মাইন্ড রিড করার পাঁচটি কৌশল ।। Mind Reading ।। Emotional Intelligence ।। #23

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2024

Комментарии • 543

  • @saidehasan9179
    @saidehasan9179 8 месяцев назад +70

    এধরনের প্রত্যেকটা কৌশল আমি ব্যক্তিগত ভাবেই আরো আগে থেকেই ব্যবহার করছি, এবং আসতে আসতে উন্নতি হচ্ছে
    ধন্যবাদ স্যার বিস্তারিত ভাবে তুলে ধরার জন্য ❤♥️

  • @ashiqurrahman1385
    @ashiqurrahman1385 4 месяца назад +14

    অসাধারণ ব্যাক্তিত্ব আপনার৷ আল্লাহ আপনার সম্মান মর্জাদা বৃদ্ধি করে দিন৷ ❤

  • @ahsan_009
    @ahsan_009 5 месяцев назад +8

    আপনার আণুকরণে বোঝা যায় আপনার ব্যাক্তিত্য খুব শক্তিশালী এবং প্রভাব বিস্তার কারি। আপনি অন্যে কি ভাববে তার চাইতে বড়ং কোনটা গুরুত্বপূর্ণ তা নিয়ে বেশি সচেতন। এবং আপনি যা বলছেন তা সম্পর্কে আপনা দীর্ঘদিন এর অভিজ্ঞতা আছে, এন্ড ইউ নো দিস ভেরি ওয়েল।

    • @Haniya85119
      @Haniya85119 2 месяца назад

      আপনি কিভাবে বুঝতে পারলেন🤭

  • @Maymunacom
    @Maymunacom 7 месяцев назад +4

    আপনাকে রিড করেছি স্যার.....
    আপনি ঠান্ডা moood এ আছেন এবং এই মুহূর্তে সৌখিন।❤

    • @mythoughts8486
      @mythoughts8486 6 месяцев назад +3

      উনি খুবই বুদ্ধিমান মানুষ! উনাকে রিড করা এতো সোজা না!

  • @SezanurRahman-pp6qg
    @SezanurRahman-pp6qg 11 месяцев назад +26

    স্যার আপনার ভিডিও গুলো দেখে অবাক হয়ে যাচ্ছি!!! আপনি এতটা সঠিক তথ্য কিভাবে দিচ্ছেন 😮😮..

  • @aanika_23
    @aanika_23 Год назад +105

    1. Be empathetic by listening others attentively.
    2. Playing same role of the person.
    3. Copying same act of the person.
    4. Notice micro expression of the person.
    5. Notice body language.
    6. Movie watching without sound.

  • @ImL9261
    @ImL9261 8 месяцев назад +18

    ভীষণভাবে এম্প্যাথেটিক হওয়া আমার পক্ষে ক্ষতিকর হয়ে দাঁড়িয়েছে।। কিছু ভাবে যদি empathey কমানো যেতো তবে অনেক ভালো থাকতাম

    • @alpanabanerjee3958
      @alpanabanerjee3958 5 месяцев назад +2

      Eta Amaro katha.ampathetic baparta amar modhye ektu besii ache

    • @66subho
      @66subho 2 месяца назад

      Ki problem hoy tate??

  • @MdAbir-yy5br
    @MdAbir-yy5br Год назад +41

    স্যার আপনার ভিডিও গুলো আমার খুব ভালো লাগে। আশা করি আপনি এই ভাবে আমাদের পাশে থাকবেন । এবং আমাদের মানসিক ভাবে সঠিক দিকনির্দেশনা দেবেন 😊

  • @iftikhairul
    @iftikhairul 10 месяцев назад +30

    স্যার আমার একটা প্রশ্ন আমার বয়স তখন ১২-১৩ বছর। তখন দেখতাম কিছু বেদেরা। বাড়িতে বাড়িতে এসে তাদের কিছু টেকনিক।
    খাটিয়ে কারো কাছে না জিগ্যেস করে
    কোন ফ্যামিলিতে কতো জন সদস্য আছে।এবং ফ্যামিলির কতো নম্বর সদস্য মারা গেছে তা বলে দিতে পারে। আমি জানতে চাই তারা কোন টেকনিক অবলম্বন করে। প্লিজ এই Tropic নিয়ে একটা ভিডিও বানান।

  • @MonirulIslam-yr9qn
    @MonirulIslam-yr9qn Год назад +6

    এ বিষয়টা নিয়ে আমার অনেক দিন আগ্রহ ছিল, অবশেষে আপনার থেকে কিছু তথ্য জানতে পারলাম

  • @mdarifsolaiman1000
    @mdarifsolaiman1000 Год назад +14

    এই কাজ গুলো আমি করি,, আল্লহ প্রদত্ত ভাবে,, আসলে ফলাফল পাই,,রবের শুকরিয়া

    • @muhpiyas
      @muhpiyas Год назад

      রবের শুকরিয়া করার কিছু নাই।

    • @NOONE-rc5xk
      @NOONE-rc5xk Год назад

      ​@@muhpiyasbokachoda tahole tor existence ashlo kivabe?

  • @monar_Ranna_ghor
    @monar_Ranna_ghor 10 месяцев назад +8

    আজ প্রথম আপনার কথা গুলি শুনলাম, খুব ভালো লাগলো। ❤

  • @tarekbrhams
    @tarekbrhams 10 месяцев назад +5

    আজকে প্রথম আপনার ভিডিও দেখলাম।ইনশাআল্লাহ আগামীতেও দেখবো।

  • @OnTheWay7
    @OnTheWay7 10 месяцев назад +70

    আমরা তো বেশির ভাগ সময় ইউটিউব রাতে দেখি এবং সকল ভিডিও রঙিন হয়ে থাকে। যা আমাদের চোখে এবং ধর্য্যে প্রভাব ফেলে। আর উনার ভিডিও দেখতে গেলে খেয়াল করলাম চোখ বিরক্ত হচ্ছে না, মনোযোগ বেশি সময় ধরে রাখতে পারছি।

  • @aprottasitoanik6201
    @aprottasitoanik6201 8 месяцев назад +4

    আই এম ইম্পাথি ফুল, এইজন্য অনেক জায়গায় আটকে যাই,,, আপনার কথা ১০০% সঠিক

  • @AkhlaqTV9623
    @AkhlaqTV9623 5 месяцев назад +4

    চমৎকার একটা ভিডিও দেখলাম।
    জাযাকাল্লাহ।

  • @itsnusu2482
    @itsnusu2482 2 месяца назад +6

    অন্যের আবেগ, অনুভূতি বেশি বুঝতে যেয়ে নিজের আবেগের জায়গা নাই 😊

  • @MdWalyUlAmin
    @MdWalyUlAmin 5 месяцев назад +7

    আপনার কথা বলার ধরন এবং বোঝানোর ক্ষমতা খুবই কার্যকরি। ধন্যবাদ।

  • @MoinakSurajit
    @MoinakSurajit 5 месяцев назад

    কিছু পুরনো স্মৃতি বার বার ফিরে আসে, তখন খুব কষ্ট পাই। স্মৃতি কি ভোলা যায়? যদি যায় তবে কিভাবে?
    আপনার আলোচনা আমার খুব ভালো লাগে, দয়া করে আমার প্রশ্নের উত্তর দিয়ে বাধিত করবেন। 🙏🏻

  • @hasnatabdulla5992
    @hasnatabdulla5992 11 месяцев назад +14

    স্যার, আমি বিবিএ'র শিক্ষার্থী কিন্তু আমার সাইকোলজির উপর খুবই আগ্রহ। এখন সাইকোলজি বুঝার জন্য শুধুমাত্র মানুষকে রিড করা, প্যারানরমাল জিনিস যেমন ভুতের ব্যাপার ও মানসিক সমস্যা এবং স্বপ্নের ব্যাখ্যা গুলা জানার জন্য আমি কি কি বই পড়তে পারি যদি একটু বলে দিতেন উপকৃত হতাম।

  • @shirajulalamkhan4001
    @shirajulalamkhan4001 9 месяцев назад +2

    আজ প্রথম আপনার ভিডিও ও কথা গুলো শুনলাম, খুব ভালো লাগলো। ধন্যবাদ।।

  • @dhirenmondal4760
    @dhirenmondal4760 9 месяцев назад +4

    মনস্তাত্ত্বিক বিষয়ের নানা দিক নিয়ে আরো ভিডিও তৈরি করুন,স্যার। ধন্যবাদ।

  • @DPChwdrY
    @DPChwdrY Год назад +10

    OMG, Sir! Day by day You are just doing awesome contents with bringing Ideas like watching soundless movie/drama which is great phenomena indeed ✌️❤️🌹❤️

  • @koushikghosh7659
    @koushikghosh7659 5 месяцев назад +1

    দাদা আমি আজ প্রথম তোমার ভিডিও দেখছি, সত্যি সব যেন,মিলে যাচ্ছে, আমি মোটামুটি এটা এমনি অনুভব করি, একটু মনোযোগ করলেই,

  • @husainfaisol975
    @husainfaisol975 Год назад +11

    এইসব তো কোয়ান্টাম মেথড কোর্স থেকে শিখেছি। ধন্যবাদ গুরুজী।

    • @kobirhossain6481
      @kobirhossain6481 Год назад

      আলহামদুলিল্লাহ
      আমি 475 তম ব্যাচ।

    • @civilengineersalman8005
      @civilengineersalman8005 Год назад

      Ami 430 batch

    • @kamrulhasan2938
      @kamrulhasan2938 Год назад +1

      ​@civilengineersalman8005 quantum somporke amar halka dharona ace, tobe course somporke kono dharona nei. Apni kon course er kotha boltecen?

    • @Jaberyoutuber111
      @Jaberyoutuber111 10 месяцев назад

      ​@@kobirhossain6481kon course

    • @shahadatabir7888
      @shahadatabir7888 10 месяцев назад +2

      আমি ও কোয়ান্টাম করেছি ওরা যার ধরম তাকে বুঝিয়ে টাকা আদায় করা,দানের হাদিস বলে, মুখে আল্লার নাম ভিতরে ভন্ডমি।

  • @SifatKhan-v3p
    @SifatKhan-v3p 8 месяцев назад

    দাদা অনেক ভালোবাসা আপনার জন্য। দাদা আজ রক্ত গরম হইয়া গেলো।
    আল্লাহর কসম দাদা আপনার পা ধইরা সালাম করতে চাই।
    দাদা আমি মো: সিফাতুল্লাহ দয়া করে আমার নাম টা মনে রাখবেন।আপনারে দেশে আসলে একটু জরায় ধরতে চাই দাদা।

  • @ForidBagan
    @ForidBagan Месяц назад +1

    Rules করবো কিভাবে?
    ব্রি:দ্র: এতো জ্ঞান কিভাবে অর্জন করলেন? আপনার মতো হতে চাই 😒🙂

  • @tasnimjahan07
    @tasnimjahan07 8 месяцев назад +1

    শুভকামনা স্যার❤
    ভিডিও পজ করেই কমেন্ট করলাম।
    প্রথম বার আপনার ভিডিও দেখছি From Cox's Bazar

  • @monusbdco9333
    @monusbdco9333 10 месяцев назад +4

    প্রিয় বড় ভাই অন্যকে বোঝানোর মত সক্ষমতা আপনার সেই লেভেলের

  • @sumonroy9939
    @sumonroy9939 Год назад +5

    আমি cse তে পড়াশোনা করি, আমার ইচ্ছা হলো দিনের বেশির ভাগ Send পড়াশোনা করা কিন্তুু এটা হয়ে ওঠে না, আমি পড়াশোনা প্রতি মনোযোগ কি ভাবে ধরে রাখবো??

  • @newsaboutdefence5470
    @newsaboutdefence5470 Год назад +15

    I learned many things from this channel. Thank you pls keep going...😊

  • @superpoints2887
    @superpoints2887 6 месяцев назад +1

    Some people are naturally expert in reading others without knowing all this. I think sixth sense is most powerful in this case.

  • @rabeyabosriruna6573
    @rabeyabosriruna6573 Год назад +7

    আপনি একজন অসাধারণ মানুষ🥰

  • @DebottamDutta
    @DebottamDutta 2 месяца назад

    Thanks bhaiya for your videos and information from comments box....
    Lots of thank.... Be happy.... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ukdash8890
    @ukdash8890 8 месяцев назад +4

    স্যার উপস্থিত বুদ্ধি নিয়ে কিছু বলুন।
    আমি আমার আশেপাশের মানুষের মাইন্ড রিড করতে পারি। কেউ আমাকে নিয়ে কি ভাবছে তা বুঝতে পারি৷
    কেউ আমাকে নিয়ে ষড়যন্ত্র করছে বুঝতে পারি। কিন্তু ঐ মুহুর্তে কি করা উচিত তা বুঝতে পারি না। এই জন্য সব ধরনের জ্ঞান থাকা সত্ত্বেও নিজেকে ছোট হতে দেখছি।
    এই অবস্থায় আমি কি করবো
    আমি অনেক সাইকোলজিক্যাল প্রেসারের মধ্যে দিয়ে যাচ্ছি।
    মেয়ে হয়ে সংসারে অনেক ঝামেলা পোহাতে হচ্ছে। 😢😢

    • @hemosyoutube
      @hemosyoutube 8 месяцев назад +1

      Same here.Ami instant reply o dite parina

  • @sumanabiswas3819
    @sumanabiswas3819 Месяц назад

    Khub valo laglo, onk kichu jante perlm.....thank you sir🙏

  • @trickwon
    @trickwon 9 месяцев назад +1

    সবক'টিই প্রায়শই ফলো করি আমি কাউকে বুঝার জন্য। একাডেমিক বই পড়ে শিখিনি।নিজেই।
    তবে একটা বিষয় বলতে চাই। আমি যখন কাউকে খুব ক্লোজ করে ফেলি, তখন তার সম্পর্কে বুঝতে পারা আমার জন্য কিছু ক্ষেত্রে কঠিন হয়ে পড়ে! এটার সলিউশন কি হতে পারে? কেন হয়?

  • @sdsoma4846
    @sdsoma4846 8 месяцев назад +3

    এইগুলা করতে গিয়ে নিজেই তাদের মত অবস্থায় চলে যাবো। তাই মানুষকে না চিনে, বরং নিজেকে চিনলেই মানুষ সব চেয়ে বেশি ভালো থাকবে।

  • @chandranimukherjee6104
    @chandranimukherjee6104 Год назад +2

    Apnar next video er jonyo wait korbo sir...anek kichu jante pari apnar theke

  • @fahimrahman3007
    @fahimrahman3007 8 месяцев назад +1

    আমি অনেক আগে থেকেই, অন্য মানুষের অনবস্থান থেকে আমি নিজেকে নিয়ে চিন্তা করি

  • @subhodeepghosh7190
    @subhodeepghosh7190 7 месяцев назад

    Waiting for the video contains the 4th skill of emotional intelligence. Respect from India🙏.

  • @IABN01
    @IABN01 6 месяцев назад

    হুমায়ূন আহমেদ সাহেব গল্পে লিখেছিলেন স্বপ্ন নাকি শুধুই সাদা-কালো হয়। কমেন্ট বক্সে ও এরকম বক্তব্য দেখলাম!
    আমার ও আমার কাছের মানুষদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি জেনেছি স্বপ্ন কিন্তু রংগীন ও হয়, তবে সবসময় না! যেমন স্বপ্নে নীল আকাশ বা সবুজ গাছ দেখা অস্বাভাবিক কিছু নয়! জাস্ট আমার ব্যক্তিগত মতামত জানালাম, কোন বিতর্কের জন্য না!

  • @milibarua291
    @milibarua291 9 месяцев назад

    আমার মধ্যে প্রচুর পরিমাণে এমপ্যাথি রয়েছে। আপনার বর্ণনাকৃত সকল বৈশিষ্ট্যই আমার মধ্যে বিদ্যমান। এত বেশি যে বড় কোনো দূর্ঘটনার বর্ণনা পড়লেও মনে হয় আমি ঐ দূর্ঘটনার শিকার হতে পারি বা হলে কী পরিস্থিতি হবে আমার? অন্যের কথাও মনোযোগী শ্রোতা হয়ে শুনি। কিন্তু আমার আশেপাশের বেশিরভাগই আমার কথা মন দিয়ে শুনে না। 😥😥

  • @nababal-amin8426
    @nababal-amin8426 8 месяцев назад +1

    স্যার আমাকে সাহায্য করেন। আমি মানুষের বাড়তি কথা ছেড়ে দিতে পারি না এবং নিজের জিনিস অন্যের হোক তা সহ্য করতে পারি নাহ। এবং আমার প্রিয়জন অন্যের সাথে সামন্য কথা বলে তা আমি সহ্য করতে পারিনা

  • @AninditaNath-b1f
    @AninditaNath-b1f 8 месяцев назад

    প্রণাম নেবেন। আজ দেখলাম আপনার প্রোগ্রাম। অনিন্দিতানাথ।

  • @farhanaislamkona6164
    @farhanaislamkona6164 Год назад +4

    Sir, make a detail or series video about Myers & Briggs 16 type of personality. Most of people in our country do not think about their personality even a inch.

  • @avijitbiswas4480
    @avijitbiswas4480 Год назад +1

    Introduce video clip is awesome. That shows your mentality sir .

  • @DurjoyDey-zy7vu
    @DurjoyDey-zy7vu 4 месяца назад

    আপনার ভিডিও গুলা অনেক ভালো লাগে। তবে ভিডিওর ডিউরেশন গুলো একটু কম হলে ভালো হয়🖤
    বেশিক্ষন মনোযোগ ধরে রাখা যায় না।😢

  • @Bela-952
    @Bela-952 9 месяцев назад +3

    আমার বাবা ও মা অনেক ঝগরা করে । কেউ কাউকে বুঝে না । এটার সমাধান কিভাবে করা যায়?

  • @IELTSadvance
    @IELTSadvance Месяц назад

    অসাধারণ কথা গুলো ❤

  • @Kabya3
    @Kabya3 9 месяцев назад +1

    এই কথা গুলো বলার সময় আপনার মুখে হাসি । আর বসা স্বাভাবিক হওয়া দরকার ছিল । 🙂🙂🙂🙂
    ইতি অন্য একজন Pcychologist

  • @LailaBegum-p2w
    @LailaBegum-p2w 9 месяцев назад +1

    আপনি ভিডিওর পাশাপাশি ওই ভিডিও নিয়ে যদি কোন বই সাজেস্ট করতেন তাহলে খুব ভালো হতো

  • @moumitachitrakar5228
    @moumitachitrakar5228 9 месяцев назад

    খুবই সুন্দর আরো কিছু দেখতে চাই এইরকম ভিডিও expiration body language Diya mind reading kora .

  • @kamrulhasan2938
    @kamrulhasan2938 Год назад

    sir really mon theke bolchi apnar kach theke ami onek information pacchi ei bissoygulu somporke hoyto kokhono amar jana hoto na, thanks sir.

  • @lutfarhossain9752
    @lutfarhossain9752 4 месяца назад +1

    আমি কাউকে আঘাত দেওয়া বা মারা সহ্যই করতে পারি না, সিনেমা দেখে একবার কেঁদে ফেলেছিলাম। পশু-পাখি জবাই করা আমি সাধারনত দেখি না, খুব কষ্ট পাই। মনে হয় নিরামিষাশী হব, আবার খাবারের সময় লোভ সামলাতে পারি না।

  • @hasibtanvirul
    @hasibtanvirul 9 месяцев назад +4

    অতিরিক্ত ফর্মাল, থিওরিটিক্যাল, বোরিং, স্যরি🙏

  • @asadbhuiyan3684
    @asadbhuiyan3684 2 месяца назад

    চমৎকার আলোচনা 🎉❤

  • @dipannitahalder4196
    @dipannitahalder4196 5 месяцев назад

    Ami j kno natok ba movie mute kore e besi dekhi r eta kn jni vlo lge r sob kisu read korte pari❤

  • @MdfoysalHossen-hb6ew
    @MdfoysalHossen-hb6ew Месяц назад

    I fast ti was you lecture.. Really helpful

  • @s.m.ariefrazzaque7041
    @s.m.ariefrazzaque7041 Год назад +1

    One of the best psychiatric lectures

  • @shamsularefeen1492
    @shamsularefeen1492 10 месяцев назад +5

    Assalamu alaikum. Thanks for sharing these valuable lessons with us. I am quite sure that your contents will help many in our community.
    Actually i wanted to highlight one thing. Sometimes i found that its difficult to organise our thoughts to help make a good decision. Many of us struggle to make a correct decision in life.
    If you could share some insights, that would be beneficial.
    Thanks

  • @sumandutta4495
    @sumandutta4495 6 месяцев назад

    আপনার কথা খুবই ভালো লাগলো..❤

  • @minhazuddinthakur9482
    @minhazuddinthakur9482 9 месяцев назад +1

    Your diacussion is very informative. Thank you very much.

  • @susamabanerjee3351
    @susamabanerjee3351 8 месяцев назад

    আজ প্রথম দেখলাম খুব ভালো লাগলো

  • @maharanibanerjee4291
    @maharanibanerjee4291 Месяц назад

    Thank you so much ❤❤❤

  • @faizulbari1150
    @faizulbari1150 Год назад +1

    Alhamdulillah ! excellent.

  • @mmoniruzzaman3424
    @mmoniruzzaman3424 4 месяца назад

    Thanks. Really appreciable content

  • @Missmita.
    @Missmita. 10 месяцев назад

    প্রথম ভিডিও দেখেই সাবস্ক্রাইব করলাম

  • @safikhossain7499
    @safikhossain7499 Год назад +1

    সবকাজে দেরিতে শুরু করা/ শেষ সময়ে দৌড়ানোর পেছনে আসল রহস্য কি?💥
    এর প্রতিকারের উপায় কি স্যার??💝💝💯

  • @md.almamunmia7940
    @md.almamunmia7940 4 месяца назад

    Sir you are always best.❤

  • @pcb-computer-world
    @pcb-computer-world 6 месяцев назад +1

    Thanks সাদাকালো দেয়ার জন্য

  • @abdullahahmed973
    @abdullahahmed973 4 месяца назад

    প্রথমটি দেখা হলো,১০০% ঠিক,, 5:24

  • @ahsaanevu5606
    @ahsaanevu5606 Год назад

    Bhaia plz don't stop
    We want more videos about this topic.

  • @arupkar9423
    @arupkar9423 7 месяцев назад

    Fantastic, Fabulous, Awesome, Hats off to you Sir

  • @sagarhaldar-zs4bz
    @sagarhaldar-zs4bz 21 день назад

    Very nice 👍

  • @snehungshudhauria7044
    @snehungshudhauria7044 9 месяцев назад

    Khub Valo Laglo: Dhanyabad ❤❤❤.

  • @Sariful-Herok
    @Sariful-Herok 7 месяцев назад +1

    খুব ভালো তথ্যমুলক ভিডিও

  • @Graphicsolver
    @Graphicsolver 9 месяцев назад

    Nice Sir, Thank You for These Suggestions... i will Try to Make Empathy Myself, Insha Allah

  • @williamwaston
    @williamwaston Год назад +1

    one of the best video

  • @kingsargon1589
    @kingsargon1589 Год назад +2

    Woo great

  • @mosiurrahman5772
    @mosiurrahman5772 Год назад +4

    Sir, would you give me some recommendations about those books which help to understand the human mind reading and Human behaviour?

  • @abdullahrihel9342
    @abdullahrihel9342 6 месяцев назад

    Mashallah onk informative video ❤

  • @arifulhaque9697
    @arifulhaque9697 8 месяцев назад

    স্যার, সাইলেন্ট দেখার জন্য কিছু মুভি সাজেস্ট করুন।

  • @mr_afraz
    @mr_afraz 9 месяцев назад +1

    Very Interesting Topic 💚

  • @mdshakib-kl4bv
    @mdshakib-kl4bv 10 месяцев назад +1

    আজকে আপনি যেটা প্রকাশ করেছেন এটা মানুষের জন্য ক্ষতিকর 😢😢😢😢😢😢

    • @Rakib0197
      @Rakib0197 9 месяцев назад

      Nope bro. Think deeply😊

  • @MustafaShakil-w4f
    @MustafaShakil-w4f Год назад

    you deserve more views and fame. Awesome channel. Best of luck

  • @khangaming2474
    @khangaming2474 4 месяца назад

    মাশাআল্লাহ অনেক সুন্দর ছিলো স্যার।

  • @alviarafin3209
    @alviarafin3209 9 месяцев назад

    ভাইয়া অনেক বড় একজন ফ্যান।❤❤❤❤

  • @mohonaakter4219
    @mohonaakter4219 10 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤
    A very very helpful video. Thank you so much.. ❤❤❤❤❤❤❤❤

  • @sitaj7907
    @sitaj7907 10 месяцев назад

    Thank you for the vedio.
    Waiting for more like this. ❤

  • @sovonsanyal2240
    @sovonsanyal2240 7 месяцев назад

    Wonderful presentation... So enlightening...

  • @mdabutalebtarek-Alpha
    @mdabutalebtarek-Alpha 3 месяца назад

    আপনার ভিডিও নিয়মিত দেখি।

  • @kamrulhasanapelkha6320
    @kamrulhasanapelkha6320 2 месяца назад

    দারুণ ❤❤❤

  • @playnfun5075
    @playnfun5075 29 дней назад

    I am so much Empathetic.

  • @NazmulHasan-bb4vn
    @NazmulHasan-bb4vn 10 месяцев назад +1

    এই ভিডিওটা কয়েক হাজার টাকা হলেও কিনতাম অনেক কিছু শেখার আছে৷

  • @smritibsmrstu4976
    @smritibsmrstu4976 4 месяца назад

    খুব ভালো লাগলো❤

  • @DrShohann
    @DrShohann 8 месяцев назад

    ধন্যবাদ স্যার

  • @nusratraihan3074
    @nusratraihan3074 6 месяцев назад

    Ami toh tahole khubi empathetic. Coz ami bujhi, feel korte Pari even movie dekhte jeyeo ami ekdom character er moddhe dhuke jai r books read korar shomoy ekdom chokher shamne dekhte pai. Imagine korte Pari, pain gula feel korte Pari. But Tao Manush ke bujhte Pari na. ☹️

  • @mdshahal2054
    @mdshahal2054 4 месяца назад

    থিয়েটার ব্যাকগ্রাউন্ড কি স্যার?
    কিছু মুভি সাজেস্ট করেন দেখব

  • @mdmominislam2266
    @mdmominislam2266 Год назад +3

    স্যার আপনার মতো স্পষ্ট করে কথা কিভাবে বলতে পারব এই নিয়ে একটা ভিডিও দেওয়ার অনুরোধ জানাচ্ছি