#GoppoMirerThek

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 ноя 2024

Комментарии • 747

  • @pritamvai4002
    @pritamvai4002 Год назад +418

    তোমার কণ্ঠে পথের পাঁচালী শুনতে চাই ।
    সবাই একমত হলে লাইক করো 😊

    • @moumitamondal3012
      @moumitamondal3012 Год назад +2

      হ্যাঁ প্লিজ অনেক ইচ্ছে😢

    • @paramitachakraborty7705
      @paramitachakraborty7705 Год назад +4

      একদম দারুন হবে

    • @sahadevgiri2828
      @sahadevgiri2828 Год назад +4

      শুনতে ভালো লাগে মাঝে মন টা খারাপ হয়ে যায়

  • @swamimaiyasmin2326
    @swamimaiyasmin2326 Год назад +16

    মধ্য বয়সে পৌঁছে এই গল্প শুনতে শুনতে আমার মনে হল যেন মায়ের কোলের কাছে শুয়ে সেই গল্প আবার শুনছি। আমার ঠাকুমাকে আমি পাইনি, কিন্তু মা আমাদের সমস্ত আবদার মিটিয়েছে। জ্যাঠাতুতো,খুড়তুতো সব ভাই-বোনেরা একসাথে গল্প শুনতাম মায়ের কাছে শুয়ে। আমাদের ছেলে মেয়েরাও মায়ের কাছে এই গল্প শুনেছে। আজও এইসব গল্প সমানভাবে সমাদৃত। থ্যাংক ইউ মীর ভাই এত সুন্দর গল্প শোনানোর জন্য।

  • @debodhritidas1765
    @debodhritidas1765 Год назад +13

    পুরো ছোটবেলায় ফিরে গেলাম।❤
    খুব ভালো লাগল বাঁদর এর পাঠ যিনি করেছেন তার গলাটা।

  • @sandeepnaskar9577
    @sandeepnaskar9577 Год назад +15

    অনবদ্য সোমক দা, আবোল তাবোল এর পর এটা, অসাধারন, specially বানরের character টা 🔥

  • @toshalichakraborty4949
    @toshalichakraborty4949 Год назад +3

    Ki je bhalo laglo...mon theke onek thank you ek tukro chotobela firie deoar jonno..

  • @sayheytodia29
    @sayheytodia29 Год назад +36

    ছোট বেলায় দিদা-ঠাম্মার মুখে এসব গল্প শোনার সৌভাগ্য হয়নি। মীর স্যারের দৌলতে সে স্বপ্ন পূরণ হলো। ❤

  • @osimakhatun310
    @osimakhatun310 Год назад +13

    mirafsarali,, কোন বাল্যকালে হারিয়ে গেলাম তোমার এই অভিনব অভিযান এর দৌলতে.. 😢😢 মন খারাপের পড়শি-রা, এই শনিবার করে উঁকি ও মারতে পারেনা গপ্পো মীর এর ঠেক এর দরজায়.. hat's up 🙏 mirafsarali.. 🙏🌹🙏🌹🙏🌻💐🌻

  • @MsGirlnextdoor123
    @MsGirlnextdoor123 Год назад +12

    অসাধারণ। এখনকার বাচ্চাদের এই অপরূপ সৃষ্টি ফিরিয়ে দেবার জন্যে আপনাদের কিভাবে ধন্যবাদ দেব জানিনা। প্রত্যেকে এত কুশলী! কিন্তু আমার মন কেড়েছে বানর 🤗🤗

  • @riishitaa
    @riishitaa Год назад +7

    সত্যি মীর স্যার তোমার কোনো তুলনা হয় না । এত সুন্দর ভাবে অডিও টা প্রেজেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ । সত্যিই দারুন ।। 💕

  • @prasunroybappa
    @prasunroybappa Год назад +8

    আহাঃ ॥ একেবারে মন ছুঁয়ে গেল। চোখের সামনে ছোটোবেলায় দাদু-দিদার কোলে শুয়ে রূপকথার গল্প শোনার দিনগুলো ভেসে এল যেন । ক্ষনিকের জন্য হলেও যেন বাচ্ছা হয়ে গিয়েছিলাম আবার । ❤❤❤

  • @snigdhabose6440
    @snigdhabose6440 6 месяцев назад +1

    Thakurma golpo shonate khoob bhalobashten ar ami shunte, ajke hothat youtube ghnate ghnate ei golpo ta peye, khoob khushi holam. Mone holo thakurma e jeno shonachhen
    Team Mir❤ Special love Godhuli and Somak

  • @nanditamitra8029
    @nanditamitra8029 Год назад +9

    বাঁদরের কথা বলার পর খিঁখিঁ আওয়াজ টা দারুণ লাগল। পুরো একটা সত্যি বাঁদর বারবার চোখের সামনে ভেসে উঠছিল। ❤ দারুণ উপস্থাপনা দাদা।

  • @purushattamnandi2702
    @purushattamnandi2702 Год назад +9

    অনেক দিন পর ক্ষীরের পুতুল আবার শুনলাম। চোখের কোনে চিকচিক করে উঠলো। অনেক ছোটবেলার কথা মনে পড়ে গেলো। আমার প্রথম নৃত্য শিক্ষকের হাত ধরে বহুবার মঞ্চস্থ হয়েছে এই ক্ষীরের পুতুল। এখন এই সব বন্ধ হয়ে গেছে । খুব মন ছুঁয়ে গেলো। আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি অবনীন্দ্রনাথ ঠাকুরের " রাজ কাহিনী" বইয়ের পদ্মাবতী গল্পটা নিয়ে কাজ করেন তাহলে অনেক ভালো লাগবে। ❤🙏

  • @niveditamahanta633
    @niveditamahanta633 Год назад +8

    এক বুক ভরা ভালবাসা আর আদর team গল্প মীরের ঠেক কে... এই বয়সেও মায়ের কোলে বসে থাকার অনুভূতিটা ফিরিয়ে দেবার জন্য ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @shubhayanchakraborty8654
    @shubhayanchakraborty8654 Год назад +7

    অসাধারণ একটা গল্প। আজ আবার শুনে মনটা ছেলেবেলায় চলে গেল। মতি নন্দীর বুড়ো ঘোড়া গল্পটা তো আগেই শুনেছি that's nostalgia. যদি মতি নন্দীর কোনি গল্পটা শোনান তাহলে আমার মতো অনেকেই র মন ভরে যাবে। আর ক্ষিদদা -র তোমাকেই মানাবে Mir Sir. একজন ছোট্ট থেকে আপনার কন্ঠের ভক্ত এই অনুরোধ করল।

  • @namratachowdhury2645
    @namratachowdhury2645 Год назад +2

    Maa shonato amae khirer putul er golpo, dupure khawate boshe. Maa golpo na bolle khetam e na. Modhur din shob. Ei golpo amae shoishob er shei din guli te niye galo..
    Thank you team goppo mirer thek

  • @nilatrishu
    @nilatrishu Год назад +15

    দুর্দান্ত...আমাদের চার বছরের ছেলে খুব মন দিয়ে শুনলো.. আর খুব মজা পেলো.. Excellent Presentation...অনেক ধন্যবাদ মীরদা & Team❤❤

  • @sayahnikamishra8583
    @sayahnikamishra8583 Год назад +4

    ঠাকুমা ও দিদার কাছে শৈশবে এই গল্প টা শুনেছিলাম। বড্ড প্রিয় এই গল্প টা আমার। আজ ছোটবেলার প্রিয় গল্প টা আমাকে দীপাবলি ও কালী পুজো তে উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ মীর দা ।

  • @Krishanu-c2j
    @Krishanu-c2j Год назад +5

    আমার কাকু ছোট্ট বেলা এই বই টা আমাকে গিফট করেছিল। ছোট রনির চাওয়া সেই পায়রা র ডিম এর মত মুক্ত র মালা আর আকাশ এর মত নীল শাড়ি কত ই না সুন্দর হতে পারে পড়তে পড়তে কল্পনা করতাম.. আবার সেই ছোট বেলা টা ফিরে এলো যেনো... চোখ এ জল,মুখ এ হাসি.. এ যেনো এক অকৃত্রিম আনন্দ। ধন্যবাদ মিরদা। আবার সেই ছোট বেলা ফিরিয়ে দেওয়ার জন্যে...❤❤❤

  • @sriparnachatterjee7948
    @sriparnachatterjee7948 Год назад +6

    কি অসাধারণ ।।।অনবদ্য ।।।জানা গল্প কিন্তু কি অপূর্ব উপস্থাপনা।।কোনো প্রশংসাই যথেষ্ট নয় ।।।।😢😊❤❤এই রকম গল্প আরও চাই ।।😊❤

  • @osimakhatun310
    @osimakhatun310 Год назад +5

    বাহ্ একদম নতুন স্টাইল এ আজ গপ্পো মীর এর ঠেক দরজা খুলল.. অসাধারণ মীর আফসার আলী.. কি যে ভাল্লাগছে, সেই ছোটোবেলার সুয়োরানী~দুয়োরাণীর গল্প শুনছি.. 🤗 🤗 🎉😂🎉awesome 👍 🙏👍 মীর কন্ঠে রাজার গম্ভীর স্বর অনবদ্য.. uffffff excellent 👌 💚 সোমক এর গল্প পাঠ,, ক্ষীরের পুতুল আলাদা মাত্রায় রঞ্জিত হল.. দুঃখী রানী গোধূলির অভিনয়, বীভৎস রমনীয়.. 🎉🎉 মীর আফসার আলীর এমন প্রয়াস, চিরকালের পাথেয় হয়ে থাকবে আমাদের হৃদয়ের গভীরে.. 🤗🙏🤗🙏🤗💫💫💫🥰🥰🌹🌹

  • @dipayangoswmi2016
    @dipayangoswmi2016 Год назад +4

    চোখ বন্ধ করে সেই শৈশবে ফেরত গেলাম যেন।আহা! কত সুন্দর ছিল সেই সময়।সেই সুয়োরানি আর দুয়োরানির কথা, যেন সোনার তবকে মোড়ানো। অসাধারণ মীর দা।❤❤❤❤

  • @bidisharay6694
    @bidisharay6694 Год назад +6

    ছোটবেলার নস্টালজিয়া ফিরিয়ে দিলে মীর। বহুদিন পরে ফিরে গেলাম সেই মায়াবী ভাললাগার রাজ্যে।ষাটের কোঠায় পৌঁছেও পুরোনো হয়নি তা একটুও। যখন বইটা পড়েছিলাম তখন children's day র নাম শুনিনি। কিন্তু আজ জানলাম মনের ভিতর সেই শিশু আজও বেঁচে আছে। অনেক শুভেচ্ছা ভাই।

  • @sayantikadutta643
    @sayantikadutta643 Год назад +5

    বইমেলা থেকে বাবা প্রথম একটা বইটা কিনে দিয়েছিল... গোগ্রাসে গিলতাম গল্পগুলো ... ক্ষীরের পুতুল পড়েছিলাম সেই সময়... এক টুকরো ছোটবেলা যেন এসে ছুঁয়ে গেল আমাকে... ছোটবেলা মানে মা, বাবা, কত কি... আজ কেউ নেই, কিছু নেই...
    অনেক ধন্যবাদ মীর স্যার, অনেকটা।

  • @SrabarnaDey
    @SrabarnaDey Год назад +45

    লাইব্রেরী থেকে এনে পড়া প্রথম বই... বছর কুড়ি আগের কথা মনে পড়ে গেল 😌❤

    • @ranjonghosh5476
      @ranjonghosh5476 8 месяцев назад +1

      আমারও তবে সাত বছর আগে😊

  • @pritam827
    @pritam827 Год назад +4

    খুব ছোট বেলায় ক্ষীরের পুতল গল্প টা শুনেছিলাম আজ আর একবার সৌমক দার আর আমাদের সবার প্রিয় ক্যাপ্টেন মির দার গলায় শুনতে গল্প টা জীবন্ত হয়ে উঠেছে ❤️❤️অনেক ধন্যবাদ

  • @kaushikaroychoudhury1842
    @kaushikaroychoudhury1842 Год назад +9

    আমার দুটি ৩ বছরের পুঁচকে ছেলে আজ গল্পের অপেক্ষায় বসে আছে। দুপুরে "লালকমল নীলকমল" শুনে ঘুমোলো। বিকেলে উঠে বললো মা আজকে আঙ্কল বলেছে নতুন গল্পঃ শোনাবে।

  • @kuhuburman7676
    @kuhuburman7676 Год назад +69

    I am 57 and still enjoying this wonderful story, thanks to Mir n his team, 🙏❣️👍

    • @spofficialpage
      @spofficialpage Год назад +6

      ❤❤😮

    • @realmir
      @realmir  Год назад +24

      Glad you like it ❤️

    • @Desicartoon-on5hb
      @Desicartoon-on5hb Год назад +3

      ​@@realmirদাদা এবারে গল্পটা যেন তারানাথ তান্ত্রিকের হয়।

    • @SrijandeepBasu2015
      @SrijandeepBasu2015 10 месяцев назад +1

      ​@@Desicartoon-on5hb Mir sir khub bhalo laglo golpo ta 😊

  • @summibhuiyan148
    @summibhuiyan148 10 месяцев назад +5

    Godhuli,Krishna played an outstanding role.

  • @shyamalidhar2752
    @shyamalidhar2752 Год назад +2

    Khirer putul onek choto theke e nana form a shunechhi dekhechhi kintu tthheke ei golpo ekta onno matra peyeche, mone hlo natun shunchhi. Onek dhonnobad goppo mirr thhek ke

  • @sangitabiswas8985
    @sangitabiswas8985 Год назад +5

    কি সুন্দর উপস্থাপনা, ছোটবেলার সেই বইটার কথা, আর তার ভেতরের ছবিগুলোর কথা মনে পড়ছে। ধন্যবাদ poster এ একই ছবির জন্যে। এবার রাজকাহিনী শুনতে চাই। ❤

  • @jayeetasarkar241
    @jayeetasarkar241 11 месяцев назад +4

    পুরনো বইয়ের পাতা উল্টে পুরনো সময় টা যেনো চোখের সামনে দেখলাম.. আবার..
    Thank you মীর দা 😊😊😊

  • @ankitabhattacharya210
    @ankitabhattacharya210 Год назад +18

    কি যে সুন্দর লাগলো শুনে কি বলবো।। মনটা সেই ছোট্টবেলার দিনে ফিরে গিয়েছিল ❤❤ অনেক ধন্যবাদ এত ভালো গল্পটা শোনানোর জন্য।। সবাই অনবদ্য🥰🥰

  • @krishpayel3130
    @krishpayel3130 Год назад +1

    ছোটোবেলা টাকে আবার ফিরে পেলাম মীর দা। সেই ঝিম ঝিম দুপুর। করিবরগা.... আর আমার দিদুন.... ❤️❤️❤️❤️

  • @somnaths.m5774
    @somnaths.m5774 Год назад +131

    অজস্র "স্মৃতি" জড়িত এই গল্পের সাথে।আজ জীবন যুদ্ধের শেষ পর্যায়ে এসেও দুরন্ত"শৈশব"কে আকড়ে ধরতে বড়ো ইচ্ছে করে। ধন্যবাদ "মীর" স্যার।🙏🏻🙏🏻

    • @somnaths.m5774
      @somnaths.m5774 Год назад +7

      গল্পের সময় সীমা - 59:25

    • @realmir
      @realmir  Год назад +26

      ❤️

    • @somnaths.m5774
      @somnaths.m5774 Год назад +6

      ​@@realmirThank you ❤❤

    • @kothaykobitaysanghamitra9376
      @kothaykobitaysanghamitra9376 Год назад +1

      agree.

    • @chayanvlog
      @chayanvlog Год назад +1

      ​@@realmir👹👻ভূত চতুর্দশী চলে গেল , এ সপ্তাহে একটা ভূতের গল্প না হলে গল্পের আসর জমে কি? আশা করি শ্রোতাদের কথায় একটা ভূতের গল্প দেবে ভূত চতুর্দশী সম্পর্কিত।💗💗💗💗💓❤️💕👍🎆🎇🎉🎉 দীপাবলি শুভকামনা রইলো, মীর চ্যানেল অনেক বড় হোক।🥰❤

  • @Paheli782
    @Paheli782 Год назад +2

    অনেক বছর আগে যখন অনেক টা ছোট ছিলাম,মায়ের কাছে প্রথম এ গল্প শোনা,তারপর আজ।আজ অবধি এর ফ্যান্টাসি থেকে বেরোতে পারলাম না,অনেক ধন্যবাদ মীর দা।
    বানরের কণ্ঠ: অসাধারণ

  • @gopalmondal9545
    @gopalmondal9545 Год назад +4

    এই গল্পটা আমাদের সবার শৈশব, অনেকটা‌ আবেগ জড়িয়ে আছে এই গল্পটার সাথে 🥺
    Captain, তোমাকে ধন্যবাদ দেওয়ার ভাষা সত্যিই আমাদের নেই, কিন্তু তুমি যে আমাদের শৈশবকে আবার ফিরিয়ে দিচ্ছ, তার জন্য আমরা সবাই তোমার কাছে কৃতজ্ঞ থাকব।।❤️🙏

  • @osimakhatun310
    @osimakhatun310 Год назад +2

    এমন গল্প শোনালে মীর আফসার আলী.. 👌👌মনে হচ্ছে সত্তর থেকে সাত বছরে ফিরে এলাম.. 🤗 🤗 💚 👏🙏👏🙏👏😊😊🙂🎉🎉 ক্ষীরের পুতুল কে, এভাবে পার্ট পার্ট করে উদর পূরণ করা ষষ্টি ঠাকুরুন এর ..ভীষণ কষ্টের.. 😢😢😢 শ্রদ্ধেয় 🙏 অবনীন্দ্রনাথ ঠাকুরের 🙏, এমন গল্প রচনা অভিনব চমৎকারী আনন্দের.. 🤗 🤗 💚 🙏🙏🙏🙏🙏 👍💫👍🌻🌻🌹

  • @tantiloves
    @tantiloves Год назад +7

    I do not have the audacity to praise the work of legends like Mir, Somak and the rest. Did not even realize when I travelled from Unitech to Jadavapur listening to this, neither for the first time in 4 years did I notice the office time jam at Chingrihata... How would I? I was busy repairing Duo Rani's house in my mind. Thank you Goppo Mirer Thek for transporting me to a completely different world. One request: please please please please do Rajorshi some day... And Buro Angla...

  • @sharmisthamondal3241
    @sharmisthamondal3241 Год назад +1

    তৃতীয় বার শৈশবে ফিরে গেলাম। প্রথম বার যখন নিজের শৈশবে পড়ে ছিলাম। দ্বিতীয় বার যখন ছেলে কে পড়ে শুনিয়ে ছিলাম আর আজ তৃতীয় বার। ধন্যবাদ 🙏🙏

  • @Proggag
    @Proggag Год назад +8

    দুয়োরানি, শুয়োড়ানির রাজ্যে হারিয়ে গিয়েছিলাম যেনো।😅❤️❤️
    অসংখ্য ধন্যবাদ মীর দা আর পুরো টিম কে। 💙💙
    আর সোমকদার গল্পপাঠ জমে ক্ষীর।🤍🤍
    শুভ দীপাবলি।🪔🪔

  • @debadritamandal5515
    @debadritamandal5515 Год назад +1

    Ei golpo ti amar 6 bochor boyeshe prothom Shona...moner bhitore sporsho kore galo ......dhonnobad mir da etodin shundor golpo ti upohar diye shoishober smriti shoron koriye dewar jonno...onek bhalobasha roilo

  • @salmakhatun8265
    @salmakhatun8265 Год назад +4

    গল্প টা প্রথম দেখে ক্লাস এইটের কথা মনে পড়লো
    একদিন ক্লাস এইটে ম্যাডাম এই গল্প টা করেছিল
    আজ গল্প টা শুনে পুরনো স্মৃতি তাজা হয়ে গেল ❤❤❤
    ধন্যবাদ আপনাদের সবাইকে ❤

  • @sutrishnadas6708
    @sutrishnadas6708 Год назад +8

    এই গল্প আমি আগে টিভিতে দেখেছি আজ শুনলাম। সত্যিই দেখার থেকে শুনে আমার মন ভরে গেল 🥰।তাই আজ খুব বলতে ইচ্ছে করছে মীর দা "এই ঠেকে যার একবার মন বসবে সে বারবার ফিরে আসবে"....❤️❤️❤️

  • @duttadishani
    @duttadishani Год назад +13

    নস্টালজিক ❤❤ গল্পটা বহুবার নৃত্যনাট্য রূপে কলকাতার বহু মঞ্চে পারফর্ম করেছি ছোটবেলায় (আমি হতাম ওই বানর😅😊)। সেই সব দিনগুলো আবার মনে পড়ে গেল।

  • @mrigankaghosh6564
    @mrigankaghosh6564 Год назад +3

    গল্পটা শুনে সেই শৈশবের দিনের কথা মনে পরে গেলো বাবার কাছ থেকে নিয়ে যখন এই সুন্দর গল্পের বইটা পড়েছিলাম 🥰❤️📖📚। আর বইটাতে সুন্দর সুন্দর সেই ছবি গুলোর কোথাও অল্প অল্প মনে পড়ে । উফফ কোনো গল্পের বই পড়া আবার সেই গল্পের সুন্দর সুন্দর ছবিগুলো যখন তুলে ধরা হয় সেই গল্প পড়ার আনন্দ অনুভূতিটা আরো বেশি বেড়ে যায়🥰।অনেকে অনেকে প্রণাম 🙏অবনীন্দ্রনাথ ঠাকুর কে এতো সুন্দর একটা গল্প আমাদের উপহার দেয়ার জন্য।
    অসংখ্য অসংখ্য ধন্যবাদ গপ্প মীরের ঠেক গোটা টিমকে এবং স্পেশালি মীর দা কে ❤ এত সুন্দর ভাবে গল্পটা আমাদের মধ্যে উপস্থাপন করার জন্য🫡। সত্যি খুব আনন্দ পেলাম গল্প টা শুনে আবার 😊।

  • @suchismitasmusic6525
    @suchismitasmusic6525 Год назад +6

    গল্প শুনে ছোট্ট হয়ে যেতে ইচ্ছা করছে আবার... Thank you মীর দা...

  • @gouravshannigrahi2550
    @gouravshannigrahi2550 Год назад +21

    হৃদয় থেকে কিছু দিতে চাই না,গোটা হৃদয়টাই দিতে চাই মীর দাকে❤️❤️❤️

  • @Agnishkarmakar-r9q
    @Agnishkarmakar-r9q Год назад +3

    Literally had tears listening to this story... সেই ছোটবেলার স্মৃতি পেলাম

  • @monicahazra6813
    @monicahazra6813 Год назад +18

    গল্প শুনতে শুনতে রূপকথার দেশে হারিয়ে গিয়েছিলাম ❤❤❤অসাধারণ মীর দা 🙏🏻

  • @BarnalMondal-ev7pp
    @BarnalMondal-ev7pp 9 месяцев назад +1

    মন প্রাণ জুড়িয়ে গেল শুনে শুনতে-শুনতে মনে হচ্ছিল সবটা চোখের সামনে দেখতে পাচ্ছি

  • @SutapaTamili-bb3cw
    @SutapaTamili-bb3cw Год назад +43

    গল্প শুনতে শুনতে মনে পড়ছে সেই শৈশবের দিনগুলো, আহা কি মধুর ছিল সেসব মুহুর্ত, আবার যদি ফিরে পেতাম

  • @justfollowwhatyourheartsays
    @justfollowwhatyourheartsays Год назад +28

    একদিন 'কালের মন্দিরা' (উপন্যাস)
    -শরদিন্দু বন্দ্যোপাধ্যায় হলে ভাল হতো Mir Sir ❤️...
    Love from West Midnapore 🥰

    • @realmir
      @realmir  Год назад +27

      চেষ্টায় থাকবো তোমার পছন্দের গপ্পো আনার। শুনতে থেকো।❤

    • @Futieboi
      @Futieboi Год назад +2

      ​@@realmirভাদুড়ী মশাই এ গল্প চাই এই বার ✨

    • @sohinisengupta
      @sohinisengupta Год назад +2

      আমার মেয়ের বড় দুঃখ ছিলো childrens day তে এবার স্কুল ছুটি বলে।।আজ ক্ষীরের পুতুল শুনে সে দুঃখ ভুলেছে ❤

  • @prithaRoy-hm5kz
    @prithaRoy-hm5kz Год назад +2

    জানিনা এখানে কতজন পুরোনো ক্যাসেটে ক্ষীরের পুতুল শূনেছে, আমার অতি মধুর স্মৃতি মা ঘরের কাজ করছেন, আর এই গল্প ক্যাসেটে চলছে। আজ তিনি নেই, ছোটবেলা নেই, কত গল্প ই তুমি শোনা ও, প্রাণ ভরে শুনি, কিন্তু এটা দেখে শুনতে পারার মনের জোর আনতে পারলাম না, জানি খুব সুন্দর গল্প এটি, পুরোনো গল্প তাজা করার জন্য অনেক ধন্যবাদ @mirafsarali

  • @dassanghamitra
    @dassanghamitra Год назад +1

    অবন ঠাকুর সত্যি গল্প আঁকেন . ছোটবেলায় ক্লাস2 তে প্রথম পড়েছিলাম ,42 এ এসে এখনো একই রকম চোখের সামনে দেখতে পেলাম

  • @barna-rbornomala6097
    @barna-rbornomala6097 Год назад +2

    একমুঠো ছোটবেলা ফিরে পেলাম... ❤❤😍😍 ভারি ভালো লাগল... 💖💖😇😇 ক্যাপ্টেন মীর দা এবং পুরো team কে অসংখ্য ধন্যবাদ জানাই এরকম একটা উপহার দেওয়ার জন্য... 🙏🙏

  • @sbhaduri4428
    @sbhaduri4428 Год назад +7

    Reminds me of my childhood.. Voice of Biplab Chatterjee as Raja..
    The songs!!
    Nostalgia!

  • @urmighosh4631
    @urmighosh4631 5 месяцев назад +1

    Eto din por abar ei golpo jeno amader chotobelae nie gelo... Ro ro erom golpo sunte chai jeta amader shoisob firie debe...darun Laglo❤❤

  • @triasha1607
    @triasha1607 11 месяцев назад +2

    Chotobelay khirer putul nrityanatya a ami bor sejechilam...ki valo laglo..sei din gulo chokher samne uthe elo❤

  • @shirsendukaran9455
    @shirsendukaran9455 Год назад +7

    সত্যি গল্প টা মন ছুঁয়ে গেলো ।গল্প মীরের ঠেক কে অনেক ধন্যবাদ ।❤️

  • @dabnathmondal7105
    @dabnathmondal7105 Год назад +391

    আমাদের গেছে যে দিন,একেবারেই কী গেছে!,কিছুই কি নেই বাকি?( শৈশব) এই লাইন গুলি যদি আবার ফিরে পেতাম। 💔😌

    • @souvikpatra5708
      @souvikpatra5708 Год назад

      Eta churi kora,asha kori tui prakton cinema theke copy korechis, Karon tor Rabindranath Tagore porar khomota nei..

    • @sundarbantour1623
      @sundarbantour1623 Год назад +15

      Kochi tui to akhon kochiy achhish re pagla😂

    • @saptarshichatterjee9215
      @saptarshichatterjee9215 Год назад +4

      Tui to ekhono kochi achis vai

    • @chayanvlog
      @chayanvlog Год назад +7

      👹👻ভূত চতুর্দশী চলে গেল , এ সপ্তাহে একটা ভূতের গল্প না হলে গল্পের আসর জমে কি? আশা করি শ্রোতাদের কথায় একটা ভূতের গল্প দেবে ভূত চতুর্দশী সম্পর্কিত।💗💗💗💗💓❤️💕👍🎆🎇🎉🎉 দীপাবলি শুভকামনা রইলো, মীর চ্যানেল অনেক বড় হোক।🥰😊

    • @iloveindia6061
      @iloveindia6061 Год назад +2

      ​@@chayanvlogpllll

  • @madhumitadd8522
    @madhumitadd8522 Год назад +1

    শিশুকাল ফিরে পেলাম, সেই শিশু বেলা থেকে আজ পর্যন্ত ক্ষীরের পুতুল আমার কাছে শ্রেষ্ঠ গল্প
    বার বার পড়লেও পুরনো হয় না, আজ কানে শুনলাম, আমার চোখেও জল এসে গেল

  • @arminakhatun1915
    @arminakhatun1915 Год назад +1

    Choto belai babar radio te caset a suntam. Tkhn choto chilam golpo ta r mne 6ilo na. Ajk Mir da tomar jnno sei nostalgia fire pelam. ❤ thank you mir da and team.

  • @Barnali2507
    @Barnali2507 8 месяцев назад +2

    Mir sir aapnake anek anek dhanyobad । Aapni j sob rakomer shrotar kotha bhaben। Amar chotto 6 bachorer meye ai galpo protidin shone। Khelte khelte shone r Kabuliwala galpo sune toh dukkhe gola chere kedeche karon jigesh korte bole j kabuliwalar khub dukkho tai kedeche😊😊 sir ai bhabe amar Meyer mato chotto shrotader kotha bhebe majhe majhe galpo shonaben । Abar o ashonkho dhanyobad sir❤❤❤

  • @rajibroy4155
    @rajibroy4155 Год назад +1

    Mir dada mon ta vora galo.thank you amadar purano dinar sriti gulo firiya dayar jonno.

  • @champsonu3959
    @champsonu3959 Год назад +2

    দাদু কোলে বসিয়ে এই গল্প বলতো।।
    সেই কতো বছর এর গল্প। এখন দাদুও নেই, সেই পাতলা গল্পের বই টাও নেই।।
    ধন্যবাদ বলবো না অন্য কিছু বলবো জানি না।। মন ভারী হয়ে এসেছে!! কালী পূজোর সকাল এ।❤

  • @nallatota1488
    @nallatota1488 Год назад +4

    দীর্ঘজীবী হোক মির ভাইয়ার গল্পের ঠেক ।

  • @arishafaizan7267
    @arishafaizan7267 Год назад +3

    Last 10 minute sunte sunte mone hocchhilo ami sei choto belatei achi 😢😢 thank you so much Mir Babu

  • @niladrighosh8645
    @niladrighosh8645 Год назад +9

    প্রকৃত বাংলা সাহিত্য কে তুলে ধরছে 🧡.. গপ্পো মিরের ঠেক কে Sunday Suspence হওয়ার দরকার নেই, গপ্পো মিরের ঠেক সবার থেকে ভিন্ন ❤️💙💚💛

  • @SonaliAdhikary-z2k
    @SonaliAdhikary-z2k Год назад +2

    কি বলবো মীর দা ভাষা নেই ।ভগবান যদি কখনও আমাকে বর দেয় যে তুমি কি চাও?তো আমি বলবো আমি শুধু তোমাকে চাই...জন্মান্তর তোমার মুখে গল্প শুনতেচাই...তোমার কন্ঠ শুনতে চাই...তোমার দুটি পা ধরে প্রণাম করতে চাই🙏🙏🙏🙏🙏🙏🙏 ।আমি তোমার কোনো কিছু mis করতে চাই না

  • @indranilsaha3373
    @indranilsaha3373 4 месяца назад +1

    ছোটদের জন্য গল্প আনার জন্য মীরদাকে কুর্নিশ জানাই 🙏🙏🙏
    মীরদাকে অনুরোধ করব ঠাকুমার ঝুলি থেকে আরও গল্প আনুন এছাড়া পঞ্চতন্ত্র আর উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর টুনটুনির গল্প বই থেকে যদি কিছু গল্প আসে তবে খুবই ভালো হয় ❤❤❤

  • @sampashaw6068
    @sampashaw6068 Год назад +2

    মীর দা, আমি তোমার গল্প র পাগল ভক্ত, আর আমার চার বছরের ছোট মেয়ে টাও তোমার গল্প শুনতে খুব ভাল বাসে। কাবুলিওয়ালা, নীলকমল লাল কমল, খীরেরপুতুল ওর ভীষণ পছন্দ হয়েছে। এতো ভালো উপহার🎁 আর হয় না। তোমায় অনেক ধন্যবাদ🙏💕🙏💕,। এই ভাবে ওদের ছোটো বেলা গুলো তোমার সুন্দর উপহারে রঙিন হয়ে উঠুক❤❤

  • @tumiamitrulove
    @tumiamitrulove Год назад +19

    মির দা অনেক দিন হয়ে গেলো
    তারানাথ তান্ত্রিক এর গল্পঃ আসেনি,
    এবার একটি বড়ো এপিসোড দাও
    #তারানাথতান্ত্রিক ❤❤❤❤❤

  • @flyingdutchman4625
    @flyingdutchman4625 Год назад +2

    ছোটবেলার পড়া সেই গল্প!!!!
    আহা কি অসাধারণ!
    কি অসাধারণ!!!
    মধু মধু!!!!!!

  • @ahanaghosh1146
    @ahanaghosh1146 Год назад +4

    আজ আমার 17 তমজন্মদিন।আর এই উপহার পেয়ে আমি খুব খুশি হয়ে গেলাম😊thank you Mir Uncle
    Eagerly waiting for this story ❤

  • @JhumkiSaha-ke2ws
    @JhumkiSaha-ke2ws 8 месяцев назад +1

    Darun darun darun 👌👌👌👌❤️❤️❤️ Mir da tomake ashonkho dhonnobad r tomar team keo janai amar bhalobasha r suveccha ❤️❤️❤️❤️🥰🥰🥰 ei golpota sunte sunte chotobelay phire gechilam 😊😊❤❤

  • @metaphoric-j1c
    @metaphoric-j1c Год назад +24

    Tagore family had great contributions in our culture,literature. Thanks Mir Afsar Ali.😊

  • @ankitamitra978
    @ankitamitra978 Год назад +2

    Ashadharon Mir da❤️❤️ 59:24 . Apnader golpo bolar dhoron dekhe ami mugdho hoye jai. Mon ta bhore gelo. Thank you so much ❤️❤️

  • @soumitragiri2595
    @soumitragiri2595 Год назад +2

    শুধু ধন্যবাদ জানানো ছাড়া আর কোনো ভাষা নাই 😢😢😢 শৈশব এর দিন এ চলে গেছিলাম

  • @মনেরডাইরি-ত২থ

    মা এর সঙ্গে দেখা প্রথম সিনেমা ও জীবনের প্রথম সিনেমা। গল্প টা শোনা মাত্রই সে দিন চোখে ভেসে উঠলো পুরনো দিন গুলো হাফ প্যান্ট পরে সিনেমাহল সঙ্গে দুই ভাই আর মা। ধন্যবাদ মীর দা 🙂🥺🥺

  • @md.mojaffarhosen9557
    @md.mojaffarhosen9557 Год назад +1

    বাগদাদের বাক্স """ নামক সানডে সাসপেন্স দিয়ে গল্প শোনা শুরু, আজও নূতন নূতন লাগে।
    মীর আফসার আলী ভাইকে ধন্যবাদ।
    গল্পমীরের ঠেকে, আমি নিয়মিত।

  • @useraru
    @useraru Год назад +1

    Amio shunchi amar babao shunchen , amio chhotobelaye porechi, babao magno hoye shunchhen ar halka smile korchhen. Thank you Mir da ei gopper jonyo 🙏

  • @sagnikkapuria5187
    @sagnikkapuria5187 Год назад +6

    To be honest, Mir this story touched my childhood emotions, one moment I was there but I was crying because of this story. I don't know if now generation knows about this story but we read this story not especially this one Thank you for giving back our childhood story.

  • @sreepurnabiswas8085
    @sreepurnabiswas8085 Год назад +5

    মনের খুবই কাছের একটা গল্প, শৈশবের স্মৃতিকে নতুন রূপ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ মীর 🙏🏽

  • @rumpadebnath513
    @rumpadebnath513 Год назад +2

    ছোট বেলায় বইএ পড়া এই গল্প শুনতে যে এতো ভালো লাগবে কোনদিন ভাবিই নি,অসাধারণ ছিলো পুরোটাই।মিরদাকে অনেক ধন্যবাদ এমন সব গল্পের জন্য

  • @debjanikar664
    @debjanikar664 Год назад +17

    Childhood memories are really precious and sweet ❤thanks to goppo Mir er thek 💐 for such an amazing and wonderful story 🙏

  • @ZakirHusain-iv5zm
    @ZakirHusain-iv5zm Год назад +5

    মিরদা! আমাদের ছাত্র মহলে তোমার ভক্তদের অভাব নেই।❤ আমরা সকলেই অনেক দিন থেকে চেয়ে আসছি যে, তোমার থেকে মতি নন্দীর লেখা কোনি উপন্যাসটি শুনবো।😢 আশা করছি খুব শীঘ্রই শুনতে চলেছি😊😊.......

  • @anniebonnerjee_ab
    @anniebonnerjee_ab Год назад +1

    Beautiful.. Krishna and Rounak khub sundor.

  • @paramitasen5459
    @paramitasen5459 Год назад +1

    স্মৃতির সরনী বেয়ে সেই ফেলে আসা ছেলেবেলায় পৌঁছে গিয়েছিলাম । ধন্যবাদ গপ্পো মীরের ঠেকের সকলকে এতো সুন্দর একটা গল্প উপস্হাপন করার জন্য ।❤❤

  • @sucharitasen8233
    @sucharitasen8233 Год назад +2

    সাধু সাধু!!!সেই ছোট্টবেলার সুন্দর দিন ।সেই সব মধুর স্মৃতি । এ যেনো এক নতুন জগতে চলে যাওয়া কিছু ক্ষণের জন্য!!গপ্পো মীরের thek আপনাকে অনেক অনেক ধন্যবাদ।ছেলেবেলা ফিরিয়ে দেওয়া র জন্য🙏

  • @sangitadey1597
    @sangitadey1597 Год назад +2

    Sei chotto bela pora khirrer putul akhon abar Goppo Mir er thek a sunchi akta aladai abeg joria ache ❤. Poster design gorgeous 😍

  • @bristibhowmik8854
    @bristibhowmik8854 Год назад +4

    Somok...I think your voice is like addiction....❤️❤️❤️

  • @saswatidutta1514
    @saswatidutta1514 Год назад +1

    আহা, শৈশব ফিরে এল।
    অবন ঠাকুরের যেমন অসাধারণ চিত্রকল্প, তেমনি উপভোগ্য তোমাদের পরিবেশন।

  • @prakritis7676
    @prakritis7676 Год назад +2

    দারুন লাগলো।অনেক অনেক ধন্যবাদ মীরদা সাহিত্য প্রতি সপ্তাহে এরকমভাবে শোনানোর জন্য।1million যেন তারাতারি পূর্ণ হয়।

  • @subratasarkar3186
    @subratasarkar3186 6 месяцев назад +1

    ❤A lot of thanks mir da,kichu kuner jonno choto belata firiye dile.

  • @mrinmaymajhi8695
    @mrinmaymajhi8695 Год назад +10

    সেই ছোটো বেলায় ঠাকুমার কাছে বসে শুনতাম সেই শৃতিটা ফিরিয়ে দিলো আমাদের মির দাদা খুব খুব ভালো লাগলো ধন্যবাদ মির দাদা❤❤❤❤❤🌹🌹🌹🌹 শুভ দিওয়ালি 🪔🪔🪔🪔🪔🧨🧨🧨🧨

  • @metaphoric-j1c
    @metaphoric-j1c Год назад +48

    Every corner of Bengali literature must be touched 😊

  • @diyapaul494
    @diyapaul494 Год назад +4

    মীর স্যার এবং গোটা টিমকে কী বলে যে ধন্যবাদ জানাই!❤️🙏

  • @mayureshmajumdar5836
    @mayureshmajumdar5836 Год назад +3

    এবার Mirdar কন্ঠে ব্যোমকেশ এর গল্প শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকলাম

  • @kajalrakshit5879
    @kajalrakshit5879 Год назад

    কিছুক্ষণের জন্য কোন মায়াবী দেশে হারিয়ে গেছিলাম। ষষ্ঠী ঠাকরুনের দেশের বর্ণনায় সোমক এর কণ্ঠ আর সুয়ো রাণীর জন্য রাজার দুঃখ করার দৃশ্যে মির অনবদ্য! আর কাহিনী তো চিরকালীন! ❤❤❤❤❤