EP 4। রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ দর্শন । বিশ্ববিখ্যাত রামেশ্বরম করিডোরের ভিডিও । Rameshwaram । Pamban

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии • 352

  • @tathagatadasgupta
    @tathagatadasgupta Год назад +20

    পম্বান রেল সেতু না দেখতে পাওয়া সত্যিই দুঃখজনক । তবে শিল্পীর গুণে e দুঃখ অক্লেশে ভুলিয়ে দিলেন অনিন্দ্য বাবু । আবার অসামান্য ধারাভাষ্য ও দক্ষ পরিচলানর মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দিলেন রামেশ্বরম । আরেকটি গুন বিশেষ ভাবে উল্লেখযযোগ্য । সেটি হল ওনার আবহ সংগীত এর প্রয়োগ । এ ক্ষেত্রে অসাধারণ দক্ষিণ ভারতীয় সংগীত ব্যাবহার করে অন্যতম সেরা হয়ে উঠলেন অনিন্দ্য বাবু ।
    আগামী পর্বের অপেক্ষায় রইলাম ।

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  Год назад +2

      অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏

    • @mayabagchi21
      @mayabagchi21 21 день назад

      Khub sunder ,amar gehalem

  • @niveditaghosh1773
    @niveditaghosh1773 Год назад +4

    অপূর্ব লাগল ভিডিওটি। রামেশ্বরম ভ্রমণের ইচ্ছা অনেক দিন থেকেই ছিল। আপনাদের অসাধারণ উপস্থাপনা আমাদের ও আপনাদের সহযাত্রী হয়ে মানস ভ্রমণের সুযোগ করে দিল। আপনারা সত্যিই ভাগ্যশালী এই ভাবে মন্দির দর্শনের সুযোগ সবার হয়না। স্থানটির পৌরানিক মাহাত্ব্য ও অপৃর্ব প্রাকৃতিক পরিবেশ আপনাদের উপস্থাপনায় মন ভরিয়ে দেয়। খুব ভাল থাকবেন । সুস্থ থাকবেন সবাই।

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  Год назад +1

      অনেক ধন্যবাদ আপনাকে 🙏 সঙ্গে থাকবেন ।

  • @sattobratamittra8788
    @sattobratamittra8788 11 месяцев назад +1

    Onek din por rameswaram er video ta dekhlam, bhison bhalo laglo. 🤓👍🤓

  • @sancharighosh6368
    @sancharighosh6368 Год назад +2

    Background er Bhajan, majhe majhe...bhishon mon chhuye gelo

  • @ArundhatiBhowmik
    @ArundhatiBhowmik 11 месяцев назад +1

    Asadharon sundor❤jamon Anindyar kotha bola temni sundor photography❤mugdha hoya suni❤

  • @KRISHNAMITRA-bv5ui
    @KRISHNAMITRA-bv5ui 11 месяцев назад +1

    অপূর্ব সুন্দর লাগল। কত কিছু জানতে পারলাম

  • @gautambanerjee7003
    @gautambanerjee7003 11 месяцев назад +1

    দারুণ লাগলো ভিডিও টি দেখে। মনে হচ্ছে যেন নিজেই যেন স শরীরে উপস্থিত। মন ভালো হয়ে গেলো। অজস্র ধন্যবাদ।

  • @amitbanerjee1032
    @amitbanerjee1032 11 месяцев назад +1

    আপনাদের সব উপস্থাপনার মতো এই এপিসোডেও আপনারা আন্তরিক। ভালো লাগলো।

  • @mamataguha4285
    @mamataguha4285 Год назад +2

    Vishon valo laglo tomra 2jon valo o sustho thako God bless both of you ❤❤❤❤

  • @pinkimallick7839
    @pinkimallick7839 Год назад +2

    রামেশ্বরম খুব সুন্দর জায়গা, ভিডিও টা খুব সুন্দর লাগলো❤❤

  • @ajaydas2880
    @ajaydas2880 Год назад +1

    Bhison bhalo lagche.

  • @mithupathak1961
    @mithupathak1961 5 месяцев назад +1

    মন্দির টাই খুব সুন্দর। আপনাদের জন্য সব ভালো করে বুঝতে পারছি। এখানে ও যাবার ইচ্ছা আছে সামনের বছর

  • @chandankundu1814
    @chandankundu1814 Месяц назад

    শিব লিঙ্গের খুব চমৎকার বিবরণ। বেশ ভালো লাগলো।

  • @susamaroy1800
    @susamaroy1800 Год назад +1

    Ek kothay asadharon vlog❤❤

  • @suklasaha9988
    @suklasaha9988 Месяц назад

    খুব ভালো লাগলো আপনার ভিডিও। আমরা এখন রামেশ্বরমের পথে চলছি। কাজে লাগবে। ধন্যবাদ।

  • @subrataghosh8170
    @subrataghosh8170 11 месяцев назад +1

    Pure pilgrimage travelogue with ethnic south Indian recital in the background has given an unique dimension to this blog. Thank you

  • @manasdas4983
    @manasdas4983 Год назад +2

    খুব সুন্দর উপস্থাপনা।
    ভীষণ ভালো লাগলো।
    ভালো থাকবেন দুজনে।
    🌿🙏🍀👍

  • @arunashishghosh-n8c
    @arunashishghosh-n8c Год назад +1

    অদ্ভূত অকল্পনীয় অতি সুন্দর 🙏🙏🙏

  • @samarde
    @samarde 11 месяцев назад +1

    How superbly you have narrated the mythological accounts of the famous Rameswaram Temple. Your videography all through specially of the outer corridors demands high praise.

  • @chaitalichakraborty9318
    @chaitalichakraborty9318 Год назад +1

    Thankyou so much for such beautiful video. Very interesting

  • @sutapabanerjee3247
    @sutapabanerjee3247 Месяц назад

    Khub sundor 🌹 ami Rameswaram somporke dirgho Novel porechi ori onek jaygay porechi jenechi jaoar souvaggo hoy ni .aj apnar.channel d dekhlam .dhonno apnara .baggaban o bote .
    Ma sarodao giechilen ar bolechilen
    Thik jemonti rekhe giechi temoni ache.
    Sarodao ma to Sita debio bote ❤❤🙏💕❤️🌹🔱

  • @anitaroychowdhury2267
    @anitaroychowdhury2267 Год назад +1

    Khub bhalo laglo.Abhabe je konodin Rameswaram dekhte pabo bhabte parini.Mondir r sagor jano ake aporere poripurak.Bhalo thakben.

  • @NityanandaKarmakar-hg2yg
    @NityanandaKarmakar-hg2yg 2 месяца назад

    অপূর্ব। তুলনা হয়না।

  • @goutammandal8663
    @goutammandal8663 3 месяца назад

    জয় শ্রীরাম জয় ভোলে ইচ্ছা আছে দর্শন করবো ভালো থেকো দাদা নমস্কার

  • @tandra878
    @tandra878 4 месяца назад

    অনিন্দ্য স্নেহের ভাইটি আমার, তোমার মতো করে স্থানের গুরুত্বপূর্ণ তথ্যাদির সঙ্গে পরিক্রমা অথবা দর্শন এবং বেড়ানো: এককথায় অনবদ্য অতুলনীয়। তোমরা আরও বেড়াও---আমাদের সঙ্গে নিও। ভালো থেকো ভাই সপরিবার প্রতিদিন।

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  4 месяца назад +1

      অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏

  • @rumaliroy4106
    @rumaliroy4106 4 месяца назад

    অসাধারণ ভিডিও এবং বিবরণী... যেন পরিপূর্ণ মানস ভ্রমণ... 👌👌👍🙏

  • @madhumitaroychowdhury1900
    @madhumitaroychowdhury1900 3 дня назад

    Khub valo laglosab jante pere

  • @sanjibmanna963
    @sanjibmanna963 Год назад +1

    আপনার কন্ঠস্বর অসাধারণ। আপনার ভিডিও এর সাথে যা একটু ও মিস করতে চাই না।

  • @bhaskarnayek2881
    @bhaskarnayek2881 Год назад

    Khub bhalo presentation...bhalo laglo...

  • @biswanathsarkar9029
    @biswanathsarkar9029 4 месяца назад

    খুব সুন্দর উপস্থাপনা। প্রাঞ্জল ভাবে বুঝিয়ে দিলেন। ধন্যবাদ।

  • @chandan9042
    @chandan9042 5 месяцев назад

    অপূর্ব লাগল। ভালো থাকবেন।

  • @bhaswatiroy8235
    @bhaswatiroy8235 Год назад

    Koto sundor amader desh..ar apnarao koto jotno kore ki sundor bhabe amader samne tule dhorchen...khub bhalo laglo...onek subhecha roilo..

  • @RadhikasDailyLife
    @RadhikasDailyLife 11 месяцев назад +1

    বাংলাদেশ থেকে ভালোবাসা❤

  • @8amrita
    @8amrita 3 месяца назад

    Background ta khub shundor...mon chuye gelo

  • @rubaisaha7229
    @rubaisaha7229 Год назад

    আপনাদের ভিডিও আমি দেখি ।খুব ভালো লাগে ।
    রামেশ্বরম, পণ্ডিচেরী, অরোভিল, তিরুপতি - আমি আগে গিয়েছি । তবে অনেক কিছুই দেখা হয়নি ।
    তবে আপনারা প্রতিটি জায়গা যে বিশদভাবে দেখালেন তা খুবই মনোগ্রাহী ।
    ভবিষ্যতে যদি কখনো এই জায়গাগুলিতে যাওয়ার আরেকবার সুযোগ হয়, তাহলে ইচ্ছে আছে, হাতে সময় নিয়ে ভিডিও গুলি আরেকবার দেখার চেষ্টা করব যাতে পুঙ্খানুপুঙ্খ তথ্য নোট করে নিয়ে যাব যাতে বেড়ানো টা পরিপূর্ণ হয় ।
    আপনারা সুস্থ থেকে আমাদের আরো আনন্দ দিতে থাকুন ।
    ধন্যবাদ সহ

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  Год назад

      অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏 সঙ্গে থাকবেন 😍

  • @bibhaschandradas2273
    @bibhaschandradas2273 Год назад

    Khub valo laglo, kokhono jete parini,apnar presentation khub sundar o sabolil,sob theke valo laglo appropriate background music. Valo thakben. Thakur sokoler mongal korun.🙏

  • @shamitavaroy775
    @shamitavaroy775 Год назад +1

    Amazing video, sir!

  • @littenbiswas.9622
    @littenbiswas.9622 5 месяцев назад

    দারুন সুন্দর ও অনবদ্য আপনার প্রেজেন্টেশন অনিন্দ দা। ভারতের যেখানেই ভ্রমণে যায় না কেন, যাওয়ার পূর্বে আপনার ব্লগে সেই জায়গার ভ্রমণ ভিডিও থাকলে অবশ্যই বেশ কয়েকবার দেখবই দেখবো, তাতে উক্ত জায়গায় ভ্রমণে গিয়ে খুব ভালো ভ্রমণ করতে পারি। আগামী জানুয়ারিতে কন্যাকুমারী - মাদুরাই - রামেশ্বরম - পন্ডিচেরি ভ্রমণে যাওয়ার পরিকল্পনা রয়েছে। আর কিছুটা সেই কারণেই আপনার দক্ষিণ ভারতের ভ্রমণ ভিডিওগুলি দেখছি। আপনার ভিডিও গুলোর মধ্যে এখন পর্যন্ত মাদুরাই ও‌ রামেশ্বরমের ভ্রমনের ভিডিও দেখেছি, পন্ডিচেরি ও কন্যাকুমারী দেখবো। তবে এবারের যে দুটো ভ্রমণ ভিডিও দেখলাম, ‌তা এককথায় অনবদ্য। যেহেতু আমি লেখালেখি করি ফেসবুকের বিভিন্ন ভ্রমণ গ্রুপে, সেই হেতু আমার মনে হয়, অন্যান্য ভ্রমণ স্থানের বর্ণনা করার তুলনায় ভারতীয় ধর্মীয় বা তীর্থ স্থান গুলোর বর্ণনার ক্ষেত্রে প্রচুর পৌরাণিক তথ্যের প্রয়োজন হয়। প্রথমত আধ্যাত্মিক তথ্যের বর্ণনা করতে হয়, আবার মন্দির বা ধর্মীয় স্থানের প্রতিষ্ঠা এবং বর্তমান দিনে সেই মন্দিরের দর্শন ও পুজোর নিয়ম-কানুনের ব্যাপারে প্রচুর তথ্য সম্পর্কে খোঁজ-খবর করতে হয়। আপনার বলার মধ্যে আমি এইসব সবকিছু খেয়াল করি, যে আপনি কত যত্ন সহকারে সব রকম তথ্যের যোগান এইসব ধর্মীয় স্থানের ভিডিওতে দিয়ে যাচ্ছেন। শুনে এবং ছবি দেখে মনটা ভরে যায়। এটাও বুঝি, এই জন্য আপনাকেও প্রচুর পড়াশোনা করতে হয়, একটি ভিডিও বানাতে প্রচুর খাটনি করতে হয়। তবে শুধু ছোট্ট একটা অভাব অনুভব করলাম এই ভিডিওতে, যদি ঐ জায়গাগুলোতে পর্যটকদের থাকার জন্য কয়েকটি হোটেলের নাম দেওয়া হলে, আমরা মতন যারা আপনার ইউটিউব চ্যানেলটি ফলো করেন, তাদের কিছুটা উপকার হতো। আসলে এত সবকিছু বর্ণনা করেন তো, তার মধ্যে অন্যান্য জায়গার মধ্যে এইসব তথ্য দিয়ে থাকেন, সেই জন্য, বেশিরভাগ সবকিছু পেতে পেতে একটু পাওয়ার লোভটা বেড়ে যায় আরকি। যাই হোক খুব ভালো লাগলো আপনার ভ্রমণ ভিডিও, আপনারা কর্তা গিন্নি দুজনেই ভালো থাকবেন, রাইকে তো অনেকদিন দেখি না ভিডিওতে, উনিও তো নিশ্চয়ই ভালো আছেন, ঈশ্বর আপনাদের সকলকে ভালো রাখুন এই প্রার্থনা করি, আগামী দিনে আরো ভালো ভালো জায়গায় ভ্রমণ করবেন, আর আমার মত ফলোয়ারদের জন্য ভালো ভালো ভ্রমণ ভিডিও দেবেন, এই আশা রাখি। 🙏

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  5 месяцев назад

      আপনার লেখাটিও সত্যিই খুব মনোগ্ৰাহী । খুব ভালো থাকবেন । যোগাযোগ রাখবেন । অসংখ্য ধন্যবাদ 🥰🥰

  • @sunitachaudhury5781
    @sunitachaudhury5781 Год назад

    আপনি এতো সুন্দর করে সাজিয়ে বলেন খুব ভালো লাগে আমার

  • @babuldas6035
    @babuldas6035 Год назад

    খুব ভালো আপনার কমেন্ট্রি খুব ভালো লেগেছে

  • @sb99289
    @sb99289 Год назад

    খুব ভালো লাগলো। তবে আপনারা সত্যিই খুব ভাগ্যবান এভাবে সারাদেশে ঘুরে বেড়াতে পারছেন। ভালো থাকবেন।

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  Год назад

      অনেক ধন্যবাদ আপনাকে 🙏 সঙ্গে থাকবেন 😍

  • @uditaraychaudhuri5017
    @uditaraychaudhuri5017 Год назад

    Khub i valo laglo go Anindya da r boudi. Asole Rameswaram r kono video ami er aage kakhono dekhini. Tai khub valo laglo. Onek kichu jante parlam

  • @ilaroy1170
    @ilaroy1170 Год назад

    Khub sundor bhabe dekhalen Rameswaram . Amra jabo feb 19 tarikhe . Aro bhalolage Bubu di ar Apni bes hesehese sab dekhan ar bujiya balen.

  • @debadinathkarmakar9456
    @debadinathkarmakar9456 Год назад

    মাদুরাই, Tricherapally, mandir khub sundar.kannakumari vivekananda rock/temple, Darun.

  • @suchayanbiswas1243
    @suchayanbiswas1243 9 месяцев назад

    Khub sundor uposthapon.... Apnar bachonvongi khub marjito ar sundor ..... Ei video guli dekhe vorsa korte parchi ei sab jaigai jauar .... Eto sundor capture korechen moment gulo ghurte jawar agei jeno physically ami already present erokom feel asche

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  9 месяцев назад

      অসংখ্য ধন্যবাদ আপনাকে 🌹 সঙ্গে থাকবেন ।

  • @Rihan-gamer-Roblox
    @Rihan-gamer-Roblox Год назад

    Darun hoyeche vdo ta dada.

  • @somenathlaha3496
    @somenathlaha3496 Год назад

    খুবই ভালো লাগলো আপনাদের জন্যে আরও একবার রামেশ্বরম মন্দির দর্শন করলাম । আমি গত বছরের গিয়েছিলাম। আপনাদের অনেক ধন্যবাদ

  • @sumandas3398
    @sumandas3398 Год назад

    ভীষণ সুন্দর উপস্থাপনা, বাচনভঙ্গী অতুলনীয়, তথ্যসমৃদ্ধ হলাম। অনেক ধন্যবাদ অনিন্দ্যবাবু।

  • @prabirbiswas7694
    @prabirbiswas7694 Год назад

    Khub xundar laglo Rameswaram.aninda babu.

  • @sipradebnath2635
    @sipradebnath2635 6 месяцев назад

    খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাদের। অসাধারন।

  • @tanmoychowdhuri9252
    @tanmoychowdhuri9252 4 дня назад

    Bhalo laglo.

  • @kamakhyabhattacharjee5298
    @kamakhyabhattacharjee5298 Год назад

    khub sundarbhabe bornona korlen. Khub bhalo legeche. Apnar voice tao khub sundar. Bhalo thakben.

  • @abhishekghoshal6053
    @abhishekghoshal6053 Год назад

    asadharon Rameswaram mandirer bhaskarjo, anabadyo corridor er karukarjo, mon bhore galo, sundar samudrer rup

  • @10-anindyasundarghosal_7_h2
    @10-anindyasundarghosal_7_h2 Год назад

    Khub sundar laglo

  • @sanatanbiswas9437
    @sanatanbiswas9437 6 месяцев назад

    রামেশ্বরম দর্শন করানোর জন্য ধন্যবাদ।

  • @krishnadey2505
    @krishnadey2505 9 месяцев назад

    অসাধারণ লাগল, যদিও আমার Rameshwaram আমার দেখা, কিন্তু আমি যখন গেছিলাম তখন আপনাদের মত renowned blogger ছিলেন না, তাই আমরা আমাদের মত ভাবে দেখেছি এখন ভেবেছি সেই সময় আপনার থাকলে কত ভালো হত, আগামী দিনের অপেক্ষা রইলাম।

  • @tanujasen5104
    @tanujasen5104 6 месяцев назад

    Video ta khub valo laglo ❤❤

  • @kalyansingha7402
    @kalyansingha7402 Год назад

    খুবই ভালো লাগলো। বিশেষ করে মন্দিরের ভিতরের ভিডিও। অনেকদিন আগে গিয়েছিলাম। আপনি আবার দর্শন করালেন। আপনার কুশল কামনা করি।😊😊👍🙏

  • @sancharighosh6368
    @sancharighosh6368 Год назад

    Khub kripa apnader eto smoothly darshan holo apnader

  • @sharmilabasak1548
    @sharmilabasak1548 Год назад

    Khub bhalo laglo. Khub sundar.

  • @avirajdey4308
    @avirajdey4308 Год назад

    ট্রেন থেকে দেখার অভিজ্ঞতা ছিল আজ সড়ক পথ দেখলাম আপনার মাধ্যমে, খুব ভালো লাগলো, অনেক শুভকামনা রইল, ভালো থাকবেন ❤🌹❤

  • @mkghoshpersonal
    @mkghoshpersonal Год назад +1

    খুব ভালো লাগলো। পরের পর্বের অপেক্ষায় রইলাম। আপনারা ভালো থাকবেন। এবার একটু সময় করে সোমনাথ ও দ্বারকা দর্শন করার অনুরোধ রইল।

  • @tilakdasgupta379
    @tilakdasgupta379 Год назад

    খুব ভালো লাগছে এককথায় সুন্দর ।

  • @TheAkc
    @TheAkc Год назад

    অপূর্ব লাগলো।

  • @mousumibanerjee5225
    @mousumibanerjee5225 Год назад

    khub valo laglo rameshwaram episode 👌👌
    asadharon picture quality, darun, apnar camerata khub sundor 👌👍🙏

  • @somaroy167
    @somaroy167 Год назад +1

    Bhaggis apni vlogging koren, tai eto sundor uposthapona dekhte pachi.Rameshswaram konodin jawa hoyeni, apnar jonno eto sundor jaega dekhte pelam. Bhalo thakben

  • @soumyakumar3790
    @soumyakumar3790 10 месяцев назад

    দাদা তুমি প্রতিটা বিষয় খুব খুঁটিয়ে ভালো করে বুঝিয়ে দাও । দারুন লাগলো ❤❤❤

  • @shibanibiswas217
    @shibanibiswas217 8 месяцев назад

    প্রচন্ড গরমে নাজেহাল হতে হতে দেখে নিলাম দাদাভাইদের ভিডিও রামেশ্বরম❤…দাদাভাই তুলে ধরলেন কীভাবে পৌঁছতে হবে রামেশ্বরমে… যদিও পম্বন রেলসেতুতে ট্রেন সফর হল না কিন্তু ইন্দিরা সেতু থেকে দেখে নিলাম … দেখলাম জাহাজ চলাচলের জন্য ব্রিজের মাঝখানের জায়গা… অটো করে যাওয়ার সময়ে একদিকে মেঘলা সমুদ্র যা মেঘ ভরা আকাশের আয়না হয়েছে… সবুজ ছোট ছোট গাছ, এমনকি তালগাছও দেখলাম…সমুদ্রের বুক চিরে পম্বন সেতু, ইন্দিরা সেতু, নতুন অসম্পূর্ণ রেলসেতু অপূর্ব ভিডিওগ্রাফি হয়েছে দাদাভাই❤…
    দেখলাম রামেশ্বরম মন্দির , তার স্থাপত্য, অসাধারণ কারুকাজ নির্মিত করিডর,ভাস্কর্য, দাদাভাই জানালেন পুরাণ, ইতিহাস… ভৌগোলিক অবস্থান, পূজা পদ্ধতি, দর্শন পদ্ধতি, অগ্নিতীর্থম ঘাট… আর নীল সমুদ্র ❤দাদাভাইয়রে জ্ঞানে মুগ্ধ ও সমৃদ্ধ হলাম❤
    আর দক্ষিণের ক্লাসিকাল আবহসঙ্গীত মন ছুঁয়ে যায়❤
    রামেশ্বরম যাওয়ার ইচ্ছে বহুগুণ বেড়ে গেল দাদাভাই ও বৌদিভাইয়ের অসাধারণ ভিডিওগ্রাফি দেখে❤অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল দাদাভাই ও বৌদিভাইয়রে জন্য❤

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  8 месяцев назад +1

      ভিডিওটি ভালো লাগার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে 🌹 ভালো থাকবেন 😍

  • @anjanachakraborty8839
    @anjanachakraborty8839 Год назад

    Ajker vidio dekhe mon bhore galo.

  • @rubinaha377
    @rubinaha377 11 месяцев назад

    Asadharon laglo har har Mahadev 🙏🙏🙏

  • @dey.bhaskar
    @dey.bhaskar Год назад

    খুব ভালো লাগলো, কিছুটা ভিন্ন স্বাদের ❤

  • @ArupChakraborty-w5q
    @ArupChakraborty-w5q Год назад

    Wonderful laglo amar Anindya Da ❤❤❤

  • @chitramitra6153
    @chitramitra6153 3 месяца назад

    Asadharan video

  • @JharnaPaul-v2i
    @JharnaPaul-v2i Год назад

    সত্যিই খুব ভালো লাগলো ....আপনি ভিডিওর মাধ্যমে মন্দিরের সবটাই দেখালেন তাই মন ভরে গেলো অশংক্ষ ধন্যবাদ আপনাকে ও আপনার সহধর্মিণী কে ভালো থাকবেন পরের ভিডিওর অপেক্ষায় রইলাম👌 🙏

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  Год назад

      অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏

  • @mondallaltuvlogs
    @mondallaltuvlogs Год назад

    Osadharon laglo...amr khub jete eche korche...

  • @alokebandyopadhyay6048
    @alokebandyopadhyay6048 Год назад

    ওম শান্তি ওম। দাদা আপনার এই জাতীয় ভিডিও গুলো দেখলে অদ্ভুত একটা শান্তি অনুভব করি। আরো বেশি করে যেন পাই আপনার ভ্রমণ।

  • @bibekranjansarkar5094
    @bibekranjansarkar5094 6 месяцев назад

    আমার বয়স 78+ । যাই হোক বেড়ান, ট্রেক করার ভীষন শখ ছিল। এখন নানান রোগে আক্রান্ত।
    আপনাদের দুজনের ঘোরার ভিডিও দেখি। ভাল লাগে খুব।
    আনন্দে থাকুন, সুস্থ থাকুন এই কামনা রইল।

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  6 месяцев назад

      বয়সকালে বিভিন্ন অসুস্থতা স্বাভাবিক । মনের দিক থেকে আনন্দে থাকুন । অনেক ধন্যবাদ 🙏

  • @mayabagchi21
    @mayabagchi21 21 день назад

    Khub sunder

  • @chandankr.mukherjee.596
    @chandankr.mukherjee.596 Год назад

    খুব ভালো লাগলো।

  • @sumonachatterjee8351
    @sumonachatterjee8351 5 месяцев назад

    Khub sundor video

    • @mallickamar2958
      @mallickamar2958 3 месяца назад

      Dada Agni tirtham ba 22 kund e snan na kore darshan karar janya kon gate diye entry kora jabe?

  • @jayantapanja3631
    @jayantapanja3631 Год назад

    Khub valo lagche

  • @joydipghosh928
    @joydipghosh928 Год назад

    Khub sundor.Apnara dujonei valo thakben.

  • @prodipmondal7851
    @prodipmondal7851 Год назад

    Rameswaram mondir rail bridge,vitore baire drissa darshan khub sundar dekhiyachen.

  • @MayaMondal-ng8yn
    @MayaMondal-ng8yn 3 месяца назад

    We are really liking the way you are showing our own country to us! We would love to see such more videos

  • @tapemaj
    @tapemaj Год назад +2

    Your videos are always most enjoyable to watch along with the knowledge you provide of Hindu scriptures and mythology.
    Really useful for the young generation of Hindu children who reside in UK / USA .
    Once again well done 👍.

  • @aparajita7754
    @aparajita7754 Год назад

    খুব ভালো লাগলো ❤

  • @durlovghosh9309
    @durlovghosh9309 Год назад

    Of course valo laglo vedio, joy shree Ram.

  • @arkapaul543
    @arkapaul543 7 месяцев назад

    Khub bhalo laglo.

  • @mithunsaha7338
    @mithunsaha7338 8 месяцев назад

    খুব ভালো লাগলো

  • @smitamukherjee5368
    @smitamukherjee5368 Год назад

    খুব ভালো লাগলো। মন ভরে গেলো

  • @sarmilabhunia1553
    @sarmilabhunia1553 Год назад

    ভালো লাগলো। পরের পর্বে অপেক্ষা আছি

  • @AbhiPop5695
    @AbhiPop5695 Год назад

    khub bhalo ami 1st dec 2023 giyechilam deklam sobi cover korechen thank you ami ttdc chilam

  • @dilipghosh3222
    @dilipghosh3222 Год назад

    সুন্দর লাগলো অনেক দিন আগে গিয়েছিলাম আবারও দেখে আনন্দ পেলাম ধন্যবাদ আপনাকে

  • @debojitganguly193
    @debojitganguly193 11 месяцев назад +1

    Awesome video dada ❤❤

  • @Gopu_sonar.paribar
    @Gopu_sonar.paribar 3 месяца назад

    খুব ভালো লাগছে ❤❤😊

  • @sumanl1973
    @sumanl1973 Год назад

    Apnar golpo gulo bolar dokhota ashadharon

  • @arkamukherjee9634
    @arkamukherjee9634 Год назад

    Jai jaganath jai krishna jai ram radhe radhe

  • @ShrabantiKoley-vn7kk
    @ShrabantiKoley-vn7kk Год назад

    দাদা খুব ভালো লাগলো ❤

  • @pueroy1771
    @pueroy1771 Год назад +1

    Khub sundor video ta....amra o mondir faka e pachilam ....mondirer bhetorer kaj sotti osadharon

  • @JyotirmayBanik
    @JyotirmayBanik 4 месяца назад

    খুবই সুন্দর