আমি দুইবার তিরুমালায় ভগবান তিরুপতি দর্শন করেছি, যথাক্রমে ২০১৭ ও ২০২২ সালে। আপনি এই ভিডিওটিতে সমস্ত প্রয়োজনীয় তথ্য সুন্দর করে দিয়েছেন। আশাকরি আপনার এই ভিডিওটি দেখে গেলে কারোর কোনও অসুবিধা হবে না। ভগবান সকলের মঙ্গল করুন। 🙏🙏🙏
জয় তিরুপতি বালাজি । আপনি এতো সুন্দর করে বিশ্লেষণ করলেন মনে হচ্ছে সব যেন ছবি হয়ে চোখের সামনে ফুটে উঠেছে । আর সাবলীল বাচনভঙ্গি মনোমুগ্ধকর ।আরো অনেক ভিডিও তৈরি করুন আমাদের জন্য । ভগবান আপনাদের এগিয়ে চলার শক্তি, সাহস আর আশীর্বাদ দেবেন । আমরাও প্রানভরে আপনাদের চোখ দিয়ে তীর্থ দর্শনের স্বাদ পাবো । অনেক ধন্যবাদ ।
মুগ্ধ হয়ে দেখলাম, উপলব্ধি করার চেষ্টা করলাম পুরোটা। অনবদ্য উপস্থাপনা একথা বলাই বাহুল্য। যেমন যথাযথ বিশ্লেষণ, তেমনই আবহ সঙ্গীতের নির্বাচন, সবটুকু যেন কিছুক্ষণের জন্য আমায় নিয়ে চলে গিয়েছিল তিরুমালায় বালাজীর পবিত্র সান্নিধ্যে। আর সর্বোপরি এই উপস্থাপনার মধ্য দিয়ে আপনার এক অভিজাত রুচিশীলতা যেন মূর্ত হয়ে উঠেছে। অসংখ্য ধন্যবাদ, সশ্রদ্ধ প্রণাম, সুস্থ থাকবেন, ভাল থাকবেন 🙏
মানসিক ভাবে প্রস্তুতি নিচ্ছি আগামী বছর তিরুপতি দর্শন করবো বলে ,প্রথমেই আপনার র ভি,ডি,ও পেলাম এবং দেখলাম ।ভালো লাগলো । আপনার দেওয়া সমস্ত তথ্য আমার কাজে লাগবে ।🙏
এই ডিটেল টা খুবই উপকারে লাগবে সকলের, অনেক ধন্যবাদ। আর উপস্থাপনা র জবাব নেই। একটি কথা ,ঠাকুর ও কি বেশি পয়সা খরচ করলে তার/তাদের প্রতি বেশি ভালোবাসা দেন? মানুষের।মতোই আর কি 😀
Dekhun apni tirupati balaji r Hundi mane ja donation korben seta valo kajei jai TTD govt board tara oi taka ta die Swami venkataramana r seba r kaje lagai na oi taka die 2024 sale akta 350bed er sishu hospital toiri hocche aro anek valo kaj jemon school college institution vedic school college institution and others etc gulo toiri kore TTD sei donation er taka te r venkataramana r seva teou kaje lage tai doya kore eta bolben na thakur ki taka poisa chai are keou chai na kintu eta mathay rakhben sob somoy jib sevai shiv seva r tate ami ja takai donation den na keno oi taka te hospital hle akta sishur operation hbe taou free te apni ja takai den na keno apnaraou mongol i hbe 😊 bhogoban ke dile bhogoban tar double apnake firie debe karon bhogoban manusher moto oto selfish noi jay venkataramana Govinda Govinda ❤
আপনার ভিডিও টি খুব সুন্দর । অনেক কিছু জানতে পারলাম । যেহেতু আমরা 10th December কলকাতা থেকে তিরুপতি উদ্দ্যেশ্যে রওনা দিচ্ছি ।আশা করি ভগবানের আশীবাদে আমাদের সব কিছু ভাল হবে ।
খুব সুন্দর ভিডিও তি আপনার। খুব গুরুত্বপূর্ণ অনেক তথ্য আপনি জানিয়েছেন সহজ ভাষায়। আশাকরি আমরা যখন যাবো এই তথ্য গুলি আমাদের খুব কাজে লাগবে। আরো সুন্দর সুন্দর ট্রাভেল blog বানান এই অনুরোধ রইলো।
You have given such an accurate and flawless description of the procedures at Tirupati and Tirumala. I have been visiting Tirumala for the last 43 years and from the last three years every month. On 22nd November when I was at Tirumala I came across a gentleman from Bengal who was totally clueless about the place and had done no research although entire information is available on the internet. In his frustration he was blaming the temple administration. I hope such people see your video and educate themselves before coming to such a holy place. Excellent Video !👍👍👍
আমি বছর সাতেক আগে দর্শন করেছ। অপূর্ব স্মৃতি। তিরুপতি লজে ছিলাম। টুরিস্ট বাসে গোটা দক্ষিন ভারত ভ্রমন। অনেক সময় লাগে।পরপর তিনটি ঘরে অপেক্ষা করে করে শেষে দর্শন। ভুলে গেছি এত উপরে আছি। লাড্ডু যেন অমৃত হরে হরে গোবিন্দ
আমরা দুইবার থিরুমালা দর্শন করি য়াছি,১৯৯৬তে ৪টাকা,পরে২০১২তে৫০টাকার টিকিটে দর্শন,প্রথমে ২ঘন্টায়,পরে ৩ ঘন্টায় দর্শন, আপনার ক্যামেরার চোখে, থিরুমালা সাইট সিন দর্শন সুন্দর করে পাওয়া,আপনারা সুস্থ থাকুন
🙏Joy Tirupati Balaji🙏...Ato sundor kore apnara sob kichur bornona koren,nana info dan mone hoy sudhu sunei jai..boddo valo laglo..porer porber opekkhai roilam valo thakben..🥰🥰🙋🏻♂️
অসাধারণ লাগল এই দুটি ভিডিও। জানতে পারলাম বালাজী দর্শনের পূর্বে দেবী পদ্মাবতীর দর্শনের এই সুন্দর রীতির বিষয়ে। এবং আরো কিছু সুন্দর মন্দির ও দেখলাম । এই পর্বে বালাজী দর্শনের যে অভিজ্ঞতা এবং সমস্ত প্রয়োজনীয় তথ্য আপনাদের অসাধারণ উপস্থাপনার গুনে অনবদ্য। বোন বুবুর বয়োজ্যৈষ্ঠ ভ্রমণার্থীদের প্রতি যে স্নেহমিশ্রিত সাবধানবানী সত্যিই হৃদয় ছুঁয়ে যায়। ভারী আন্তরিক এই উৎকন্ঠা টুকু। অনেক ধন্যবাদ এই সুন্দর ভিডিওটির জন্য। ভাল থাকবেন । সুস্থ থাকবেন। অনেক শুভেচ্ছা রইল।
অনিন্দ্য দা এবং বৌদিমনি, আপনাদের এতো সুন্দর পরিবেশনা যে মানস ভ্রমণ হয়ে যায় বার বার। আর এতো সুন্দর করে তথ্য গুলো কে সাজিয়ে দেন, যে কেও অতি সহজেই ভ্রমণ সূচি বানিয়ে ফেলতে পারে। আমি আপনার দেয়া তথ্য নিয়েই কাশী বারানসি ভ্রমণ পরিকল্পনা করেছিলাম গতবছর। আমার ৩ বছর থেকে ৭৫ বছর অব্দি সদস্যের এর লম্বা চওড়া (১৪ জনের ) পরিবার, তাই নিখুঁত পরিকল্পনা ছাড়া যেতে পারিনা । বাবা মা কে নিয়ে দক্ষিণ ভারত যাওয়ার পরিকল্পনা করছিলাম, আপনার ভিডিও গুলো ভীষণ ভাবে সময়োচিত হলো আমার জন্য। ভীষণ ভালো লাগছে, আগামী এপিসোড গুলোর অপেক্ষায় থাকলাম।
অসাধারণ ভিডিওটা। এতো নিখুঁত করে বর্ণনা করেছেন যে কারুর কোনো অসুবিধা হবার কথা নয়। অসাধারণ। আরো তীর্থ ভ্রমণ কথা শোনার অপেক্ষায় রইলাম। আবার বলি অসাধারণ। নিখুঁত। ধন্যবাদ
Video ta darun laglo... Khub sundor apnader uposthapona. Very instructive. Apnader juti khub sundor. Complementary to each other. Dhonyobad. Valo thakben.
খুব ভাল video হয়েছে । very informative. তিরুপতি যেতে হলে এই video follow করে যাওয়া উচিত। আমার পরিবারের সকলে একবার দর্শন করা হয়েছে। অসুবিধার জায়গাগুলি অনেকটাই ঠিক ভাবে বর্ণিত হয়েছে। ধন্যবাদ জানালাম।
Amra Aaj Nalhatima er mondire gechilam r Apnar deoa Birbhum 5 Pith er blog e deoa Avijit Babur sathe alap holo Khub bhalo laglo onar sathe alap hoye Er jonne Apnake anek Dhonnobad..
আমি দুইবার তিরুমালায় ভগবান তিরুপতি দর্শন করেছি, যথাক্রমে ২০১৭ ও ২০২২ সালে। আপনি এই ভিডিওটিতে সমস্ত প্রয়োজনীয় তথ্য সুন্দর করে দিয়েছেন। আশাকরি আপনার এই ভিডিওটি দেখে গেলে কারোর কোনও অসুবিধা হবে না। ভগবান সকলের মঙ্গল করুন। 🙏🙏🙏
অসংখ্য ধন্যবাদ 🙏
.
দাদা আমরা মার্চ এ মাঝামাঝি যাবো,সঙ্গে প্রতিবন্ধী একজন আছে,আমরা তিরু মালা তে থাকা যাবে ? ওখানে কোথায় থাকবো? একটু জানাবেন প্লিজ,,,,
আমাদের ঠিক আপনারা যেভাবে যেখানে যেখানে গেছেন সেইভাবে সাউথ ইন্ডিয়া বেড়ানোর খরচ সম্পর্কে যদি বলেন খুব ভালো হয়।
@@Srijanidancegroup123tirumala te accodation korte hbe
Apnar vlog gulo amar darun lage uncle ❤️❤️..chaliye jan...Amaro onek ichhe travel korar..apnader vlog dekhe dekhe ami o eivabe travel korbo
Sir apni vdo gulo khub vlo banan❤
Darun laglo video ta, thank you ato details a sob bolar jonno
জানি না কোনো দিন ওখানে যাওয়ার সৌভাগ্য হবে কি না তবে আপনাদের মাধ্যমে যতটুকু দেখলাম মনে ভোরে গেলো।
জয় বালাজী জয় ভেঙ্কটেশ্বর প্রভু,সকলের মঙ্গল কর প্রভু।🙏🙏🙏
বরাবরের মতো খুব ভালো লাগলো, pondichery পর্ব দেখার জন্য মুখিয়ে থাকলাম, ওটা আমার মেয়ের কর্ম স্থল সঙ্গে আমারও হাতের তালুর মতো পরিচিত স্থান।
অসংখ্য ধন্যবাদ 🙏
Khub bhalo laglo.. video ta... thank you 🙏🙏 dada... ato valo kore jananor jonno..🙏🙏
অনেক অপেক্ষার পর অবশেষে তিরুপতি বালাজী দর্শনের ভিডিও পেলাম। খুব ভালো লাগলো। প্রচুর চেকিং দেখালাম, অপেক্ষাও অনেক করতে হবে। যাইহোক খুব ভালো লাগলো।
জয় তিরুপতি বালাজি । আপনি এতো সুন্দর করে বিশ্লেষণ করলেন মনে হচ্ছে সব যেন ছবি হয়ে চোখের সামনে ফুটে উঠেছে । আর সাবলীল বাচনভঙ্গি মনোমুগ্ধকর ।আরো অনেক ভিডিও তৈরি করুন আমাদের জন্য । ভগবান আপনাদের এগিয়ে চলার শক্তি, সাহস আর আশীর্বাদ দেবেন । আমরাও প্রানভরে আপনাদের চোখ দিয়ে তীর্থ দর্শনের স্বাদ পাবো । অনেক ধন্যবাদ ।
অনেক ধন্যবাদ 🙏 সঙ্গে থাকবেন 😍
আপনার কথা এবং এত সুন্দর বোঝাতে পারেন এতে আমাদের খুব ভালোই লাগে ।আশাকরি কারোর বুঝতে অসুবিধা হবে না ।❤
মুগ্ধ হয়ে দেখলাম, উপলব্ধি করার চেষ্টা করলাম পুরোটা।
অনবদ্য উপস্থাপনা একথা বলাই বাহুল্য।
যেমন যথাযথ বিশ্লেষণ, তেমনই আবহ সঙ্গীতের নির্বাচন, সবটুকু যেন কিছুক্ষণের জন্য আমায় নিয়ে চলে গিয়েছিল তিরুমালায় বালাজীর পবিত্র সান্নিধ্যে।
আর সর্বোপরি এই উপস্থাপনার মধ্য দিয়ে আপনার এক অভিজাত রুচিশীলতা যেন মূর্ত হয়ে উঠেছে।
অসংখ্য ধন্যবাদ, সশ্রদ্ধ প্রণাম,
সুস্থ থাকবেন, ভাল থাকবেন 🙏
অনেক ধন্যবাদ আপনাকে 🙏 সঙ্গে থাকবেন, ভালো থাকবেন 🌹
খুব সুন্দর দর্শন করালেন ভালো লাগলো অনেক ধন্যবাদ আপনাকে জানাই কারন আমার তিরুপতি যাওয়ার সৌভাগ্য হয়নি আবার অপেক্ষায় রইলাম পরের পর্ব কবে পাবো।
Apñara khub bhalo share kolen .Mane holo çhokher samne sab dekhlam .Thank you.
মানসিক ভাবে প্রস্তুতি নিচ্ছি আগামী বছর তিরুপতি দর্শন করবো বলে ,প্রথমেই আপনার র ভি,ডি,ও পেলাম এবং দেখলাম ।ভালো লাগলো । আপনার দেওয়া সমস্ত তথ্য আমার কাজে লাগবে ।🙏
আমি গত সেপ্টেম্বরের 13 তারিখ দর্শনকরে এসেছি। আপনার তথ্য গুলো সবার খুব কাজে লাগবে।
এই ডিটেল টা খুবই উপকারে লাগবে সকলের, অনেক ধন্যবাদ। আর উপস্থাপনা র জবাব নেই। একটি কথা ,ঠাকুর ও কি বেশি পয়সা খরচ করলে তার/তাদের প্রতি বেশি ভালোবাসা দেন? মানুষের।মতোই আর কি 😀
না ঠাকুরের কাছে ভক্তি আগে।
খরচ নিজের মানসিক, শারীরিক আর অবশ্যই আর্থিক সামর্থ্য নির্ভর।
Dekhun apni tirupati balaji r Hundi mane ja donation korben seta valo kajei jai TTD govt board tara oi taka ta die Swami venkataramana r seba r kaje lagai na oi taka die 2024 sale akta 350bed er sishu hospital toiri hocche aro anek valo kaj jemon school college institution vedic school college institution and others etc gulo toiri kore TTD sei donation er taka te r venkataramana r seva teou kaje lage tai doya kore eta bolben na thakur ki taka poisa chai are keou chai na kintu eta mathay rakhben sob somoy jib sevai shiv seva r tate ami ja takai donation den na keno oi taka te hospital hle akta sishur operation hbe taou free te apni ja takai den na keno apnaraou mongol i hbe 😊 bhogoban ke dile bhogoban tar double apnake firie debe karon bhogoban manusher moto oto selfish noi jay venkataramana Govinda Govinda ❤
আপনার description খুব ভালো।
অসাধারণ!!! এতো সুন্দর informative video আমি আগে এরকম দেখিনি..... আপনার U.S.P এটাই।।
Wonderful... Information... Long live.
অনিন্দ্য দা ধন্যবাদ আপনাকে বাড়িতে বসে দর্শন করানোর জন্য ❤❤
খুব সুন্দর। ১৯৮০তে গেছিলাম।এত হ্যাপা ছিলনা। এদের লাইন সিস্টেম টা খুব ভালো
জয় বালাজী।সহস্রকোটি প্রনাম জানাই ঠাকুর।
খুব ভালো লাগলো।
Khub sundor Tirupati Balaji darshan korlam apner ei osadharon videor maddhame🙏🙏🙏
অসংখ্য ধন্যবাদ 🙏
অপূর্ব লাগলো দাদা। খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিলেন। সবাই উপকৃত হবে।
আপনার ভিডিও টি খুব সুন্দর । অনেক কিছু জানতে পারলাম । যেহেতু আমরা 10th December কলকাতা থেকে তিরুপতি উদ্দ্যেশ্যে রওনা দিচ্ছি ।আশা করি ভগবানের আশীবাদে আমাদের সব কিছু ভাল হবে ।
অনেক ধন্যবাদ আপনাকে । আপনাদের যাত্রা শুভ হোক 🌹
Darun laglo, and tomader chemistry ta just wow. love u both aunty and uncle.
আমিও 2022 এ অনলাইন টিকিট কেটে অপূর্ব দর্শন করতে পেরেছি। গোবিন্দ।
অতুলনীয় লাগলো, আপনার দক্ষিণ ভারত বিজয় অব্যাহত থাকুক
দারুন ইনফরমেটিভ লাগলো, অনিন্দদা-বৌদির জবাব নেই, দর্শকদের বাড়িতে বসেই ঘুরিয়ে দিচ্ছে.
এতো সুন্দর করে দর্শন করানোর জন্য ধন্যবাদ, জয় তিরুপতি বালাজি র জয় 🙏🙏
Eto bhalo ar informative Tirupati darshan video You tube ar ditiyo nei.
Thank you Aninda da
দীর্ঘ টুর, আশা করি আরও অনেক অচেনা জায়গার দর্শন পাব ।
বালাজি দর্শন করানোর জন্য ধন্যবাদ সাথে ভৌগলিক বর্ননা
অসাধারণ, আপনার বাচন ভঙ্গি, তথ্য অসাধারন। মনে হচ্ছে আপনি একজন পেশাদার রিপোর্টার। ধন্যবাদ।
আমি 23শে মার্চ 2023 তিরুপতি দর্শন করে এসেছি, খুব খুব সুন্দর মনোরম পরিবেশে সুযোগ এলে আমি আবার যাব তিরুপতি বালাজি দর্শন করতে। 🙏🙏🚩🚩
Very nice ❤❤❤
Dada okhane Kolkata theke kivabe jabo 🌝
দাদা প্রথম মেই আমার তরফ থেকে ধন্যবাদ এত সুন্দর এত ডিটেলস পুঙ্খানুপুঙ্খভাবে ধরে ধরে সব খুটিনাটি বোঝানোর জন্য আরও নতুন নতুন। নতুন লোকেশনের ভিডিও দেখান
ভীষন তথ্য সমৃদ্ধ ভিডিও । Pondicheerry এর ব্লগ এর অপেক্ষায় থাকলাম ।
চমৎকার তথ্যসমৃদ্ধ উপস্থাপন
দাদা দারুন লাগলো । এবার আমিও যাবো । তোমার গাইড এ ❤❤❤
খুব সুন্দর ভিডিও তি আপনার। খুব গুরুত্বপূর্ণ অনেক তথ্য আপনি জানিয়েছেন সহজ ভাষায়। আশাকরি আমরা যখন যাবো এই তথ্য গুলি আমাদের খুব কাজে লাগবে। আরো সুন্দর সুন্দর ট্রাভেল blog বানান এই অনুরোধ রইলো।
অনেক ধন্যবাদ আপনাকে 🙏
Ato sundar upostapona. Ato bhalo bhabe Tirupati darsan karte pare khub bhalo laglo. Asankha danabad 🙏🙏
Eto sundor vhabai bojhalen vhison vhalo laglo , Mon chuye gelo .
Jani na kokhono jete parbo kina .
সত্যিই অদ্ভুত অতুলনীয় অনুভূতি জয় শ্রী ভেঙ্কটেশ্বর বালাজী কি জয় 🙏♥️🙏
অসাধারণ... কি সুন্দর দর্শন করালেন... তিরুপতি যাওয়ার খুব ইচ্ছে... মন দিয়ে দেখলাম... মন ভরে গেল।
দারুণ দারুণ ভালো লাগলো দাদা আপনাদের দৌলতে বালাজি দর্শন করার সৌভাগ্য হোলো 🙏🙏
অপূর্ব অপূর্ব খুব ভাল লাগল। এত খুটিয়ে খুটিয়ে আপনারা সবটা জানালেন তিরুপতি দর্শন যখন যাব খুবই উপকাব হবে।
অনেক ধন্যবাদ 🙏
Dada khub khub bhalo lagche
. Apnar ai vlog ta..amar chok.e jol chole aseche.. bhagwan apnake.. khub bhalo rakhuk..❤❤❤❤❤❤❤❤
তিরুপতিতে যে বালাজি ছাড়াও এতগুলো স্পষ্ট আছে তা আপনি প্রথম জানালেন সাথে পেলাম স্পষ্ট গুলোর সম্পুর্ন ইতিহাস মন ছুঁয়ে গেল
অনেক ধন্যবাদ আপনাকে 🙏
Beautiful Tirupati darshan guide, Annidoda, many many thanks.
খুব সুন্দর লাগলো। ইচ্ছা আছে cmc তে ডাক্তার দেখিয়ে ওখান থেকে ঘুরে আসার, জানিনা হবে কিনা। কারন অনলাইন টিকিট ডাক্তার না দেখিয়ে কাটতেও পারছি না।
এত সুন্দর বলেছেন সব জানাগেল
দারুন লাগলো।👌👌
আপনি কি Def.Per. এতো সুন্দর ও স্পষ্ট করে বলেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি তো ভাবতাম কালীঘাট ই যেন সবচেয়ে ....
Jai shree krishna namaste🙏
Darun presentation & informative. Khub bhalo laglo. Age ami dui- teen bar giyechi.
Though I had the darshan of Lord Tirupati Balaji a few years ago, to me now it appeared to be extensively informative.
asadharon Tirupati Balaji Mandir, Joy Sri Sri Tirupati Balaji , apurbo prakritik poribesh
You have given such an accurate and flawless description of the procedures at Tirupati and Tirumala. I have been visiting Tirumala for the last 43 years and from the last three years every month. On 22nd November when I was at Tirumala I came across a gentleman from Bengal who was totally clueless about the place and had done no research although entire information is available on the internet. In his frustration he was blaming the temple administration. I hope such people see your video and educate themselves before coming to such a holy place. Excellent Video !👍👍👍
Thank you so much 🙏
বাঙ্গালী দের সঙ্গে thousands of problems
ধন্যবাদ ভাই খুব ভালো লাগলো, সব শুনে, বুকিং নেই বলে ...বেঙ্গালোর থেকে যাওয়া হয়নি।
দারুন লাগল আপনাদের এই প্রতিবেদন। পুরো ব্যাপারটা খুব সুন্দর বর্ণনা করেছেন। একটা complete information.
আমি বছর সাতেক আগে দর্শন করেছ। অপূর্ব স্মৃতি। তিরুপতি লজে ছিলাম। টুরিস্ট বাসে গোটা দক্ষিন ভারত ভ্রমন। অনেক সময় লাগে।পরপর তিনটি ঘরে অপেক্ষা করে করে শেষে দর্শন। ভুলে গেছি এত উপরে আছি। লাড্ডু যেন অমৃত
হরে হরে গোবিন্দ
Thank you is too small a word for the elaborate explanation. Wishing to go there when He calls. Om Venkateshwar Balaji namo namaha 🙏🙏
Thank you so much 🌹
আপনার ভিডিওগুলি খুব সুন্দর, আমি প্রায় সবকটাই দেখে ফেলেছি। আপনার দেখানো তথ্য গুলি নিয়ে সেই জায়গায় যাওয়া খুবই সহজ হয়ে ওঠে। মন ভরে যায় ।
অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏
আমরা দুইবার থিরুমালা দর্শন করি য়াছি,১৯৯৬তে ৪টাকা,পরে২০১২তে৫০টাকার টিকিটে দর্শন,প্রথমে ২ঘন্টায়,পরে ৩ ঘন্টায় দর্শন, আপনার ক্যামেরার চোখে, থিরুমালা সাইট সিন দর্শন সুন্দর করে পাওয়া,আপনারা সুস্থ থাকুন
অনেক ধন্যবাদ আপনাকে 🙏 ভালো থাকবেন 😍
দারুণ লাগল,ধন্যবাদ।
ধন্যবাদ ,আপনারা সুস্থ থাকুন,ভগবানের কাছে প্রার্থনা জানাই
দারুণ দেখালি ভাই। সেই ছোট্টবেলায় মা-বাবার সাথে গিয়েছিলাম। হালকা হালকা মনে পড়লো। খুব সুন্দরভাবে পুরো গাইডেন্সটা পেলাম। 💖
Ami kal jachhi. Onek help holo apnar video dekhe
Kolkata theke kivabe jete hoy ,,r koto time lage
তিরু পতি দর্শন খুব ভালো লাগলো অনিন্দ্য বাবু। খুব সুন্দর সঞ্চালন। ভিডিও গ্রা ফী ও বেশ সুন্দর। পরের এপিসোডের অপেক্ষায় থাকলাম
অনেক ধন্যবাদ আপনাকে 🙏
Bhai thanks, eto details konodin paini ❤
khub khub sundor laglo.
দারুন লাগলো তিরুপতি দর্শন
Khub sundor khub bhalo laglo
Apnader block dyakha suru korechi...durdanto lagche...besh tothyomulok...really mind blowing...aar apnara khub energetic 🌹🌺🙏
Thank you so much 🙏
Osadharon! Onobodyo! Daruuuun laglo!
Ajker episode jamon dristinandon tamon informative khub bhalo laglo.dujone bhalo thakben.
খুব সুন্দর ভিডিও হয়েছে, দেখে ভালো লেগেছে
🙏Joy Tirupati Balaji🙏...Ato sundor kore apnara sob kichur bornona koren,nana info dan mone hoy sudhu sunei jai..boddo valo laglo..porer porber opekkhai roilam valo thakben..🥰🥰🙋🏻♂️
অসাধারণ লাগল এই দুটি ভিডিও। জানতে পারলাম বালাজী দর্শনের পূর্বে দেবী পদ্মাবতীর দর্শনের এই সুন্দর রীতির বিষয়ে। এবং আরো কিছু সুন্দর মন্দির ও দেখলাম । এই পর্বে বালাজী দর্শনের যে অভিজ্ঞতা এবং সমস্ত প্রয়োজনীয় তথ্য আপনাদের অসাধারণ উপস্থাপনার গুনে অনবদ্য। বোন বুবুর বয়োজ্যৈষ্ঠ ভ্রমণার্থীদের প্রতি যে স্নেহমিশ্রিত সাবধানবানী সত্যিই হৃদয় ছুঁয়ে যায়। ভারী আন্তরিক এই উৎকন্ঠা টুকু। অনেক ধন্যবাদ এই সুন্দর ভিডিওটির জন্য। ভাল থাকবেন । সুস্থ থাকবেন। অনেক শুভেচ্ছা রইল।
এত সুন্দর মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ 🙏 ভালো থাকবেন 🌹
Apnar uposthapona khubi sundor Dada ❤
অনিন্দ্য দা এবং বৌদিমনি, আপনাদের এতো সুন্দর পরিবেশনা যে মানস ভ্রমণ হয়ে যায় বার বার। আর এতো সুন্দর করে তথ্য গুলো কে সাজিয়ে দেন, যে কেও অতি সহজেই ভ্রমণ সূচি বানিয়ে ফেলতে পারে। আমি আপনার দেয়া তথ্য নিয়েই কাশী বারানসি ভ্রমণ পরিকল্পনা করেছিলাম গতবছর। আমার ৩ বছর থেকে ৭৫ বছর অব্দি সদস্যের এর লম্বা চওড়া (১৪ জনের ) পরিবার, তাই নিখুঁত পরিকল্পনা ছাড়া যেতে পারিনা । বাবা মা কে নিয়ে দক্ষিণ ভারত যাওয়ার পরিকল্পনা করছিলাম, আপনার ভিডিও গুলো ভীষণ ভাবে সময়োচিত হলো আমার জন্য। ভীষণ ভালো লাগছে, আগামী এপিসোড গুলোর অপেক্ষায় থাকলাম।
অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏
খুব ভালো লাগলো। জয় তিরুপতি l
Khub valo laglo anek kichu jana gelo
Khub sundar laglo. Thanks.
dada apnar comiunication ta khub valo........khub valo laglo
Khub sundar laglo ,onek information pelam,Tilumalate sightseen gulo natun dekhlam bhlo laglo.
Thank you so much 🙏
অসম্ভব সুন্দর তিরুপতি বালাজী দর্শন করলাম আপনার সুন্দর ভিডিও টির মাধ্যমে আপনাকে অনেক ধন্যবাদ ।
Thank you 😊
Ami visit karechi 2007 , purano sab mane pare galo apnader vedio dekhe.
দাদা আপনাকে অনেক ধন্যবাদ
অনেক কিছু জানতে পারলাম
Khub sundor video ta ...khub bhalo information dan apni...thanks
অসাধারণ ভিডিওটা। এতো নিখুঁত করে বর্ণনা করেছেন যে কারুর কোনো অসুবিধা হবার কথা নয়। অসাধারণ। আরো তীর্থ ভ্রমণ কথা শোনার অপেক্ষায় রইলাম। আবার বলি অসাধারণ। নিখুঁত। ধন্যবাদ
অসংখ্য ধন্যবাদ 🙏
Video ta darun laglo... Khub sundor apnader uposthapona. Very instructive. Apnader juti khub sundor. Complementary to each other. Dhonyobad. Valo thakben.
Apnar Description khub Sundor .God bless you..Paribarer Sobbai ke nea bhalo thakben..🙏🙏
অনেক ধন্যবাদ 🙏
Om namah bhagabate basudebay...🌼🙏
Khub e valo laglo hari k darshan kore...valo thakben.
ভীষন সুন্দর করে উপস্থাপন করলেন। দাদা আপনার কণ্ঠস্বর অসাধারণ।
Kaku - Kakima সবার সেরা ❤❤
সত্যিই অসাধারণ, আপনারা এতো সুন্দর করে narrate করলেন, তা প্রশংসার যোগ্য 🙏🙏
ভীষণ ভালো লাগছে, আমি আপনাদের ব্লগ ছাড়া আর অন্য কিছু দেখছি না।
খুব ভাল video হয়েছে । very informative. তিরুপতি যেতে হলে এই video follow করে যাওয়া উচিত। আমার পরিবারের সকলে একবার দর্শন করা হয়েছে। অসুবিধার জায়গাগুলি অনেকটাই ঠিক ভাবে বর্ণিত হয়েছে। ধন্যবাদ জানালাম।
অনেক ধন্যবাদ 🙏
Ami 6 bar gechi. Apnar video ta besh valo laglo. Jai balaji 🙏
আমায় খুব খুব ভালো লেগেছে অনেক অনেক ধন্যবাদ আরো অনেক ভিডিও ছাড়বে
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Darun.
Khub punyyo holo, sathey valo trip.
All the best...😊😊
Amra Aaj Nalhatima er mondire gechilam r Apnar deoa Birbhum 5 Pith er blog e deoa Avijit Babur sathe alap holo
Khub bhalo laglo onar sathe alap hoye
Er jonne Apnake anek Dhonnobad..
🙏🙏