Snongpdeng - মেঘালয়ে নতুন জায়গা | Krang Suri Waterfall

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2024

Комментарии • 349

  • @avikchattopadhyay7786
    @avikchattopadhyay7786 Год назад +1

    এক কথায় অসাধারণ! আপনার দৃশ‍্য ও স্থান বর্ণনার কোনও তুলনা নেই। ঝরনা আর নদীর, একে অপরকে গ্রহণ করার যে অপরূপ শোভা আপনার ক‍্যামেরায় ফুটে উঠেছে, তাতে চোখ জুড়িয়ে যায়! দূষণমুক্ত পরিবেশ প্রকৃতির আসল সুন্দর রূপকে যে কতখানি পরিষ্কার করে তোলে, এইসব জায়গায় গেলে বোঝা যায়। আপনাদের অশেষ ধন্যবাদ। শিবাজী-পৃথ্বীজিত যুগলবন্দি অপ্রতিহত গতিতে ঝঙ্কার তুলে চলুক এইভাবেই।

  • @diyapaul
    @diyapaul Год назад

    Aro onek onek valo valo video dekhar opekkhay roilam Sir 😃

  • @budhadityadasbabu9711
    @budhadityadasbabu9711 Год назад +9

    ক্র্যাংসুরী জলপ্রপাত এককথায় অসাধারণ। ভালো থাকবেন দাদারা ❤️🙏

  • @Bengalitricksandhaks
    @Bengalitricksandhaks Год назад +78

    Today black day . please 🙏 give some respect for our army. and say jai hind

  • @Mr.gaming.1234
    @Mr.gaming.1234 Год назад +3

    ধন্যবাদ দুই দাদাকে। আপনাদের কল্যাণে সুন্দর সুন্দর জায়গাগুলো দেখতে পারছি।

  • @acsen3838
    @acsen3838 9 месяцев назад

    Krang Suri waterfall দারুন দর্শনীয়। এর জল গাড় নীল যেটা এই waterfall কে আকর্ষনীয় করে রেখেছে। Snongpdeng এর নদী এমনিতে দারুন ভালো লাগে, boating আনন্দকর।

  • @anuradhamukherjee9927
    @anuradhamukherjee9927 Год назад

    একটা অসাধারণ জায়গা দেখালেন। আর ভীষণ ভালো information পেলাম। আর মেঘালয়ে এতো ভালো weather কোনো ব্লগে ই দেখিনি। সেদিক দিয়ে আপনারা lucky

  • @titlybhattacharjee1879
    @titlybhattacharjee1879 Год назад

    Ki apurbo sundor water falls er joler colour ta...chokh juriye galo dekhe... Ekhankar joler colour gulo sottie asadharon❤️❤️❤️

  • @ratnadas9250
    @ratnadas9250 Год назад

    অসাধারণ লাগলো মেঘালয়ের এই ভিডিও টা। ভালো থাকবেন দাদা।

  • @nilanjanaadhikari8149
    @nilanjanaadhikari8149 Год назад +2

    দুই অফ বিট জায়গা। ফলস্ এর রূপ দুর্দান্ত। আপনার ড্রোন প্রকৃতির এই মনোমুগ্ধকর দৃশ্য উপহার দিল। অচেনা মেঘালয়ের সন্ধান দিলেন। আর আপনাদের টি শার্ট ইস্ট বেঙ্গল ক্লাব এ নিয়ে গেল। 😃

  • @sandipsana7840
    @sandipsana7840 Год назад +2

    আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দুর্দান্ত জায়গার সাথে আপনার অসাধারণ উপস্থাপনা।।
    ❤️❤️❤️❤️❤️❤️

  • @ashokghosal9289
    @ashokghosal9289 Год назад +1

    অপুর্ব জ্যায়গা দেখালেন,সুন্দর ভাবে সমস্ত সৌন্দর্য্যকে তুলে ধরছেন,অনেক ধন্যবাদ আপনাদের।

  • @tathagatadasgupta
    @tathagatadasgupta Год назад +6

    ডাওকীর পর এবারে Shnongpdeng (বাংলা কিছুতেই লিখতে পারলাম না) । জয়ন্তীয়া পাহাড়ে অবস্থিত অসাধারণ রূপবতী আর একটি স্থান দেখার সৌভাগ্য হল আজ । স্বচ্ছ জলের গ্রাম যে একাধিক আছে তা আমার জানা ছিল না । তাই আজকের এই প্রতিবেদন দেখে বিশেষ ভাবে আনন্দ পেলাম । নীললোহিতের দিকশূন্যপুর যাওয়ার পথে এই রকম একটি স্বচ্ছ নদী পার হতে হয় । দিকশূন্যপুর কোন দিকে তা আমাদের জানা নেই - তবে আজ মেঘালয়ের এই সুন্দর গ্রামটি দেখে বার বার দিকশূন্যপুর এর কথা মনে আসছিল ।
    "মঞ্জুল ও-হাসির বেলোয়ারি আওয়াজে
    ওলো চঞ্চলা ! তোর পথ হল ছাওয়া যে!
    মোতিয়া মোতির কুঁড়ি মূরছে ও-অলকে;
    মেখলায়, মরি মরি, রামধনু ঝলকে
    তুমি স্বপ্নের সখী বিদ্যুত্পর্ণা
    ঝর্ণা!
    ঝর্ণা! ঝর্ণা! সুন্দরী ঝর্ণা!
    তরলিত চন্দ্রিকা! চন্দন-বর্ণা!
    অঞ্চল সিঞ্চিত গৈরিকে স্বর্ণে,
    গিরি-মল্লিকা দোলে কুন্তলে কর্ণে,
    তনু ভরি' যৌবন, তাপসী অপর্ণা!
    ঝর্ণা! "
    সত্যেন্দ্র নাথ দত্তর মতন ছন্দবান কবি খুব কম জন্মেছেন । আজকের Krang Suri জলপ্রপাত দেখে প্রথমেই ওনার এই কবিতাটির কথা মনে এল । অবশ্য জলপ্রপাত ও ঝর্ণা ১০০ শতাংশ এক নয় । এদের পার্থক্য আছে - গুগল জ্যাঠা বলেছেন হঠাৎ খাড়া ঢাল থেকে নদীর জল যদি নিচে পতিত হয়, তাকে জলপ্রপাত বলা হয়। অপরদিকে ভূপৃষ্টের উপরিভাগ তল থেকে নিচের দিকে নামতে থাকা অথবা কোন খাড়া অংশ ফুঁড়ে বেরিয়ে আসলে ঝর্ণার সৃষ্টি হয়।
    যাইহোক আমাদের দেখে সুখ এবং তা শিবাজী বাবু ও পৃথ্বী বাবুর উপস্থিতিতে এবং অসামান্য উপ্সথাপনায় । তাই এই দুইয়ের বিভেদ ক্ষনিকের জন্য হলেও গুলিয়ে ফেললাম ।
    অনেক ধন্যবাদ রইল |

  • @dipm1975
    @dipm1975 Год назад

    Aparthib, Anabil o Akritrim prakriti dekhe chokh o mon DUI juriye gelo

  • @jayantaguchait546
    @jayantaguchait546 Год назад

    কি সুন্দর জায়গা ডোন সটটা দারুন হয়েছে

  • @prodipmondal7851
    @prodipmondal7851 Год назад

    Khub valo hayachay video ta,apanader jersi colour combination East Bengal, spring er colour sabuj.

  • @tanmoychakraborty3916
    @tanmoychakraborty3916 Год назад

    Apnake dekhlei akta advut positive energy pai..... Apnar kaj chaliye Jan...

  • @anjanaghosh6279
    @anjanaghosh6279 Год назад

    দারুণ সুন্দর ব্লগ, এককথায় শেষ করা যাবে না।
    শিবাজী, পৃথ্বীজিৎ কে চিরকালই আমি এবং আমার পরিবারের পছন্দের তালিকায় প্রথম দিকে রেখেছি। এনাদের
    ভিডিও গ্রাফি, কথা এবং এনার্জি লেভেল সবকিছুই অনবদ্য। অনেক শিক্ষনীয়,
    এই জায়গা গুলি এখনও পর্যন্ত আমাদের যাওয়া হয় নি, আপনাদের ব্লগ দেখে খুবই যেতে ইচ্ছে করছে, জানি না যে কবে যেতে পারবো।
    এগিয়ে যান, আরো সুন্দর সুন্দর জায়গায় ঘুরুন আর আমাদের উৎসাহিত করুন,🙏🙏

  • @loveon143
    @loveon143 Год назад

    দুর্ধর্ষ লাগলো জায়গা টা 👌👌👌👌👌👍👍👍👍💓💖💓সুন্দর ভিডিও 👌👍🙏😊

  • @RoySamir-pn1sj
    @RoySamir-pn1sj 23 дня назад

    খুব ভালো লাগলো আপনার ব্লগ
    আমি গৌহাটি থাকি , আপনারা ফি ফি ফ্লস টা বোধহয় মিস্ করে গেছেন, পথেই ছিল। ধন্যবাদ

  • @sangeetasen8582
    @sangeetasen8582 Год назад

    Apnar video dekhte khub valo lage. Darun sundor sundor jayga mone hochhe ami nije okhane achi. Apnar bola r gola dutoi khub sundor

  • @pujadas385
    @pujadas385 Год назад

    Water falls ta just😍😍😍 okhane jawar rasta ta dekhe Sikkim er Rabdense palace jawar rastar kotha mone pore gelo..

  • @vsanyal
    @vsanyal Год назад

    Sibaji da ke dhonobad ei sundor jaygata dekhanor jonno. Eto kosto kore video kora ta sarthok hoyeche. Thank you sibaji da and prithijit da

  • @bapibosr1383
    @bapibosr1383 Год назад

    ক্রান সুরি ফলস দেখবার জন্য যখন, শিবাজী দা, নিচে namchilen আপনার পিছনে লাল t shirt এ পৃথিজিট দাকে ড্যাশিং লাগছিল। অসাধারন জায়গা, দুজনেই ভালো থাকবেন

  • @anitaroychowdhury2267
    @anitaroychowdhury2267 Год назад +1

    Khub bhalo laglo Meghalaya r notun jaiga.Waterfalls ta r jol r rong mon bhoriye dilo.A rokom jol r rong dekha jai na.Lastly the pineapple 🍍 ata jantum na Meghalaya ato bhalo anarosh pawa jai.

  • @sujatasaha8870
    @sujatasaha8870 Год назад +2

    দৃশ্য এবং উপস্থাপনা দুই অসাধারণ। ধন্যবাদ দাদারা🙏

  • @goutampathak8988
    @goutampathak8988 Год назад

    অসাধারন তোমাদের উপস্থাপনা, উদগ্রীব হয়ে থাকি পরেরটার জন্য।সব গোগ্রাসে চোখ দিয়ে গিলি

  • @krishnamitra812
    @krishnamitra812 Год назад

    Wow thanks apnake eto sundar place gulo dekhaber jannya valo thakben

  • @surajitguha2393
    @surajitguha2393 Год назад +5

    ২০১৬ সালের অক্টোবরে দু রাত ছিলাম, অনবদ্য জায়গা, তখন কোনো টিকিট সিস্টেম ছিলো না, ঘরে থেকে ওই নদীর আওয়াজ অনবদ্য।
    আমরা Halatong Touriest Homestay তে ছিলাম খুব ভালো ব্যবহার ❤️

  • @anirbangoswami9747
    @anirbangoswami9747 Год назад +2

    Awesome dada .............Aapnar coverage r presentation ta ekdum mind blowing.........Ekta information......Snongpdeng a ektai resort aache BETELNUT RESORT.........tao 8 ta room...... Last year amra visit korechilam...

  • @sandhikanjilal
    @sandhikanjilal Год назад

    দাদা মে, ২০২২ এ ডাউকি গেছিলাম, কিন্তু শেনংপেডং এর কথা নতুন জানলাম।।। অসাধারণ।।। অনবদ্য।।। আর আপনারা তো চিরচারিত কলম্বাস এর মত নতুন ভ্রমণ স্থল এর সুলুক সন্ধান দেন, এটি তার একটি অনবদ্য উদাহরণ।।।অপূর্ব।।।।প্রনাম রইল।।। ❤❤

  • @niranjanhaldarveena
    @niranjanhaldarveena Год назад +1

    অপূর্ব, সত্যিই অসামান্য অনবদ্য এই পর্বটি। মন ভোরে গেল।

  • @sadiabashar6791
    @sadiabashar6791 Год назад +1

    Salam dada
    ঢাকা থেকে বলছি। আপনার ভিডিও দেখার জন্যে অপেক্ষা করে থাকি। এত সুন্দর করে প্রকৃতি কেবল আপনিই দেখাতে পারেন।

  • @biswajitgoswami2310
    @biswajitgoswami2310 Год назад +1

    মেঘালয়েৱ অনেক অজানা জায়গা উপহাৱ দিলেন মন ছুঁয়ে গেল

  • @susmitahalder7291
    @susmitahalder7291 Год назад

    অনবদ্য।
    আমরা মাসে র শেষে র দিকে গিয়েছিলাম falls গুলো অপূর্ব দেখেছি। আর মেঘালয়ের আনারসের স্বাদ অন্য কোথাও মিলবে না।

  • @samimakhtar1268
    @samimakhtar1268 Год назад

    Nice video Shivaji da meghalay tour video khub bhalo lagche prithijit da thakle khub bhalo lage tomadar jugalbandi khub bhalo

  • @utpalacharya4630
    @utpalacharya4630 Год назад

    অপূর্ব ভিডিও। অনেক অনেক শুভেচ্ছা । সত্যিই দারুণ জায়গা। 👌👍💕

  • @sougatabose7481
    @sougatabose7481 Год назад

    Vision sundor place, osadharon vlog,

  • @FragranceofLife
    @FragranceofLife Год назад

    Khang suri ghure esechhi.... Asadharon legechhilo... Dur theke 1st view ta dekhei mone hochhilo Kokhon kachhe jabo 😊

  • @Shri_creation13
    @Shri_creation13 Год назад +1

    আগের ভিডিওর লিংক ধরে পরের ভিডিও শুরু , এটা ভালো লাগে। খুবসুন্দর জায়গাটা।দারুন ঘুরলাম দু-চোখের দৃষ্টি দিয়ে আপনাদের সাথে।🙏🙏🙏🙏🙏👌👌👌👌👍👍👍🌼🌼🌼🌼🌼

  • @jayantadebnathpapai2299
    @jayantadebnathpapai2299 Год назад

    অসাধারণ লাগলো ভিডিওটি। ওয়াটার ফলস টা আরো বেশি সুন্দর ছিল। সব মিলিয়ে অসাধারণ❤❤❤❤

  • @lobdas6816
    @lobdas6816 Год назад

    Osomvob sundar vlog Sir...
    And ofcourse TollFreeTraveller er Rohit Sir er Dive ta Mone porlo water falls er samne

  • @bimansaha7005
    @bimansaha7005 Год назад

    আজকে তোমার এপিসোডে ড্রোন শট টা ফাটাফাটি অসাধারণ লাগলো।

  • @TRAVELLERARUP
    @TRAVELLERARUP Год назад

    Wow amazing video sharing 👌❤️ darun 👍

  • @somdevchatterjee2540
    @somdevchatterjee2540 Год назад

    Darun ekta episode, drone shot ta darun laglo, thank you

  • @swatidasgupta3740
    @swatidasgupta3740 Год назад

    Osadharon photography. Apnara dujone erokomi ghure amader anando din.

  • @creativesudip7890
    @creativesudip7890 Год назад

    আমি সেপ্টেম্বরে ঘুরতে বেশী পছন্দ করি। কারন সবুজ। বর্ষার পর প্রকৃতি পুরো সুবজ থাকে। আর বাজেটও একটু কম পড়ে। পান্না সবুজ রঙের ফলস্ ভারতে বোধহয় কমই আছে। দারুন লাগল। তোমরা দুজনেই ভালো থেকো।

  • @maharshimukherjee9529
    @maharshimukherjee9529 Год назад

    Lal holud e oshadharon laglo.

  • @artislife8103
    @artislife8103 8 месяцев назад

    Joler rong waterfalls ta darun 💙💚

  • @sangeetabhattacharjee2736
    @sangeetabhattacharjee2736 Год назад

    Ashadharon ♥️dujoner Tshirt er colour amar protipokhkho team er kintu boltei hobe combination e khub bhalo maniyeche dujon ke 👍aabar ekta apurbo naration, photography r jutir exploration er apekhkhy rolam♥️

  • @suvradutta1132
    @suvradutta1132 Год назад

    অসাধারণ দৃশ্য পট

  • @debashishkar4392
    @debashishkar4392 Год назад

    Dada water fall ta dekhe khub bhal laglo

  • @sreejasaha5982
    @sreejasaha5982 Год назад

    এক কথায় অসাধারণ ।

  • @SubhabrataNandi
    @SubhabrataNandi Год назад

    Water falls ta heaven, tar moddey ekta lal life jacket pore ekjon swimming koreche, osadharon chobi ta laglo, lal life jacket ta pattern breaker.

  • @santanubhattacharjee1966
    @santanubhattacharjee1966 Год назад +1

    Excellent Excellent Excellent

  • @amitghosh5170
    @amitghosh5170 Год назад

    ❤❤অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য ,সাথে তোমার উপস্থাপন অনবদ্য ।তোমার মত আমরাও বারবার যেতে এই ভুস্বর্গে। ❤❤

  • @sandipdas5815
    @sandipdas5815 Год назад

    Khub sundar jaega

  • @baishalisarkar4769
    @baishalisarkar4769 Год назад +1

    অপূর্ব সুন্দর নদী ঝর্না! খুব ভালো লাগলো ভিডিওটি দেখে!

  • @sarojbose6015
    @sarojbose6015 Год назад

    খুব ভালো লাগলো ব্লগ টা দাদা ভালো থাকবেন

  • @anupamsaha5095
    @anupamsaha5095 Год назад

    Boating ta Miss korecho dada more beautiful then dowki

  • @ritikhossain3411
    @ritikhossain3411 Год назад +1

    Thank you BROTHER,. BEST of luck Brother,

  • @thebongvisitors7554
    @thebongvisitors7554 Год назад

    দারুন লাগল, আমি মেঘালয় ট্রিপ এ KRANGSURI মিস করে গেছি, নেক্সট বার আবার যাবো। আমি ওটাই ভাবছিলাম আপনি মেঘালয় এ এসে আনারস খেলেনা, আমরা ট্রিপ এর রোজ খেতাম। খুব ভালো হয়েছে ভিডিও, ড্রোন ভিউ, ল্যান্ডস্কেপ সব মিলিয়ে দারুন💙💙💙

  • @sandeepsaha6888
    @sandeepsaha6888 Год назад

    Asomvob sundor laglo

  • @gopalkundu9900
    @gopalkundu9900 Год назад

    অপূর্ব। অসাধারণ। দারুণ লাগলো।

  • @amitbrahmo
    @amitbrahmo Год назад +2

    Krangsuri is worth all the hard work getting down to the foot of the falls. Lovely turquoise water. Shob klanti bhule jete hoy.

  • @worlddiaries2022
    @worlddiaries2022 Год назад

    Amar kachay aee jayga ta ochena chilo, khub sundor laglo

  • @riteshnayak5527
    @riteshnayak5527 Год назад

    দাদা waterfall অসাধারণ, আর আপনার vlog just ❤🧡🧡🧡🧡👍

  • @DrMiHarun
    @DrMiHarun 10 месяцев назад

    থাইল্যান্ড টুরের সময় পৃথ্যিজিতকে খুব মিস করছিলাম

  • @SanjayMandal-cb6zu
    @SanjayMandal-cb6zu Год назад

    Draun Episode Dada....Thanks from Gauhati Assam.

  • @aparnamitra7125
    @aparnamitra7125 Год назад

    Darun darun 👌👌,mone hocche swimming kori.

  • @aninditadeb855
    @aninditadeb855 Год назад

    Asadharan, AK kathay anobadyo,r Lal holuder combination er sathe achi dada,amra opar banglar lok jon😀😀

  • @shayamalchandradas8941
    @shayamalchandradas8941 Год назад

    You are exceptional blogger . Very nice 👍👍👍👍 dada .Nomoskar you and your friend.(From Bangladesh).

  • @s4somnath
    @s4somnath Год назад

    সত্যিই অসাধারণ। আপনাদের দুজনকে সত্যিই অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর সুন্দর ভিডিও দেখানোর জন্য। 👍👍👍

  • @sudrishnabanerjee6899
    @sudrishnabanerjee6899 Год назад

    Khub bhalo laglo

  • @surajitpal7358
    @surajitpal7358 Год назад

    Amazing your meghalaya blog dekhte dekhte nutun kare experience karlam this brilliant place.thanks keep it up 👍👍👍👍.

  • @TheCoupleSeries
    @TheCoupleSeries Год назад

    দৃশ্য এবং উপস্থাপনা দুই অসাধারণ😊

  • @sanjuktapalchoudhury7588
    @sanjuktapalchoudhury7588 Год назад

    Wow
    Ki darun ekta waterfall dekhalen Sibaji di
    Just awesome👌👌

  • @rimidassarkar1680
    @rimidassarkar1680 Год назад

    Akdom to heaven apurba

  • @BaishaliSaha
    @BaishaliSaha Год назад +1

    Drone view ta just oshadharon 😍😍😍

  • @manishachakraborty2290
    @manishachakraborty2290 Год назад

    Thanks....eto sundor ekta jaiga dekhanor jonno

  • @kalyandas8086
    @kalyandas8086 Год назад

    Asambhab sundor, dàarun laglo👌👌👌

  • @biswajitdas5110
    @biswajitdas5110 Год назад

    দাদা, আপনার মেঘালয় সিরিজ এর এটা বোধহয় সেরা ভিডিও। এতো সুন্দর প্রাকৃতিক পরিবেশ আর আপনি যেভাবে তা ক্যামেরাবন্দি করেছেন তা অনবদ্য।
    আচ্ছা হ্যাংগিং ব্রিজ এর রং তো নীল সাদা দেখলাম...ওখানেও তাহলে আমাদের মতন ই ব্যাপার,😊
    এর পর কোথাও টেন্ট দেখালে, দয়া করে টেন্ট এর ভিতরটাও দেখানোর চেষ্টা করবেন। আমার খুব জানতে ইচ্ছা করে নীচে কি থাকে।

  • @snigdhamitra2968
    @snigdhamitra2968 Год назад

    Khubvalo laglo

  • @jagricinterior974
    @jagricinterior974 Год назад

    Durdanto laglo waterfall ta

  • @pushpenmandal9915
    @pushpenmandal9915 Год назад +3

    There is another falls named Phe Phe near Krang Suri. Phe Phe falls is heavenly.
    In shnogpdeng on opposite on opposite bank of the river there is a camping site maintained by Pioneer adventure tour. Charge is on higher side. I stayed during December, 2021 with per head cost of 3500/-( breakfast, lunch, evening snacks, dinner and one boat ride included in price). But experience was beautiful.

  • @ayanmukherjee5999
    @ayanmukherjee5999 Год назад

    অসাধারণ শিবাজী স্যার

  • @mausumiroy4876
    @mausumiroy4876 Год назад

    Osadharon Vidio 🙏🙏

  • @TheAkc
    @TheAkc Год назад

    খুব ভালো লাগলো

  • @suvajitsaha1073
    @suvajitsaha1073 Год назад

    darun sunor laglo falls ta... borsar samai gele charidik sobuj o falls gulo fule fepe uthbe, tobe mone hoi dwaki river ta eto swocho thakbena. turbid hoe jabe. ami kokhono jaini sekhane, but sunechi. sob river i oi samai besi ghola hoe jai. otherwise borsa e daruun lagbe puro meghalaya.

  • @tithidey470
    @tithidey470 Год назад

    Shibaji sir...... Prottekti porbo alada rokomer mugdhota niye ashey. River er opor drone shot gulo just oshadharon😍😍. Meoa river r sathe waterfalls ta dekhe bhasha hariye felechhi sir. Apnader uposthapona just oshadharon sir. Ei Meghalaya porbo eto bhalo lagchhe j already barite kotha bolte shuru kore diyechhi j kobe berate jawa jay...😃😃

  • @murarimohansingh7695
    @murarimohansingh7695 Год назад

    অচেনা জায়গায় দেখার আনন্দ অনেক বেশি।আপনার ভিডিওর মাধ্যমে দেখতে দেখতে অনেক আশা বেড়েই চলেছে।অনেক ধন্যবাদ নেবেন।

  • @tapasisamantha2301
    @tapasisamantha2301 Год назад +2

    It could be described,as heavenly beauty.

  • @sarmisthadattapoddar1458
    @sarmisthadattapoddar1458 Год назад

    Khub valo laglo....

  • @subhranjoy16
    @subhranjoy16 Год назад

    Krang Suri is beautiful, but phe phe falls is even more beautiful. It is between Krang Suri and Jowai. Apnader miss hoye gelo.

  • @jhinukbhattacharya9908
    @jhinukbhattacharya9908 Год назад

    Darun laglo ..

  • @suchismitabiswas8253
    @suchismitabiswas8253 Год назад

    Amar dekha sobche best travel RUclipsr apni uncle, egiye jan, aro video dekhte thaki amra,

  • @provatroy2214
    @provatroy2214 Год назад

    খুব ভালো লাগলো শিবাজী বাবু ❤

  • @Bapin08
    @Bapin08 Год назад +1

    I had my trip over there during last November.. What I really like is the landscape of the place, raw nature of meghalaya.

  • @bhoreralotravelguide5902
    @bhoreralotravelguide5902 Год назад

    উত্তরবঙ্গে আসলে অবশ্যই জানিও সাক্ষাতের অপেক্ষায় থাকলাম

  • @titashsarkar6845
    @titashsarkar6845 Год назад

    Totally Respected To Both...Dada Onoboddo... ❤️❤️❤️
    Ek Opurbo Somoy Katalam....Mon Bhore Gelo...Next Video Dekhar Jonno Excitement R Dhore Rakhte Perchina .. 😊😊😊
    Khub Bhalo Thakben 🙏🙏🙏