
❤
Hiii
Hiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii কেমন আছেন বন্ধুরা
Aaj ami nijer chokher jol atkate parini... Ajhore jhore gelo.... Eto sundor uposthapona jeno chokher samne sab vese uthlo.... Na likhe thakte parlam na ❤❤❤❤
স্কুলে পড়ার সময় পড়েছিলাম, আজ এতদিন পরে শুনলাম ,সেদিন ও চোখে জল এসেছিল, নিজেকে রাম এর দৃষ্টিভঙ্গি থেকে ভেবে , আজ ও চোখে জল আসলো, নারায়নীর দৃষ্টিভঙ্গী দেখে ,
কি অনবদ্য বানিয়ে ফেললে গুরুদেব , হয়তো নিজেরাও জানো না !!!
কালজয়ী গল্পের অসাধারণ নাট্যরূপ ।
প্রচুর প্রচুর ভালোবাসা রইলো , Team Mir এর জন্য !!!!
ছোটোবেলা থেকে বহুবার রামের সুমতি পড়েছি, সিনেমা দেখেছি। তবুও আজ শুনতে শুনতে চোখে জল এসে গেলো । নারায়ণীর চরিত্রে অপরাজিতা আঢ্য অতুলনীয় আর রামের চরিত্র সমতুল্য খুব ভালো । ❤❤
সমাপন মিশ্র
আমার তো দিদিমা, মানে এই গল্পের ভিলেন কে মারতে ইচ্ছে হচ্ছে। ওই গলাটা কার???
@@manasraul Urmimala Bose
Osadaron golpo
প্রথম বার যখন "রামের সুমতি" পড়েছিলাম..তখন আমার ১১ কি ১২ বছর বয়স..শরৎ রচনাবলী হাতে দিয়ে বাবা বলেছিল..কি সব গল্প পড়িস.."রামের সুমতি" টা পড়..ভালো লাগবে...সেই থেকে আমার শুরু হল শরৎ রচনাবলী পড়া..অল্প কয়েক বছরের মধ্যে ওনার প্রায় সব উপন্যাস ই পড়ে ফেললাম..এত ভালো লাগে ওনার লেখা.....আমার সব থেকে প্রিয়.. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 🙏🙏🙏
নারায়ণী,রাম সঙ্গে দিগম্বরী --এককথায় অপূর্ব। অপরাজিতা, সমাপন ও ঊর্মিমালা বসু অসাধারণ।
শরৎবাবু যদি শুনতে পারতেন এটি..
ধন্য হতো তার অনুভূতির কলম।
সত্যিই এ যেনো জীবন্ত উপস্থাপনা ।
গপ্পো মির এর অশ্রুস্নাত কণ্ঠস্বর আর অপরাজিতা মহাশয়ার জীবন্ত অনুভূতির আগুন ই ঢেউ তুলেছে আবেগ সাগরে শরৎচন্দ্রের জীবনযাত্রা ঘরে।
Ki sob bolchen? Shorot babu dhonyo hoten? Hai bhogoban. Chi
@@debjanibhattachariya6948apni ge kotha ta bojhen ...onar onuvutir kolom dhonno hoto ...kotatar mane ta bojhen
Kathar mane Na bujhle apnar matoi mone hbe@@debjanibhattachariya6948
অপূর্ব সুন্দর। শুনতে শুনতে তন্ময় হয়ে গেছিলাম। শরৎচন্দ্রের লেখায় মনে হয় একটা নেশা রয়েছে। মীর দা, এর পরে "পল্লীসমাজ" উপন্যাস টা শুনতে চাই তোমার কাছে।
চোখে জল না আসা একপ্রকার অসম্ভব! অপরাজিতা আঢ্য অতুলনীয় অভিনয় করেছেন.. সিলেকশনও অসাধারণ। ভীষণ ভালো লাগলো।
এক কথায় অসাধারণ। সত্যিই কি বলবো বুঝতে পারছিনা। প্রথমবার কোন গল্প শুনে কেঁদে ফেললাম। বুকের ভেতর অজানা কষ্ট জমাট বাঁধছিল। গলা ভার হয়ে আসছিল আর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। সত্যিই মীর স্যার এই গল্পের প্রত্যেকটি চরিত্রের কন্ঠ জীবন্ত মনে হচ্ছিল। সমস্ত ঘটনাটা চোখের সামনে ফুটে উঠেছিল। এত সুন্দর একটা ঘটনা আমাদের উপহার দেওয়ার জন্য গপ্পো মীরের ঠেক এর সকলকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। 🙏♥️
chotbelai galpo ta podechilam, bhalo legechilo, aj mir da r aporajita madam er golai galpo ta sune darun laglo, atulonio, oshadharon. Abong khali sunlam na, chokh bando kore samne dekhlam sobta. Jug jug jio @realMir
গপ্পো মীর এর ঠেকে এতদিন শোনা গল্প গুলোর মধ্যে এই গল্পটা সব থেকে সেরা সিলেকশন বলে আমার মনে হচ্ছে । আর কাস্টিং টাও অসাধারণ । সমাপন মিশ্র , অপরাজিতা আধ্য আলাদাই মাত্রা যোগ করেছে ।
এর চেয়ে ভালো গল্প এর আগে কোন দিন শুনিনি ৷ এই গল্পটি ৫ বার পড়েছি কিন্তু এত সুন্দর উপস্থাপনা আর কেও পারবে না ৷ আজ মনে হলো যেন স্বয়ং সত্যজিৎ রায়ের সিনেমা দেখলাম ৷ ধন্যবাদ জানাই পুরো টিম টাকে ৷ ও : অসাধারন আসাধারন |
পল্লীসমাজ- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
রাধারানী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
এই দুটো শোনানোর জন্য খুব করে আবেদন রইল...
হ্যাঁ রাধারানী গল্পটা দিন please 🙏🏽❤🙏🏽
চোখের জল আটকাতে পারলাম না মীর দা, প্রত্যেকটা চরিত্র এত জীবন্ত মনে হচ্ছিল চোখ বন্ধ করলে সবটা চোখের সামনে ফুটে উঠেছে ❤
বৌদি আর দেওর এর এত মিষ্টি একটা সম্পর্কের উপস্থাপনা।।। সত্যি প্রান্ত জুড়িয়ে গেলো❤❤❤
সত্যি, চোখের জল ধরে রাখা দায়। মুখে গালি চলে আসছিলো বুড়ির নাম এ। চোখের সামনে যেন, সিনেমার মতো ফুটে উঠছে। কী দারুণ, অনবদ্য।
এমন মুগ্ধ হয়ে শুনছি মীর.. "নারায়নি আর রামের" অব্যক্ত কষ্টটা বুকের মাঝে গেঁথে যাচ্ছে.. শ্যামলাল এর ও বেশ বিপদ, কি করবে কাকে সামলাবে.....!!! 💚
আর দিগম্বরী! আমার তো রাগ হচ্ছে।
উর্মিমালা বসুর কণ্ঠ বলে জানলাম।
কণ্ঠশিল্পী হিসাবে ওনাকে প্রণাম।
@@manasraul উনি ও সবার নমস্য 🙏.. ওনার কথাও বলেছি আর একটা কমেন্ট এ..
বাংলা সাহিত্যের classics গুলোকে আবার নতুন করে তুলে ধরার জন্য ধন্যবাদ। আজকে আবার অপরাজিতা আঢ্য রয়েছেন গল্পপাঠে। So excited. ❤
অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, শুনুন এবং শোনান- mirafsarali.oia.bio/mirofficialyoutube।
❤️🌻
অসংখ্য ধন্যবাদ মীরদা এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য। ছোটবেলায় পাঠ্যপুস্তকে পড়েছিলাম, সেই গল্প এতটা জীবন্তভাবে উপস্থাপন করেছেন শুনতে শুনতে চোখে জল চলে এলো। অনবদ্য অভিনয়❤
কৃষ্ণ প্রেম থেকে কোনও অংশে কম না মীর দার ঠেকের প্রেম, শনিবার রাত 9টা মানেই সব ফেলে ঠেকের টানে ছুটে আসা,❤❤❤😊,
দুই আশ্চর্য কন্ঠস্বর, ক্যাপ্টেন এবং সমাপন দাদার কন্ঠের জাদু সত্যিই অতুলনীয়....এই ধরনের গপ্পোগুলো নতুন ভাবে প্রাণ পায় এই ঠেকে....❣️😇
ইচ্ছে করেই শুনিনি এতদিন, জানতাম চোখের জল বাঁধ মানবে না। কিন্তু ওই যে লোভ, মীর দা, অপা দি,আর ওই রাম। সবাইকে ভালোবাসা শ্রদ্ধা।
গল্ল টি বহুবার পরেছি ..কিন্তু অপরাজিতা আঢ্য , সমাপন মিশ্রের অসাধারন পবিবেশনে নারায়নী এবং রাম চরিত্র জীবন্ত ফুটে উঠেছে😊
মনটা ভরে যাচ্ছে এত সুন্দর সুন্দর স্মৃতি গল্প গুলো মনে আবার দাগ কাটছে, শুধু মাত্র গপ্পো মীর এর ঠেকে এর মারফতে।❤
❤❤
🫸🫷
কিছু ভয়, কিছু রহস্য,কিছু হাসি, কিছু প্রেম সবই আছে এ ঠেকে।
কিন্তু কান্নাটা বাদ পড়ে গেল মীর দা।
আজকে তো কাঁদিয়ে দিলেন।
💚❤️🤍💙
রামের এই দস্যিপনার মধ্যে যে কতটা ভালোবাসা লুকিয়ে ছিলো সেটা যে নারায়নি ছাড়া যে আর কেউ বোঝেনা .... বাংলা সাহিত্যের classics গুলোকে আবার নতুন করে তুলে ধরার জন্য ধন্যবাদ ক্যাপ্টেন। ♥♥
মীর দা বাঙালীর পছন্দ😍🤗 সত্যিই ভালো বোঝেন। একের পর এক বিশেষ বিশেষ গল্পের উপস্থাপনা। নির্দ্বিধায় স্পষ্ট করে হলফ করে বলা যেতে পারে বাঙালীর গপ্পো শোনার একমাত্র ঠিকানা দিনদিন "গপ্পো মীরের ঠেক"❤ হয়ে উঠছে। 🥰👍 💖
আমাদের কি মনে হয় না লেখকরা বেঁচে থাকলে আরো কতো কতো সুন্দর সুন্দর গল্প উপহার দিতেন। All team members ❤❤ for giving us crying story.
সেদিনও গল্পটা পড়ে চোখের কোনে জল জমেছিল। আজও গল্পটা শুনে চোখটা ভিজে এলো। ধন্যবাদ Mir sir ❤
প্রথম যখন পড়েছিলাম গল্পটি, সেদিন হাঁপুস নয়নে কেঁদেছিলাম। আজ আবার ও গল্পটি শুনতে শুনতে কেঁদে ফেলেছি। অসাধারণ, অপূর্ব উপস্থাপনা।
রাতে শুনছিলাম, কান্না আটকাতে পারলাম না ৷ কি ছিল জানিনা এর মধ্যে ৷ আমি বেঁচে থাকতে ভুলবনা রামলাল ও নারায়নির এই গল্প ৷ মীর স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ ও প্রনাম এই হীরে স্থাপন করার জন্য ৷ এ এক কহিনুর
# জয় বাংলা সাহিত্যের জয় , পুরাতন সাহিত্য আর গল্প গুলিকে এভাবে ফেরৎ পাবো ভাবিনি ।। মির এর ঠেক এভাবেই জমে উঠুক গল্পে 🙏🙏
অঝোরে কাঁদলাম..পুরো ছবিটা চোখের সামনে ভেসে উঠল..
শরৎবাবু সৃষ্টি করেছিলেন,, আর তোমরা প্রাণসঞ্চার করলে..প্রতিটা বাক্যের মধ্যে বিশ্বাস ছিল..এর চেয়ে বড় আর কিছু হতে পারে না 😊😊
ছোটবেলায় যে গল্পগুলোর শুধু নাম শুনেছিলাম অথবা দাদু ঠাকুমা দের মুখে কিছুটা শুনেছিলাম সেগুলো আজ এত সুন্দর করে শোনানোর জন্য অসংখ্য ধন্যবাদ গল্পঃ মীরের ঠেক ❤
Aparajita Adhya is ANOBODYO. I can’t believe someone can create such expressions just by using her voiceover. Amazing talent we have. Mir thanks for creating such content.
অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, শুনুন এবং শোনান- mirafsarali.oia.bio/mirofficialyoutube।
❤️🌻
hey, Mir da can you give us Harry Potter , please!
এখনও অবধি সেরা পর্ব...অসাধারণ...প্রত্যেকের পাঠ ভীষণ সাবলীল আর স্পর্শ করেছে...অপরাজিতা আঢ্য, সমাপন মিশ্র, ঊর্মিমালা বসু নিয়ে কোনও কথা হবেনা...
মীরদা অসাধারণ...
নেত্যকালী চরিত্র টাও দারুণ...
সুমিত সমাদ্দারের এমন চরিত্র অভিনব...
দিগম্বরী বুঝি উর্মিমালা বসু! মির দা হিরে খুঁজে বের করেছেন।
Akdom thik.
এ তো সৎ বৌদি নয়, এ হলো নিজের মা! শরৎচন্দ্রের লেখা মানেই দু চোখ বেয়ে জলধারা নামবেই! সকলের অভিনয়ে এ কাহিনী আরও জীবন্ত হয়ে উঠেছে! ❤❤❤❤❤❤❤❤❤❤
Stti tai sunchi r Chok diye jol pore galo r sob thake boro holo jar gola te sunte palim se anik sundor hobe na ba keno mir da to
Such a heart touching story.
সত্যিই চোখ দিয়ে জল গড়াচ্ছে
গল্পটা শুনতে শুনতে একটা সময় এসে আর আটকে রাখতে পারলামনা চোখের জল,কুর্নিশ জানায় প্রত্যেক কলাকুশলীকে.... মীর দা তুমি সেরা🫡
বছর 20 এর আগের স্কুল জীবন টা চোখের সামনে ফিরে এলো।2003 তখন ক্লাস 6তে পড়ি,অ্যানুয়াল পোগ্রাম তে ক্লাসে 3rd হওয়ায় স্যার দের কাছথেকে এই গল্পের বইটি উপহার পেয়েছিল।হয়তো খুব দূরন্ত ছিলাম বলেই মনে হয় এই বইটি আমায় দেওয়া হয়েছিল।তার এত গুলো বছর পর গল্পটি আবার নতুন করে শুনে চোখে জল ধরে রাখতে পারলাম না।সত্যি মিরদা তুমি অনবধ্য।নতুন করে বাংলা সাহিত্যকে প্রত্যেকটি বাঙালির দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
তিনবার শুনলাম তিনবারই চোখ দিয়ে জল বেরিয়ে গেল। সত্যিই মীরদা তুমি শ্রেষ্ঠ।
এখনো পর্যন্ত জীবনের সেরা গল্প...বারে বারে চোখে জল চলে আসছে.
এটা খুবই সুন্দর মীর দা🙏
অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, শুনুন এবং শোনান- mirafsarali.oia.bio/mirofficialyoutube।
❤️🌻
এই যুগে, বাবা-মা ছাড়া এইরকম নিঃস্বার্থ ভালোবাসা পাওয়া ভাগ্যের কথা !
অনবদ্য উপস্থাপনা ❤
Sunchilam. Ei sesh holo. Chok diye jal je kakhon amar goriyechilo bujte parini.
উফফ উফফ ,কি উপস্থাপনা!কি অভিনয়! অসম্ভব সুন্দর।কিছু দিন আগে একটা বাংলাদেশী নাটক দেখেছিলাম এই রকম শেষে কাঁদতে হলো এখানেও তাই।নারায়াওনির অভিনয় উফফ ।ভয়েস টা সেই রকম! আজকে শুনলাম দুদিন পরে আবার শুনব
এর আগেও পড়েছি এই কাহিনী, তবে দুঃখ পাইনি.. আজ Audio Story তে শুনে বেদনা ভরা চোখের জল উপচে পড়ছে, এই প্রথম কোনো audio Story কাঁদিয়েছে.. Mir Da তুমি সেরা ছিলে, থাকবে.. এত নিখুঁত অভিনয় প্রণাম সবাই কে 🙏... আর হ্যাঁ আমি বাবার ধাম তারকেশ্বরের বাসিন্দা, ঠেকের সবার নিমন্ত্রণ রইলো শ্রাবণ মাসে 💐
বাঙালি না হলে এই অসাধারণ উপস্থাপনা গুলোকে উপভোগ করতে পারতাম না। ঈশ্বরকে ধন্যবাদ জানাই শ্রেষ্ঠ উপহার হিসেবে মীর দা কে আমাদের মাঝে দেওয়ার জন্য। মীর দা ও তার টিম আপনারা সকলেই ভালো থাকুন ও সুস্থ থাকুন। এভাবেই আমাদের জীবন এরকম দুষ্প্রাপ্য উপহারে ভরিয়ে তুলুন। ধন্যবাদ জানাই মীর দা ও তার সম্পূর্ণ টিমকে।
অপরাজিতা আঢ্য এবং সমাপন মিশ্রের অভিনয় একবারে মুগ্ধ করে দিয়েছে। ঊর্মিমালা বসুর অভিনয়ের সম্বন্ধে আলাদা করে বলার কিছু নেই।এক কথায় অসাধারণ।
আসলে, মীর দাকে দেখে, তার কন্ঠ শুনে আমরা অনুপ্রাণিত হই। কিছু কিছু মানুষ আছে যাদের কথা শুনলে মনে হয়, এদের কোনো কালেই অবিশ্বাস করা যায় না। যারা আমাদের ভেতরটাকে নাড়া দেয়।অনেক অনেক ধন্যবাদ ও ভালবাসা মীর দা❤❤
মন টা জুড়িয়ে গেলো। নারায়ণী এর ভূমিকায় অপরাজিতা দি এক কথায় অনবদ্য। উর্মিমালা দেবীর দিগম্বরী ও খুব মানানসই হয়েছে।
গল্প শুনে কাদলাম যে....🥹 Entire voice artist দের কুর্নিশ জানাই.... গল্পটাকে সত্যিতে পরিণত করার জন্যে❤
এই সব লেখা আর এমন জীবন্ত অভিনয়, সত্যি বলছি আর কোন দিন শুনতে পাবো ভাবিনি। তোমাকে অনেক ধন্যবাদ মীর দা । বাংলা সাহিত্যের অন্যতম লেখাগুলো আমাদের সামনে তুলে ধরার জন্য।
এরকম আরও মণিমাণিক্য আমাদের সামনে নিয়ে এসো মীরদা।👍❤️❤️
অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, শুনুন এবং শোনান- mirafsarali.oia.bio/mirofficialyoutube।
❤️🌻
চোখে জল এসে গেল শেষের দিকে🥺, এই উপস্থাপনার কোনো তুলনা হয় না। অসাধারন সব ঘটনা গুলো যেনো চোখের সামনে দেখতে পাচ্ছিলাম। 🥰🥰🥰🥰
এমন সম্পর্ক আর কোথায়, জীবন্ত এবং কিংবদন্তি অভিনয় ❤❤❤
সমস্ত গল্প টাই যেনো চোখ এর সামনে ফুটে উঠছিল। অপরাজিতা দিদি আর সমাপন দাদার কণ্ঠস্বর সত্যি গল্প টার জীবন্ত রূপ দিয়েছেন।মির দা k নতুন করে ধন্যবাদ দেওয়ার দরকার নেই,,কারণ আমাদের দৈনন্দিন জীবন এর একটি অঙ্গ হয়ে গেছেন উনি। এক কথায় অসাধারণ ♥️♥️♥️♥️♥️
কান্না তো দুর হৃদয়টাও যেন বের হয়ে আসছিল ❤। সত্যিই অনবদ্য ❤
কলেজ জীবনে বাংলায় অনার্স ছিল আমার,
"রামের সুমতি" পড়েছি বেশ কয়েক বার।
কিন্তূ এমন জীবন্ত ভাবে অনুভব কোনোদিন হবে ভাবতে পারিনি।
অনেক ভালোবাসা রইলো গপ্পো মীরের টিমকে। ❤️❤️❤️
প্রিয় মানুষের রচনা , কি অসাধারণ! আমাদের ছাপোষা জীবনের অনেক কাছাকাছি, যেন জীবন্ত 🤍🤍
শুধু গল্প শুনলাম বলে মনে হলো না,সম্পূর্ণ গল্প টা যেনো পুরো চোখের সামনে সিনেমার মতন চললো পুরো সময় টা জুড়ে ❤
প্রত্যেকের এতটাই ভালো কাজ 😌
বাঙলা সাহিত্যের অতল পারাবার থেকে এইভাবে মণি মুক্ত তুলে আনার জন্য মীর ভাই কে অনেক অনেক ধন্যবাদ ❤😮
আহা!অসাধারণ উপস্থাপনা।প্রতিটা চরিত্র যেন জীবন্ত হয়ে চোখের সামনে ভাসছে। অপরাজিতা আর সমাপন ওনারা নারায়নি আর রামের চরিত্রের জন্য একদম পারফেক্ট।অসংখ্য ধন্যবাদ মীর দা❤️😊।
এই ভাবেই আমাদের এই 'ঠেক' একদিন সবার মনে জায়গা করবে শুধু তোমার জাদুতে❤️
Hmm
Who gave you the right to make us cry????without seeing but only listening , my heart is overwhrlmed…..its overwhelmed with tears…..i thought its a light hearted story,but it made me emotionally vulnerable,i was totally deeply engaged in the story…. I forgot it was a story only. Salute to great Mir who has the capacity to reach the heart of his audiences by only story telling. Incredible
"রামের সুমতি" গল্প টি প্রথমবার পড়ে খুব কেঁদেছিলাম, তারপর যতবার পড়েছি ততবার মনটা ভারী হয়ে উঠেছে। আজ আবার চোখ জলে ভরে গেল।
এই প্রথম কোনো গল্প শুনে কান্না আটকাতে পারলাম না ..কতটা সুন্দর অভিনয় সেটা বলার অপেক্ষা রাখে না ❤️❤️❤️
নিষ্ঠুর হৃদয় না হলে তার চোখে জল😭 আসতে বাধ্য ৷ সত্যি গল্প শুনেও চোখে জল আসে ৷ সেলুট # Mirsir কে🙏🙏
তাই কি? সবই কি শুধু চোখের জলে লেখা থাকে।
Mir da ka noy শরতৎবাবুকে(সেলুট জানান)
এতো সুন্দর উপস্থাপনা কখনো হাসি পেলো কখনো চোখের কোণে জল চলে এলো ❤️ সত্যি মীর স্যার ❤️আরো এমন উপস্থাপনা চাই
সেই শুক্রবার রাত আটটার নাটক যেন আর একবার ফিরে এলো! অনেক দিন পর আবার নাটক শুনে হাপুস নয়নে কাঁদলাম!
মীরকে জানাই আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা ❤
অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, শুনুন এবং শোনান- mirafsarali.oia.bio/mirofficialyoutube।
❤️🌻
অসাধারন এ যেন একটা জীবন্ত উপস্থাপন।
শরৎচন্দ্রের হীরে আজ মীরের সোনার আংটিতে জ্বলজ্বল করে উঠল। অসাধারণ মীর দা ও পুরো টীমকে অভিনন্দন।
কেঁদে ভাসালাম,এখন হালকা লাগছে। ধন্যবাদ পুরো টিম বিশেষ করে অপরাজিতা ম্যাম কে🙏
Sotti golpota sune chokhe jol chole also,,,,,,
চোখে জল এলেও গল্পঃ শুনে মন টা ভরে গেলো। অপরাজিতা ও সমাপন দুজনেই ফাটাফাটি👌
মনে হয় ,এই ঠেক - এর এখনও পর্যন্ত শ্রেষ্ঠ উপস্থাপনা এটাই।❤
অসাধারণ।।। সব চোখ এর সামনে ঘটে গেলো।।। চোখ দিয়ে জল ও পড়লো তাই
অনেক দিন পর গল্প শুনে চোখে জল এলো. সত্যি নারায়ণী আর রাম দুজনের অভিনয় এত জীবন্ত করেছে যে শেষে চোখের জল ধরে রাখা যায় নি. এখনও যেনো মনে রেশ আছে গল্পটার 💖. এখন থেকে one of my fav story "রামের সুমতি" তার সাথে "শ্রীকান্ত ও ইন্দ্রনাথ " তো আছেই 😌❤
Thank you Mir da ❤😊 এত সুন্দর সুন্দর গল্প আমাদেরকে উপহার দেওয়ার জন্য 🫶🏻💝
একটানা শুনলাম প্রত্যেকের অভিনয় একবাক্যে অসামান্য। বিশেষ করে আমাদের প্রত্যেকের প্রিয় অপরাজিতা এবং উর্মিমালা দেবীর 💖
শরত বাবুর লেখায় মানবিক বোধ, প্রেম, মায়া এত স্পষ্ট। ধন্যবাদ সকল আর্টিস্ট দের। ❤
দাদা আজকের চরিত্রের বৌদি মনি ও রাম দুজনের ভয়েসের দ্বারা মন জুড়িয়ে গেলো তাদের মধ্যে যে স্নেহ,ভালোবাসার টান (মা ও সন্তানের মতো)তা শুনে শেষে চোখ থেকে আপনি জল চলে আসলো ❤।।
খুব সুন্দর ভয়েস ..❤
আজ মাদার্স ডে এর সেরা উপহার। মাকে দেখিনি আজ প্রায় সাড়ে নয় বছর। এই গল্প বলায় যেন যত্ন করে লালিত সেই স্মৃতিতে ফিরে গেলাম। সব মায়েরা ভালো থাকুন।
kede felechi dada...osadharon ovinoy ...osadharon... aparijita mam ke amar pronaam,,ar somapon er jonyo onek onek valobasa roilo...
চোখের জল আটকে রাখতে পারলাম না, মীরদা।। দারুন লাগল গল্পটা ❤️🥺❤️
ছোট বেলার কথা মনে পড়ে গিয়েছিলো আর বুকের মধ্যে সেই চাপা ভাব অনুভব করছিলাম। ধন্যবাদ আশাকরি শরৎচন্দ্রের আরো গল্প নিয়ে আসবেন।🙏🏼
Chokher jole vese gelam.... Ato sundor prostabona... Apa mam r ram ki r bolbo porottek ta choritroi sotti karer mato.... 🌹🌹
গল্পটা পড়ে যতটা ভাল লেগেছিল... তারচেয়ে বেশি শুনে ভালো লাগলো।
ধন্যবাদ গপ্পো মিরের ঠেক❤
অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, শুনুন এবং শোনান- mirafsarali.oia.bio/mirofficialyoutube।
❤️🌻
প্রতিটা চরিত্র যেন ভীষণ রকম জীবন্ত.... এরকম আরো আরো অনেক গল্প শোনার অপেক্ষায় থাকলাম... Love you gurudev ❤️🙏🏻
শরৎচন্দ্রের অমর লেখনী অসাধারণ ভাবে উপস্থাপিত হয়েছে। শেষটা চোখের জল বাঁধ মানলো না। বিশেষ ভাবে উল্লেখ করতে চাই অপরাজিতার কথা। কি সাবলীল কন্ঠদান। কানে শুনেই নারায়ণী কে উপলব্ধি করতে পারছিলাম। আরও অনেক চরিত্র জীবন্ত করে তুলতে ওনাকে চাই। ঠেক জমে উঠেছে। গল্প নির্বাচন, কন্ঠদান, আবহ সংগীত সবেতেই ঠেক জমজমাট।
গল্প টা শুনতে শুনতে চোখ জলে ভরে গেলো, কি অসাধারণ উপস্থাপনা... অপরাজিতা দিদি অনবদ্য। ধন্যবাদ মীর দা এই অপূর্ব সৃষ্টির জন্য ❤❤❤
Sotti tai chito balar dustumi ar man oviman ar kotha Mone pora galo ❤❤