এক পা বাংলাদেশ আর এক পা ভারত ভূমিতে রেখে উচ্ছ্বসিত আপনাকে দেখে ভালো লাগলো শিবাজীদা! নেইমারের সাথে পৃথ্বীদার গান শুনে দারুণ লাগলো আর সাথে আপনার মজার কথাও! অসাধারণ ডাওকি ভ্রমণ পর্ব!
জয়ন্তীয়া পর্বতের মাঝে ডাওকি গ্রাম ও নদী দেখে মন প্রসন্ন হয়ে গেলো । অসাধারণ । এইরকম অদেখা জায়গা আমাদের কাছে পেশ করার জন্য শিবাজী বাবু ও পৃথ্বী বাবু কে অসংখ্য ধন্যবাদ । ২০২১ সালে ডাওকি গ্রামের স্বচ্ছ নদীর জলের ছবি নেট দুনিয়ার সৌজন্যে দেখার সৌভাগ্য হয়েছিল । কিন্তু আজ শিবাজীবাবুর দক্ষ ক্যামেরার লেন্স ও ড্রোন শট এর সাহায্য উমঙ্গোট নদী কে অসামান্য লাগলো । ইন্টারনেট এ দেখা ছবির মতন জল অত স্বচ্ছ না হলেও অসাধারণ । দুই পা দুই দেশে রাখা ও নেইমার ও মেসির সংগীত চর্চা দুরন্ত ছিল । এত ভালো পরিবেশন দেখে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লেখার কথা উল্লেখ করলাম । "আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে, পাহাড়ের চেয়ে নদীর দামই বেশী। পাহাড় স্থাণু, নদী বহমান।" যদি সম্ভব হত তাহলে আমিও আজ ডাওকি নদী কি কিনতে চাইতাম ।
এটা আমাদের সিলেট জেলার জাফলং। চমৎকার জায়গা । পিয়াইন নদীর স্বচ্ছ পানির কথা ভুলবনা। দাদা বাংলাদেশে এক পা কেন বেড়াতে আসার দাওয়াত রইল। আপনার কথাগুলো ডাউকির পানির মত স্বচ্ছ। ❤ Westminster
পৃথ্বিজিতদার রানীর হদিশ পাওয়া না গেলেও আপনাদের মাধ্যমে প্রকৃতির সৌন্দর্যের হদিশ পাওয়া যায় প্রতি পর্বে। ড্রোন শট ও ডাওকির পরিবেশ মনমুগ্ধকর। ভালো থাকবেন দাদারা ❤️🙏
আপনি আমার হোম টাউন সিলেটে এসেছিলেন ! সীমানা পেরিয়ে যখন বাংলাদেশে নামলেন সেটি সিলেটের জাফলং। আমরা ছোটবেলায় যখন জাফলং যেতাম তখন পিয়াইন নদীর পানি স্বচ্ছ ছিল এখন আর নেই। শিলং যখন প্রথম গেলাম তখন অবাক হয়ে দেখেছি যেন আমার শৈশবের সিলেট ! সেই আসাম প্যাটার্ন ঘরবাড়ি আর সিলেটি ভাষায় কথা বলতে শুনলাম অনেককেই। শুধু দীর্ঘশ্বাস 😔, হায় দেশ বিভাগ 😔😔।
@@iftekharchow310 দেশ বিভাগে সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে বাংলা ও পাঞ্জাবের মানুষ। আমি উভয় ধর্মের মানুষের যে অবর্ণনীয় কষ্ট হয়েছে নিজের জন্মভূমি পরিত্যাগ করতে, সেজন্য হায় হুতাশ করি , কারণ ভুক্তভোগীদের থেকে এ বিষয়ে জেনেছি ও উনাদের মর্মযাতনা অনুভব করেছি। ধন্যবাদ।
দারুন সুন্দর দাদা, এ পাড়ে সিলেটের জাফলং ঐ পাড়ে যাবার খুব ইচ্ছে ২৫ ৩০ বছর আগে থেকেই- আর মনে হয় হবেনা এজীবনে।তোমাদের দীর্ঘ জীবনের জন্য প্রার্থনা আমার ....নিজে না পারলেও তোমাদের সাথেই ঘুরছি বেশ...কিছু দিন আগে গিয়াসউদ্দী সেলিমের কাজল রেখা ছবিতে অভিনয় করতে গিয়ে ছিলাম সিলেটের টাঙ্গয়ার হাওরে, চারদিন ছিলাম বোডে কি জে সুন্দর লাগে ঐ পাড়টা রাতের বেলায়, বোডে খাওয়া এবং থাকা কথা হবেন... ।পানিতো নয় আনন্দলোকের শরবত..দুই বেলা সকাল ও রাতে গোছল করে তৃপ্ত হতে পারিনি....
आप बहुत ही खूबसूरत जगह दिखलाई है और आप को बोलने की अंदाज बेहद अच्छे हैं । मुझे लगि आप हिंदी भाषा भी अच्छे बोलते हैं। धन्यवाद। So much thanks for sharing such a marvelous traveling 👍😊💐🎸
Sibaji, the child in you still lives. Your reaction on touching Bangladesher maati showed that. Keep going n keep it alive. Pritthijit akjon otyanto sukhi manush taa amra bibahitoraa uplobdhi korte parbo na.
অপূর্ব, কোনো কথা হবে না 😄😄😄👌🏻👌🏻👌🏻এক বিখ্যাত লাইফস্টাইল চ্যানেল এ দেখেছিলাম জায়গাটা, আর আপনার ভিডিও তেও দেখলাম, বিশ্বাস করুন ভাষা আর হোস্ট ছাড়া কোনো তফাৎ বুঝলাম না। এতো ভালো। 🙏🏻🙏🏻 এই ছেলেমানুষি আমিও করেছিলাম যখন ভারত নেপাল বর্ডার এ গিয়েছিলাম মিরিক যাবার পথে 😄😄😄
Drone shots gulo darun hoechhe dada..Amra October a geachhilam jedin Dawki te sedin e Sitrang dhukechhilo Bangladesh a..Osadharon onubhuti chhilo oi brishtir modhheo..
ডাউকির ভিডিওটি চমৎকার লাগলো। দু'দেশে একসাথে পা রাখার অনুভূতির অভিব্যক্তি দারুণ লাগলো। সুন্দর পাহাড় ও নদীর দৃশ্য অপূর্ব। তাঁর সাথে শিবাজীদা ও পৃথ্বিজিৎদার ভাষ্য অপূর্ব।
So many thanks to the Defense people all over the border areas, securing our great country from any outsider threat. Thanks for your service that makes our country safe and livable!
দারুন শিবাজিদা। আমার বাড়ী আপনার বাড়ীর ঠিক গঙ্গার উল্টো দিকে রিষড়ায়। এত ভালো লাগছে আপনার ভিডিও গুলো যে ধন্যবাদ দিয়ে ছোট করবো না। বাড়ীতে বিছানায় শুয়ে শুয়ে এত সুন্দর সব জায়গাগুলো দেখতে পাচ্ছি তা শুধু আপনাদের জন্য। পৃথ্বীজিৎদাকে অনেক অনেক প্রণাম ও ভালোবাসা জানালাম।🙏❤
Darun video sei ghorar dingulo mone poregalo amra November e gachilam amra bikeler dike dawki te boating kori khub valo legechilo ei chora tay nemechilam kintu Bangladesh er dike namte deyni sudhu samne theke boat ghuriye enechilo. 👌👌
আপনাদের দুই বন্ধুর শিশুসুলভ চপলতাটা খুব এনজয় করি আপনাদের দুজনার কেমিস্ট্রি একজন লেগপুলিং করেন, অপরজন লেগপুলড হন কিন্তু নির্মল আনন্দে আমরাও সেসব মুহূর্তের সাক্ষী হই বাংলাদেশ ও ভারতের মাটিকে ছুঁয়ে শিবাজী আপনার সাথে আমরাও আন্দোলিত হই তবে আমার মতে সেরা মুহূর্ত ছিল নেইমার জুনিয়র এবং সিনিয়রের রাজা-রানীর গান বহু দিন মনে থাকবে ওই মুহুর্তগুলি এবং এই বয়সেই মনে হয় বাচ্চাটি জীবনযুদ্ধে নেমেছে কিন্তু পুরো ক্রিস্টালক্লিয়ার একটি মনের মানুষ ভালো থাকবেন, নেইমারকে অনেক আদর, ভালোবাসা ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ শুভ রাত্রি
দাদা বাংলাদেশের প্রাচীন রাজধানী নারায়ণগঞ্জ এর সোনারগাঁও থেকে দেখছি,এতো সুন্দর করে এক্সপ্লোর করেন সবকিছু খুব ভালো লাগে।আর হ্যা,সাধু লোকনাথ এর আশ্রম আমাদের সোনারগাঁওয়ের বারদীতে।আপনারা আমন্ত্রিত আমাদের দেশে। ধন্যবাদ।❤️❤️❤️
Umngot নদীর জল এত স্বচ্ছ দেখে অত্যন্ত আনন্দ পেলাম। মেঘালয় যাবার সুযোগ হয়নি। কিন্তু শিবাজী-পৃথ্বীজীতের এই ভিডিও অদেখা মেঘালয়কে সামনে নিয়ে এল। বড়ই মজা পেলাম নদীর মাঋে ভারত-বাংলাদেশ পাথরের বর্ডার দেখে ।
অসাধারণ উপস্থাপনা প্রতিবারের মতো। ডাউকি যাওয়ার পথে ফলস টার নাম ববহিল নয়। বোরহিল ফলস। গত বছর may মাসে আমরা গিয়েছিলাম। ভয়ংকর ভয়ংকর সুন্দর এই ফলস টি।
বাংলাদেশের একজন পপুলার ব্লগারের (সম্ভবতঃ সালাউদ্দিন সুমন) ভিডিওতে বাংলাদেশের দিক থেকে ডাউকি দেখেছিলাম। তখন ভেবেছিলাম - আহা, আমাদের দেশের দিক থেকে যদি এই জায়গাটা দেখা যেত!! সেই চাওয়া আপনি পূরণ করলেন। খুব ভালো লাগলো। আপনার সবকটি ভিডিওই দেখি। ঘরে বসে বসে তাই সারা বছর ধরেই আমাদের ভ্রমণ চলতে থাকে। আপনি এবং আপনার বন্ধুবর দিন দিন complimentary to each other হয়ে উঠছেন। ব্যাপারখানা আমার কাছে মনে হচ্ছে ব্যোমকেশের যেমন অজিত, ফেলুদার যেমন তোপসে, তেমনই শিবাজীর পৃথ্বীজীৎ !! আরে মশাই, আপনারাও তো একের পর এক রহস্য উন্মোচন করে চলেছেন আমাদের সামনে - স্থান, মানুষ, খাবার, সংস্কৃতি, গাছপালা, পশু-পাখি, পাহাড়, জঙ্গল, নদী, সমুদ্র - এক কথায় পুরো প্রকৃতি। তবে? যাই হোক, ভাল থাকবেন দুজনে।
সুন্দর vlog 👌 আমি গেছিলাম ২০১৩ সালে, তখন যেনো ডাউকি তে অনেক কম ভিড় ছিল। সবথেকে ভালো আপনার দেওয়া সামাজিক বার্তাগুলো, যেগুলো আপনি আপনার ভিডিওতে regularly বলে থাকেন 👍 আপনাদের মত social media influencer দের বার্তা আমাদের মত সাধারণ লোকদের ক্ষেত্রে বিরাট কাজ করে।
আমি সেনাবাহিনী, বিভিন্ন তদন্তকারী এজেন্সি আর পুলিশের সাথে মিলে মিশে কয়েকটা বিশেষ ধরণের কাজ করি। কখনো দেখা হলে বলব। অনেক অনেক বছর আগে মেঘালয় পুলিশের এক বিশেষ দলের সাথে এই দাউকি সীমান্তে আমাকে যেতে হয়েছিল। আজ তোমাদের এই ব্লগে ঐসব জায়গাগুলো আবার দেখে খুব ভালো লাগলো। জায়গাগুলোর বেশ কিছুটা পরিবর্তন হয়েছে, তবে সেটা বেশ উপভোগ্য। তোমাদের ব্লগ আমার বেশ ভালো লাগে। আমার অবসর সময়ে ইউটিউবে তোমাদের দুই মূর্তির ঘোরাফেরা দেখি। ভালোবাসা আর শুভেচ্ছা রইলো।
Akan taka prityjit akjonka jodi pachondo Kora nitaparto tahola darun romantic injoy hoto ! 😍😍😍 Amio 2018 oct-a akan taka ghura achaci, khub sundor ar valo jayga !
সিবাজীদা দারুন লাগলো। আমি জানুয়ারি মাসে জাফলং ঘুরতে যেয়ে ইন্ডিয়ান সাইড দেখার জন্য উদগ্রীব ছিলাম। ধন্যবাদ আপনাদের দুজনকেই। এই জায়গাটা ঘুরে এলেন। তাই।
Raja ko Rani se gaan ta sunte sunte mone hocchilo Prithijit Da leg pulling holo bole , r ekta jaigai vabchilam lebu kenar somoy , khub khub enjoy kori apnader video gulo, mone hoi jeno apnader sathai ghurchi okhane
Ami akjon Bangladeshi,apni kisu din agei bangladesh ascelen onk elaki volgs korecen,but Bangladesh er sylhet,moulovibazar district e sreemangol e onk nice place ace ai gulo volgs dekte parle khub valo lagto
Its really appreciable that you people interact with the local people in such a beautiful fashion and presents them in your vlogs. really a wonderful moment at 6:29
বাংলাদেশ বর্ডার দেখে আপনি যা শিশুর মতো আচরণ করলেন আমার মনে হলো আমিও ওখানে থাকলে একইরকম আচরণ করতাম... ভীষণ ভালো লাগলো ভিডিও টা।
নেইমার আর পৃথ্বী জিত দা র মুহূর্ত টা অসাধারণ, ছোট ছোট ঘটনা গুলো কি সুন্দর মন ছুঁয়ে যায়
এক পা বাংলাদেশ আর এক পা ভারত ভূমিতে রেখে উচ্ছ্বসিত আপনাকে দেখে ভালো লাগলো শিবাজীদা! নেইমারের সাথে পৃথ্বীদার গান শুনে দারুণ লাগলো আর সাথে আপনার মজার কথাও! অসাধারণ ডাওকি ভ্রমণ পর্ব!
জয়ন্তীয়া পর্বতের মাঝে ডাওকি গ্রাম ও নদী দেখে মন প্রসন্ন হয়ে গেলো । অসাধারণ । এইরকম অদেখা জায়গা আমাদের কাছে পেশ করার জন্য শিবাজী বাবু ও পৃথ্বী বাবু কে অসংখ্য ধন্যবাদ । ২০২১ সালে ডাওকি গ্রামের স্বচ্ছ নদীর জলের ছবি নেট দুনিয়ার সৌজন্যে দেখার সৌভাগ্য হয়েছিল । কিন্তু আজ শিবাজীবাবুর দক্ষ ক্যামেরার লেন্স ও ড্রোন শট এর সাহায্য উমঙ্গোট নদী কে অসামান্য লাগলো । ইন্টারনেট এ দেখা ছবির মতন জল অত স্বচ্ছ না হলেও অসাধারণ ।
দুই পা দুই দেশে রাখা ও নেইমার ও মেসির সংগীত চর্চা দুরন্ত ছিল ।
এত ভালো পরিবেশন দেখে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লেখার কথা উল্লেখ করলাম ।
"আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে, পাহাড়ের চেয়ে নদীর দামই বেশী। পাহাড় স্থাণু, নদী বহমান।"
যদি সম্ভব হত তাহলে আমিও আজ ডাওকি নদী কি কিনতে চাইতাম ।
এটা আমাদের সিলেট জেলার জাফলং। চমৎকার জায়গা । পিয়াইন নদীর স্বচ্ছ পানির কথা ভুলবনা। দাদা বাংলাদেশে এক পা কেন বেড়াতে আসার দাওয়াত রইল। আপনার কথাগুলো ডাউকির পানির মত স্বচ্ছ। ❤
Westminster
পৃথ্বিজিতদার রানীর হদিশ পাওয়া না গেলেও আপনাদের মাধ্যমে প্রকৃতির সৌন্দর্যের হদিশ পাওয়া যায় প্রতি পর্বে। ড্রোন শট ও ডাওকির পরিবেশ মনমুগ্ধকর। ভালো থাকবেন দাদারা ❤️🙏
Baby r gaan ta Mon chuay gyalo, , nadi r colour ta darun, apnar bharat Bangladesh er byapar ta Khub moja r chilo, shob miliay superb
আপনি আমার হোম টাউন সিলেটে এসেছিলেন ! সীমানা পেরিয়ে যখন বাংলাদেশে নামলেন সেটি সিলেটের জাফলং। আমরা ছোটবেলায় যখন জাফলং যেতাম তখন পিয়াইন নদীর পানি স্বচ্ছ ছিল এখন আর নেই। শিলং যখন প্রথম গেলাম তখন অবাক হয়ে দেখেছি যেন আমার শৈশবের সিলেট ! সেই আসাম প্যাটার্ন ঘরবাড়ি আর সিলেটি ভাষায় কথা বলতে শুনলাম অনেককেই। শুধু দীর্ঘশ্বাস 😔, হায় দেশ বিভাগ 😔😔।
Alas for what
India divided that's why?
@@iftekharchow310 দেশ বিভাগে সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে বাংলা ও পাঞ্জাবের মানুষ। আমি উভয় ধর্মের মানুষের যে অবর্ণনীয় কষ্ট হয়েছে নিজের জন্মভূমি পরিত্যাগ করতে, সেজন্য হায় হুতাশ করি , কারণ ভুক্তভোগীদের থেকে এ বিষয়ে জেনেছি ও উনাদের মর্মযাতনা অনুভব করেছি। ধন্যবাদ।
Dont speak nonsense.you people are identified becoz of india, otherwise you were homicided by your own brother pakistanis@@iftekharchow310
RIGHT
আপু আমার বাড়ি ও সিলেট , জাফলং অনেকবার আসা হয় কিন্তু আপনার লেখা পড়ে অনেক কষ্ট লাগল, অনেক মায়া ভরা এই সিলেটের প্রতি আপনার,😢
অসাধারন ডাউকি...যেমন অপূর্ব জলের রং তেমনই অপরূপ সুন্দর প্রকৃতি...
আমিও কিন্তু গতকাল সিলেট বর্ডার থেকে ঘুরে এলাম। বর্ডারে গেলে সত্যি অসাধারণ থ্রিলিং অভিজ্ঞতা হয়। অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটা ভিডিও এর জন্য
বাংলাদেশের মাটিতে পা রেখে যে আনন্দ উপভোগ করলেন, তা দেখে সত্যিই মন ভরে গেল।আমি বাংলাদেশী।
R o akta notun jaiga dekha hoye galo.Dwaki asadharon.Ato sundor nadi ta.Bhalo thakben.
পুরোনো স্মৃতি গুলো সব উস্কে দিলেন। খুব সুন্দর।
Loved your childlike jumping to Bangladesh and back to India
আপনার ভিডিও দেখতে খুব ভালো লাগে। এইসব জায়গায় আমি গিয়েছি। আবার করে স্মৃতি রোমন্থন করি। খুব ভালো থাকবেন। আপনাদের বন্ধন অটুট থাক।
দারুন সুন্দর দাদা, এ পাড়ে সিলেটের জাফলং ঐ পাড়ে যাবার খুব ইচ্ছে ২৫ ৩০ বছর আগে থেকেই- আর মনে হয় হবেনা এজীবনে।তোমাদের দীর্ঘ জীবনের জন্য প্রার্থনা আমার ....নিজে না পারলেও তোমাদের সাথেই ঘুরছি বেশ...কিছু দিন আগে গিয়াসউদ্দী সেলিমের কাজল রেখা ছবিতে অভিনয় করতে গিয়ে ছিলাম সিলেটের টাঙ্গয়ার হাওরে, চারদিন ছিলাম বোডে কি জে সুন্দর লাগে ঐ পাড়টা রাতের বেলায়, বোডে খাওয়া এবং থাকা কথা হবেন...
।পানিতো নয় আনন্দলোকের শরবত..দুই বেলা সকাল ও রাতে গোছল করে তৃপ্ত হতে পারিনি....
आप बहुत ही खूबसूरत जगह दिखलाई है और आप को बोलने की अंदाज बेहद अच्छे हैं । मुझे लगि आप हिंदी भाषा भी अच्छे बोलते हैं। धन्यवाद। So much thanks for sharing such a marvelous traveling 👍😊💐🎸
Ki aparup dissa...
Khub apurba Sundar jaiga...
Kono din jete parbo kina janina... Thank you dada eto sundar jaigar chobi tule dharar jonno
খুব সুন্দর লাগল এই ভিডিওটা ,,ভেবে ছিলাম নৌকায় পৃথ্বীজিতের গান শুনব😊😊
Ki mishti Prithhida aar choto shishutir gaan, vlog to durdanto 🙏
❤️❤️❤️
আমি আপনার নব নতুন ভক্ত। ছত্রপতি শিবাজীর কথা ইতিহাসে পডেছি । আর এই শিবাজীকে দেখছি একচ্ছত্র আধিপত্য। সঙ্গে রইলাম দাদা 🙏💝
Sibaji, the child in you still lives. Your reaction on touching Bangladesher maati showed that. Keep going n keep it alive. Pritthijit akjon otyanto sukhi manush taa amra bibahitoraa uplobdhi korte parbo na.
দুই তিনবার দেখে তৃপ্তি পাওয়া কঠিন...আবার দেখবো...পরের ভিডিওর অপেক্ষায় থাকলাম
অপূর্ব, কোনো কথা হবে না 😄😄😄👌🏻👌🏻👌🏻এক বিখ্যাত লাইফস্টাইল চ্যানেল এ দেখেছিলাম জায়গাটা, আর আপনার ভিডিও তেও দেখলাম, বিশ্বাস করুন ভাষা আর হোস্ট ছাড়া কোনো তফাৎ বুঝলাম না। এতো ভালো। 🙏🏻🙏🏻
এই ছেলেমানুষি আমিও করেছিলাম যখন ভারত নেপাল বর্ডার এ গিয়েছিলাম মিরিক যাবার পথে 😄😄😄
Drone shots gulo darun hoechhe dada..Amra October a geachhilam jedin Dawki te sedin e Sitrang dhukechhilo Bangladesh a..Osadharon onubhuti chhilo oi brishtir modhheo..
অপূর্ব ব্লগ শিবাজীদা, মন ভরে গেল। কমলালেবু মিষ্টি ছিল, কমলালেবু বিক্রেতাও খুব মিষ্টি, সব মিলিয়ে ব্লগটাই খুব মিষ্টি হয়েছে। 😂
ভীষন ভালো লাগলো...পরের পার্ট এর অপেক্ষায় রইলাম
ডাউকির ভিডিওটি চমৎকার লাগলো। দু'দেশে একসাথে পা রাখার অনুভূতির অভিব্যক্তি দারুণ লাগলো। সুন্দর পাহাড় ও নদীর দৃশ্য অপূর্ব। তাঁর সাথে শিবাজীদা ও পৃথ্বিজিৎদার ভাষ্য অপূর্ব।
ডাউকি দারুন লাগলো,জলের কি সুন্দর রং,তার সঙ্গে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব।👌👌
So many thanks to the Defense people all over the border areas, securing our great country from any outsider threat. Thanks for your service that makes our country safe and livable!
Anekbar porar por got the meaning!!!!!
Dawki daruuun laglo,boat ride sathe neimar r carlos😃👌👌
শিবাজী স্যার এবারের পর্ব টা দারুণ ছিল ❤️ তবে পৃথিজিত দার রানীর হদিশ পাওয়া না গেলেও আপনাদের মাধ্যমে প্রাকৃতিক সৌন্দর্যের হদিশ পাওয়া যায় 🙏🙏❤️❤️
এককথায় অসাধারণ লাগলো কত সুন্দর জায়গা মনটা ভরে গেল ধন্যবাদ দাদা এরকম ভিডিও করার জন্য।পূথিজীতদা রানীর হদিস অবশ্যই পাওয়া যাবে।
দারুন শিবাজিদা। আমার বাড়ী আপনার বাড়ীর ঠিক গঙ্গার উল্টো দিকে রিষড়ায়। এত ভালো লাগছে আপনার ভিডিও গুলো যে ধন্যবাদ দিয়ে ছোট করবো না। বাড়ীতে বিছানায় শুয়ে শুয়ে এত সুন্দর সব জায়গাগুলো দেখতে পাচ্ছি তা শুধু আপনাদের জন্য। পৃথ্বীজিৎদাকে অনেক অনেক প্রণাম ও ভালোবাসা জানালাম।🙏❤
Darun Shibajida apnar protekta vdo ami dekhi..
Darun video sei ghorar dingulo mone poregalo amra November e gachilam amra bikeler dike dawki te boating kori khub valo legechilo ei chora tay nemechilam kintu Bangladesh er dike namte deyni sudhu samne theke boat ghuriye enechilo. 👌👌
আপনাদের দুই বন্ধুর শিশুসুলভ চপলতাটা খুব এনজয় করি আপনাদের দুজনার কেমিস্ট্রি একজন লেগপুলিং করেন, অপরজন লেগপুলড হন কিন্তু নির্মল আনন্দে আমরাও সেসব মুহূর্তের সাক্ষী হই
বাংলাদেশ ও ভারতের মাটিকে ছুঁয়ে শিবাজী আপনার সাথে আমরাও আন্দোলিত হই
তবে আমার মতে সেরা মুহূর্ত ছিল নেইমার জুনিয়র এবং সিনিয়রের রাজা-রানীর গান বহু দিন মনে থাকবে ওই মুহুর্তগুলি
এবং এই বয়সেই মনে হয় বাচ্চাটি জীবনযুদ্ধে নেমেছে কিন্তু পুরো ক্রিস্টালক্লিয়ার একটি মনের মানুষ
ভালো থাকবেন, নেইমারকে অনেক আদর, ভালোবাসা ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
শুভ রাত্রি
আজকের ভিডিও টা অসাধারণ হয়েছে ধন্যবাদ দাদা আমাদের বাংলাদেশ দেখানোর জন্য
অনবদ্য.... তোমার ভিডিও দেখতে শুরু করলে মনে হয় যেন এর শেষ যেন না হয়...
দাদা বাংলাদেশের প্রাচীন রাজধানী নারায়ণগঞ্জ এর সোনারগাঁও থেকে দেখছি,এতো সুন্দর করে এক্সপ্লোর করেন সবকিছু খুব ভালো লাগে।আর হ্যা,সাধু লোকনাথ এর আশ্রম আমাদের সোনারগাঁওয়ের বারদীতে।আপনারা আমন্ত্রিত আমাদের দেশে। ধন্যবাদ।❤️❤️❤️
Umngot নদীর জল এত স্বচ্ছ দেখে অত্যন্ত আনন্দ পেলাম। মেঘালয় যাবার সুযোগ হয়নি। কিন্তু শিবাজী-পৃথ্বীজীতের এই ভিডিও অদেখা মেঘালয়কে সামনে নিয়ে এল। বড়ই মজা পেলাম নদীর মাঋে ভারত-বাংলাদেশ পাথরের বর্ডার দেখে ।
বাঃ স্যার খুব দারুন লাগছে ভিডিওটা।।
আপনার আর পৃথ্বীজিত স্যার এর জুটিটা বেশ লাগে❤️❤️🤩
অসাধারণ উপস্থাপনা প্রতিবারের মতো। ডাউকি যাওয়ার পথে ফলস টার নাম ববহিল নয়। বোরহিল ফলস। গত বছর may মাসে আমরা গিয়েছিলাম। ভয়ংকর ভয়ংকর সুন্দর এই ফলস টি।
Amar didi Somali Mukherjee apnar student chilo sir. Apnar vedio amra bhison follow kori. Khub khub informative r exciting vedio hoi prottekta.Bhalo thaken r eibhabei amader anando dite thakben.
Ei video r doulotei ghure aste parlam gotokal dawki. Sotti onoboddo obhigota.
Thank you shibaji and prithijit.
Tomader sathe sab jaegae ghuchhi, apuuurbooo sab jaegar darshan hochhe, thank you so much.
সত্যিই অসাধারণ সুন্দর জায়গা প্রকৃতি দুহাত ভরে সাজিয়েছে এই জায়গা কে। দুই বন্ধুর দুষ্টু মিষ্টি খুনসুটি এইরকম নিষ্পাপ বন্ধুত্ব আজকাল দেখা যায় না। ❤️🙂
Darun jayga ta, India te eto sundor sundor jayga ache je ek jibone puro dekha sombhob noy
ডাউকি অনবদ্য। দারুণ ভিডিও। এইভাবেই সুন্দর সুন্দর ভিডিও দেখিয়ে যাও ।শুভেচ্ছা রইলো। ভালো থেকো তোমরা দুজন। 👍💕
Raja ko rani se pyar hogeya, oi part ta darun 😁 + puro video ta darun laglo 👌👌👌❤❤
ধন্যবাদ জয়িতা ভালো থেকো আর এভাবেই সঙ্গে থেকো
@@explorershibaji Always chilam, achi r thakbo Dada 🙏🥰❤
বাংলাদেশের একজন পপুলার ব্লগারের (সম্ভবতঃ সালাউদ্দিন সুমন) ভিডিওতে বাংলাদেশের দিক থেকে ডাউকি দেখেছিলাম। তখন ভেবেছিলাম - আহা, আমাদের দেশের দিক থেকে যদি এই জায়গাটা দেখা যেত!!
সেই চাওয়া আপনি পূরণ করলেন। খুব ভালো লাগলো।
আপনার সবকটি ভিডিওই দেখি। ঘরে বসে বসে তাই সারা বছর ধরেই আমাদের ভ্রমণ চলতে থাকে।
আপনি এবং আপনার বন্ধুবর দিন দিন complimentary to each other হয়ে উঠছেন। ব্যাপারখানা আমার কাছে মনে হচ্ছে ব্যোমকেশের যেমন অজিত, ফেলুদার যেমন তোপসে, তেমনই শিবাজীর পৃথ্বীজীৎ !! আরে মশাই, আপনারাও তো একের পর এক রহস্য উন্মোচন করে চলেছেন আমাদের সামনে - স্থান, মানুষ, খাবার, সংস্কৃতি, গাছপালা, পশু-পাখি, পাহাড়, জঙ্গল, নদী, সমুদ্র - এক কথায় পুরো প্রকৃতি। তবে?
যাই হোক, ভাল থাকবেন দুজনে।
Ekdom thik bolechen... khub bhalo lage ei dadar video dekhte
Prithhijit da fatafati. Khub valo laglo. Aapnara valo thakben
Khub sundor jayga . very much clean . Anek kichu sekhar ache khasi people der theke.
Osadharon laglo...bhalo takheben..shuvokamona roilo
দাদা আসাধারন লাগলো। আমরাও যাচ্ছি টিকিট কাটা হয়ে গেছে। তবে ডাউকির ধারে কমলা সুন্দরী কে পেয়ে মন তো ভরলো গলাটাও মিষ্টি রস পেয়ে খুব খুশি পেলো তাই তো দাদা ❤❤❤❤❤❤
ডাউকির এই সমস্ত জায়গা অসাধারণ লাগল। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ
Bangladesh thake aro 1jon fan hoye gelo apner.
সুন্দর vlog 👌 আমি গেছিলাম ২০১৩ সালে, তখন যেনো ডাউকি তে অনেক কম ভিড় ছিল। সবথেকে ভালো আপনার দেওয়া সামাজিক বার্তাগুলো, যেগুলো আপনি আপনার ভিডিওতে regularly বলে থাকেন 👍 আপনাদের মত social media influencer দের বার্তা আমাদের মত সাধারণ লোকদের ক্ষেত্রে বিরাট কাজ করে।
আমি বাংলাদেশের ঢাকা থেকে রেগুলার আপনার ভিডিও দেখি। অসম্ভব ভালো লাগে
Dada, Apni bangali & Bangladeshi manuser akjon aokrittim bondhu. Khub balo laglo. Balobasa roilo.
অসাধারন যুগল শিবাজি দা এবং পৃথিজিত দা ! অবিরাম ভালবাসা বাংলাদেশ থেকে ❤❤❤❤
🙏❤️
Good to see you promoting local vendors/ sellers and paying what they asked .. kudos !!
দারুন লাগলো, মন ভারনো ভিডিও টা, দাদা অসাধারণ লাগলো। রবি বলছে মানে কি বাংলাদেশের নেটওয়ার্ক রবি?
Rastar opor theke niche nouko gulo sajano thake dekhte besh lage. Tomra jekhane namle okhantate bangladesh er nouko gulo ese daray. Darun vlog.
ডাউকি ডেঞ্জার ফন্ট। ভূমিকম্পের এলাকা। বিপদজনক এলাকাগুলো সুন্দর হয়। ভালো লাগলো। ❤️❤️
পৃথ্বীদা,দারুন ভিডিও,,,আপনার ভিডিও একটাও মিস করি না♥️♥️
🙏❤️
বাহঃ বাহঃ বাহঃ, খুউউউব ভালো লাগলাগলো।
আমি সেনাবাহিনী, বিভিন্ন তদন্তকারী এজেন্সি আর পুলিশের সাথে মিলে মিশে কয়েকটা বিশেষ ধরণের কাজ করি। কখনো দেখা হলে বলব। অনেক অনেক বছর আগে মেঘালয় পুলিশের এক বিশেষ দলের সাথে এই দাউকি সীমান্তে আমাকে যেতে হয়েছিল। আজ তোমাদের এই ব্লগে ঐসব জায়গাগুলো আবার দেখে খুব ভালো লাগলো। জায়গাগুলোর বেশ কিছুটা পরিবর্তন হয়েছে, তবে সেটা বেশ উপভোগ্য। তোমাদের ব্লগ আমার বেশ ভালো লাগে। আমার অবসর সময়ে ইউটিউবে তোমাদের দুই মূর্তির ঘোরাফেরা দেখি। ভালোবাসা আর শুভেচ্ছা রইলো।
asadharon nodir rup, darun Bharat Bangladesh simanto
পদব্রজে বিদেশ ভ্রমণ😀 "খাসা"
শুভেচ্ছা রইল।
আমি এই ভিডিও টা দুই বার দেখলাম। অপূর্ব সুন্দর লাগলো
eta borhill falls amra borshay dekhechilam just daruuuun echharao r ekta chhilo oi rastay oi falls tao asadharon chhilo
Akan taka prityjit akjonka jodi pachondo Kora nitaparto tahola darun romantic injoy hoto ! 😍😍😍 Amio 2018 oct-a akan taka ghura achaci, khub sundor ar valo jayga !
ভীষন ভালো৷ লাগলো দাদা।আমি সিলেট থেকে।
সিবাজীদা দারুন লাগলো। আমি জানুয়ারি মাসে জাফলং ঘুরতে যেয়ে ইন্ডিয়ান সাইড দেখার জন্য উদগ্রীব ছিলাম। ধন্যবাদ আপনাদের দুজনকেই। এই জায়গাটা ঘুরে এলেন। তাই।
Dekhi ebar ekta uttor pai kina? Shibajir oshadharon narration r video ,neimar r Priththijit er Rani khonjar gaan darun 👍👍
❤️❤️❤️
কী করছো এবং দেখাচ্ছো ভাই শিবাজি এবং সঙ্গে অতি অবশ্যই পৃত্থীজিত ভাই।
অপূর্ব ভিডিওগ্রাফি। ঠিক ওটা তাম্বিল নয় তামাবিল।
Ohhh! Kato sundor jayega dakhale shibajida.prithyijitdar ranir khojkhabor kara darker.biyer phul phutle tabei prithyijitdar biye habe.subhechya tomader.
Khub bhalo laglo,amar dowki jaoya hoini,hoye gelo
Emon khub kom jayga ache jekhane bar bar jete icche kore.. meghalaya erom ekta jayga ❤️❤️
শিবাজী স্যার খুব সুন্দর লাগলো পর্ব টা।
এই জায়গায় আমি গেছিলাম ২০২৩ সালে
খুব সুন্দর জায়গা সিলেটের জাফলং,,,,, ও সাধারণ জায়গা❤❤❤
Thank you dada ra gure dekanur jonno😊😊😊😊😊❤️❤️❤️🥰🥰🥰
মনটা ভরে গেল আসাধারণ দুজনকেই ধন্যবাদ। 😊
Please, behave yourself,. We are humans. We think ourselves to bevave properly as civilized. Thank u again Shibaji da for Dowki uploading.
Time jnno dada ay video ta dekle late hoye gelo...... Darun laglo dada🙏
I have travelled maximum tourist spots of India still your representation is so excellent that attracts me to watch your blogs.
নেইমারের সাথে পৃথ্বীজিত দার ডুয়েট টা অসাধারন লাগল।
Raja ko Rani se gaan ta sunte sunte mone hocchilo Prithijit Da leg pulling holo bole , r ekta jaigai vabchilam lebu kenar somoy , khub khub enjoy kori apnader video gulo, mone hoi jeno apnader sathai ghurchi okhane
ভিডিওগুলো খুব ভালো হয়েছে আমি বাংলাদেশ থেকে বলছি।।
Apni r dada apnara dujonei amon manus sotti osadharon apnara
খুব সুন্দর হয়েছে ভিডিও, মুর্শিদাবাদ থেকে দেখছি
চমৎকার ভিডিও। শুভকামনা রইলো।
Neymar bishal valo gan gaye to... 🌝🔥
Ki darunnn Nodi ta...❤️
❤️❤️
BEAUTIFUL VEDIO.VISON
VISON BHALO LAGLO,
MEGHALOY TOUR.BHALO
THAKBEN.ASESH DHANYABAD.
Ami akjon Bangladeshi,apni kisu din agei bangladesh ascelen onk elaki volgs korecen,but Bangladesh er sylhet,moulovibazar district e sreemangol e onk nice place ace ai gulo volgs dekte parle khub valo lagto
Its really appreciable that you people interact with the local people in such a beautiful fashion and presents them in your vlogs. really a wonderful moment at 6:29
Durdanto laglo ajker video... Dawki sotti asadharon... Mon bhore jae... ❤️❤️❤️
অনেক ধন্যবাদ দাদা অপার সৌন্দর্যে ভরা ভিডিও উপহার দেওয়ার জন্য৷ ভালো থাকবেন৷
💙ভাই, দোয়া ও শুভ কামনা রইলো❤️”রবি,, যশোর বাংলাদেশ
Had the same experience while our visit to Dawki last mid January..... Feeling nostalgic..... Coverage praiseworthy..... Congratulations