দেওরিয়া তাল ট্রেক একটি অসাধারণ ট্রেক যা শুরু হয় সারি গ্রাম থেকে, যা উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার অবস্থিত। এটি শুরুতে ট্রেকারদের জন্য অত্যন্ত সুখবর। দেওরিয়া তালের অবিশাল দৃশ্য আপনাকে আশ্চর্য করবে। এটি গাঢ় বনযুক্ত, হরিত পরিবেশে অবস্থিত এবং পর্বতের পর্বতের সাথে মোহক দৃশ্যের সাথে সম্পৃক্ত।
প্রকৃতির অপরুপ সৌন্দর্য সেই সাথে মনোরম পরিবেশ আপনাদের সঙ্গে দারুণ উপভোগ করলাম। আমরা দুজনে সব সময় আপনার ভিডিও গুলো দেখে আনন্দ পাই।এক অনবদ্য ভূমিকার অধিকারী আপনারা পরিবেশ সুরক্ষিত রাখার জন্য অনেক ধন্যবাদ জানিয়ে পরের পর্ব দেখার অপেক্ষায় থাকলাম। 😊😊
আপনার ভিডিও দেখে এই তাল এর সাথে জড়িয়ে থাকা অনেক স্মৃতি মনে পড়ে গেল । গত শতাব্দীর শেষদিকে যখন প্রথমবার দেওরিয়াতাল গিয়েছিলাম তখন প্রথম দর্শনেই সাধ জেগেছিল লক্ষীপূর্ণিমার রাতে এখানে একবার থাকতেই হবে। সেই ইচ্ছা পূরণ হতে পনের বছর সময় লেগেছিল। সে যে কি এক অনন্য অভিজ্ঞতা তা ভাষায় প্রকাশ করা যায় না। সারারাত এক মুহূর্তের জন্যও ঘুমাতে পারিনি, শুধু দেখে গেছি। অনেক ধন্যবাদ 🙏
সেলুকাস বলেছিলেন,,,,,কি বিচিত্র এই দেশ,,,,,, সত্যিই ভারতবর্ষের এতো বৈচিত্র,যে আজীবন দেখে ও শেষ করা যাই না, যাবে ও না কোন দিন। আজকের ব্লগ এ প্রকৃতির সৌন্দর্যের তুলনা হয় না। খুব ভালো লাগলো দেখতে। ভালো থাকবেন।
দেওরিয়া তাল মন কে মুগ্ধ করলো।পাপ পূন্যে আমি বিশ্বাস করি না। আমি মন কে বিশ্বাস করি।পাপ পূন্যের বিচারের ভার উপর ওয়ালার উপর।একটা কথা মন থেকে বিশ্বাস করি জীবে পেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর।কথা মানার চেষ্টা করি কিছু করার চেষ্টা করি।পরের ভিডিও র অপেক্ষা য় থাকলাম ধন্যবাদ ।
দাদা ২০১৮ সালে এই tour টা আমি করেছিলুম। Same experience,same reaction দেখতে পাচ্ছি ২০২৪ এও। দাদা দুটো অনুরোধ এই জায়গায় সবাই দেখুক আপনার ভিডিওতে কিন্তু সকলকে যেতে বলবেন না। এ পথ সাধারণএর নয়। দেবতারা কোথাও অন্তত শান্তিতে থাকুক। দুই ট্রেক করার আগে আলুর পরোটা breakfast হিসাবে bad selection। Amar ব্যক্তিগত experience হাঁটা যায় না। Same অস্বস্তি আজ সারা ভিডিয়েও দেখলাম। বললাম বলে কিছু মাইন্ড করবেন না।
One of the best from Explorer SHIBAJI. খুব সাধারণ ট্রেক but অসাধারণ মনে র আরাম❤❤ বিগত এক বছরের মধ্যে আফ্রিকার জঙ্গল সাফারি, শ্রীলঙ্কার গ্রাম আর দেওরিয়া তাল। 👌👌👌❤❤❤ আর সব সময় যেটা বলি, ' অনেক ভালোবাসা দুজনের জন্য। Special thanks for environment care.
Ashadharan,apurbo laaglo dada..ami prothombar chopta,tungonath, sari village r deoriatal jai 1992 te,ki j apurbo sei experience jeta bhashaye prokash kora ashombhob,Mangal Singh er choti te chilam chopta te,tokhon koyekti choti chara r kichu chilo na sekhane,amader trekking er majhe ei 2-4joner naam na bollei noy,etoh aantarik chilen ei Mangal Singh jaar naam aapni paaben umaproshad mukhopadhyay er boi te,Amader ei bridhho manush ti j kotoh jotno kore rekhechilen seta aj o bhoolini,anek smreeti joriye ache ei jatrapath ti te,chopta theke sari village e trek korte hoyechilo amader, chakka bondh thakaye,poreo gechi ekhane aboshyo kintu prothombarer experience tulonaheen..aapnara khub bhalo thakben dada...amader sathe darun darun travel experience share korun,amra somridhho hoi..
দাদা আমি 2010 সালে এখানে গেছিলাম ।এখন বিশাল পরিবর্তন ওই যে শিব মন্দির টা চেনাই যাছে না ওটাতে আমরা পূজো দিয়েছিলাম জঙ্গলে ফুটে থাকা ফুল দিয়ে।মন্দির এর পাশেই দেখলাম tent. আর রাস্তার মধ্যেই দেখলাম অনেক দোকান তখন এই সব ছিল না।চারপাশ ছিল আরও নির্জন। তবে টিকিট ঘর টা ওই রকমই আছে।যাই হোক খুব ভাল লাগল। আপনারা ভাল থাকুন ।BTF এ আপনাদের সাথে দেখা করেছিলাম।
Like this in our state in Kalimpong district we have mulkharka lake , where reflection of Kanchenjunga can be seen . It's a paradise,if possible do visit .
মন পাগল করা এত সুন্দর নৈসর্গিক দৃশ্য৷ জানিনা কোন দিন যেতে পারব কিনা জানিনা কিন্তু আপনারা আমার মত অনেকের সুপতো বাসনা এই ভাবে পূরণ করার জন্য অনেক ধন্যবাদ ।
Apnader video gulor ami ekjon silent viewer, aj prothom comments section e esechi, just asadharan & full of information . Apnara egiye cholun amra sathe achi always. Khub valo thakben 🙏
Kedarnath darshan kore aslam apnader video dekhechilam treking e anek help hoyeche..Amra khub sundar vabe darshan korechi babar sara raastay kono osubidha hoyni gari chara sob spot booking korechilam...KEDARNATH e tent e chilam...amar mone hoy tent tai okhane thaka darkar...luxury korbar jayga j ota noy.... Deoria Tal ebong Tunganath next bar korbo...ei video abaro help korbe amader
পরিবেশ কে সুন্দর রাখার শিক্ষা ইস্কুলের থেকে আসে, আমি গর্ব করে বলছি আমার মেয়ে সেই ছোট্ট বেলার থেকে রাস্তায় যা খেত চিপস্ চকলেট সব পেকেট ব্যাগে করে নিয়ে আসতো বাড়িতে ডাস্টবিনে ফেলবে বলে, এখন বড় হয়েছে যতক্ষণ ডাস্টবিন না পাবে নিয়ে ঘুরবে, বন্ধুরা হাসে ওর কান্ড দেখে।
আজকের এই ভ্রমণ ব্লগ অসাধারণ , অপূর্ব সুন্দর আর কিছু খুঁজে ই পাচ্ছি না এত এত সুন্দর, ভীষণ ভীষণ ভালো লাগলো। গ্রামের ছবি টি একেবারে ছবির মত।👌👌👌👌👌👌। ইউটিউবে ভিডিও দিলে ভালো হয় আমার কাছে ফেসবুক পেজ বা অন্য কোন উপায় নেই যে দেখতে পারব। অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। শুভ রাত্রি।
Onek din por abar sei purono Prithwijit aar Shibaji ke dekhlam . Ki je bhalo laglo . Khub sundor hoyeche ei vdo ta . Mon chhuye gyalo . Ami nam dhore daklam ..apnara pray amader shomoboyoshi .. hoyto du ek bochor chhoto . Ami aar amar husband dujonei 50 s e . Amader o passion berano . Sei jonye sei covid er shomoy theke apnar bhokto . 😄 apnara aaro beran aaro nana jaygay jan.. amader vdo dekhan . Amra.Saltlake e thaki . Husband Highcourt e achhen . Edike ele oboshyoi ektu janaben . Amontron roilo .🙏🏽
আমি দেওরিয়াতাল আর তুঙ্গ নাথ গিয়েছিলাম 2006 সালে। সেই মুগ্ধতা আজও মন ভরিয়ে রেখেছে। আপনাদের সঙ্গে আবার এতো বছর পরে সেই সব জায়গায় ঘুরে বেড়াচ্ছি, এ এক অনন্য অনুভূতি! আরো ভালো লাগছে এই জন্যে, যে বাস্তবে আমি আপাততঃ শয্যাশায়ী, ফিমার বোন ফ্র্যাকচারের সার্জারির পরে! আমার মন ভালো হয়ে যাচ্ছে!
দাদা আমি আপনার সব ভিডিও দেখি।কিছু জায়গা নিজে গেছি।তবে আপনার চোখে নিজের দেশ কে এইভাবে দেখে খুব আনন্দ পাই।আমি কোন্নগরে থাকি।চপের দোকানের পাশে ই আমার বাড়ি।আমি প্রায়ই সোদপুরে যাই।আপনি এবারে ফিরে এসে সময় করে আমাকে জানাবেন আমি চপ নিয়ে যাবো।
খুব সুন্দর লাগল ,অপূর্ব সুন্দর জায়গাটি আপনাদের জন্য দেখতে পেলাম ধন্যবাদ, মন ভরে গেল ,আর আপনাদের প্রাকৃতিক পরিবেশ সুন্দর রাখার প্রচেষ্টার এবং সচেতন করা জারি রাখুন যদি কিছু মানুষ শেখে। ভাল থাকবেন
আমি 2014 -এ নৈনিতাল হয়ে গিয়েছিলাম জাগেস্বর নামের একটি স্থানে। সেখানেও শিবের মন্দির ছিলো। শীতকালে উত্তরাখণ্ডের এই স্থান গুল কার্যত বরফে ঢাকা থাকে। সেখানেও দেখেছিলাম এই কেদারনাথের আদলে বানানো মন্দিরের শিল্পশৈলী। অসাধারণ একটি জায়গা। মন্দিরের মুল পুরোহিতের বাড়ি চা খেয়ে অনেকগুলি কমলা লেবুর মত দেখতে খাট্টা নামক ফল নিয়ে এসেছিলাম সেবার। আজ আপনাদের ট্রেক দেখে মনে পড়ে গেল সেই স্মৃতি। আমাদের দেশ এতো সুন্দর, কিন্তু দুঃখের ব্যাপার হল আমরা সেই সৌন্দর্য্যকে বজায় রাখতে অসমর্থ। কেন মানুষ বোঝে না চারিপাশ পরিস্কার থাকলে প্রকৃতি আরো সুন্দর হয়ে উঠবে।
প্রকৃতির ধ্বংসের কারণগুলো সোচ্চারে বলো , আর বলাও। একদিনে না হলেও একদিন হবেই ।কিছু লোকের বা সরকারের জলে ডোবার পরে কানে জল ঢোকে জানি । ভালো থেকো । একটা দুটো গান কি শোনানো যায়না পিথ্বিজিৎ ?
খুব ভালো লাগলো ভিডিও. আলাদা করে কি বলবো আপনাদের সব কটা ব্লগ ই মন ভরিয়ে দেয়. আপনার ব্লগ দেখা একটা নেশা হয়ে গেছে. আমিও ভীষণ বেড়াতে ভালোবাসি. তাই আপনার সব কটা ব্লগ দেখি. আর পাহাড় তো ভীষণ টানে. এই রকম ই থাকুন.
Ami anek vloger dekhechi kintu tomader moto eto clearly information deya taa aaj porjontoh kono Travel vloger korte pereche or paarbe bole mone hoye na . Tai ami abaro bolchi darun laage tomader vlog . THANK YOU - DEBANJAN BANERJEE FROM SODEPUR❤😊
দেওরিয়া তাল থেকে চোপতা ট্রেক করে যেতে পারতে অসাধারন একটা ট্রেক রুট খুব মিস করলে দাদা। রডোডেন্ড্রনের জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা আর রোহিনি বুগিয়ালে পৌছলে জাস্ট অসাধারন লাগে। 90% মানুষ যায় না তাই এখনো জায়গাটা ভালো আছে। পারলে পরের ট্রিপটায় ওটা করো।
ট্রেকিং এর প্রাথমিক কিছু নিয়ম আছে..সেগুলো মেনে চললে, শারীরিক কোনো প্রতিবন্ধকতা না থাকলে পাহাড়ে ট্রেক করতে খুব ১টা কষ্ট হয় না....(১) ছোটো ছোটো স্টেপে হাঁটতে হয় (২) হাঁটার সময় কথা না বললে খুব ভালো (৩) হাঁটতে হাঁটতে না বসা ভালো, বিশ্রাম নেওয়ার জন্য দাঁড়িয়ে প্রকৃতিকে উপভোগ করবো, ছবি তুলবো (৪) দৌড়ো দৌড়ি ১দম নয় (৫) পেট ভর্তি খেয়ে হাঁটা নয়, হাঁটতে হাঁটতে মাঝে মাঝে কাজু কিশমিশ খেজুর চকলেট খাওয়া যেতে পারে এবং মাঝে মাঝে গলা ভেজানোর জন্য ১ঢোগ করে জল পান করা আবশ্যিক...এটা আমি আমার কলিগ ভাইয়ের কাছ থেকে জেনেছি এবং নিজে উপকৃত হয়েছি..তাই সকলের সাথে শেয়ার করলাম..ভালো থাকবেন 🙏
পৃথ্বীজিৎ দাদা হল এই সমস্ত ভিডিওর লবণ | আপনি শিবাজী দা যেভাবেই ভিডিও তৈরি করুন যেমনটি রান্না করলে লবণ মিস হয়ে গেলে তরকারির স্বাদটা একদম থাকে না। ঠিক পৃথ্বীজিৎ দাদা এই লবনের কাজটা করে ভিডিওতে।আমরা চাই বিশ্বব্যাপী এই জুটি সবার নজরে আসুক | "#ExplorerShibaji See the world through the eyes of two#"
বাবা তোমাদেরে বলার কিছু নেই, শুধু ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমরা ভালো থাকো দীর্ঘ জীবিত হোও
সাধ থাকলেও সাধ্য নেই তাই আপনাদের চোখ দিয়েই দেখি , খুব ভালো লাগলো দেউড়িয়া তাল ভ্রমন পর্ব , শান্ত নিরিবিলি পরিবেশে এই ভ্রমন অসাধারণ , ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ , পরের পর্বের অপেক্ষায় রইলাম , জয় শিব শম্ভু ।
Just breathtaking!
দেওরিয়া তাল ট্রেক একটি অসাধারণ ট্রেক যা শুরু হয় সারি গ্রাম থেকে, যা উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার অবস্থিত। এটি শুরুতে ট্রেকারদের জন্য অত্যন্ত সুখবর। দেওরিয়া তালের অবিশাল দৃশ্য আপনাকে আশ্চর্য করবে। এটি গাঢ় বনযুক্ত, হরিত পরিবেশে অবস্থিত এবং পর্বতের পর্বতের সাথে মোহক দৃশ্যের সাথে সম্পৃক্ত।
প্রকৃতির অপরুপ সৌন্দর্য সেই সাথে মনোরম পরিবেশ আপনাদের সঙ্গে দারুণ উপভোগ করলাম। আমরা দুজনে সব সময় আপনার ভিডিও গুলো দেখে আনন্দ পাই।এক অনবদ্য ভূমিকার অধিকারী আপনারা পরিবেশ সুরক্ষিত রাখার জন্য অনেক ধন্যবাদ জানিয়ে পরের পর্ব দেখার অপেক্ষায় থাকলাম। 😊😊
Darun laglo amio khub enjoy korlam
প্রকৃতি, ধর্ম, সংস্কৃতি, মানবজীবন যেখানে মিশে একাকার হয়, তার নাম ভারতবর্ষ।
কি অপূর্ব দৃশ্য! মন কেমন করার মতো! আহা! ঈশ্বর বলে কিছু আছে কিনা জানি না , তবে এই সৌন্দর্য ই ঈশ্বর!
আপনার ভিডিও দেখে এই তাল এর সাথে জড়িয়ে থাকা অনেক স্মৃতি মনে পড়ে গেল । গত শতাব্দীর শেষদিকে যখন প্রথমবার দেওরিয়াতাল গিয়েছিলাম তখন প্রথম দর্শনেই সাধ জেগেছিল লক্ষীপূর্ণিমার রাতে এখানে একবার থাকতেই হবে। সেই ইচ্ছা পূরণ হতে পনের বছর সময় লেগেছিল। সে যে কি এক অনন্য অভিজ্ঞতা তা ভাষায় প্রকাশ করা যায় না। সারারাত এক মুহূর্তের জন্যও ঘুমাতে পারিনি, শুধু দেখে গেছি।
অনেক ধন্যবাদ 🙏
সেলুকাস বলেছিলেন,,,,,কি বিচিত্র এই দেশ,,,,,, সত্যিই ভারতবর্ষের এতো বৈচিত্র,যে আজীবন দেখে ও শেষ করা যাই না, যাবে ও না কোন দিন। আজকের ব্লগ এ প্রকৃতির সৌন্দর্যের তুলনা হয় না। খুব ভালো লাগলো দেখতে। ভালো থাকবেন।
অদ্ভুত একটা অনুভূতি হলো। একদম যাকে বলে
Pristine Beauty। তোমার narration, ক্যামেরা ওয়ার্ক অতি প্রশংশনীয়। কত সাচ্ছন্দে বলে চলো!মনে হচ্ছিলো আমিও চলছি তোমাদের সঙ্গে। দারুন লাগলো। থসঙ্কস। ♥️
অনেক অজানা কে জানছি আপনাদের ভিডিও দেখে।। আপনাদের কে অনেক ধন্যবাদ।।।
জায়গাটা সত্যিই অপূর্ব। মনে হচ্ছে জগতের যত শান্তি এখানে বিরাজ করছে।
দেওরিয়া তাল মন কে মুগ্ধ করলো।পাপ পূন্যে আমি বিশ্বাস করি না। আমি মন কে বিশ্বাস করি।পাপ পূন্যের বিচারের ভার উপর ওয়ালার উপর।একটা কথা মন থেকে বিশ্বাস করি জীবে পেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর।কথা মানার চেষ্টা করি কিছু করার চেষ্টা করি।পরের ভিডিও র অপেক্ষা য় থাকলাম ধন্যবাদ ।
দাদা ২০১৮ সালে এই tour টা আমি করেছিলুম। Same experience,same reaction দেখতে পাচ্ছি ২০২৪ এও। দাদা দুটো অনুরোধ এই জায়গায় সবাই দেখুক আপনার ভিডিওতে কিন্তু সকলকে যেতে বলবেন না। এ পথ সাধারণএর নয়। দেবতারা কোথাও অন্তত শান্তিতে থাকুক। দুই ট্রেক করার আগে আলুর পরোটা breakfast হিসাবে bad selection। Amar ব্যক্তিগত experience হাঁটা যায় না। Same অস্বস্তি আজ সারা ভিডিয়েও দেখলাম। বললাম বলে কিছু মাইন্ড করবেন না।
One of the best from Explorer SHIBAJI. খুব সাধারণ ট্রেক but অসাধারণ মনে র আরাম❤❤
বিগত এক বছরের মধ্যে আফ্রিকার জঙ্গল সাফারি, শ্রীলঙ্কার গ্রাম আর দেওরিয়া তাল। 👌👌👌❤❤❤
আর সব সময় যেটা বলি, ' অনেক ভালোবাসা দুজনের জন্য।
Special thanks for environment care.
Thank you.. Apnara 2 Jon banglar gorbo... 🙏💕
😊🙏
খুব সুন্দর একটা জায়গা। খুব ভালো লাগলো ভিডিও টা।❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
প্রকৃতি নিজেকে এতো টাই সুন্দর বানিয়েছিল, ধ্বংস আমরা করেছি
অসাধারণ একটা জায়গা দেখলাম তোমরা দুজনে ভাল থেকো
Ashadharan,apurbo laaglo dada..ami prothombar chopta,tungonath, sari village r deoriatal jai 1992 te,ki j apurbo sei experience jeta bhashaye prokash kora ashombhob,Mangal Singh er choti te chilam chopta te,tokhon koyekti choti chara r kichu chilo na sekhane,amader trekking er majhe ei 2-4joner naam na bollei noy,etoh aantarik chilen ei Mangal Singh jaar naam aapni paaben umaproshad mukhopadhyay er boi te,Amader ei bridhho manush ti j kotoh jotno kore rekhechilen seta aj o bhoolini,anek smreeti joriye ache ei jatrapath ti te,chopta theke sari village e trek korte hoyechilo amader, chakka bondh thakaye,poreo gechi ekhane aboshyo kintu prothombarer experience tulonaheen..aapnara khub bhalo thakben dada...amader sathe darun darun travel experience share korun,amra somridhho hoi..
দারুন, বিশেষ করে তোমাদের কথা গুলো দারুন শিক্ষণীয়, সাবাস পৃথ্বী
অসাধারণ একটা জায়গা দেখলাম শিবাজীদা পৃথ্বীদা ভীষণ ভালো লাগলো ভিডিও টা অপেক্ষায় রইলাম পরের ভিডিও র জন্য 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
দারুন।দারুন।চলার।পথে।তোমাদের।কথোপকথন।অনেক।কিছুই।শেখার।অপূব্
দাদা আমি 2010 সালে এখানে গেছিলাম ।এখন বিশাল পরিবর্তন ওই যে শিব মন্দির টা চেনাই যাছে না ওটাতে আমরা পূজো দিয়েছিলাম জঙ্গলে ফুটে থাকা ফুল দিয়ে।মন্দির এর পাশেই দেখলাম tent. আর রাস্তার মধ্যেই দেখলাম অনেক দোকান তখন এই সব ছিল না।চারপাশ ছিল আরও নির্জন। তবে টিকিট ঘর টা ওই রকমই আছে।যাই হোক খুব ভাল লাগল। আপনারা ভাল থাকুন ।BTF এ আপনাদের সাথে দেখা করেছিলাম।
দারুন ভিডিও পৃথ্বী দা ঠিক বলেছে কথাগুলো ❤️❤️❤️
অসাধারণ লাগলো। মনমুগ্ধকর। তোমাদের চোখ দিয়ে এই অপরূপ দর্শন হৃদয় রঞ্জিত। ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
স্নিগ্ধ, মনোমুগ্ধকর দেওরিয়া তাল, ট্রেকটা দারুন লাগলো।
Like this in our state in Kalimpong district we have mulkharka lake , where reflection of Kanchenjunga can be seen . It's a paradise,if possible do visit .
দারুন লাগলো আজকের দেওরিয়া তাল ট্রেক অসাধারণ প্রাকৃতিক পরিবেশ মনমুগ্ধ করেছে ❤❤
অসম্ভব সুন্দর। আত্মার শান্তিই ধর্ম ❤
You two are awesome , seeing the world through your eyes , thanks a lot 🙌🏻
asadharon sabuje dhaka paharsreni, apurbo deoria tal jaoar pother shyamolima, anabayo deoria taler soundarjyo, trinobhumir galichay matha rekhe sabuje ghera hrad o nil kasher kole baraphabrito sringer rup dekhte dekhte mon hariye jabe
Prithvi da , you absolutely right about enviornment.
😊❤🙏
Apnara j experience gulo share korchen, eta 1 ta BIRAT BIRAT PAONA.
THANK U BOTH.
খুব সুন্দর লাগলো ,অপূর্ব সুন্দর জায়গাটি আপনাদের জন্য দেখতে পেলাম ।মন ভরে গেল। ধন্যবাদ।
Deoria Taal, beautiful and serene lake. Indeed very peaceful environment. Loved the temple.
🙏
মন পাগল করা এত সুন্দর নৈসর্গিক দৃশ্য৷ জানিনা কোন দিন যেতে পারব কিনা জানিনা কিন্তু আপনারা আমার মত অনেকের সুপতো বাসনা এই ভাবে পূরণ করার জন্য অনেক ধন্যবাদ ।
পৃথিজিৎ দা খুব সুন্দর কথা বলেন এবং বাস্তব টাকে তুলে ধরেন।
😊❤
খুব সুন্দর জায়গা, খুব ভালো লাগলো, আর পৃথ্বী ভাই ঠিক বলেছেন,পাপ পূণ্য বলে কোনো কিছু হয় না 😀❤
সিবাজি বাবু অনেক অনেক ধন্যবাদ এইভাবে বিভিন্ন স্থানে দর্শন করানোর জন্য খুব ভালো লাগে আরতো যাওয়া সম্ভব নয় এই বয়সে ধন্যবাদ জয়গুরু জানাই ❤🎉❤🎉❤🎉
অসাধারণ ভিডিও দেখে মনটা জুড়িয়ে গেলো , ভালো থাকবেন সবসময়
আপনাদের জন্য খুব সুন্দর জায়গা গুলো দেখতে পারছি। বাড়িতে বসে ।কোচবিহার থেকে বলছি।
অপূর্ব লাগছে ।খুব সুন্দর। শান্তির জায়গা।
Apnader video gulor ami ekjon silent viewer, aj prothom comments section e esechi, just asadharan & full of
information . Apnara egiye cholun amra sathe achi always.
Khub valo thakben 🙏
😊❤🙏
আরো কিছু সাবস্ক্রাইব করা ভ্লগ আছে যা আমি দেখি কিন্তু টুইন পর্ব মানে শিবাজী ও পৃথ্বীজিত এটা দারুণ অনুভূতি।
অসাধারণ ভাই, আপনাকে ধন্যবাদ, মোঃজাকিরুল সরকার ঢাকা সাভার, বাংলাদেশ থেকে, 🇧🇩🇧🇩👍
খুব ভালো লাগলো ।আপনারা ভালো থাকবেন ।আপনাদের ভিডিও খুব ভালো লাগে ।
Deoriya Tal khub bhalo laglo. Ki apurbo landscape. Shanto sundor somahito.Khub bhalo thakben.
মন ভালো করা একটা blog দেখলাম❤।শান্ত পরিবেশ এ সময় কাটালে মন ভালো হয়ে যায় এটা শুনেছিলাম আজ উপলব্ধি করলাম।
Kedarnath darshan kore aslam apnader video dekhechilam treking e anek help hoyeche..Amra khub sundar vabe darshan korechi babar sara raastay kono osubidha hoyni gari chara sob spot booking korechilam...KEDARNATH e tent e chilam...amar mone hoy tent tai okhane thaka darkar...luxury korbar jayga j ota noy....
Deoria Tal ebong Tunganath next bar korbo...ei video abaro help korbe amader
দুর্দান্ত ট্রেক, সত্যিই কি শান্তি পূর্ন জায়গা, খুব ভালো লাগলো 😊
পরিবেশ কে সুন্দর রাখার শিক্ষা ইস্কুলের থেকে আসে, আমি গর্ব করে বলছি আমার মেয়ে সেই ছোট্ট বেলার থেকে রাস্তায় যা খেত চিপস্ চকলেট সব পেকেট ব্যাগে করে নিয়ে আসতো বাড়িতে ডাস্টবিনে ফেলবে বলে, এখন বড় হয়েছে যতক্ষণ ডাস্টবিন না পাবে নিয়ে ঘুরবে, বন্ধুরা হাসে ওর কান্ড দেখে।
hasshar ki ache its being sensible
Darun Laglo videota, thanks. je pakhita continuously deke jachhilo seta Great Barbet, Basonto Bauri projatir pakhi. thanks again Sourav Mukherjee from Narendrapur.
মন মুগ্ধকর পরিবেশ নিলিবিলি 😊😊
কি সুন্দর সত্যিই কি সুন্দর জায়গা। এই জীবনে যাওয়া হবে কিনা জানি না কিন্তু আপনার লেন্সে দেখাটা আজীবন মনে থাকবে। ভালো থাকবেন আপনারা।
খুব সুন্দর এই দেওরিয়া লেক।
এক কথায় অনবদ্য।
আজকের এই ভ্রমণ ব্লগ অসাধারণ , অপূর্ব সুন্দর আর কিছু খুঁজে ই পাচ্ছি না এত এত সুন্দর, ভীষণ ভীষণ ভালো লাগলো। গ্রামের ছবি টি একেবারে ছবির মত।👌👌👌👌👌👌।
ইউটিউবে ভিডিও দিলে ভালো হয় আমার কাছে ফেসবুক পেজ বা অন্য কোন উপায় নেই যে দেখতে পারব।
অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। শুভ রাত্রি।
ভগবা
এই জায়গাটা কোথায় আমি জানতাম না । জায়গাটা খুব সুন্দর ও দুর্গম ঠাকুর তোমাদের দুজনকেই এগিয়ে যাওয়ার শক্তি দিক ভালো থেকো এই কামনা করি ❤❤❤❤❤
অসাধারণ সুন্দর জায়গা টা । আপনার ভিডিও রেকর্ড গুলো এক দম জীবন্ত
Onek din por abar sei purono Prithwijit aar Shibaji ke dekhlam . Ki je bhalo laglo . Khub sundor hoyeche ei vdo ta . Mon chhuye gyalo . Ami nam dhore daklam ..apnara pray amader shomoboyoshi .. hoyto du ek bochor chhoto . Ami aar amar husband dujonei 50 s e . Amader o passion berano . Sei jonye sei covid er shomoy theke apnar bhokto . 😄 apnara aaro beran aaro nana jaygay jan.. amader vdo dekhan . Amra.Saltlake e thaki . Husband Highcourt e achhen . Edike ele oboshyoi ektu janaben . Amontron roilo .🙏🏽
Totally awesome. Can't believe that such a peaceful place still exists in this chaotic world.
খুব ভালো লাগলো. Thank you, এই জায়গাটা দেখানোর জন্য.
During তাল trek খুব ভালো লাগলো, প্রাকৃতিক সৌন্দর্য এবং যে নির্জন পরিবেশ এর কথা উল্লেখ করেছেন তা উপভোগ করে আনন্দিত হলাম।
Khub sundor lake ta. Thank you dada eta dekhanor jonno❤❤❤❤
দারুন।। দারুন।।। এখানে এখনো প্রকৃতি অক্ষুন্ন আছে।।। বেশ ভালো লাগলো। যাওয়ার ইচ্ছা রইল।
জায়গাটি সত্যিই খুব সুন্দর। ট্রেকিং এর পর্ব টা বেশ লাগল।
আমি দেওরিয়াতাল আর তুঙ্গ নাথ গিয়েছিলাম 2006 সালে। সেই মুগ্ধতা আজও মন ভরিয়ে রেখেছে। আপনাদের সঙ্গে আবার এতো বছর পরে সেই সব জায়গায় ঘুরে বেড়াচ্ছি, এ এক অনন্য অনুভূতি! আরো ভালো লাগছে এই জন্যে, যে বাস্তবে আমি আপাততঃ শয্যাশায়ী, ফিমার বোন ফ্র্যাকচারের সার্জারির পরে! আমার মন ভালো হয়ে যাচ্ছে!
I pray to God your speedy recovery.
@@debupalda3688 অজস্র ধন্যবাদ🙏
আপনার জন্যে অনেক শুভকামনা আমাদের তরফ থেকে,খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন❤️🙏
@@PrithwijitOMonerManus অনেক ধন্যবাদ আপনাদের ! আমি অভিভূত! 🙏
Valo laglo deoriataal onek suvo kamona janai
সত্যি, অপেক্ষায় ছিলাম ❤
PRITHIIJIT BABU R PROTI TA KOTHA , SETA HALKA E HOK BA SERIOUS, SHUNTE KHUB BHALO LAGE.
😊❤
দুর্দান্ত সুন্দর একটি জায়গা খুব ভালো লাগলো. Amor nather video কবে pabo
মনমুগ্ধকর পরিবেশ। ❤ শুভ কামনা রইল। এগিয়ে যান। 🙏🙏🙏
নতুন নতুন জায়গার ছবি ও তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ।তোমাদের চোখ দিয়েই সব দেখবো
দারুন সুন্দর লেগেছে। পৃত্থিজীৎ দার সাথে একমত। ভালো থাকবেন। 💐💐
😊❤
সত্যি দারুণ, এত ভালো করে কেউ ভিডিও করেননি, ধন্যবাদ দাদা
Amra jokhon gechilam tokhon free chilo sob.. Aj theke prai 15 years age.. tungonath osadharon.. bhor bela sunrise specially
দাদা আমি আপনার সব ভিডিও দেখি।কিছু জায়গা নিজে গেছি।তবে আপনার চোখে নিজের দেশ কে এইভাবে দেখে খুব আনন্দ পাই।আমি কোন্নগরে থাকি।চপের দোকানের পাশে ই আমার বাড়ি।আমি প্রায়ই সোদপুরে যাই।আপনি এবারে ফিরে এসে সময় করে আমাকে জানাবেন আমি চপ নিয়ে যাবো।
খুব সুন্দর লাগল ,অপূর্ব সুন্দর জায়গাটি আপনাদের জন্য দেখতে পেলাম ধন্যবাদ, মন ভরে গেল ,আর আপনাদের প্রাকৃতিক পরিবেশ সুন্দর রাখার প্রচেষ্টার এবং সচেতন করা জারি রাখুন যদি কিছু মানুষ শেখে। ভাল থাকবেন
Khub sundar ekta jhakjhake vlog. Mone hoche sob chokher samne vase uthche...
পৃথিজিত দা অসাধারন উপমা তোমার।। তোমরা চিরো কাল এই ভাবে রঙিন হয়ে থাকো দাদা ।।🙏🙏🌹🌹🌹💕💕🎈🎈
Apurbooo sundor ei deoriatal..... Khub bhalo lagloo❤❤
আমি 2014 -এ নৈনিতাল হয়ে গিয়েছিলাম জাগেস্বর নামের একটি স্থানে। সেখানেও শিবের মন্দির ছিলো। শীতকালে উত্তরাখণ্ডের এই স্থান গুল কার্যত বরফে ঢাকা থাকে। সেখানেও দেখেছিলাম এই কেদারনাথের আদলে বানানো মন্দিরের শিল্পশৈলী। অসাধারণ একটি জায়গা। মন্দিরের মুল পুরোহিতের বাড়ি চা খেয়ে অনেকগুলি কমলা লেবুর মত দেখতে খাট্টা নামক ফল নিয়ে এসেছিলাম সেবার। আজ আপনাদের ট্রেক দেখে মনে পড়ে গেল সেই স্মৃতি। আমাদের দেশ এতো সুন্দর, কিন্তু দুঃখের ব্যাপার হল আমরা সেই সৌন্দর্য্যকে বজায় রাখতে অসমর্থ। কেন মানুষ বোঝে না চারিপাশ পরিস্কার থাকলে প্রকৃতি আরো সুন্দর হয়ে উঠবে।
প্রকৃতির ধ্বংসের কারণগুলো সোচ্চারে বলো , আর বলাও। একদিনে না হলেও একদিন হবেই ।কিছু লোকের বা সরকারের জলে ডোবার পরে কানে জল ঢোকে জানি । ভালো থেকো । একটা দুটো গান কি শোনানো যায়না পিথ্বিজিৎ ?
Osadharon ekta chotto trekking. Mon vore gelo amader Idol dui dadar sathe manoshbhromon korlam . Osadharon ki disclaimer , kichu barta prokritir jonno. Osadharon thank you Shibhaji da o Prithhi da.🙏🙏🙏🙏
আবার একটা অসাধারণ ভিডিও দেখলাম 👌 দারুন লাগলো 👍❤️
Apnara ghurchen mone hocche ami ghurchi darun lagche
Apurba o pabitra place eai Deoriatal. Aponader vdo maddhame dekhe khub anada osiharita holam. Brilodar Bhim er tairy eai paharer mathai abasthita Tal khubanugdhakar. Onek punya karle ekhane pouchano jai. Khub bhalo laglo. Bhalo thakben. ❤❤❤❤❤
খুব ভালো লাগলো ভিডিও. আলাদা করে কি বলবো আপনাদের সব কটা ব্লগ ই মন ভরিয়ে দেয়. আপনার ব্লগ দেখা একটা নেশা হয়ে গেছে. আমিও ভীষণ বেড়াতে ভালোবাসি. তাই আপনার সব কটা ব্লগ দেখি. আর পাহাড় তো ভীষণ টানে. এই রকম ই থাকুন.
আজকের আপনাদের দেওয়ায় তাল Braman কাহিনী দেখলাম । ভাই আপনারা সত্যিই ভাগ্য বান , তাই প্রকৃতির এত রুপ আপনারা উপভোগ করছেন । প্রকৃতি Raksha করার সচেতনতা prasansaniya . Thanks .
আমি আপনাদের চোখ ও ভিডিও উপহার দেয়ার মাধ্যমে বাড়ীতে বসে পৃথিবীর সৌন্দর্য উপভোগ উপভোগ করছি । Thank you so much for this video .
Sorry ওটা দেউড়িয়া তাল হবে ।
Enjoy করলাম আপনাদের video
Khub sundor laglo❤❤❤ dada Ladakh tour gide niye live karoon thankyou 🎉
দারুন সুন্দর জায়গা... খুব ভালো লাগলো ভিডিও টা👍
Ami anek vloger dekhechi kintu tomader moto eto clearly information deya taa aaj porjontoh kono Travel vloger korte pereche or paarbe bole mone hoye na . Tai ami abaro bolchi darun laage tomader vlog . THANK YOU - DEBANJAN BANERJEE FROM SODEPUR❤😊
Osadharon laglo dada mughdho hoe gelm...
Sometimes its the journey that teaches you a lot about your destination ❤❤❤❤❤❤
দেওরিয়া তাল থেকে চোপতা ট্রেক করে যেতে পারতে অসাধারন একটা ট্রেক রুট খুব মিস করলে দাদা। রডোডেন্ড্রনের জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা আর রোহিনি বুগিয়ালে পৌছলে জাস্ট অসাধারন লাগে। 90% মানুষ যায় না তাই এখনো জায়গাটা ভালো আছে। পারলে পরের ট্রিপটায় ওটা করো।
ট্রেকিং এর প্রাথমিক কিছু নিয়ম আছে..সেগুলো মেনে চললে, শারীরিক কোনো প্রতিবন্ধকতা না থাকলে পাহাড়ে ট্রেক করতে খুব ১টা কষ্ট হয় না....(১) ছোটো ছোটো স্টেপে হাঁটতে হয় (২) হাঁটার সময় কথা না বললে খুব ভালো (৩) হাঁটতে হাঁটতে না বসা ভালো, বিশ্রাম নেওয়ার জন্য দাঁড়িয়ে প্রকৃতিকে উপভোগ করবো, ছবি তুলবো (৪) দৌড়ো দৌড়ি ১দম নয় (৫) পেট ভর্তি খেয়ে হাঁটা নয়, হাঁটতে হাঁটতে মাঝে মাঝে কাজু কিশমিশ খেজুর চকলেট খাওয়া যেতে পারে এবং মাঝে মাঝে গলা ভেজানোর জন্য ১ঢোগ করে জল পান করা আবশ্যিক...এটা আমি আমার কলিগ ভাইয়ের কাছ থেকে জেনেছি এবং নিজে উপকৃত হয়েছি..তাই সকলের সাথে শেয়ার করলাম..ভালো থাকবেন 🙏
Khub sundor laglo ami vabchilam je dharmoraj hajir hoye geche thik takhoni Sibaji da bollen sotti darun laglo 😊👍🙏
Aha! Ki darun jaega dekhalen. Pran bhore dekhlam . ashadharon
মন ভরে গেল দেওরিয়া তালের সৌন্দর্যে..অনেক ধন্যবাদ আপনাদের ❤❤❤❤
সুন্দরতম তোমাদের সাথে বাংলাদেশ থেকে মঙ্গল প্রার্থনা করি
Ottonto sundor..❤
পৃথ্বীজিৎ দাদা হল এই সমস্ত ভিডিওর লবণ | আপনি শিবাজী দা যেভাবেই ভিডিও তৈরি করুন যেমনটি রান্না করলে লবণ মিস হয়ে গেলে তরকারির স্বাদটা একদম থাকে না। ঠিক পৃথ্বীজিৎ দাদা এই লবনের কাজটা করে ভিডিওতে।আমরা চাই বিশ্বব্যাপী এই জুটি সবার নজরে আসুক | "#ExplorerShibaji See the world through the eyes of two#"
খুব আনন্দ দিলেন। এত সুন্দর শান্তির জায়গা এই দেওরিয়া তাল। সত্যি এই সব জায়গায় গেলে মন recharged হয়ে যায়।❤ পরের ভিডিও র অপেক্ষায় রইলাম।