Amader Shomaj Biggan | Tariq Anam Khan | Yash Rohan | Tanjika | Tania Ahmed | Bangla New Natok 2021

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 окт 2024

Комментарии • 5 тыс.

  • @Bongo-BD
    @Bongo-BD  3 года назад +261

    To watch Yash Rohan's contents, click: bongobd.com/content/artists/STiCofSuC9T

  • @smabdulnayeem3472
    @smabdulnayeem3472 3 года назад +4544

    মানুষ দেখে শুধু রোমান্টিক আর হাসির নাটক। এই সব নাটকের মূল্য এই সমাজের মানুষগুলোই দিতে জানেনা। পরিচালক সহ সবাইকে অসংখ্য ধন্যবাদ এমন একটা বাস্তব জীবনের সত্য তুলে ধরার জন্য।

    • @abirmdbarkatullah6171
      @abirmdbarkatullah6171 3 года назад +72

      এই কমেন্টে লাভ রিয়েক্ট দেওয়ার অপশান থাকলে দিতাম

    • @asfikajannat3609
      @asfikajannat3609 3 года назад +13

      Cz ei somaj Tay to emn...ty ei somaj lojjay egula k mullo dey naa

    • @sabbirmegh173
      @sabbirmegh173 3 года назад +34

      নাটকটি দেখে চোখে পানি চলে আসলো🥺🥺

    • @tarekmondol2873
      @tarekmondol2873 3 года назад +28

      একদম ঠিক বলছেন ভাই_ভালো আর বাস্তবমূখী কাজের মুল্যায়ন আমরা বাঙালিরা দিতে জানি না_আমরা হিরো আলমের মত ফালতুকে রাতারাতি ভাইরাল করা পাবলিক_অইসব নিয়াই ব্যাস্ত থাকি আর এত সুন্দর কাজকে ভাইরাল করার বা অন্তত দেখার টাইম নাই আমাদের_😪

    • @bbdoll8989
      @bbdoll8989 3 года назад +8

      right vaiya

  • @md.imtiajahmedshihab8641
    @md.imtiajahmedshihab8641 3 года назад +697

    এই নাটক দেখার পর যদি একজনের ও বিবেক উন্মোচিত হয় তা হবে পরিচালকের সবচেয়ে বড় পাওয়া🖤🍁

  • @pixieentertainment
    @pixieentertainment 3 года назад +360

    খুব ভালো লেগেছে নাটকটি। নতুন অভিনেতা হিসেবে ইয়াশকে খুব ভালো মনে হলো। ইয়াশের ডায়ালগ ডেলিভারী এক কথায় অসাধারণ। তাকে যদি ভালোভাবে গড়ে তোলা যায়, তবে ভবিষ্যতে আমরা একজন ভালো অভিনেতা পেতে পারি।

    • @ahnafnahian9232
      @ahnafnahian9232 3 года назад +7

      উনার আরো কাজগুলো দেখতে পারেন, যেমন- চলচ্চিত্রের মধ্যে স্বপ্নজাল, মায়াবতী, ইতি তোমারই ঢাকা..
      নাটকের মধ্যে মিস শিউলি, শহর ছেড়ে পরাণপুর, মশাল ইত্যাদি 😊

    • @pixieentertainment
      @pixieentertainment 3 года назад +5

      @@ahnafnahian9232 সাজেস্ট করার জন্য ধন্যবাদ। অবশ্যই দেখবো। বাংলাদেশে সালমান শাহ পরবর্তি সময়ে একজন ন্যাচারাল এ্যাক্টর পাইনি। চলচিত্রে যেসব তথাকথিত নায়ক বর্তমানে অভিনয় করছে সবগুলোকে মেকি মেকি মনে হয়। আশা রাখি এ ভবিষ্যতে ভালো করবে..

    • @ahnafnahian9232
      @ahnafnahian9232 3 года назад +6

      @@pixieentertainment মনের কথা বলেছেন! উনার অভিনয় বেশ সাবলীল, দেখে শান্তি পাওয়া যায়।
      তবে একটা কথা, আমি শুনেছিলাম "ইতি তোমারই ঢাকা" অস্কার নোমিনেশন পেয়েছে এজন্য সাজেস্ট করলাম, আমার দেখা হয়নি এখনো, আমি আসলে খুঁজেই পাইনি কোথাও😕
      বাকি গুলো আশা করছি ভালো লাগবে..

    • @pixieentertainment
      @pixieentertainment 3 года назад +2

      @@ahnafnahian9232 ইতি তোমারই ঢাকা, কোথাও পেলাম না। Netflix প্রোডাক্ট। যাই হোক Subscribe করে দেখে নিবো..

    • @Sanjida392
      @Sanjida392 3 года назад

      Hasa kondik diye

  • @humayunahmedhimel2033
    @humayunahmedhimel2033 Год назад +120

    নাটকের প্রতিটা মুহূর্ত বাস্তব জীবনের সাথে মিল আছে.. কতইনা রোহান জীবিত হয়ে বেঁচে আছে মৃত লাশের মতো.. সমাজবিজ্ঞানের জ্ঞান এ😅💔

  • @sharmisterious
    @sharmisterious 2 года назад +818

    নাটকের ছোটো একটা অংশ fb তে পেয়ে First time বাংলাদেশী নাটক দেখলাম... দেশ🇮🇳 আলাদা হলেও সমাজের মাপকাঠির একক একই... কিছু সময় মনে হচ্ছিল আমার হয়ে অভিনেতা যেন কথাগুলো বলছে🙂 নাটকটি তৈরির জন্য অসংখ্য ধন্যবাদ পরিচালককে ❤️

    • @mizanvlogs9119
      @mizanvlogs9119 2 года назад +5

      Same FB te dekhe aslam

    • @MdSojib-bl8op
      @MdSojib-bl8op 2 года назад +1

      ধন্যবাদ

    • @emuakteremu3910
      @emuakteremu3910 2 года назад +1

      Thik bolcho 😓 appi same appi

    • @mehrabhossain7482
      @mehrabhossain7482 2 года назад +12

      গল্প তো মিলবেই কারন বাঙ্গালি জাতি আমার। আপনে কি জানেন এখন কার বাংলাদেশে এক সময় ভূ-ভারত এর আধিনস্থ ছিলো,কলকাতাকে বলা হতো পশ্চিম বঙ্গ,আর বাংলাদেশকে বলা হতো পূর্ব বঙ্গ।বাঙ্গালির সাথে বাঙালির আত্মার সম্পর্ক।ভাই অনেক কথা বলে ফেললাম ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন আল্লাহ হাফেজ। ❤️❤️❤️❤️

    • @ettisafxrup
      @ettisafxrup 2 года назад

      Same here

  • @faariyanshakil9132
    @faariyanshakil9132 3 года назад +450

    শিক্ষানীয় একটি নাটক ছিল,❤️
    বিবেককে নাড়িয়ে দেওয়ার মতো।
    ধন্যবাদ নির্মাতা কে ❤️

    • @srityrani5488
      @srityrani5488 2 года назад +1

      সত্যি অনেক বাস্তব সবটা। মানুষ এখন অনেক অমানবিক, কারো মনে কষ্ট দিতে একবারও ভাবে না।😥

    • @Foy-sal
      @Foy-sal Год назад

      😂😂😂

    • @muslimarahmankotha1638
      @muslimarahmankotha1638 Год назад

      Hmmm

  • @ronyparvez9730
    @ronyparvez9730 2 года назад +481

    আমার লাইফে দেখা সবচেয়ে সুন্দর একটা নাটক..!
    যেখানে পুরোটাই বাস্তব ..!
    🥀🙂

  • @tonmoybiswas1603
    @tonmoybiswas1603 4 месяца назад +8

    আমার দেখা সেরা একটা নাটক। বলা যায় সবচেয়ে সেরা। বর্তমান সমসাময়িক সমাজে একটা উঠতি বয়সের ছেলে যে যে problems face করে, আমাদের সমাজব্যবস্থার আসল দিক সবকিছুই জীবন্ত হয়ে উঠেছে ইয়াস রহমানের অভিনয়ে। নাটকটার শেষ সিনটায় ইয়াস রোহানের কথাগুলো শুনে নিজের অশ্রু সংবরণ করতে পারি নি। বর্তমান সময়ে বহূল প্রচলিত ও সমাদৃত প্রেম-ভালোবাসার নাটকের চেয়ে সহস্রগুণ শিক্ষণীয় ও বাস্তবধর্মী নাটক এটি । পরিচালককে সত্যিই ধন্যবাদ এত সুন্দর একটা নাটক উপহার দেয়ার জন্য। Hats off 🎓

  • @SharifulIslam-pm7dy
    @SharifulIslam-pm7dy 2 года назад +165

    নাটকটি দেখে কখন যে নিজের চোখে পানি চলে এসেছে বুঝতে পারলাম না। আসলে ভালোভাবে ভালোভাবে বেঁচে থাকার জন্য খুব বেশি কিছু প্রয়োজন হয় না। প্রয়োজন ভালো একটি পরিবার।নাটকটি নির্মাণ করার জন্য পরিচালক-প্রযোজক কে অনেক অনেক ধন্যবাদ।

  • @SaReGaMaAcademy
    @SaReGaMaAcademy 2 года назад +83

    এটাই সেই নাটক- যাকে সমাজের দর্পণ বলা যায়। সম্মানিত পরিচালকসহ শিল্পী কলাকুশলী ও নির্মাণ সংশ্লিষ্ট সকলের প্রতি সা রে গা মা পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা ও ভালোবাসা।

  • @akhinur668
    @akhinur668 3 года назад +141

    অসাধারণ কিছু দেখলাম যেন,
    ইয়েশ রোহানের অভিনয় অবশ্যই প্রশংসা পাবার যোগ্য

  • @MdRiaz-vh5yd
    @MdRiaz-vh5yd 11 месяцев назад +26

    এই নাটকের সাথে আমার লাইফের অনেকটা মিল আছে,,
    তবে এখানে রোহানকে খারাপ সময়ে তার প্রিয় মানুষ ছেড়ে গেসে,,
    আমার প্রিয় মানুষ আমাকে পাশে থেকে সাপোর্ট দিসে সব সময়,,
    আলহামদুলিল্লাহ সে এখন আমার বউ🥀🥰
    আমাদের বিবাহের ১ বছর পূর্ন হতে যাচ্ছে❤

  • @বিপরীতমুখী
    @বিপরীতমুখী 3 года назад +222

    অপূর্ব, নিশু, তাহসানের নাটকে মিলিয়ন ভিউ হলেও এই নাটকটি যারা দেখেন নাই তারা সত্যিকারর্থে সমাজে কি চলছে তা বুঝতে পারবেন না।
    আমার দেখা সেরা নাটক।

  • @rabiulislamrubayet9859
    @rabiulislamrubayet9859 2 года назад +242

    প্রত্যেক অভিভাবককে এই নাটক টা দেখানো উচিত, হায়রে আমাদের সমাজ🙂
    লজ্জা!!!🙂

  • @MehediHasan-sg2wr
    @MehediHasan-sg2wr 2 года назад +61

    নাটকটি দেখে নিজের অজান্তেই চোখ থেকে পানি বের হয়ে গেল।নিজের ভেতরে একটা অস্তিরতা তৈরি হলো।এটাই তো একটা পরিচালকের স্বার্থকতা।❤️

  • @kanizfatema148
    @kanizfatema148 10 месяцев назад +7

    নাটকটির শেষ অংশে শরীরের লোম দাড়িয়ে গেছে আর প্রচন্ড কান্না।আমাদের সমাজে এরকম হাজারো তরুন- তরুনী আছে যারা মানসিক যন্ত্রণায় ছটফট করছে প্রতিনিয়ত😢

  • @FahimAhmed-qp3oo
    @FahimAhmed-qp3oo Год назад +377

    নাটকের একটা বিষয় প্রশংসনীয় ছিলো৷ হাজারো কথা শুনার পরেও ছেলেটা বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করেনি। এটাই শিক্ষণীয় ছিলো

    • @mdRobiulislam663
      @mdRobiulislam663 Год назад

      Humm khubi vlo lagse 🎉

    • @Mainuddin-ls5bj
      @Mainuddin-ls5bj 11 месяцев назад +2

      কে বলছে আপনারে খারাপ আচরণ না করলো শেষে তো ছেলেটা বাপের সাথে খালার সাথে গরম হলো।
      তবে নাটক টা বাস্তব দিক গুলো তুলে ধরলো।

    • @hasanahmed173
      @hasanahmed173 11 месяцев назад

      ❤❤

    • @wasik7482
      @wasik7482 10 месяцев назад

      ​@@Mainuddin-ls5bjmanush er shojjho kirar limit thake oi limit bhangle ke na amon korbe tao tou cheleta tui tukari kore na gali dey nai haat uthay nai oi dik dekhen nai bhai tao sundor kore bolse

    • @akasmazumder902
      @akasmazumder902 9 месяцев назад

      Ha amar o khub valo legese

  • @afnanwasce9678
    @afnanwasce9678 3 года назад +195

    গভীর রাত কেটে যাচ্ছে নির্ঘুম, একাকীত্ব আর ডিপ্রেশন। নিজের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো বলার মত কাউকে খুঁজে পাচ্ছি না। খুঁজে পাবো কিভাবে যেখানে আমি আমার বাবা মায়ের সাথে কথা বলার সেই স্বাধীনতা ই পায় না। ছেলে হয়ে জন্মেছি বলে কান্নাও করতে পারিনা।আহারে সমাজ আমাকে বাঁচতে দাও🙏
    ধন্যবাদ আমাদের জীবনের এই বাস্তবতা তুলে ধরার জন্য 💜

    • @rohanboss6826
      @rohanboss6826 3 года назад +2

      Amer fb nam বুঝ বালক। nock koiro solution na dite pari santona paiba.may be tumi amer theke choto hoba tai tumi kore bollam.middleclass familyer pera sudu tarai buje jara ei claser

    • @AminulIslam-tq6my
      @AminulIslam-tq6my 3 года назад

      😥🙏

    • @rssumonasumu
      @rssumonasumu 2 года назад

      Kaoke nijer kosto gula bolar moto keo na thakle atar moto kosto prithibite nai...

    • @sefetislam4421
      @sefetislam4421 2 года назад

      কি,, মিঞা চিল করেন,,,বাদ দেন এসব....

  • @sadiaafrin4125
    @sadiaafrin4125 3 года назад +138

    ভাই বোন এর ক্যামিস্ট্রি টা খুব ভালো লাগলো😊😊সত্যি আমাদের সমাজ ব্যাবস্থা এমন টাই হয়ে গেছে🥺🥺😭😭same here all time feel this suffocated 😞😞

  • @Sathi01402
    @Sathi01402 Год назад +80

    শেষ সময় রোহানের চিৎকার করে বলা কথাগুলো সত্যি হ্নদয় ছুঁয়ে গেছে ❤❤❤

    • @Rafsan_raiyan08
      @Rafsan_raiyan08 11 месяцев назад

      ঠিক😢😢

    • @Md_Shishir_Ahmed
      @Md_Shishir_Ahmed 11 месяцев назад

      পরিবারের দায়ভার কাঁধে নাও ঐ হৃদয় ছোঁয়াছুয়ি খেলা হারায় যাবে নে😂 মেয়েদের সারাদিন তো কোন কাজ নেই একটু রান্না আর থালা বাসন মাজা ছাড়া। তাই অলস মস্তিষ্কে এমনি অনুভূতি আসবে😂😂

  • @firozmajumdar5236
    @firozmajumdar5236 3 года назад +103

    Yash রোহান এর অভিনয় স্কিল চমৎকার, নতুন মুখ নিয়ে নাটক দেখতে চাই, নতুনদের সুযোগ দেওয়া হোক।

  • @ishtiaquejahangir1079
    @ishtiaquejahangir1079 3 года назад +252

    নাটক অনেক না বানালেও চলে। এমন নাটক জীবনে একটা বানাতে পারলেই জীবন স্বার্থক।

  • @sajidroy8720
    @sajidroy8720 2 года назад +84

    ভালো কিছুর কদর কেউ দিতে জানে না।এত সুন্দর একটা শিক্ষনীয় নাটক তবু্ও ভিউস কম।। অনেক ধন্যবাদ নাটক পরিচালক কে।

    • @rnrokon3467
      @rnrokon3467 2 года назад +1

      ভালো কিছুর কদর কেউ দিতে জানে না। এত সুন্দর একটা শিক্ষানীয় নাটক তবুও ভিউস কম। অনেক অনেক ধন্যবাদ নাটক পরিচালকদের কে🖤

    • @saifulsaimon2192
      @saifulsaimon2192 2 года назад

      কি বলেন। আপনি ভালো করে ভিউস দেখেন।

  • @alonerahatt
    @alonerahatt 9 месяцев назад +8

    শেষ কবে কান্না করছি মনে নেই । তবে এই নাটকটা দেখার পর চোখের পানি ধরে রাখতে পারলাম নাহ । সত্যিই একদম বাস্তব সমাজের ঘটনা 😢 ।

  • @sagormahmud923
    @sagormahmud923 Год назад +47

    এই প্রথম বাস্তব মুখী একটা নাটক দেখলাম। পুরোটাই বর্তমান সমাজের তথ্যচিত্র। এই নাটকের পরিচালক কে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। নাটকের মাধ্যমে এই বাস্তব গল্প গুলো তুলে ধরলে হয়তো আত্মহত্যার মতো খারাপ কাজ কিছুটা হলেও কমবে।

  • @homairamasoud8677
    @homairamasoud8677 3 года назад +27

    এতো ভালো একটা নাটক! ইয়াশ রোহান আর তানজিকা আমিনের অনবদ্য অভিনয়। কি সুন্দর ভাই বোনের সম্পর্ক। পুরো টিমকে সাধুবাদ!!

  • @afrojasultana4857
    @afrojasultana4857 2 года назад +212

    জীবনের একটা পর্যায়ে এসে এতো বেশি ডিপ্রেশনে চলে যাব ভাবতে পারিনি।সব কিছু থেকে ও নেই।। এখন আর কান্না ও আসেনা।। এই নাটক টা আমার জীবনের কিছু সময়ের জন্য কড়া নেড়ে গেছে।।মিলে গেলো।।এই সমাজে কেউ আত্মহত্যা করে না,এই সমাজ আর কাছের মানুষ গুলো তাকে মেরে ফেলে।

    • @nasrinsultana7330
      @nasrinsultana7330 2 года назад +2

      ঠিক বলেছেন ভাই 😭😭😭

    • @ruhanikhatun4364
      @ruhanikhatun4364 2 года назад +7

      vabcilam amr ekar e hytw ei somossa..dekhsi amr moto oneke ase😢

    • @itzrony7757
      @itzrony7757 2 года назад +3

      𝚅𝚊𝚒 𝚊𝚖𝚊𝚛 𝚘 𝚊𝚒 𝚜𝚘𝚖𝚜𝚊😓😓

    • @mdmonikkhan9071
      @mdmonikkhan9071 2 года назад +2

      সমাজ থিকা পালায়া থাকতে হবে নিজের মত বাচতে হলে

    • @mdmonikkhan9071
      @mdmonikkhan9071 2 года назад +1

      Every struggled person should need a teacher as like as tarik Anam in the role of this drama.

  • @rubelsarkar1442
    @rubelsarkar1442 11 месяцев назад +5

    অসাধারণ একটা নাটক । সমাজের বাস্তব চিত্র ফুটে উঠেছে এই নাটকে। নাটক টি দেখে নিজের অজান্তেই কান্না😢 চলে আসছে। নাটক টি যেন প্রতিটি মানুষের হৃদয়ের কথা বলে। যা অনেকে প্রকাশ করতে পারে না।

  • @soyeldas5380
    @soyeldas5380 2 года назад +47

    প্রত্যেকটা Struggle করা মানুষের জীবনের প্রতিচ্ছবিটা যেন এখানে ফুটে উঠেছে 💗। এই সব নাটক সমাজ দেখতে চায় না। সবশেষে একটা কথাই বলার ধন্যবাদ পরিচালক।

  • @shahriarshakil5116
    @shahriarshakil5116 3 года назад +102

    Basically, I never comment on any drama! But this one has touched my soul! This drama should get a national award. It has successfully depicted our sick society and it's effects on the generations! Breakups, depression, social criticism, losing self-worth ; we go through all these and never really get the chance to sit back and heal our destructed wounds! Meanwhile our parents, society, family pressurize us to build up career, study, etc. Little do they realize, souls are dead inside us! How are we suppose to move forward, if there's darkness and fear in our heart! We need your affection, love and proper counciling. We need freedom, we need escape from this social and traditional barrier. 🙏

  • @nasirhossainnahiyan4991
    @nasirhossainnahiyan4991 3 года назад +53

    আমার জীবনে দেখা সেরা নাটকের গুলোর প্রথম তালিকায় রাখলাম।
    কৃতজ্ঞ পরিচালকের প্রতি, বর্তমান সমাজে ঘটে যাওয়া এমন বাস্তব চিএ নিখুঁত ভাবে তুলে ধরার জন্য।
    আর হ্যা,রোহান ভাইয়ের অভিনয় অবশ্যই প্রশংসার দাবিদার।
    এমন নাটক যদি প্রতি মাসে পেতাম 🥰

  • @quridamala
    @quridamala Год назад +15

    একটা সন্তানের জন্য মা বাবার মানসিক সাপোর্ট খুব দরকার,,,সমাজের রোসানল বা নেতিবাচক কোনো কিছু,, মা বাবা যদি শক্ত ভাবে মোকাবেলা করে তবে সন্তান একটা আশ্রয় পায়,,,খুব ভালো লাগলো,,এমন সময় এমন নাটক খুব দরকার

  • @md.masumbillahziad2498
    @md.masumbillahziad2498 3 года назад +173

    ধন্যবাদ ডিরেক্টর কে। সময়াপোযোগী কন্টেন্ট নিয়ে বানানো এই নাটকটি বর্তমান সমাজের বাস্তব দৃশ্য। আমাদেরকে এমন পরিস্থিতি থেকে ঘুরে দাড়াতে হবে।

  • @sabrinaalam3442
    @sabrinaalam3442 2 года назад +53

    এইটাই আমদের সমাজ। যেখানে হাজারো প্রশ্ন করার মানুষের অভাব হয় না। যেখানে কেউ কারো মনের অবস্থা চিন্তা না করে হাজারো প্রশ্ন হাজারো কথা বলতে থাকে ।
    নাটকটির কাহিনী সম্পূর্ণ বাস্তবের সাথে মিল রেখে করা হয়েছে। নাটকটি খুব সুন্দর। 😌

  • @bdtecker8669
    @bdtecker8669 3 года назад +261

    আমাদের সমাজ ভালো কিছু চাই না এমনকি এইটা একটা ভালো নাটক তারপরও 1 লক্ষ ভিউ হয় নাই কিন্তু সব অসামাজিক নাটক কোটি ছাড়িয়ে যায়।

    • @faridrezvi6507
      @faridrezvi6507 3 года назад +2

      রাইট প্রিয় ভাই ❤️❤️❤️

    • @genius-tech
      @genius-tech 3 года назад +1

      রাইট

    • @bd_vlogs9986
      @bd_vlogs9986 3 года назад +2

      This is a true example that what our society needs

    • @amitmadhu5440
      @amitmadhu5440 2 года назад

      @@bd_vlogs9986 Hmm! Because people needs only profit.

  • @sonjoydey6801
    @sonjoydey6801 Год назад +18

    আমার লাইফে দেখা সর্বকালের অন্যতম সেরা নাটক। শেষ পর্যন্ত আমাকে কাদিঁযে ছেড়েছে 😭😭

  • @bestfriend117
    @bestfriend117 Год назад +190

    নাটক টার কটা অ্যাওয়ার্ড পেয়েছে জানিনা তবে একটা মেয়েকে মৃত্যুর এর থেকে বাঁচিয়ে আনতে পেরেছে। ধন্যবাদ এত সুন্দর একটা নাটক এর জন্য ❤️🥀

    • @EricGamingbd
      @EricGamingbd 11 месяцев назад

      ????কিভাবে????

    • @prosunsaha8697
      @prosunsaha8697 11 месяцев назад

      How

    • @Mohammad_Saiful49
      @Mohammad_Saiful49 9 месяцев назад

      নাটক দেখেই বুঝতে পারবে​@@EricGamingbd

  • @aburahad4926
    @aburahad4926 3 года назад +39

    এই রকম নাটক আগে কখনো দেখিনি,,,,পরিচালক এর কাছে আমার অনুরোধ,,,,,চালিয়ে যান বাস্তব জীবনে এমন আরও অনেক কাহিনী নিয়ে।

  • @shaikatmia5504
    @shaikatmia5504 3 года назад +19

    Touched my heart.
    ভিন্ন ধর্মী গল্প ও সুনিপুণ চরিত্র নিয়ে আসার জন্য ধন্যবাদ নির্মাতা কে।

  • @mdaktarulislam1103
    @mdaktarulislam1103 11 месяцев назад +6

    স্যার এর অভিনয়টা অন্যান্য,,এই রকম পার্শচরিত্র প্রত্যেকের জীবনে দরকার সুস্থ ভাবে বেঁচে থাকার জন্য ❤️

  • @sourovmistry7044
    @sourovmistry7044 2 года назад +24

    বাস্তব সন্মত একটা নাটক। অল্প সময়েই গোটা সমাজ ব্যবস্থা টাকে তুলে ধরা হয়েছে। Lot of thanks to the director ❤️❤️

  • @nusratnusu3170
    @nusratnusu3170 Год назад +141

    ভাই বোনের মূহুর্তগুলো অসাধারণ, বোন কেঁদে যখন ভাইকে জড়িয়ে ধরলো আমি লিটারালি কেদে দিয়েছি,অস্থির অভিনয়💔💔

  • @rabijoy4569
    @rabijoy4569 3 года назад +49

    এত ভালো একটা নাটক,, সত্যি কি বলবো 💔,
    বাস্তব রূপ সমাজের 💔,,,
    প্রত্যেকের দেখা উচিত💔❤️
    বাংলার মানুষ ভালোর কদর বোঝেনা,
    এত ভালো নাটকের ভিউ নাই🙂,,,,,
    যেই নাটক ভাইরাল নাটক হউয়ার কথা,,সেটার ভিউ নাই

  • @nilanilaaktar1345
    @nilanilaaktar1345 Год назад +27

    সত্যি নাটক টা বাস্তবতা কে তুলে ধরছে।বাহিরের রুপটা যেমনই হোক ভিতরে আমরা সত্যি নিঃস্ব।একমাত্র সৃষ্টিকর্তা পারেই আমাদের সহায়তা করতে😔

  • @crfactiongaming4605
    @crfactiongaming4605 3 года назад +304

    জীবনের প্রথম কোন নাটক দেখে চোখে পানি চলে আসলো🥺🥺🥺😭😭😭

    • @sadiajahanoishi2800
      @sadiajahanoishi2800 3 года назад

      Joss akta natok cilo 🥰🥰🥰amr life a dakha sera natok..tnx ato vlo akta natok upohar diyar jonno😍😓

    • @abrarnishad5265
      @abrarnishad5265 3 года назад +1

      Same😓

    • @mdmomin20
      @mdmomin20 3 года назад

      হুম😥😥

    • @silentsmile5261
      @silentsmile5261 3 года назад

      Hmm😭😭

    • @huzaifa360
      @huzaifa360 3 года назад

      আমার ও😭😭😭

  • @syedmasuruddinahmed6850
    @syedmasuruddinahmed6850 2 года назад +20

    আমি India🇮🇳 থেকে, নাটক টা অনেক খুঁজে বার করে দেখলাম। অসাধারণ। নাটকের সকল কে শুভেচ্ছা ও ভালোবাসা যানাচ্ছি। একটি শিক্ষা মূলক নাটক।

  • @muktermou3085
    @muktermou3085 2 года назад +34

    বাস্তবতাটা যে কতটা কঠিন সেটা শুধু রোহান ভাইয়ার মতো মানুষেরাই বোঝে।আল্লাহ সব পিতা-মাতাকে তাদের সন্তানদের বোঝার তৌফিক দান করুক।এরকম বাস্তবতাবাদী নাটক থাকলে দিনগুলো খুব সুন্দর যায়💖 ধন্যবাদ সবাইকে😊😊

  • @MdrobinMia-r2z
    @MdrobinMia-r2z 11 месяцев назад +2

    সমাজের কারনে মানুষ অসময়ে দুনিয়া ছেড়ে চলে যায়। বাস্তবের সাাথে মিল এই নাটক।অসংখ্য ধন্যবাদ যারা এই নাটকের সাথে সহযোগিতা করছেন।

  • @mdshawonchowdhury1301
    @mdshawonchowdhury1301 3 года назад +114

    এতদিন কোথায় ছিলাম আমি 😊
    অনেক অনেক ভালো লাগল নাটকটি বিশেষ করে সমাজের মধ্যে বেঁচে থাকতে হলে নিজের মতো বাঁচব সমাজের মতো না 😊💛

  • @mdshahjalal1112
    @mdshahjalal1112 2 года назад +10

    আমি আমার জীবনের অন্যতম সেরা নাটক ( আসলে বাস্তব) দেখলাম।
    ধন্যবাদ তাকে যিনি এত সুন্দর করে সমাজের প্রতিচ্ছবি কাগজের পাতায় লিখেছেন এবং চিত্রায়ণ করেছেন।
    এই নাটকটা দেখা একজন মানুষের সামাজিক দ্বায়।
    নাটক সংশ্লিষ্ট সকলকে অসংখ্য ধন্যবাদ।
    নাটকের মানুষদের কাছ থেকে সমাজ এটাই চায়।
    নাটক দেখে জোর করে হাসতে চায়না।তাই জোর করে হাসানোর নাটক বানানো বন্ধ করা উচিত।💖💐

  • @tamimamujib274
    @tamimamujib274 3 года назад +54

    অসম্ভব সুন্দর একটি নাটক! 😍 চোখের পানি ধরে রাখতে পারলাম না।😢 সমাজের বাস্তব ও কঠোর দিক খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। সবার অভিনয় খুবই ভালো লেগেছে। সবকিছু মিলিয়ে অসাধারন❤️❤️❤️

  • @sumibinteazad7527
    @sumibinteazad7527 11 месяцев назад +11

    নাটকটা সত্যিই অসাধারণ ❤, জীবনের সাথে রিলেটেড ,আসলে ডিপ্রেশনকে আমাদের সমাজে কোনো অসুখ হিসেবেই দেখেনা 😢।

  • @nawazamin7613
    @nawazamin7613 3 года назад +71

    এটা নাটক নয়, এটা প্রতিটি মানুষের জীবনের সবথেকে উপযোগী অংশ হিসেবে শিক্ষা।
    জীবনের জন্য এরকম শিক্ষনীয় কিছু বহুবার চাই।

  • @jhornaakter1480
    @jhornaakter1480 3 года назад +18

    যাদের জীবনে এইসব ঘটনা কিছুটা হলেও বাস্তবায়ন হয়েছে,,, তারা নাটকের পুরোটা অনুভব করেছে। ধন্যবাদ এই রকম বাস্তব সম্মত নাটক তুলে ধরার জন্য 🖤

  • @lonestar5062
    @lonestar5062 3 года назад +86

    আমি হতাশ 🤦
    এত ভালো একটা নাটক তারপরও ভিউয়ার্স নাই! আসলে আমাদের সমাজে ভালো মন মানসিকতার লোকের সংখ্যা খুবই কম তাই ভিউয়ার্স ও কম এতে আশ্চর্য হওয়ার কিছু নাই 😐😑

    • @khandakararraf2012
      @khandakararraf2012 2 года назад

      মানুষ যেটা ভালো লাগে সেটা গিলে তা যত ই অবাস্তব হোক না কেন।

    • @moinulhasanhridoy411
      @moinulhasanhridoy411 2 года назад +3

      এই ধরনের নাটকের প্রচারণা চালানো হয় না তেমন একটা। তার কারনেই ভিউয়ার কম হয়

    • @abdulkaiyum644
      @abdulkaiyum644 Год назад

      রাইট

  • @mdsaidurrahman2590
    @mdsaidurrahman2590 11 месяцев назад +3

    এই সমজের নির্মমতার জন্য প্রতিনিয়ত নিভে যাচ্ছে হাজারো জীবন,, ধন্যবাদ পরিচালক সহ এই নাটকের সকল অভিনেতা দের এই রকম বাস্তবধর্মী একটা সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য

  • @MasudRana-jw5uf
    @MasudRana-jw5uf Год назад +27

    বাংলার রাক্ষুসে সমাজের বাস্তব চিত্র, যেই সমাজ নীরবে গ্রাস করছে অসংখ্য তরুণ তরুণীর সপ্ন ও জীবন দুটোই। আন্তরিক ধন্যবাদ সবাইকে, যারা এই নাটকের নির্মানের সাথে জড়িত।

  • @Mr.Shafayet_Khan
    @Mr.Shafayet_Khan 2 года назад +26

    এটা শুধুই নাটক বললে ভুল হবে, এটা যেন বর্তমান সমাজের বাস্তব চিত্র। এটা আমার মনের অব্যক্ত কথা, এটা একটা নিম্য মধ্যবিত্ত পরিবারের লোকানো বেদনা! 😢😢😢💔💔

  • @mdmahadi7042
    @mdmahadi7042 2 года назад +44

    এই নাটক টা ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে 😔

  • @mohammadraihan4926
    @mohammadraihan4926 11 месяцев назад +5

    সমাজ থেকে এই দায়বদ্ধতা দূর করতে না পারলে মনমানসিকতা এভাবেই থেকে যাবে।। খুব বাস্তবিক একটা নাটক।। অনেক সুন্দর হয়ছে।।

  • @shekhprince2299
    @shekhprince2299 3 года назад +22

    I can’t explain what I’m feeling right now after watching the drama. We always say that “what will say society” actually there is nothing called society without u. Thank all of u who work with the team to make the film.

  • @arafatrezasadi3209
    @arafatrezasadi3209 2 года назад +50

    নাটক দেখতে দেখতে কোন সময় যে চোখ দিয়ে পানি চলে আসলো বুঝতেই পারি নাই মধ্যেবিত রাই বুঝতে পারবে বাস্তবতা কি জিনিস 🙂

  • @shafiqfakir5082
    @shafiqfakir5082 2 года назад +18

    কি অসাধারণ অভিনয় ইয়াস রোহানের।চোখের পানি চলে আসছে। 😞😞😞😞😞🥺🥺🥺🥺🥺🥺🥺😞😞

  • @sdhar505
    @sdhar505 9 месяцев назад +5

    খুব সুন্দর নাটক। এধরণের নাটক গুলো মানুষের বেশি বেশি দেখা উচিৎ। বিশেষ করে ১৩+ দের।
    আর অভিভাবকদেরকেও খুব খুব দেখা উচিৎ।

  • @chumkii24
    @chumkii24 2 года назад +37

    Yash Rohan is effortlessly brilliant ❤ Got no words to admire his talent. He just lived his character!!❤😍 I wonder, why such a beautiful drama doesn't get enough views!?

    • @md.faisalnafismajumder1240
      @md.faisalnafismajumder1240 2 года назад +1

      কারণ এসব নাটক বাংলাদেশের মানুষ দেখে না, আমাদের প্রিয় হচ্ছে হিরো আলম, অনন্ত জলিল

    • @mdmonikkhan9071
      @mdmonikkhan9071 2 года назад +1

      @@md.faisalnafismajumder1240 না দেখে কে বলছে আপনারে দেখে না। নাটক দেখে দর্শকরা আফরান নিশো,অপূর্ব আর জিয়াউল হক পলাশের। রোহান এখনো অতটা পপুলারিটি পায় নি।এজন্য উনার নাটকে ভিউ কম। তবে পেয়ে যাবে খুব শীঘ্রই। অভিনয় সুন্দর আছে উনার

  • @bappygamingcf5023
    @bappygamingcf5023 2 года назад +174

    বাস্তব জীবনের সাথে মিলে যাওয়া একটা নাটক। অজান্তেই চোখে পানি চলে অাসল😭

    • @mdnayemhasan9902
      @mdnayemhasan9902 Год назад

      Same

    • @HabiburRahman-fl6fz
      @HabiburRahman-fl6fz Год назад +2

      নাটক টা তো ভালোই লাগছে,,,,
      এর বিতর শুধু ইংরেজি এতে অনেক রাগ উঠছে
      সবাই তো আর শিক্ষিত না

    • @roxxymax1245
      @roxxymax1245 Год назад

      Hmm😓😓

    • @ShohagSarder-rd8wm
      @ShohagSarder-rd8wm 11 месяцев назад

      😢😢😢😢😢😢

  • @NasrinSultana-ih7js
    @NasrinSultana-ih7js 2 года назад +39

    The writer should get award for figuring out the reality of our society🙌
    Last part made me cried😿Suicide is increasing in our society because of these kinds of parents who only know how to compare, to get rid of this, many lives are dying.😟But suicide is not the way to freedom, we have to tolerate this comparison by not paying attention to it.😃Then we can reach success. 😄Moreover, suicide is Haram.😞
    Our parents will say that be happy with what you have and say thanks to Allah.😄 However, when they'll check our school results or achievments, they'll say, "look that person achieved better than you.😮‍💨
    So no need to pay ears to comparision. 😌Be yourself and be happy and stay in the right path, then Insha Allah you will be successful in your life😸

  • @Chaity546
    @Chaity546 8 месяцев назад +1

    এমন নাটক আরও হওয়া প্রয়োজন। সমাজের বাস্তব চিত্র এখানে স্পষ্ট ভাবে ফুটে উঠেছে।
    ধন্যবাদ পরিচালক সহ সকল কলাকুশলী কে।

  • @nahimahmed380
    @nahimahmed380 3 года назад +45

    এটা শুধু নাটক না, অনেকগুলো মানুষের জীবনচিত্র, বর্তমান সমাজব্যাবস্থার অস্বাভাবিক চর্চা

  • @rimiroy5629
    @rimiroy5629 2 года назад +32

    অসম্ভব ভালো একটি নাটক.. রোহনের অভিনয় অসাধারন..👌👌👌👌💕

    • @kafiyakafi4077
      @kafiyakafi4077 2 года назад

      asole ai natok ta deke choker pani dhore rakte parlam sei level akta emotional natok ...😭😭😭 onk sundor legece aita akta bastob k tule dhoreecn ty ai natok er poricalok and soby k onk donnobad janate cai...😊😊

    • @kafiyakafi4077
      @kafiyakafi4077 2 года назад

      na

  • @saikatizhere4217
    @saikatizhere4217 2 года назад +33

    এইগুলা হইলো নাটক , যা শিক্ষা দেয় অনেককিছু , ধরিয়ে দেয় আমাদের ভুল ও ভুল সিদ্ধান্ত গুলো ।
    #masterpiece

  • @nahidarafat9398
    @nahidarafat9398 11 месяцев назад

    বাস্তবতার সাথে পুরাই মিল রয়েছে তাই একটি কমেন্ট রেখে গেলাম। বর্তমান সমাজ মানুষের ডিপ্রেশনের কারণ, তাই সমাজের কিছু বিষয় এড়িয়ে চলা খুব জরুরি।
    অসংখ্য ধন্যবাদ শাফায়েত মনসুর রানা।

  • @MRMVLOG-i1i
    @MRMVLOG-i1i 3 года назад +243

    যখন মন টা খুব বেশি খারাপ থাকে তখনি এই নাটক টা দেখি আবার নতুন করে বেঁচে থাকার শক্তি পাই🙂

    • @robiul4451
      @robiul4451 2 года назад +1

      😢😢😢

    • @pradyotkumarmukherjee1773
      @pradyotkumarmukherjee1773 2 года назад +2

      Natok tai emon🥲😔

    • @চিলেকোঠা-ণ৭জ
      @চিলেকোঠা-ণ৭জ 2 года назад +2

      যখন মনটা খুব বেশি খারাপ থাকে তখনি এই নাটক টা দেখি ' আবার নতুন করে বেচে থাকার শক্তি পাই

    • @nasrinsultana7330
      @nasrinsultana7330 2 года назад +1

      Same, আমিও 🥺😢

    • @MRMVLOG-i1i
      @MRMVLOG-i1i 2 года назад +3

      @@nasrinsultana7330 শুধু আমি আর আপনি না আমাদের মতো হয়তো আরো অনেকেই আবার নতুন করে বেঁচে থাকার শক্তি পায় নাটক টা দেখে 🙂

  • @riadhossain6594
    @riadhossain6594 2 года назад +18

    সুপ্ত ডিপ্রেশন মানুষকে ধীরে ধীরে শেষ করে দেয়! সমাজের মানুষদের কারনে বিভিন্ন ভাবে আমরা ডিপ্রেশনে চলে যাই! নাটকটি দেখার পর মনে সাহস পেলাম নতুন করে চলার!!!

  • @raonakmoom3399
    @raonakmoom3399 3 года назад +32

    পুরা বাস্তব
    জীবনের সাথে A to Z মিলে যায়... এরকম অনেক ছেলেমেয়ে আছে যারা পরিবার আর সমাজের কথা ভেবে জীবনে অনেক কঠিন সময় পার করছে। সবাই শুধু উচ্চ মর্যাদা খোঁজে....
    সবাই স্বার্থপর🥺

    • @tanvirgamer295
      @tanvirgamer295 3 года назад +1

      একদম টিক

    • @MMoazzamBabor
      @MMoazzamBabor 3 года назад

      Hmm

    • @JOHNCENA-rd4os
      @JOHNCENA-rd4os 2 года назад

      সমাজের গুষ্টি মারি আমি কার কথাই আমি ধরি না।বইয়া বইয়া ভাড়া তুলি আর খাই।😎

  • @MdHabib-dw6ci
    @MdHabib-dw6ci 18 дней назад +1

    অসাধারণ ❣️❣️❣️❣️এটা নাটক হলেও বাস্তবে এমন অনেক জায়গায় হয়তেছে আমি ধন্যবাদ জানাই পূরু নাটকের টিম টাকে বিশেষ করে পরিচালক কে❣️🥰🥰এমন বাস্তব একটি ঘটনা তুলে ধরার জন্য ❤🙂🙂🙂🤲🥀

  • @triples5044
    @triples5044 2 года назад +11

    রোহানের অভিনয় এই নাটকে অন্য লেভেলের ছিল। বিশেষ করে ব্রেকআপের সিনটা! নিঃশ্বাস নেওয়া হঠাৎ কতটা কঠিন হয়ে যায় সেটা দারুণভাবে ফুটিয়ে তুলছে। সবমিলিয়ে অসাধারণ একটা নাটক।

  • @asmaulhossnanizum3234
    @asmaulhossnanizum3234 3 года назад +9

    সবচেয়ে বাস্তবময় একটা নাটক যদি দেখে থাকি তাহলে এটাই সেই নাটক,আজ আমার কান্না চলে এসেছে,যা আমি বহন করছি এই নাটকের কাহিনির মতো পরিস্থিতি।এই সমাজ বিজ্ঞান কখনো ঠিক হবে না,কখনো নাহ!!

  • @akhirahman1509
    @akhirahman1509 3 года назад +4

    এতো ভালো, যুক্তি সংগতিপূর্ণ একটা নাটক!
    মুগ্ধ হয়ে দেখেছি,এতো ভালোভাবে তুলে ধরা হয়েছে আমাদের বর্তমান সমাজ,আর পারিবারিক চিন্তা ভাবনাগুলা,অসাধারণ।

  • @textilepracticalknowledge
    @textilepracticalknowledge Год назад +1

    অসাধারণ গল্প।
    রোহানের লাস্টের কথা Genaration Ami মুভিটির সাথে অনেক মিল।

  • @arafhasanmamun721
    @arafhasanmamun721 3 года назад +21

    This drama is a unique reflection of the current real life❣️❣️❣️
    Young generation always love this type drama❣️❣️

  • @yeasinarafat83
    @yeasinarafat83 3 года назад +64

    বিবেককে নাড়িয়ে দেওয়ার মতো একটি নাটক,ধন্যবাদ পরিচালককে।

  • @abdussattar8975
    @abdussattar8975 3 года назад +10

    এক কথায় অসাধারণ এক নাটক, হারিয়ে যায় কাল্পনিক প্রেমের হাজারো নাটকের ভিরে শিক্ষামুলক নাটকগুলো। ধন্যবাদ স্কিপরাইটারকে সাথে ডিরেকটর ও টিমকে।

  • @farhansafi892
    @farhansafi892 10 месяцев назад +3

    Just think once, how intelligent the director is...!❤️ So so love for you....🥰

  • @kamrulshikder6727
    @kamrulshikder6727 3 года назад +32

    What a content!!!
    This is the real content on our society.
    I really appreciate to this drama.
    It’s actually real creation💖!!!

  • @sharifrahman2583
    @sharifrahman2583 3 года назад +18

    I am currently depressed for not getting a high salary job. Every day i listen so many things from sorrounding people.I cried in the last part. He just releashed his inner voice loudly. People in the society needs to be good human being instead of competing each other for wealth.

  • @queenjuthi8906
    @queenjuthi8906 3 года назад +45

    জীবনের প্রথম একটা নাটক যা দেখে চোখে পানি আটকাতে পারলাম না 😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @sahinbabu3123
      @sahinbabu3123 3 года назад +2

      সমাজ জা চাই পরিবার সেটাই দিতে বলে যুবক র ইচ্চা র কোন মুল্ল নাই 😊🙂

    • @mdmomin20
      @mdmomin20 3 года назад

      হুমম🥺😭😭

  • @abrarsubah
    @abrarsubah 11 месяцев назад +9

    বাংলা নাটকে এখনো অনেক ম্যাসেজ থাকে। গতানুগতিক কালের ভারতীয় সংস্কৃতির অনুকরণে যেসব নাটক তৈরি হয় সেগুলোতে জবাব দিতে এমন নাটক আরো বেশি বেশি তৈরি হওয়া উচিত। সবার অভিনয় নিঁখুত ছিল সাথে পার্ফেক্ট গল্প হওয়ায় লেখক এবং পরিচালকের প্রতি ধন্যবাদ না দিলে সেটা অন্যায় হবে। শুভ কামনা এমন নাটকের সকল কলা কুশলী এবং সকল সন্মানিত দর্শকদের জন্য।

  • @user-SabujBepari
    @user-SabujBepari Год назад +85

    দুঃখ হলো নাটকটি আমাদের সমাজের মানুষগুলো দেখবে না!
    দেখবে আমাদের মত সমস্যাগ্রস্থ যুবকরা😶

  • @raquibislam4238
    @raquibislam4238 3 года назад +7

    সত্যি.… এক কথায় অসাধারণ একটা নাটক এবং বাস্তব জীবনে অনেকটা এই রকমই কিছু মানুষের সাথে এমনটাই ঘটে

  • @urmilabag6970
    @urmilabag6970 2 года назад +12

    সত্যি নাটক দেখে অজান্তে চোখে জল চলে এলো, প্রত্যেক বাবা মা দের উচিত ছেলে মেয়ে দের চাওয়া পাওয়া কে গুরুত্ব দেয়া আর সমাজ সব সময় জ্ঞান দেবার জন্য বসে আছে কার ভালো হচ্ছে কার খারাপ হচ্ছে, নিজেকে নিয়ে ভালো ভাবে বাচোঁ 👍👍

  • @hellobongies4993
    @hellobongies4993 11 месяцев назад +1

    বলার অনেক কিছু আছে কিন্তু এই বাস্তব সত্য টা দেখে কথা হারিয়ে ফেলেছি।
    এক কথায় অসাধারণ

  • @mrmasum-ke6xw
    @mrmasum-ke6xw 2 года назад +34

    এই নাটকটা দেখার পর আমার নিজের কথা মনে পড়ে গেল,, প্রতিনিয়ত পারিবারিক ও সামাজিক অবক্ষয় মধ্যে ডুবে যাচ্ছে বহু শিক্ষিত যুবক,,

  • @mohamadadbillal5383
    @mohamadadbillal5383 3 года назад +16

    মন ভরে দেখেছি 😍😍
    কি রকম লেগেছে ,যদি কোন কিছু দিয়ে বুঝাতে পারতাম😭
    অন্তরের অন্তঃস্থল থেকে ভালবাসা রইলো যারা এটার তৈরিতে কোন না কোন ভাবে জড়িত😍

  • @rakibimtiazeevan5148
    @rakibimtiazeevan5148 2 года назад +22

    নাটকটি দেখে চোখের পানি আটকে রাখতে পারি নি। সত্যিই তো আমাদের সমাজে তাই হচ্ছে।

  • @Abutaher-wx1vl
    @Abutaher-wx1vl Год назад +2

    কি বলবো,, বলার ভাষা হারিয়ে ফেলেছি😢 বাস্তব জীবনের ঘটনা। চোখে যে কখন পানি চলে আসলো ।ধন্যবাদ পরিচালক কে❤

  • @mahfujaakter8612
    @mahfujaakter8612 Год назад +23

    অসম্ভব সুন্দর একটা নাটক দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না

  • @mdrokonpatowary8377
    @mdrokonpatowary8377 2 года назад +7

    আমি ভাষায় প্রকাশ করতে পারতেছিনা,,শুধু চোখ দিয়ে পানি বের হচ্ছে রোহান আপনি এত ভালো অভিনয় করেন যে আমি আপনার নাটক না দেখে থাকতে পারিনা। আমি সব সময় অপেক্ষা করি আপনার কখন কি বের হয়। রোহান আমার মনে হচ্ছে আপনি বাংলাদেশের সেরা অভিনয় শিল্পি। সবার অভিনয় এ আমি মুগ্ধ সবাই সবার যায়গায় ভালো করেছে। কিন্তু আমি কখনো কাদি না বাট আপনার 'কান্নার এক্সপ্রেশন দেখে কান্না না করে থাকতে পারলাম না

  • @shorifmozumdar765
    @shorifmozumdar765 2 года назад +21

    আসলে বাস্তবতা এমোনি, মা বাবার টাকা না থাকলে
    ছেলে মেয়েদের জীবনে অনেক লড়াই করে বাচতে হয়
    এটাই বাস্তবতা।।। 😥😥