তিমিরময় নিবিড় নিশা নাহি রে নাহি দিশা-- একেলা ঘনঘোর পথে, পান্থ, কোথা যাও॥ বিপদ দুখ নাহি জানো, বাধা কিছু না মানো, অন্ধকার হতেছ পার-- কাহার সাড়া পাও॥ নিশা না হলেও দিনের বেলা কুয়াশা ও মেঘ ভরা দিনে অসাধারণ ভ্রমণ হল শিবাজীবাবু ও প্রিথ্বী বাবুর সাথে। অমিত রায় আর লাবণ্য। শিলং পাহাড়ে ওদের প্রথম দেখা। তার পরে প্রণয়, মান-অভিমান, বিচ্ছেদ। ঠিক যেন ক্ষণে ক্ষণে প্রকৃতির রূপ বদলানোর মতো। শিলংয়ে না গেলে রবীন্দ্রনাথ ঠাকুর হয়ত ‘শেষের কবিতা’ লিখতেন না। প্রিথ্বী বাবু ও শিবাজী বাবু আর একটি সঠিক তথ্য দিলেম আবার। অনেকেই মনে করেন যে এটি নাকি রবীন্দ্রনাথ শিলংয়ে বসেই লিখেছিলেন, তাই শিলং এত প্রাণবন্ত - কিন্তু , এই উপন্যাসের এক পাতাও তিনি শিলংয়ে লেখেননি। রবীন্দ্রনাথ ঠাকুর এটি লেখেন ১৯২৮ সালে ব্যাঙ্গালোরে, স্বাস্থ্য উদ্ধারের প্রয়াসে সেখানে থাকবার সময়ে। কর্মসূত্রে ২০০০ ও ২০০১ সাল মিলিয়ে প্রায় মাস তিনেক আমার কেটেছে এই শহরে । আজ শিবাজী বাবু ও পৃথ্বী বাবুদেরও পা পড়ল শিলং নগরীতে । এক অসম্ভব স্মরণবেদনার সামিল হলাম আজকের প্রতিবেদন দেখে । এর আগে শিলং এ বড়দিনের আগের সন্ধ্যা, সুসজ্জিত সাজে জনতার ভীড় আমরা সবাই দেখেছি । আজ শিলং ও তার পাশের অঞ্চল কে প্রতক্ষ্য করার সুযোগ হলো শিৱাজীবাবু ও পৃথ্বী বাবুর দৌলতে । নিরঝরিনী দেখে অসাধারণ লাগলো । দেবমাল্য বাবু ও স্বাতী দেবীর সাথে পরিচয় হয়েও অসাধারণ লাগলো। আজকের ভ্রমণের প্রতিটি অংশ ছিল প্রাণবন্ত - তাই প্রত্যেকেই মুহূর্তই অসম্ভব ভালো লাগলো । তবে আশা করেছিলাম মেঘালয় পৌঁছে শিবাজীবাবু তার উদাত্ত গলায় আবৃত্তি করে উঠবেন "এখানে বৃষ্টি পড়ে বারো মাস। ... " সাথে পৃথিবী বাবুর গান।... "অবনী বাড়ি আছো? " - এখন আর শিলং এ বারো মাস বৃষ্টি হয় না - হয়তো চেরাপুঞ্জি বা মৌসিনরাম গেলে এই গান শোনার সৌভাগ্য হয়ে যেত । সব শেষে আজকের পর্বে আমরা অসামান্য কিছু খাবারের স্বাদ আস্বাদন করলাম ভার্চুয়ালভাবে। শিলং এ এত ভালো খাবার পাওয়া যায় তা সম্পর্কে আমার ধারণা ছিল - তবে শুধু খাবার পাওয়া গেলেই তো হল না - তা যথাযথ ভাবে শিবাজী বাবু ও পৃথ্বী বাবু আদর্শ ভোজন রসিক দের মতন গ্রহণ করে আমাদের নির্মল আনন্দ দিলেন । ভোজন কে শিল্পের পর্যায় নিয়ে যাওয়া ওনাদের মতন শিল্পী মানুষদের পক্ষেই সম্ভব।
তথাগতবাবু, ছোট্ট পরিসরে (short treatise) আপনার জ্ঞান এবং অভিজ্ঞতা সমৃদ্ধ লেখার হাত, এক কথায় দুর্দান্ত। অনন্য সাধারণ এই ভ্লগের সাথে.. আপনার মন্তব্য, আমাদের কাছে এক উপরি পাওনা। এইভাবেই লিখতে থাকুন। ভালো থাকবেন।
🌹👍🏻🎉এক একটা ব্লগ মনে হচ্ছে একটা সিনেমা🌹 গুনগত মান এতোটাই উঁচু... অফিসের কাছে বেশ কয়েক বার শিলং আর মেঘালয় দেখা। তবুও বড়দিনের শিলং অভূতপূর্ব... বিদেশে ঘোরা জায়গা গুলো কে টক্কর দিতে পারে...... এক কথায়: অপূর্ব। এই সুন্দর পরিবেশনার মাঝে - "দেবমাল্য ও স্বাতী" আপনাদের অবদানকে শ্যলুট করি 🌹🌹🎉
শিলং ও রবীন্দ্রনাথ এক ঐতিহাসিক মিলনস্থল। শিলং অনন্য সুন্দর জায়গা। শিবাজীদা ও পৃথ্বীজিৎদার এই ভিডিও অনবদ্য। মানুষকে কি যে আনন্দ দেন তার তুলনা হয় না! দারুণ।
video surur samay tei like ta diye di, karon jani explorer shibaji r video amake niras korbe na........nice place, nice presentation , nice video......
শিবাজী আর পৃথ্বীজিত এর জুটি মনে করিয়ে দেয় গুপী বাঘার সেই কিংবদন্তিতুল্য জুটি কে, যেখানে নতুন দেখা নতুন শোনার পাশাপাশি হাসি কৌতুক, প্রাণবন্ত উচ্ছ্বাস আর দু চার ছত্র গান আমাদের মননে মিলে মিশে আমাদের করে তোলে যেনো একই পথের সঙ্গী। এই ভাবেই চলুন দাদা, পাশে আছি সর্বদা। ভালো থাকবেন, অনেক ভালোবাসা রইলো from Baranagar❤️
খুব ভালো লাগলো শিবাজীদা এবং পৃথ্বিজিতদা। উত্তর-পূর্ব ভারতের প্রত্যেকটা এপিসোডই খুব ভালো হচ্ছে। তারমধ্যে, আজকেরটা কিন্তু সেরা। এই ভাবেই এগিয়ে চলুন। ভালো থাকবেন।
Shibaji.....aami bohukal banglar baire aachi. Tomar video khub bhalo lage. Tomar kotha shunte khub bhalo lage. I also like how respectfuly you cover robi thakurer memories. Bangla language er prem e pore giyechi ....thank you for awakening that feeling within me. Best wishes to Prithijeet as well. Feeling proud to be a bangali. God bless you guys
খুব ভালো লাগলো, অনেকদিন আপনার রোড ট্রিপ দেখিনি, রাজস্থান এর রোড ট্রিপ খুব ভালো লেগেছিলো বা পুরুলিয়া এর রোড ট্রিপ| আরেকটা রোড ট্রিপ খুব তাড়াতাড়ি নিয়া আসুন
Shilong e ami 3 bar gechi. Wards lake er pase ekta hotel e chilam.Oi lake e morning walk korte jetam.boating o korechi😊But Rabi Thakur r je 2 to Banglow r khoj dilen segulo i dekhi ni. Darun laglo Next time Shilong gele deffinately jabo. Thank you Shibaji & Pritthi da
Ami City Heart Dhaba te lunch korechilam.Khashi emporium theke prochur shopping korechilam.Apnar Shillong er video dekhe amader Shillong trip er kotha mone pore gelo.
Akhane megh r bristi legayacche jinispotrer dam o khub besi apnara lucky karon december a bristi aktu kom hoi traffic rule khub strict vdo ta bhalo laglo
আপনি তো আমার জন্মস্থানে (শিলং) ঘুরে এলেন। মেঘালয় সিরিজের সব ভিডিও দেখে খুব ভালো লেগেছে। যে পাড়ায় (রিলবং) আপনি জিতভূমি ও ব্রুকসাইড দেখতে গিয়েছিলেন, সেখানে আমাদের পৈতৃক বাড়ি, জিতভুমি থেকে মাত্র ২০০ মিটার দূরত্বে। ২৫শে ডিসেম্বর আমরা ওই বাড়িতেই ছিলাম। আপনার আসার প্রোগ্রাম জানলে, দেখা হয়ে যেত। আমাদের দুর্ভাগ্য, সেটা হলনা।
এই শিলং শহরেই ৩০ বছর আগে আমার চাকরি জীবন শুরু হওয়ার কথা ছিল ৷ Shillong Times এ সাব এডিটর হিসেবে ৷ হয়নি ... নাকের বদলে নরুল্ পেলাম ... এখন কানাডায়... আপনাদের vlog দারুন enjoy করি ৷ 😊
তিমিরময় নিবিড় নিশা নাহি রে নাহি দিশা--
একেলা ঘনঘোর পথে, পান্থ, কোথা যাও॥
বিপদ দুখ নাহি জানো, বাধা কিছু না মানো,
অন্ধকার হতেছ পার-- কাহার সাড়া পাও॥
নিশা না হলেও দিনের বেলা কুয়াশা ও মেঘ ভরা দিনে অসাধারণ ভ্রমণ হল শিবাজীবাবু ও প্রিথ্বী বাবুর সাথে।
অমিত রায় আর লাবণ্য। শিলং পাহাড়ে ওদের প্রথম দেখা। তার পরে প্রণয়, মান-অভিমান, বিচ্ছেদ। ঠিক যেন ক্ষণে ক্ষণে প্রকৃতির রূপ বদলানোর মতো। শিলংয়ে না গেলে রবীন্দ্রনাথ ঠাকুর হয়ত ‘শেষের কবিতা’ লিখতেন না।
প্রিথ্বী বাবু ও শিবাজী বাবু আর একটি সঠিক তথ্য দিলেম আবার। অনেকেই মনে করেন যে এটি নাকি রবীন্দ্রনাথ শিলংয়ে বসেই লিখেছিলেন, তাই শিলং এত প্রাণবন্ত - কিন্তু , এই উপন্যাসের এক পাতাও তিনি শিলংয়ে লেখেননি। রবীন্দ্রনাথ ঠাকুর এটি লেখেন ১৯২৮ সালে ব্যাঙ্গালোরে, স্বাস্থ্য উদ্ধারের প্রয়াসে সেখানে থাকবার সময়ে।
কর্মসূত্রে ২০০০ ও ২০০১ সাল মিলিয়ে প্রায় মাস তিনেক আমার কেটেছে এই শহরে ।
আজ শিবাজী বাবু ও পৃথ্বী বাবুদেরও পা পড়ল শিলং নগরীতে । এক অসম্ভব স্মরণবেদনার সামিল হলাম আজকের প্রতিবেদন দেখে ।
এর আগে শিলং এ বড়দিনের আগের সন্ধ্যা, সুসজ্জিত সাজে জনতার ভীড় আমরা সবাই দেখেছি । আজ শিলং ও তার পাশের অঞ্চল কে প্রতক্ষ্য করার সুযোগ হলো শিৱাজীবাবু ও পৃথ্বী বাবুর দৌলতে । নিরঝরিনী দেখে অসাধারণ লাগলো ।
দেবমাল্য বাবু ও স্বাতী দেবীর সাথে পরিচয় হয়েও অসাধারণ লাগলো।
আজকের ভ্রমণের প্রতিটি অংশ ছিল প্রাণবন্ত - তাই প্রত্যেকেই মুহূর্তই অসম্ভব ভালো লাগলো ।
তবে আশা করেছিলাম মেঘালয় পৌঁছে শিবাজীবাবু তার উদাত্ত গলায় আবৃত্তি করে উঠবেন "এখানে বৃষ্টি পড়ে বারো মাস। ... " সাথে পৃথিবী বাবুর গান।... "অবনী বাড়ি আছো? " - এখন আর শিলং এ বারো মাস বৃষ্টি হয় না - হয়তো চেরাপুঞ্জি বা মৌসিনরাম গেলে এই গান শোনার সৌভাগ্য হয়ে যেত ।
সব শেষে আজকের পর্বে আমরা অসামান্য কিছু খাবারের স্বাদ আস্বাদন করলাম ভার্চুয়ালভাবে। শিলং এ এত ভালো খাবার পাওয়া যায় তা সম্পর্কে আমার ধারণা ছিল - তবে শুধু খাবার পাওয়া গেলেই তো হল না - তা যথাযথ ভাবে শিবাজী বাবু ও পৃথ্বী বাবু আদর্শ ভোজন রসিক দের মতন গ্রহণ করে আমাদের নির্মল আনন্দ দিলেন । ভোজন কে শিল্পের পর্যায় নিয়ে যাওয়া ওনাদের মতন শিল্পী মানুষদের পক্ষেই সম্ভব।
তথাগতবাবু, ছোট্ট পরিসরে (short treatise) আপনার জ্ঞান এবং অভিজ্ঞতা সমৃদ্ধ লেখার হাত, এক কথায় দুর্দান্ত। অনন্য সাধারণ এই ভ্লগের সাথে.. আপনার মন্তব্য, আমাদের কাছে এক উপরি পাওনা। এইভাবেই লিখতে থাকুন। ভালো থাকবেন।
অসাধারণ লেখা 👌
দুর্দান্ত
Wahhh🎉🎉
👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾
আজকের ব্লগ টা এক কথায় অসাধারণ ।
পৃথীজিত দার কৌতুক রস বোধ , অসাধারণ ছিল। 👌👍
🙏❤️
আপনার ক্যামেরার মাধ্যমে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখে নিচ্ছি। ধন্যবাদ এতো সুন্দর সুন্দর ভিডিও উপহার দেবার জন্য ।
আপনার প্রতিটি ভ্রমনবৃত্তান্তই মনে দোলা লাগায় ! এটিতেও সেই ধারা অব্যাহত ❤🙏 ! সত্যিই অভূতপূর্ব !!
শিলঙ গিয়েছিলাম কিছু জায়গা ঘোরা হয়নি এই ভিডিও র মাধ্যমে ঘোরা এবং দেখা হয়ে গেল।খুব ভালো লাগলো ।ধন্যবাদ ।
Khub sundor laglo Rabi Thakur er Bari ta ke sundor sajey rekhechey Preethi dar hair cating ta bhalo lag.chy
ট্রেন এ বাড়ি ফিরছি, ভিডিওর নোটিফিকেশন আশা মাত্র দেখতে শুরু করলাম। দেখতে দেখতে মন টা ভালো হয়ে গেলো।
সত্যিই এত উৎকৃষ্ট মানের ভ্লগ আগে কখনো দেখিনি!! এত পরিমার্জিত এবং তথ্য সমৃদ্ধ। খুব ভালো লাগল ।
🙏❤️
শিবাজী দাদা খুব সুন্দর একটি ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ, পুনে মহারাষ্ট্র
দারুণ, অসাধারণ রবীন্দ্র অনুভূতি ।
Khub sundor laglo ei series ta .....purono onek smriti bhese asche
Meghalaya r shob kata video dekhe jabar ichhe bere gelo. Khub sundor bhabe tule dhorechen. Arunachal Pradesh dekhanor anurodh roilo.
বাও দারুন ঝর্না অসাধারণ রবীন্দ্রনাথ ঠাকুরের আসা মানে ইতিহাস মনে করীয়ে দিলেন দাদা ধন্যবাদ আপনাকে উৎসাহিত আমরা আপনার ভিডিও দেখে।
Durdanto laglo Robi Thakur er place gulo puro goosebumps hochilo 🤩
খুব সুন্দর লাগলো এরোম ভাবে ভিডিও বানিয়ে যান আমরা দেখতে থাকি চেটেপুটে ।👍👍👍❤️❤️❤️
🌹👍🏻🎉এক একটা ব্লগ মনে হচ্ছে একটা সিনেমা🌹
গুনগত মান এতোটাই উঁচু...
অফিসের কাছে বেশ কয়েক বার শিলং আর মেঘালয় দেখা।
তবুও বড়দিনের শিলং অভূতপূর্ব...
বিদেশে ঘোরা জায়গা গুলো কে টক্কর দিতে পারে......
এক কথায়: অপূর্ব।
এই সুন্দর পরিবেশনার মাঝে -
"দেবমাল্য ও স্বাতী" আপনাদের অবদানকে শ্যলুট করি 🌹🌹🎉
Amra Shilong geslam 2015te khub enjoy korechilam.
Khub valo laglo tomader sathe si long ghurte
শিবাজীদা এবং পৃথ্বীজিতদার অনবদ্য উপস্থাপনা মন ভরিয়ে দেয়। তার উপর বারতি পাওনা শিবদজীদার গলায় আবৃত্তি আর পৃথ্বীজিতদার গলায় গান। এক কথায় দারুন🙏🙏
🙏❤️
Darun laglo. Bhison jete icche korche
Wow awesome dàarun laglo khub sundor ghurlam 😊👌👌👌
দারুণ,, সঙ্গে আপনাদের কথোপকথন,,just অসাধারণ
আপনার ভিড়িও দেখার অপেক্ষায় থাকি। খুব ভালো লাগলো।
চাকরি জীবনের অনেক বছর এই Shillong এ অতিবাহিত করেছি। আজ আপনাদের vlog দেখে পুরোনো স্মৃতি মনে পরে যাচ্ছে।
দাদা রবীন্দ্রনাথ ঠাকুরের গানে আর আপনাদের উপস্থাপনা vlog অতুলনীয় 💞💞🙏👍
একবার যেতেই হবে।তুমি আরো যাবার ইচ্ছেটাকে বাড়িয়ে দিলে।অপূর্ব জায়গা।
অপূর্ব শিলং ,দারুন দেখলাম👍👍🤗
এত দুরে বসে তোমার vlog দেখে মনে হচ্ছে যেন India তে বসে আছি॥ দারুন দারুন॥ এগিয়ে চলো॥
Durdanto vlog,ek kothay onoboddhyo.
apurbo jalapropat, Rabindranather smriti dhonyo bari, darun alokojjol christmas er sondhya ,darun susojjito hotel o sundar khabar , darun sajiyeche salad
আহা
এই city hut dhaba র ওপরের হোটেল টায় আমরা ছিলাম
আর city hut dhaba তে খেতেও গিয়েছিলাম ❤️❤️❤️
কত কিছু মনে পড়ে গেল
Darun laglo kabiguru ke .tui amader bharamon guru.
Nachi dar gaan er bapar ta kintu fatafati...
শিলং ও রবীন্দ্রনাথ এক ঐতিহাসিক মিলনস্থল। শিলং অনন্য সুন্দর জায়গা। শিবাজীদা ও পৃথ্বীজিৎদার এই ভিডিও অনবদ্য। মানুষকে কি যে আনন্দ দেন তার তুলনা হয় না! দারুণ।
🙏❤️
video surur samay tei like ta diye di, karon jani explorer shibaji r video amake niras korbe na........nice place, nice presentation , nice video......
জিদ দাদার কথা গুলো খুব ভালো লাগলো। ভিডিও দেখে আরও ভালো লাগলো।
নিজের স্মৃতিকে তরতাজা করলো আপনার ভিডিও। ধন্যবাদ
্ আপনার ভি ডি ও ❤খুব ভালো লাগে
খুব সুন্দর লাগলো মেঘালয় সিরিজ। এক কথায় অনবদ্য।
এই ভিডিওটা অসাধারণ লাগলো। আমি নিজে বিশ্বভারতী বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, তাই এইটা আমার কাছে অনবদ্য।
🇧🇩 আপনার প্রতিটা ভিডিও অনেক সুন্দর কিছু জানা যায় না দেখাটাও দেখা যায় ভালো থাকবেন ধন্যবাদ
@@theseeker7938 বাংলাদেশী আসা যাবেনা এমন নিয়ম আছে কি কোনো??
সালাম দাদা
আপনার ভিডিও দেখার পরে Dooars ঘুরে এলাম। এবার ভাবছি next destination মেঘালয়। আপনি পথপ্রদর্শক।
ভালো থাকবেন।
Rabi Thakurer smriti bijarita Shilong apaner vlog madhyame dekhe charmed holam,khub valo laglo.apaner anek vlog dekhei khub anada pai.valo thakun,many many thanks to you and prithhijit.
❤ শিলং- মানেই 'শেষের কবিতা', যা কিনা রবি ঠাকুরের পরিণত বয়সের এক অসাধারণ মনস্তাত্ত্বিক অভিব্যক্তি। মন বার বার ছুটে যেতে চায়...
Durdanto laglo ei episode ta. Full of information aar prithijit dar gaan ta osadharon chilo. Thank you sibaji da.
খুব খুব ভালো লাগলো দারুণ সুন্দর দেখলাম আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই ভালো থাকবেন।
You are like David Attenborough of bengal.. good job 👍
আপনার একটা খুব ভালোগুন হলো বর্ণনা ও ইতিহাস বর্ণনা দারুন। ♥️♥️♥️♥️♥️
Darun video sei shillong ghorar din gulo mone pore galo. 👍👍👍👍
শিবাজী আর পৃথ্বীজিত এর জুটি মনে করিয়ে দেয় গুপী বাঘার সেই কিংবদন্তিতুল্য জুটি কে, যেখানে নতুন দেখা নতুন শোনার পাশাপাশি হাসি কৌতুক, প্রাণবন্ত উচ্ছ্বাস আর দু চার ছত্র গান আমাদের মননে মিলে মিশে আমাদের করে তোলে যেনো একই পথের সঙ্গী। এই ভাবেই চলুন দাদা, পাশে আছি সর্বদা। ভালো থাকবেন, অনেক ভালোবাসা রইলো from Baranagar❤️
অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে☺️
খুব সুন্দর ভিডিও, দেখে দারুণ লাগল।
Khub bhalo laglo.Akta notun desh dekhlum .Amader Kolkata r songe bes khichu similarity royeche. Iconic Swadagon Pagoda r kotha sunechilum.Aj dekha hoye galo.Bhalo thakben.
Osadharon osadharon osadharon sundor
Osadharon apnara♥️♥️♥️♥️♥️♥️♥️
megh er aloy...meghalaya...thank u for the knowledge Prithwijit Da...
😊❤️
২০১৬ সালের জুন মাসের সব স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে শিবাজী দা। দারুন 👌👌 (নিমতা বেলঘরিয়া থেকে অভিক বলছি)
শিবাজী দা আমি ২০১১ এ গিয়েছিলাম। কিন্তু এই জায়গায় সময়ের অভাব ছিল বলে যেতে পারিনি। এইজায়গাটা অনেকটা চাইনিজ অবতার kingdom এর মতো। দারুন লাগছে।
খুব সুন্দর লাগলো দাদা আরগানটাও খুব খুব সুন্দর লাগলো
Khub e darun laglo video.. Just awesome ❤❤❤❤❤
ভালো লাগলো তো বটেই,সব থেকে ভালো লাগলো আমাদের প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কিছু দিনের আবাস ভূমি।
Darun laglo ei video ta overall! Meghalaya series darun enjoy korchi..
শিবাজী বাঃ-বাঃ (দা-দা) khublei shibun👏👏 prithwijitএর “KA KSHAID LAI PATENG hairstyle” বাহ্ বাহ্ 👏👏
Darun laglo kobiguru smriti-bondona !!
Beautiful footage & adorable & Pritiwsh da, ekta gan pele khub bhalo lagto, khasi badam gulo, besh sundor r ketho bhalo legeche. Thank u Shibaji da.
Asadharo... Kobiguru ke antorer pronam🙏probhu jisu 🙏. Apnara valo thakun, e vabei video kore sundor jaigar upohar thi. Dhanybad.
its a Different & wonderful quantities a great awesome video
Prithwijit dar new hair style ta kintu bes laglo 😀
খুব ভালো লাগলো শিবাজীদা এবং পৃথ্বিজিতদা। উত্তর-পূর্ব ভারতের প্রত্যেকটা এপিসোডই খুব ভালো হচ্ছে। তারমধ্যে, আজকেরটা কিন্তু সেরা। এই ভাবেই এগিয়ে চলুন। ভালো থাকবেন।
Shibaji dar video te odvut positive vibe ache...Depressed thakle khoniker modhye relief pawa jai..Both of you are inspiration ♥️ ❤️
🙏❤️
As usual Darun laglo dada.. 👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼
Apner voice just asom
Shibaji.....aami bohukal banglar baire aachi. Tomar video khub bhalo lage. Tomar kotha shunte khub bhalo lage. I also like how respectfuly you cover robi thakurer memories. Bangla language er prem e pore giyechi ....thank you for awakening that feeling within me. Best wishes to Prithijeet as well. Feeling proud to be a bangali. God bless you guys
Vison valo laglo uposthapona nie notun kore r ki bolbo darun laglo
darun mon bhore gelo
Darun aviggo ta,khubbhalo laglo.❤❤❤❤😊😮😮😮🎉🎉🎉🎉❤❤❤❤
Khubbb Shundar laglo 👍🏽👍🏽
আপনার আর পৃথ্বী দা র duet, লা-জবাব। অসাধারণ অভিজ্ঞতা সঞ্চয় করছি। Presentation - ওঃ অসাধারণ।
🙏❤️
এই সিরিজে মন ভালো করা সব এপিসোড।
দারুন sir।। প্রতিটা ভিডিওর মতই এটাও দারুন
চমৎকার লাগলো শিলং ভ্রমণ। শুভকামনা রইলো।
Valo laglo dada, porer tar jonno ami ready
খুব ভালো লাগলো, অনেকদিন আপনার রোড ট্রিপ দেখিনি, রাজস্থান এর রোড ট্রিপ খুব ভালো লেগেছিলো বা পুরুলিয়া এর রোড ট্রিপ| আরেকটা রোড ট্রিপ খুব তাড়াতাড়ি নিয়া আসুন
অসাধারন, আপনার মতন কোরে আমরাও অনেক অনেক ভালো জায়গার ভিডিও দেক্তেপেলাম। আপনাদেরকে অভিনন্দন ।
Swati aar Devmalya r moto kauke songe dekhe khoob valo laglo !!
Shilong e ami 3 bar gechi.
Wards lake er pase ekta hotel e chilam.Oi lake e morning walk korte jetam.boating o korechi😊But Rabi Thakur r je 2 to Banglow r khoj dilen segulo i dekhi ni.
Darun laglo
Next time Shilong gele deffinately jabo.
Thank you Shibaji & Pritthi da
🙏❤️
Prithivi babur chuler cutting ta darun hoyeche
Ami City Heart Dhaba te lunch korechilam.Khashi emporium theke prochur shopping korechilam.Apnar Shillong er video dekhe amader Shillong trip er kotha mone pore gelo.
খুব ভালো লাগছে মেঘালয় ভ্রমণ সিরিজ👌👍
Akhane megh r bristi legayacche jinispotrer dam o khub besi apnara lucky karon december a bristi aktu kom hoi traffic rule khub strict vdo ta bhalo laglo
অসাধারণ। বিশেষ করে রবিবারের বাসস্থান।
Darun presentation, Shivaji Bhai.
Apuuurbo 😍Apuurbo 😍Apuurbo 😍Explorer Shibaji Prithijeet Apnader 🙏😍🙏 khub valo tyakben
🙏❤️
পৃথবী ভাই এর hair style awesome👍
😀❤️
আমার ২০১৭ সালের স্মৃতিগুলো আপনার হাত ধরে আবার জীবন্ত হয়ে উঠলো।💝💝
এক কথায় অসাধারণ হৃদয়ছোঁয়া ❤️❤️💯
Darun, darun, asadharan bhasya!!! Aamra 2021 er 29 30, dec katiyechilam Shillong. You're reigniting the memories!!! Just keep it up..
Sobkoti porbo dekhlam sathe amar maa o dekhlen. Darun laglo
আপনি তো আমার জন্মস্থানে (শিলং) ঘুরে এলেন। মেঘালয় সিরিজের সব ভিডিও দেখে খুব ভালো লেগেছে। যে পাড়ায় (রিলবং) আপনি জিতভূমি ও ব্রুকসাইড দেখতে গিয়েছিলেন, সেখানে আমাদের পৈতৃক বাড়ি, জিতভুমি থেকে মাত্র ২০০ মিটার দূরত্বে। ২৫শে ডিসেম্বর আমরা ওই বাড়িতেই ছিলাম। আপনার আসার প্রোগ্রাম জানলে, দেখা হয়ে যেত। আমাদের দুর্ভাগ্য, সেটা হলনা।
শিংলয়ে কি রিলায়েন্সের SMART BAZAR আছে?
অক্টোবরে শিলং এ কেমন ঠান্ডা থাকে বলতে পারবেন?যাওয়ার প্লানিং চলছে
এই শিলং শহরেই ৩০ বছর আগে আমার চাকরি জীবন শুরু হওয়ার কথা ছিল ৷ Shillong Times এ সাব এডিটর হিসেবে ৷ হয়নি ... নাকের বদলে নরুল্ পেলাম ... এখন কানাডায়... আপনাদের vlog দারুন enjoy করি ৷ 😊
দারুন দারুন কোন কথা হবে না..... শিবাজী দার ভিডিও মানেই অসাধারণ, অপূর্ব, অতুলনীয়... 🙂❤️🙏👍🇮🇳
Puro jome geche👍👍
খুব সুন্দর লাগল ভিডিও টি
Fatafati khasa hoya6ha.. video ta