বুক পকেটের গল্প Full Natok | Shashwta |Tanvir | Rabby | Aisha|Urbee |Mariya| J Preetom |Bangla Natok

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии • 21 тыс.

  • @ksentertainmentbd
    @ksentertainmentbd  8 месяцев назад +294

    দেখুন জাহিদ প্রীতম এর " তিলোত্তমা " ruclips.net/video/wjW_IY5TZVI/видео.htmlsi=oUwQhsej4mvymDJ9

    • @shyamchakrabarty3313
      @shyamchakrabarty3313 7 месяцев назад +39

      কি বলব বলার ভাষা নাই, এতোদিন পর একটা ভালো নাটক দেখলাম। ১ মিনিটের জন্য স্কিপ করি নাই। কোনো অশ্লীল দৃশ্য বা ডায়লগ নাই, একটা নাটকে এতোগুলো টার্নিং পয়েন্ট থাকতে পারে আর সেগুলোর এতো মসৃণ মিলন। জাষ্ট ওয়াও। আমার মতো সবাই হয়তো মীর রাব্বীর ফ্যান হয়ে গেছে, তাঁর দুর্দান্ত অভিনয় ও ভয়েজ মাইন্ড ব্লোয়িং। ধন্যবাদ পরিচালকসহ সকলকে এমন একটা ভালো কাজ করার জন্য। ❤❤❤❤ফারহান, নিলয়, শামীম আহমেদ, কাজল আ: অমীদের মতো ফালতুদের দেখা উচিত নির্মাণ এবং অভিনয় কাকে বলে।

    • @mdlazimislam
      @mdlazimislam 7 месяцев назад +7

      Amio amar joyi ke hariyesi, aj se onno karo tilottoma😅

    • @akashakando9633
      @akashakando9633 7 месяцев назад +5

      দারুণ একটা নাটক❤❤❤

    • @KhadizaPervin-oc2kt
      @KhadizaPervin-oc2kt 7 месяцев назад

      তৈলে ভিজায়ে রাখার আমের আচার রেসিপি😅😅😮​@@shyamchakrabarty3313

    • @SimmiJahan-cg8lg
      @SimmiJahan-cg8lg 7 месяцев назад +1

      অসাধারণ নাটক

  • @Asif_Abdullah101
    @Asif_Abdullah101 10 месяцев назад +255

    ইউটিউবের অনেক গার্বেজ নাটকের মধ্যে অনেক দিন পর অনেক সুন্দর একটা নাটক দেখলাম। মন ছুঁয়ে গেছে নাটক টা। তিনটি গল্প, তিনটি ঘটনা কীভাবে এক সূত্রে গাঁথা, ব্যাপারটা এত সুন্দর করে ফুটে উঠেছে। আর প্রত্যেকটা চরিত্র, প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী তাদের সাবলীল অভিনয় ফুটিয়ে তুলেছে। সবাই মাহফুজ চরিত্রের এবং অভিনেতার প্রশংসা করেছেন , কিন্তু আমি বলবো, আমার কাছে সব চরিত্রের সব অভিনয়ই খুব ভালো লেগেছে। আমি কাউকে আলাদা করে বিশেষিত করব না, সবাইই বিশেষ ছিল আমার কাছে।
    এছাড়া নাটকের ফুটেজের মান, সাউন্ড কোয়ালিটি, সব একদম টপ নচ।
    নাটক দেখার সময় মনে হচ্ছিল যেন আমি একটা উপন্যাস পড়ছি এবং এটা তার ভিজুয়ালাইজেশন। পরিচালক, গল্পকার কে ধন্যবাদ এত সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য। আরো চাই এমন নাটক।
    (সত্যি বলতে আমি এতটাই অলস যে কখনো কোন নাটক দেখে কমেন্ট লিখার মত ধৈর্য্য আমার হয়নি। কিন্তু এই নাটক টা খুব ভালো লাগায় মনে হলো, ভালো জিনিশ প্রশংসার প্রাপ্য। সেই দায়িত্ত্ব বোধ থেকে লিখলাম। আশা করি ভবিষ্যতে এই নাটকের প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী কে আবার দেখব, এরকম কোন মন ছুঁয়ে যাওয়া নাটকে।)

  • @Ottomam-d2l
    @Ottomam-d2l 10 месяцев назад +5584

    মাহফুজ ক্যারেক্টারটা দুর্দান্ত ছিল, ওনার অভিনয় দেখে একবারও মনে হয়নি এটা নাটক, খুব বাস্তবতা ফুটিয়ে তুলেছেন, ওনার অভিনয় দেখে just প্রেমে পরে গেলাম ❤

  • @motorolashadi6337
    @motorolashadi6337 10 месяцев назад +767

    মনে হচ্ছে শিক্ষিত মানুষের তৈরি নাটক দেখছি, আমরা তো এটাই চাই । এক কথায় পারফেক্ট। আপনাদের সবাইকে শুভকামনা ,ধন্যবাদ ।

    • @afsanahaque7486
      @afsanahaque7486 10 месяцев назад +19

      নাটকটা যে বানিয়েছে তিনি একজন Electrical Engineering. আমার university এর বড় ভাই |

    • @ataharmesbah1720
      @ataharmesbah1720 10 месяцев назад +2

      ❤❤

    • @ashickbiswas9230
      @ashickbiswas9230 6 месяцев назад +4

      director valo hole emon sundor kaj dekha jai brilliant jahid pritom vai tnx

    • @mimasraf9823
      @mimasraf9823 2 месяца назад

      এত শত নাটকের ভিড়ে খু্ব ই দারুন লাগছে আজকাল তো প্রায় সব নাটকেই সূক্ষ করে যৌনতা ঢুকিয়ে দেয়

    • @MarvellousbyAchia
      @MarvellousbyAchia Месяц назад +2

      দেখ আমার কী😂

  • @jannatsadman-li1ku
    @jannatsadman-li1ku 2 месяца назад +146

    নামটা কতই না সুন্দর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

  • @ananyaraha6253
    @ananyaraha6253 9 месяцев назад +336

    মাহাফুজ চরিত্রের মানুষটার কথা বলার ধরণ অসাধারণ ছিলো...তাছাড়া প্রতিটি চরিত্রের অভিনয় খুব বাস্তব ছিলো....এক কথায় বহুদিন পর একখানা ভালো লাগার মতো নাটক দেখিলাম🥰

  • @deadpool3171
    @deadpool3171 10 месяцев назад +172

    নাটকটি দেখে একবারও মনে হয়নি, এটি একটি নাটক। প্রতিটি ক্যারেক্টার তুলে ধরেছে বাস্তবতা। প্রতিটি কাহিনী এনে দিয়েছি বুক ভরা ভালোবাসা। মাহফুজ ভাইয়ের ক্যারেক্টার ছিল অসাধারণ। পুরো কাহিনীটি মন এবং হৃদয় ছুঁয়ে গেছে। ভালোবাসাকে আরো সুন্দর করে উপভোগ করিয়েছে।

  • @siamalhasan8181
    @siamalhasan8181 10 месяцев назад +96

    সত্যি নাটকটির প্রেমে পড়ে গেছি... বর্তমান জেনারেশনে একই টাইপের নাটক দেখতে দেখতে বোরিং হয়ে গেছি, সেখান থেকে এক ভিন্নধর্মী সংলাপের নাটক...সত্যিই অসাধারণ ❤

  • @himelhimel-db4fy
    @himelhimel-db4fy 3 месяца назад +17

    এই নাটকটি ' সারাজীবনের জমানো আবেগ ফুটিয়ে তুলেছে একবারই '

  • @Fuad_070
    @Fuad_070 9 месяцев назад +505

    "সৌভাগ্যবান রা কিন্তু মৃত্যুর আগে তাদের সময় জেনে যায়, যেনো প্রত্যেকটা মহুর্ত তারা উপোভোগ করতে পারে।"😅😅
    এই উক্তিটা সত্যিই হৃদয় ছুঁয়ে গেছে। ❤

    • @Aj.ahmedfardin
      @Aj.ahmedfardin 9 месяцев назад +2

      সত্যি অসাধারণ ছিল ❤

    • @Chosolol
      @Chosolol 9 месяцев назад +2

      খুব সুন্দর একটা কথা

    • @JhumaChakiSarker
      @JhumaChakiSarker 9 месяцев назад

      অনেক দিন খুব ভালো লাগল 💜💜

    • @JahanaraBegom-yg2oc
      @JahanaraBegom-yg2oc 8 месяцев назад

      Ei Kotha ta onk vlo lagse❤

    • @SamuilIslamSohag
      @SamuilIslamSohag 8 месяцев назад

      💜💜

  • @mdratulhassan9767
    @mdratulhassan9767 9 месяцев назад +1104

    নাটকটা এতো ভালো লাগলো যে নাটকের মৌহ যেনো কাটছেই না।একটা কমেন্ট রেখে গেলাম যদি কেউ কখনও লাইক করে আবার আসবো দেখতে 😊😊❤❤

    • @mdsadaqur7688
      @mdsadaqur7688 9 месяцев назад +2

      Osadaron natok.thanks

    • @Mahabharatkatha92
      @Mahabharatkatha92 9 месяцев назад +6

      Apni ekdom Amar moner kotha Tai likhechen... Tai apnar comment eo Ekta reply dilam

    • @moonnijhum7271
      @moonnijhum7271 9 месяцев назад +1

      Mon kharap er.. por o, natok ta dekhe valo lagce ❤

    • @RiadAhmed-qe9kx
      @RiadAhmed-qe9kx 7 месяцев назад

      Jii 👍

    • @MDAlomGirAlomGir-x6s
      @MDAlomGirAlomGir-x6s 7 месяцев назад

      হে অনেক সুন্দর হয়েছে ❤❤

  • @sagorsabbir8092
    @sagorsabbir8092 10 месяцев назад +251

    মাহফুজ চরিত্রের গল্পটা ভীষণ মন ছুঁয়ে গেল। মনে হচ্ছিল এমনটা না হলেও পারতো। গল্পের ভিতর ডুবে ছিলাম কিছুক্ষণের জন্য। মাহফুজ আর নবনী চরিত্র দুটো খুব সুন্দর করে ফুটিয়ে তুলে ধরা হয়েছে।
    সত্যি আমরা নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তানেরা প্রেমে পড়েছিলাম, অভাবের, কষ্টের ।

    • @ashamony5424
      @ashamony5424 10 месяцев назад +2

    • @Mollik-n9y
      @Mollik-n9y 10 месяцев назад +3

      এ এক অদ্ভুত জীবন দর্শন, অবিকল বাস্তবমুখী গল্প আর অতি প্রাকৃত অভিনয়ের মিশ্রন॥Just Awesome ॥

    • @AmanthZinan8955
      @AmanthZinan8955 10 месяцев назад +2

      ❤❤❤❤

    • @sagorsabbir8092
      @sagorsabbir8092 9 месяцев назад

      @@Mollik-n9y 🫶🫶

  • @SFBijoy-i4y
    @SFBijoy-i4y Месяц назад +21

    রে।। একটা কমেন্ট করে গেলাম কোন দিন যদি নোটিফিকেশন আসে তাহলে আবার দেখতে আসবো এই নাটক টা 😅😅

  • @suchonasalbum1673
    @suchonasalbum1673 10 месяцев назад +672

    পরিচালক এর রুচি দেখে এত্তো ভালো লাগলো! বাংলাদেশের নাটক গুলা এখন সস্তা হয়ে গেছে যে সবাই ভাবে কিছু কথা লিখে স্ক্রিপ্ট লিখলেই সেটা নাটক হয়ে যায়। আসল নাটক এটাকে বলে। কি সুন্দর সুন্দর লাইন গুলো মন ছুয়ে গেলো। আর অভিনয় তো দারুণ! নতুন কিছু মুখ অনেক ভালো লাগলো💞

  • @MehediHasanRaju-zg6sh
    @MehediHasanRaju-zg6sh 7 месяцев назад +264

    বাংলা সস্তা নাটকের ভিড়ে একটা অসাধারণ বাস্তবতা সম্পন্ন নাটক দেখলাম,
    আর ওসি মাহফুজ এক কথায় অসাধারণ অভিনয়🥰

  • @aninditamaji1805
    @aninditamaji1805 9 месяцев назад +81

    "কাউকে অপার সুখী করে অন্যকে অগাধ দুঃখ দেবে বলেই জীবন কঠিন ",,, এই নাটকের অসম্ভব সুন্দর কিছু সংলাপের মাঝে এই লাইনটা মন ছুঁয়ে গেছে।
    আমার দেখা সেরা নাটক.. লাভ ফ্রম ইন্ডিয়া ❤️🙏

    • @baserunnesalata5351
      @baserunnesalata5351 8 месяцев назад

      আমার ও

    • @NahidHasan.11
      @NahidHasan.11 7 месяцев назад

      ভয় আমাদের কে অনেক সুখ থেকে বঞ্চিত করে। 42:18

  • @RifatHossain-im7ir
    @RifatHossain-im7ir 3 месяца назад +31

    একটা কমেন্ট করে সৃতি রেখে গেলাম কেও লাইক দিলে আবার আসবো,,,,,সত্যি অসাধারন একটা নাটক,,,

  • @anonymous2714.
    @anonymous2714. 10 месяцев назад +138

    "প্রেমে পড়লে তো ফেরার রাস্তা থাকতো,
    আমি পড়েছি মায়ায়,ফেরার কোন রাস্তা নেই"💔💔💔
    লাইন দুইটা এক কথায়.............. কি বলবো? বলার ভাষা নাই❤️❤️❤️

  • @mdosmangony5369
    @mdosmangony5369 9 месяцев назад +257

    ১টা নাটক এত সুন্দর হয় জানা ছিলানা,কেউ লাইক দিলে বারবার দেখতে আসবো😢প্রেমিক😢

    • @MdNayemIslam-wj3pm
      @MdNayemIslam-wj3pm 7 месяцев назад +1

      তুই আসেক তোর জন্য লাইক করছি কমেন্ট করছি আয়

    • @NoyonIslam-kf9ns
      @NoyonIslam-kf9ns 6 месяцев назад

      অসাধারণ নাটকটা আসলে

    • @rexonamou5099
      @rexonamou5099 4 месяца назад

      ​@@MdNayemIslam-wj3pm😂😂😂😂😂😂

    • @AbirHossain-xx6nw
      @AbirHossain-xx6nw 3 месяца назад

      Rerq​@@MdNayemIslam-wj3pm

    • @NTBiker010
      @NTBiker010 3 месяца назад

      Come bro come.. Ami o mella bar dekhlam

  • @Rjmamun-xd6vw
    @Rjmamun-xd6vw 6 месяцев назад +378

    বাংলাদেশে ১:৩৫ মিনিট নাটকে যা দেখায়,,, ইন্ডিয়ার স্টার জলসা ২০০ পর্বে ও তা দেখায় না 🙃,,একমত হলে লাইক দিন 😊

    • @habibadnan5980
      @habibadnan5980 5 месяцев назад +3

      kotha sotto

    • @JannatulFerdous-on3nr
      @JannatulFerdous-on3nr 5 месяцев назад +1

      Sotti

    • @ahinmitra226
      @ahinmitra226 5 месяцев назад +2

      সহমত,
      এপার বাংলা থেকে

    • @MdAkash-nm6gk
      @MdAkash-nm6gk 4 месяца назад

      Bangladesh i's best

    • @mistygirl4764
      @mistygirl4764 4 месяца назад +1

      যে যেটার মর্ম বুঝে ,, সে সেটাই খুঁজে ,, অথচ বাংলাদেশের নাটক গুলো ইন্ডিয়া কিংবা অন্য কোনো দেশে চলে না ,, কিছু টা ত্রিপুরা আসাম কোলকাতায় চলে ,, কিন্তু ইন্ডিয়ান সিরিয়াল পুরো দুনিয়ায় চলে ,, আর সব থেকে বেশি বাংলাদেশে চল ,, স্টার জলসা, জিটিভি, সোনি ,, যদি তারা হিন্দি বুঝতো ,, তাহলে আরো বেশি বাংলাদেশে চলত ,, ইন্ডিয়ান সব কিছু।।

  • @ahpanhar2399
    @ahpanhar2399 Месяц назад +4

    উপন্যাসকে ও হার মানায় এরকম হৃদয়স্পর্শী নাটক গুলো ❤

  • @ksentertainmentbd
    @ksentertainmentbd  10 месяцев назад +2234

    'বুক পকেটের গল্প" নাটকটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ধন্যবাদ!
    বুক পকেটের গল্প'র গান " ভালোবাসার প্রহর ruclips.net/video/AOBIRWttY-4/видео.htmlsi=qxxm15WTJmqlyncs
    [ চিহ্ন ] ruclips.net/video/i4KgnunTvT8/видео.htmlsi=WEqibEFCCpjVkTC3
    [ তোমারই সাথে ] ruclips.net/video/sa26k4qiNC0/видео.htmlsi=7qdgbXOZqTsrIgNb
    Never forget to share and subscribe... Do follow our Facebook page for daily update. ❤️

    • @bablurrahman8838
      @bablurrahman8838 10 месяцев назад +17

      অনেক সুন্দর।
      আপুর সিগারেট খাওয়া টা মারাত্মক ছিলো😍

    • @juimridha4592
      @juimridha4592 10 месяцев назад +5

      Onk sundor.❤❤

    • @MdFahad-qy5js
      @MdFahad-qy5js 10 месяцев назад +11

      সত্যিই বুক পকেটের গল্প

    • @sajibdaria2148
      @sajibdaria2148 10 месяцев назад +6

      অনেক সুন্দর লাগলো ❤❤

    • @sajibdaria2148
      @sajibdaria2148 10 месяцев назад +6

      সত্যি অনেক ভালো ছিলো। আর অনেক রকম টুইস্ট ছিলো❤

  • @ibrahimmunshi7298
    @ibrahimmunshi7298 9 месяцев назад +65

    মাহফুজ চরিত্রটি দুর্দান্ত ছিল,শুরুর প্রেম শেষে মিল হওয়ায় দারুন লেগেছে,একজন যত্ন নেবার মানুষ থাকলে আসলে জীবন অনেক সুন্দর!!

  • @MdJakir-dd1wd
    @MdJakir-dd1wd 10 месяцев назад +74

    অসম্ভব সুন্দর লাগছে নাটক টা,, প্রেমে পড়লে ফেরা যায় কিন্তুু মায়ায় পরলে ফেরা যায় না❤❤

  • @SumiyaSubah-x4e
    @SumiyaSubah-x4e 3 месяца назад +9

    আমি সময় পেলেই প্রচুর বাংলাদেশের নাটক দেখি, এখনো পযর্ন্ত অনেক নাটক দেখেছি। তবে এখনো ওবদি আমার দেখা Best নাটক এটা। আর মাহফুজ ক্যারেক্টারটা আসলেই দুর্দান্ত ছিল। ওনার অভিনয় দেখে একবার মনে হয়নি এটা নাটক। এককথায় অসাধারণ ছিল।

  • @atul24412
    @atul24412 10 месяцев назад +1505

    মাহাফুজ চরিত্রের মানুষটি অভিনয় ছিলো চোখে পরার মতো,, এতো সুন্দর বাচনভঙ্গি, অভিনয়, অসাধারন❤

  • @auntudeb4333
    @auntudeb4333 9 месяцев назад +126

    প্রেমের নাটক হলেও, তথাকথিত প্রেমের নাটক থেকে অনেকটাই আলাদা।❤
    আর বিশেষ করে "ওসি মাহফুজ" চরিত্রটি খুবই অসাধারণ। তার কথা বলার ভঙ্গিমা, তার ডায়লগ, তার অভিনয়ের বাস্তবিকতা খুবই মুগ্ধ করেছে।❤

    • @JahanaraBegom-yg2oc
      @JahanaraBegom-yg2oc 8 месяцев назад

      😢😢😢😢❤❤❤❤

    • @mohammadmidul2772
      @mohammadmidul2772 3 месяца назад

      তাহলে আসাদুজ্জামান নূরের নাটকের অভিনয়,সংলাপ কেমন লাগবে আপনার!

  • @NirbanChowdhury-ur9sg
    @NirbanChowdhury-ur9sg 10 месяцев назад +352

    তিনটা গল্পকে জোড় লাগিয়ে কি চমৎকার একটা মিশ্র ড্রামা বানালো পরিচালক। সত্যি অসাধারণ।
    আর মাহফুজ চরিত্রটা সবকিছু ছাপিয়ে গেছে একদম। কি সুন্দর অভিনয়। মুগ্ধ হলাম যাস্ট।

    • @taskiasultana1620
      @taskiasultana1620 10 месяцев назад +3

      Aro valo build and story line er natok jodi dekte chan I'll suggest you... Valo bashar pong-gokti mala....

    • @jobairhossain182
      @jobairhossain182 10 месяцев назад +1

      Valobashar pongkti mala best natok
      Amr dekha best ekta natok

    • @Tractorcarebd
      @Tractorcarebd 10 месяцев назад

      রাইট

    • @rimanasrin4293
      @rimanasrin4293 9 месяцев назад

      বাহ্!কি চমৎকার নাটক👌

  • @MdRobiulIslamRoni16622
    @MdRobiulIslamRoni16622 3 месяца назад +12

    আমার দেখা সবচেয়ে ভালো একটি নাটক কতিপয় নতুন করে জানলাম জীবনকে ভালো রাখার আরেকটা পেরনা পেলাম।

  • @চয়নমিস্ত্রী
    @চয়নমিস্ত্রী 5 месяцев назад +38

    ভালো লাগলো নাটকটা,,,,,,,,,"প্রেমের শুরুটা যদি মিথ্যাও হয়, আর প্রেম যদি শুদ্ধ হয় তাহলে সেই প্রেম সত্য খুজে পায়"

  • @sabujck6129
    @sabujck6129 10 месяцев назад +76

    আমার দেখায় এটা একটা অসম্ভব ভয়ংকর সুন্দর গল্প, আমাদের বাংলায় এমন ধরনের গল্প থাকলে সংস্কৃতি কখনোই হারাবে না অসংখ্য ধন্যবাদ এমন গল্পের লেখক কে 🎉💐🌹💝

  • @nasifaworld
    @nasifaworld 9 месяцев назад +263

    বুকের বাঁ পাশের ভাঙ্গা পাঁজর জোড়া লাগুক একবারই, হাজারো পাঁজর ভাঙ্গা কঙ্কালসার মারিয়ে শুদ্ধ প্রেম আসুক একবারই, একাধিকের আধিক্ষতা থেকে মুক্ত হোক জীবন একবারই, অসংখ্য নষ্ট প্রেমে বিক্ষত না হোক হৃদয়, পুষ্পের মত শুদ্ধ প্রেম আসুক একবারই, শুধু তোমার হাত ধরেই জোড়া লাগুক ভাঙ্গা পাঁজর একবারই, ভাঙ্গা শব্দ অভিধান থেকে মুছে যাক তুমি আমি দুই মিলে এক হবো একবারই, শুধু একবারই তুমি আসো পুষ্পের মত শুদ্ধ প্রেম হয়ে , আসমান আর জমীনের মাঝে কিংবা জান্নাতের সুবিশাল তুবার ছায়া হয়ে একবারই তুমি আসো , তুবার পাতায় এলান হোক তুমি আর আমি এক হয়ে ছিলাম একবারই।

  • @diyamoni-d6k
    @diyamoni-d6k 3 месяца назад +5

    নাটকের কাহিনীটা খুব সুন্দর খুব ভালো লেগেছে ওদের ছয়জনের মনের মাঝে লুকানো ভালোবাসা ছিল সেটাই বেরিয়ে আসলো ❤❤❤

  • @eiongain9436
    @eiongain9436 10 месяцев назад +70

    মাহফুজের কন্ঠটা জোস ছিলো।
    একের মাঝে তিন, সব মিলিয়ে পুরাই জোস ❤️😊

  • @OmitAbrar-f1o
    @OmitAbrar-f1o 9 месяцев назад +128

    বিশ্বাস করতে পারতেছি না এটা আমাদের বাংলা নাটক 😌
    সবকিছু অসাধারণ ছিল ❤️

  • @zamikhan8802
    @zamikhan8802 8 месяцев назад +84

    যে শব্দ জীবনের মানে তৈরী করে সেটাই কবিতা!
    আর যিনি সেই শব্দ সুন্দর করে গুছিয়ে লিখেন তিনি কবি!
    শব্দ চয়ন অসাধারণ!!

  • @FahimFaraaz
    @FahimFaraaz Месяц назад +4

    Amar dekha One of the best 🥺❤️❤️❤️❤️❤️❤️

  • @mdhelaluddin2316
    @mdhelaluddin2316 10 месяцев назад +685

    অসম্ভব ভালো লাগলো নাটকটি।যেনো বর্তমান সমাজের প্রেমের নামে অশ্লীলতার গালে একশো জুতোর বারি।আর সঠিক মানুষকে পাওয়ার এক অভিজ্ঞান,❤️

    • @ayshanipa1313
      @ayshanipa1313 10 месяцев назад +1

      Atodin pore akta natok sotti e mon chuye gelo❤

    • @dristykhan4094
      @dristykhan4094 10 месяцев назад +1

      মন ছুয়ে গেল

    • @HabibUllah-sf7ls
      @HabibUllah-sf7ls 10 месяцев назад

      ​@@ayshanipa1313biye korbe amai

    • @farzananaznin9329
      @farzananaznin9329 10 месяцев назад +1

      Oshadharon shundor natok er golpo

    • @molizaman1843
      @molizaman1843 10 месяцев назад +1

      তিন জোড়া কাপলের অসাধারণ কাহিনী ❤️

  • @towhidislam2188
    @towhidislam2188 9 месяцев назад +314

    একটা নাটক কত সুন্দর হই আগে জানা ছিল না একটা কমেন্ট রেখে গেলাম যদি কেও কখনও লাইক করে আবার আসব দেখতে 🥹🥺

    • @MirajHossain-m8y
      @MirajHossain-m8y 9 месяцев назад

      কমেন্ট টা ও নাটক এর মতো সুন্দর এ ছিলো 😊

    • @romiakter8460
      @romiakter8460 9 месяцев назад +1

      Onk onk besi valo lagelo natok ta❤❤❤

    • @SadiaSadia-vb5qb
      @SadiaSadia-vb5qb 9 месяцев назад

      দিলাম লাইক

    • @mr.rk....1713
      @mr.rk....1713 9 месяцев назад

      এটা সেরা ছিলো

    • @Harun-HR2024
      @Harun-HR2024 7 месяцев назад

      আসেন ভাই😅

  • @Fahmidaborsha
    @Fahmidaborsha 10 месяцев назад +118

    কি বলবো! এক কথায় অসাধারণ। কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি..... মাহফুজের কথাগুলো জীবনের নতুন মানে খুঁজতে শিখাচ্ছে....

    • @abdulkuddus5930
      @abdulkuddus5930 10 месяцев назад

      Asolei jibon er notun mane khujte sikhalo.

    • @tanvirislam740
      @tanvirislam740 7 месяцев назад

      মন ছুয়ে গেল

  • @mdnoman8149
    @mdnoman8149 2 месяца назад +5

    অসাধারণ একটা নাটক
    ভিন্ন গল্পের মিশ্রণে একাকার এ প্রেম ভালোবাসা মায়া সবটা পরিপূর্ণতা পাক সকলে মাঝে।

  • @sujanmajumderraju904
    @sujanmajumderraju904 9 месяцев назад +97

    এককথায় অসাধারন। এই নাটকটা এত দিনে কোটির উপর ভিউ থাকার দরকার ছিল। আমার ধারনা, অভিনয় শিল্পীরা অন্যান্যদের মতো হয়তবা ততটা জনপ্রিয় না হওয়ার কারনে অনেকেই নাটকটি না দেখে এড়িয়ে গিয়েছে। পুলিশের ভূমিকায় মাহফুজ নামে যিনি ছিলেন, তার অভিনয়, বাচনভঙ্গী সত্যিই প্রশংসনীয়। নাটকের প্রতিটি চরিত্রে যারা অভিনয় করেছেন, প্রত্যেকের অভিনয় খুবই সুন্দর। সৌভাগ্যবান ব্যক্তিরাই তার মৃত্যুর বিষয়ে আগে থেকেই জানতে পারে, এই উক্তিটা ভালো লেগেছে। নাটকের মধ্যে শিক্ষনীয় কিছু বার্তা আছে। ধন্যবাদ পরিচালক সহ সংশ্লিষ্ট সকল'কে।

  • @bblossomorganic7648
    @bblossomorganic7648 10 месяцев назад +53

    মাহফুজের কণ্ঠের প্রেমে পড়ে গেলাম।অভিনয়,বাচনভঙ্গি, কন্ঠ,জীবনদর্শন সব মিলিয়ে অসাধারণ

    • @ahmedmahfuj3817
      @ahmedmahfuj3817 10 месяцев назад

      বাহ, আমি এতো ভালো অভিনয় করলাম👏😁

    • @1212121212127
      @1212121212127 10 месяцев назад

      সত্যি অসাধারণ গলা আর অভিনয় ❤❤

  • @ipal2000
    @ipal2000 9 месяцев назад +63

    নাটক টা সত্যি মন ছুয়ে গেল ।
    সবার যেনো সেই অপর্ণ ভালোবাসাটা ফিরে পায় ❤।
    ভালোবাসা রইল পশ্চিমবঙ্গ থেকে 🇮🇳 ।

    • @tanudebnath9777
      @tanudebnath9777 9 месяцев назад

      দাদা আপনার পশ্চিমবঙ্গ আমার ভালবাসাকে কেড়ে নিচ্ছে খুব তাড়াতাড়ি

  • @taniasultana6111
    @taniasultana6111 3 месяца назад +7

    জীবনের বাঁকে বাঁকে ছোট ছোট গল্পগুলো সত্যিই হৃদয় ছুঁয়ে যায়,,নাটকের একাংশে জলের গান শোনাটা খুব ভালো লাগলো,নদী,নৌকা প্রকৃতি আমার খুব ভালো লাগে,আবার যদি কখনো জলের কাছে যাই এটা মিস করবো না,,নদ আর নদীর পার্থক্য করাটার সূত্রটা জানা ছিলো না,শিখে নিলাম,,,,

  • @asfaqurrhaman7414
    @asfaqurrhaman7414 10 месяцев назад +93

    পরিচালক কে অনেক অনেক শুভকামনা। এত সুন্দর করে বাস্তবতা আর নাটক মিলে মিশে একাকার করে তুলে ধরার জন্য। বিশ্রী নাটকের ভীড়ে আপনার মত সৃষ্টিশীল কে আরো এগিয়ে যাওয়া দেলহতে চাই। ভাল থাকবেন।

  • @sharandas5132
    @sharandas5132 8 месяцев назад +27

    তিনটি গল্প
    ছয়টি চরিত্র
    মিলে একটি নাটক...
    যা অনেকদিন স্মৃতিতে থেকে যাবে...
    এত সুন্দর কাহিনী দিয়ে এই নাটক নির্মিত হয়েছে যা সত্যি অকল্পনীয় ❤
    নির্মাতা সত্যি প্রশংসার দাবিদার 🥰
    প্রত্যেক অভিনেতা অভিনেত্রী দারুণ কাজ করেছেন... 🙏

  • @rajwanul-arafat-roman
    @rajwanul-arafat-roman 9 месяцев назад +28

    এই অশ্লীলতার যুগে এসেও এত ভাল একটা গল্প হৃদয় ছুয়ে গেল❤. মাহফুজ এর অভিনয় এবং প্রতিটি কথা হৃদয় ছুয়ে যাওয়ার মত।

  • @MiskatulJannat-yx2ru
    @MiskatulJannat-yx2ru 2 месяца назад +3

    অসাধারণ নাটক টা মন ছুঁয়ে যায়.....এভাবে বেঁচে থাকুক হাজারো ভালোবাসা.....অবিরাম ভালোবাসা......❤❤❤

  • @rayhanmahmud4256
    @rayhanmahmud4256 10 месяцев назад +45

    প্রায় চার বছর পর আজ পুরো একটা নাটক দেখলাম তা ও এক সেকেন্ড না টানিয়ে। সব গুলো চরিত্রকে ই অসম্ভব ভালো লেগেছে। তবে মাহফুজ চরিত্রটি একদম মন ছুয়ে ফেলেছে। এরকম বাংলা নাটক তো বারবার দেখতে ইচ্ছে করে।

  • @fcarif5
    @fcarif5 9 месяцев назад +70

    1মাস আগে এই নাটকটা যেদিন রিলিজ হয় সেদিনই ১৩ মিনিট প্লে করে আর দেখিনি কোন এক সামান্য ব্যস্ততায়
    আজ ফেসবুকে কাটআউট সিন দেখে আবার পুরো নাটক টা দেখলাম। কি বলবো জাস্ট অসাধারণ 🎉
    এমন নাটক কোটির উপর ভিউ থাকা দরকার ছিল।
    পুলিশ এর অভিনয়টা Just Awesome And Voice টা ও দারুন।💥

    • @muhammadmurad-qm6ci
      @muhammadmurad-qm6ci 8 месяцев назад +1

      wow same to you bro.

    • @China-Bangla510
      @China-Bangla510 8 месяцев назад

      amio

    • @mdmehedyhasan1124
      @mdmehedyhasan1124 8 месяцев назад

      মাহফুজ ভাইয়ের ,অভিনয় অনেক সুন্দর ছিল ।

  • @MehediHasan-fo9ic
    @MehediHasan-fo9ic 6 месяцев назад +67

    আমার দেখা সবচেয়ে সেরা নাটক এটা। নাটকের প্র্ত্যেকটা সংলাপ আসাধারন ❤❤❤. The king mir rabby

    • @soniaajmeere7247
      @soniaajmeere7247 4 месяца назад

      আমার দেখা একটা সেরা নাটক

  • @SalmaMoon-j2c
    @SalmaMoon-j2c 3 месяца назад +15

    ফেসবুক টিকটক দেখে কে কে ইউটুবে দেখতে এসেছেন? সত্যি কিন্তু অসাধারন গল্প ❤😢

  • @saifulislamsaif4646
    @saifulislamsaif4646 10 месяцев назад +75

    নাটক তো নয় যেন, কোন এক মুগ্ধতার স্পর্শ কাতর কোন বাস্তব কোন গল্প। হেটস অফ❤️

  • @noyonmiya7333
    @noyonmiya7333 9 месяцев назад +22

    হাজারটা মানুষের মধ্যে বসবাস অথচ একটা মানুষের অনুপস্থিতিতে শূন্য শূন্য অনুভব হয়..!!🖤

  • @mdshamim6653
    @mdshamim6653 10 месяцев назад +244

    প্রিয়ার পছন্দের খবর রাখে যে জন
    সেই তো প্রিয় জন,,,,
    দুইটা লাইন অসাধারণ ছিলো ❤❤

    • @priyashammi
      @priyashammi 10 месяцев назад

      Ai line ta kokkhn bollo ami to sunlm na

    • @jisoo4018
      @jisoo4018 10 месяцев назад

      ​​@@priyashammi8:12

    • @siza--1816
      @siza--1816 10 месяцев назад

      ​@@priyashammi*মেঘলা বলেছিল*

    • @bh_টুকিটাকি
      @bh_টুকিটাকি 10 месяцев назад +1

      ৮-১০ মিনিট এর মধ্যে

    • @ShahKamal-cb6hd
      @ShahKamal-cb6hd 9 месяцев назад

      Vai ai line ta ami koto kujeci tnx vai mone porcilo na

  • @Md-Robin
    @Md-Robin 2 месяца назад +2

    কি বলবো আমি এতো ইমোশন এত মায়া এত আবেগ অনূভুতি ভালোবাসা দিয়ে এই নাটকটি উপস্থাপন করেছে অসম্ভব সুন্দর 😅😊

  • @H.M.Mahadihanan
    @H.M.Mahadihanan 4 месяца назад +30

    এর ডাইলক যে লিখেছেন। তার সারা জীবনের জমে থাকা আবেগ গুলো ফুটিয়ে তুলেছে

  • @mdjahinurislam5657
    @mdjahinurislam5657 9 месяцев назад +45

    নাটকটি হৃদয় নাড়িয়ে দেওয়ার মতো। 🥰
    চরিত্রগুলো সাজানো গুছানো, মাহফুজ চরিত্র দা বেস্ট, একদম বাস্তব, তার ভয়েসটাও ছিল কড়া ।💔👌

  • @EasyMethod360
    @EasyMethod360 10 месяцев назад +23

    মাহফুজ ভাইয়ের অভিনয় দুর্দান্ত ছিল।ওনার ভয়েসটা মন ছুয়ে যাওয়ার মত। যতক্ষণ উনি রুলে ছিলেন ততক্ষন আমি আটকে ছিলাম।অন্য কারো কথা জানি না কিন্তু আমি ওনার কাছ থেকে শিখে নিয়েছি অনেক কিছু।ধন্যবাদ মাহফুজ ভাই।

  • @NewsPlusBengali
    @NewsPlusBengali 3 месяца назад +1

    এতো সুন্দর একটা নাটক! এমন সুন্দর নির্মানের জন্য নির্মাতাকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা❤❤❤

  • @rubaathhhassan8387
    @rubaathhhassan8387 9 месяцев назад +67

    জীবনে দেখা সেরা নাটক। আজ আসলেই বড় তীব্র আকাঙ্ক্ষা হচ্ছে নাটকটি যদি কখনো শেষ না হতো 🎉।❤

    • @mdmasumpatwory7319
      @mdmasumpatwory7319 6 месяцев назад

      Sottti natok ta dekhar por amr o thik tai mone hoyechilo

  • @Suprionath-cw4tc
    @Suprionath-cw4tc 10 месяцев назад +67

    কিছু বলার মত ভাষা নেই। আমি এতটাই মুগ্ধ হয়ে হয়েছি, নির্দিষ্ট কিছু শব্দের ব্যবহার করে গল্পটকে আবদ্ধ করতে চাই না ❤️

  • @afsarali1729
    @afsarali1729 10 месяцев назад +43

    আমি এমন নাটক আগে কখনো দেখিনি। এটা দেখে আমার একবার নাটক মনে হয়নি। সবগুলো ক্যারেক্টার অসম্ভব সুন্দর আর নিখুঁত ❤

  • @rubelchandraroy7642
    @rubelchandraroy7642 3 месяца назад +3

    যদিও কোন ভালোবাসার মানুষ নেই, তবুও এসব রোমান্টিক নাটক অসম্ভব ভালো লাগে❤

  • @jubayer.ahsan.
    @jubayer.ahsan. 6 месяцев назад +111

    প্রেমের শুরুটা যদি মিথ্যাও হয়, আর সেই প্রেম যদি শুদ্ধ হয়। তাহলে সেই প্রেম ঠিকই সত্য খুঁজে পায়...!

  • @AshrafulIslam-330
    @AshrafulIslam-330 8 месяцев назад +13

    প্রত্যেকটা গল্পই মনে ধরার মতো তবে, "মাহফুজ-নবণী" চরিত্র দুটো আমায় নতুন করে শুদ্ধ প্রেম শিখিয়ে দিয়েছে।🙂🤍 জীবনে কখনো কাউকে ভালবাসতে হলে ঠিক মাহফুজের মতই একজন নবণী কে ভালবাসব।❤️ স্নিগ্ধতার ছোঁয়ায় - তাকে আমার বুক'পকেটে আগলে রাখবো।💝😊

  • @mdmobensarkar-rc3su
    @mdmobensarkar-rc3su 10 месяцев назад +20

    সেরা ছিলো❤️
    বিশেষ করে ওসি মাহফুজের প্রেমের কাহিনিটা বেস্ট ছিলো❤️

  • @mistichowdhury5210
    @mistichowdhury5210 2 дня назад

    অসম্ভব অসম্ভব সুন্দর একটা নাটক। প্রথম গল্পে হারিয়ে গিয়েছিলাম সেই প্রেমের মধ্যে যে প্রেমে সুখ পাওয়া যায়। আর দ্বিতীয় গল্পে দুই চোখ ভর্তি করে কান্না চলে আসছিল, দুই চোখ বেয়ে অঝোরে পানি পড়ছিল আর মনে হচ্ছিল প্রেম কেন অনেক কিছু কেড়ে নিতে চায়। তৃতীয় গল্পে রোমান্টিক মুডে হারিয়ে গিয়েছিলাম, মনে হচ্ছিল ফিরে পাওয়া সম্ভব। এখন বাজে রাত আড়াইটা। ভালো থাকো প্রিয় মানুষগুলো, বেঁচে থাকুক সত্যিকারের ভালোবাসা।

  • @rimidas1865
    @rimidas1865 9 месяцев назад +16

    এককথায় শুদ্ধ নাটক❤বাংলা নাটকে ডিফারেন্ট কাস্টিং দেখে ভালো লাগলো।মাহফুজ আর নবনী দুইজনেরই কন্ঠস্বর অনেক সুন্দর।

  • @MahfuzurRahmanMahfuz-n7t
    @MahfuzurRahmanMahfuz-n7t 6 месяцев назад +45

    মাহফুজ ক্যারেক্টারের প্রতিটি শব্দ যেমন জীবনকে বাস্তব উপমা প্রদান করেছেন।এত অশ্লীলতার মাঝে দীর্ঘদিন পর একটা সুন্দর রুচিবোধ ও মননশীলতার নাটক পেলাম।নাটকের মাঝে শিক্ষণীয় অনেক দিক রয়েছে।শুদ্ধ প্রেম জীবনে আসুক এক বারই😢

  • @ahmedmusaddika
    @ahmedmusaddika 10 месяцев назад +64

    মাহফুজ চরিত্রটি এতো realistic আর ভালো লেগেছে বলার বাহিরে।
    নাটকের ছোট ছোট উক্তি গুলো এতো ভালো লেগেছে এক কথায় অসাধারণ নাটকটা । 🤍

  • @rubaiyatratul3295
    @rubaiyatratul3295 10 месяцев назад +78

    বস্তা পচা সংলাপ আর গল্পের বাহিরে গিয়ে,বাংলাভাষায় অভূতপূর্ব শব্দচয়নে অন্যরকম সুন্দর এক নাটক দেখলাম অনেকদিন পর।সবার অভিনয় মনোমুগ্ধকর ছিলো।

  • @tajdiarahmankhan1257
    @tajdiarahmankhan1257 10 месяцев назад +49

    মীর রাব্বি এখানে অনেক সাবলীল অভিনয় করেছেন। সত্যিই অসম্ভব ভালো লেগেছে উনার অভিনয়। পুরোটাই বাস্তব মনে হয়েছে। আমি খুব কমই দেখেছি এরকম অভিনেতা। এ বছরের সেরা নাটক এটা। অনেক দিন পর ভালো একটা নাটক দেখলাম। 🤍

  • @naimulhasan7
    @naimulhasan7 9 месяцев назад +55

    জীবনে দেখা সবথেকে সেরা একটি নাটক। এক কথায় অসাধারণ।
    (প্রেমে পরলে তো ফেরার রাস্তা থাকতো
    আমিতো পরেছি মায়ায়)
    আর মাহফুজ চরিত্র'টা যাষ্ট ওয়াও ❤

  • @tonmoyroy7779
    @tonmoyroy7779 3 месяца назад +3

    ❤❤ জীবন অনেক নাটক দেখেছি তবে আমার কাছে এই নাটকটা অনেক ভালো লেগেছে।। এককথায় অসাধারণ হইছে নাটক টা।।সবশেষে সবার ভালোবাসা পূর্ণতা পাইছি। ❤❤❤

  • @sajidbappy2644
    @sajidbappy2644 10 месяцев назад +58

    সত্যি বলতে অসাধারণ। সবাই এত ভালো অভিনয় করেছে বলে বোঝানো যাবে না। ডিরেকশন এর হাত ছিল খুব নিখুঁত। সবাইকে অসাধারণ ভাবে অভিনয় করেছেন।সেরা নাটক ছিল

  • @MehediHasanMN
    @MehediHasanMN 7 месяцев назад +43

    জীবনে প্রেম আসে, হারায়, কখনো ফিরেও আসে, কিন্তু প্রথম প্রেমের কী এক রহস্যময়তা, হৃদয়ে যার অনুরণন সতত বহমান।
    তার রেশ থেকে যায় আজীবন🌸🖤

  • @mdshefatahmed1143
    @mdshefatahmed1143 7 месяцев назад +505

    একটা মানুষ আসবে, গভীর রাত অব্দি কথা বলবে। সময়ে খেয়েছি কি না জানতে চাইবে, মন খারাপে পাশে থাকবে দেখা হলে খেল খেল করে হাসবে। আঙ্গুল ছুবে বুকের ভিতর জড়িয়ে ধরবে, ভালোবাসার কথা বলবে স্বভাবে মিশবে, মায়ায় জড়াবে, আলোয় ভরাবে, একসাথে অনেকটা রাস্তা হাঁটবে। তারপর একদিন দুম করে সবটুকু মিথ্যে করে দিয়ে চলে যাবে আর ফিরবে না 😅💔

  • @SalmaAkter14gram
    @SalmaAkter14gram 10 дней назад +2

    কাউকে ভালোবাসতে এবং কারো মায়ায় পড়তে হাজার দিনের দরকার হয় না,,, এক দিন এ যথেষ্ট,,, একদিনের কাটনো সুন্দর মূহুর্তে টা সারাজীবন মনে থাকে,,,,,,সত্যি কারের ভালোবাসার সাথে নাটকটা মিলে গেলো,,, মনে হয়ছে বাস্তব জিবনের কাহিনি দেখছি,,,সত্যি অসাধারণ,,,,

  • @sagorsadia2066
    @sagorsadia2066 5 месяцев назад +31

    সব গল্প যদি এমনভাবে পূর্ণতা পেতো। সত্যি পৃথিবীতে এক অদ্ভুত চিএ রচিত হতো।

  • @saiyaaaaaaaa1665
    @saiyaaaaaaaa1665 10 месяцев назад +165

    বিগত দুই এক বছরেরও এতো সুন্দর নাটক দেখিনি প্রতিটি চরিত্রের কি সাবলীল অভিনয় ♥️ কি সুন্দর বাচনভঙ্গি বিশুদ্ধ এক মনোমুগ্ধকর নাটক 💗

    • @JakirAlom-s1z
      @JakirAlom-s1z 10 месяцев назад

      Tere bin serial te dakiyen

    • @fchowd5866
      @fchowd5866 9 месяцев назад

      @@JakirAlom-s1zI have watched it. In that Pakistani drama a few of the scenes were to unrealistic which has made me irritated!!! The slap Moontasir got for breaking his promise to her( his wife Mirab) 🤣over a lame reason.

  • @nusratemroz474lifestylevlog
    @nusratemroz474lifestylevlog 9 месяцев назад +26

    টু থাউজ্যান্ড সেঞ্চুরি এর যুগে বর্তমানে যে আজাইরা নাটক দেখতে পাই সে জায়গায় এতো ভালো এত সুন্দর একটা নাটক দেখবো ভাবি নাই,,সত্যিই অসাধারণ লেগেছে,,ভালবাসা সত্যিই সুন্দর। প্রথম প্রথম মাহফুজ ক্যারেক্টর টা বিরক্ত লাগলেও শেষ পর্যন্ত কিন্তু এই ক্যারেক্টর টার উপরেই প্রেমে পরে গেছি,,,রইলো কথা বাকিদের, ভাই রে কারো থেকে কেউ কম না,,এতো ভালো অভিনয় আর সুদর্শন মুখ একেক জনের যে মনটা সত্যিই ভরে গেল 😊

  • @AronChandraSarker
    @AronChandraSarker 26 дней назад +4

    তুমি ছেড়ে যাওয়ার পর যখন বুঝতে পারলাম, তোমাকে ফেরানোর আর কোনো পথ নেই,তখন নিজেকে বুঝানোর চেষ্টা করলাম, ভীষণ ব্যস্ততায় ডুবে গেলাম, তোমাকে ভুলে গিয়ে নতুন করে বাঁচতে চাইলাম, কয়েক মিনিটের অবসরে যখন মনে পরে তোমাকে আর কখনো দেখতে পাবো না , তোমার সাথে আমার আর কথা হবে না,এক শহরেই অথচ দেখা হবে না, আমাদের অসুখ বিসুখ হবে, কিন্তু কেউ কারো‌ খোঁজ জানবো না,কি এক অদ্ভুত জীবন বয়ে বেড়াবো আমরা,কখনো কি এমনটা আশা করছি আমরা, এইগুলো ভাবতেই চোখের পাতা ভিজে যায়,তবে তাও‌ তোমাকে ভুলতে পারি নি, আমি চাই তুমি ভালো থেকো, অনেক বেশি ভালো থেকো!! -💔🥀 A.R 😅🥺

  • @protibeshi8635
    @protibeshi8635 10 месяцев назад +375

    একটা দীর্ঘ সময় পর রুচিশীল, চৌকষ এবং নতুনত্ব মিশেলের নাটক দেখলাম। নির্মাতার জন্য শুভকামনা, এদের মত মেধাবীদের হাত দিয়ে বাংলা নাটকের সুদিন ফিরে আসুক।

  • @md.shahed5128
    @md.shahed5128 10 месяцев назад +50

    এক সঙ্গে তিনটি প্রেমের গল্প তাও আবার প্রতিটা গল্প আলাদা ভাবে উপস্থাপন।
    অসাধারন না বললেই নয়।

    • @JAYEDAhmed-qf9iz
      @JAYEDAhmed-qf9iz 10 месяцев назад

      আমরা হাসি-খুশি দেইখা ভাবো আমাদের বেশি দুঃখ নাই,😶
      ওর মায়রে বাপ আমাদের বয়সের থেকে দুঃখ বেশি, 😔😔🙁

    • @SharifulIslam-od2ms
      @SharifulIslam-od2ms 10 месяцев назад

      তিনটা নাটক একসাথে ঝোড়া লাগিয়ে সময় টা দীর্ঘ করার চেষ্টা।
      এই আরকি

  • @kanisfa793.
    @kanisfa793. 10 месяцев назад +162

    মাহফুজ চরিত্রটি এক কথায় অসাধারণ ❤ অনেকদিন পর নতুন মুখ শক্তিশালী একটা অভিনেতা দেখলাম ❤

  • @2Gnetworkshoozon
    @2Gnetworkshoozon 2 месяца назад +3

    আমি রুবি কে অনেক ভালোবাসি 🥺😘
    আমার তিলোত্তমা রুবি 🥰🥺

    • @roji-rubi
      @roji-rubi 2 месяца назад +1

      এইযে রুবি চলে আসছে 🙃
      আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি 🥺🥺

  • @amitbiswas-r7k
    @amitbiswas-r7k 10 месяцев назад +50

    এত ভালো নাটক হয়!!!!!!
    অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল নাটকটিতে।
    এত সুন্দর ভাষা ও ভঙ্গিমা।
    মুগ্ধ করেছে আমাকে।
    "" ভয়"" আমাদের অনেক সুখ বা আনন্দ থেকে বঞ্চিত করে ----মন কেড়েছিল কথাটি।
    অনেক ধন্যবাদ পরিচালকবৃন্দদের।,🙏

  • @jannatulferdaousssss
    @jannatulferdaousssss 10 месяцев назад +23

    নাটকটি দেখে একবারও মনে হয়নি, এটি একটি নাটক। প্রতিটি ক্যারেক্টার তুলে ধরেছে বাস্তবতা। প্রতিটি কাহিনী এনে দিয়েছি বুক ভরা ভালোবাসা। মাহফুজ ক্যারেক্টার ছিল অসাধারণ। পুরো কাহিনীটি মন এবং হৃদয় ছুঁয়ে গেছে। ভালোবাসাকে আরো সুন্দর করে উপভোগ করার মতো ❤

  • @oppaswifey2565
    @oppaswifey2565 9 месяцев назад +24

    নাটকটা দেখতে দেখতে বার বার মাহফুজ এর কণ্ঠে হারিয়ে যাচ্ছি এতো অদ্ভুত মাতাল কণ্ঠস্বর সাথে শুদ্ধ বাংলা অসাধারন এক অনুভুতি হচ্ছিল❤❤❤

  • @pabel075
    @pabel075 Месяц назад +1

    জীবনে বহু নাটক দেখছি কিন্তু কোনো নাটক এর ব্যপারে কখন মন্তব্য করিনি তবে আজকে বলতেই হচ্ছে সত্যি অসাধারণ ছিলো, জীবনের সাথে পুরোটা না মিললেও আংশিক মিলে যাচ্ছিলো। প্রতিটি কেরেক্টারেই নিজেকে ফিল করছিলাম ❤

  • @SalemKhan-f7z
    @SalemKhan-f7z 10 месяцев назад +112

    মাহফুজ চরিত্র টা সবকিছু ছাপিয়ে গেছে একদম।
    কি সুন্দর অভিনয়।
    মুগ্ধ হলাম জাস্ট,
    সত্যি অসাধারণ 🥰🥰🥰🥰🥰

  • @rupkotharrajputro3686
    @rupkotharrajputro3686 10 месяцев назад +34

    গভীর রাত এ নাটক টা যখন দেখে শেষ করলাম মনে হলো এমন কিছু নাটক এখনও আছে বলেই জীবন এত সুন্দর। বেঁচে থাকার ইচ্ছে বাড়িয়ে দেয় এমন শুদ্ধ ভালবাসা ❤। অসাধারণ সুন্দর হৃদয় ছুঁয়ে গেছে বুক পকেটের গল্প । ধন্যবাদ।

  • @anjumansultana6163
    @anjumansultana6163 9 месяцев назад +70

    কিছু কিছু উক্তি আমাদের নতুন করে বাচার অনুপ্রেরণা দেয়🙂শক্তি দেয়,,,আসলেই নাটকের প্রত্যেকটা উক্তি অসাধারণ ছিলো🥰

  • @RaidasarafatemaRaidasarafatema
    @RaidasarafatemaRaidasarafatema 3 месяца назад +11

    অশ্লীলতার সমাজে সুশীল সুন্দর, মনোমুগ্ধকর একটি নাটক!ধন্যবাদ জানাই পুরোটিমকে।

  • @ridoygamer2879
    @ridoygamer2879 10 месяцев назад +41

    জীবনে এই প্রথম কোন নাটক দেখে কমেন্ট করলাম,, নাটকটা রেটিং পয়েন্ট দশে দশ,, অপূর্ণতার এই যুগে পূর্ণতা দিয়ে ভরা একটা নাটক,, প্রথমে একটা অপূর্ণতা থাকলেও পরবর্তীতে নাটকটা জাস্ট অ্যামেজিং,, এক কথায় অসাধারণ লেগেছে হৃদয় জুড়ে যাওয়ার মত

  • @pabitramajumder2062
    @pabitramajumder2062 10 месяцев назад +52

    ভাইরে ভাই এইটা নাটক না অন্য কিছু।কি কথা কি বাচনভঙ্গী।আমাকে মুগ্ধ করেছে।ধন্যবাদ সবাইকে যারা এমন নাটকের সাথে যুক্ত ছিলেন।

  • @abdussattarroni3230
    @abdussattarroni3230 2 месяца назад +2

    যে শব্দ জীবনের মানে তৈরি করে সেটাই কবিতা।
    আর যিনি সেই শব্দ সুন্দর করে গুছিয়ে লেখেন তিনিই কবি।😍

  • @Tisha-y5b
    @Tisha-y5b 9 месяцев назад +26

    সত্যি! মায়া খুব অদ্ভুত একটি শব্দ ! যার কোনো বাচন ভঙ্গি নেই ! আমার প্রেমটাও মায়া হয়েই থেকে গেলো শেষমেশ !

    • @ariyanraihan3956
      @ariyanraihan3956 8 месяцев назад

      লেখেটা আমি লিখবো ভাবছিলাম😅
      আপনি আগেই লিখে ফেললেন 🙁

    • @smartlink5873
      @smartlink5873 8 месяцев назад

      Right

    • @JahanaraBegom-yg2oc
      @JahanaraBegom-yg2oc 8 месяцев назад

      Hmmmm❤