রুদ্রপ্রয়াগে লু বইছে | Rishikesh থেকে অপূর্ব সুন্দর ছোট্ট Sarigram | Explorer Shibaji Journey

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 июн 2024
  • #garwal #rishikesh #rudraprayag
    পরিবেশের হাল যে কি পরিমানে খারাপ তা আমরা প্রতক্ষ্য প্রমান পেয়েও এড়িয়ে যাচ্ছি| এর মূল্য কিন্তু চোকাতে হবে আমাদের পরবর্তী প্রজন্মকে| ঋষিকেশ থেকে রুন্দ্রপ্রয়াগ বইছে সাংঘাতিক লু, যা কল্পনাতীত|
    ঋষিকেশ ( Rishikesh ) থেকে সকালে বেরিয়ে আমরা পৌঁছেছিলাম উখীমঠের কাছেই সারিগ্রামে ( Sarigram ), আর সেই অভিজ্ঞতা নিয়েই এই ভিডিও|
    ------------------------------------------------------------------------------------------------------------------
    Join this channel to get access to perks:
    / @explorershibaji
    -------------------------------------------------------------------------------------------------------------------
    For any query: shibaji.explorer@gmail.com
    ------------------------------------------------------------------------------------------------------------------
    Instagram: bit.ly/explorer_shibaji (Preferable)
    Facebook: bit.ly/explorershibajiFB
    Facebook group: bit.ly/bhromon_helpline
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Music from Epidemic Sound, get one month free using the following referral link:
    www.epidemicsound.com/referra...
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Popular Playlists of Explorer Shibaji:
    👉 Explorer Shibaji Train 🚅 Journeys: • Explorer Shibaji Train...
    👉 Explorer Shibaji Vaishno Devi & Kashmir: • Explorer Shibaji in Ja...
    👉 Explorer Shibaji Kedarnath: • Explorer Shibaji Kedar...
    👉 Explorer Shibaji Thailand: • Explorer Shibaji in Th...
    👉 Explorer Shibaji Bangladesh 2022 : • Explorer Shibaji Bangl...
    👉 Explorer Shibaji Bangladesh Sundarbans 2023: • Bangladesh Sundarbans ...
    👉 Explorer Shibaji Nepal 2023: • Explorer Shibaji Nepal...
    👉 Explorer Shibaji Meghalaya: • Explorer Shibaji Megha...
    👉 Explorer Shibaji Purulia: • Purulia Ajodhya Pahar ...
    👉 Explorer Shibaji Garpanchakot: • Garhpanchakot Aug 2020...
    👉 Explorer Shibaji Caravan Tour: • Purulia By Caravan
    👉 Explorer Shibaji Uttarakhand 2021: • Uttarakhand July 2021
    👉 Explorer Shibaji Kumaon 2021: • Kumaon 2021
    👉 Explorer Shibaji Maharastra 2022: • Explorer Shibaji Mahar...
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Products that I use, following are Amazon affiliate links, when you purchase a product using the following link I get small commission from your purchase, although that does not cost you extra.
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    My Vlogging camera:
    I use two GoPro cameras, GoPro Hero 9 and Hero 10:
    GoPro Hero 10 : amzn.to/3UjSFft
    GoPro Hero 9: amzn.to/3KD7BlP
    For live sound recording, I use Rode Wireless Go II, although bit costly,
    but this is the best without doubt:
    Here is the link: amzn.to/3nKWIoW
    Mic that I use for voice over: amzn.to/411NkeN
    Micro SD Card for my camera: amzn.to/3nQH7nD
    I have an alternative mic as well and that is Rode Videomicro: amzn.to/3Ujo0Py
    GoPro Battery: amzn.to/3Kb5GmR
    GoPro Charger: amzn.to/414fk1C
    2TB External Hard Disk that I Use: amzn.to/3Ms0Cgy
    My Macbook: amzn.to/43cPyu2

Комментарии • 533

  • @sanjaykumardatta3767
    @sanjaykumardatta3767 3 дня назад +84

    সুব্রতর কথা শুনে অভিভূত হয়ে গেলাম । বাঙালি মন থেকে চাইলে কি না করতে পারে। তোমাকে অনেক অনেক শুভেচ্ছা সুব্রত 🙏

  • @saswatibanerjee2660
    @saswatibanerjee2660 2 дня назад +9

    সুব্রত র কথা শুনে সত্যিই ভীষন ভালো লাগল।সমতলে আমরা যেমন ইঁট কাঠ পাথরের জঙ্গল বানাচ্ছি আর গরম বাড়াচ্ছি পাহাড় এও তেমনি ইঁটের জঙ্গল তৈরী হচ্ছে। তাই গরম বাড়বে এটা তো অবধারিত। প্রকৃতি কে পরিস্কার রাখার দায়িত্ব নিতে চাওয়া মানুষের সংখ্যা খুবই কম।।

  • @nibeditachakraborty357
    @nibeditachakraborty357 2 дня назад +22

    আমি অভিভূত হয়ে গেছি। তোমাদের সাথে ঘুরে বেড়াচ্ছি।মনি মুক্তা কুড়োচ্ছি। সুব্রতকে অনেক অভিনন্দন। শুভ কামনা রইল।

  • @p.garden494
    @p.garden494 2 дня назад +6

    হে শিবাজী দা সুব্রত,পরীমল দা এরা আমাদের কাছে স্বপ্ন। এই পরীমল কাঞ্জী লাদাখে গেছে।আর সুব্রত যাচ্ছে লাদাখে পরিবেশ প্রেমীর সাথে দেখা করতে। সত্যি এদের জন্য আমার তরফ থেকে একটা সেলুট।

  • @parthasarathimukherjee7551
    @parthasarathimukherjee7551 2 дня назад +4

    সুব্রত মন্ডলকে দেখে বাঙালি হিসেবে গর্বে বুক ভরে যাচ্ছে, খুব ভালো লাগলো।

  • @keyaguhathakurta3770
    @keyaguhathakurta3770 2 дня назад +5

    সত্যি আজকে এতো সুন্দর লাগলো সুব্রত পরিবেশ রক্ষার এতো চেষ্টা আর পৃথ্বি জিৎ বাবু বোতোল রাস্তা থেকে তুলে ফেললেন | এই টা সবাইকার মাথায় রাখা উচিৎ | এই পৃথিবী আমাদের | জায়গা খুব সুন্দর | আপনাদের সঙ্গে আমরাও ঘুড়ি | ♥️♥️

  • @mousumibhattacharjee989
    @mousumibhattacharjee989 2 дня назад +23

    চোখের কোনটা নিজের অজান্তেই ভিজে উঠলো দাদা..... আপনাদের মাধ্যমে কতো মানুষের পরিচয় আমরা পাই.... খুব ভালো থাকুন🙏🙏

  • @modhumitaghosh3945
    @modhumitaghosh3945 2 дня назад +49

    পৃথী বাবুর মনটা সত্যিই একদম শিশুর মতো সরল।মনটা খুব উদার,এটা অনেক ভিডিও তেই দেখেছি।এটা এখন কার দিন সহচারাচর দেখা যায় না। খুব ভালো লাগে।

  • @Avijanershongi
    @Avijanershongi 2 дня назад +11

    সুব্রত সেই সকল মানুষের কাছে এক চরম উদাহরণ যারা কিনা জীবনে চলার পথে অতীব সামান্য বাধা আসলে পিছিয়ে আসে, হবে না বলে থেমে যায়, কেনো না আমরা কিছু সংখ্যক মানুষ নিজেদের 'COMFORT ZONE' থেকেই বেরোতে পারি না ।। সুব্রতর এই উদ্যোগ ও সাহসকে জানাই শতকোটি কুর্নিশ 🙏🏻🙏🏻

  • @jhumadeb7569
    @jhumadeb7569 2 дня назад +4

    ভালো লাগলো আজকের ভিডিও 👍
    সুব্রত মন্ডলের সাথে আলাপ হয়ে ভাবছি কত অচেনা মানুষ আছে পৃথিবীতে অনুপ্রানীত হওয়ার জন্য♥️👍

  • @triptighosh5470
    @triptighosh5470 2 дня назад +17

    সুব্রত মন্ডল এর শিক্ষা আর গাড়ি থেকে বোতল অথবা যে কোন ভাবেই পরিবেশ কে নষ্ট করার শিক্ষা এক নয়।আর আপনার কথা অনুযায়ী ঐ নেতা ও বনিক দের আগে ডাস্টবিনে নিক্ষেপ করা যায় তবে ই পৃথিবীর ভবিষ্যৎ ভালো হবে। আপনার ব্লগ নিয়ে নতুন করে বলার কিছু ই নেই খুব সুন্দর। ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।🙏

  • @sukhendugoswami1938
    @sukhendugoswami1938 2 дня назад +6

    সুব্রত পরিবেশ রক্ষার স্বার্থে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যাচ্ছে, ওকে অনেক অভিনন্দন জানিয়ে রাখি। আমাদের আপনাদের ছোটবেলা ছিল অন্যরকম । উপকরণ, আড়ম্বর কিছুই ছিল না। এতো নোংরা পরিবেশে ছিল না। এখন মানুষের উৎপাদন এতো বেড়েছে, মানুষ আর মনুষ্যত্বের আহবানে সাড়া না দিয়ে না মানুষ পর্যায়ে নেমে গেছে। এনাদের কাছে পরিবেশ শব্দটি দুর্বোধ্য, কাজেই প্রকৃতির রোষানলে জীবন অতিষ্ট। আশা, ভালো মানুষ কিছু এখনও আছেন, তাঁদের ভালো কাজে পৃথিবীর পরিবেশ একদিন ঠিক সুন্দর হবে। আপনাদের ভিডিও দেখে পুরনো স্মৃতিগুলো ফিরে আসছে, অনেক ধন্যবাদ।

  • @madhabidas5100
    @madhabidas5100 2 дня назад +22

    আহা সুব্রত কে নিয়ে কত সুন্দর বর্ণনা করলেন ,ভালো লাগলো সুব্রতকে।❤ সত্যিই এরা মনি মুক্ত। আপনাদের ভিডিওর মাধ্যমে সুব্রত কে জানাই স্যালুট।

  • @banighosh9288
    @banighosh9288 2 дня назад +7

    সুব্রত মন্ডল , তোমাকে কুর্নিশ। তুমি সত্যিই আমাদের গর্ব। ধন্যবাদ তোমাদের সুব্রতর মতো মানুষ কে তোমাদের মাধ্যমে পেয়ে ধন্য হলাম। তবে আরোও ভালো লাগতো যদি সুব্রতর কে সাহায্য করার কোনো মাধ্যম থাকতো। তার পাশে সাধ্যমতো থেকে নিজেকে আরোও ধন্য মনে করতাম। । আবার ধন্যবাদ তোমাদের। ভালো থেকো। সুস্থ থেকো। ❤❤❤❤❤❤❤❤❤

  • @amitsadhukhan7828
    @amitsadhukhan7828 2 дня назад +4

    Subrata কে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানাই। এরাই প্রকৃত অর্থে আসল জেম আমাদের সমাজের।

  • @abdulselim7428
    @abdulselim7428 2 дня назад +4

    AC গাড়িতে বসে পরিবেশ সমন্ধে আলাপ টা ভালো লাগলো

  • @Amimeghmollar18
    @Amimeghmollar18 2 дня назад +12

    এখনো ভালো মানুষ পৃথিবীতে আছে। তাইতো পৃথিবীটা আজও সুন্দর। এই মানুষগুলোর হাত ধরেই আবার পৃথিবীটা নতুন ভাবে সেজে উঠুক এই কামনা করি।

  • @sunetra1000
    @sunetra1000 2 дня назад +4

    এমন মানবিক একটা পরিবেশন করলেন আপনারা মন ভরে গেল। সুব্রতবাবুর প্রয়াস যেভাবে তুলে ধরলেন তা অনবদ্য। পরিবেশ নিয়ে সচেতন না হলে আমাদের চরম ভোগান্তি শুরু হয়েছে, শেষের সেদিন সত্যি ভয়ঙ্কর।

  • @sanjaydhar3829
    @sanjaydhar3829 3 дня назад +16

    সুব্রত র জন্য অনেক শুভেচ্ছা। ইশ্বরের ইচ্ছা য় আপনাদের সাথে সুব্রত র দেখা হলো। নিশ্চয়ই ভালো কিছু র ইঙ্গিত। ❤❤😊আপনাদের জন্য অনেক শুভেচ্ছা। 🥰

  • @arundatta2423
    @arundatta2423 2 дня назад +4

    শিবাজীবাবু আজকের পর্ব খুবই ভাল লাগল, বিভিন্ন জায়গার প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই অসাধারণ। কিন্ত সুব্রত কে দেখে এবং ওর কথা শোনার পর থেকেই মনটা খুবই ভারাক্রান্ত হয়েগেল। জনসচেতনতার এই যে প্রয়াস এবং এই যে উদ্যোগ নিয়েছে এর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এখন রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত গান টাই বার বার গাইতে ইচ্ছা করছে--"যদি তোর ডাক শুনে কেউ না আসে
    তবে একলা চল রে"।

  • @SuparnaSarkar-gl5wm
    @SuparnaSarkar-gl5wm 2 дня назад +4

    সুব্রতর অবদান সত্যিই অনবদ্য খুব ভালো লাগলো, ঈশ্বরের কাছে প্রার্থনা করি ও যাতে আরো এগিয়ে যেতে পারে। পৃথ্বীজিৎ বাবুর প্রতিটি কথাই যথার্থ সত্যি। সত্যিই একথা ভেবে ভয় লাগে যে আমাদের সন্তানেরা এবং তার পরবর্তী প্রজন্মরা কিভাবে পৃথিবীতে বাঁচবে মনে করলে ভয়ে শিওরিত হয়ে যাই। জানিনা মানুষ কবে বুঝবে যে পৃথিবীটাকে একটু ভালো করে রাখা যায়। খুব ভালো লাগলো আপনাদের ভিডিওটা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় রইলাম।

  • @sarojbose6015
    @sarojbose6015 2 дня назад +3

    খুব ভালো লাগলো ব্লগ টা দাদা ভালো থাকবেন দুজনেই অপেক্ষায় রইলাম পরের ব্লগের ❤

  • @nanigopaldas8322
    @nanigopaldas8322 2 дня назад +2

    সুব্রতর সঙ্গে আপনাদের আন্তরিক আলাপচারিতা খুব ভালো লাগলো।
    একে বারে পরিবেশ বান্ধব ব্লগ।।

  • @gopalkundu9900
    @gopalkundu9900 2 дня назад +3

    ভিডিওটি যথারীতি সুন্দর ও উপভোগ্য। সুব্রতর মতো সহজ সরল মানুষের জন্য আজ ও পৃথিবী সুন্দর। ভোগ বিলাসি ও প্রচুর অর্থের মালিকদের জন্য পৃথিবী আজ নরকের দিকে এগিয়ে যাচ্ছে। অন্যান্য আরো কারণ ও আছে। পৃথ্বীজিৎ র বক্তব্য পরিস্কার ও বাস্তবসম্মত। আমরা এখন যন্ত্রবৎ হয়ে গিয়েছি। মনুষত্ব যেন ইতিহাস হয়ে যেতে চাইছে। ভালো লাগলো ভিডিওটি। ধন্যবাদ।

  • @patralikadeb5000
    @patralikadeb5000 2 дня назад +4

    পরিবেশ সচেতনতা নিয়ে সুব্রতর পদক্ষেপের কথা শুনে অভিভূত হয়ে গেলাম,এগিয়ে যাও,তোমাকে অনেক অভিনন্দন ও ভালবাসা❤❤

  • @dyutiganguy3756
    @dyutiganguy3756 2 дня назад +2

    Your saying "prakritir ei abokkhoyer jonno amra daiiii"" very justified & heart touching...... Subroto is a real super hero many many best wishes for him........❤❤❤

  • @jayasreedas952
    @jayasreedas952 2 дня назад +6

    সুব্রত মন্ডল এর মত পরিবেশ পেমী তরুনের সঙ্গে আপনারা যে ভাবে তার পাশে থাকার আবেদন জানালেন তাতে আমি সত্যি মানব সমাজ কে ভাবা উচিত পরিবেশ পকৃতি কে কি ভাবে বাঁচিয়ে রাখা যায় তবেই তো আমাদের পরবর্তী পজনম সুন্দর ভাবে রূপ রস গন্ধ উপভোগ করতে পারবে।মানুষ কি সচেতন হবে।সারি গাম যাওয়ার রাস্তা টা খুব সুন্দর লাগলো ।সুবত কে তার সুন্দর ভাবনার জন্য কুর্নিশ জানাই ।আর আপনাদের শুভেচছা জানাই আর সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য ।সুস্থ ও ভালো থাকবেন ধন্যবাদ ।

  • @prosantabanerjee4612
    @prosantabanerjee4612 День назад +1

    পরিবেশ রক্ষায় যে আবেদন সুব্রত মন্ডলের মতো মানুষেরা তাদের কাজের মধ্য দিয়ে করছেন তাকে সাধুবাদ জানাই। নির্বিচারে প্রকৃতি ধ্বংশ হলো সভ্যতার অভিশাপ। সুব্রত বাবুকে একটা ভালো সাইকেল কিনে দেবার উদ্যোগ Explorer Shibaji-র পক্ষ থেকে নেওয়া হলে পাশে থাকবো।

  • @golpogathaaudiostory23
    @golpogathaaudiostory23 2 дня назад +3

    অসাধারন, সুব্রত কে নিয়ে এত সুন্দর কথা জনগণের উদ্দেশ্যে বললেন শুনে চোখে জল এসে গেল দাদা, এই জন্যই তো আপনাদের এত শ্রদ্ধা করি, এতটাই ভালো লাগে Explorer shibaji channel , অনেক কিছু শেখার আছে আপনাদের কাছে। খুব ভালো থাকবেন দু'জনে❤❤❤

  • @Bong-at-heart
    @Bong-at-heart 2 дня назад +3

    স্যালুট সুব্রত কে, কি মহত উদ্দেশ্য আর গাড়ি থেকে যারা বোতল ফেলে চলে গেল তারা সমাজের কুলাঙ্গার , সবশেষে আপনাদের সমাজে কে সচেতন করা ----- স্যালুট , খুব ভালো লাগল ভিডিও , ভাল থাকবেন
    করা স্যালুট

  • @drrajibhomoeo
    @drrajibhomoeo 2 дня назад +3

    Exp. Shibaji এই(সুব্রত) কারনেই সবার থেকে আলাদা, আনন‍্য, অনবদ্য।🙏🙏

  • @sarmilabhunia1553
    @sarmilabhunia1553 2 дня назад +3

    সুব্রতর কথা জেনে অবাক হয়ে যেতে হয়। পরিবেশ রক্ষা করতে এগিয়ে আসতে হবে সবাই কে। পর্বটি ভালো লাগলো। পরের পর্বে অপেক্ষা য় আছি

  • @swapanbanerjee6421
    @swapanbanerjee6421 2 дня назад +4

    হ্যাঁ এরকম ভাবে প্রত্যেকটা ভিডিও তে পরিবেশ নিয়ে অবশ্যই কিছু সময় দিন । আপনারা অবশ্য প্রায়ই বলেন । এবার থেকে বাধ্যতামূলক হোক । খুব ভালো লাগলো এই পর্ব। ভালো থাকবেন।

  • @adrijabanerjee1732
    @adrijabanerjee1732 День назад +1

    পাহাড়ের অবস্থা আর গরম দেখে অবাক হয়ে গেলাম, সুব্রত মণ্ডল কে অভিনন্দন জানাই আর তার কাজকে কুর্নিশ জানাই।

  • @sanjuktabagchi2404
    @sanjuktabagchi2404 2 дня назад +5

    সুব্রত বাবু কে অনেক শুভকামনা বাঙালি চাইলে সব পারে।
    পৃথ্বী দার মনটা একদম শিশুর মতো সব ভিডিও তে তার প্রমাণ পাই শিবাজী দা খুব ভালো সঙ্গী তোমার খুব ভালো বন্ধু তোমার প্রকৃত অর্থে বন্ধু খুব ভালো লাগলো ভিডিও টা।🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @indraneelsen3188
    @indraneelsen3188 День назад +1

    সুব্রত বাবু মুগ্ধ করলেন!! অসাধারণ! অসাধারণ!! ❤🙏
    আর একজন আছেন। পরিমল কাঞ্জি। উনিও এই রকম একটা সাইকেল নিয়ে সারা ভারত ঘোরেন। খুব খুব inspiring.. 👌👍❤🙏

  • @pranatihaldar1482
    @pranatihaldar1482 2 дня назад +3

    তোমার আনেক ভিডিও দেখি কিন্তু এটার থেকে আমি একটি সুব্রত মত রত্ন পেলাম তার জন্য আমার আনেক আশীর্বাদ রইলো। তোমাদের জন্য ও। আমি পাটায়া টুর করেছি তোমাদের সাথে আলাদা করে কি বলবো, মানুষ হিসেবে অনেক বড় মনের
    মানুষ।❤

  • @madhurimaroy8041
    @madhurimaroy8041 2 дня назад +3

    সুব্রতকে স্যালুট জানাই! তার সাথেআপনারও যেভাবে ওঁকে তুলে ধরলেন আপনাদেরও ধন্যবাদ! এমন মানুষরা ছড়িয়ে যাক দিকেদিকে তাতে যদি কিছু মানুষের হুঁস ফেরে। আমার মনে হয় এই মুহূর্তে আমাদের সব থেকে বেশি পরিবেশ নিয়ে ভাবার সময়এসেছে তবুও মানুষরা উদাসীন!😢 জানি না আমাদের ভবিষ্যত কি এবার বাঙ্গালোরে যেভাবে জল কষ্ট হলো! এই সিরিজটা আমার খুবভালো লাগছে তাই নয় খুব কাজেও লাগবে… তুঙ্গনাথের প্ল্যানে খুব সাহায্য হবে! ধন্যবাদ❤

  • @rashidasultana7982
    @rashidasultana7982 2 дня назад +2

    আরেকটি উদাহরণ সুব্রত মন্ডল যাকে আমরা সবাই জানতে পারলাম আপনার ভিডিও দেখে। মন ছুয়ে গেল আর আপনারদের উদারতা ছড়িয়ে গেল সবার কাছে। সত্যি এখন ও ভালো মানুষের আছে এবং থাকবে।ভালো থাকবেন এবং সুস্থ থাকবেনএবং আমরা সবাই আপনার সাথে আছি। 😊😊

  • @syedmosharof7685
    @syedmosharof7685 2 дня назад +5

    সবার মধ্যে সেরা বাংলার মানুষ যে যেই বাংলাদেশ থাকুক ভরত মাতার জয় কিযে আনন্দ পেলাম তোমাদের দুই জনকে প্রনাম সুভ্রতকে শ্রদ্ধা

  • @animatalukder8618
    @animatalukder8618 День назад +1

    সুব্রত কে দেখে আপ্লুত ও অবাক। সুব্রত কে অভিনন্দন। অনেক শুভেচ্ছা।

  • @shibanibiswas217
    @shibanibiswas217 2 дня назад +4

    খুব ভালো লাগল আজকের ভিডিও… সুব্রত মন্ডলের কথা শুনে চোখ ভিজে উঠল … পৃথ্বিজিৎদার ভালো মনের পরিচয়ও পেলাম …দাদার ভিডিও তো অসাধারণ … আগামী পর্বের অপেক্ষায় রইলাম❤
    একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইল দুই দাদার জন্য❤

  • @susmitasarkar6206
    @susmitasarkar6206 День назад +2

    সত্যিই আপনাদের এই explorer নামটি সার্থক।কত ভালো কিছু যে জানতে পারি আপনাদের video দেখে। cycle এ চড়ে সারা ভারত ভ্রমন।কত সুন্দর করে আপনারা ওর কথা জানালেন। খুব ভালো লাগলো। আরো এইরকম video র অপেক্ষায় থাকলাম।❤

  • @sayantanmaitra6976
    @sayantanmaitra6976 День назад +3

    সুব্রত আজ থেকে আমার অদম্য ইচ্ছাশক্তির অনুপ্রেরণা হয়ে থাকলো। আমার বিশ্বাস আপনারা ওর পাশে থাকবেন, আর কোনো ভাবে যদি আমরাও থাকতে পারি একটু জানাবেন। সুব্রতরা ভালো থাকুক, আপনারাও ভালো থাকুন। ❤

  • @kasturigoswami7282
    @kasturigoswami7282 22 часа назад +1

    আমি গানের মানুষ। গান শেখাই। সেই সঙ্গে ঘুরতে ভালোবাসি। ঈশ্বরকে প্রকৃতির মধ্যেই দেখি। অলকানন্দা ভাগীরথীর সংগমস্থল, সেই সঙ্গে এই ব্যাকগ্রাউন্ডএর গান, সব মিলিয়ে গায়ে কাঁটা দিচ্ছিল দাদা। খুব খুব ভালো লাগল। অভুতপূর্ব দাদা। তোমাদের মতন বেরিয়ে পড়তে চাই। আমি এই পুজোর পরে প্ল্যান করছি দার্জিলিং সোলো ট্রিপ। শুধু মাত্র তোমাদের দেখে অনুপ্রাণিত হয়ে। তোমাদের best wishes পেলে ভালোলাগবে।

  • @maninikar1823
    @maninikar1823 2 дня назад +2

    Subratar kotha shune khub bhalo laglo.Ichche thakle manush onek kichu korte pare.Tomake onek onek shubhechcha.Khub bhalo laglo❤❤❤

  • @swapanmajumder861
    @swapanmajumder861 2 дня назад +3

    অনেকদিন পর আপনার দেওয়া ভিডিও দেখলাম ভালো লাগল। সুব্রত মণ্ডল কে দেখে কষ্ট লাগল আবার ওর সাহসীকতা দেখে ভালো লাগল। কিন্তু ভয় লাগছে প্রকৃতির এই রুদ্র মূর্ওি দেখে। এতো উপরেও 38°-39° তাপমাত্রা? Just unbelievable. Good luck to both of you Dada.

  • @aninditascreationandcooker7121
    @aninditascreationandcooker7121 2 дня назад +2

    খুব ভালো লাগলো ভাই , আপনাদের সুব্রত মন্ডলের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ ভালো থাকুন ❤

  • @krishnadey2505
    @krishnadey2505 2 дня назад +3

    Rishikesh to Sarsgaard journey ভালো লাগল পথে সুব্রত সাথে আপনাদের সাক্ষাত এবং তার জন্য কিছু করতে পারার প্রচেষ্টা মন ছুঁয়ে গেল।

  • @niveditaroy2964
    @niveditaroy2964 2 дня назад +2

    Loved the beautiful confluence of Alaknanda and Mandakini. 👍
    Best wishes to Shubroto Mondol for his successful journey. God bless him.

  • @RubyRoy-sz9ur
    @RubyRoy-sz9ur День назад +1

    Salute Subrata...tomader moton manush ra ache bole prithvi ta eto sundor... Devbhumi Garawal amar oti priyo jaiga... Sei Garwal ke ekhon chena jachhe na... Oto sobuj sotej jaiga ta toh puro dhusor... r amar sopner Rudraprayag dekhe kanna pachhe...manush jago...jago...jago...

  • @somachatterjee8418
    @somachatterjee8418 2 дня назад +3

    ভীষন ভালো লাগলো ।
    অতি পরিচিত পথ কিন্তু ভালো লাগা অসীম পথের কোনায় কোনায় পড়ে আছে অনেক স্মৃতি জড়ানো ঘটনা ।
    বহুবার গিয়েও সাধ যেনো মেতে না ।
    বহু বৎসর পূর্বে র মত পিঠে ব্যাগ নিয়ে উত্তরাখণ্ড র পথে আবার বেড়িয়ে পড়তে ইচ্ছে করে । না সব কিছু r তো limit আছে
    তাই কিছুটা যেনো পিছিয়ে পড়েছি ।
    তবুও আপনাদের এই vedio দেখে আনন্দে মন ভরে যাচ্ছে । সেই সব আনন্দের দিনগুলো recapitulate করে ফেলছি
    খুব ভালো থাক বেন

  • @shikhachakraborty6467
    @shikhachakraborty6467 2 дня назад +2

    Pritthijit Bhai o Shibaji Bhaike mahan hridayer jonye salute o bhalobasha janalam.

  • @chandrimaroy6804
    @chandrimaroy6804 2 дня назад +2

    মন জুড়ানো ভিডিও ব্যাখ্যা করার ভাষা নেই, অনেক শুভ কামনা আপনাদের জন্য ♥️♥️♥️

  • @ranjanchakroborty942
    @ranjanchakroborty942 2 дня назад +2

    বেশ ভালো লাগলো। সুব্রতকে আপনাদের মাধ্যমে সাহায্য করতে পারলে খুশি হবো। প্রকৃতিকে অনবরত ধ্বংস করছি আমরা,এর মাশুল তো দিতেই হবে।

  • @sangeetaduttabanik.
    @sangeetaduttabanik. 2 дня назад +2

    Asadharon Asadharon Laglo Rishikesh Trip...👌👌👌👌❤️❤️💖💖...Subroto Mandal Er 🚲 Er Journey r Kothashune Khub Abak Hoyegelam...Take Skoler Sahajo Kora Uchit...Sahajer 🤝 Bariye Dewa Uchit...Abong Pribesh ba Prokriti ke Bachate Chaile...Skoleri Egiye Asa Uchit...🌱🌿🍃...Plastik Borjonkora Aborshyoi Vison Vison Proyojoniyo...!

  • @roopaganguly3389
    @roopaganguly3389 2 дня назад +3

    Aaj apnader video ta darun teaching dilo amader sobai ke. What a Man, I am amazed !!
    Bhaggis apnader songe Or dekha hoychilo nahole Ei Subroto r sathe r dekhai hoto na.
    Ekdam thik bolechen, next generation is going to be in real trouble. Awareness is most important, which the so called educated mass is unaware of.
    May God give strength to the present generation to face all adversity!!!
    Ki bolen aapnara? 😊

  • @iddg1
    @iddg1 2 дня назад +2

    Subrata’s story tugged the heart like I haven’t felt in a long time. It was such an endearing gesture from you two as well. Wish him & both of you - continued inspirations.

  • @StoryFile
    @StoryFile День назад +1

    অসাধারণ লাগলো সুব্রতোর অংশটা। দাদা তোমাদের প্রতিটা ভিডিওতেই নতুন কিছু থাকে। মন ভরে দেখি। ধন্যবাদ তোমাদের দুজনকে।

  • @titashsarkar6845
    @titashsarkar6845 2 дня назад +2

    Ekta Durdanto Episode Dekhlam Aj😊...Sabai Mile Just Ekta Onno Rokom Mahol Toiri Holo...Puro Mon Bhore Gelo Dada ❤️💯👌

  • @sanjaykumardatta3767
    @sanjaykumardatta3767 3 дня назад +8

    আমার ৩/৪ বার ঋষিকেশ যাবার সৌভাগ্য হয়েছে। ইদানিং ঋষিকেশের প্রাকৃতিক সৌন্দর্য্য অনেকটাই ক্ষুন্ন হয়েছে।

  • @roopaganguly3389
    @roopaganguly3389 2 дня назад +2

    Subrata k bolun UPI ac khulte ami support korbo r sobai k request korbo jate sobai onake help koren for his great initiative. Kudos to him !!!!!
    Salute to this Man!

  • @sandhikanjilal
    @sandhikanjilal 3 дня назад +3

    টুপি🎩 দুটি বেশ মানিয়েছে। অসাধারণ লাগছে দুই দাদাকে। এগিয়ে চলুন।

  • @ruchiritaroy7446
    @ruchiritaroy7446 2 дня назад +2

    1978 সালে প্রথম হৃষিকেশ গেছি। কোন আর্টিফিসিয়াল কিছু ছিল না। খুব ভালো লাগলো, প্রকৃতিকে অনেক নষ্ট করে ফেলা হয়েছে উপায় নেই । ভালো থেকো। ❤❤

  • @rideexplore5971
    @rideexplore5971 2 дня назад +1

    দুর্দান্ত। দুর্দান্ত।।। Hats off to Subrata।।।

  • @TapasiBanerjee-fj4wb
    @TapasiBanerjee-fj4wb 2 дня назад +2

    প্রতিটি ভিডিও অবাক হয়ে দেখি এতো ভালো লাগে মনে হয় আপনাদের সঙ্গে আমরাও ঘুরেছি

  • @surajitdhar2415
    @surajitdhar2415 2 дня назад +2

    Khub sundor laglo R mone pore gelo purono smriti thank you sir ❤

  • @chandikundu6728
    @chandikundu6728 2 дня назад +2

    Apnader ke ashankhya dhanyabad ei rakam video upohar dewar jonno r Subrata Babu ke Durgapur theke big salute.

  • @kakalibanerjee9322
    @kakalibanerjee9322 2 дня назад

    🙏❤️🙏. খুব ভালো লাগলো 'সারিগ্রাম' দেখতে ❤😊পথের সৌন্দর্য্যে মুগ্ধ হলাম,😊গান---👌😊👌

  • @himanishbose5771
    @himanishbose5771 2 дня назад +2

    Grt job ..prithijit da nd shibaji da...God bless u both....keep it up...long way to go...

  • @sksany9043
    @sksany9043 2 дня назад +1

    Khubsundor❤

  • @ParnaSinha-po3eo
    @ParnaSinha-po3eo 2 дня назад +2

    Kudos to Subrata. Just the amount of traffic is alarming enough.

  • @alokebanerjee1632
    @alokebanerjee1632 Час назад +1

    শিবাজী পৃথিজীত তোমাদের পোস্ট খুব ভালো লাগে আমরা ৬০ + দিনের বেশিরভাগ সময় বাড়িতে কাটে তোমাদের পোস্ট অক্সিজেন যোগায়

  • @TRAVELLERARUP
    @TRAVELLERARUP День назад

    খুব সুন্দর একটি ভিডিও দেখলাম 👌 দারুন লাগলো 👍❤️

  • @mitabhaumik9695
    @mitabhaumik9695 День назад +1

    Beautiful video! Subrata’s mission is commendable!

  • @SomnathNaskar-oh3lz
    @SomnathNaskar-oh3lz 2 дня назад +2

    সুব্রত সত্যি সাহসী সাইকেল নিয়ে অনেক দূর এগিয়ে যায় খুব ভালো লাগলো আমার

  • @anindachanda2080
    @anindachanda2080 2 дня назад +2

    Darun Darun laglo episode ta.Subrata k anek suveccha,ebong Shibaji Da o Prithwijit Dadara apnader anek bhalovasa o pronaam ❤🙏

  • @user-eg5nv1gs5g
    @user-eg5nv1gs5g 2 дня назад +2

    দারুন অনুভুতি হলো এই ভিডিওটা দেখে।❤❤❤ রইলো।

  • @anuradhaghosh800
    @anuradhaghosh800 2 дня назад +2

    আবারও নস্টালজিক হয়ে গেলাম.. সারি গ্রাম অপূর্ব..আমরা এই গ্রামের ওপর দিয়ে চোপতা গিয়েছিলাম.
    একটা ছবির মতো সুন্দর গ্রাম.
    অনেক ধন্যবাদ আপনাদের..মাঝখানে বেশ ক্য়েকটা ভিডিও আমি দেখে উঠতে পারিনি..আজকে দুপুরে সব গুলো দেখার ইচ্ছে আছে...দেওরিয়া তাল দেখার অপেক্ষায় রইলাম ❤❤❤❤❤খুব খুব ভালো থাকবেন আপনারা

  • @ajantasingha2361
    @ajantasingha2361 День назад

    খুব ভালো লাগলো ভিডিও টি।আমি গিয়েছিলাম হৃষিকেশ থেকে দেবপ্রয়াগ রুদপ্রয়াগ।খুব সুন্দর।

  • @bandanachowdhury9374
    @bandanachowdhury9374 2 дня назад +2

    খুব ভালো লাগলো আজকের এই পর্ব ।ধন্যবাদ, ভালো থাকবেন।

  • @jayeetahalder1923
    @jayeetahalder1923 2 дня назад +1

    Khub bhalo laglo 👍🏻

  • @BISWADIPDAS976
    @BISWADIPDAS976 2 дня назад +2

    অন্যান্য সিরিজ এর মতই এই সিরিজ টা খুবই ভালো লাগবে অনেক অনেক ধন্যবাদ EXPLORER SHIVAJI CHANNEL K SHIVAJI O PRITHWIJIT DADA K 🎉🎉🎉❤❤😊😊

  • @bajradebmitra3827
    @bajradebmitra3827 2 дня назад +1

    আমি 2022 তে May -র শেষে ঋশীকেশ, দেবপ্রায়াগ, রূদ্রপ্রয়াগ হয়ে জোশীমঠ থেকে আউলী গিয়েছিলাম। ঋশীকেশ গরম গরম ছিল কিন্তু লূ চলার মতো ছিল না। দেবপ্রয়াগ -ও তাই ছিল। কিন্তু রূদ্রপ্রয়াগ ঠান্ডা ঠান্ডা ছিল। আমি গরম জলে স্নান করেছিলাম। জোশীমঠ -ও ঠান্ডা আর আউলী তো ঠান্ডা বটেই। বেশ ভালো ঠান্ডা ছিল। তাহলে দুই বছরের মধ্যে যদি এই অবস্থা হয়ে থাকে আগামী কয়েক বছরের মধ্যে কি অবস্থা হবে ভাবতে ভয় লাগে।

  • @saptarshibanerjee7548
    @saptarshibanerjee7548 День назад +1

    Chokhe jol eshe galo.. Sob e 17 minute...

  • @user-um6oq3tp8s
    @user-um6oq3tp8s 2 дня назад +2

    খুব ভালো লাগলো আজকের এই পর্ব অপেক্ষায় রইলাম পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ আপনাদের ভালো থাকবেন ❤❤

  • @sunitachaudhury5781
    @sunitachaudhury5781 2 дня назад +2

    আপনারা এই ভাবেই মানুষ দের অনুপ্রেরণা দিছে দেখে খুব ভালো লাগলো

  • @MdlimonAhmed-uq4gv
    @MdlimonAhmed-uq4gv День назад +2

    ❤❤❤খুব সুন্দর। কথা হবে না Boss ❤❤❤

  • @kaushikbanerjee5399
    @kaushikbanerjee5399 2 дня назад +2

    Darun... Hat's Off for Subrato Mandol ❤ love you 💕 dears..
    Thank you Prithijeet and Shibaji.... ❤❤ love... Keep this spirit up

  • @debasisjana3220
    @debasisjana3220 День назад

    খুব সুন্দর অসাধারণ।

  • @rumpade5889
    @rumpade5889 2 дня назад +2

    ভাই আপনি এত সুন্দর অলকানন্দার ভাগীরথীর সঙ্গম দেখালেন এবং তার সঙ্গে যে ব্যাকগ্রাউন্ডে মিউজিক অসাধারণ এবং সুব্রতকে নিয়ে যেভাবে আপনি বিবরণ দিলেন এবং পরিচয় করালেন সবার সাথে তাতে সত্যিই আপনি এভাবেই বাংলা এবং বাঙালিকে এগিয়ে নিয়ে চলুন আর এই ভাবেই মানুষকে আরো আরো বাংলা এবং বাঙালিকে এগিয়ে নিয়ে যেতে হবে

  • @santanuroychoudhury7715
    @santanuroychoudhury7715 2 дня назад +2

    সুব্রত কে অনেক শুভেচ্ছা আর আপনাদের কে ধন্যবাদ সুব্রত মন্ডল কে তুলে ধরার জন্য ❤

  • @parthasarathiadhikari674
    @parthasarathiadhikari674 2 дня назад +2

    Excellent 👍
    Sotti Subrata r moton manush ra true sense e legend.
    Hat's off

  • @MrSouravkarmakar
    @MrSouravkarmakar День назад

    খুব সুন্দর ভিডিও 👍👍👍

  • @user-vc2qm6go5i
    @user-vc2qm6go5i 2 дня назад +2

    Shibaji da and Prithiwijit da, u both r great people. Love to see ur friendship and concern towards nature. Loved ur kind gesture towards shubroto mondol. Also appreciate ur observation on isbt kashmiri gate. I see kolkata in both of u.

  • @barnalicollection
    @barnalicollection 2 дня назад

    Darun 😊

  • @Songeetchorcha_Rupa
    @Songeetchorcha_Rupa 2 дня назад

    Khub valo laglo

  • @sudiptabanerjee9436
    @sudiptabanerjee9436 2 дня назад

    Durdanto Uposthapona❤❤❤❤❤

  • @samirsamanta1533
    @samirsamanta1533 2 дня назад +2

    দারুন লাগলো দারুন অনুভূতি একটা আলাদা এই মজা পেলাম❤

  • @arindamghoshal8884
    @arindamghoshal8884 2 дня назад +2

    Apnader Dujon ke amader pronam o Bhalobasa roilo.❤
    Joy Bharat borsho